অনুচ্ছেদ: শিশুদের জন্য মা-বাবার যত্ন
শিশুদের জন্য মা-বাবার যত্ন
এটি আমাদের জানা যে, সন্তানরা হলো মা-বাবার নিকট সবচেয়ে প্রিয় ধন। প্রতিটি মুহূর্ত তারা তাদের সন্তানদের কথা চিন্তা করেন। তাদেরকে ব্যতীত সময় অতিবাহিত করা তাদের জন্য বেশ কঠিন। সন্তানরা হলো তাদের মন, অন্তর ও শরীর। তাই, তারা তাদের সন্তানদের জন্য খুব উদ্বিগ্ন। প্রতিটি শিশুদের অপরাধী কর্মকাণ্ড পিতামাতার উদ্বিগ্নতার অনেকটা দায়ী। আজকাল এক বিপজ্জনক হারে শিশু অপব্যবহার বেড়েছে। শিশু অপব্যবহারের জন্য অনেক শিশু মারাও গিয়েছে। তাই, পিতামাতাগণ শিশুদের ভবিষ্যত নিয়ে উদ্বিগ্ন।
![]() |
অনুচ্ছেদ: শিশুদের জন্য মা-বাবার যত্ন |
আমাদের দেশের অধিকাংশ পিতামাতা হলেন গরিব। তারা তাদের দৈনন্দিন প্রয়োজন মিটাতে পারে না। ফলশ্রুতিতে, তারা তাদের শিশুদের বিভিন্ন কারখানায় কাজে পাঠাতে বাধ্য হয়। কিন্তু সন্তানেরা সেগুলোতে নিরাপদ নয়। তারা সেখানে প্রচণ্ড কর্মকাণ্ডের শিকার হয়। তাই পিতামাতা তাদের সন্তানদের জন্য উদ্বিগ্নতার সীমা থাকে না। অধিকন্তু শিশুরা হলো আমাদের ভবিষ্যত প্রজন্ম। ভবিষ্যতে তারা জাতিকে নেতৃত্ব দেবে। একটি পরিবার, সমাজ বা দেশ এর সার্বিক উন্নয়ন নির্ভর করে তাদের ওপর। তাদের জীবনের শুরু থেকে সব রকম সুযোগ-সুবিধা দিয়ে তাদের সহায়তা করা উচিত। তাই তাদের পিতামাতাগণ তাদের আত্মার অতি প্রিয় সম্পদ নিয়ে উদ্বিগ্ন থাকেন। জঙ্গিবাদ হলো আজকাল তাদের পিতামাতার উদ্বিগ্নতার অন্য একটি কারণ। এর ফলে, পিতামাতাগণ তাদের সন্তানদের বিদ্যালয়ে পাঠাতে ভীত হয়। তারা উদ্বিগ্ন বোধ করে যতক্ষণ তাদের প্রিয় সন্তানরা তাদের নিকট ফিরে না আসে। তাদের শিশুদের সম্বন্ধে পিতামাতার উদ্বিগ্নতা দিন দিন বেড়ে যাচ্ছে। দেশ থেকে সকল রকম অপরাধী কর্মকাণ্ড রোধ করতে সরকারের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা উচিত। পরিশেষে সরকারকে শিশুদের ভবিষ্যত নিশ্চিত করতে হবে যাতে পিতামাতাগণ তাদের সন্তানদের উদ্বিগ্নতা সম্বন্ধে মুক্ত হতে পারেন। আমাদের তাদের সম্বন্ধে যত্নবান হওয়া উচিত।