ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ইতিহাস।
ভারতীয় উপমহাদেশে মুঘল সাম্রাজ্যের ইতিহাস (১৫২৬-১৮৫৭)
মুঘল সাম্রাজ্যে বাবরের শাসন আমল
১. মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ জহির উদ্দিন মুহম্মদ বাবর।
২. মুঘল সাম্রাজ্য কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৫২৬ সালে।
৩. বাবরের পৈতৃক নিবাস কোথায় ছিল?
উত্তরঃ পরগনায়, বর্তমানে আফগানিস্তান।
৪. পানিপথের প্রথম যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৫৫৬ সালে।
৫. মুঘল সাম্রাজ্যের সূচনা হয় কখন?
উত্তরঃ ১৫২৬ খ্রিস্টাব্দে।
৬. কোন যুদ্ধের ফলে মুঘল সাম্রাজ্যের সূত্রপাত হয়?
উত্তরঃ ১৫২৬ সালে ইব্রাহিম লোদীর সাথে অনুষ্ঠিত পানিপথের প্রথম যুদ্ধে বিজয়ের মাধ্যমে।
৭. কোন যুদ্ধে প্রথমবারের মতো কামান বা আগ্নেয়াস্ত্র বা গোলাবারদ ব্যবহার করা হয়?
উত্তরঃ পানিপথের যুদ্ধে।
৮. পানিপথ নামক স্থানটি বর্তমানে কোথায় অবস্থিত?
উত্তরঃ ভারতের উত্তরপ্রদেশের হরিয়ানা নামক স্থানে (দিল্লি ও আগ্রার মধ্যবর্তী যমুনা নদীর তীরে)।
৯. পানিপথের প্রান্তরে মোট কতটি যুদ্ধ হয়?
উত্তরঃ ২৩ টি।
১০. খানুয়ার যুদ্ধ কবে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ ১৬ মার্চ ১৫২৭ খ্রিস্টাব্দে।
১১. গোগরার যুদ্ধ কখন হয়?
উত্তরঃ ৬ মে ১৫২৯ খ্রিস্টাব্দে।
১২. কাদের মধ্যে গোগরার যুদ্ধ হয়?
উত্তরঃ আফগানদের সাথে বাবরের।
১৩. বাবর কত বছর বয়সে সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ মাত্র ১১ বছর বয়সে।
১৪. বাবর এর পিতার নাম কি?
উত্তরঃ ওমর শেখ মির্জা।
১৫. বাবর জাতিতে কি ছিলেন?
উত্তরঃ তুর্কি (মুসলমান)।
১৬. বাবর শব্দটি কোন ভাষার?
উত্তরঃ তুর্কি ভাষার।
১৭. বাবর অর্থ কি?
উত্তরঃ বাঘ (তুর্কি ভাষায়)।
১৮. বাবর এর মায়ের নাম কি?
উত্তরঃ কুতলুঘ নিগার খানম।
১৯. বাবর রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তরঃ তুযুক ই বাবর বা বাবুর নামা।
২০. তুযুক ই বাবর আত্মজীবনীমূলক গ্রন্থটি কোন ভাষায় রচিত?
উত্তরঃ তুর্কি ভাষায়।
২১. বাবর কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৫৩০ খ্রিস্টাব্দের ২৬ ডিসেম্বর।
২২. বাবরকে কোথায় সমাহিত করা হয়?
উত্তরঃ কাবুলে।
২৩. তুযুক ই বাবর কি জাতীয় গ্রন্থ?
উত্তরঃ বাবরের আত্মজীবনীমূলক গ্রন্থ।
হুমায়ুনের শাসনামল (১৫৩০-১৫৪০)
২৪. বাবরের জ্যৈষ্ঠ পুত্রের নাম কি?
উত্তরঃ হুমায়ুন।
২৫. হুমায়ুন কত সালে ক্ষমতা লাভ করেন?
উত্তরঃ ১৫৩০ খ্রিস্টাব্দে ৩০ শে ডিসেম্বর।
২৬. হুমায়ুন কখন সিংহাসনচ্যুত হন?
উত্তরঃ ১৭ মে ১৫৪০ খ্রিস্টাব্দে।
২৭. কোন মুঘল সম্রাট গ্রন্থাগারের সিঁড়ি হতে পড়ে মারা যান?
উত্তরঃ হুমায়ুন।
২৮. হুমায়ুন শব্দের অর্থ কি?
উত্তরঃ ভাগ্যবান।
২৯. হুমায়ুন কার নিকট পরাজিত হন?
উত্তরঃ শেরশাহের নিকট।
৩০. শেরশাহ কোন যুদ্ধে হুমায়ুনকে পরাজিত করে দিল্লি অধিকার করেন?
উত্তরঃ কনৌজের যুদ্ধে।
৩১. শেরশাহের (১৫৪৫ থেকে ১৫৫৪ খ্রিস্টাব্দ) প্রকৃত নাম কি?
উত্তরঃশেরখান।
৩২. চৌসার যুদ্ধ কখন হয়?
উত্তরঃ ১৫৩৯ খ্রিস্টাব্দে।
৩৩. কেন শের খানকে শেরশাহ বলা হয়?
উত্তরঃ বাঘ হত্যা করার কারণে।
৩৪. "গ্রাউন্ড ট্রাঙ্ক রোড" নির্মাণ করেন কে?
উত্তরঃ শেরশাহ।
৩৫. ভারতবর্ষে "ঘোড়ার ডাক" প্রচলন করেন কে?
উত্তরঃ শেরশাহ।
৩৬. কখন শেরশাহ বাংলার রাজধানী গৌড় আক্রমণ করেন?
উত্তরঃ ১৫৩৭ খ্রিস্টাব্দে।
৩৭. শেরশাহ জাতিতে কি ছিলেন?
উত্তরঃ পাঠান (মুসলিম)।
৩৮. শেরশাহ কোন বংশের শাসক ছিলেন?
উত্তরঃ আফগান।
৩৯. কনৌজের যুদ্ধ হয় কখন?
উত্তরঃ ১৫৪০ খ্রিস্টাব্দে ১৭ মে।
৪০. শেরশাহ কোথাকার শাসক ছিলেন?
উত্তরঃ আফগান শাসক (তিনি ভারতবর্ষে আফগান শাসন চালু করেন)।
৪১. ভারতবর্ষের "দাম" মুদ্রার প্রচলন করেন কে?
উত্তরঃ শেরশাহ।
৪২. কোন সম্রাট দিল্লি থেকে ইংরেজদের কে বিতাড়িত করেন?
উত্তরঃ শেরশাহ।
৪৩. কত বছর পর হুমায়ুন পুনরায় সিংহাসন পুনরুদ্ধার করেন?
উত্তরঃ ১৫ বছর পর।
৪৪. হুমায়ুন কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ২৪ জানুয়ারি ১৫৫৬ খ্রিস্টাব্দে।
৪৫. বাংলাকে জান্নাতাবাদ বলে ঘোষণা করেন কে?
উত্তরঃ হুমায়ুন।
সম্রাট আকবর (১৫৫৬ থেকে ১৬০৫ খ্রিস্টাব্দ)
৪৬. মুঘল সাম্রাজ্যের শ্রেষ্ঠ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবর।
৪৭. সম্রাট আকবর কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ১৪ ফেব্রুয়ারি ১৫৫৬ খ্রিস্টাব্দে।
৪৮. আকবর কত বছর বয়সে দিল্লির সিংহাসনে বসেন?
উত্তরঃ ১৩ বছর।
৪৯. পানিপথের দ্বিতীয় যুদ্ধ সংঘটিত হয় কার মধ্যে?
উত্তরঃ আকবরের সেনাপতি বৈরাম খান ও হিমুর মধ্যে।
৫০. আকবরের অভিভাবক কে ছিলেন?
উত্তরঃ বৈরাম খাঁ।
৫১. কার তত্ত্বাবধানে আকবর পালিত হন?
উত্তরঃ পরিচারিকা মাহম আনাগা এর তত্ত্বাবধানে।
৫২. কোন গ্রন্থে দেশবাচক 'বাংলা' শব্দের প্রথম ব্যবহার হয়?
উত্তরঃ আইন-ই-আকবরী গ্রন্থে।
৫৩. আইন-ই-আকবরী গ্রন্থের রচয়িতা কে?
উত্তরঃ আবুল ফজল।
৫৪. আবুল ফজল কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের সভাকবি (নবরত্নের একজন)।
৫৫. কোন সম্রাটের আমলে সমগ্র বঙ্গদেশ 'সুবহ-ই বাঙ্গালাহ' নামে পরিচিত ছিল?
উত্তরঃ আকবরের সময়।
৫৬. সম্রাট আকবর কবে বাংলা বিজয় করেন?
উত্তরঃ ১৫৭৬ সালে।
৫৭. দ্বীন-ই-ইলাহী ধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ সম্রাট আকবর (১৫৮১)।
৫৮. তানসেন কে ছিলেন?
উত্তরঃ আকবরের রাজসভার গায়ক (নবরত্নের একজন)।
৫৯. 'মনসবদারি' প্রথা কে প্রচলন করেন?
উত্তরঃ সম্রাট আকবর।
৬০. জিজিয়া কর ও তীর্থকর কে রহিত করেন?
উত্তরঃ সম্রাট আকবর।
৬১. রাজপুত নীতির প্রবর্তক কে?
উত্তরঃ সম্রাট আকবর।
৬২. সম্রাট আকবরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তরঃ সেকেন্দ্রায়।
৬৩. সম্রাট আকবরের রাজস্ব মন্ত্রী কে ছিলেন?
উত্তরঃঃ টোডরমল।
৬৪. ফতেপুরসিক্রির সঙ্গে কোন মুঘল সম্রাটের নাম জড়িত?
উত্তরঃ আকবর।
৬৫. কোন মোগল সম্রাট "বুলান্দ দরওয়াজ" নির্মাণ করেন?
উত্তরঃ আকবর (গুজরাট রাজ্য জয় উপলক্ষে)।
৬৬. কোন সম্রাট হিন্দু সমাজে বাল্যবিবাহ, সতীদাহ প্রথা বন্ধ এবং বিধবা বিবাহ প্রচলন করেন?
উত্তরঃ আকবর।
৬৭. অমৃতসর স্বর্ণ মন্দির কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট আকবর।
৬৮. পানিপথের দ্বিতীয় যুদ্ধ কখন হয়?
উত্তরঃ ৫ নভেম্বর ১৫৫৬ খ্রিস্টাব্দে।
৬৯. সম্রাট আকবর কখন গন্ডোয়ান বিজয় করেন?
উত্তরঃ ১৫৬৪ খ্রিস্টাব্দে।
৭০. সম্রাট আকবর কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ২৩ নভেম্বর ১৫৪২ খ্রিস্টাব্দে।
৭১. কখন রাজপুত না বিজয় করেন?
উত্তরঃ ১৫৬৭ খ্রিস্টাব্দে।
৭২. সম্রাট আকবরের রাজসভায় শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন কে?
উত্তরঃ তানসেন।
৭৩. সম্রাট আকবরের রাজসভায় কে বিখ্যাত কৌতুককার ছিলেন?
উত্তরঃ বীরবল।
৭৪. কাদের সাথে কার পানিপথের দ্বিতীয় যুদ্ধ অনুষ্ঠিত হয়?
উত্তরঃ হিমুর সাথে আকবরের সেনাপতি বৈরাম খানের।
৭৫. পানিপথের দ্বিতীয় যুদ্ধের ফলাফল কি?
উত্তরঃ হিমু পরাজিত ও নিহত হন।
৭৬. বৈরাম খান কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের প্রধান সেনাপতি ও তার "খান বাবা"।
৭৭. সম্রাট আকবর কখন গুজরাট বিজয় করেন?
উত্তরঃ ১৫৭২ থেকে ১৫৭৩ খ্রিস্টাব্দে।
৭৮. কখন সম্রাট আকবর বাংলা বিজয় করেন?
উত্তরঃ ১৫৭৬ খ্রিস্টাব্দে ।
৭৯. কখন সম্রাট আকবর সিন্ধু বিজয় করেন?
উত্তরঃ ১৫৯১ খ্রিস্টাব্দে।
৮০. আবুল ফজল কে ছিলেন?
উত্তরঃ সম্রাট আকবরের বন্ধু এবং সভাকবি।
৮১. সম্রাট আকবরের পুরো নাম কি?
উত্তরঃ জালাল উদ্দিন মোহাম্মদ আকবর।
৮২. শাসন কার্য পরিচালনার সুবিধার্থে সম্রাট আকবর রাজ্য কে কয়টি প্রদেশে ভাগ করেন?
উত্তরঃ ১৫ টি প্রদেশে।
৮৩. সম্রাট আকবরের প্রবর্তিত নতুন ধর্ম মতের নাম কি?
উত্তরঃ দ্বীন-ই-ইলাহী।
৮৪. দ্বীন-ইলাহী এর সদস্য সংখ্যা ছিল কত?
উত্তরঃ ১৮ জন।
৮৫. প্রাদেশিক শাসনকর্তাকে কি বলা হত?
উত্তরঃ সুবেদার।
৮৬. আকবর প্রবর্তিত মনসবদারি প্রথা কি?
উত্তরঃ সেনাবাহিনীর সংস্কার পরিকল্পনা।
৮৭. ইতিহাসে আকবর কি নামে খ্যাত?
উত্তরঃ মহামতি আকবর।
৮৮. আকবর কখন মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৬০৫ খ্রিস্টাব্দে।
৮৯. কে বাংলা সনের প্রবর্তন করেন?
উত্তরঃ সম্রাট আকবর।
৯০. বাংলা সনের সূচনা হয় কখন থেকে?
উত্তরঃ ৯৬৩ হিজরী ১৫৫৬ খ্রিস্টাব্দ ১১ এপ্রিল হতে ১লা বৈশাখ ৯৬৩ বাংলা গণনা শুরু হয়।
৯১. আকবরের সমাধি কোথায় অবস্থিত?
উত্তরঃ সেকেন্দ্রায়।
৯২. আকবরের ভ্রান্তিমূলক ধর্মমতের বিরুদ্ধে কে দুর্বার আন্দোলন গড়ে তোলেন?
উত্তরঃ শাইখ আহমদ সেরহিন্দ মুজাদ্দিদ আলফে সানি (র:)।
জাহাঙ্গীর এর শাসনামল
৯৩. সম্রাট জাহাঙ্গীরের প্রকৃত নাম কি?
উত্তরঃ সেলিম।
৯৪. জাহাঙ্গীরের ডাক নাম ছিল___?
উত্তরঃ শেখু বাবা।
৯৫. জাহাঙ্গীর কখন সিংহাসনে অধিষ্ঠিত হন?
উত্তরঃ ২৪ অক্টোবর ১৬০৫ খ্রিস্টাব্দে।
৯৬. নুরজাহান কে ছিলেন?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীরের প্রিয়তমা স্ত্রী।
৯৭. নুরজাহানের প্রকৃত নাম কি?
উত্তরঃ মেহেরুন্নিসা (মেহের-উন-নিসা)।
৯৮. নুরজাহানের পিতার নাম কি?
উত্তরঃ মির্জা গিয়াস বেগ।
৯৯. সম্রাট জাহাঙ্গীর কি উপাধি ধারণ করে ক্ষমতায় বসেন?
উত্তরঃ নুর উদ্দিন মোহাম্মদ জাহাঙ্গীর বাদশা গাজী।
১০০. কে নিজের নামে মুদ্রা প্রচলন করেন?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর।
১০১. আগ্রার দুর্গের নির্মাতা কে?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর।
১০২. কখন সম্রাট জাহাঙ্গীরের তিরোধান হয়?
উত্তরঃ ১৬২৭ খ্রিস্টাব্দে।
১০৩. সম্রাট জাহাঙ্গীর কখন মেহের-উন-নেসাকে বিয়ে করেন?
উত্তরঃ ১৬১১ খ্রিস্টাব্দে।
১০৪. সম্রাট জাহাঙ্গীর তাকে কি উপাধি দেন?
উত্তরঃ প্রথমে নুর মহল পড়ে নুরজাহান।
১০৫. নুরজাহান অর্থ কি?
উত্তরঃ জগতের আলো।
১০৬. সম্রাট জাহাঙ্গীর কাকে জোর করে বিবাহ করেছিলেন?
উত্তরঃ আলী বেগের পত্নী মেহেরুন্নেসাকে (নুরজাহান)।
সম্রাট শাহজাহানের শাসনামল (১৬২৭-১৬৫৮)
১০৭. সম্রাট শাহজাহান কখন জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৫৯২ খ্রিস্টাব্দের ৫ জানুয়ারি, লাহোরে।
১০৮. শাহজাহানের বাল্য নাম কি ছিল?
উত্তরঃ খুররম।
১০৯. তাকে কে শাজাহান উপাধি দেন?
উত্তরঃ সম্রাট জাহাঙ্গীর।
১১০. শাজাহান অর্থ কি?
উত্তরঃ বিশ্ব সম্রাট।
১১১. ময়ূর সিংহাসনের শিল্পী কে ছিলেন?
উত্তরঃ পারস্যের বেবাদল খান (১৭৩৯ সালে)।
১১২. ময়ূর সিংহাসন বর্তমানে কোথায় রয়েছে?
উত্তরঃ ইরানে (পারস্য)।
১১৩. সম্রাট শাহজাহানের স্ত্রীর নাম কি?
উত্তরঃ মমতাজ।
১১৪. সম্রাট শাহজাহান কখন ক্ষমতায় আসেন?
উত্তরঃ ১৬২৭ খ্রিস্টাব্দে।
১১৫. সম্রাট শাহজাহানের নির্মিত সিংহাসনের নাম কি?
উত্তরঃ ময়ূর সিংহাসন।
১১৬. পৃথিবীর সপ্তাশ্চর্যের একটি তাজমহল কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১১৭. তাজমহল নির্মাণের সময়কাল ছিল কত?
উত্তরঃ ১৬৩২ থেকে ১৬৫৩ খ্রিস্টাব্দ।
১১৮. তাজমহলের স্থপতি কে ছিলেন?
উত্তরঃ ওস্তাদ ঈশা খা।
১১৯. তাজমহল কোথায় অবস্থিত?
উত্তরঃ আগ্রার যমুনা নদীর তীরে।
১২০. দিল্লির দরবারে শাহজাহানের নির্মিত অমর কীর্তি কি?
উত্তরঃ দেওয়ান-ই আম, দেওয়ান-ই খাস।
১২১. আগ্রার জামে মসজিদ নির্মাণ করেন কে?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১২২. তাজমহল নির্মাণে কত কারিগর ২২ বছর ব্যাপী পরিশ্রম করেন?
উত্তরঃ ২০ হাজার শ্রমিক।
১২৩. তাজমহল নির্মাণে ব্যয় কত?
উত্তরঃ প্রায় ৩ কোটি টাকা।
১২৪. কোন মোগল সম্রাট Prince of Builders নামে খ্যাত?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১২৫. তাজমহলের নির্মাতা কে?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
১২৬. ময়ূর সিংহাসন কে লুণ্ঠন করেন?
উত্তরঃ পারস্য সম্রাট নাদির শাহ (১৭৩৯ সালে লন্ঠন করেন)।
১২৭. সালমার উদ্যান কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান (পাকিস্তান)।
১২৮. লালকেল্লা কোথায় অবস্থিত?
উত্তরঃ দিল্লি।
১২৯. লালকেল্লা কে নির্মাণ করেন?
উত্তরঃ সম্রাট শাহজাহান।
সম্রাট আওরঙ্গজেব এর শাসনামল(১৬৫৮-১৭০৭ খ্রি.)
১৩০. আওরঙ্গজেব কখন সিংহাসনে আরোহন করেন?
উত্তরঃ ২১ জুলাই ১৬৫৮ খ্রিস্টাব্দে।
১৩১. ক্ষমতা গ্রহণ করার পর তিনি কি উপাধি ধারণ করেন?
উত্তরঃ আবুল মুজাফফর মহিউদ্দিন মোহাম্মদ আওরঙ্গজেব আলমগীর, বাদশাহ গাজী।
১৩২. কোন মুঘল সম্রাটকে জিন্দাপীর বলা হয়?
উত্তরঃ সম্রাট আওরঙ্গজেব।
১৩৩. আওরঙ্গজেবের শাসনামলে বাংলার শাসনকর্তা ছিলেন কে?
উত্তরঃ শায়েস্তা খাঁন।
১৩৪. শায়েস্তা খানের সময় চালের দাম ছিল কিরূপ?
উত্তরঃ টাকায় ৮ মন।
১৩৫. বার ভূঁইয়াদের প্রধান ছিলেন কে?
উত্তরঃ ঈশা খা।
১৩৬. আওরঙ্গজেব কত বছর ক্ষমতায় ছিলেন?
উত্তরঃ ৪৯ বছর।
মুঘল সাম্রাজ্যের পতন
১৩৭. কখন মুঘল সাম্রাজ্যের পতন হয়?
উত্তরঃ ১৮৫৭ সালে।
১৩৮. মুঘল সাম্রাজ্যের স্থিতিকাল কত?
উত্তরঃ (১৫২৬ থেকে ১৮৫৭) ৩৩১ বছর।
১৩৯. দ্বিতীয় বাহাদুর শাহ কে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তরঃ ইয়াঙ্গুন (রেঙ্গুন)।
১৪০. পানিপথের তৃতীয় যুদ্ধ হয় কত সালে?
উত্তরঃ ১৭৬১ সালে।
১৪১. পানিপথের তৃতীয় যুদ্ধ সংঘটিত হয় কার মধ্যে?
উত্তরঃ আহমেদ শাহ আবদালী ও মারাঠা শক্তির মধ্যে।
১৪২. মীরজুমলা কে ছিলেন?
উত্তরঃ আওরঙ্গজেবের সেনাপতি।
১৪৩. ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কোন যুদ্ধে ব্যবহৃত হয়েছিল?
উত্তরঃ আসাম যুদ্ধে।
১৪৪. ওসমানী উদ্যানের সামনে রক্ষিত কামানটি কে ব্যবহার করেন?
উত্তরঃ মীরজুমলা।
১৪৫. ঢাকা গেট কে নির্মাণ করেন?
উত্তরঃ মীর জুমলা।
১৪৬. মোগল আমলে উৎকৃষ্ট কার্পাস দিয়ে কোন বস্ত্র তৈরি হতো?
উত্তরঃ মসলিন বস্ত্র।
১৪৭. ঈশা খানের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ সোনারগাঁও।
১৪৮. ১৬১০ সালে ঢাকাকে প্রথম রাজধানী কে করেন?
উত্তরঃ সুবেদার ইসলাম খান।
১৪৯. ঢাকার নাম জাহাঙ্গীরনগর কে রাখেন?
উত্তরঃ ইসলাম খান।
১৫০. চট্টগ্রামের নাম ইসলামাবাদ কে রাখেন?
উত্তরঃ শায়েস্তা খান।
১৫১. দোলাই খাল কে খনন করেন?
উত্তরঃ ইসলাম খান।
১৫২. বুড়িগঙ্গা নদীর পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ দোলাই খাল বা দোলাই নদী।
১৫৩. শায়েস্তা খানের পূর্ণ নাম কি?
উত্তরঃ মির্জা আবু তালিব ওরফে নবাব শায়েস্তা খান।
১৫৪. বিরান বিবি কে ছিলেন?
উত্তরঃ শায়েস্তা খানের বোন।
১৫৫. মুঘল সাম্রাজ্যের শেষ সম্রাট কে ছিলেন?
উত্তরঃ দ্বিতীয় বাহাদুর শাহ।
১৫৬. দ্বিতীয় বাহাদুর শাহ কে কোথায় নির্বাসন দেওয়া হয়?
উত্তরঃ ইয়াঙ্গুনে (রেঙ্গনে)।
১৫৭. বার ভূঁইয়াদের মধ্যে শ্রেষ্ঠ ছিলেন কে?
উত্তরঃ ঈশা খা।
১৫৮. কোন সময়ে সোনারগাঁও বাংলাদেশের রাজধানী ছিল?
উত্তরঃ মুঘল আমলে।
১৫৯. মারাঠা বংশের শ্রেষ্ঠ নরপতি কে ছিলেন?
উত্তরঃ শিবাজী।
১৬০. ইতিহাসে "পার্বত্য মুষিক" নামে কে পরিচিত?
উত্তরঃ শিবাজী।