বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা
অথবা,
স্বাধীনতা সংগ্রামে ডানপন্থি রাজনৈতিক দলের ভূমিকা উল্লেখ কর
ভূমিকা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে রাজনৈতিক দলের ভূমিকা অপরিসীম। মূলত স্বাধীনতা সংগ্রামের ইতিহাস বিভিন্ন রাজনৈতিক দলেরই ইতিহাস। ১৯৭১ সালে সার্বিকভাবে অংশগ্রহণকারী আওয়ামী লীগকে ডানপন্থি রাজনৈতিক দল হিসেবে গণ্য করা হয়। স্বাধীনতাযুদ্ধে নেতৃত্বদানকারী দল হিসেবে এ দলের ভূমিকাই ছিল সর্বজনবিদিত। রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে এবং বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে।
![]() |
বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগের ভূমিকা |
বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে আওয়ামী লীগ (ডানপন্থি) রাজনৈতিক দলের ভূমিকা
বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের রয়েছে এক অনন্য ও গৌরবোজ্জ্বল ভূমিকা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বেই আওয়ামী লীগ ১৯৭১ সালে স্বাধীনতা অর্জন করে 'স্বাধীন সার্বভৌম' বাংলাদেশ প্রতিষ্ঠা করে। নিম্নে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা উল্লেখ করা হলো।
১. নেতৃত্ব
ডানপন্থি রাজনৈতিক প্রতিষ্ঠান হিসেবে আওয়ামী লীগের নেতৃত্বেই স্বাধীনতা যুদ্ধ পরিচালিত হয়েছে এবং বাংলাদেশের বিজয় অর্জিত হয়েছে।
২. ১৯৭০-এর নির্বাচনে বিজয়
১৯৭০ সালে সামরিক শাসনের আওতায় দেশব্যাপী জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হয়। পূর্ব পাকিস্তানের জনগণ আওয়ামী লীগের ছয়দফা ও গণঅভ্যুত্থান চলাকালীন ছাত্রসমাজ কর্তৃক প্রণীত ১১ দফার প্রতি নিরঙ্কুশ সমর্থন প্রদান করে ও নির্বাচনের ফলাফলের মাধ্যমে এ জনসমর্থনের রায় প্রতিফলিত হয়। আওয়ামী লীগ পূর্ব পাকিস্তানে ১৬৯টি আসনের মধ্যে ১৬৭টি আসন লাভ করে। এ অর্জন আওয়ামী লীগকে তৎকালীন পূর্ব পাকিস্তানে একক নেতৃত্ব প্রদানের অধিকারী দল হিসেবে প্রতিষ্ঠা করে।
৩. প্রতিনিধিত্ব অর্জন
ঐতিহাসিক প্রক্রিয়ায় এবং বিদ্যমান পরিস্থিতিতে আওয়ামী লীগ একটি রাজনৈতিক দল হিসেবে এমন অবস্থায় সমাসীন হতে পেরেছে যার মাধ্যমে বাঙালিরা বিশ্বসম্প্রদায়ের সামনে প্রতিনিধিত্ব অর্জনে সক্ষম হয়েছে।
৪. বিপ্লবী সরকার গঠন
২৫ মার্চ, ১৯৭১ সালের পাক সামরিক বাহিনীর অতর্কিত হামলার ফলে আওয়ামী লীগ নেতৃবৃন্দ দেশ ত্যাগ করে ভারতে আশ্রয় নেন। বাংলাদেশের নির্বাচিত প্রতিনিধি হিসেবে উদ্ভূত পরিস্থিতিতে তারা সেখানে বিপ্লবী সরকার গঠন করেন এবং মুক্তিযুদ্ধ পরিচালনায় নেতৃত্ব প্রদান করেন।
৫. মুজিবনগর সরকার গঠন
১৯৭১ সালের ১০ এপ্রিল সমগ্র মুক্তিযোদ্ধাদের সুসংগঠিত করা এবং বিদেশে মুক্তিযুদ্ধের সপক্ষে জনমত গঠনের জন্য আওয়ামী লীগ দলের প্রতিনিধিদের সমন্বয়ে 'মুজিবনগর সরকার' গঠন করে। দীর্ঘ নয় মাসের সশস্ত্র সংগ্রামে এ দল প্রবাসী সরকার পরিচালনা ও মুক্তিযুদ্ধ পরিচালনা করে বাংলাদেশের বিজয় নিশ্চিত করে।
উপসংহারঃ
পরিশেষে বলা যায় যে, আওয়ামী লীগের নেতৃত্বেই ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশ স্বাধীনতা অর্জন করে। আর ডানপন্থি এ দলটির নেতৃত্বে ছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তার সঠিক নেতৃত্ব এবং সময়োপযোগী দিক নির্দেশনাতেই স্বাধীনতা সংগ্রামের বিজয় সূচিত হয়। স্বাধীন বাংলাদেশে জন্মের ৬৩ বছর পরেও আজও আওয়ামী লীগ সর্ববৃহৎ গণভিত্তিক দল হিসেবে আপন মহিমায় সমুজ্জ্বল রয়েছে।