সাজেশন: রাষ্ট্রবিজ্ঞান, ডিগ্রি তৃতীয় বর্ষ পরীক্ষা-২০২৫
![]() |
সাজেশন ডিগ্রি ফাইনাল পরীক্ষা ২০২৫ |
ক-বিভাগ
(যেকোনো ১০টি প্রশ্নের উত্তর দাও।)
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১. নারী ও রাজনীতি কী?
উত্তর: নারী ও রাজনীতি হচ্ছে সে শাস্ত্র বা জ্ঞানের। যে বিশেষ শাখা যা মানুষ তথা নারী ও পুরুষ নিয়ে। গঠিত সমাজকে বিশ্লেষণ করে। নারীর ভোটাধিকার ও রাজনৈতিক ক্ষমতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর ভূমিকা নির্ধারণ করে।
২. Subversive Women গ্রন্থটির লেখক কে?
উত্তর: সাসকিয়া উইরিঙ্গা।
৩. ১৯৬৩ সালে প্রকাশিত বেটি ফ্রাইডেনের আলোড়ন সৃষ্টিকারী বইটির নাম লিখ।
উত্তর: The Feminine Mystique.
৪. A Vidication of the Rights of woman গ্রন্থের লেখক কে?
উত্তর: ব্রিটিশ লেখিকা মেরি ওলস্টোনক্রাফট।
৫. জার্মানির বর্তমান চ্যালেঞ্জর কে?
উত্তর: ওলাফ শলৎস।
৬. মামলা ইউসুফজাই কোন দেশের?
উত্তর: পাকিস্তানে।
৭. French Women's Suffrage Society এর
প্রতিষ্ঠাতা কে?
উত্তর: হুবারটিন অকলার্ট।
৮. Feminism শব্দটি কোন শব্দ থেকে এসেছে?
উত্তর: Feminism শব্দটি ফরাসি শব্দ Femme থেকে এসেছে।
৯. নারীবাদ কী?
উত্তর: নারীবাদ হলো এক ধরনের মতবাদ যা সামাজিক আন্দোলনের মাধ্যমে নারী সম্পর্কিত গতানুতিক দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে লিঙ্গভিত্তিক বৈষম্য বিলোপ এবং পুরুষের ন্যায় নারীর অধিকার অর্জনে প্রয়াসি।
১০. Eco-Feminism এর অর্থ কী?
উত্তর: পরিবেশ নারীবাদ।
১১. উদার নারীবাদের প্রবক্তা কে?
উত্তর: মেরি ওলস্টোন ক্রাফট।
১২. কৃষ্ণাঙ্গ নারীবাদ কী?
উত্তর: কৃষ্ণাঙ্গ নারী হলো কৃষ্ণাঙ্গ (কালো) নারীদের জাতি, বর্ণ, লিঙ্গ ও শ্রেণিগত বৈষম্য এবং নিপীড়ন থেকে মুক্তির প্রক্রিয়া।
১৩. যৌতুক কী?
উত্তর: বিয়ের সময় পাত্রপক্ষ কনে পক্ষের কাছে দাবি জানিয়ে যে সমস্ত স্থাবর ও অবস্থাবর সম্পত্তি আদায় করে তাকেই এক কথায় যৌতুক বলে।
১৪. বাংলাদেশে কত সালে যৌতুক নিরোধ আইন পাস হয়?
উত্তর: ১৯৮০ সালে।
১৫. ইভটিজিং কী?
উত্তর: ইভটিজিং নারী নির্যাতনের একটি ধরন। ঘরে বাইরে তথা রাস্তাঘাটে চলাফেরার সময় প্রায় সব বয়সের মেয়েদের অশ্লীল ইঙ্গিত বা অশোভন মন্তব্য দ্বারা উত্যক্ত করাই ইভটিজিং।
১৬. পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম লিখ?
উত্তর: পিতৃতন্ত্রের তিনটি সংস্থার নাম হলো- ১. পরিবার, ২. সমাজ ও ৩. রাষ্ট্র।
১৭. নারীর দ্বৈত ভূমিকা কী?
উত্তর: নারীর দ্বৈত ভূমিকা হলো তার পারিবারিক ক্ষেত্রে এবং অর্থনৈতিক কর্মক্ষেত্রে নারীর দায়িত্ব ও কর্তব্যবোধ।
১৮. NBFO এর পূর্ণরূপ লিখ?
উত্তর: National Black Feminist Organization.
১৯. রাজনৈতিক অংশগ্রহণ কী?
উত্তর: রাজনৈতিক অংশগ্রহণ হলো এমন একটি প্রক্রিয়া যেখানে জনগণ প্রত্যক্ষ বা পরোক্ষভাবে প্রতিনিধি নির্বাচনে ও সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ করে।
২০. কোন দেশে নারীর রাজনীতিতে প্রতিনিধিত্ব সর্বাধিক?
উত্তর: কিউবা।
২১. নারী নির্যাতন কী?
উত্তর: নারী নির্যাতন বলতে নারীদের ওপর দৈহিক, মানসিক, সামাজিক ও অর্থনৈতিক যে কোনো ধরনের নিপীড়ন ও নির্যাতনকে বুঝায়।
২২. বাংলাদেশের এসিড নিক্ষেপের সর্বোচ্চ শাস্তি কী?
উত্তর: মৃত্যুদন্ড।
২৩. নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝায়?
উত্তর: নারী প্রতি সহিংসতা বলতে কোনো নারীর উপর হুমকি বা বল প্রয়োগের মাধ্যমে অনিচ্ছাকৃত কাজ করানোকে বোঝায়।
২৪. GDI এর পূর্ণনাম কী?
উত্তর: Gender Development Index.
২৫. সেক্স বলতে কী বুঝায়?
উত্তর: নারী ও পুরুষের জৈবিক চাহিদা হলো সেক্স।
২৬. Sexual Politics বইটির লেখক কে?
উত্তর: কেট মিলেট।
২৭. পুরুষতন্ত্র কী?
উত্তর: পুরুষতন্ত্র এমন একটি মতাদর্শ বা পুরুষকে নারীর তুলনায় শ্রেষ্ঠ ও শক্তিশালী মনে করা।
২৮. পিতৃতন্ত্র শব্দের অর্থ কী?
উত্তর: পিতা বা গোষ্ঠী প্রধানের শাসন।
২৯. নারীর ক্ষমতায়ন কী?
উত্তর: নারীর ক্ষমতায়ন হলো বস্তুগত, মানবিক ও বুদ্ধিবৃত্তিক সম্পদের উপর নারীর নিয়ন্ত্রণের ক্ষমতা।
৩০. নারীর ক্ষমতায়নের দুটি কৌশল উল্লেখ কর।
উত্তর: ১. নারী শিক্ষার প্রসার ঘটানো ও ২. নারীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি।
৩১. কোন ঘোষণাকে Common Law of Mankind বলা হয়?
উত্তর: ১৯৪৮ সালের সর্বজনীন মানবাধিকার ঘোষণাকে বলা হয়।
৩২. WID এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Women In Development.
৩৩. নারীর উন্নয়নের দুটি পত্রের নাম লিখ।
উত্তর: নারী উন্নয়নের দুটি পত্রের নাম হলো- 1.WID, 2. WAD.
৩৪. WAD এর পূর্ণরূপ কী?
উত্তর: Women And Development.
৩৫. প্রথম বিশ্ব নারী সম্মেলন কোথায়?
উত্তর: মেক্সিকোতে (১৯৭৫)।
৩৬. আদর্শ নারী কে?
উত্তর: যে নারী শিক্ষিত এবং তার অধিকার ও কর্তব্য সম্পর্কে সচেতন এবং পারিবারিক সমাজ ব্যবস্থার পরিচালিত মূল্যবোধ, আইন ও রীতিনীতি অনুযায়ী পরিচালিত মূল্যবোধ, আইন ও রীতিনীতি অনুযায়ী পরিচালিত হয় সেই নারী হলো আদর্শ নারী।
৩৭. GAD নীতিমালার মূল বক্তব্য কী?
উত্তর: GAD নীতিমালার মূল বক্তব্য হচ্ছে নারীকে উন্নয়নের পরোক্ষ উপকারভোগী নয়, বরং সক্রিয় চালিকাশক্তিরূপে বিবেচনা করা।
৩৮. SDG এর পূরূপ লিখ।
উত্তর: Sustainable Development Goals.
৩৯. বিশ্ব মানবাধিকার দিবস কত তারিখ?
উত্তর: ১০ ডিসেম্বর।
৪০. ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য কী?
উত্তর: ২০১৯ সালের আন্তর্জাতিক নারী দিবসের প্রতিপাদ্য হলো "সবাই মিলো ভাবো, নতুন কিছু করো, নারী-পুরুষ সমতার নতুন বিশ্ব গড়ো"।
৪১. বেইজিং প্লাস টেন কী?
উত্তর: ২০০৫ সালের ২৮ ফেব্রুয়ারি থেকে ১১ মার্চ পর্যন্ত।
৪২. কত সালে ভারতের নারী সমাজ ভোটাধিকার লাভ কী?
উত্তর: ১৯৪৯ সালে।
৪৩. তারামান বিবি কে ছিলেন?
উত্তর: তারামন বিবি মহান স্বাধীনতা যুদ্ধে বীর প্রতীক খেতাবপ্রাপ্ত একজন মুক্তিযোদ্ধা।
৪৪. NIMC এর পূরূপ লিখ।
উত্তর: National Institute of Mass Communication.
৪৫. ঢাকার প্রথম বাংলা সংবাদপত্রের নাম কী?
উত্তর: ৭ মার্চ ১৮৬১ইং, ২৫ ফাল্গুন ১২৬৭ সালে প্রকাশিত একটি সাপ্তাহিক পত্রিকা। 'ঢাকা প্রকাশ'।
৪৬. গণমাধ্যম কী?
উত্তর: যেসব মাধ্যমে জনগণের কাছে সংবাদ, মতামত ও বিনোদন পৌছানো হয় তাকে গণমাধ্যম বলে।
৪৭. নারীর অধিকার বলতে কী বুঝ?
উত্তর: নারীর অধিকার বলতে বুঝায় জীবনের সকল ক্ষেত্রে নারী-পুরুষের মধ্যে সমতা ও ন্যায্যতা।
৪৮. CEDAW এর পূর্ণরূপ কী?
উত্তর: Convention on the Elimination of all forms of Discrimination Against Women.
৪৯. সিডো কী?
উত্তর: সিডো হলো নারীর প্রতি সকল প্রকার বৈষম্য দূর করার একটি আন্তর্জাতিক সনদ।
৫০. সিডো সনদ কত তারিখে গৃহীত হয়?"
উত্তর: ১৮ ডিসেম্বর ১৯৭৯ সালে।
৫১. UNIFEM এর পূর্ণরূপ কী?
উত্তর: United Nations Development Fund for Women.
৫২. UNIFEM কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে।
৫৩. INSTRW এর পূর্ণরূপ লিখ।
উত্তর: International Research and Traning Institute for the Advancement of Women.
৫৪. CSW এর পূর্ণরূপ লিখ।
উত্তর: Commission on the Status of Women.
৫৫. UNESCO এর পূর্ণরূপ লিখ।
উত্তর: United Nations Educational Scientific and Cultural Organization.
৫৬. আন্তর্জাতিক নারী দিবস কোন তারিখে পালিত হয়?
উত্তর: ৮ই মার্চ।
৫৭. কত সালে প্রথম আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়?
উত্তর: ১৯১১ সালে।
৫৮. নারী নেতৃত্ব কী?
উত্তর: নারী নেতৃত্ব হলো নারী বিশেষ গুণ, যার প্রভাবে অন্যদের আকৃষ্ট করতে পারে।
৫৯. নাচোলের কৃষক বিদ্রোহে কে নেতৃত্ব দেন?
উত্তর: ইলামিত্র।
৬০. জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসন কয়টি?
উত্তর: ৫০টি।
৬১.বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয় কোনটি?
উত্তর: বাংলাদেশের মহিলাদের জন্য পৃথক মন্ত্রণালয়টি হলো-মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়।
৬২. বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রীর নাম কী?
উত্তর: বেগম খালেদা জিয়া।
৬৩. বাংলাদেশে নারী মুক্তির অগ্রদূত কে?
উত্তর: বেগম রোকেয়া সাখাওয়াত হোসেন।
৬৪. বিশ্বের প্রথম নারী রাষ্ট্রপতি কে?
উত্তর: ইসাবেলা পেরণ (আর্জেন্টিনা)।
৬৫. কেউ নারী হিসেবে জন্মগ্রহণ করেন না, নারী হিসেবে তৈরি হয়-কথাটি কে বলেছেন?
উত্তর: সিমন দ্য বুভেয়ার।
৬৬. বিধবা বিবাহ কে প্রচলন করেন?
উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।
খ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
সংক্ষিপ্ত প্রশ্নাবলি:
১. নারী ও রাজনীতি বলতে কী বুঝ?
২. চরমপন্থী/র্যাডিক্যাল নারীবাদ কী?
৩. নারী আন্দোলনের কৌশলসমূহ বর্ণনা কর।
৪. উদারপন্থি নারীবাদ কী?
৫. লিঙ্গভিত্তিক শ্রম বিভাজন কী?
৬. পিতৃতান্ত্রিক সমাজ কী?
৭. পুরুষতান্ত্রিক মতাদর্শ কী?
৮. নারী দশকের লক্ষ্য কী?
৯. লিঙ্গভিত্তিক সন্ত্রাসের সংজ্ঞা দাও।
১০. নারীর প্রতি সহিংসতা বলতে কী বুঝ?
১১. নারী উন্নয়ন কী? ব্যাখ্যা কর। নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝ?
১২. নারী উন্নয়নের কৌশল ও নীতিমালা আলোচনা কর।
১৩. জেন্ডার বৈষম্য বলতে কী বুঝায়?
১৪. নারী কৃষি ক্ষেত্রে কী ধরনের কাজ করে থাকে?
১৫. নারী নির্যাতন বলতে কী বুঝ?
১৬. কর্ম ক্ষেত্রে নারীর যৌন হয়রানি কী?
১৭. নিরাপদ মাতৃত্ব বলতে কী বুঝ?
১৮. ক্ষমতায়ন বলতে কী বুঝ?
১৯. গণমাধ্যম বলতে কী বুঝ?
গ-বিভাগ
যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও।
রচনামুলক প্রশ্ন:
১. নারীর রাজনৈতিক অংশগ্রহণ বলতে কী বুঝ?
২. নারী অধিকার বলতে কী বুঝ? বাংলাদেশের সংবিধানের সন্নিবেশিত নারী অধিকারসমূহ আলোচনা কর।
৩. নারী উন্নয়নে জাতিসংঘের ভূমিকা আলোচনা কর।
৪. বাংলাদেশের জাতীয় অর্থনীতিতে নারীর অবদান আলোচনা কর।
৫. বাংলাদেশের নারী আন্দোলনের মূল ইস্যুসমূহ আলোচনা কর।
৬. বাংলাদেশের মুক্তিযুদ্ধে নারীর ও প্রবাসীদের অবদান আলোচনা কর।
৭. নারী ও রাজনীতি অধ্যয়নের প্রয়োজনীয়তা আলোচনা কর।
৮. বাংলাদেশের পরিপ্রেক্ষিতে একটি বিষয় হিসেবে নারী ও রাজনীতি অধ্যয়নের গুরুত্ব আলোচনা কর।
৯. নারীর বিরুদ্ধে সহিংসতারোধে বাংলাদেশ সরকার কী কী পদক্ষেপ গ্রহণ করেছে? আলোচনা কর।
১০. শিক্ষাক্ষেত্রে বাংলাদেশের নারীর অবস্থান বর্ণনা কর।
১১. যৌতুক কী? বাংলাদেশের সমাজের যৌতুকের কারণগুলো কী কী? আলোচনা কর।
১২. বাংলাদেশের রাজনীতিতে নারীদের অংশগ্রহণের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
১৩. নারীর উপর বিশ্বায়নের নেতিবাচক প্রভাব দূরীকরণের উপায় বর্ণনা কর।
১৪. বাংলাদেশের প্রশাসনে ও স্থানীয় সরকার ব্যবস্থায় নারীর অবস্থান ব্যাখ্যা কর।
১৫. বাংলাদেশে নারীর ক্ষমতায়নের প্রতিবন্ধকতাসমূহ আলোচনা কর।
বিশেষ দ্রষ্টব্যঃ "প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত সাজেশনটি আমরা বিগত বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নাবলি,অনলাইলাইন প্লাটফর্মের বিভিন্ন ওয়েবসাইট,বর্তমান শিক্ষাক্রম ব্যবস্থা, মেধাবী ছাত্রাছাত্রীদের সাজেস্টকৃত তথ্য এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অন্যান্য সাজেশন সমূহ থেকে এই সাজেশনটিকে একটু ভিন্নভাবে ১০০% কমনের নিশ্চয়তায় তৈরি করা হয়েছে। তাই উক্ত সাজেশনটির কোন লেখা বা তথ্য যদি আপনাদের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কোন লেখা বা কনন্টেটের সাথে মিলে যায় এবং সেটা নিয়ে যদি আপনাদের কোন আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আপনার কন্টেন্ট সাথে সাথে আমাদের ওয়েবসাইট হতে মুছে ফেলার চেষ্টা করবো। (তবে আমাদের ধারনা আপনি/আপনারা শিক্ষার্থীদের সুবিধা এবং ভালো ফলাফল লাভের প্রত্যাশায় আপনার লেখাটি প্রকাশ করেছেন, আমরাও ঠিক একই উদেশ্যে উক্ত লেখাটি প্রকাশ করেছি। ধন্যবাদ।।"