হেলো ভিউয়ার, আশাকরি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি 'আজকের বিশ্ব' বই থেকে বাংলাদেশ বিষয়াবলী সম্পর্কে সাধারণ জ্ঞান। আপনারা যারা পড়াশুনার একদম শেষ প্রান্তে এসে চাকরির সন্ধানে বেরিয়ে পড়েছেন মুলত তাদের জন্যই আজকের আর্টিকেল লেখা। আজকের এই কুইজ প্রশ্নগুলো চাকরির বাহিরে অন্যান্য ক্ষেত্রেও বিশেষ ভূমিকা রাখবে বলে আমি আশাবাদী যেমন- বিসিএস পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, মেডিক্যাল ভর্তি পরীক্ষা, ব্যাংক জব, বিভিন্ন চাকুরীসহ যে কোন কুইজ প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্যও কার্যকরী হিসেবে খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোই তুলে ধরা হয়েছে আজকের আর্টিকেলে। তাহলে শুরু করা যাক-
আজকের বিশ্বঃ বাংলাদেশ বিষয়াবলী নিয়ে সাধারণ জ্ঞান
General knowledge about Bangladesh affairs |
১. প্রশ্নঃ বাংলা একাডেমি থেকে প্রকাশিত প্রথম প্রত্রিকার নাম কি?
উত্তরঃ উত্তরাধিকার।
২. প্রশ্নঃ যুক্তরাজ্য প্রবাসী বাংলাদেশি লেখিকা তাহমিনা আনাম কর্তৃক লিখিত বইয়ের নাম কি?
উত্তরঃ মুক্তিযুদ্ধ বিষয়ক উপন্যাস- 'এ গোল্ডেন এজ'
৩. প্রশ্নঃ 'অস্তিত্বে আমার দেশ' কোন বীরশ্রেষ্ঠ’র জীবন ও আত্নত্যাগের কাহিনী নিয়ে নির্মিত চলচ্চিত্র?
উত্তরঃ বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের।
৪. প্রশ্নঃ ১৯৫২ এর ভাষা শহীদদের স্মরণে কোন দেশে ভাষা শহীদ স্মৃতিসৌদ নির্মিত হয়েছে?
উত্তরঃ কানাডায়।
৫. প্রশ্নঃ বাংলা একাডেমিতে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে ভাস্কর্যের নাম কি?
উত্তরঃ মোদের গরব।
৬. প্রশ্নঃ স্বাধীন বাংলাদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৮ ডিসেম্বর ১৯৯৯ সালে (৪০ তম সমাবর্তন)।
৭. প্রশ্নঃ বাতিঘরের জন্য বিখ্যাত দ্বীপ কোনটি?
উত্তরঃ কুতুবদিয়া।
৮. প্রশ্নঃ রূপসী বাংলাদেশ কোন এলাকাকে ঘোষণা দেওয়া হয়েছে?
উত্তরঃ সোনারগাঁওয়ের জাদুঘর এলাকাকে।
৯. প্রশ্নঃ সম্প্রতি বাংলাদেশের কোন এলাকায় 'মিনি বাংলাদেশ' স্থাপন করা হয়েছে?
উত্তরঃ সোনারগাঁওয়ে।
১০. প্রশ্নঃ নজরুল চত্ত্বর কোথায় অবস্থিত?
উত্তরঃ বাংলা একাডেমি প্রাঙ্গনে।
১১. প্রশ্নঃ FAO-এর রিপোর্ট অনুযায়ী বাংলাদেশের কত শতাংশ বনভূমি রয়েছে?
উত্তরঃ ১০ শতাংশ।
১২. প্রশ্নঃ বাংলা মুদ্রা অক্ষরের জনক কে?
উত্তরঃ চার্লস উইলকিনস।
১৩. প্রশ্নঃ কোন বাঙালি প্রথম মুদ্রা অক্ষর লেখেন?
উত্তরঃ পঞ্চানন কর্মকার।
১৪. প্রশ্নঃ জীবন তরী কি?
উত্তরঃ একটি ভাসমান হাসপাতাল।
১৫. প্রশ্নঃ ব্লাক ডগ কি?
উত্তরঃ পার্বত্য চট্টগ্রামের জনসংহতি সমিতির একটি সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী গেরিলা সংগঠন।
১৬. প্রশ্নঃ কাজী নজরুল ইসলাম রবীন্দ্রনাথকে কোন কাব্যটি উৎস্বর্গ করেন?
উত্তরঃ সঞ্চিতা।
১৭. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর নজরুলকে কোন নাটকটি উৎস্বর্গ করেন?
উত্তরঃ বসন্ত।
১৮. প্রশ্নঃ GATCO -এর পুর্নরূপ কি?
উত্তরঃ Global Agro and Trade Company.
১৯. প্রশ্নঃ রবীন্দ্রনাথ এর মৃত্যুর পর কোন গ্রন্থটি প্রকাশিত হয়?
উত্তরঃ শেষ লেখা।
২০. প্রশ্নঃ রবীন্দ্রনাথ ঠাকুর তার কোন গদ্য নাটকটি শরৎচন্দ্রকে উৎস্বর্গ করেন?
উত্তরঃ কালের যাত্রা।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু টানেল সম্পর্কে সাধারণ জ্ঞান।
২১. প্রশ্নঃ খোয়াই সেচ প্রকল্পটি কোথায় অবস্থিত।
উত্তরঃ হবিগঞ্জ।
২২. প্রশ্নঃ বাংলাদেশের বৃহত্তম কৃষি উদ্যান কোথায় অবস্থিত?
উত্তরঃ গাজীপুর জেলার কাশিমপুরে।
২৩. প্রশ্নঃ কত সালে প্রথম সরকারিভাবে DACCA বানানটি পরিবর্তন করে DHAKAকরা হয়?
উত্তরঃ ১৯৮২ সালে।
২৪. প্রশ্নঃ JOBS কি?
উত্তরঃ Job Opportunity and Business Support. কর্মসংস্থান সৃষ্টিতে একটি বেসরকারি সংগঠন।
২৫. প্রশ্নঃ বাংলাদেশে বিনিয়োগ বর্ষ ঘোষণা করা হয় কত সালকে?
উত্তরঃ ১৯৯৭ সালকে।
২৬. প্রশ্নঃ জনসংখ্যার ভিত্তিতে বাংলাদেশ এশিয়ার কততম দেশ?
উত্তরঃ ৫ম তম।
২৭. প্রশ্নঃ বাংলাদেশ ব্যাংক এর স্থপতি কে?
উত্তরঃ মোঃ শফিউল কাদের।
২৮. প্রশ্নঃ জাতীয় কবি নজরুলকে নিয়ে কোন দেশের চলচ্চিত্র নির্মিত হয়েছে ছবির নাম কী এবং পরিচালক কে?
উত্তরঃ কানাডায়। নজরুল। পরিচালক ফিলিপ স্পারেল।
২৯. প্রশ্নঃ কোন তারিখে বাংলাদেশের কম্পিউটার CIH ভাইরাসে আক্রান্ত হয়?
উত্তরঃ ২৬ এপ্রিল ১৯৯৯ সালে।
৩০. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা রাষ্ট্রদূত কে?
উত্তরঃ মাহমুদা হক চৌধুরী।
৩১. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম মহিলা সচিব কে?
উত্তরঃ জাকিয়া আখতার।
৩২. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম উপজাতীয় রাষ্ট্রদূত কে?
উত্তরঃ শরসিন্দু শেখর চাকমা।
৩৩. প্রশ্নঃ 'দারিদ্র্যহীন বিশ্বের অভিমুখে' কার লেখা?
উত্তরঃ ড. মুহম্মদ ইউনূসের আত্নজীবনীমূলক গ্রন্থ।
৩৪. প্রশ্নঃ বিশ্বব্যাংকের ঢাকাস্থ কার্যালয়ের নাম কি?
উত্তরঃ ওয়ার্ল্ড ফিল্ড আফিস।
৩৫. প্রশ্নঃ 'কালরাত্রি' কোন শিল্পীর আলোক চিত্র?
উত্তরঃ অশোক কর্মকার।
৩৬. প্রশ্নঃ শামসুর রহমানকে কবিশ্রেষ্ঠ উপাধি দেন কে?
উত্তরঃ রাইটার্স ক্লাব।
৩৭. প্রশ্নঃ ডেঙ্গু জ্বরের ভাইরাস বহন করে কোন মশা?
উত্তরঃ 'এডিস ইজিপটি' নামক এক ধরনের ভাইরাস বহনকারী মশা।
৩৮. প্রশ্নঃ 'রূপজালাল' আত্নজীবনীমুলক গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ নওয়াব ফয়জুন্নেসা।
৩৯. প্রশ্নঃ কত বছরের অধিক বয়স্ক ব্যক্তি তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে নিয়োগ করা যাবে না?
উত্তরঃ ৭২ বছর।
৪০. প্রশ্নঃ বাংলাদেশের প্রথম টেষ্ট টিউব বেবির জন্ম হয় কবে?
উত্তরঃ ২৯ মে ২০০১( ধানমন্ডির সেন্ট্রাল হাসপাতালে ৩টি কন্যা সন্তান)।
আরও পড়ুনঃ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস ও সাধারণ জ্ঞান।
৪১. প্রশ্নঃ বাংলাদেশে টেষ্ট টিউব বেবির রূপকার কে?
উত্তরঃ ডাঃ পারভীন ফাতেমা।
৪২. প্রশ্নঃ বাংলাদেশে প্রথম টেষ্ট টিউব বেবির মাতা-পিতা কে?
উত্তরঃ মা-ফিরোজা বেগম, বাবা-মোহাম্মদ আবু হানিফ।
৪৩. প্রশ্নঃ বাংলাদেশ জন্মগ্রহণকারী প্রথম টেষ্ট টিউব বেবি ৩টির নাম কি?
উত্তরঃ হিরা, মানিক ও মুক্তা।
৪৪. বাংলাদেশের সর্বশেষ মুক্তিযুদ্ধের বধ্যভূমির সন্ধান পাওয়া গেছে কোথায়?
উত্তরঃ পাবনার সাঁথিয়া থানার করমজা গ্রামে।
৪৫. 'সমুন্নত স্বাধীনতা' কি?
উত্তরঃ একাত্তরের স্বাধীনতা যুদ্ধে শাহাদাত বরণকারী সশস্ত্র বাহিনীর সদস্যদের নামে অঙ্কিত ঢাকা সেনানিবাসের নব নির্মিত গেইট।
৪৬. বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৭৮ সালে।
৪৭. বাংলাদেশের কোন উপজাতি মুসলমান?
উত্তরঃ পাঙ্গন।
৪৮. বাংলাদেশের একজন বিখ্যাত শ্রেষ্ঠ স্থপতি কে?
উত্তরঃ এফ. আর খান।
৪৯. কোন বাংলাদেশী সর্বপ্রথম সাঁতারে ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
উত্তরঃ ব্রজেন দাস।
৫০. ব্রজেন দাস কতবার ইংলিশ চ্যানেল অতিক্রম করেন?
উত্তরঃ ৬ বার।
৫১. বাংলাদেশের প্রাচীন ঐতিহাসিক স্থান কোনটি?
উত্তরঃ মহাস্থানগড়।
৫২. 'গোল্ডেন ভিলেজ' কি?
উত্তরঃ বাংলাদেশের কুষ্টিয়া জেলার ২৬ টি গ্রামে গাঁজা উৎপাদনের জন্য গোল্ডেন ভিলেজ বলা হয়।
৫৩. বাংলাদেশ কিশোর অপরাধ ধরা হয় কত বছর বয়স পর্যন্ত?
উত্তরঃ ৭-১৬ বছর।
৫৪. বাংলাদেশ কিশোর সংশোধন অপরাধ প্রতিষ্ঠানটি কোথায় অবস্থিত?
উত্তরঃ টঙ্গীতে।
৫৫. 'চামেলি হাউস' কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯০৫ সালে।
৫৬. বাংলাদেশের রাষ্ট্রীয় কার্যক্রম কার নামে পরিচালিত হয়?
উত্তরঃ রাষ্ট্রপতির নামে।
৫৭. 'গণ লাইন' কি?
উত্তরঃ শান্তিবাহিনীর গোয়েন্দা সংস্থার নাম।
৫৮. বাংলাদেশের কোন খনিতে হীরক ও স্বর্ণের সন্ধান পাওয়ার সম্ভাবনা রয়েছে?
উত্তরঃ বড় পুকুরিয়া দিনাজপুর কয়লা খনিতে।
৫৯. ২১ শে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক ভাষা দিবস হিসেবে UNESCO অনুমোদন দেয় কত সালে?
উত্তরঃ ১৭ নভেম্বর ১৯৯৯ সালে।
৬০. বাংলা শিক্ষামূলক কার্টুন সিরিজ 'মিনা' কার সৃষ্টি?
উত্তরঃ মোস্তফা মনোয়ার।
আরও পড়ুনঃ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী সংক্রান্ত বিষয়ে সাধারণ জ্ঞান
৬১. 'রূপসী বাংলা' কি?
উত্তরঃ বঙ্গোপসাগরে বাংলাদেশের সীমানায় চোরাচালান দমনে গঠিত উপসাগরীয় কোস্টগার্ডের প্রথম টহল জাহাজ হলো 'রূপসী বাংলা'।
৬২. 'SASC' কি?
উত্তরঃ students anti smoking committee.
৬৩. বাংলাদেশ জাতিসংঘ শান্তিরক্ষী বাহিনীতে কাজ করে আসছে কত সাল থেকে?
উত্তরঃ ১৯৮৮ সাল।
৬৪. বাংলাদেশের সংবিধানের অভিভাবক বা ব্যাখ্যাকারক কে?
উত্তরঃ সুপ্রিম কোর্ট।
৬৫. "A search of Indentity" গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ মেজর আব্দুল জলিল।
৬৬. 'মা ও মনি' কি?
উত্তরঃ একটি ক্রীড়া প্রতিযোগিতা। ফুটবল খেলার সাথে জড়িত।
৬৭. ''বাংলাদেশের জলে যাওয়ার প্রতিবিম্ব গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ জেমস নোভাক।
৬৮. অস্থায়ী সরকারের স্বাধীনতার ঘোষণাপত্র কে পাঠ করে শোনান?
উত্তরঃ অধ্যাপক ইউসুফ আলী।
৬৯. বাংলাদেশের মুক্তিযুদ্ধে অবদান রাখার জন্য ' 'বীর বিক্রম' খেতাবপ্রাপ্ত একমাত্র উপজাতীয় ব্যক্তি কে?
উত্তরঃ হো চং সি।
৭০. বাংলাদেশের একমাত্র ঝুলন্ত সেতুটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাঙ্গামাটিতে।
৭১. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ইংরেজি নাম কি?
উত্তরঃ Ministry of Liberation oil affairs.
৭২. বাংলাদেশের তৈরি প্রথম কম্পিউটার গেমস সিডির নাম কি ?
উত্তরঃ মিশন আফগানিস্তান।
৭৩. সম্প্রতি ইসলাম বিরোধী কোন নাটকটি সরকারের নিষিদ্ধ ঘোষণা করে?
উত্তরঃ কথা কৃষ্ণকলি।
৭৪. শান্তি বাহিনীর প্রতিষ্ঠাতা কে?
উত্তরঃ যতীন্দ্র নারায়ন বোধিপ্রিয় লারমা (সান্টু লারমা, তিনি ছিলেন সন্তু লারমার বড় ভাই)।
৭৫. শান্তি বাহিনীর বর্তমান প্রধান কে?
উত্তরঃ মানবেন্দ্র নারায়ণ বোধিপ্রিয় লারমা (সন্তু লারমা)।
৭৬. ১৯৫২ এর ভাষা শহীদদের স্মরণে কোন দেশে ভাষা শহীদ স্মৃতিসৌধ নির্মিত হয়েছে?
উত্তরঃ কানাডা।
৭৭. গণতন্ত্রের পথেই অর্থনৈতিক সমৃদ্ধি গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ডক্টর মোহাম্মদ ফরাসউদ্দিন।
৭৮. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তরঃ ১৫ টি।
৭৯. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তরঃ দক্ষিণ তালপট্টি।
৮০. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব
৮১. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার।
৮২. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস।
৮৩. শালবন বিহার কোথায়?
উত্তরঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে।
৮৪. 'সাবাস বাংলাদেশ' ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, সাধারণ জ্ঞান বিষয়টি হচ্ছে আসলে একটি ব্যাপক ক্ষেত্র। যার কোনো সীমা কিংবা পরিসীমা নেই বললেই চলে। আপনি অনলাইনে সাধারণ জ্ঞান সম্পর্কে অনেক ওয়েবসাইট দেখতে পাবেন আসলে সব ওয়েব সাইটের সব প্রশ্নই কিন্তু নির্ভুল না। কিছু কিছু ওয়েবসাইট আছে যাদের তথ্যগুলো সময়ের সাথে সাথে আপডেট হয় না। যার ফলে আপনার অনলাইন থেকে সাধারণ জ্ঞান পড়তে গিয়ে দারুণভাবে বিভ্রান্তিতে পড়ছেন।
'এডুকেশন বিডি ব্লগ' একশত ভাগ সঠিক এবং নির্ভুল তথ্য প্রকাশ করে থাকে। তাই 'Education BD Blog' এর কোন তথ্য নিয়ে কোন প্রকার বিভ্রান্তিতে পড়ার দরকার নাই। এরপরেও যদি 'Edu bd blog' এর কোন তথ্য নিয়ে বিভ্রান্তি দেখা দিলে ওয়েবসাইটে দেওয়া ইমেইল কিংবা কমেন্ট বক্সের মাধ্যমেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন।