মাস্টার্স প্রিলিমিনারি- রাষ্ট্রবিজ্ঞান- প্রশ্নব্যাংক PDF বাংলাদেশের লোক প্রশাসন

আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স প্রিলিমিনারি- রাষ্ট্রবিজ্ঞান- চূড়ান্ত সাজেশন্স। [বাংলাদেশের লোক প্রশাসন] উক্ত বিষয়ের বিগত ১০ বছরের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে। 

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখন ভাবছেন বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে কি করবো? হ্যাঁ আমি বুঝিয়ে বলছি- আপনি যদি একটু ভালোভাবে নিচের প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে জোড় সালের প্রশ্নগুলো প্রায় একই রকম এবং বিজোড় সালের প্রশ্নগুলোও মুটামুটি একই ধরনের বা তার আশেপাশের প্রশ্ন। তাছাড়া যখন একটা সাজেশন তৈরি করা হয় তখন বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্রগুলোর উপর নির্ভর করেই চুড়ান্ত সাজেশন তৈরি করতে হয়। তাই আজ আমি এমএসএস প্রথম পর্ব-রাষ্ট্রবিজ্ঞান-বাংলাদেশের লোক প্রশাসন বিষয়ের বিগত দশ বছরের প্রশ্নপত্র তুলে ধরলাম এবং প্রতি বছর এই আর্টিকেলটি নতুন বছরের প্রশ্নপত্র সংযুক্তসহ আপডেট করা হবে। তাহলে চলুন শুরু করা যাক-

চূড়ান্ত সাজেশন PDF বাংলাদেশের লোক প্রশাসন
চূড়ান্ত সাজেশন PDF বাংলাদেশের লোক প্রশাসন

জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০০৫
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১। লোক প্রশাসন বলতে কি বুঝ? লোক প্রশাসন ও বেসরকারী প্রশাসনের মধ্যে পার্থক্য আলোচনা কর।

২। প্রশাসনিক সংগঠনের সংজ্ঞা দাও। বৃহদায়তন সংগঠনে সমন্বয়ের গুরুত্ব কি?

৩। প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি? প্রশাসনিক বিকেন্দ্রীকরণের গুরুত্ব আলোচনা কর।

৪। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। 'অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।'-উক্তিটি ব্যাখ্যা কর।

৫। বাংলাদেশ সিভিল সার্ভিসে লোক নিয়োগ প্রক্রিয়া আলোচনা কর।

৬। সাধারণী ও বিশেষজ্ঞের সংজ্ঞা দাও। বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থায় একজন সাধারণীর ভূমিকা আলোচনা কর।

৭। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বোঝায়? বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা আদায়ের উপায়সমূহ নির্দেশ কর।

৮। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় একজন জেলা প্রশাসকের কার্যাবলী আলোচনা কর।

৯। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার মধ্যে পার্থক্য নির্ণয় কর। এ প্রসংগে বাংলাদেশের পৌরসভার কার্যাবলী আলোচনা কর।

দু'টি বিষয়ে টীকা লিখ:-

১০। নিম্নের যে-কোনো (ক) পদসোপান; (খ) নিয়ন্ত্রণের পরিধি। (গ) ইউনিয়ন পরিষদ; (ঘ) প্রশাসনিক সংস্কার।



জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০০৬
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০

[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)

১। লোক-প্রশাসনের সংজ্ঞা দাও। রাজনীতি কিভাবে প্রশাসনকে প্রভাবিত করে? আলোচনা কর।

২। সংগঠন বলতে কি বুঝ? সংগঠনের তত্ত্বসমূহ আলোচনা কর।

৩। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

৪। সচিবালয় বলতে কি বুঝ? সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সম্পর্ক আলোচনা কর।

৫। সরকারি কর্মকমিশন কি? সরকারি কর্মকমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৬। জেলা প্রশাসনকে কিভাবে আরও গণমুখী ও গতিশীল করা যায়? আলোচনা কর।

৭। উপজেলা পরিষদ টিকিয়ে রাখার যৌক্তিকতা আছে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দেখাও।

৮। প্রশাসনিক দুর্নীতি বলতে কি বুঝায়? বাংলাদেশে প্রশাসনিক দুর্নীতিরোধে তোমার সুপারিশ কি? আলোচনা কর।

৯। বাংলাদেশে স্থানীয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধির উপায় কি? আলোচনা কর।

১০। নিচের যে-কোনো দু'টি বিষয়ে টীকা লিখ।-

(ক) বেসরকারী প্রশাসনস,

(খ) প্রশাসনিক স্বচ্ছতা,

(গ) মাঠ প্রশাসন,

(ঘ) প্রশাসনিক ট্রাইব্যুনাল।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০০৭
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১। লোক প্রশাসন বলতে কি বুঝ? লোক প্রশাসনের প্রকৃতি ও পরিধি বর্ণনা কর।

২। সংগঠন কি? সংগঠনের উপাদান ও গুরুত্ব আলোচনা কর।

৩। পদ সোপান নীতি কি? পদসোপানের নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

৪। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের প্রয়োজনীয়তা কি? কিভাবে আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণ করা যায়?

৫। বাংলাদেশে প্রথম শ্রেণীর কর্মকর্তাদের পদোন্নতির অনুসৃত নীতিসমূহ উল্লেখ কর।

৬। বাংলাদেশের জেলা প্রশাসন ডেপুটি কমিশনারের ভূমিকা আলোচনা কর।

৭। প্রশাসনিক সংগঠনের সংজ্ঞা দাও। বৃহদায়তন সংগঠনে সমন্বয়ের গুরুত্ব কি?

৮। ইউনিয়ন পরিষদে নির্বাচিত মহিলা সদস্যদের ভূমিকা আলোচনা কর।

৯। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝায়? বাংলাদেশে উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহ আলোচনা কর।

১০। একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব পরীক্ষা কর।



জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০০৮
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য:- সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১। লোকপ্রশাসনের সংজ্ঞা দাও। লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

২। সংগঠন বলতে কি বোঝ? সংগঠনের তত্ত্বসমূহ আলোচনা কর।

৩। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ম্যাক্সওয়েবার এর মতে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৪। প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতা বলতে কি বুঝায়? বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা কিভাবে নিশ্চিত করা যায়? আলোচনা কর।

৫। সরকারি কর্মকমিশন কি? সরকারি কর্মকমিশনের ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৬। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার ব্যবস্থার পার্থক্য নির্ণয় কর।

৭। প্রশাসনিক বিবেকন্দ্রীকরণ কি? বাংলাদেশের প্রেক্ষিতে বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধা সম্পর্কে আলোচনা কর।

৮। প্রশাসনিক দুর্নীতি কি? প্রশাসনিক দুর্নীতি কিভাবে উন্নয়নকে বাধাগ্রস্ত করে? আলোচনা কর।

৯। বাংলাদেশের স্থানীয় প্রশাসনের দক্ষতা বৃদ্ধির উপায় কি? আলোচনা কর।

১০। যেকোনো দুটি বিষয়ে টীকা লিখ।

(ক) পদসোপান।

(খ) মাঠ প্রশাসন।

(গ) প্রশাসনিক ট্রাইব্যুনাল।

(ঘ) উপজেলা ব্যবস্থা।



জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০০৯
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১। লোকপ্রশাসনের সংজ্ঞা দাও। এর প্রকৃতি, পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। প্রশাসনিক সংগঠনের সংজ্ঞা দাও। বৃহদায়তন সংগঠনে সমন্বয়ের গুরুত্ব কি?

৩। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। "অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ।"-উক্তিটি কার?

৪। পদসোপান বলতে কি বুঝ? এই নীতির সুবিধা ও অসুবিধা ব্যাখ্যা কর।

৫। বাংলাদেশ সিভিল সার্ভিসে নিয়োগ প্রক্রিয়া আলোচনা কর।

৬। বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে সরকারি কর্মচারীদের প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।

৭। ইউনিয়ন পরিষদে নির্বাচিত মহিলা সদস্যদের ভূমিকা আলোচনা কর।

৮। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝায়? বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহ চিহ্নিত কর।

৯। একটি দক্ষ ও গতিশীল প্রশাসনিক ব্যবস্থা অর্জনে বিকেন্দ্রীকরণের গুরুত্ব পরীক্ষা কর।

১০। যেকোনো দুটি বিষয়ে টীকা লিখ:-

(ক) প্রশাসনিক এলিট,

(খ) পসকনিসপ্রবা,

(গ) সমন্বয়,

(ঘ) উন্নয়ন প্রশাসন।



জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১০
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।

১। লোকপ্রশাসনের সংজ্ঞা দাও। লোকপ্রশাসন ও বেসরকারি প্রশাসনের পার্থক্য নির্ণয় কর।

২। সংগঠন বলতে কি বুঝ? প্রশাসনিক সংগঠনের নীতিসমূহ আলোচনা কর।

৩। সচিবালয় বলতে কি বুঝ? সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সম্পর্ক আলোচনা কর।

৪। বাংলাদেশের জেলা প্রশাসনে ডেপুটি কমিশনারের ভূমিকা আলোচনা কর।

৫। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ম্যাক্স ওয়েবারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

৬। বিকেন্দ্রীকরণ কি? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

৭। প্রশাসনিক জবাবদিহিতা কি? বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতার বাধাসমূহ আলোচনা কর।

৮। সরকারি কর্মকমিশন কি? সরকারি কর্মকমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৯। বাংলাদেশে স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধির উপায় কি? আলোচনা কর।

১০। নিচের যেকোনো দুটি বিষয়ে টীকা লিখ।

(ক) বেসরকারি প্রশাসন;

(খ) মাঠ প্রশাসন:

(গ) প্রশাসনিক ট্রাইব্যুনাল।

(ঘ) নিয়ন্ত্রণের পরিধি।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১১
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১। লোকপ্রশাসনের সংজ্ঞা দাও। লোকপ্রশাসন পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। সমন্বয় সাধন বলতে কি বুঝ? কোনো বৃহৎ সংগঠনের সমন্বয় সাধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।

৩। সংগঠনের সংজ্ঞা দাও। সংগঠনের সনাতন ও আধুনিক মতবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।

৪। পদসোপান নীতি কি? পদসোপান নীতির সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

৫। উপজেলা প্রশাসন কি? উপজেলা পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।

২৬। "অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ" উক্তিটি ব্যাখ্যা কর। এ প্রসঙ্গে আমলাতন্ত্র নিয়ন্ত্রণের গদ্ধতিগুলো আলোচনা কর।

৭। প্রশিক্ষণ কাকে বলে? বাংলাদেশের মতো একটি উন্নয়নশীল রাষ্ট্রে সরকারি উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব আলোচনা কর।

৮। স্থানীয় সরকার বলতে কি বুঝ? বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের সমস্যাবলি আলোচনা কর।

৯। বাংলাদেশে উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহ চিহ্নিত কর।

১০। নিচের যেকোনো দুইটি বিষয়ে টীকা লিখ:-

(ক) প্রশাসনিক জবাবদিহিতা। (খ) প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। (গ) উন্নয়ন প্রশাসন। (ঘ) বেসরকারি প্রশাসন।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১২
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও

১। লোক প্রশাসনের সংজ্ঞা দাও। লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য দেখাও।

২। সংগঠন বলতে কী বোঝায়? প্রশাসনিক সংগঠনের নীতিসমূহ আলোচনা কর।

৩। প্রশাসনিক জবাবদিহিতা কি? বাংলাদেশে কিভাবে তুমি প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিত করবে?

৪। বাংলাদেশের বর্তমান প্রশাসনিক ব্যবস্থায় একজন ডেপুটি কমিশনারের কার্যাবলি আলোচনা কর।

৫। প্রশাসনিক সংস্কার কী? বাংলাদেশের প্রশাসনিক সংস্কার সম্পর্কে গৃহীত পদক্ষেপসমূহ আলোচনা কর।

৬। বিকেন্দ্রীকরণ কী? বাংলাদেশের পরিপ্রেক্ষিতে বিকেন্দ্রীকরণের সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা কর।

৭। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য কী? বাংলাদেশের স্থানীয় স্বায়ত্তশাসিত সংস্থা হিসেবে ইউনিয়ন পরিষদের গঠন ও কার্যাবলি আলোচনা কর।

৮। আমলাতন্ত্র কী? ম্যাক্সওয়েভার বর্ণিত আদর্শিক আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৯। উন্নয়ন প্রশাসন বলতে কী বোঝায়? উন্নয়ন প্রশাসনের বিভিন্ন বৈশিষ্ট্য আলোচনা কর।

১০। নিম্নের যেকোনো দুইটি বিষয়ে টীকা লিখ।

(ক) POSDCORB; (খ) প্রশাসনিক ট্রাইব্যুনাল। (গ) নিয়ন্ত্রণের পরিধি। (ঘ) আদেশের ঐক্য।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১৩
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।

১। লোক প্রশাসন কি? লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। "অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের প্রতি হুমকিস্বরূপ" -ব্যাখ্যা কর। এ প্রসঙ্গে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো আলোচনা কর।

৩। সমন্বয় সাধন বলতে কি বুঝ? কোনো বৃহৎ সংগঠনের সমন্বয় সাধনের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।

৪। পদসোপান নীতি কি? পদসোপানের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

৫ । স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি? বাংলাদেশে স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানগুলোর যেকোনো একটির গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৬। সরকারি কর্ম কমিশন কি? বাংলাদেশে সরকারি কর্ম কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৭। প্রশাসনিক দুর্নীতি বলতে কি বুঝায়? বাংলাদেশে প্রশাসনিক দুর্নীতিরোধে তোমার সুপারিশ কি? আলোচনা কর।

৮। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝায়? বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহ চিহ্নিত কর।

৯। প্রশিক্ষণ কি? বাংলাদেশের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব সম্পর্কে আলোচনা কর।

১০। নিম্নের যেকোনো দুইটি বিষয়ে টীকা লিখ।

(ক) বেসরকারি প্রশাসন; (খ) প্রশাসনিক স্বচ্ছতা; (গ) মাঠ প্রশাসন: (ঘ) উন্নয়ন প্রশাসন।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১৪
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০


[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)

১। লোক প্রশাসনের সংজ্ঞা দাও। লোক প্রশাসন ও বেসরকারি প্রশাসনের মধ্যে পার্থক্য দেখাও।

২। স্টক সংগঠন বলতে কি বুঝ? সংগঠনের নীতিসমূহ আলোচনা কর।

৩। বিকেন্দ্রীকরণ কি? বাংলাদেশের প্রেক্ষিতে বিকেন্দ্রীকরণের সুবিধা ও অসুবিধাসমূহ আলোচনা কর।

৪। প্রশাসনিক জবাবদিহিতা কি? বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতা নিশ্চিতকরণের উপায়সমূহ বর্ণনা কর।

৫। উন্নয়ন প্রশাসন বলতে কি বুঝ? উন্নয়ন প্রশাসনের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর।

৬। আমলাতন্ত্রের সংজ্ঞা দাও। ম্যাক্সওয়েভারের মতানুসারে আমলাতন্ত্রের বৈশিষ্ট্যসমূহ ব্যাখ্যা কর।

৭। বাংলাদেশের জেলা প্রশাসনে ডেপুটি কমিশনারের ভূমিকা আলোচনা কর। 

৮। বাংলাদেশে স্থানীয় সরকারের দক্ষতা বৃদ্ধির উপায় কি? আলোচনা কর।

৯। সচিবালয় কি? সচিবালয়ের সাথে সংশ্লিষ্ট দপ্তরের সম্পর্ক আলোচনা কর।

১০। নিচের যেকোনো দুটি বিষয়ে টাকা লিখ।-

(ক) POSDCORB,

(খ) প্রশাসনিক ট্রাইব্যুনাল।

(গ) নিয়ন্ত্রণের পরিধি।

(ঘ) বাংলাদেশ সরকারি কর্মকমিশন।


জাতীয় বিশ্ববিদ্যালয়
এম. এস.এস প্রথম পর্ব; পরীক্ষা-২০১৫
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০৪ [চতুর্থ পত্র)

বাংলাদেশের লোক প্রশাসন
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০

[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।)

১। লোক প্রশাসনের সংজ্ঞা দাও। লোক প্রশাসনের পরিধি ও বিষয়বস্তু আলোচনা কর।

২। সমন্বয় সাধন বলতে কি বুঝ? কোনো বৃহৎ সংগঠনে সমন্বয় সাধনের গুরুত্ব আলোচনা কর।

৩। পদসোপান নীতির সংজ্ঞা দাও। পদসোপান নীতির সুবিধা ও অসুবিধা আলোচনা কর।

৪। "অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকীস্বরূপ-উক্তিটি ব্যাখ্যা কর।

৫। সরকারি কর্মকমিশন কি? বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৬। প্রশাসনিক দুর্নীতি বলতে কি বুঝায়? বাংলাদেশে প্রশাসনিক দুর্নীতি রোধে তোমার সুপারিশ আলোচনা কর।

৭। প্রশাসনিক সংস্কার বলতে কি বুঝায়? বাংলাদেশের উল্লেখযোগ্য প্রশাসনিক সংস্কারসমূহের বিবরণ দাও।

৮। স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার কি? স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার হিসেবে বাংলাদেশের উপজেলা পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি সম্পর্কে আলোচনা কর।

৯। প্রশিক্ষণ কি? বাংলাদেশের উর্ধ্বতন প্রশাসনিক কর্মকর্তাদের জন্য প্রশিক্ষণের গুরুত্ব ব্যাখ্যা কর।

১০। নিম্নের যেকোনো দুইটি বিষয়ে টীকা লিখ।

(ক) প্রশাসনিক বিকেন্দ্রীকরণ। (খ) বি.পি.এ.টি.সিঃ (গ) প্রশাসনিক জবাবদিহিতা। (ঘ) উন্নয়ন প্রশাসন।



Next Post Previous Post
No Comment
Add Comment
comment url