বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ব্যাংক | General Knowledge Questions for BCS Preparation
বাংলাদেশ সিভিল সার্ভিস বা BCS ৩টি ধাপে পরীক্ষা হয়ে থাকে। প্রথমত বিসিএস প্রিলিমিনারি, তারপর লিখিত এবং সর্বশেষ মৌখিক বা ভাইবা পরীক্ষার মাধ্যমে একজন বিসিএস ক্যাডার সিলেকশন করা হয়। বিষয়টি মুখে বলে ফেলা যতটা সহজ একজন বিসিএস ক্যাডার হওয়া ঠিক ততোটাই কঠিন। কারন, বিসিএস পরীক্ষায় উত্তীর্ণ হয় ৫% থেকে ১০% প্রার্থী। তাছাড়া একজন বিসিএস প্রার্থীকে, বিসিএস এর জন্য প্রস্তুতি নিতে হয় সেই ছাত্র জীবন থেকেই।
প্রিয় পাঠক, আজ আমাদের আর্টিকেলটি সাজিয়েছি মুলত বিসিএস প্রস্তুতি প্রিলিমিনারি, বিসিএস প্রস্তুতি লিখিত এবং বিসিএস প্রস্তুতি ভাইবা সকল স্তরকে কেন্দ্র করে অত্যন্ত চমৎকার কিছু গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। তাহলে চলুন আজকের আর্টিকেলে প্রকাশিত বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর গুলো জেনে নেওয়া যাক-
![]() |
Bcs Preparation Bangladesh and World. |
বাংলাদেশ ও বিশ্ব সম্পর্কে বিসিএস সাধারণ জ্ঞান
১. বিখ্যাত চিত্রকর সালভাদর ডালি কোন দেশের নাগরিক?
উত্তরঃ স্পেনের নাগরিক।
২. গত পাঁচ বছর যাবৎ বিশ্বের সর্ববৃহৎ ঋণদাতা দেশ কোনটি?
উত্তরঃ জাপান।
৩. আন্তর্জাতিক পাট সংস্থার (আইজেও) সদর দপ্তর কোথায়?
উত্তরঃ ঢাকা।
৪. দালাইলামা কে?
উত্তরঃ তিব্বতের ধর্মীয় নেতা, স্বেচ্ছায় ভারতে নির্বাসিত।
৫. দালাইলামা কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পান?
উত্তরঃ ১৯৮৯ সালে।
৬. টেড হিউস কে?
উত্তরঃ ব্রিটিশ রাজকবি।
৭. 'ওয়েন চেসলোস স্কোয়ারটি' কোথায় অবস্থিত?
উত্তরঃ প্রাগ, চেক।
৮. নামিবিয়ার স্বাধীনতা প্রটোকল স্বাক্ষরিত হয় কবে?
উত্তরঃ ১৩ ডিসেম্বর ১৯৮৮ সালে।
৯. ফ্যাসিজম এর প্রবর্তক কে?
উত্তরঃ ইতালির মুসোলিনী।
১০. ইউরোপের কোন জেনারেল গৃহযুদ্ধের মাধ্যমে ১৯৩৯ সালে ক্ষমতায় আসেন?
উত্তরঃ জেনারেল ফ্রাংকো।
১১. 'ডটার অফ দি ইস্ট' কাকে বলা হয়?
উত্তরঃ বেঞ্জির ভুট্টো কে।
১২. ব্রিটেনের রানী এলিজাবেথ উপসাগরীয় যুদ্ধে বিশেষ অবদানের জন্য 'নাইট হুড খেতাব' প্রদান করেন কাকে?
উত্তরঃ সৌদি সেনাবাহিনীর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল প্রিন্স খালেদ বিন সুলতান ও মার্কিন বাহিনীর অধিনায়ক জেনারেল শোয়ার্জকফকে।
১৩. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' উপাধি লাভ করেছিলেন কে?
উত্তরঃ জেনারেল মন্টেগোমারি, ব্রিটেন।
১৪. 'ন্যুস্টেড' কোন দেশের সম্মানজনক পুরস্কার?
উত্তরঃ যুক্তরাষ্ট্র।
১৫. বহুল আলোচিত বিশ্বনন্দিত ফেয়ার ফ্যাক্স কি?
উত্তরঃ বেসরকারি মার্কিন গোয়েন্দা সংস্থা।
১৬. জাতিসংঘের মূল ভবনের স্থপতি কে?
উত্তরঃ ওয়ালেসকে হ্যারিসন (যুক্তরাষ্ট্র)।
১৭. জাতিসংঘের সংগীতের রচয়িতা কে?
উত্তরঃ পাবলো ক্যাসালস (স্পেন)।
১৮. বিশ্বের প্রথম কেন্দ্রীয় ব্যাংকের নাম কি?
উত্তরঃ ব্যাঙ্ক অফ ইংল্যান্ড।
১৯. বুদ্ধ পূর্ণিমা পালিত হয় কবে?
উত্তরঃ যেদিন বুদ্ধ জন্ম, মৃত্যু ও বিধান লাভ করে।
২০. জ্যাকব অ্যাপস্টাইন কে?
উত্তরঃ একজন নামকরা ব্রিটিশ ভাস্কর।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বিসিএস বাছাই পরীক্ষা।
২১. সিংহাসনচ্যুত ও সুইজারল্যান্ডে নির্বাসিত মাইকেল কোন দেশের রাজা ছিলেন?
উত্তরঃ রোমানিয়া।
২২. যিশুখ্রিস্টের জন্মস্থান কোথায়?
উত্তরঃ ব্যাথেলহাম, প্যালেস্টাইন।
২৩. নেপোলিয়ন 'সম্রাট উপাধি' কত সালে লাভ করেন?
উত্তরঃ ১৮০৪ সালে।
২৪. দ্বিতীয় বিশ্বযুদ্ধের সোভিয়েত ইউনিয়ন ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্পর্ক কি ছিল?
উত্তরঃ মিত্রের।
২৫. যুক্তরাষ্ট্রের জাতীয় মহাসমুদ্র ও বায়ুমণ্ডল প্রশাসন কেন্দ্রের নাম কি?
উত্তরঃ নোয়া।
২৬. বিখ্যাত জায়গা বেভারলি হিল অবস্থিত কোথায়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রে।
২৭. কয়টি মুসলিম দেশ আল কুদ্দুস কমিটির সদস্য?
উত্তরঃ ১৪ টি।
২৮. মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝি উপন্যাস অবলম্বনে চলচ্চিত্রায়ন করেছে ভারতের কোন পরিচালক?
উত্তরঃ গৌতম ঘোষ।
২৯. উপসাগরীয় যুদ্ধে যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের খরচের পরিমাণ কত ছিল?
উত্তরঃ ১৪ হাজার কোটি ডলার।
৩০. ফ্রান্সের প্রেসিডেন্টের মেয়াদ কাল কত বছর?
উত্তরঃ পাঁচ বছর।
৩১. বিশ্বের বৃহত্তম ফুটবল স্টেডিয়াম কোথায়?
উত্তরঃ মারাকানা, ব্রাজিল।
৩২. মুসলমান অধ্যুষিত মান্নার দ্বীপটি অবস্থিত কোথায়?
উত্তরঃ শ্রীলঙ্কায়।
৩৩. কোন দেশের জাতীয় পতাকা অন্য দেশের জাতীয় পতাকার সঙ্গে কিভাবে ব্যবহার করা হয়ে থাকে?
উত্তরঃ জাতীয় পতাকার স্থান অন্যসব পতাকার উপরে, অন্য দেশের পতাকা জাতীয় পতাকার বাঁদিকে রাখা হয়।
৩৪. কোন শহরকে 'মোটরগাড়ির শহর' বলা হয়?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের ডেট্রয়েড শহরকে।
৩৫. বাইবেল, কুরআন ও বিজ্ঞান গ্রন্থটির রচয়িতা কে?
উত্তরঃ ফ্রান্সের ডক্টর মরিস বুকাইলি।
৩৬. মহাকবি শেক্সপিয়ারের জন্মস্থান কোথায়?
উত্তরঃ ইংল্যান্ডের স্ট্যাটফোর্ড অন অ্যাভন নামক স্থানে।
৩৭. চাঁদের প্রথম মানচিত্র আঁকেন কে?
উত্তরঃ পোলিস জার্মান, জ্যোতিবিজ্ঞানী জোহানস হেভেলিয়াস।
৩৮. ভারতের কোন মহিলা সর্বপ্রথম বিশ্ব সুন্দরী নির্বাচিত হয়?
উত্তরঃ রিতা ফারিয়া।
৩৯. 'ইন্ডিয়া হাউস' কোথায় অবস্থিত?
উত্তরঃ লন্ডনে (ভারতীয় দূতাবাস)।
৪০. মানুষ প্রথমে কোন ধাতু ব্যবহার করে?
উত্তরঃ তামা।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বিশ্বের প্রাচীন সভ্যতা।
৪১. সাগরের কোন গ্রিক দেবতাকে রোমানরা নেপচুন বলে থাকে?
উত্তরঃ Poseidon. (পোসেইডন)।
৪২. রাউলাট এক্ট কি?
উত্তরঃ প্রথম বিশ্বযুদ্ধের পর ভারতের বিপ্লবীদের দমন করার জন্য ১৯২০ সালে এ দমন মূলক আইন ব্রিটিশ সরকার প্রবর্তন করে।
৪৩. বিশ্বের প্রথম কোন মহিলা এভারেস্ট গিরিশৃঙ্গ জয় করেন?
উত্তরঃ জাপানের জনকা টাবেই।
৪৪. ব্যাবিলনের শূন্য উদ্যান কে নির্মাণ করেছিলেন?
উত্তরঃ নেবুচাঁদ নেজার।
৪৫. কলকাতার প্রেসিডেন্সি কলেজের পূর্ব নাম কি ছিল?
উত্তরঃ হিন্দু কলেজ।
৪৬. মৃত্যুর শহর কোনটি?
উত্তরঃ অরলিন্স (ইউএসএ)।
৪৭. 'মৃত্যু উপত্যকা' কোন দেশে অবস্থিত?
উত্তরঃ বাব-এল-মান্দেব (মিশর)।
৪৮. বিশ্বের বৃহত্তম হিমশৈলের নাম কি?
উত্তরঃ অস্ট্রেলিয়ার ল্যাম্বার্ট হিমশৈল।
৪৯. ভেটিক্যান এর সৈন্যবাহিনী নাম কি?
উত্তরঃ দি সুইস গার্ড।
৫০. ১৮৮৩ সালে ব্রিটিশ বিজ্ঞানী 'স্যার জোসেফ সোয়ান' কি আবিষ্কার করেন?
উত্তরঃ কৃত্রিম সিল্ক।
৫১. কোন দেশে বাংলাদেশের কেন্দ্রীয় শহীদ মিনারের প্রতিকৃতি স্থাপন করা হয়?
উত্তরঃ ব্রিটেনের ওল্ডহ্যামে।
৫২. মিশরের আইন পরিষদকে কি বলা হয়?
উত্তরঃ বার্লাম্যান।
৫৩. নাদিরশাহ দিল্লি থেকে কবে 'ময়ূর সিংহাসন' নিয়ে যান?
উত্তরঃ ১৭৩৯ সালে।
৫৪. পৃথিবীর মধ্য প্রাচীনতম সংসদীয় গণতন্ত্র প্রচলিত আছে কোন দেশে?
উত্তরঃ গ্রেট ব্রিটেন।
৫৫. টাইটানিক জাহাজটি কত সালে ডুবে যায়?
উত্তরঃ ১৯১২ সালে।
৫৬. জার্মানিতে হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
উত্তরঃ গেস্টাপো।
৫৭. বিখ্যাত 'ময়ূর সিংহাসন' বর্তমানে কোথায় আছে?
উত্তরঃ ইরানে।
৫৮. কলকাতা নগরীর প্রতিষ্ঠাতার নামানুসারে কোন শিলার নাম রাখা হয়েছে?
উত্তরঃ চার্নফাইট।
৫৯. 'রেড স্কোয়ার' কোথায়?
উত্তরঃ মস্কো।
৬০. হোয়াইট হাউসে প্রথম কোন রাষ্ট্রপতি বাস করেছিলেন?
উত্তরঃ জন অ্যাডামস।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস।
৬১. অলিখিত সংবিধান কোন দেশে আছে?
উত্তরঃ যুক্তরাজ্য।
৬২. ১৯১১ সালের চীন প্রজাতন্ত্র প্রতিষ্ঠা কে করেন?
উত্তরঃ সান ইয়াত সেন।
৬৩. বিশ্বের বৃহত্তম যাত্রীবাহী জাহাজের নাম কি?
উত্তরঃ কার্নিভাল ডেস্টিনি (ইতালি)।
৬৪. আন্তর্জাতিক আদালতে প্রথম মহিলা বিচারক কে?
উত্তরঃ রোজালিন হিগিন্স (যুক্তরাজ্য)।
৬৫. যখন প্রথম বিশ্বযুদ্ধ ঘোষিত হয় তখন ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তরঃ হার্বাট হেনরি আসকুইথ।
৬৬. কোন আইরিশ মহিলা ভারতীয় স্বাধীনতা সংগ্রামের দৃঢ় সমর্থক ছিলেন?
উত্তরঃ ডক্টর অ্যানি বেসান্ত।
৬৭. পৃথিবীর মধ্যে সবচেয়ে দামি ছবিটির নাম কি?
উত্তরঃ মোনালিসা।
৬৮. মোনালিসা ছবিটি আঁকতে শিল্পীর কত দিন সময় নিয়েছিল?
উত্তরঃ ১৫০২ থেকে ১৫০৭ সাল পর্যন্ত।
৬৯. সর্ববৃহৎ পিরামিড কোনটি?
উত্তরঃ ফারও খুফুর সমাধির উপর গড়া পিরামিডটি।
৭০. জ্যোতিবিদ্যার জনক বলা হয় কাকে?
উত্তরঃ বিজ্ঞানী হিপারকাসকে।
৭১. বিশ্বের প্রাচীনতম গ্রামের অবস্থান কোথায়?
উত্তরঃ সুইজারল্যান্ডের মার্টেন হৃদের ধারে অবস্থিত গ্রামটি। বর্তমানে গ্রামটির বয়স ৬০০০ বছর।
৭২. জালিয়ানওয়ালাবাগের বর্বর হত্যাকাণ্ডের প্রতিবাদস্বরূপ "নাইট" উপাধি স্বেচ্ছায় ত্যাগ করেন কে?
উত্তরঃ রবীন্দ্রনাথ ঠাকুর।
৭৩. বিশ্ব সামাজিক উন্নয়ন শীর্ষ সম্মেলন কবে ও কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তরঃ '৬ থেকে ১২ মার্চ' ৯৫ ডেনমার্কের রাজধানী কোপেন হেগেনে।
৭৪. ইংরেজিতে 'ফিফত কলম' কি অর্থে ব্যবহৃত হয়?
উত্তরঃ বিশ্বাসঘাতক।
৭৫. কোন মহিলা কে মডেল করে মোনালিসা ছবিটি শিল্পী কে ছিলেন?
উত্তরঃ মাদোনা লিসা যেবার দিনির।
৭৬. কোন দেশের পতাকা অর্ধনমিত করা হয় না?
উত্তরঃ সৌদি আরব।
৭৭. কোন দার্শনিক সাহিত্য নোবেল পুরস্কার পান?
উত্তরঃ বার্টেন্ড রাসেল।
৭৮. কোন অর্থনীতিবিদ মাত্র ২৩ বছর বয়সে যাবতপুর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন?
উত্তরঃ অমর্ত্য সেন।
৭৯. অমর্ত্য সেন ছাড়া আর কোন অর্থনীতিবিদ অর্থনীতি ছাড়াও দর্শনের অধ্যাপক হিসেবে নাম করেছিলেন?
উত্তরঃ আলফ্রেড মার্শাল।
৮০. বলিউডের সবচেয়ে ব্যয়বহুল 'দেবদাস' ছবির পরিচালক কে?
উত্তরঃ সঞ্জয় লীলা ভানসালি।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলায় ইউরোপীয়দের আগমন।
৮১. ফ্রান্সের লৌহ মানবী নামে পরিচিত কে?
উত্তরঃ মিসেল আলিওমারি।
৮২. "ইস্ট তুর্কিস্তান মুভমেন্ট" কোন অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী দল?
উত্তরঃ চীনের জিনজিয়াং।
৮৩. কোন অন্ধ ব্যক্তি প্রথম এভারেস্ট জয় করেন এবং কোন তারিখে?
উত্তরঃ মার্কিন অন্ধ লেখক এরিক ওয়েইনমায়ার, ২৫ মে, ২০০১ সালে।
৮৪. এভারেস্ট বিজয়ী প্রথম পঙ্গু কে?
উত্তরঃ টম হুইটেকার (১৯৯৮ সালে তিনি এভারেস্ট জয় করেন)।
৮৫. সম্প্রতি কোন পঙ্গু এভারেস্ট জয় করেছেন?
উত্তরঃ যুক্তরাষ্ট্রের পাইলট এড হোমার (তার দুই পা নেই)।
৮৬. মহাসাগরের ভ্রাম্যমান ক্যান্টনমেন্ট বলা হয় কাকে?
উত্তরঃ সপ্তম নৌবহরকে (যুক্তরাষ্ট্রের)।
৮৭. এভারেস্ট শৃঙ্গে আরোহণের জন্য কোন দেশের অনুমতি প্রয়োজন হয়?
উত্তরঃ নেপালের।
৮৮. সম্প্রতি কোন দেশের সবচেয়ে উঁচু প্রাচীন বুদ্ধমূর্তি ধ্বংস করা হয়?
উত্তরঃ আফগানিস্তানের।
৮৯. "তেহলেকা ডট কম" কি?
উত্তরঃ একটি অনলাইন প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠান নিউজ ভিউজ অল দ্য দিয়ে জুস শিরোনামে বিভিন্ন সংবাদ, রাজনৈতিক প্রচারণা সাহিত্য ও ক্রীড়া বিষয়ক খবর পরিবেশন করে।
৯০. অপারেশন ওয়েস্ট এন্ড কি?
উত্তরঃ অপারেশন ওয়েস্ট এন্ড হচ্ছে 'তেহলেকা ডট কম' কর্তৃক উদ্ভাূবিত খবরের অভিযান পরিচালনা।
৯১. টেম্বল মাউন্ট কি?
উত্তরঃ জেরুজালেমে মুসলমানদের পবিত্র স্থান।
৯২. ইংরেজিতে প্রথম কুরআন শরীফ অনুবাদ কারীর নাম কি?
উত্তরঃ ডক্টর তালিম আবু নাসের (যুক্তরাষ্ট্রের)।
৯৩. The Tiger of bycycle বলা হয় কোন দেশকে?
উত্তরঃ ভিয়েতনাম।
৯৪. Mother গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ম্যাক্সিম গোর্কি।
৯৫. 'ইন্টারপ্রেটার অব ম্যালাডিস' বইটির লেখক কে?
উত্তরঃ ঝুম্পা লাহড়ী।
৯৬. ব্ল্যাক টাইগার বলা হয় কাদেরকে?
উত্তরঃ শ্রীলংকার LTTE এর আত্মঘাতী স্কোয়ার্ডকে।
৯৭. আফ্রিকান কসাই নামে পরিচিত কে?
উত্তরঃ ইদি আমিন (উগান্ডার স্বৈরশাসক)।
৯৮. বিশ্বের প্রথম ক্লোন বিড়ালের নাম কি?
উত্তরঃ সিসি।
৯৯. 'বিগ ব্যাং' তত্ত্বের প্রবর্তক কে?
উত্তরঃ স্টিফেন হকিং।
১০০. ভারতের দীর্ঘ ৫৫ বছর পর ষষ্ঠ শিবগুরু কর্তৃক নির্মিত যে মসজিদটি মুসলমানদের কাছে শিখরা হস্তান্তর করে, তার নাম কি?
উত্তরঃ গুরুকাই মসজিদ (৩১ মার্চ ২০০২)।
আরও পড়ুনঃ আন্তর্জাতিক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর।
১০১. জাতিসংঘ নিরাপত্তা পরিষদের ভাষণ দেয়া বিশ্বের সর্বকনিষ্ঠ ব্যক্তি কে?
উত্তরঃ আল হাজি (১৪ বছর বয়সী সিয়েরা লিওনের নাগরিক)।
১০২. নেটিভিটি কি?
উত্তরঃ জেরুজালেমের বেথেলহেমে অবস্থিত একটি চার্চ।
১০৩. ভারতের ত্রিপুরা রাজ্যের প্রধান স্বাধীনতা-কামী সংগঠনের নাম কি?
উত্তরঃ ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ ত্রিপুরা (এনএলএফটি)।
১০৪. ভারতের আসাম রাজ্যের নিষিদ্ধ ঘোষিত বিদ্রোহী দলটির নাম কি?
উত্তরঃ ন্যাশনাল ডেমোক্রেটিক ফ্রন্ট অফ বোড়োল্যান্ড (এনডিএফবি)।
১০৫. 'অপটিমিজম' (Optimism) আত্মজীবনীমূলক গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ হেলেন কিলার (যুক্তরাষ্ট্র)।
১০৬. আরমান-ই-মিলি কোন দেশের দৈনিক পত্রিকা?
উত্তরঃ আফগানিস্তান।
১০৭. ভারতের প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানের নাম কি?
উত্তরঃ এয়ার ইন্ডিয়া বোয়িং।
১০৮. তালেবানদের পক্ষে যুদ্ধ করার দায়ে ২০ বছর কারাদণ্ডপ্রাপ্ত মার্কিন নাগরিকের নাম কি?
উত্তরঃ জন ওয়াকার লিন্দ।
১০৯. হাইড্রোজেন বোমার জনক কে?
উত্তরঃ এডওয়ার্ড টেইলর (যুক্তরাষ্ট্র)।
১১০. আধুনিক ব্যবস্থাপনা তত্ত্বের জনক কে?
উত্তরঃ Henry Fayol.
১১১. কোন দেশে কেন্দ্রীয় ব্যাংক নেই?
উত্তরঃ আফগানিস্তানে।
১১২. ইংলিশ চ্যানেল বা ইউরো চ্যানেল চালু হয় কবে?
উত্তরঃ ৬ মে ১৯৯৪ সালে।
১১৩. Sunshine policy কোন দু'দেশের মাঝে সুসম্পর্ক প্রতিষ্ঠার নীতি?
উত্তরঃ দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া।
১১৪. "গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ড" এর উদ্ভাবক কে?
উত্তরঃ স্যার হিউম বিভার (১৯৫১ সালে)।
১১৫. মার্কিন যুক্তরাষ্ট্রে কত সালে অর্থনৈতিক মহামন্দা বা গ্রেট ডিপ্রেশন দেখা দিয়েছিল?
উত্তরঃ ১৯২৯ সালে।
১১৬. Mother Land বলা হয় কোন দেশকে?
উত্তরঃ রাশিয়াকে।
১১৭. পিস মেমোরিয়াল পার্কটি কোথায় অবস্থিত?
উত্তরঃ জাপানের হিরোশিমায়।
১১৮. আজাদ প্রাসাদ কোথায় অবস্থিত?
উত্তরঃ পর্তুগালের লিসবনে।
১১৯. 'সাফারি ওয়ার্ল্ড পার্ক' কোথায় অবস্থিত?
উত্তরঃ থাইল্যান্ডের ব্যাংককে।
১২০. 'ইউকোস' কি?
উত্তরঃ রাশিয়ার বৃহত্তম তেল কোম্পানি।
১২১. বিশ্বখ্যাত নাট্যকার হেনরিক ইবসেন কোন দেশের নাগরিক?
উত্তরঃ নরওয়ে।
১২২. World Wide Web (www) এর জনক কে?
উত্তরঃ ইংল্যান্ডের টিম বার্নস লি।
১২৩. www এর সূচনা হয় কত সালে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
১২৪. ইন্টারনেট চালু হয় কত সালে?
উত্তরঃ ১৯৮২ সালে।
১২৫. পৃথিবীর মানচিত্র প্রথম অংকন করেন কারা?
উত্তরঃ প্রাচীন গ্রিক বিজ্ঞানীরা।
১২৬. আফ্রিকার কোন দেশে কোন কেন্দ্রীয় শাসন নেই?
উত্তরঃ সোমালিয়া।
১২৭. বিশ্বে প্রথম এইডস রোগী ধরা পড়ে কবে?
উত্তরঃ ৫ জুন, ১৯৮১ সালে যুক্তরাষ্ট্রের লস এঞ্জেলসে।
১২৮. বাংলাদেশে প্রথম এইডস রোগ সনাক্ত করা হয় কবে?
উত্তরঃ ১৯৮৯ সালে।
১২৯. প্রথম এইডস সম্মেলন অনুষ্ঠিত হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে কানাডার মন্ট্রিলে।
১৩০. লাল ফিতা বিশ্বজুড়ে এইডসের প্রতীক হিসেবে চিহ্নিত হয় কবে?
উত্তরঃ ১৯৯১ সালে।
১৩১. কত সালের মধ্যে বিশ্বকে এইডস মুক্ত করার অঙ্গীকার নেওয়া হয়েছে?
উত্তরঃ ২০৩১ সালের মধ্যে।
পরিশেষেঃ
আলোচনার পরিশেষে বলা যায় যে, বিসিএস লিখিত পরীক্ষা এবং বিসিএস মৌখিক পরীক্ষায় আপনি যতো বেশি নাম্বার আয়ত্ত করতে পারবেন, আপনার পছন্দঅনুসারে ক্যাডার পাওয়ার সম্ভাবনা ততই বেশি থাকে। তাই অধিক পরিমাণে নাম্বার অর্জনের ক্ষেত্রে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর এর গুরুত্ব অত্যাধিক। এছাড়াও বিসিএস সম্পর্কিত নতুন কোন তথ্যের জন্য কমেন্ট করতে পারেন। ধন্যবাদ।।