হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের সাথে আলোচনা করতে যাচ্ছি বিগত বিসিএস বাছাই পরীক্ষার বেশ কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন নিয়ে। আপনারা যারা বিসিএস পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন আশা করছি তাদের জন্য আজকের এই আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কেননা আজকের এই আর্টিকেটিতে থাকতেছে বাংলাদেশ এন্ড ওয়ার্ল্ড (Bangladesh and World) অর্থাৎ বাংলাদেশ এবং সারা বিশ্ব নিয়ে মোস্ট কমন সাধারণ জ্ঞান প্রশ্নগুলি সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক-
সাধারণ জ্ঞান বিসিএস বাছাই পরীক্ষা
সাধারণ জ্ঞান বিসিএস বাছাই পরীক্ষা। |
১. শ্যামদেশ কোন দেশের পুরাতন নাম?
উত্তরঃ থাইল্যান্ড।
২. কোপেনহেগেন কোন দেশের রাজধানী?
উত্তরঃ ডেনমার্ক।
৩. লয়াজিরগা কোন দেশের আইনসভা?
উত্তরঃ আফগানিস্তান।
৪. এশিয়ার হিন্দু রাষ্ট্র কোনটি?
উত্তরঃ নেপাল।
৫. আয়তনে পৃথিবীর সবচেয়ে ছোট দেশের নাম কি?
উত্তরঃ ভ্যাটিকান।
৬. "আরব বসন্ত" বলতে কি বুঝায়?
উত্তরঃ আরবের বিভিন্ন দেশে গণজাগরণ।
৭. অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ লন্ডন।
৮. কোনটি d-8 ভুক্ত দেশ নয়?
উত্তরঃ ভারত।
৯. তাহরির স্কয়ার কোথায় অবস্থিত?
উত্তরঃ কায়রো।
১০. জামাল নজরুল ইসলাম কে?
উত্তরঃ বৈজ্ঞানিক।
১১. বাংলাদেশের শেয়ার বাজার কার্যক্রম কোন সংস্থা নিয়ন্ত্রণ করে?
উত্তরঃ সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশন।
১২. বাংলাদেশ ও বার্মার সীমান্তবর্তী নদী কোনটি?
উত্তরঃ নাফ।
১৩. বাংলাদেশ উন্নয়ন ফোরামের সমন্বয়কারী কোন সংস্থা?
উত্তরঃ বিশ্ব ব্যাংক।
১৪. চিরস্থায়ী বন্দোবস্ত প্রবর্তন করা হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১৫. বাংলাদেশ জাতীয় সংসদের প্রথম নির্বাচন হয় কবে?
উত্তরঃ ৭ মার্চ ১৯৭৩
১৬. বাংলাদেশ টেলিভিশনের যাত্রা শুরু হয় কত সালে?
উত্তরঃ ১৯৬৪ সালে।
১৭. বহুল আলোচিত মুহুরীর চর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ ফেনী।
১৮. N.B stands for-
উত্তরঃ Nota bene.
১৯. The term PC means-
উত্তরঃ Personal Computer.
২০. EURO is the currency of-
উত্তরঃ Europe.
২১. Badminton is the national sport of-
উত্তরঃ Malaysia.
২২. স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রকে সর্বপ্রথম কোন দেশ স্বীকৃতি দান করে?
উত্তরঃ আলজেরিয়া।
২৩. Dengue fever is spread by-
উত্তরঃ Aedes aegypti mosquito.
২৪. IMF (International Monetary Fund) is the result of-
উত্তরঃ Brettonwood Conference.
২৫. In cricket game the length of pitch between the two wicket is-
উত্তরঃ 22 yards.
২৬. 'লাইন অফ কন্ট্রোল' কোন দুটি রাষ্ট্রের সীমান্তবর্তী রেখা চিহ্নিত করে?
উত্তরঃ ভারত ও পাকিস্তান।
২৭. World no Tobacco Day is observed on-
উত্তরঃ May 31.
২৮. মধ্য আমেরিকার কোন দেশে স্থায়ী সেনাবাহিনী নেই?
উত্তরঃ কোস্টারিকা।
২৯. বাংলাদেশের সংবিধানে এখন পর্যন্ত কতটি সংশোধনী আনা হয়েছে?
উত্তরঃ ১৫ টি।
৩০. পূর্বাশা দ্বীপের অপর নাম কি?
উত্তরঃ দক্ষিণ তালপট্টি।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ বিবিধ বিষয়াবলী।
৩১. মুজিবনগর কোন জেলায় অবস্থিত?
উত্তরঃ মেহেরপুর।
৩২. বাংলাদেশের সেন্টমার্টিন দ্বীপ কোন জেলায়?
উত্তরঃ কক্সবাজার।
৩৩. বাংলাদেশের সর্বাধিক বৈদেশিক মুদ্রা অর্জনকারী বিষয় কি?
উত্তরঃ রেডিমেড গার্মেন্টস।
৩৪. শালবন বিহার কোথায়?
উত্তরঃ কুমিল্লার ময়নামতি পাহাড়ের পাশে।
৩৫. সাবাস বাংলাদেশ ভাস্কর্যটি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে।
৩৬. এশিয়া কাপ ক্রিকেট 2012 কোন স্টেডিয়ামে অনুষ্ঠিত হয়?
উত্তরঃ শেরেবাংলা জাতীয় স্টেডিয়াম।
৩৭. বাংলাদেশের জাতীয় দিবস কবে?
উত্তরঃ ২৬ শে মার্চ।
৩৮. শ্রীলংকার মুদ্রার নাম কি?
উত্তরঃ রূপী।
৩৯. সার্কের সদস্য দেশ কয়টি?
উত্তরঃ ৮ টি।
৪০. বাংলাদেশের প্রথম প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তরঃ জেনারেল আতাউল গনি ওসমানী।
৪১. বাংলাদেশের রাজধানী কোথায়?
উত্তরঃ ঢাকা।
৪২. পৃথিবীর বৃহত্তম বিমানবন্দর টি কোথায় অবস্থিত?
উত্তরঃ জেদ্দা।
৪৩. পৃথিবীর গভীরতম স্থান কোন মহাসাগরে?
উত্তরঃ প্রশান্ত মহাসাগরে।
৪৪. পৃথিবীর গভীরতম হ্রদ কোনটি?
উত্তরঃ বৈকাল।
৪৫. শিল্পী জয়নুল আবেদিনের সংগ্রহশালাটি কোথায়?
উত্তরঃ ময়মনসিংহে।
৪৬. বাংলাদেশের কোন ছবি সম্প্রতি কলকাতা ফিল্ম ফেস্টিভাল পুরস্কার লাভ করে?
উত্তরঃ গেরিলা।
৪৭. বাংলাদেশের আপিল বিভাগের মোট বিচারক কতজন?
উত্তরঃ ১০ জন।
৪৮. প্রথম বাংলাদেশি এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহীম কোন সালে মাউন্ট এভারেস্ট শৃঙ্গে আরোহন করেন?
উত্তরঃ ২০১০ সালে।
৪৯. তামাবিল সীমান্তের সাথে ভারতের কোন শহরটি অবস্থিত?
উত্তরঃ ডাউকি।
৫০. BTRC-এর ইংরেজি পূর্ণরূপ কোনটি?
উত্তরঃ Bangladesh telecommunication regulatory Commission.
৫১. বাংলাদেশ রেলওয়ে সর্ববৃহৎ কারখানা কোথায়?
উত্তরঃ সৈয়দপুর।
৫২. বাংলাদেশের 'হোয়াইট গোল্ড' কোনটি?
উত্তরঃ চিংড়ি।
৫৩. বাংলাদেশের কোন জেলাটি বাংলাদেশ ভারত সীমান্তের মধ্যে নয়?
উত্তরঃ কক্সবাজার।
৫৪. 'সোনালিকা' ও 'আকবর' বাংলাদেশের কৃষিক্ষেত্রে কিসের নাম?
উত্তরঃ উন্নত জাতের গমের নাম।
৫৫. 'আলোকিত মানুষ চাই'- এটি কোন প্রতিষ্ঠানের স্লোগান?
উত্তরঃ বিশ্বসাহিত্য কেন্দ্র।
৫৬. বাংলাদেশের জাতীয় পতাকার দৈর্ঘ্য প্রস্থের অনুপাত কোনটি?
উত্তরঃ ১০:৬
৫৭. কোন জেলায় চা বাগান বেশি?
উত্তরঃ মৌলভীবাজার।
৫৮. জনসংখ্যার ভিত্তিতে বৃহত্তম মুসলিম রাষ্ট্র কোনটি?
উত্তরঃ ইন্দোনেশিয়া।
৫৯. রেডক্রসের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ জেনেভা।
৬০. 'জুলিয়াস সিজার' কেন বিখ্যাত?
উত্তরঃ রোমান সম্রাট হিসেবে।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশ ও বিশ্ব
৬১. পূর্ব তিমুরের রাজধানী কোথায়?
উত্তরঃ দিলি।
৬২. নোবেল পুরস্কার বিজয়ী ''তাওয়াক্কুল কারমান কোন দেশের নাগরিক?
উত্তরঃ ইয়েমেন।
৬৩. পৃথিবীর সর্বাপেক্ষা বেশি গম উৎপাদনকারী দেশ কোনটি?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
৬৪. আটলান্টিক ও প্রশান্ত মহাসাগরকে যুক্ত করেছে কোন খাল?
উত্তরঃ পানামা খাল।
৬৫. 'গ্রীনল্যান্ড' এর মালিকানা কোন দেশের?
উত্তরঃ ডেনমার্ক।
৬৬. 'গ্রেট হল' কোথায় অবস্থিত?
উত্তরঃ চীন।
৬৭. 'তাস' কোন দেশের সংবাদ সংস্থা?
উত্তরঃ রাশিয়া।
৬৮. আফগানিস্তানের শেষ বাদশা কে ছিলেন?
উত্তরঃ জহির শাহ।
৬৯. কার্ল মার্কস কোন দেশে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ যুক্তরাজ্য।
৭০. ফরাসি বিপ্লব সংঘটিত হয় কবে?
উত্তরঃ ১৭৮৯ সালে।
৭১. হারারে'র পূর্ব নাম কি?
উত্তরঃ সলসবেরি।
৭২. বাংলাদেশে কয়টি উপজাতীয় প্রতিষ্ঠান আছে?
উত্তরঃ ৩ টি।
৭৩. গম্ভীরা বাংলাদেশের কোন অঞ্চলের লোকসংগীত?
উত্তরঃ চাঁপাই নবাবগঞ্জ।
৭৪. বাংলার সাল গণনা শুরু করেন কে?
উত্তরঃ সম্রাট আকবর।
৭৫. ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯২১ সালে।
৭৬. বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত?
উত্তরঃ সোনারগাঁ।
৭৭. বখতিয়ার খিলজী বাংলা জয় করেন কোন সালে?
উত্তরঃ ১২০৪ সালে।
৭৮. প্রাচীন চন্দ্রদ্বীপের বর্তমান নাম কি?
উত্তরঃ বরিশাল।
৭৯. গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মনোগ্রাম কতটি তারকা চিহ্নিত রয়েছে?
উত্তরঃ ৪ টি।
৮০. বাংলাদেশের নদী গবেষণা ইনস্টিটিউট কোথায়?
উত্তরঃ ফরিদপুর।
৮১. সাগরকন্যা কোন এলাকার ভৌগোলিক নাম?
উত্তরঃ পটুয়াখালী।
৮২. বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়?
উত্তরঃ ১-১১-২০০৭ সালে।
৮৩. ছয় দফা দাবি কোথায় উত্থাপিত হয়?
উত্তরঃ লাহোরে।
৮৪. দেশের প্রথম ঔষধ পার্ক কোথায় স্থাপিত হচ্ছে?
উত্তরঃ গজারিয়া।
৮৫. ক্রিকেটে বাংলাদেশ কত সালে টেস্ট মর্যাদা পায়?
উত্তরঃ ২০০০ সালে।
৮৬. বাংলাদেশের জাতীয় ফল কোনটি?
উত্তরঃ কাঁঠাল।
৮৭. ষোড়শ সার্ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ থিম্পু।
৮৮. কোথায় সেনাবাহিনী নেই?
উত্তরঃ মালদ্বীপ।
৮৯. বিশ্ব মানবাধিকার দিবস কবে পালিত হয়?
উত্তরঃ ১০ ডিসেম্বর।
৯০. ভারত থেকে বাংলাদেশে প্রবাহিত নদীগুলোর উপর ভারত কয়টি বাধ দিয়েছে?
উত্তরঃ প্রায় ৩০০০ এর উপরে।
আরও পড়ুনঃ বাংলাদেশের সাম্প্রতিক বিষয়াবলী নিয়ে সাধারণ জ্ঞান
৯১. ভারত থেকে বাংলাদেশে কতটি নদী এসেছে?
উত্তরঃ ৫৪ টি।
৯২. বাংলাদেশের জন্য সবচেয়ে বড় সমস্যা কোন বাঁধ?
উত্তরঃ ফারাক্কা বাঁধ।
৯৩. ফারাক্কা বাঁধ বাংলাদেশ থেকে কত কিলোমিটার দূরে অবস্থিত?
উত্তরঃ ১৬.৫ কিলোমিটার।
৯৪. ফারাক্কা বাঁধের গেট কয়টি?
উত্তরঃ ১০৯ টি।
৯৫. ভারতের কোন বাঁধ খুলে দেওয়ার জন্য ফেনীতে বন্যা হয়েছে?
উত্তরঃ ডাম্বুর বাঁধ।
৯৬. ডাম্বুর বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উত্তরঃ ত্রিপুরা রাজ্য।
৯৭. গজলডোবা বাঁধ খুলে দিলে বাংলাদেশের কোন অঞ্চল পানিতে ভেসে যাবে?
উত্তরঃ উত্তর অঞ্চল।
৯৮. গজলডোবা বাঁধ কোন নদীর উপর অবস্থিত?
উত্তরঃ তিস্তা নদীর উপর।
৯৯. আন্তর্জাতিক পানি চুক্তির তোয়াক্কা করে না কোন দেশ?
উত্তরঃ ভারত।
১০০. বাংলাদেশে কতটি সরকারি বিশ্ববিদ্যালয় রয়েছে?
উত্তরঃ বর্তমানে ২৭ টি।
১০১. বঙ্গভঙ্গের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন?
উত্তরঃ লর্ড কার্জন।
১০২. বাংলাদেশের ক্ষুদ্রতম ইউনিয়ন পরিষদ কোনটি?
উত্তরঃ সেন্ট মার্টিন।
১০৩. এসকাপ এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ ব্যাংকক।
১০৪. ইউরোপীয় ইউনিয়নের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ বার্সেলস।
১০৫. বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি?
উত্তরঃ ভারত।
১০৬. সুলতানি আমলে বাংলার রাজধানীর নাম কি ছিল?
উত্তরঃ গৌড়।
১০৭. পার্বত্য চট্টগ্রামে কয়টি জেলা আছে?
উত্তরঃ ০৩ টি
১০৮. ইস্ট লন্ডন কোথায় অবস্থিত?
উত্তরঃ দক্ষিণ আফ্রিকা।
১০৯. ব্রিটিশ ভারতের শেষ ভাইসর কে ছিলেন?
উত্তরঃ লর্ড মাউন্টব্যাটেন।
১১০. মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশকে কয়টি সেক্টরে ভাগ করা হয়েছিল?
উত্তরঃ ১১ টি সেক্টরে।
১১১. জাতিসংঘের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তরঃ নিউইয়র্ক।
১১২. সার্কের সচিবালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ কাঠমুন্ডু।
১১৩. টেকনাফ কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ নাফ নদীর তীরে।
১১৪. আব্দুল্লাহ উপন্যাসের রচয়িতা কে?
উত্তরঃ কাজী ইমদাদুল হক।
১১৫. বঙ্কিমচন্দ্রের প্রথম উপন্যাসের নাম কি?
উত্তরঃ দুর্গেশ নন্দিনী।
১১৬. দক্ষিণ তালপট্টি কোন নদীর মোহনায় অবস্থিত?
উত্তরঃ হাড়িয়া ভাঙ্গা।
১১৭. খাদ্য ও কৃষি সংস্থার প্রধান কার্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ রোমে।
১১৮. গৌড়ের সোনা মসজিদ কার আমলে নির্মিত হয়?
উত্তরঃ হোসেন শাহ।
১১৯. ডেভিস কাপ কোন খেলায় দেওয়া হয়?
উত্তরঃ লন টেনিস।
১২০. পৃথিবীতে সবচেয়ে বেশি প্রাপ্ত ধাতু কোনটি?
উত্তরঃ লোহা।
১২১. অন্ধদের জন্য লিখন রীতির উদ্ভাবন করেন কে?
উত্তরঃ ব্রেইস।
১২২. বৈদ্যুতিক হিটার ও ইস্ত্রিতে কোন ধাতুর তার ব্যবহার করা হয়?
উত্তরঃ নাইক্রোম।
১২৩. কোন গোষ্ঠী থেকে বাঙালি জাতির প্রধান অংশ গড়ে উঠেছে?
উত্তরঃ দ্রাবিড়।
১২৪. ঢাকায় সর্বপ্রথম কবে বাংলার রাজধানী স্থাপিত হয়?
উত্তরঃ ১৬১০ খ্রিঃ
১২৫. ঐতিহাসিক ২১ দফা দাবি প্রথম দাবিটি কি ছিল?
উত্তরঃ বাংলাকে অন্যতম রাষ্ট্রভাষা।
১২৬. অপরাজেয় বাংলা কবে উদ্বোধন করা হয়?
উত্তরঃ ১৬ ডিসেম্বর ১৯৭৯
১২৭. জাতীয় স্মৃতিসৌধের উচ্চতা কত?
উত্তরঃ ৪৬.৫ মিঃ
১২৮. হাজংদের অধিবাস কোথায়?
উত্তরঃ ময়মনসিংহ ও নেত্রকোনা।
১২৯. নিঝুম দ্বীপের আয়তন কত?
উত্তরঃ ৯০ বর্গমিটার।
১৩০. বাংলাদেশের গ্রামের সংখ্যা কতটি?
উত্তরঃ ৮৭,৩১৯ টি।
১৩১. বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন হয় কবে?
উত্তরঃ ৭ ই মার্চ ১৯৭৩।
১৩২. যুক্তরাষ্ট্রের সিনেটের মোট আসন সংখ্যা কত?
উত্তরঃ ১০০
১৩৩. নাসা এর সদর দপ্তর কোথায়?
উত্তরঃ কেপ কেনেডি।
১৩৪. দক্ষিণ আফ্রিকা কত বছর শ্বেতাঙ্গ শাসনে ছিল?
উত্তরঃ ৩৪২ বছর।
১৩৫. বসুনিয়ায় যুদ্ধবিরতি স্বাক্ষরের মধ্যস্থতাকারী কে?
উত্তরঃ জিমি কার্টার।
১৩৬. হোয়াংহো নদীর উৎপত্তিস্থল কোথায়?
উত্তরঃ কুনলুন পর্বত।
১৩৭. মেক্সিকো ও যুক্তরাষ্ট্র বিভক্তকারী সীমারেখা কোনটি?
উত্তরঃ সনোরা লাইন।
১৩৮. ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তরঃ বেলজিয়াম।
১৩৯. বিশ্বের কোন দেশের সাক্ষরতার হার ১০০%.
উত্তরঃ স্লোভাকিয়া।
১৪০. সংবিধানের কোন অনুচ্ছেদে "রাষ্ট্র ও গণজীবনের সর্বস্তরে নারী পুরুষের সমান অধিকার লাভ করবেন" বলা হয়েছে?
উত্তরঃ ২৮ (২) নং অনুচ্ছেদে।
১৪১. স্বাধীনতা যুদ্ধে অবদানের জন্য "বীর প্রতীক" উপাধি লাভ করে কতজন?
উত্তরঃ ৪২৬ জন।
১৪২. বাংলাদেশের ইক্ষু গবেষণা ইনস্টিটিউট কোথায় অবস্থিত?
উত্তরঃ ঈশ্বরদী।
১৪৩. মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোল অর্জন করার কথা কোন সময়ে?
উত্তরঃ ২০১৫ সাল।
১৪৪. রাজারবাগ পুলিশ লাইনে দুর্জয় ভাস্কর্যটির শিল্পী কে?
উত্তরঃ মৃণাল হক।
১৪৫. রাজেন্দ্রপুর সেনানিবাসে অবস্থিত মুক্তিযুদ্ধের স্মৃতি স্তম্ভের নাম কি?
উত্তরঃ রক্ত সোপান।
১৪৬. বাংলাদেশের পোস্টাল একাডেমি কোথায় অবস্থিত?
উত্তরঃ রাজশাহী।
১৪৭. বাংলাদেশের প্রথম কোন মহিলা টেস্টটিউব শিশুর মা হন?
উত্তরঃ ফিরোজা বেগম।
১৪৮. বাংলাদেশ জাতিসংঘের কততম সদস্য?
উত্তরঃ ১৩৬ তম।
১৪৯. কেন্দ্রীয় শহীদ মিনারের স্থপতি কে?
উত্তরঃ হামিদুর রহমান।
১৫০. জাতিসংঘ সাধারণ পরিষদের প্রথম বাংলাদেশী সভাপতি কে ছিলেন?
উত্তরঃ হুমায়ুন রশিদ চৌধুরী।
১৫১. স্বাধীনতা যুদ্ধে অবদান রাখার জন্য কতজন মহিলাকে বীর প্রতীক উপাধিতে ভূষিত করা হয়?
উত্তরঃ ২ জন।
১৫২. কর্মসংস্থান ব্যাংক প্রতিষ্ঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯৯৮ সালে।
১৫৩. লোকসংখ্যার দিক থেকে বাংলাদেশ বিশ্বের কততম স্থানে?
উত্তরঃ ৮ম।
১৫৪. সেন্ট মার্টিন দ্বীপের আয়তন কত বর্গ কিলোমিটার?
উত্তরঃ ১২।
১৫৫. বাংলাদেশে পরমাণু শক্তি কমিশন গঠিত হয় কোন সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১৫৬. ২০০৫ সালে যুক্তরাষ্ট্রের দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিমাঞ্চলে সর্বপ্রথম কোন হারিকেনটি আঘাত হানে?
উত্তরঃ ক্যাটরিনা।