ভোটকেন্দ্রে অবস্থানকারী প্রিজাইডিং অফিসার এবং ভোটারের দায়িত্ব সম্পর্কে আলোচনা

নির্বাচন একটি দীর্ঘ ও জটিল প্রক্রিয়া। নির্বাচন সঠিক, সুষ্ঠু এবং গ্রহণযোগ্য করার জন্য নির্বাচন কমিশন ও এর কর্মকর্তা-কর্মচারীদেরকে সজাগ ভূমিকা রাখতে হয়। ভোটকেন্দ্রে নির্বাচন পর্যবেক্ষণ করার জন্য বিভিন্ন ব্যক্তি অবস্থান করেন। তারা নির্বাচন সুষ্ঠুভাবে হচ্ছে কিনা সেটি পর্যবেক্ষণ করেন। এতে করে নির্বাচনের গ্রহণযোগ্যতা বেড়ে যায়।


Responsibilities of the Presiding Officer at the Polling Station
ভোট কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব


গণপ্রতিনিধিত্ব আদেশ অনুযায়ী ভোটকেন্দ্র সম্পর্কিত বিধিবিধান:

গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এ ভোটকেন্দ্র সম্পর্কিত বিধিবিধান যেমন- ভোটকেন্দ্রে অবস্থানকারী এবং ভোটারের দায়িত্ব সম্পর্কে সুস্পষ্ট বিধান প্রদান করেছে। নিচে এ সম্পর্কে আলোচনা করা হলো।

ভোটকেন্দ্রে অবস্থানের অনুমতিপ্রাপ্ত ব্যক্তি ভোটকেন্দ্রে ভোট গ্রহণ চলাকালীন সময়ে যে সকল ব্যক্তি অবস্থান করতে পারেন তাদের সম্পর্কে গণপ্রতিনিধিত্ব আদেশের বিধিবিধান নিচে আলোচনা করা হলো।

১. দায়িত্ব পালনরত ব্যক্তি। 

নির্বাচনকালীন ভোটকেন্দ্রে অবস্থানকারী সম্পর্কে গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, যে সকল ব্যক্তিবর্গ নির্বাচন সংক্রান্ত দায়িত্ব পালন করেন তারা নির্বাচন কেন্দ্রে অবস্থান করার জন্য অনুমতিপ্রাপ্ত।

২. প্রতিদ্বন্দ্বী প্রার্থী। 

এ আদেশে বলা হয়েছে, ভোটকেন্দ্রে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অবস্থান করতে পারবেন। প্রতিদ্বন্দ্বী প্রার্থী হিসেবে তিনি নির্বাচনের বিভিন্ন দিক দেখভাল ও আত্মতুষ্টির জন্য নির্বাচন কেন্দ্রে অবস্থান করতে পারেন।

৩. প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টগণ। 

এ আদেশে বলা হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থীর নির্বাচনি এজেন্টাগণ ভোটকেন্দ্রে অবস্থান করে নির্বাচন পর্যবেক্ষণ করে থাকে। এছাড়া প্রত্যেক ভোটকক্ষের জন্য প্রত্যেক প্রতিদ্বন্দ্বী প্রার্থীর একজন পোলিং এজেন্ট অবস্থান করবেন।

৪. নির্বাচনি পর্যবেক্ষক। 

নির্বাচনে বিভিন্ন পর্যবেক্ষণ হয়ে থাকে। এ পর্যবেক্ষণে দেশি-বিদেশি এবং সংহর পর্যবেক্ষক থাকতে পারেন। এ আদেশে বলা হয়েছে, ভোটকেন্দ্রে এ সকল পর্যবেক্ষকগণ অবস্থান করার অনুমতি লাভ করবেন।

৫. বিশেষ অনুমতিপ্রাপ্ত ব্যক্তির অবস্থান

গণপ্রতিনিধিত্ব আদেশে বলা হয়েছে, নির্বাচন চলাকালীন সময়ে, রিটার্নিং অফিসার কোনো বিশেষ ব্যক্তিকে অনুমতি প্রদান করে ভোটকেন্দ্রে অবস্থান করতে দিতে পারেন।

ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারের প্রতি প্রিজাইডিং অফিসারের দায়িত্ব: 

ভোটার ভোটদানের উদ্দেশ্যে ভোটকেন্দ্রে উপস্থিত 'হলে প্রিজাইডিং অফিসার ভোটারের প্রতি কিছু দায়িত্ব পালন করে থাকেন। যেমন-

১. ব্যালট পেপার সরবরাহ 

প্রিজাইডিং অফিসার ভোটকেন্দ্রে উপস্থিত ভোটারের পরিচয়পত্র সঠিক হলে উক্ত ভোটারকে একটি ব্যালট পেপার সরবরাহ করবেন।

২. বৃদ্ধাঙ্গুলে অমোচনীয় কালিতে দাগ প্রদান

প্রিজাইডিং অফিসার কোনো ভোটারকে ব্যালট পেপার প্রদানের পূর্বে ভোটারের যে কোনো হাতের বৃদ্ধাঙ্গুলে বা অন্যকোনো আঙ্গুলে অমোচনীয় কালিতে প্রদত্ত একটি দাগ প্রদান করবেন।

৩. ভোটার তালিকায় চিহ্ন এবং ব্যালট পেপারে সিলমোহর 

প্রিজাইডিং অফিসার ভোটারকে ব্যালট পেপার সরবরাহ করা হয়েছে এটি নির্দেশ করার জন্য ভোটার তালিকায় তার নম্বর এবং নামের বিপরীতে একটি চিহ্ন দিবেন এবং ব্যালট পেপারের উল্টোপিঠে সরকারি চিহ্নযুক্ত সিলমোহর মারবেন।

৪. ব্যালট পেপার বাক্সে ঢুকানোর সময় সতর্ক 

প্রিজাইডিং অফিসার ভোটার যাতে একটির বেশি ব্যালট পেপার ব্যালট বাক্সে ঢুকাতে না পারে সে ব্যাপারে নজর রাখবেন। 

ভোটকেন্দ্রে ভোটারের দায়িত্ব: 

ভোটকেন্দ্রে ব্যালট পেপার পাবার পর ভোটারের কিছু করণীয় থাকে যা নিচে আলোচনা করা হলো-

১. সিলমোহর দেখানো 

ভোটার প্রতিদ্বন্দ্বী প্রার্থী বা নির্বাচনি এজেন্ট বা পোলিং এজেন্ট কর্তৃক অনুরুদ্ধ হলে তাকে ব্যালট পেপারের পেছনের সরকারি সিলমোহর দেখাবেন।

২. নির্দিষ্ট স্থানে যাওয়া 

ভোটার ব্যালট পেপারে তার ভোট প্রদানের জন্য পূর্বনির্ধারিত নির্দিষ্ট স্থানের দিকে চলে যাবেন।

৩. ব্যালট পেপারে নাম ও প্রতীকসংবলিত স্থানে চিহ্ন প্রয়োগ

ভোটার যে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর জন্য ভোট দিতে ইচ্ছুক ব্যালট পেপারে তার নাম ও প্রতীকসংবলিত স্থানের মধ্যে যে কোনো জায়গায় বিধি নির্ধারিত চিহ্ন প্রয়োগ করবেন।

৪. ব্যালট পেপার ভাঁজ করে বাক্সে প্রবেশ করানো

ভোটার ব্যালট পেপারে প্রার্থীর নাম ও প্রতীক চিহ্ন প্রয়োগ করবার পর ব্যালট পেপারটি সঠিক নিয়মে ভাঁজ করে ব্যালট বাক্সে প্রবেশ করাবেন।

৫. ভোট কক্ষ ত্যাগ 

ব্যালট বাক্সে ব্যালট পেপার প্রবেশ করানোর মধ্য দিয়ে ভোটারের ভোট প্রদান কার্যক্রম সমাপ্ত হয়। ফলে ব্যালট পেপার বাক্সে প্রবেশ করানোর পর ভোটার ভোট কক্ষ ত্যাগ করবেন।


উপসংহার

পরিশেষে বলা যায় যে, ভোটকেন্দ্রে ভোট গ্রহণের সময় ভোটকেন্দ্রে প্রবেশের ক্ষেত্রে বাধা-নিষেধ রয়েছে। ভোটকেন্দ্রে ভোটার প্রবেশ করতে পারেন। তবে তিনি ভোটদানের পরে ভোটকক্ষে আর অবস্থান করতে পারেন না। প্রিজাইডিং অফিসার ভোটারের ভোটদানকে নিশ্চিত করবার ব্যবস্থা গ্রহণ করেন। তবে ভোটার যেন ভোট জালিয়াতি না করতে পারে সেজন্যও প্রিজাইডিং অফিসার বিশেষভাবে দৃষ্টি রাখেন। উপর্যুক্ত আলোচনায় এসব কিছু গণপ্রতিনিধিত্ব আদেশ এর বিধিবিধান অনুসারে সম্পন্ন হয়।

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url