সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (বিশ্বের আলোচিত চুক্তিসমূহ)

হেলো ভিউয়ার, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন এবং এই কনকনে শীতের মাঝে যে যার অভীষ্ট লক্ষ্যে পৌঁছাতে নিজের সর্বোচ্চ দিয়ে স্ট্যাডি চালিয়ে যাচ্ছেন। আর তাই আমরাও আছি আপনাদের সাথে সাধারণ জ্ঞান এবং সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে।

আলোচনা চলছে সিরিজ আর্টিকেল বিশ্বের আলোচিত চুক্তিসমূহ নিয়ে। ইতিপূর্বে আমরা বিভিন্ন ধরনের চুক্তি নিয়ে ৩ টি পর্বে বেশকিছু আর্টিকেল প্রকাশ করেছি। আজ তার চতুর্থ পর্ব। আপনাদের মধ্যে যারা, বিসিএস পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, চাকরির ইন্টারভিউ পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর পর্ব বিতর্ক আলোচনা, এছাড়াও আরও অন্যান্য বিষয়ে প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি হবে গুরুত্বপূর্ণ। আশা করছি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে আর্টিকেলটি পড়বেন। তাহলে চলুন শুরু করা যাক-


সাধারণ জ্ঞান কুইজ বাংলাদেশ ২০২৪
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর। বিশ্বের আলোচিত চুক্তিসমূহ। 

  • বেইজিং শিউল চুক্তি 

১. বেইজিং শিউল চুক্তির লক্ষ্য ও উদ্দেশ্য কি?

উত্তরঃ চীন ও দক্ষিণ কোরিয়ার মধ্য অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা। 

২. বেইজিং শিউল চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ৩১ অক্টোবর ১৯৯৪ সালে। 

৩. বেইজিং শীল চুক্তিতে কোন কোন দেশ স্বাক্ষর করে? 

উত্তরঃ চীন ও দক্ষিণ কোরিয়া। 


  • জীববৈচিত্র কনভেনশন চুক্তি 

৪. জীব বৈচিত্র কনভেনশন চুক্তির স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ১৪ জুন ১৯৯২ সালে। 

৫. জীব বৈচিত্র্য কনভেনশন চুক্তির উদ্দেশ্য কি?

উত্তরঃ বিশ্বের সমস্ত জীববৈচিত্র‍্যের যথাযোগ্য সংরক্ষণ নিশ্চিত করা। 

৬. জীববৈচিত্র্য কনভেনশন চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?

উত্তরঃ ১৭৮ টি। 

৭. জীববৈচিত্র কনভেনশন চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ব্রাজিলের রিওডি জেনোরিতে। 


  • এন্টার্টিকা চুক্তি 

৮. এন্টার্টিকা চুক্তির পক্ষ দুটি কি কি?

উত্তরঃ যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও নিউজিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ও ফ্রান্স। 

৯. এন্টার্টিকা চুক্তির উদ্দেশ্য কি?

উত্তরঃ এন্টার্টিকা মহাদেশকে দুপক্ষ মিলে শাসন করা।

 

  • জর্ডান ইসরায়েল শান্তিচুক্তি

১০. জর্ডান ইসরায়েল শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ২৬ অক্টোবর ১৯৯৪ সালে। 

১১. কোন দুটি দেশের মধ্য এই চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তরঃ জর্ডান ও ইসরায়েল।


  • বসনিয়া-ক্রোট ফেডারেশন চুক্তি 

১২. বসনিয়া ক্রোট ফেডারেশন চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ১৮ মার্চ ১৯৯৪ সালে। 

১৩. কে কে বসনিয়া ক্রোট ফেডারেশন চুক্তিতে স্বাক্ষর করেন?

উত্তরঃ প্রেসিডেন্ট আলিজ ইজেত বেগেভিচ (বসনিয়া) এবং ফ্রানজো তুজ্ম্যান (ক্রোয়েশিয়া)।

১৪. বসনিয়া ক্রোট চুক্তির উদ্দেশ্য কি?

উত্তরঃ বসনিয়া ক্রোট ফেডারেশন কে বাস্তব ভিত্তি প্রদান করা।  


  • বাংলাদেশ ফ্রান্স চুক্তি 

১৫. বাংলাদেশ ফ্রান্স চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ৩ আগস্ট ২০০৩ সালে। 

১৬. বাংলাদেশ ফ্রান্স চুক্তির উদ্দেশ্য কি?

উত্তরঃ বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কর্মকর্তারা ফ্রান্সের সামরিক প্রশিক্ষণ ইনস্টিটিউট গুলোতে প্রশিক্ষণ নিতে পারবে। 

১৭. বাংলাদেশ ফ্রান্স চুক্তি স্বাক্ষরিত হয় কোথায়? 

উত্তরঃ ঢাকা, বাংলাদেশ। 

১৮. বাংলাদেশ ফ্রান্স চুক্তির নাম কি? 

উত্তরঃ সামরিক সহযোগিতা চুক্তি। 

১৯. বাংলাদেশ ফ্রান্স চুক্তি স্বাক্ষর করেন কারা? 

উত্তরঃ বাংলাদেশের পক্ষে প্রতিরক্ষা সচিব এহসানুল হক এবং ফ্রান্সের পক্ষে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত মিশেল ল্যুমো। 


  • বাংলাদেশ যুক্তরাষ্ট্র খসড়া চুক্তি 

২০. বাংলাদেশ যুক্তরাষ্ট্র খসড়া চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ২৫ জুলাই ২০০৩ সালে। 

২১. বাংলাদেশ যুক্তরাষ্ট্র খসড়া চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ওয়াশিংটন ডিসি, যুক্তরাষ্ট্র। 

আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: দেশ গঠনে ছাত্র সমাজের ভূমিকা

২২. বাংলাদেশ যুক্তরাষ্ট্র খসড়া চুক্তিতে স্বাক্ষর করেন কারা? 

উত্তরঃ বাংলাদেশের পক্ষে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান ডঃ শোয়েব আহমেদ এবং যুক্তরাষ্ট্রের পক্ষে ইউএন ট্রেজারি বিভাগের ইন্টারন্যাশনাল ট্যাক্স কাউন্সিল মিজবারবারা এম এ্যাঙ্গাসা।

২৩. বাংলাদেশ যুক্তরাষ্ট্র খসড়া চুক্তির অপর নাম কি? 

উত্তরঃ দ্বৈত কর পরিহার চুক্তি। 


  • লাইবেরিয়া শান্তি চুক্তি 

২৪. লাইবেরিয়া শান্তি চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ১৮ আগস্ট ২০০৩ সালে। 

২৫. লাইবেরিয়া শান্তি চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ আক্রা ঘানা। 

২৬. লাইবেরিয়া শান্তি চুক্তিতে স্বাক্ষর করে কারা?

উত্তরঃ লাইবেরিয়ার সরকার ও প্রধান বিদ্রোহী গ্রুপ লাইব্রেরিয়ান্স ইউনাইটেড ফর  রিকনসিলিয়েশন ডেমোক্রেসি। 

২৭. লাইবেরিয়া শান্তি চুক্তির বিদ্রোহী পক্ষে নেতৃত্ব দেন কে?

উত্তরঃ কাবিনেহ গানেহ।

২৮. লাইবেরিয়া শান্তি চুক্তির মধ্যস্থতাকারী কারা? 

উত্তরঃ ইউরোপীয় ইউনিয়ন, আফ্রিকান ইউনিয়ন এবং জাতিসংঘ। 

২৯. লাইবেরিয়া শান্তি চুক্তির সমন্বয়কারী কে? 

উত্তরঃ গানার প্রেসিডেন্ট জন কুফুর। 

৩০. লাইবেরিয়া শান্তি চুক্তির বিষয়বস্তু কি? 

উত্তরঃ ২০০৫ সালে নির্বাচনের মাধ্যমে একটি গণতান্ত্রিক সরকার গঠিত হবে। তার পূর্বে ১৪ অক্টোবর থেকে ২ বছরের জন্য একটি অন্তবর্তী কালীন সরকার গঠিত হবে, যার চেয়ারম্যান এবং ভাইস চেয়ারম্যান সরকার ও বিদ্রোহীদের মধ্য দিয়ে নির্বাচিত হবেন না। 


  • লিবিয়ার ক্ষতিপূরণ চুক্তি 

৩১. লিবিয়ার ক্ষতিপূরণ চুক্তি কবে স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ ১৩ আগস্ট ২০০৩ সালে। 

৩২. লিবিয়ার ক্ষতিপূরণ চুক্তি কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ লন্ডন, ইংল্যান্ড। 

৩৩. লিবিয়ার ক্ষতিপূরণ চুক্তিতে স্বাক্ষর করেন কারা? 

উত্তরঃ লিবিয়া সরকার এবং ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্ট (বিআইএস)।

৩৪. লিবিয়া ক্ষতিপূরণ চুক্তির ফলাফল কি? 

উত্তরঃ লিবিয়া ক্ষতিপূরণ চুক্তির মাধ্যমে লিবিয়া সরকার বিআইএস ব্যাংকের মাধ্যমে ১৯৯৮ সালের ২১ ডিসেম্বর লকারবি বিমান দুর্ঘটনায় নিহত ২৭০ জনকে ২৭০ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে এবং এই সাথে লিবিয়া লকারবি বিমান হামলার দায়িত্ব গ্রহণ করবে। 


  • কিয়োটা চুক্তি 

৩৫. কিয়োটা চুক্তি স্বাক্ষরিত হয় কবে? 

উত্তরঃ ১১ ডিসেম্বর ১৯৯৭ সালে। 

৩৬. কিয়োটা চুক্তির উদ্দেশ্য কি? 

উত্তরঃ বিশ্বের পরিবেশ রক্ষা করার জন্য বিশ্ব উষ্ণতা রোধ করা। 

৩৭. কিয়োটা চুক্তির কোথায় স্বাক্ষরিত হয়? 

উত্তরঃ জাপানের কিয়োটাতে। 

৩৮. কিয়োটা চুক্তিতে কতটি দেশ স্বাক্ষর করে?

উত্তরঃ বিশ্বের ১৭৪ টি দেশ। 

৩৯. কিয়োটা চুক্তি প্রত্যাহার করে কোন দেশ?

উত্তরঃ যুক্তরাষ্ট্র। 

৪০. সম্প্রতি কোন দেশ কিয়োটা চুক্তি অনুমোদন করে? 

উত্তরঃ রাশিয়া ও অস্ট্রেলিয়া। 

আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: একুশ শতকের পৃথিবী 

৪১. কিয়োটা চুক্তি আর কি নামে পরিচিত? 

উত্তরঃ বিশ্ব উষ্ণতা রোধ চুক্তি নামে। 

৪২. কিয়োটা প্রটোকলের মেয়াদ শেষ হবে কবে? 

উত্তরঃ ২০২০ সালে। 

৪৩. কিয়োটা চুক্তি বাস্তবায়নের জন্য কতটি দেশের অনুমোদন প্রয়োজন? 

উত্তরঃ ১৪৪ টি। 

৪৪. বাংলাদেশ কিয়োটা চুক্তিতে স্বাক্ষর করে কবে? 

উত্তরঃ ২২ অক্টোবর ২০০১ সালে। 

৪৫. কিয়োটা চুক্তি কার্যকর হয় কবে? 

উত্তরঃ ১৬ ফেব্রুয়ারি ২০০৫ সালে। 


  • পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি 

৪৬. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কবে?

উত্তরঃ ২ ডিসেম্বর ১৯৯৭ সালে। 

৪৭. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তিতে কারা স্বাক্ষর করেন?

উত্তরঃ বাংলাদেশ সরকারের পক্ষে জাতীয় সংসদের তৎকালীন চীফ হুইপ আবুল হাসনাত আব্দুল্লাহ এবং পার্বত্য চট্টগ্রাম জনসংহৃতি সমিতির পক্ষে, জাতীয় সংসদের সমিতির পক্ষে জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লার্মা (সন্তু লারমা)।

৪৮. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের জনগণ এবং উপজাতিদেরকে অধিকার আদায়ের স্বীকৃতি প্রদান  এবং শান্তি বাহিনী ও সরকারের মধ্য কয়েক দশক ধরে চলমান বিদ্রোহের অবসান। 

৪৯. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির সর্বমোট কতটি ধারা ছিল?

উত্তরঃ ৭২টি। 

আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: সন্ত্রাস দমনে ছাত্রসমাজের ভূমিকা 

৫০. পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তির এখন পর্যন্ত কতটি ধারা বাস্তবায়িত হয়েছে?

উত্তরঃ ৪৮ টি সম্পূর্ণ বাস্তবায়িত হয়েছে, ১৫ টি আংশিক বাস্তবায়িত হয়েছে এবং বাকি ৯ টি ধারা বাস্তবায়নাধীন চলমান রয়েছে। 


পরিশেষেঃ প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলতে চাই, আমাদের ওয়েবসাইট এর লেখাগুলো পড়ে যদি কোনভাবে উপকৃত হয়ে থাকেন তাহলে ফেসবুকে শেয়ার করে টাইমলাইনে রেখে দিন। তাছাড়া আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকুন। 



Next Post Previous Post