'সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর' বিশ্বের সকল ধর্ম

হেলো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। আজকের পোস্টের হেডিং দেখেই সম্ভবত সবাই বুঝে গিয়েছেন আসলে আজ কি টপিক্স নিয়ে আলোচনা করবো। তবে, আজকের আলোচনার বিষয়টি হচ্ছে এতোটাই গুরুত্বপূর্ণ যে, বিশ্বের সকল দেশের সকল ধর্মের সকল পেশার সকল বয়সের মানুষের জন্যই প্রযোজ্য। তাই আমি আজ আলোচনা করতে যাচ্ছি- সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর বিশ্বের সকল ধর্ম সম্পর্কে। 

প্রিয় পাঠক, আজকের আর্টিকেলটি আমি সাজিয়েছি অত্যন্ত চমৎকারভাবে, যেকেউ আজকের টিউটোরিয়ালটি মনোযোগ সহকারে একবার পড়লেই জানতে পারবে, বিশ্বের সকল ধর্ম সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। তাই আমি আজ আলাদা আলাদাভাবে বিশ্বের সকল ধর্ম যেমন- (সাধারণ জ্ঞান ইসলাম ধর্মসাধারণ জ্ঞান হিন্দু ধর্মসাধারণ জ্ঞান বৌদ্ধ ধর্মসাধারণ জ্ঞান খ্রিস্টান ধর্মসাধারণ জ্ঞান ইহুদি ধর্ম এবং সাধারণ জ্ঞান শিখ ধর্ম) সম্পর্কে আলোচনা করবো। তাহলে চলুন শুরু করা যাক-


সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। ইসলাম ধর্ম সম্পর্কে।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। বিশ্বের সকল ধর্ম সম্পর্কে। 


  • সাধারণ জ্ঞান ইসলাম ধর্ম 

১. ইসলামের প্রথম বাণী কোনটি?

উত্তরঃ ইকরা (পড়)।

২. ইসলাম শব্দের অর্থ কি?

উত্তরঃ আল্লাহর নিকট আত্মসমর্পণ করা। 

৩. পবিত্র কুরআন শরীফ কোন ভাষায় রচিত?

উত্তরঃ আরবি ভাষায়।

৪. পবিত্র আল কুরআন নাযিল হয় কোন মাসে? 

উত্তরঃ রমজান মাসে। 

৫. পবিত্র আল-কুরআন শব্দের অর্থ কি? 

উত্তরঃ পাঠ করা বা একত্রিত করা। 

৬. কুরআন শব্দটি পবিত্র কুরআনে কতবার লিখিত হয়েছে? 

উত্তরঃ ৬১ বার। 

৭. পবিত্র আল-কুরআন অবতীর্ণ শুরু হয় কবে থেকে? 

উত্তরঃ ১৮ই রমজান, শুক্রবার, ১২ হিজরি পূর্বাব্দ (১৭ই আগস্ট ৬১০ খ্রিস্টাব্দ থেকে)।

৮. পবিত্র কুরআন মোট কত দিনে অবতীর্ণ হয়? 

উত্তরঃ ২২ বছর ৫ মাস ১৪ দিনে (২৩ বছরে)।

৯. পবিত্র আল-কুরআন সর্বপ্রথম কোথায় অবতীর্ণ হয়েছিল? 

উত্তরঃ হেরা পর্বতে। 

১০. কুরআনের সর্বশেষ আয়াতটি কোথায় অবতীর্ণ হয়েছিল? 

উত্তরঃ মদিনায় (সূরা তওবা এর লাইন)।

১১. পবিত্র আল কোরআনে মোট কতটি রুকু আছে? 

উত্তরঃ ৫৫৪টি। 

১২. কুরআনের মোট সেজদার আয়াত কয়টি? 

উত্তরঃ ১৪ টি। 

১৩. পবিত্র আল কুরআনে "আল্লাহ" শব্দ কতবার ব্যবহার করা হয়েছে? 

উত্তরঃ ২৫৮৪ বার। 

১৪. পবিত্র আল কুরআনের সর্বমোট আয়াত সংখ্যা কত? 

উত্তরঃ ৬৬৬৬ টি। 

১৫. পবিত্র আল কুরআনে পাড়া কতটি? 

উত্তরঃ ৩০ টি।

১৬. পবিত্র আল-কুরআনের সূরার সংখ্যা কতটি? 

উত্তরঃ ১১৪ টি। 

১৭. আল কুরআনের সূরা সমূহ কত ভাগে বিভক্ত? 

উত্তরঃ দুই ভাগে। (মাক্কী সূরা এবং মাদানী সূরা)। 

১৮. মাক্কী এবং মাদানী সূরা সংখ্যা কতটি? 

উত্তরঃ মাক্কী সূরা ৯২ টি এবং মাদানী সূরা 22 টি। কোথাও কোথাও ভিন্নমত রয়েছে মাক্কী সূরা ৮৬ টি ও মাদানী সূরা ২৮ টি। 

১৯. হিজরতের পূর্বে অবতীর্ণ সূরা কোনগুলো?

উত্তরঃ মাক্কী সূরা (মাদানী সূরা হলো হিজরতের পরে)।

২০. আল কুরআনী দীর্ঘতম সূরা কোনটি? 

উত্তরঃ আল বাকারাহ।

আরও পড়ুনঃ সাম্প্রতিক আন্তর্জাতিক সাধারণ জ্ঞান 

২১. পবিত্র আল কুরআনের ক্ষুদ্রতম সূরা কোনটি?

উত্তরঃ সূরা আল কাউসার। 

২২. পবিত্র আল কুরআনের প্রথম অবতীর্ণ সূরা কোনটি? 

উত্তরঃ সূরা আলাক এর প্রথম পাঁচ আয়াত। 

২৩. পবিত্র আল কুরআনের সর্বশেষ নাযিলকৃত সূরা কোনটি? 

উত্তরঃ সূরায়ে নাছর।

২৪. পবিত্র আল কুরআনের প্রথম অবতীর্ণ পূর্ণাঙ্গ সূরা কোনটি? 

উত্তরঃ সূরা আল ফাতিহা। 

২৫. উম্মুল কুরআন বলা হয় কোন সূরাকে? 

উত্তরঃ সূরা আল ফাতিহাকে। 

২৬. কুরআনের হৃদয় বলা হয় কোন সূরাকে? 

উত্তরঃ সুরা ইয়াসিনকে। 

২৭. আল কুরআনে 'বালাদুল আমীন' নিরাপদ শহর বলে ঘোষণা দেওয়া হয়েছে কোন শহরকে? 

উত্তরঃ পবিত্র মক্কা শরীফ কে। 

২৮. পবিত্র কুরআনে 'মুহাম্মদ' শব্দ কতবার ব্যবহার করা হয়েছে? 

উত্তরঃ ৪বার। 

২৯. কুরআনে মদিনাকে কি নামে উল্লেখ করা হয়েছে? 

উত্তরঃ ইয়াসরিব।

৩০. কুরআনে কোন সূরার প্রথমে 'তাসমিয়া' (বিসমিল্লাহ) নেই? 

উত্তরঃ সূরা তওবার প্রথমে। 

৩১. কুরআনের কোন সূরায় তাসমিয়া বা বিসমিল্লাহ দুবার আছে? 

উত্তরঃ সূরা নমল এ।

৩২. পবিত্র আল কুরআনের কোন সূরাকে 'তাজ বা মুকুট' বলা হয়? 

উত্তরঃ সুরা আর রহমানকে (২৭ পারা)।

৩৩. যে সূরাকে কুরআনের আরশ বলা হয় তার নাম কি? 

উত্তরঃ সূরা বাকারা প্রথম পারা। 

৩৪. কোরআনের প্রদীপ কোন সূরাকে বলা হয়?

উত্তরঃ সুরা মুলক (২৯ পারা)।

৩৫. কুরআনের যে আয়াতকে কোরআনের বন্ধু বলা হয় তার নাম কি? 

উত্তরঃ আয়াতুল কুরসি। 

৩৬. কুরআনের অন্তর কোন সূরাকে বলা হয়? 

উত্তরঃ সুরা ইয়াসিনকে। 

৩৭. কুরআনের জননী কোন সূরা? 

উত্তরঃ সূরা ফাতিহা। 

৩৮. হযরত মুহাম্মদ (স:) কত সালে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ ৫৭০ খ্রিস্টাব্দে। 

৩৯. হযরত মুহাম্মদ (স:) এর পিতা ও মাতার নাম কি? 

উত্তরঃ পিতা আব্দুল্লাহ মাতা আমিনা। 

৪০. আলামিন কার উপাধি?

উত্তরঃ হযরত মুহাম্মদ (স:) এর।

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: হোয়াইট হাউস

৪১. জামিউল কুরআন বা কুরআন সংকলনকারী বলা হয় কাকে? 

উত্তরঃ হযরত ওসমান (রা)।

৪২. আসাদুল বা আল্লাহর সিংহ কার উপাধি? 

উত্তরঃ হযরত আলী (রাঃ)।

৪৩. হিলফুল ফুযুল অর্থ কি?

উত্তরঃ শান্তি সংঘ।

৪৪. চারটি আসমানি কিতাবের নাম কি কি?

উত্তরঃ তাওরাত, যাবুর, ইঞ্জিল ও কোরআন মাজীদ। 

৪৫. তাওরাত কোন নবীর উপর অবস্থিত হয়েছে? 

উত্তরঃ হযরত মুসা (আ) এর উপর। 

৪৬. যাবুর কোন নবীর উপর নাযিল হয়েছে?

উত্তরঃ হযরত দাউদ (আঃ) এর উপর। 

৪৭. ইঞ্জিল কোন নবীর উপর অবতীর্ণ হয়? 

উত্তরঃ হযরত ঈসা (আঃ) এর উপর।

৪৮. কুরআন মাজীদ কোন নবীর উপর অবতীর্ণ হয়? 

উত্তরঃ হযরত মুহাম্মদ (স:)

৪৯. হযরত মুহাম্মদ (স:) কবে হিজরত করেন? 

উত্তরঃ ১২ই রবিউল আউয়াল, সোমবার (২৪ শে সেপ্টেম্বর ৬২২ খ্রিস্টাব্দে)। 

৫০. কোন মাসে হযরত আদম (আঃ) সৃষ্টি করা হয়? 

উত্তরঃ মহরম মাসে। 

৫১. পৃথিবীর সর্বপ্রথম মসজিদ তথা গৃহ কোনটি? 

উত্তরঃ পবিত্র কাবা শরীফ (বায়তুল হারাম)।

৫২. পৃথিবীর দ্বিতীয় মসজিদ কোনটি? 

উত্তরঃ মসজিদুল আকসা (জেরুজালেম)।

৫৩. পুরুষদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেন কে? 

উত্তরঃ হযরত আবু বক্কর সিদ্দিক (রা)।

৫৪. কিশোরদের মধ্যে সর্বপ্রথম ইসলাম ধর্ম গ্রহণকারীর নাম কি? 

উত্তরঃ হযরত আলী (রা)।

৫৫. কোন ভাগ্যবান ব্যক্তি সর্বাধিক ওহী লিখেছিলেন? 

উত্তরঃ হযরত যায়দ ইবনে সাবিত (রা)।

৫৬. সর্বপ্রথম কোন সাহাবা পবিত্র কুরআন সংকলন করেন?

উত্তরঃ হযরত যায়দ ইবনে সাবিত (রা) (হযরত আবু বক্করের আদেশে)।

৫৭. একমাত্র কোন সৌভাগ্যবান পবিত্র কাবায় জন্মগ্রহণ করেছিলেন? 

উত্তরঃ হযরত আলী (রা)।

৫৮. হুদাইবিয়ার সন্ধিপত্রের লেখক কে?

উত্তরঃ হযরত আলী (রা)।

৫৯. বিশ্বনবী (স) এর কবর খনন করেন কে?

উত্তরঃ হযরত তালহা (রা)।

৬০. ইসলামের ইতিহাসে জাতীয় বীর বলা হয় কাকে? 

উত্তরঃ খালিদ ইবনে ওয়ালিদ (রা) কে।

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: ডুরান্ড লাইন

৬১. কেয়ামতের দিন আল্লাহর নিকট শহীদদের সরদার হবেন কে? 

উত্তরঃ হযরত হামজা (রা)।

৬২. হযরত আবু বক্কর সিদ্দিক (রা) এর প্রকৃত নাম কি? 

উত্তরঃ আব্দুল্লাহ। 

৬৩. কোন নারী সর্বপ্রথম বিশ্বকে মানবের কলকণ্ঠে মুখরিত করেন? 

উত্তরঃ আদি মাতা হযরত হাওয়া (আ)।

৬৪. কোন নারীর জন্ম বিনা মাতায়?

উত্তরঃ হযরত হাওয়া (আ)।

৬৫. কোন সতী নারীর বিনা স্বামীতে পুত্র হয়? 

উত্তরঃ হযরত মরিয়মের। 

৬৬. কোন কুমারী নারী হুজুর (স) এর স্ত্রী হবার সৌভাগ্য লাভ করেন? 

উত্তরঃ হযরত মা আয়েশা (রা)

৬৭. কোন নারীর গৃহে পবিত্র কুরআন নাযিল হতো? 

উত্তরঃ হযরত মা আয়েশা সিদ্দিকা (রা) এর গৃহে। 

৬৮. কোন নারীর উপাধি 'খাতুনে জান্নাত'? 

উত্তরঃ হযরত মা ফাতেমা (রা) এর।

৬৯. কোন নারী সর্বপ্রথম ইসলাম কবুল করেন? 

উত্তরঃ হযরত মা খাদিজা (রা)।

৭০. ইসলামের প্রথম মহিলা শহীদ হন কে? 

উত্তরঃ হযরত সুমাইয়া (রা)।

৭১ ইসলামের সর্বপ্রথম যুদ্ধ কোনটি?

উত্তরঃ বদর। 

৭২. কোন মুসলমান বীর সর্বপ্রথম স্পেন বিজয় করেন? 

উত্তরঃ মহাবীর তারেক। 

৭৩. মুসলিম মহিলারা সর্বপ্রথম কোন যুদ্ধে অংশগ্রহণ করেন? 

উত্তরঃ বদর যুদ্ধে। 

৭৪. কাবা শরীফের সর্বপ্রথম আযান দেন কে? 

উত্তরঃ হযরত বেলাল (রাঃ)।

৭৫. পবিত্র ভূমি বলা হয় কাকে?

উত্তরঃ জেরুজালেমকে। 

৭৬. বেহেশত এবং দোযখের সংখ্যা কতটি? 

উত্তরঃ বেহেশত আটটি এবং দুযোগ সাতটি। 

৭৭. সর্বোচ্চ জান্নাত কোনটি?

উত্তরঃ জান্নাতুল ফেরদাউস। 

৭৮. সর্বনিম্ন জাহান্নাম কোনটি?

উত্তরঃ হাবিয়া। 

৭৯. বিশ্বের প্রথম লিখিত সংবিধান কোনটি? 

উত্তরঃ মদিনা সনদ। 

৮০. সর্বপ্রথম কোথায় কুরআন নাযিল হয়? 

উত্তরঃ মক্কার অদূরে হেরা পর্বতের গুহায়?

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: মাজার ই শরীফ

৮১. আল কুরআনের যের, যবর, পেশ এবং হরকত সংযোজন করেন কে? 

উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ। 

৮২. আল কুরআন প্রথম বাংলায় অনুবাদ করেন কে? 

উত্তরঃ ভাই গিরিশ চন্দ্র সেন। 

৮৩. মুসলমানদের মধ্যে প্রথম কুরআন বাংলায় অনুবাদ করেন কে? 

উত্তরঃ মাওলানা আমির উদ্দিন বাসুনিয়া।

৮৪. ইংরেজিতে প্রথম কোরআন শরীফ অনুবাদকের নাম কি? 

উত্তরঃ ডক্টর তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্র)।

৮৫. ইসলাম ধর্ম মতে মানবজাতির মুক্তির একমাত্র সনদ কোনটি? 

উত্তরঃ আল কুরআন। 

৮৬. সর্বমোট আসমানী কিতাব কতটি? 

উত্তরঃ ১০৪ টি। 

৮৭. প্রধান আসমানী কিতাব কতটি? 

উত্তরঃ চারটি। 

৮৮. আল কোরআনের সর্বশেষ সূরা কোনটি? 

উত্তরঃ সূরা আন নাস।

  • সাধারণ জ্ঞান হিন্দু ধর্ম 

৮৯. কোন শব্দ থেকে হিন্দু শব্দটি এসেছে? 

উত্তরঃ সিন্দু। 

৯০. সনাতন শব্দের অর্থ কি? 

উত্তরঃ চিরন্তন। 

৯১. সনাতন ধর্মের ভিত্তি কি? 

উত্তরঃ বেদ।

৯২. বেদের অপর নাম কি? 

উত্তরঃ শ্রুতি। 

৯৩. কোন বেদ সবচেয়ে প্রাচীন? 

উত্তরঃ ঋক।

৯৪. বেত কত প্রকার? 

উত্তরঃ চার প্রকার। 

৯৫. জন্মান্তর বাদে কারা বিশ্বাসী? 

উত্তরঃ হিন্দুরা। 

৯৬. হিন্দুদের প্রার্থনা কেন্দ্রকে কি বলা হয়? 

উত্তরঃ মন্দির। 

৯৭. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি? 

উত্তরঃ ঋগ্বেদ।

৯৮. আর্যদের ভাষার নাম কি ছিল? 

উত্তরঃ প্রাচীন বৈদিক। 

৯৯. হিন্দুদের প্রধান উৎসবের নাম কি? 

উত্তরঃ দুর্গাপূজা। 

১০০. রামায়ণের রচয়িতা কে? 

উত্তরঃ বাল্মীকি। 

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: ঐতিহাসিক মসজিদ চারার ই শরীফ

১০১. মহাভারতের রচয়িতা কে? 

উত্তরঃ বেদব্যাস।

১০২. রামায়ণ ও মহাভারত কোন ভাষায় রচিত হয়? 

উত্তরঃ সংস্কৃত ভাষায়। 

১০৩. হিন্দু ধর্মের মূল কে?

উত্তরঃ ব্রহ্মা। 

১০৪. স্বর্গ কাদের বাসস্থান? 

উত্তরঃ দেবতাদের। 

১০৫. হিন্দুদের সর্ব প্রধান ধর্মগ্রন্থ কোনটি? 

উত্তরঃ বেদ। 

১০৬. হিন্দু ধর্মের প্রবর্তক কে? 

উত্তরঃ শ্রীকৃষ্ণ। 

১০৭. বৈষ্ণব ধর্মের প্রবর্তক কে? 

উত্তরঃ শ্রী চৈতন্য। 

১০৮. বেদের ভাষা কি? 

উত্তরঃ সংস্কৃত। 

১০৯. পৃথিবীর সবচেয়ে প্রাচীন ধর্ম কোনটি? 

উত্তরঃ হিন্দুধর্ম। 

  • সাধারণ জ্ঞান বৌদ্ধ ধর্ম 

১১০. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে? 

উত্তরঃ গৌতম বুদ্ধ। 

১১১. গৌতম বুদ্ধের বা বুদ্ধদেবের আরেক নাম কি? 

উত্তরঃ সিদ্ধার্থ। 

১১২. গৌতম বুদ্ধের জন্ম হয় কোথায়? 

উত্তরঃ বর্তমান নেপালের লুম্বিনীতে। 

১১৩. গৌতম বুদ্ধ কোন স্থানে বোদি বা জ্ঞান লাভ করেন? 

উত্তরঃ বুদ্ধগয়াতে (নিরঞ্জনা নদীর তীরে)। 

১১৪. বুদ্ধদের সন্ন্যাসীদের কি বলা হয়? 

উত্তরঃ ভিক্ষু।

১১৫. বুদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি? 

উত্তরঃ ত্রিপিটক। 

১১৬. বৌদ্ধ ধর্মের উপাসনালয়ের নাম কি? 

উত্তরঃ প্যাগোডা। 

১১৭. বৌদ্ধ ধর্মের তীর্থস্থান কোনটি? 

উত্তরঃ বুদ্ধগয়া। 

১১৮. গৌতম বুদ্ধের মুখ নিঃসৃত বাণীকে কি বলে? 

উত্তরঃ সূত্র। 

১১৯. বুদ্ধ শব্দের অর্থ কি? 

উত্তরঃ জ্ঞানী। 

১২০. গৌতম বুদ্ধ কত বছর বয়সে নির্বাণ লাভ করেন? 

উত্তরঃ ৩৫ বছর। 

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: ইউরো ট্যানেল বা চ্যানেল

১২১. গৌতম বুদ্ধ যে বটমূলে বসে দিব্য জ্ঞান লাভ করেন তার নাম কি? 

উত্তরঃ বৌদিধ্রুম (বোদি বৃক্ষ)। 

১২২. গৌতম বুদ্ধ কোথায় মৃত্যুবরণ করেন? 

উত্তরঃ কুশী নগরে।

১২৩. নির্বাণ শব্দটি কোন ধর্মের সাথে সংশ্লিষ্ট? 

উত্তরঃ বৌদ্ধ ধর্ম। 

১২৪. শাক্যসিংহ নামে পরিচিত ছিলেন কে? 

উত্তরঃ গৌতম বুদ্ধ। 

১২৫. কোন বাঙালি ভিক্ষু তিব্বতে বৌদ্ধ ধর্ম প্রচার করতে যান? 

উত্তরঃ অতীশ দীপঙ্কর। 

১২৬. কার প্রচেষ্টায় বৌদ্ধ ধর্ম চীন, জাপান, তিব্বত, মিশর প্রভৃতি দেশ বিস্তার লাভ করে? 

উত্তরঃ সম্রাট অশোক। 

১২৭. সম্রাট অশোক কোন যুদ্ধের ভয়াবহতা দেখে বৌদ্ধ ধর্ম গ্রহণ করেন? 

উত্তরঃ কলিঙ্গ যুদ্ধ। 

১২৮. কোন ধর্মের উৎকর্ষ সাধনের জন্য নালন্দা বিশ্ববিদ্যালয় স্থাপিত হয়? 

উত্তরঃ বৌদ্ধ। 

১২৯. বৌদ্ধ ধর্মাবলম্বীদের পবিত্র স্থান তক্ষশীলা কোথায় অবস্থিত? 

উত্তরঃ পাকিস্তানের রাওয়াল পিন্ডিতে। 

১৩০. কোন বৌদ্ধ ধর্মাবলম্বীরা প্রথম বাংলা শাসন করেন? 

উত্তরঃ পালরা।

১৩১. বৌদ্ধদের প্রধান ধর্মীয় উৎসবের নাম কি? 

উত্তরঃ বদ্ধ পূর্ণিমা। 

১৩২. বৌদ্ধ ধর্মের মূল মন্ত্র কি?

উত্তরঃ অহিংসা পরম ধর্ম। 

১৩৩. কোন ধর্মের ঈশ্বরের ধারণা অনুপস্থিত? 

উত্তরঃ বৌদ্ধ ধর্মে। 

১৩৪. গৌতম বুদ্ধের বিশ্বাস ছিল কি? 

উত্তরঃ ঈশ্বর বলে কিছুই নেই। 

  • সাধারণ জ্ঞান খ্রিস্টান ধর্ম 

১৩৫. খ্রিষ্ট ধর্মের প্রবর্তক কে? 

উত্তরঃ যীশু খ্রীষ্ট। 

১৩৬. যীশু খ্রিস্টের জন্ম কোথায়? 

উত্তরঃ বেথেলহেম। 

১৩৭. খ্রিস্টানদের প্রধান তীর্থস্থান কোথায় অবস্থিত? 

উত্তরঃ জেরুজালেম। 

১৩৮. খ্রিস্টানদের প্রধান ধর্মীয় উৎসব কোনটি? 

উত্তরঃ বড়দিন। 

১৩৯. যিশুখ্রিস্টের মাতার নাম কি? 

উত্তরঃ মেরি। 

১৪০. খ্রিষ্টধর্মের ত্রিত্ববাদ কি? 

উত্তরঃ ঈশ্বর, যীশু এবং আত্মা। 

আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: দেশ গঠনে ছাত্রসমাজের ভূমিকা 

১৪১ পৃথিবীতে কোন ধর্মের লোক সবচেয়ে বেশি? 

উত্তরঃ খ্রিষ্টান। 

১৪২. খ্রিস্টানদের ধর্মীয় প্রার্থনাস্থলকে কি বলা হয়? 

উত্তরঃ গির্জা। 

১৪৩. ক্রুসেড কি? 

উত্তরঃ ধর্মযুদ্ধ। 

১৪৪. ক্রুসেড কাদের বিরুদ্ধে পরিচালিত হয়? 

উত্তরঃ খ্রিস্টানরা মুসলমানদের বিরুদ্ধে চালায়? 

১৪৫. খ্রিস্টানদের ধর্মীয় উপাসনালয় কোনটি? 

উত্তরঃ গির্জা। 

১৪৬. খ্রিস্টানদের ধর্মীয় প্রধানের উপাধি কোনটি? 

উত্তরঃ পোপ।

১৪৭. খ্রিস্টানদের ধর্মগ্রন্থের নাম কি? 

উত্তরঃ বাইবেল। 

১৪৮. খ্রিস্ট ধর্মের মতে যীশু কার পুত্র ছিল? 

উত্তরঃ ঈশ্বরের (যোসেফ)। 

  • সাধারণ জ্ঞান ইহুদি ধর্ম 

১৪৯. ইহুদিদের ধর্মগ্রন্থের ভাষা কি? 

উত্তরঃ হিব্রু। 

১৫০. ইহুদিদের ধর্মীয় উপাসনালয়ের নাম কি? 

উত্তরঃ সিনামোম।

১৫১. ইহুদিদের ধর্মীয় তীর্থস্থান কোনটি? 

উত্তরঃ জেরুজালেম। 

১৫২. Rabbi (র‍্যাবাই) শব্দটি কোন ধর্মে প্রচলিত? 

উত্তরঃ ইহুদি। 

১৫৩. ইহুদীরা পৃথক রাষ্ট্র গঠন করে কত সালে? 

উত্তরঃ ১৯৪৮ সালে। 

  • সাধারণ জ্ঞান শিখ ধর্ম 

১৫৪. শিখ ধর্মের প্রবর্তক কে?

উত্তরঃ গুরু নানক। 

১৫৫. শিখদের ধর্মগ্রন্থের নাম কি? 

উত্তরঃ গ্রন্থ সাহেব। 

১৫৬. শিশুদের উপাসনালয় কোনটি? 

উত্তরঃ গুরুদুয়ারা।

১৫৭. শিখদের তীর্থস্থান কোনটি? 

উত্তরঃ পাঞ্জাবের অমৃতসর (ভারত)। 

১৫৮. গুরু নানক শাহের জন্ম কোন দেশে? 

উত্তরঃ পাকিস্তানে। 


পরিশেষেঃ 

প্রিয় পাঠক, আমরা সকল দেশের, সকল জাতের, সকল গোত্রের এবং সকল ধর্মের মানুষ, সবাই জানি এই পৃথিবীর একজন মহান সৃষ্টিকর্তা আছেন এবং তিনি খুব একটি মহৎ উদ্দেশ্য নিয়েই এই পৃথিবীর সকল কিছু এবং মানব জাতিকে সৃষ্টি করেছেন। 

আর তার সৃষ্টির মূল কারণ হচ্ছে- এই পৃথিবীর সকল জীব বা প্রাণী সবকিছুই তার সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য থাকবে, সৃষ্টিকর্তার প্রার্থনা করবে, উপাসনা করবে, আরাধনা করবে, সৃষ্টিকর্তার সকল নির্দেশনা মেনে চলবে। এবং এই সৃষ্টির কোন একদিন তাদের নির্দিষ্ট মেয়াদ শেষে প্রত্যেক প্রাণীকেই তাদের সকল কাজের হিসাব দিতে হবে মহান সৃষ্টিকর্তার কাছে। 

ইন্টারপেটর বা দোভাষীরা যেমন সকল দেশের ভাষায় কথা বলতে এবং বুঝতে পারেন, ঠিক তদ্রুপ, মহান সৃষ্টিকর্তা তার সৃষ্টির সকল ধর্মের ভাষাই বুঝতে পারেন। সকল ধর্মের মূল একটাই উদ্দেশ্য মহান সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য থাকা এবং তার প্রার্থনা করা। 

Next Post Previous Post