সাধারণ জ্ঞান MCQ (বিশ্বের প্রাচীন সভ্যতা-Ancient Civilizations of the World)
হেলো ভিউয়ার, আশাকরি ভালো আছেন। সম্মানিত পাঠক আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার ইতিহাসের দ্বিতীয় পর্ব নিয়ে। এ পর্বে যে সকল বিষয়গুলো থাকছে তা হলো- মেসোপটেমিয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাসেরীয় সভ্যতা, ক্যালডিয় সভ্যতা, সিন্ধু সভ্যতা এবং পারস্যে সভ্যতা সম্পর্কে সাধারণ জ্ঞান এমসিকিউ প্রশ্ন উত্তর সম্পর্কে। তাহলে বন্ধুরা চলুন শুরু করা যাক-
সাধারণ জ্ঞান MCQ (মেসোপটেমিয় সভ্যতা, সুমেরীয় সভ্যতা, অ্যাসেরিয় সভ্যতা, ক্যালডিয় সভ্যতা, সিন্দু সভ্যতা এবং পারস্যে সভ্যতা) পর্ব-২

মেসোপটোমিয় সভ্যতা, ব্যাবিলনীয় সভ্যতা এবং পারস্যে সভ্যতা।

মেসোপটেমিয়া সভ্যতা
১. মেসোপটেমিয়া সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ ইউফ্রেটিস ও টাইগ্রিস নদীর তীরে।
২. মেসোপটেমিয় বলতে বর্তমান কোন দেশকে বোঝায়?
উত্তরঃ ইরাক কে।
৩. পৃথিবীর সবচেয়ে প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তরঃ মেসোপটেমিয়া সভ্যতা।
৪. মেসোপটেমিয় সভ্যতার কতটি পর্যায় ছিল?
উত্তরঃ ৪টি। যথা- সুমেরীয়, ব্যাবিলনীয়, অ্যাসেরীয় ও ক্যালডীয় সভ্যতা।
সুমেরীয় সভ্যতা
৫. মেসোপটেমিয়ায় গড়ে ওঠা প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তরঃ সুমেরীয়।
৬. সভ্যতায় সুমেরীয়দের অবদান কি ছিল?
উত্তরঃ লিখন পদ্ধতি (কিউনিফর্ম)।
৭. ব্যাবিলনীয় সভ্যতার স্থপতি কে?
উত্তরঃ আমেরাইট নেতা হাম্মুরাবি।
৮. সভ্যতায় ব্যাবিলনের অবদান কি ছিল?
উত্তরঃ আইন প্রণয়ন।
৯. ব্যাবিলনীয়দের আইন কি নামে পরিচিত ছিল?
উত্তরঃ হাম্মুরাবীর আইন।
১০. সর্বপ্রথম পঞ্জিকা প্রচলন হয় কোন সভ্যতার সময়?
উত্তরঃ ব্যাবিলনীয় সভ্যতা।
অ্যাসেরীয় সভ্যতা
১১. সভ্যতায় এ্যাসেরীয়দের অবদান কি?
উত্তরঃ আমোরাইট, যুদ্ধবিদ্যা, অস্ত্র ও হাতিয়ার তৈরি।
১২. পৃথিবীর ইতিহাসে কারা প্রথম গোলন্দাজ বাহিনী গঠন করেন?
উত্তরঃ অ্যাসেরীয় সভ্যতার লোকেরা।
১৩. কারা 360° কোণ আবিষ্কার করেন?
উত্তরঃ অ্যাসেরিয়রা।
১৪. কোন সভ্যতার লোকেরা সর্বপ্রথম পৃথিবীকে অক্ষাংশ ও দ্রাঘিমাংশে ভাগ করেছিল?
উত্তরঃ অ্যাসেরীয় সভ্যতার।
ক্যালডিয় সভ্যতা
১৫. ক্যালোডিয় সভ্যতার অপর নাম কি?
উত্তরঃ নতুন ব্যাবিলনীয় সভ্যতা।
আরোও পড়ুনঃ সাধারণ জ্ঞান MCQ (প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস) পর্ব-১
১৬. সভ্যতায় ক্যালডিয়দের অবদান কি ছিল?
উত্তরঃ ব্যাবিলিয়নের শূন্য (ঝুলন্ত) উদ্যান তৈরি।
১৭. ব্যাবিলনের শূন্য উদ্যান কে তৈরি করেন?
উত্তরঃ লেবুচাঁদ নেজার।
১৮. ব্যাবিলনীয় শূন্য উদ্যান বর্তমানে কোন দেশে অবস্থিত?
উত্তরঃ ইরাকে।
১৯. ৭ দিনের সপ্তাহ কারা গণনা শুরু করেন?
উত্তরঃ ক্যালডিওরা।
সিন্ধু সভ্যতা
২০. সিন্ধু সভ্যতা কোথায় গড়ে ওঠে?
উত্তরঃ পাকিস্তানের মহেঞ্জোদারো ও হরপ্পাতে।
২১. সিন্ধু সভ্যতায় কিসের নিদর্শন পাওয়া যায়?
উত্তরঃ পরিকল্পিত নগর ব্যবস্থা।
২২. সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয় কবে?
উত্তরঃ ১৯২২ সালে।
২৩. সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে?
উত্তরঃ রাখাল দাস বন্দ্যোপাধ্যায়, স্যার জন মার্শাল, দয়া রাম সাহনী।
২৪. সিন্ধু সভ্যতায় কয় ধরনের হরফ বিশিষ্ট চিত্রলিপি পাওয়া যায়?
উত্তরঃ ২৭০ ধরনের।
২৫. কোন সভ্যতায় বাটখারা ব্যবহার শুরু করে?
উত্তরঃ সিন্ধু সভ্যতায়।
২৬. সিন্ধু সভ্যতা গড়ে তুলেছিল কারা?
উত্তরঃ দ্রাবিড় জাতিরা।
২৭. সিন্ধু সভ্যতা কোন যুগের?
উত্তরঃ তাম্র যুগের।
২৮. সিন্ধু সভ্যতার পতন ঘটে কখন?
উত্তরঃ ২৭৫০ খ্রীস্টপূর্বাব্দে।
২৯. সিন্ধু সভ্যতার সাথে কোন সভ্যতার মিল রয়েছে?
উত্তরঃ সুমেরীয় সভ্যতা।
৩০. ভারতীয় উপমহাদেশের অতি প্রাচীন সভ্যতা কোনটি?
উত্তরঃ সিন্ধু সভ্যতা।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বিসিএস বাছাই পরীক্ষা
৩১. ঐতিহাসিকদের মতে কত সময় পূর্বে সিন্ধু সভ্যতা গড়ে ওঠে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব তিন সহস্র বছর পূর্বে। বর্তমান কাল থেকে প্রায় ৫০০০ বছর পূর্বে।
৩২. প্রাচীন ভারতীয় সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে?
উত্তরঃ সিন্ধু নদীর তীরে।
৩৩. ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার বয়স কত?
উত্তরঃ ৫০০০ বছর।
৩৪. সিন্ধু সভ্যতার গৌরবের অবস্থিত কাল অনুমান কত বছর?
উত্তরঃ পাচশত বছর।
৩৫. সিন্ধু সভ্যতার কোন প্রত্নতান্ত্রিক নিদর্শন আবিষ্কৃত হয়?
উত্তরঃ সীলমোহর।
৩৬. সীলমোহর সমূহ কিসের ছিল?
উত্তরঃ পাথরের।
৩৭. হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত?
উত্তরঃ উত্তর পূর্ব পাঞ্জাবের রাভি নদীর তীরে।
৩৮. তাদের বৃহত্তম স্নানাগারের আয়তন কত ছিল?
উত্তরঃ দৈর্ঘ্য ১৮০ ফুট প্রস্থ ১৮০ ফুট।
৩৯. হরপ্পা ও মহেঞ্জোদারো নগর দুটো মাটির নিচে চাপা পড়ে যায় কেন?
উত্তরঃ বন্যার পলির কারণে।
৪০. সিন্ধু সভ্যতা ধ্বংসের অন্যতম কারণ কি?
উত্তরঃ প্রাকৃতিক বিপর্যয়।
৪১. সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোথায়?
উত্তরঃ পাকিস্তানের সিন্ধু নদীর তীরে।
৪২. কোন অঞ্চলের সভ্যতাকে সিন্ধু সভ্যতা বলা হয়?
উত্তরঃ লারকানা জেলার মহেঞ্জোদারো এবং মন্টেগুমারী জেলার হরপ্পা নামক দুটি অঞ্চলের সভ্যতা কে সিন্ধু সভ্যতা বলা হয়।
৪৩. সিন্ধু নদীর কোন তীরে মহেঞ্জোদারো নগরটি ছিল?
উত্তরঃ পশ্চিম তীরে।
৪৪. মহেঞ্জোদারো স্থাপত্যর শ্রেষ্ঠ নিদর্শন কি?
উত্তরঃ বৃহৎ হল।
৪৫. মহেঞ্জোদারো রাজ প্রাসাদের পরিমাপ কত ছিল?
উত্তরঃ দৈর্ঘ্য ২৩০ ফুট এবং প্রস্থ ৭৮ ফুট।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান MCQ (বাংলাদেশ বিবিধ বিষয়াবলী)
৪৬. তাদের রাজপ্রাসাদ সমূহ কিসের তৈরি ছিল?
উত্তরঃ পোড়া ইটের।
হিব্রু সভ্যতা
৪৭. হিব্রু সভ্যতা গড়ে উঠেছিল কোন শহরকে ঘিরে?
উত্তরঃ জেরুজালেম।
৪৮. সভ্যতায় হিব্রুদের অবদান কি?
উত্তরঃ ধর্ম প্রচার।
৪৯. হিব্রু জাতি বর্তমানে কোন দেশে বসবাস করে?
উত্তরঃ ইসরাইল।
৫০. হিব্রু আসলে কিসের নাম?
উত্তরঃ ভাষার নাম।
৫১. হিব্রু অর্থ কি?
উত্তরঃ নিচু বংশের লোক বা যাযাবর।
৫২. পৃথিবীর প্রাচীনতম ভাষা কোনটি?
উত্তরঃ হিব্রু।
পারস্য সভ্যতা
৫৩. কোন দেশটি প্রাচীনকালে পারস্য নামে পরিচিত ছিল?
উত্তরঃ ইরান।
৫৪. পারস্য সবচেয়ে সফল শাসক কে ছিলেন?
উত্তরঃ দারিয়ুস।
৫৫. সভ্যতায় পারস্যদের অবদান কি ছিল?
উত্তরঃ ধর্ম সংস্কার।
৫৬. পারস্যের ধর্মের নাম কি ছিল?
উত্তরঃ জরথ্রুষ্টবাদ।
৫৭. জরথ্রুষ্টবাদ কে ছিলেন?
উত্তরঃ প্রাচীন ইরানিদের ধর্মগুরু।
ফিনিশীয় সভ্যতা
৫৮. ফিনিশীয় সভ্যতার সবচেয়ে বড় অবদান কোনটি?
উত্তরঃ বর্ণমালা উদ্ভাবন বা লিখন পদ্ধতির আবিষ্কার।
৫৯. ফিনিশীয়দের কতটি বর্ণমালা ছিল?
উত্তরঃ ২২ টি।
৬০. ফিনিশীয় সভ্যতার বর্ণমালা গুলোর বর্তমান কালে কিসের সাথে মিল রয়েছে?
উত্তরঃ বর্তমান কালের ব্যঞ্জনবর্ণ।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান MCQ (বেসিক কম্পিউটার শিক্ষা)
৬১. সভ্যতায় ফিনিশীয়দের আর কি অবদান ছিল?
উত্তরঃ ব্যবসায় বাণিজ্য ও নৌকা তৈরি।
আর্য জাতি
৬২. আর্য শব্দের অর্থ কি?
উত্তরঃ সৎ বংশজাত ব্যক্তি।
৬৩. বাঙালি জাতি মূলত কোন শাখার বংশধর রূপে পরিচিত?
উত্তরঃ আর্যদের শাখার।
৬৪. আর্যদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তরঃ বেদ।
৬৫. আর্যদের আগমনের আগে বাংলায় কোন রাজবংশ রাজত্ব করত?
উত্তরঃ মৌর্য বংশের।
৬৬. আর্যরা ভারতবর্ষে কখন আসেন?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ১৪০০ থেকে ১৫০০ অব্দে।
৬৭. আর্য যুগ কে কি বলা হয়?
উত্তরঃ বৈদিক যুগ।
৬৮. বেদের রচয়িতা কে?
উত্তরঃ ঈশ্বর।
৬৯. মহাভারত এর রচয়িতা কে?
উত্তরঃ দেবব্যাস।
৭০. আর্য সাহিত্য কে কি বলা হয়?
উত্তরঃ বৈদিক সাহিত্য।
৭১. আর্যদের প্রাচীনতম সাহিত্য কোনটি?
উত্তরঃবেদ।
৭২. রামায়ণ এর রচয়িতা কে?
উত্তরঃ বাল্মীকি।
৭৩. আর্যদের পবিত্র গ্রন্থের নাম কি?
উত্তরঃ ঋগ্বেদ।
৭৪. আর্যদের রাজনৈতিক জীবন ছিল কি?
উত্তরঃ পরিবার কেন্দ্রিক।
৭৫. আর্যদের ধর্মের রক্ষাকর্তা কে ছিলেন?
উত্তরঃ পুরোহিতগণ।
৭৬. আর্যদের আদি বাসস্থান কোথায়?
উত্তরঃ দক্ষিণ-পূর্ব ইউরোপ।
৭৭. আর্যরা কাদের পরাজিত করে নিজেদের আধিপত্য বিস্তার করে?
উত্তরঃ দ্রাবিড় ও অন্যান্য অনার্য জাতিকে।
৭৮. আর্য সমাজ কয় শ্রেণীতে বিভক্ত ছিল?
উত্তরঃ চার শ্রেণীতে।
৭৯. আর্য সমাজের শ্রেণী সমূহ কি কি?
উত্তরঃ ব্রাক্ষণ, ক্ষত্রিয়, বৈশ্য ও শূদ্র।
বৈদিক যুগের ধর্মের বিকাশ
৮০. বৌদ্ধ ধর্মের উদ্ভব হয় কখন?
উত্তরঃ বৈদিক যুগে ব্রাহ্মণদের আধিপত্য ও পুরোহিতদের একনায়কতন্ত্রের ফলে জনসাধারণের জীবন হয়ে ওঠে খুবই দুর্বিষহ। ফলে এক ধর্ম বিপ্লব হয় এবং জৈন ও বৌদ্ধ ধর্মের উদ্ভব হয়।
৮১. কেন বৌদ্ধ ও জৈন ধর্মের উদ্ভব হয়?
উত্তরঃ আধিপত্যবাদী ব্রাহ্মণদের প্রতিবাদ স্বরূপ।
৮২. মহাবীর জন্মগ্রহণ করেন কখন?
উত্তরঃ প্রায় ৪০০ খ্রিস্টপূর্বাব্দে।
৮৩. মহাবীর মৃত্যুবরণ করেন কবে?
উত্তরঃ ৭২ বছর বয়সে।
৮৪. জৈন ধর্মের মূলনীতি কয়টি?
উত্তরঃ চারটি।
৮৫. জৈন ধর্মের মূলনীতি সমূহ কি কি?
উত্তরঃ অহিংসা, সত্যবাদিতা, চুরি না করা, অনাশক্তি।
৮৬. জৈন ধর্মের মূল তন্ত্রের নাম কি?
উত্তরঃ মার্ঘ।
৮৭. মার্ঘ কে রচনা করেন?
উত্তরঃ পার্শ্বনাথ।
৮৮. কখন ধর্ম বিপ্লব সাধিত হয়?
উত্তরঃ খ্রিস্টপূর্ব সপ্তম শতকে।
৮৯. জৈন ধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ ঋষভদেব।
৯০. গৌতম বুদ্ধের জন্মস্থান কোথায়?
উত্তরঃ লুম্বিনী (নেপাল)।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান MCQ (রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইতিহাস)
৯১. গৌতম বুদ্ধের মৃত্যু স্থান কোথায়?
উত্তরঃ কুশি নগরে (নেপাল)।
৯২. গৌতম বুদ্ধ কখন কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ নেপালের ডরাইস অঞ্চলের কপিলা বস্তু রাজ্য লুম্বিনী গ্রামে খ্রিস্টপূর্ব ৫৬৫ সনে।
৯৩. গৌতম বুদ্ধের পিতা মাতার নাম কি?
উত্তরঃ পিতা-শুদ্ধোধন, মাতা-মায়া দেবী।
৯৪. বৌদ্ধ ধর্মের প্রবর্তক কে?
উত্তরঃ গৌতম বুদ্ধ।
৯৫. গৌতম বুদ্ধের বাল্য নাম কি?
উত্তরঃ সিদ্ধার্থ।
৯৬. বৌদ্ধদের ধর্মগ্রন্থের নাম কি?
উত্তরঃ ত্রিপিটক।
৯৭. ত্রিপিটক কয় খন্ডে বিভক্ত?
উত্তরঃ তিন খন্ডে।
৯৮. গৌতম বুদ্ধ কত বছর বয়সে তিনি দিব্য জ্ঞান লাভ করেন?
উত্তরঃ ৩৫ বছর বয়সে।
৯৯. কত বছর বয়সে গৌতম বুদ্ধের পুত্র সন্তান হয়?
উত্তরঃ ২৯ বছর বয়সে।
১০০. গৌতম বুদ্ধের পুত্র সন্তানের নাম কি?
উত্তরঃ রাহুল।
১০১. গৌতম বুদ্ধ যে বৃক্ষের নিচে দিব্য জ্ঞান লাভ করেন তার নাম কি?
উত্তরঃ বৌধিবৃক্ষ।
১০২. গৌতম বুদ্ধ কত বছর বয়সে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ৮০ বছর বয়সে।
১০৩. জৈন ধর্মের প্রচারক কে?
উত্তরঃ মহাবীর।
আলেকজান্ডারের ভারতীয় উপমহাদেশে আগমন
১০৪. আলেকজান্ডার ভারতবর্ষে আগমন করেন কবে?
উত্তরঃ খ্রিস্টপূর্ব ৩২৭ অব্দে।
১০৫. আলেকজান্ডার কোন দেশের রাজা ছিলেন?
উত্তরঃ ম্যাসিডোনিয়ার।
১০৬. ভারতবর্ষের নামকরণ হয় কিভাবে?
উত্তরঃ রাজা দশরথের পুত্র 'ভারত' এর নাম অনুসারে এর নামকরণ হয় ভারত।
১০৭. আলেকজান্ডার প্রথম কোথায় আক্রমণ করেন?
উত্তরঃ হিন্দুকুষ পর্বত অঞ্চলে।
১০৮. আলেকজান্ডারের ভারত আক্রমণ প্রাক্কালে সৈন্য সংখ্যা ছিল কত?
উত্তরঃ চল্লিশ হাজার।
১০৯. আলেকজান্ডার কোন দেশের অধিবাসী ছিলেন?
উত্তরঃ গ্রিসের।
১১০. আলেকজান্ডারের প্রধান সেনাপতির নাম কি ছিল?
উত্তরঃ সেলিওকাস।
১১১. আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তরঃ এরিস্টটল।
১১২. এরিস্টটল এর গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তরঃ প্লেটো।
১১৩. প্লেটোর গৃহশিক্ষক কে ছিলেন?
উত্তরঃ সক্রেটিস।
১১৪. আলেকজান্ডার কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ব্যাবিলনে।
১১৫. এরিস্টটলের শিক্ষা কেন্দ্রের নাম কি?
উত্তরঃ লাইসিয়াম।
পরিশেষেঃ আলোচনার পরিশেষে আমার প্রিয় পাঠকদেরকে যে বিষয়গুলো বলতে চাই তা হলো- আপনারা যারা বিভিন্ন ধরনের Job Exam, এর জন্য প্রিপারেশন নিচ্ছেন অথবা BCS পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন কিংবা কোন কুইজ প্রতিযোগিতার জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ।
প্রাচীন বাংলা থেকে বর্তমান বাংলার রূপান্তরের ইতিহাস সম্পর্কে আমি পর্বভিত্তিকভাবে প্রতি সপ্তাহের শুক্রবার সকাল ০৭টায় আর্টিকেল পোস্ট করবো। আমার কোন প্রশ্নের উত্তর যদি ভুলভ্রান্তি থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে যাবেন। আমি সেটা পরিশুদ্ধ করার চেষ্টা করবো। পরিশেষে আমার তথ্যগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আরো নতুন নতুন তথ্য পেতে আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। পাশে থাকার জন্য ধন্যবাদ।।
Post a Comment for "সাধারণ জ্ঞান MCQ (বিশ্বের প্রাচীন সভ্যতা-Ancient Civilizations of the World) "