অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (রাজনৈতিক দলের তত্ত্বসমূহ)
ঐতিহাসিক পরিস্থিতিগত তথ্য অনুসারে রাজনৈতিক দলের উৎপত্তি, বিকাশ ও উন্নয়নের ক্ষেত্রে তিনটি অভ্যন্তরীণ সংকট কাজ করে। এগুলো হচ্ছে বৈধতার সংকট, ভৌগলিক অখণ্ডতা সংক্রান্ত সংকট এবং অংশগ্রহণের সংকট। শাসন করার বৈধ ক্ষমতা সরকারের আছে কিনা এই প্রশ্নকে কেন্দ্র করেই উন্নত এবং উন্নয়নশীল সকল দেশেই রাজনৈতিক দলের উদ্ভব হয়েছে।
প্রাচীনকালে অধিকাংশ রাজনৈতিক দলের সরকারের বৈধতার প্রশ্ন কে কেন্দ্র করে প্রতিষ্ঠিত হয়েছিল। বিদ্যমান সরকার কাঠামোর পক্ষে বৈধ সংকট মোকাবেলা করা সম্ভব না হলেই রাজনৈতিক অবস্থান অনিবার্য হয়ে পড়ে আর তখনই সেখানে সূত্রপাত হয় গণ-অভ্যুত্থানের।
প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর রাজনৈতিক দলের তত্ত্বসমূহ সম্পর্কে। রাজনৈতিক দলের তত্ত্ব সম্পর্কে সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর আলোচনা করা হবে কুইজ প্রশ্নোত্তর আকারে। প্রিয় পাঠক, আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ পর্বে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের এই সংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো খুবই গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর নিয়ে-
![]() |
রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর |
অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ রাজনৈতিক দলের তত্ত্ব সম্পর্কে
১. সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশ ঘটে কখন?
অথবা, রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে?
উত্তরঃ সপ্তদশ শতাব্দীতে।
২. কবে প্রায় সর্বত্রই রাজনৈতিক দলের প্রসার ঘটে?
উত্তরঃ বিংশ শতাব্দীতে।
৩. বিশ্বে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কোন দেশে?
উত্তরঃ ব্রিটেনে।
৪. রাজনৈতিক দলের উদ্ভব ঘটে কবে, কোথায়?
উত্তরঃ সপ্তদশ শতাব্দীতে, ব্রিটেনে।
৫. কখন ইংল্যান্ডে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে?
উত্তরঃ সপ্তদশ শতাব্দীতে।
৬. রাজা দ্বিতীয় জেমসের সমর্থনকে কেন্দ্র করে কোন দুটি দলের উদ্ভব হয়?
উত্তরঃ হুইগ ও টোরি দল।
৭. হুইগ দল কাদের সমর্থনপুষ্ট ছিল?
উত্তরঃ সমকালীন উদীয়মান বণিক শ্রেণীর সমর্থনপুষ্ট।
৮. টোরি দল কাদের সমর্থনপুষ্ট ছিল?
উত্তরঃ অভিজাত ও সামন্তশ্রেণির সমর্থনপুষ্ট।
৯. কোন আইনের মধ্যে হুইগ ও টোরি দলের নাম পরিবর্তন হয়?
উত্তরঃ ১৮৩২ সালের সংস্কার আইনের মাধ্যমে।
১০. হুইগ দলের পরিবর্তিত নাম কি?
উত্তরঃ উদারনৈতিক দল।
১১. টোরি দলের বর্তমান নাম কি?
উত্তরঃ রক্ষণশীল দল।
১২. 'শ্রমিক প্রতিনিধি সমিতি'র পরিবর্তিত নাম কি?
উত্তরঃ শ্রমিক দল।
১৩. কত সালে শ্রমিক দল গঠিত হয়?
উত্তরঃ ১৯০৬ সালে।
১৪. লিটনে গ্রিন পার্টির সূত্রপাত হয় কবে?
উত্তরঃ ১৯৮৫ সালে (ইকোলজি পার্টি নামে)।
১৫. ইকোলজি পার্টির উদ্ভব হয় কত সালে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১৬. ব্রিটেনে কবে ইকোলজি পার্টির নাম গ্রিন পার্টি রাখা হয়?
উত্তরঃ ১৯৮৫ সালে।
১৭. Maurice Duverger-এর জন্ম এবং মৃত্যু হয় কত সালে?
উত্তরঃ জন্ম ৬ মে ১৯১৭ এবং মৃত্যু ১৬ ডিসেম্বর ২০১৪।
১৮. কত সাল থেকে মার্কিন যুক্তরাষ্ট্রে রাজনৈতিক দল সম্পর্কে চিন্তা-ভাবনা শুরু হয়?
উত্তরঃ ১৭৮৭ সাল থেকে।
১৯. আমেরিকায় রাজনৈতিক দলের আবির্ভাব ঘটে কখন?
উত্তরঃ উনিশ শতকের প্রথম দিকে।
২০. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি দলের নাম কি?
অথবা,
যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম লিখ?
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান দুটি রাজনৈতিক দল হলো যথা-
(ক) রিপাবলিকান পার্টি ও
(খ) ডেমোক্র্যাটিক পার্টি।
২১. "আমেরিকার রাজনৈতিক দলগুলোর কোনো স্থায়ী ভিত্তি নেই।" -উক্তিটি কার?
উত্তরঃ এস. ই. ফাইনারের।
২২. মার্কিন রাজনৈতিক দলসমূহের কার্যকলাপ কেমন?
উত্তরঃ মূলত নির্বাচনমূলক।
২৩. মার্কিন যুক্তরাষ্ট্রের কোন দল বিত্তশালীদের সমর্থনপুষ্ট ছিল?
উত্তরঃ ফেডারেলিস্ট।
২৪. যুক্তরাষ্ট্রীয় দলের প্রতিষ্ঠাতার নাম কি?
উত্তরঃ আলেকজান্ডার হ্যামিলটন।
২৫. রিপাবলিকান দলের প্রতিষ্ঠাতা কে?
অথবা,
"রিপাবলিকান দল" গড়ে তোলেন কে?
উত্তরঃ টমাস জেফারসন।
২৬. জেফারসন কত সালে আমেরিকার মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেন?
উত্তরঃ ১৭৯৩ সালে।
২৭. কত সালের নির্বাচনে টমাস জেফারসন আমেরিকার রাষ্ট্রপতি নির্বাচিত হন?
উত্তরঃ ১৮০০ সালের নির্বাচনে।
২৮. মার্কিন যুক্তরাষ্ট্রের প্রধান রাজনৈতিক দল দুটির নাম কি?
উত্তরঃ গণতন্ত্রী দল ও প্রজাতন্ত্রী দল।
২৯. যুক্তরাষ্ট্রীয় দলের উদ্ভাবক কে?
উত্তরঃ আলেকজান্ডার হ্যামিলটন।
৩০. আমেরিকায় কত সালে যুক্তরাষ্ট্রীয় দলের বিলোপ ঘটে?
উত্তরঃ ১৮১৬ সালে।
আরও পড়ুনঃ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির ভাঙন প্রক্রিয়া আলোচনা
৩১. "Federalist" কি?
উত্তরঃ হ্যামিলটন-ওয়াশিংটনের রাজনৈতিক দল।
৩২. 'Anti Federalist' দল কোনটি?
উত্তরঃ টমাস জেফারসনের দল।
৩৩. কবে রিপাবলিকান দল গড়ে উঠে?
উত্তরঃ ১৭৯৩ সালে।
৩৪. কবে রিপাবলিকান দলের মধ্যে পরস্পরবিরোধী দুটি দলের সৃষ্টি হয়?
উত্তরঃ উনিশ শতকের বিশের দশকে।
৩৫. উনিশ শতকের রিপাবলিকান দলের মধ্যে সৃষ্ট পরস্পরবিরোধী গোষ্ঠী দুটি কি কি?
উত্তরঃ ডেমোক্র্যাটিক এবং ন্যাশনাল রিপাবলিক।
৩৬. ডেমোক্র্যাটিক রিপাবলিক পরবর্তীতে কি নামে পরিচিত হয়?
উত্তরঃ ডেমোক্র্যাটিক নামে পরিচিত হয়।
৩৭. চীনে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মূল কেন্দ্রীয় শক্তি কি?
উত্তরঃ কমিউনিস্ট পার্টি।
৩৮. চীনের সকল রাজনৈতিক ক্রিয়াকলাপের উৎস ও মূল কেন্দ্র কি?
উত্তরঃ চীনা কমিউনিস্ট পার্টি।
৩৯. CPC-এর পূর্ণরূপ কি?
উত্তরঃ The Communist Party of China.
৪০. কোন বিপ্লব চীনা কমিউনিস্ট পার্টির উদ্ভব ও বিকাশে ভূমিকা রাখে?
উত্তরঃ পূর্বতন সোভিয়েত ইউনিয়নের সমাজতান্ত্রিক বিপ্লব।
৪১. 'কমিনর্টান' কি এবং কত সালে সৃষ্টি হয়?
উত্তরঃ কমিনর্টান একটি আন্তর্জাতিক কমিউনিস্ট সংস্থা; এটি গঠিত হয় ১৯১৯ সালে।
৪২. চীনা কমিউনিস্ট পার্টির প্রতিষ্ঠাকালীন সদস্য সংখ্যা ছিল কত?
উত্তরঃ ৭০ জন।
৪৩. নয়া গণতন্ত্র কি?
উত্তরঃ চীনা সমাজের বাস্তবতায় মার্কসবাদের ও মাও-এর চিন্তাধারার আলোকে প্রতিষ্ঠিত ব্যবস্থা।
৪৪. মাও সে-তুং কে?
উত্তরঃ ১৯৪৯ সালের চীনা বিপ্লবের নেতা ও দার্শনিক।
৪৫. কত সালে কোথায় মার্কসবাদী পাঠচক্র গড়ে উঠে?
উত্তরঃ ১৯১৮ সালে, পিকিং বিশ্ববিদ্যালয়ে।
৪৬. রাজনৈতিক দলের উদ্ভব ও বিকাশের কারণসমূহ কি কি?
উত্তরঃ ধর্মীয়করণ, বহুজাতি বা বর্ণজাতকরণ, অর্থনৈতিক স্বার্থ, আদর্শগত ও কর্মপন্থাগত পার্থক্য ইত্যাদি।
৪৭. রাজনৈতিক দলের উদ্ভবের তত্ত্ব বা মতবাদ কয়টি ও কি কি?
উত্তরঃ তিনটি। যথা- প্রাতিষ্ঠানিক তত্ত্ব, ঐতিহাসিক পরিস্থিতিগত তত্ত্ব এবং উন্নয়নমূলক তত্ত্ব।
৪৮. প্রতিষ্ঠানগত তত্ত্বে রাজনৈতিক দলের উদ্ভব সম্পর্কে কি বলা হয়েছে?
উত্তরঃ রাজনৈতিক দলের উদ্ভব সম্পর্কে এ তত্ত্বে বলা হয়েছে যে, প্রকৃতপক্ষে আইনসভার সদস্যগণ কোনো নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কোনো গোষ্ঠী গঠন করেন তখনই রাজনৈতিক দলের সৃষ্টি হয়েছে বলা চলে।
৪৯. 'পার্লামেন্ট বা সংসদের অভ্যন্তরেই নয়, পার্লামেন্টের বাইরেও রাজনৈতিক দল সৃষ্টি হতে পারে।"-কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক মরিস দ্যুভারজার।
৫০. পার্লামেন্টের অভ্যন্তরে সৃষ্ট রাজনৈতিক দল বলতে কি বুঝায়?
উত্তরঃ একটি দেশের আইনসভার সদস্যদের কর্মকাণ্ড থেকে ক্রমশ সৃষ্টি হওয়া দলকে পার্লামেন্টের অভ্যয় সৃষ্ট রাজনৈতিক দল বলে।
৫১. পার্লামেন্টের অভ্যন্তরে সৃষ্ট রাজনৈতিক দলের উদাহরণ দাও?
উত্তরঃ ব্রিটেন, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের রাজনৈতিক দল।
৫২. আইনসভার বাইরে সৃষ্ট রাজনৈতিক দলের উদাহরণ দাও?
উত্তরঃ সমাজবাদী দল।
৫২. আইনসভার বাইরে রাজনৈতিক দলগুলোর কখন উৎপত্তি ঘটে?
উত্তরঃ যখন দেশে সরকারের বা সংবিধানের বৈধতার সংকট দেখা দেয়।
৫৩. ঐতিহাসিক পরিস্থিতিগত তত্ত্বে কি বলা হয়েছে?
উত্তরঃ রাজনৈতিক দলের উদ্ভবের ক্ষেত্রে তিনটি অভ্যন্তরীণ সঙ্কট কাজ করে। এগুলো হচ্ছে বৈধতার সংকট, ভৌগোলিক অখণ্ডতা সংক্রান্ত সংকট এবং অংশগ্রহণের সংকট।
৫৪. কোন দেশগুলোতে সৃষ্ট রাজনৈতিক দলগুলো ঐতিহাসিক পরিস্থিতির ফলস্বরূপ?
উত্তরঃ এশিয়া ও আফ্রিকার অনুন্নত বা উন্নয়নশীল দেশগুলো।
৫৫. উন্নয়নমূলক তত্ত্বে রাজনৈতিক দলের উদ্ভব সম্পর্কে কি বলা হয়েছে?
উত্তরঃ যারা দেশের রাজনৈতিক ক্ষমতা অর্জন বজায় রাখতে চান; তারা যখন দেশের জনগণের সমর্থন করতে সচেষ্ট হন, তখন দেশের রাজনৈতিক ব্যবস্থা বা কাঠামোর মধ্যে রাজনৈতিক দলের উদ্ভব ঘটে।
৫৬. রাজনৈতিক দলের উৎপত্তির সাথে কোন প্রক্রিয়ার নিবিড় সম্পর্ক রয়েছে?
উত্তরঃ রাজনৈতিক উন্নয়ন ও আধুনিকায়নের।
৫৭. রাজনৈতিক দলের কাঠামো কোন উপাদান দ্বারা সবচেয়ে বেশি প্রভাবিত?
উত্তরঃ ঐতিহাসিক পরিস্থিতি ও ভোটাধিকার।
৫৮. মরিস দ্যুভারজার কত সালে, কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ মরিস দ্যুভারজার ১৯১৭ সালের ৬ মে ফ্রান্সে জন্মগ্রহণ করেন।
৫৯. দ্যুভারজার কত সালে মারা যান?
উত্তরঃ ২০১৪ সালের ১৬ ডিসেম্বর।
৬০. 'Political Parties' গ্রন্থের লেখক কে?
উত্তরঃ Maurice Duverger
আরও পড়ুনঃ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের ভূমিকা
৬১. Party is king" কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক হারম্যান ফাইনার।
৬২. প্রত্যক্ষ কাঠামোর উদাহরণ দাও?
উত্তরঃ ফরাসি 'সোসালিস্ট পার্টি'।
৬৩. পরোক্ষ দলের উদাহরণ দাও?
উত্তরঃ ব্রিটিশ 'শ্রমিক দল'।
৬৪. মরিস দ্যুভারজার কোন গ্রন্থে রাজনৈতিক দলের তত্ত্ব সম্পর্কে আলোচনা করেছেন?
উত্তরঃ Political Parties.
৬৫. কক্যাস কি?
উত্তরঃ দলের একটি কমিটি বা চক্র।
৬৬. কক্যাস সদস্যপদ প্রদানের ক্ষেত্রে কোনো বিষয়ের উপর গুরুত্ব প্রদান করে?
উত্তরঃ গুণগতমানের উপর।
৬৭. কক্যাসের সদস্যপদ কিসের উপর নির্ভরশীল?
উত্তরঃ সম্পত্তির মালিকানার উপর।
৬৮. পরোক্ষ কক্যাসের উদাহরণ দাও?
উত্তরঃ ব্রিটিশ লেবার পার্টি।
৬৯. কক্যাসের কাজ কোন কোন বিষয়ের মধ্যে সীমাবদ্ধ?
উত্তরঃ নির্বাচন সংক্রান্ত কার্যাবলির মধ্যে।
৭০. "একটি দল নির্দিষ্ট নীতির উদ্দেশ্যে একত্রিত পুরুষদের একটি দল।" - কে লেখক?
উত্তরঃ ডিজফেলি।
৭১. "প্যাস্টলের বিকাশ গণতন্ত্রের সাথে আবদ্ধ বলে মনে হয়।" - কে লেখক?
উত্তরঃ মরিস দ্যুভারজার।
৭২. শাখা পার্টি কোন প্রবণতার দ্বারা পরিচালিত?
উত্তরঃ এককেন্দ্রীক প্রবণতার দ্বারা।
৭৩. শাখা পার্টির উদ্ভাহরণ দাও?
উত্তরঃ জার্মান সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি।
৭৪. 'শাখা পার্টি সমাজতন্ত্রীদের আবিষ্কার এবং গুপ্ত দলীয় কাঠামো কমিউনিস্টদের আবিষ্কার"-কে বলেছেন?
উত্তরঃ মরিস দ্যুভারজার।
৭৫. মিলিশিয়া কি?
উত্তরঃ মিলিশিয়া হলো এমন এক ধরনের দলীয় সংগঠন যা বেসরকারি সামরিক বাহিনীর মতো। এর সদস্যরা সামরিক বাহিনীর সদস্যদের মতো নিয়োগ লাভ করে এবং একই ধরনের শৃঙ্খলা ও প্রশিক্ষণ প্রাপ্ত হয়।
৭৬. মিলিশিয়া ধরনের দলীয় সংগঠন কারা তৈরি করেছেন?
উত্তরঃ ফ্যাসিস্টরা।
৭৭. রবার্ট মিশেলস কত সালে, কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৮৭৫ সালের ৩ জানুয়ারি জার্মানির কোলন শহরে।
৭৮. রবার্ট মিশেলস কত সালে কোথায় মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯৩৬ সালে, ইতালির রোমে।
৭৯. রাজনৈতিক দলের চারটি সুবিধা লিখ?
অথবা,
রাজনৈতিক দলের কতিপয় গুণ লিখ?
উত্তরঃ প্রতিনিধি নির্বাচন সহজ হয়, রাজনৈতিক চেতনার বিকাশ, জনমত গঠন ও প্রকাশ এবং সরকারের স্থায়িত্ব রক্ষা।
৮০. রাজনৈতিক দলের কাঠামো নির্ধারণকারী উপাদানসমূহ লিখ?
অথবা,
রাজনৈতিক দলের কাঠামো নির্ধারণকারী তিনটি উপাদানের নাম লিখ?
উত্তরঃ ক্ষমতা লাভের পদ্ধতি, সরকারের সাংগঠনিক কাঠামো, রাজনৈতিক দলের সংস্থা, রাজনৈতিক মতাদর্শ, ঐতিহাসিক উত্তরাধিকার ইত্যাদি।
৮২. মিশেলস কোন দেশের সমাজবিজ্ঞানী?
অথবা,
Robert Mitchel কোন দেশের সমাজবিজ্ঞানী?
উত্তরঃ জার্মানির।
৮৩. Robert Mitchel কোন ক্ষেত্রে বিশেষ অবদান রেখেছেন?
উত্তরঃ পার্টি তত্ত্বের ক্ষেত্রে।
৮৪. রাজনৈতিক দল সম্পর্কে রবার্ট মিনোলস রচিত গ্রন্থ কোনটি?
উত্তরঃ "Political Parties: A sociological study of the oligarchcal Tendencies of Modern Democracy."
৮৫. Iron law of oligarchy ধারণাটি কার?
উত্তরঃ রবার্ট মিশেলসের।
৮৬. রবার্ট মিশেলস মুষ্টিমেয় ব্যক্তিবর্গের কর্তৃত্বকে কি বলেছেন?
উত্তরঃ 'মুষ্টিমেয়ের লৌহবিধি' বা 'গোষ্ঠীতন্ত্রের কঠোর আইন'।
৮৭. 'মুষ্টিমেয়ের লৌহবিধি' বলতে মিশেলস কি বুঝিয়েছেন?
উত্তরঃ প্রত্যেক দলেই মুষ্টিমেয় কতিপয় নেতা যাবতীয় সিদ্ধান্ত গ্রহণের চর্চা করে এবং সকলের সিদ্ধান্ত বলে তা চালিয়ে দেয়।
৮৮. মিশেলস-এর মতে গোষ্ঠীতন্ত্র কি?
উত্তরঃ যে গোষ্ঠী এক কর্তৃত্বশীল এবং শোষক সংখ্যালঘিষ্ঠ, যা প্রায় অপরিসীম ক্ষমতাই চর্চা করে এবং সংখ্যাগরিষ্ঠ হতে কার্যত স্বাধীন থাকে এবং সংখ্যাগরিষ্ঠকে শোষণ করে।
৮৯. মিশেলস গোষ্ঠীতন্ত্রের লৌহবিধির অনিবার্যতাকে কয়টি দিক থেকে ব্যাখ্যা করেছেন এবং কি কি?
উত্তরঃ দুটি, যথা- (ক) সাংগঠনিক উপাদান ও (খ) মনস্তাত্ত্বিক উপাদান।
৯০. মুষ্টিমেয়ের লৌহবিধি সমর্থনকারী প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ সংগঠন।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন, অর্থায়ন, প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী আচরণ)
৯১. মিশেলস এর মতে, প্রত্যেক সংগঠনের পক্ষে কি অপরিহার্য?
উত্তরঃ নেতৃত্ব।
৯২. ক্ষমতা কি কি কারণে কতিপয় ব্যক্তির নিয়ন্ত্রণে চলে যায়?
উত্তরঃ পদ্ধতিগত এবং মনস্তাত্ত্বিক কারণে।
৯৩. "রাজনৈতিক দলের প্রয়োজনীয়তা অপরিহার্য এবং প্রত্যেক বৃহৎ, স্বাধীন রাষ্ট্রেই তাদের অস্তিত্ব বিরাজমান"-কে বলেছেন?
উত্তরঃ লর্ড ব্রাইস (Lord Bryce)।
৯৪. সরকার ও জনগণের মধ্যে সংযোগ স্থাপনের মাধ্যম কি?
উত্তরঃ রাজনৈতিক দল।
৯৫. "গণতন্ত্রের জন্য বিরোধী দল একটি নিয়মিত অংশ"-কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক বার্কার।
৯৬. গণতান্ত্রিক রাষ্ট্রে বিকল্প সরকার বলা হয় কাকে?
উত্তরঃ বিরোধী দলকে।
৯৭. জাতীয় স্বার্থের ধারক ও বাহক কে?
উত্তরঃ রাজনৈতিক দল।
৯৮. "Politics Within Nations" -গ্রন্থটি কার লেখা?
উত্তরঃ জোসেফ লা পালোমবারা।
৯৯. জোসেফ লা পালোমবারা রাজনৈতিক দলকে কিসের বাহন হিসেবে উল্লেখ করেছেন?
উত্তরঃ রাজনৈতিক উন্নয়নের।
১০০. পালোমবারা রাজনৈতিক দলের উদ্ভবের কি কি সংকটের কথা বলেছেন?
উত্তরঃ বৈধতার সংকট, সংহতির সংকট ও অংশগ্রহণের সংকট।
১০১. পালোমবারা কেন্দ্রীভূত সরকার ব্যবস্থাকে কত ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ ২ ভাগে।
১০২. লেনিন কে?
উত্তরঃ রাশিয়ার বলশেভিক বিপ্লবের নেতা।
১০৩. লেনিনের পুরো নাম কি?
উত্তরঃ ভ্লাদিমির ইলিচ লেনিন উলিয়ানড।
১০৪. ডি. আই. লেনিন কত সালে কোথায় জন্মগ্রহণ করেন?
উত্তরঃ ১৮৭০ সালের ২২ এপ্রিল, সিমবি (জার শাসিত রাশিয়া)-এ।
১০৫. লেনিন কত সালে মৃত্যুবরণ করেন?
উত্তরঃ ১৯২৪ সালের ২১ জানুয়ারি।
১০৬. পৃথিবীর কোথায় সর্বপ্রথম মার্কসবাদের ভিত্তিতে সমাজতন্ত্র প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ রাশিয়ায়।
১০৭. বিশ্বের প্রথম সমাজতান্ত্রিক রাষ্ট্রের স্থপতি কি?
উত্তরঃ ভি. আই. লেনিন।
১০৮. লেনিনের রাজনৈতিক দলের নাম কি ছিল?
উত্তরঃ বলশেভিক দল।
১০৯. বলশেভিক শব্দের অর্থ কি?
উত্তরঃ সংখ্যাগরিষ্ঠ।
১১০. কার এবং কোন পার্টির নেতৃত্বে সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক বিপ্লব সংঘটিত হয়?
উত্তরঃ লেনিনের পরিচালনায় বলশেভিক পার্টির নেতৃত্বে।
১১১. রাশিয়াতে বলশেভিক বিপ্লব কবে হয়?
উত্তরঃ ১৯১৭ সালে।
১১২. লেনিন রচিত তিনটি গ্রন্থের নাম লিখ?
উত্তরঃ কি করতে হবে? বামপন্থী কমিউনিজম... একটি ইনফুন্টাইল ডিসঅর্ডার, এক ধাপ এগিয়ে,দুই কদম পিছিয়ে..
১১৩. "What is to be done" বইটির লেখক কে?
উত্তরঃ লেনিন।
১১৪. 'One step forward' Two step back, প্রবন্ধটির লেখক কে?
উত্তরঃ ভ্লাদিমির ইলিচ লেনিন।
১১৫. "The state and revolution" নামক গ্রন্থের লেখক কে?
উত্তরঃ ভ্লাদিমির ইলিচ লেনিন।
১১৬. লেনিনের পার্টি তত্ত্ব কোন ধারণার ভিত্তিতে গড়ে উঠেছে?
উত্তরঃ মার্কস-এঙ্গেলস এর ধারণার ভিত্তিতে।
১১৭. "The Communist Manifesto" গ্রন্থটির লেখক কে?
উত্তরঃ কার্ল মার্কস ও ফ্রেডারিক এঙ্গেলস।
১১৮. কত সালে 'দ্য কমিউনিস্ট লীগ' গঠিত হয়?
উত্তরঃ ১৮৪৭ সালে।
১১৯. লেনিন কমিউনিস্ট পার্টিকে কি নামে উল্লেখ করেছেন?
উত্তরঃ শ্রমিক শ্রেণীর অগ্রবাহিনী।
১২০. লেনিনের মতে, শ্রমিক শ্রেণীর বিপ্লবী দল কাদের নিয়ে গঠিত হয়?
উত্তরঃ বিপ্লবী কাজকর্মের সাথে সংযুক্ত ব্যক্তিবর্গকে নিয়ে।
আরও পড়ুনঃ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা
১২১. বিপ্লবী দল সংগঠিত হয় কিসের ভিত্তিতে?
উত্তরঃ মতাদর্শের ভিত্তিতে।
১২২. শ্রমিক শ্রেণীর বিপ্লবী দল কাদের স্বার্থের প্রতিভূ?
উত্তরঃ শ্রমিক শ্রেণীর রাজনৈতিক স্বার্থে।
১২৩. শ্রমিক শ্রেণীর বিপ্লবী দলে শ্রমিকদের মতো কারা থাকবেন?
উত্তরঃ বিপ্লবী বুদ্ধিজীবীরা।
১২৪. গণতান্ত্রিক কেন্দ্রিকতার ধারণা কে দিয়েছেন?
উত্তরঃ লেনিন।
১২৫. বিপ্লবী দলে সাংগঠনিক নীতি হিসেবে লেনিন কোন নীতির কথা বলেন?
উত্তরঃ গণতান্ত্রিক কেন্দ্রীকতার নীতি।
১২৬. গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ কি?
উত্তরঃ গণতান্ত্রিক কেন্দ্রীকতাবাদ হলো গণতন্ত্রবাদ ও কেন্দ্রীকতাবাদের সমন্বয়। প্রত্যেকটি দলীয় সংগঠন নিচ থেকে উপর পর্যায় পর্যন্ত নির্বাচিত হবে। এতে উচ্চতর দলীয় সংস্থার সিদ্ধান্ত নিম্নস্তরের দলীয় সংস্থার উপর বাধ্যতামূলকভাবে প্রযোজ্য হবে।
১২৭. বিপ্লবী দলের গণতান্ত্রিক নীতির মূলকথা কি?
উত্তরঃ পার্টি সদস্যরা পার্টির সকল কমিটি ও নেতা নির্বাচনের ক্ষেত্রে অংশগ্রহণের অধিকারী।
১২৮. কারা লেনিনের পার্টি তত্ত্বের সমালোচনা করেছেন?
উত্তরঃ রোজা লুকসেমবার্গ, ট্রসস্কি, বুথারিন প্রমুখ।
১২৯. লেনিন রাজনৈতিক দলকে কি হিসেবে প্রতিপন্ন করেছেন?
উত্তরঃ শ্রমিক শ্রেণীর অগ্রণী অংশ, সংগঠিত অংশ ও সর্বোচ্চ শ্রেণীবদ্ধ রূপ হিসেবে।
১৩০. 'যে দল সর্বাধিক অগ্রগামী মতবাদের দ্বারা পরিচালিত, একমাত্র সেই দল অগ্রণী ভূমিকা গ্রহণ করতে পারে।"-কার উক্তি?
উত্তরঃ ভি. আই. লেনিনের।
১৩১. 'Without a revolutionary theory there can be no revolutionary movement.'-উক্তিটি কে করেছেন?
উত্তরঃ ভি. আই. লেনিন।
১৩২. 'Party is vanguard of the proletariat'-উক্তিটি কার?
উত্তরঃ ডি. আই. লেনিন-এর।
১৩৩. প্রলেতারিয়েত শব্দটির অর্থ কি?
উত্তরঃ শ্রমজীবী শ্রেণী।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে এসে বলা যায় যে, রাজনৈতিক দল ব্যবস্থার উৎপত্তি ও ক্রমবিকাশ দীর্ঘ ঐতিহাসিক পরিক্রমার ফলশ্রুতি। রাজনৈতিক ব্যবস্থার বিভিন্ন সংকট ও সমস্যাকে কেন্দ্র করে বিভিন্ন সামাজিক স্তরে বিভিন্ন পটভূমিতে বিভিন্ন প্রয়োজনে রাজনৈতিক দল ব্যবস্থার উদ্ভব ও বিকাশ ঘটেছে। এই দীর্ঘপথ পরিক্রমণের মাধ্যমেই রাজনৈতিক দল ব্যবস্থা সাম্প্রতিক সময়ে আধুনিক রুপ লাভ করেছে।