হেলো ভিউয়ারস, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আজ আমি আপনাদের জন্য কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে আসছি। মোস্ট কমন কিছু সাধারণ জ্ঞান প্রশ্ন আজ তুলে ধরলাম আপনাদের সামনে। আজকের সাধারণ জ্ঞান MCQ গুলো হচ্ছে- প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস কে কেন্দ্র করে লিখা হয়েছে। আশাবাদী আজকের কুইজ প্রশ্ন উত্তর গুলো আপনাদের যেকোনো Job Exam এ খুবই উপকারী ভুমিকা রাখবে। তাহলে চলুন শুরু করা যাক-
সাধারণ জ্ঞান MCQ (প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস) পর্ব-১
প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস |
বাংলার ইতিহাস
১. ইতিহাসের জনক বলে খ্যাত কে?
উত্তরঃ হেরোডোটাস।
২. হেরোডোটাস এর জন্ম হয়েছে কোথায়?
উত্তরঃ গ্রিসে (গ্রিক)।
৩. ইতিহাস শব্দের উৎপত্তি কোথা থেকে?
উত্তরঃ গ্রিক শব্দ History থেকে।
৪. ইতিহাস শব্দের শাব্দিক অর্থ কি?
উত্তরঃ ঐতিহ্য।
৫. ইংরেজি History শব্দের সাধারণ অর্থ কি?
উত্তরঃ অনুসন্ধান বা গবেষণা।
৬. ইতিহাস হলো-
উত্তরঃ অতীত কাহিনী।
৭. মানুষের "সামাজিক জীবনই ইতিহাস" কে বলেছেন?
উত্তরঃ টয়েনবি।
৮. ইতিহাসের প্রধান উপজীব্য কি?
উত্তরঃ মানব সমাজের অগ্রযাত্রার ধারা বর্ণনা।
৯. ইতিহাসের গুরুত্বপূর্ণ ভূমিকা কি?
উত্তরঃ জাতীয় চেতনার উন্মেষ।
১০. ইতিহাসের প্রধান উপাদান কি কি?
উত্তরঃ ০২ টি। যথা-
ক) লিখিত উপাদান
খ) অলিখিত উপাদান।
বাংলার উৎপত্তি ও বাঙালি জাতির আবির্ভাব
১১. বাঙালি জাতির পরিচয় কি হিসেবে?
উত্তরঃ শংকর জাতি হিসেবে।
১২. বাংলা শব্দের উৎপত্তি হয় কোথা থেকে?
উত্তরঃ 'বঙ্গ' ধাতু থেকে।
১৩. 'বঙ্গ' কি?
উত্তরঃ প্রাচীনকালে এই অঞ্চলে বসবাসকারী জনগোষ্ঠীর নাম।
১৪. 'বঙ্গ' নামকরণ হয় কিভাবে?
উত্তরঃ 'বঙ্গ' জনগোষ্ঠী মানুষের বসবাসের ফলে এ অঞ্চলের নাম হয় "বঙ্গভূমি"।
১৫. 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তরঃ হিন্দুদের ঐতরেয় আরণ্য গ্রন্থে।
১৬. 'বঙ্গ' জনগোষ্ঠী মানুষের বাসভূমি কোথায় ছিল?
উত্তরঃ ভাগীরথী নদীর পূর্ব তীর থেকে আসামের পশ্চিমাঞ্চল পর্যন্ত।
১৭. দেশবাচক 'বঙ্গ' নামের প্রথম উল্লেখ পাওয়া যায় কোন গ্রন্থে?
উত্তরঃ আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
১৮. এই অঞ্চলের নাম "বাংলা" নামকরণ করেন কে?
উত্তরঃ সুলতান ইলিয়াস শাহ।
১৯. ঐতিহাসিকদের মতে "বাংলা" শব্দের উৎপত্তি কিভাবে হয়?
উত্তরঃ (বঙ+আল) বঙ্গাল থেকে "বাংলা" শব্দের উৎপত্তি।
২০. রাঢ় বলতে কোন অঞ্চল বোঝায়?
উত্তরঃ ভাগীরথী নদীর পশ্চিম তীর (পশ্চিমবঙ্গের কিছু অংশ)।
২১. রাঢ়ের অপর নাম কি?
উত্তরঃ সূক্ষ্ম।
২২. রাঢ়ের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কোটি বর্ধ।
২৩. বরেন্দ্র বলতে বর্তমান কোন অঞ্চলকে বোঝায়?
উত্তরঃ উত্তরাঞ্চল বর্তমান রাজশাহী অঞ্চলকে।
২৪. বর্তমানে কোন কোন অঞ্চল নিয়ে 'সমতট' অঞ্চল গঠিত হয়েছে?
উত্তরঃ বৃহত্তর কুমিল্লা ও নোয়াখালী অঞ্চল নিয়ে।
২৫. প্রাচীন বাংলার উল্লেখযোগ্য জনপদ গুলো কি কি?
উত্তরঃ বঙ্গ, পুন্ডু, গৌড়, রাঢ়, বরেন্দ্র, সমতট ও হরিকেল।
২৬. কোন অঞ্চল নিয়ে 'বঙ্গ' অঞ্চল গঠিত?
উত্তরঃ ঢাকা, ময়মনসিংহ ও ফরিদপুর অঞ্চল নিয়ে।
২৭. পুন্ড্র বলতে কোন অঞ্চল বোঝায়?
উত্তরঃ বগুড়া, রাজশাহী, রংপুর ও দিনাজপুর অঞ্চলকে বোঝাতো।
২৮. পুন্ড্রু জনপদের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ পুন্ড্রুনগর (মহাস্থানগড়)।
২৯. গৌড় অঞ্চল বলতে বর্তমান কোন অঞ্চলকে বুঝায়?
উত্তরঃ চাঁপাইনবাবগঞ্জ, মালদহ, মুর্শিদাবাদ পার্শ্ববর্তী এলাকাকে।
৩০. গৌড় অঞ্চলের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ কর্ণসুবর্ণ।
৩১. সমতটের রাজধানী কোথায় ছিল?
উত্তরঃ বরকামতা (কুমিল্লা জেলার দেবিদ্বার থানার দক্ষিণাংশে।
৩২. কখন আর্য উপনিবেশ স্থাপিত হয়?
উত্তরঃ বৈদেশিক যুগের শেষ ভাগে।
৩৩. আর্যগণ প্রথম কখন উপমহাদেশে আগমন করে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ২০০০ অব্দে।
৩৪. বাঙালি জাতির উদ্ভবের ইতিহাসে সমগ্র বাঙালি জনগোষ্ঠীকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগে। যথা- অনার্য নরগোষ্ঠী ও আর্য নরগোষ্ঠী।
৩৫. বাংলার আদিম অধিবাসী কারা?
উত্তরঃ কোল, ভেল, সাওতাল, নুন্ডা প্রভৃতি উপজাতি।
৩৬. বাংলার আদি জনপদ গুলোর জনগোষ্ঠীর ভাষা ছিল কি?
উত্তরঃ অস্ট্রিক।
৩৭. সর্বপ্রথম দেশবাচক বাংলা শব্দের ব্যবহার হয় কোন গ্রন্থে?
উত্তরঃ আবুল ফজলের আইন-ই-আকবরী গ্রন্থে।
৩৮. প্রাচীন বাংলার ছোট ছোট অঞ্চলের নাম ছিল কি?
উত্তরঃ জনপদ।
৩৯. কার আমল থেকে বাংলাকে সাম্রাজ্য ভুক্ত করা হয়?
উত্তরঃ মৌর্যদের আমল থেকে।
৪০. কখন থেকে বাংলার স্বাধীন রাজ্যের গোড়াপত্তন হয়?
উত্তরঃ মৌর্য যুগে।
৪১. প্রাচীন বাংলার স্বাধীন প্রথম নরপতি কে?
উত্তরঃ রাজা শশাঙ্ক।
৪২. বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর রূপে পরিচিত?
উত্তরঃ আর্য শাখার।
৪৩. আর্যদের আগমনের পূর্বে এ অঞ্চলে কাদের বসবাস ছিল?
উত্তরঃ অনার্যদের।
৪৪. বাঙালি জাতি কিভাবে গড়ে ওঠে?
উত্তরঃ অস্ট্রিক, দ্রাবিড় ও আর্য জাতির সংমিশ্রণে।
৪৫. কাকে দিয়ে বাংলার স্বাধীনতার সূচনা হয়?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৪৬. বাংলায় সর্বপ্রথম কে নৌ বাহিনী গড়ে তোলেন?
উত্তরঃ গিয়াস উদ্দিন আজম শাহ।
৪৭. বাংলার ইতিহাসে প্রাচীন যুগের শেষ রাজা কে?
উত্তরঃ লক্ষণ সেন।
৪৮. পূর্ব বঙ্গের স্বাধীন নরপতি কে?
উত্তরঃ ফখরুদ্দিন মোবারক শাহ।
৪৯. টিপু সুলতানের পিতার নাম কি?
উত্তরঃ হায়দার আলী খান।
বাংলার প্রাচীন জনপদ সমূহ
৫০. বাংলার প্রাচীন জনপদ সমূহ কি কি?
উত্তরঃ বঙ্গ, পুন্ড, গৌড়, রাঢ়, সমতট, হরিকেল, বরেন্দ্র ও বাকেরগঞ্জ।
৫১. জনপদ গুলোর মধ্যে সবচেয়ে প্রাচীন জনপদ কোনটি ছিল?
উত্তরঃ পুন্ড্র।
৫২. প্রাচীনকালে হরিকেল বলতে কোন জনপদটিকে বোঝায়?
উত্তরঃ বর্তমানের সিলেট ও পার্বত্য চট্টগ্রাম অঞ্চল ছিল এই জনপদের অন্তর্গত।
৫৩. প্রাচীনকালের বরেন্দ্র বলতে কোন জনপদকে বোঝায়?
উত্তরঃ গঙ্গা ও করতোয়া নদীর মধ্যবর্তী উচ্চভূমি প্রাচীনকালে বরেন্দ্র নামে পরিচিত ছিল। বর্তমান উত্তরাঞ্চল ছিল এই জনপদের অধীনে।
৫৪. প্রাচীনকালে বাকেরগঞ্জ বলতে কোন জনপদকে বোঝায়?
উত্তরঃ বরিশাল, খুলনা ও বাগেরহাট ছিল এই জনপদের অধীনে।
প্রাচীন যুগ
৫৫. বিজ্ঞানীদের মতে পৃথিবীতে মানুষের অস্তিত্ব ছিল কত বছর আগে?
উত্তরঃ প্রায় ৫০,০০০ খ্রিস্টপূর্বাব্দে।
৫৬. প্রাগৈতিহাসিক যুগ কাকে বলে?
উত্তরঃ পাথরের যুগকে।
৫৭. প্রস্তর যুগ কে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগে। যথা-
ক) পুরোপলিয় পুরাতন প্রস্তর যুগ,
খ) নবপলীয় নতুন প্রস্তর যুগ।
৫৮. প্রস্তর যুগের পরবর্তী যুগ কে কি বলা হয়?
উত্তরঃ ধাতুর যুগ।
৫৯. বিশ্ব সভ্যতার যাত্রা শুরু হয় আনুমানিক-
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৫০০০ অব্দে।
প্রাচীন সভ্যতা
৬০. প্রাচীন মিশরীয় সভ্যতা কোন নদীর তীরে গড়ে উঠেছিল?
উত্তরঃ নীল নদের তীরে।
৬১. সুমেরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ মেসোপটেমিয়ায়।
৬২. কনফুসিয়াস কে?
উত্তরঃ চীনের দার্শনিক।
৬৩. জুলিয়াস সিজার কে?
উত্তরঃ রোমান সম্রাট।
৬৪. প্রাচীন সভ্যতা কি কেন্দ্রিক গড়ে উঠেছিল?
উত্তরঃ নদীকেন্দ্রিক।
৬৫. মিশরকে নীলনদের দান আখ্যা দিয়েছেন কে?
উত্তরঃ হেরোডোটাস।
৬৬. ব্যাবিলনীয় সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তরঃ ব্যাবিলনে (বর্তমান ইরাকে)
৬৭. ব্যাবিলনের শূন্য উদ্যান কারা গড়ে তুলেছিল?
উত্তরঃ ব্যাবিলনীয়রা।
৬৮. হরপ্পা ও মহেঞ্জোদারো সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তরঃ সিন্ধু নদীর তীরে।
৬৯. জরথ্রুস্ট বাদ কি?
উত্তরঃ পারস্যের প্রাচীন ধর্ম।
গ্রিক সভ্যতা
৭০. গ্রিকদের অবদান কি ছিল?
উত্তরঃ সভ্যতার ক্ষেত্রে।
৭১. প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোন সভ্যতায়?
উত্তরঃ গ্রিক সভ্যতায়।
৭২. প্রথম নগর রাষ্ট্রের উদ্ভব ঘটে কোথায়?
উত্তরঃ গ্রিসের এথেন্স ও স্পার্টা (সভ্যতার জন্ম)।
৭৩. সভ্যতা ছাড়া গ্রিকদের আর কি কি অবদান ছিল?
উত্তরঃ জ্যামিতি (উপপাদ্য), গণিত, চিকিৎসা।
৭৪. কোন সভ্যতা নদীর তীরে গড়ে ওঠেনি?
উত্তরঃ গ্রিক সভ্যতা।
মিশরীয় সভ্যতা
৭৫. মিশরীয় সভ্যতা কোথায় গড়ে উঠেছিল?
উত্তরঃ নীল নদের তীরে।
৭৬. সভ্যতায় মিশরীয়দের প্রথম অবদান কি?
উত্তরঃ কৃষিকাজ (নীলনদে বাদ দিয়ে কৃষি কাজ করতো)।
৭৭. সভ্যতায় মিশরীয়দের কি কি অবদান ছিল?
উত্তরঃ পিরামিড, লিখন পদ্ধতি, জ্যোতিবিদ্যা।
৭৮. মিশরীয়দের লিখন পদ্ধতির নাম কি?
উত্তরঃ হায়ারোগ্লিফিক।
৭৯. ৩৬৫ দিনে বছর ৩০ দিনে মাস গণনা কারা শুরু করেন?
উত্তরঃ মিশরীয়রা।
৮০. প্রাচীন মিশরীয় রাজাদেরকে কি বলা হত?
উত্তরঃ ফারাও।
৮১. ফারাওদের মৃতদেহকে পচনের হাত থেকে রক্ষার জন্য মিশরীয়রা কি তৈরি করেন?
উত্তরঃ মমি (পিরামিড)।
৮২. মিশরীয়দের সবচেয়ে বড় পিরামিডের নাম কি?
উত্তরঃ ফারাও খুফুর পিরামিড।
৮৩. পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম কে এক ঈশ্বরের ধারণা দেন?
উত্তরঃ ফারাও ইখনাটন।
৮৪. মিশরকে নীল নদের দান বলে অভিহিত করেছেন কে?
উত্তরঃ হেরোডটাস।
৮৫. ইতিহাসে কাদেরকে শ্রেষ্ঠ নির্মাতা বলা হত?
উত্তরঃ মিশরীয়দের কে।