সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের কারণগুলো আলোচনা কর

অথবা, 

সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলো আলোচনা কর



সমাজ গতিশীল। গতিশীলতা সমাজের ধর্ম। প্রতিনিয়ত সমাজের বুকে পরিবর্তন ঘটে চলেছে। গতিশীলতার আবর্তে প্রতিনিয়ত সমাজের বুকে যে নানা ধরনের পরিবর্তন সাধিত হচ্ছে তা একদিনের নয়; বরং এ পরিবর্তন মহাকালের দীর্ঘপথ পরিক্রমণের মধ্য দিয়ে বর্তমান অবস্থায় এসে উপনীত হয়েছে। পরিবর্তনের এই ধারা শুধু সামাজিক ক্ষেত্রেই নয়- রাজনৈতিক, অর্থনৈতিক সকল ক্ষেত্রেই বিদ্যমান। 

সামাজিক পরিবর্তনের সংজ্ঞা 

সাধারণ অর্থে সামাজিক পরিবর্তন বলতে সমাজবদ্ধ মানুষের আচার-আচরণগত প্রক্রিয়ার পরিবর্তনকে বুঝায়। মূলত বিদ্যমান সমাজব্যবস্থার রূপ ও প্রকৃতির বিশেষ পরিবর্তনই হলো সামাজিক পরিবর্তন।

সামাজিক পরিবর্তন কি? সামাজিক পরিবর্তনের কারণগুলো কি কি?
সামাজিক পরিবর্তন কাকে বলে? সামাজিক পরিবর্তনের কারণগুলো আলোচনা কর

প্রামাণ্য সংজ্ঞা: বিভিন্ন সমাজচিন্তাবিদ সামাজিক পরিবর্তনের বিভিন্ন সংজ্ঞা প্রদান করেছেন। নিম্নে উল্লেখযোগ্য কতিপয় সংজ্ঞা তুলে ধরা হলো:

১. ডব্লিউ, এফ, অগবার্ন (W. F. Ogburn)-এর মতে, "সামাজিক পরিবর্তনের অর্থ হলো সমাজে বসবাসকারী জনসমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন।"

২. অধ্যাপক স্যামুয়েল (Samuel) বলেন, "সামাজিক পরিবর্তন বলতে কোনো জাতির জীবনব্যবস্থার রূপান্তর, পরিবর্তন ও সংশোধনকে বুঝায়। সামাজিক পরিবর্তনের অর্থ সমাজের কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। সামাজিক রীতিনীতি তথা উৎপাদন ও বণ্টন পদ্ধতির পরিবর্তন।"

৩. সমাজবিজ্ঞানী মরিস জিন্সবার্গ (Morris Ginsberg)-এর মতে, "সামাজিক পরিবর্তন বলতে সামাজিক কাঠামোতে অর্থাৎ কোনো সমাজের আয়তন, এর অংশসমূহের গঠনরীতি বা ভারসাম্য কিংবা সংগঠনের মধ্যে সাধিত কোনো পরিবর্তনকে বুঝায়।"

৪. গার্থ ও মিলস (Gerth & Mills) বলেন, "কালের গতিতে রীতিনীতি এবং সমাজব্যবস্থায় যে পরিবর্তন ঘটে তাকে সামাজিক পরিবর্তন বলে। সামাজিক পরিবর্তন বলতে সামাজিক বিবর্তন, প্রগতি ও পরিবর্তনকে বুঝায়।"

৫. কিংসলে ডেভিস (Kingsley Davis)-এর মতে, "সামাজিক পরিবর্তন বলতে সামাজিক সংগঠনের মধ্যে সংঘটিত রূপান্তরকে বুঝায়। আসলে বৃহত্তর দৃষ্টিকোণ থেকে সমাজের কাঠামো ও ক্রিয়ার ক্ষেত্রে রূপান্তরকেই মূলত সামাজিক পরিবর্তন বলে গণ্য করা হয়।"

৬. অধ্যাপক ম্যাকাইভার (Maclver)-এর মতে, "সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সম্পর্কের পরিবর্তন।"

৭. সমাজবিজ্ঞানী রবার্টসন (Robertson)-এর ভাষার "সময়ের ব্যবধানে সামাজিক আচরণ, সামাজিক অনুষ্ঠান-প্রতিষ্ঠান এবং সর্বোপরি সমাজ কাঠামোর ধরনের মধ্যে যে রদবদল বা পরিবর্তন ঘটে তার নামই সামাজিক পরিবর্তন।"

সুতরাং উপরিউক্ত সংজ্ঞাগুলোর আলোকে বলা যায় যে, সামাজিক পরিবর্তনের অর্থ হলো, সমাজের বসবাসকারী জনসমষ্টির কৃষ্টি ও সংস্কৃতির পরিবর্তন। সামাজিক পরিবর্তনের ফলে সামাজিক সংগঠনের কাঠামোগত পরিবর্তন সাধিত হয়।

সামাজিক পরিবর্তনের কারণ 

সমাজ পরিবর্তনশীল। তাই প্রাচীন সমাজ থেকে আধুনিক সমাজের মধ্যে বিরাট ব্যবধান লক্ষ করা যায়। নিম্নে সামাজিক পরিবর্তনের অন্তর্নিহিত কারণগুলো আলোচনা করা হলো:

১. প্রাকৃতিক কারণ

কোনো অঞ্চলের আবহাওয়া, জলবায়ু ও ভূমির গঠনপ্রকৃতির পরিবর্তন ঘটলে সে অঞ্চলের জনসমষ্টিকে পরিবর্তিত অবস্থার সহিত খাপ খাওয়াতে হয়। এরূপে প্রকৃতির পরিবর্তনের ফলে সামাজিক জীবনে বিরাট পরিবর্তন সাধিত হয়।

২. রাজনৈতিক কারণ

কোনো দেশের রাজনৈতিক পটপরিবর্তনের সঙ্গে সে দেশের সামাজিক কাঠামো ও আদর্শের পরিবর্তন সূচিত হয়। বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে সামাজিক আচার-আচরণের ক্ষেত্রে এবং রাষ্ট্রীয় কাজে অংশগ্রহণের ক্ষেত্রে বেশকিছু পরিবর্তনের ধারা লক্ষ করা যাচ্ছে। রাশিয়া, চীন প্রভৃতি সমাজতান্ত্রিক ও সাম্যবাদী দেশের রাজনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত।

৩. অর্থনৈতিক কারণ

অর্থনৈতিক পরিবর্তন সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ। উৎপাদন ও বণ্টন ব্যবস্থার পরিবর্তন ঘটলে সামাজিক কাঠামো, ধ্যানধারণা ও আদর্শের ব্যাপক পরিবর্তন ঘটে। যেমন কৃষিভিত্তিক সমাজে শিল্পের প্রসার ঘটলে সমাজের বুকে গড়ে উঠে নতুন নতুন শহর, বন্দর ও বাজার। ফলে মানুষের চাল-চলন, আচার-ব্যবহার ও চিন্তাধারার ব্যাপক পরিবর্তন ঘটে।

৪. ধর্মীয় কারণ

ধর্মীয় মূল্যবোধের পরিবর্তন ঘটলে একটি জনসমষ্টি অথবা জাতির আচার-আচরণ ও জীবন আদর্শের ক্ষেত্রে আমূল পরিবর্তন ঘটে। আরবের ইসলাম পূর্বপৌত্তলিক সমাজ ও ইসলামোত্তর মুসলিম সমাজ ধর্মীয় পরিবর্তনের উজ্জ্বল দৃষ্টান্ত।

৫. রুচিবোধের পরিবর্তন

মানুষের রুচিবোধের পরিবর্তনের ফলেও সামাজিক পরিবর্তন ঘটে থাকে। নতুনত্বের প্রতি মানুষের আকর্ষণ অনিবার্য। যেমন- পোশাক-পরিচ্ছদ, আদব-কায়দা প্রভৃতি জীবনধারণের কোনো কোনো ক্ষেত্রে কোনো ফ্যাশনের আবির্ভাব ঘটলে সমাজজীবনে প্রচলিত পুরাতন ব্যবস্থার পরিবর্তন ঘটে।

৬. সামাজিক সমস্যা

প্রতিটি সমাজেই বিভিন্ন সমস্যা থাকে। যেমন- বর্ণ বৈষম্য, যুব অপরাধ, জনসংখ্যাবৃদ্ধি, বেকারত্ব, দারিদ্র্য, ভিক্ষাবৃত্তি, বেশ্যাবৃত্তি ইত্যাদি। এসব সমস্যা সমাধান করতে গিয়ে সমাজের মূল্যবোধ, রীতিনীতিতে পরিবর্তন আনা হয়।

৭. সামাজিক পরিবেশের প্রভাব

সামাজিক পরিবেশের প্রভাব সমাজ পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন- সামাজিক পট পরিবর্তন, সামরিক অভ্যুত্থান, ব্যবসা-বাণিজ্যের পরিবর্তন, শান্তিপূর্ণ অভিবাসন ইত্যাদি সামাজিক পরিবর্তনে সাহায্য করে।

৮. মানুষের দৃষ্টিভঙ্গির পরিবর্তন

কালের বিবর্তনের সঙ্গে সঙ্গে সমাজস্থ মানুষের মূল্যবোধ, নীতিজ্ঞান, দৃষ্টিভঙ্গি প্রভৃতির পরিবর্তন ঘটে থাকে। এই পরিবর্তনের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে সামাজিক পরিবর্তন ঘটে।

৯. প্রাকৃতিক দুর্যোগ

প্রাকৃতিক দুর্যোগ সামাজিক পরিবর্তনের অন্যতম একটি কারণ। প্রাকৃতিক দুর্যোগ যেমন-মাটির ক্ষয়সাধন, বৃক্ষনিধন, বন্যা, খরা, ভূমিকম্প, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস ইত্যাদির ফলে সামাজিক পরিবর্তন ঘটে থাকে।

১০. বিপ্লব এবং আন্দোলন

বিপ্লব এবং আন্দোলনের ফলে সমাজে পরিবর্তন সাধিত হয়। যেমন- রাশিয়ার রুশ বিপ্লব, ফরাসি বিপ্লব, ইরানের ইসলামি বিপ্লব এবং আফগানিস্তানে তালেবানদের ইসলামি বিপ্লবের ফলে সমাজের আমূল পরিবর্তন হতে দেখা যায়।

১১. সাংস্কৃতিক কারণ

সমাজবিজ্ঞানীগণ সাংস্কৃতিক পরিবর্তনকে সামাজিক পরিবর্তনের অন্যতম কারণ বলে উল্লেখ করেছেন। অগবার্ন বলেন, সামাজিক পরিবর্তনের মূলে রয়েছে সমাজে বসবাসকারী জনসমষ্টির মানসিকতা, রীতিনীতি, উৎপাদন পদ্ধতি ও সাংস্কৃতিক পরিবর্তন। সাংস্কৃতিক পরিবর্তন দুটি প্রক্রিয়ায় ঘটতে পারে। যেমন- অন্য সাংস্কৃতির বৈশিষ্ট্য ধারণ করে এবং সমাজের মধ্যে নতুন সাংস্কৃতিক আবিষ্কার ও তার প্রয়োগের মাধ্যমে। যেমন-বর্তমানকালে পাশ্চাত্য সংস্কৃতি বিশ্বের অধিকাংশ দেশে পরিবর্তন এনেছে।

১২. পাশ্চাত্য শিক্ষা

পাশ্চাত্য শিক্ষার প্রভাবে উন্নয়নশীল দেশগুলোতে এক নতুন শিক্ষিত শ্রেণীর সৃষ্টি হয়। মূলত এ শিক্ষার উদ্দেশ্য ছিল এমন এক শ্রেণী সৃষ্টি করা যারা পাশ্চাত্য ভাবধারার মূল্যবোধ ও কৃষ্টি লালন করেন। এতদঞ্চলের দেশগুলোতে ইংরেজগণ তাদের নিজদেশের শিক্ষা-প্রতিষ্ঠানের অনুকরণে স্কুল কলেজ এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় আত্মনিয়োগ করেন। এটি সামাজিক পরিবর্তনের একটি উল্লেখযোগ্য কারণ।


উপসংহার

উপরিউক্ত আলোচনা থেকে বলা যায়, সমাজ পরিবর্তনের একাধিক কারণ রয়েছে। সামাজিক পরিবর্তনের প্রভাবে মানবিক ও আত্মিক গুণাবলির বিকাশ ঘটে, যা মানুষকে ভ্রাতৃত্ব ও মনুষ্যত্ববোধে উজ্জীবিত করে। সামাজিক পরিবর্তন সামাজিক মূল্যবোধকে গভীরভাবে প্রভাবিত করে।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post