মাস্টার্স শেষ পর্ব: সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর রাষ্ট্রবিজ্ঞান

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনারা যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স ফাইনাল ইয়ার অথবা মাস্টার্স শেষ বর্ষে আছেন তাদের জন্য আজকের সাধারণ জ্ঞান বা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর আলোকপাত করা হলো। আজকের আর্টিকেলের সম্পূর্ণ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরগুলো সংগ্রহ করা হয়েছে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ বর্ষের সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বই থেকে। 

সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: আধুনিকীকরণ এবং উন্নয়নের তত্ত্ব, লক্ষ্য ও কৌশলসমূহ
সাধারণ জ্ঞান কুইজ অথবা অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর, মাস্টার্স শেষ বর্ষ রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সামাজিক পরিবর্তন ও রাজনৈতিক উন্নয়ন বই থেকে
 

১। আধুনিকীকরণ কী?

উত্তরঃ শিল্পায়নের দ্বারা সূচিত সামাজিক পরিবর্তনের প্রক্রিয়াকে আধুনিকীকরণ বলে।

২। রাজনৈতিক আধুনিকীকরণ কিসের সাথে সম্পর্কযুক্ত?

উত্তরঃ রাজনৈতিক আধুনিকীকরণ অর্থনৈতিক বিকাশ এবং সামাজিক ও মনস্তাত্ত্বিক পরিবর্তনের সাথে সম্পর্কযুক্ত।

৩। কোনটি রাজনীতিকে প্রভাবিত করে?

উত্তরঃ সামাজিক ও অর্থনৈতিক অবস্থা রাজনীতিকে প্রভাবিত করে।

৪। কিসের মাধ্যমে সাম্রাজ্যবাদী শক্তির বিরোধিতাকেন্দ্রিক জাতীয়তাবোধ সৃষ্টি হয়?

উত্তরঃ আধুনিকীকরণের মাধ্যমে।

৫। আধুনিকীকরণের ধারণা কোথা থেকে এসেছে?

উত্তরঃ সমাজবিজ্ঞান থেকে।

৬। কিসের উপর আধুনিকীকরণের ধারণা আলোচিত হয়?

উত্তরঃ সামাজিক পরিবর্তনের ধারণার উপর।

৭। কোন ধরনের রাষ্ট্রগুলোতে আধুনিকীকরণ একটি আন্দোলন বা বিপ্লব হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে?

উত্তরঃ নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোতে আধুনিকীকরণ একটি আন্দোলন বা বিপ্লব হিসেবে আলোড়ন সৃষ্টি করেছে। 

৮। নব্য স্বাধীনতাপ্রাপ্ত রাষ্ট্রগুলোতে কোনগুলোকে আধুনিকীকরণ বিপ্লবের অংশ হিসেবে বিবেচনা করা হয়? 

উত্তরঃ অর্থনৈতিক, সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনকে।

৯। "আধুনিকীকরণ এমন একটি প্রক্রিয়া, যা আধুনিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে সম্পদসমূহের যৌক্তিক সদ্ব্যবহার করে।"-উক্তিটি কার?

উত্তরঃ উক্তিটি ক্লড ওয়েলসের।

১০। Social Change গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ উইলবার্ট মুর (Willbert Moore).

১১। Aspects of Political Development গ্রন্থের প্রণেতা কে? 

উত্তরঃ লুসিয়ান ডব্লিউ, পাই (Lucian W. Pye).

১২। The Political of Modernization গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ ডেভিড আপটার (David Apter).

১৩। The Dynamics of Modernization গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ সি. ই. ব্লাক (C. E. Black).

১৪। ডেভিড আপটার আধুনিকীকরণের কয়টি অবস্থার কথা বলেছেন?

উত্তরঃ ৩টি।

১৫। আধুনিকীকরণ কিসের ফসল?

উত্তরঃ আধুনিকীকরণ হচ্ছে ইউরোপে সংঘটিত রেনেসাঁ ও শিল্প বিপ্লবের ফসল।

১৬। কবে, কোথায় আধুনিকীকরণের তাত্ত্বিক কাঠামো গড়ে উঠে?

উত্তরঃ ১৯৫০ এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্রে আধুনিকীকরণের তাত্ত্বিক কাঠামো গড়ে উঠে।

১৭। আধুনিকীকরণের তিনটি বৈশিষ্ট্য লিখ?

উত্তরঃ সামাজিক পরিবর্তনশীলতা, ক্ষমতার বিকেন্দ্রীকরণ ও শিল্পায়ন।

১৮। উন্নয়নশীল দেশসমূহে আধুনিকীকরণের তিনটি সমস্যা লিখ।

উত্তরঃ অর্থনৈতিক ও সামাজিক ক্ষেত্রে রূপান্তর, সামাজিক ঐক্য এবং অতীতের প্রতি আকর্ষণ।-

১৯। The Protestant Ethic and the Spirit of Capitalism (1930) গ্রন্থটি কার?

উত্তরঃ ম্যাক্স ওয়েবারের।

২০। কয়েকজন আধুনিকীকরণ তাত্ত্বিকের নাম লিখ।

উত্তরঃ ম্যাক্স ওয়েবার, ট্যালকট পারসন্স, হারবার্ট স্পেন্সার, এমিল ডুর্খেইম, নিল জে প্রমুখ।

২১। কারা মনে করেন পাশ্চাত্যের আধুনিকীকরণ তত্ত্ব হচ্ছে নব্য সাম্রাজ্যবাদের পরিশীলিত কৌশল?

উত্তরঃ মার্কসবাদী লেখকগণ।

২২। শিল্পায়িত রূপ পরিগ্রহ করতে হলে সকল সমাজকে কয়টি স্তর অতিক্রম করতে হয়?

উত্তরঃ ৫টি স্তর।

২৩। আধুনিকীকরণের অন্যতম পূর্বশর্ত কী?

উত্তরঃ সামাজিক পরিবর্তনশীলতা।

২৪। অর্থনৈতিক উন্নয়ন কিসের উপর নির্ভরশীল?

উত্তরঃ শিল্পায়নের উপর।

২৫। কোনটির মাধ্যমে অর্থনৈতিক উন্নয়ন ঘটে এবং আধুনিক সমাজের চিত্র স্পট হয়ে উঠে?

উত্তরঃ শিল্পায়নের মাধ্যমে।

২৬। কিসের মাধ্যমে একটি জাতি আত্মনির্ভরশীল জাতি হিসেবে প্রতিষ্ঠা পেতে পারে?

উত্তরঃ শিক্ষার মাধ্যমে।

২৭। আধুনিক সমাজে মানুষ কোথায় বসবাস করে?

উত্তরঃ শহর বা উপশহরে।'

২৮। কোনটি বিশ্বায়ন প্রক্রিয়ার সাথে সম্পৃক্ত?

উত্তরঃ আধুনিকীকরণ।

২৯। সি. ই. ব্লাক (C. E Black) কোন গ্রন্থে আধুনিকীকরণের সমস্যা বর্ণনা করেছেন?

উত্তরঃ 'Dynamics of Modernizations' গ্রন্থে।

৩০। সি. ই. ব্লাক (C. E Black) উন্নয়নশীল দেশগুলোতে আধুনিকীকরণের কয়টি সমস্যার কথা বলেছেন?

উত্তরঃ ৪টি।

৩১। প্রাচীনপন্থি নেতৃবৃন্দের নিকট থেকে আধুনিক নেতৃত্বের ক্ষমতালাভ অনেক সময় কিসের সূচনা করে?

উত্তরঃ অন্তর্দ্বন্দ্ব বা গৃহযুদ্ধের সূচনা ঘটায়।

৩২। উন্নয়নশীল দেশসমূহের আধুনিকীকরণ প্রক্রিয়াতে কারা অংশগ্রহণ করে?

উত্তরঃ সামরিক-বেসামরিক আমলাতন্ত্র, বুদ্ধিজীবী শ্রেণী, রাজনৈতিক দল প্রভৃতি।

৩৩। কারা আধুনিকীকরণের প্রথম ধাপে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?

উত্তরঃ পাশ্চাত্য শিক্ষায় শিক্ষিত ক্ষুদ্র 'এলিট' গোষ্ঠী।

৩৪। আধুনিকীকরণ তত্ত্বে কোন কোন উপাদান লক্ষণীয়?

উত্তরঃ আধুনিকীকরণ তত্ত্বে বিবর্তনবাদ, ক্রিয়াবাদ ও প্রত্যক্ষবাদের মিলিত উপাদান লক্ষণীয়।

৩৫। কার মাধ্যমে মনস্তাত্ত্বিক সাংস্কৃতিক ধারণাটির সূত্রপাত হয়?

উত্তরঃ ম্যাক্স ওয়েবারের মাধ্যমে।

৩৬। আধুনিকীকরণ বিশ্লেষণে কাঠামোগত ধারাটি কাদের মাধ্যমে বিকাশ লাভ করে?

উত্তরঃ ট্যালকট পারসন্স, হার্বাট স্পেন্সার, এমিল ডুর্খেইম, নিল জে স্মেলসার প্রমুখের মাধ্যমে।

৩৭। ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের পূর্বে কোন কারণে ভারতবর্ষে আধুনিকীকরণ হয় নি?

উত্তরঃ সংস্কৃতিক কারণে।

৩৮। ট্যালকট পারসন্স সামাজিক বিকাশকে কয়টি স্তরে বিভক্ত করেছেন?

উত্তরঃ ৫টি।

৪২। নিল স্মেলজার কিসের উপর ভিত্তি করে আধুনিকীকরণ মডেল দাঁড় করিয়েছেন?

উত্তরঃ কাঠামোগত বিভাজনের উপর ভিত্তি করে।

৪৩। কোলম্যানের মতে, আধুনিক রাজনীতির মূলভিত্তি কী?

উত্তরঃ সমতা।

৪৪। কোলম্যান কত প্রকার সমতার কথা বলেছেন?

উত্তরঃ ৪ প্রকার।

৪৫। ক্যালম্যান তৃতীয় বিশ্বের দেশগুলোতে কয়টি সংকটের কথা বলেছেন?

উত্তরঃ ৬টি।

৪৬। The Stages of Economic Growth: A Non Communist Manifesto গ্রন্থের প্রণেতা কে?

উত্তরঃ ডব্লিউ ডব্লিউ রস্টো।

৪৭। রস্টো অর্থনৈতিক উন্নয়নের দৃষ্টিকোণ থেকে সকল সমাজকে কয়টি স্তরে বিভক্ত করেছেন?

উত্তরঃ ৫টি।

৪৮। ট্যালকট পারসন্স সমাজের কোন ধরনের ব্যাখ্যা প্রদান করেন?

উত্তরঃ কাঠামো কার্যগত ব্যাখ্যা প্রদান করেছেন।

৪৯। "আধুনিকতাই ঔপনিবেশিকতার কারণ"-এটি কার মত?

উত্তরঃ মিশেল ফুকোর অভিমত।

৫০ । ফুকোর মতে, আধুনিকতা অনুসরণ বা চর্চা করতে গিয়ে উন্নয়নশীল দেশের জনসমষ্টি কিসের বেড়াজালে জড়িয়ে পড়েছে?

উত্তরঃ ঔপনিবেশিকতার বেড়াজালে।

৫১। কোন শিক্ষা পদ্ধতি আধুনিক ও যুগোপযোগী?

উত্তরঃ পশ্চিমা শিক্ষা পদ্ধতি

৫২। উন্নয়নশীল দেশগুলো কোন ধাঁচের সংস্কৃতি অনুসরণ করে?

উত্তরঃ পশ্চিমা ধাঁচের আধুনিক সংস্কৃতি অনুসরণ করে।

৫৩। রাজনৈতিক আধুনিকীকরণ কী?

উত্তরঃ রাজনৈতিক আধুনিকীকরণ হলো রাজনৈতিক উন্নয়নের পদ্ধতি।

৫৪। ক্লডস ই ওয়েলস (Claude E. Welch) রাজনৈতিক আধুনিকীকরণের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?

উত্তরঃ তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন।

৫৫। এস, এন আইসেনস্টেট (S. N. Eisenstatt) রাজনৈতিক আধুনিকীকরণের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?

উত্তরঃ ৪টি বৈশিষ্ট্যের কথা বলেছেন।

৫৬। ডব্লিউ ডব্লিউ রস্টো রাজনৈতিক আধুনিকীকরণের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?

উত্তরঃ তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন।

৫৭। স্যামুয়েল পি হান্টিংটন রাজনৈতিক আধুনিকীকরণের কয়টি বৈশিষ্ট্যের কথা বলেছেন?

উত্তরঃ তিনটি বৈশিষ্ট্যের কথা বলেছেন।

৫৮ । রাজনৈতিক আধুনিকীকরণের কয়েকটি মাধ্যমের নাম লিখ।

উত্তরঃ রাজনৈতিক দল, এলিট শ্রেণী, বুদ্ধিজীবী শ্রেণী, আমলাতন্ত্র, জনগণের অংশগ্রহণ।

৫৯। উন্নয়নের তিনটি স্তম্ভ কি কি?

উত্তরঃ প্রবৃদ্ধি, পরিকল্পনা ও সাহায্য।

৬০। "জাতি গঠন ও আর্থ-সামাজিক অগ্রগতির লক্ষ্যে বৃদ্ধি প্রক্রিয়াই উন্নয়ন।" উক্তিটি কার?

উত্তরঃ উক্তিটি Widner-এর।

৬১। Development means Change plus growth - বক্তব্যটি কার?

উত্তরঃ Upholf ও 11Chman-এর।

৬২। What is Development শীর্ষক প্রবন্ধটি কার?

উত্তরঃ Gunnar Mydral-এর।

৬৩। জাতিসংঘ প্রথম কোন দশককে 'জাতিসংঘ উন্নয়ন দশক হিসেবে ঘোষণা করে?

উত্তরঃ ১৯৬০-এর দশককে।

৬৪। জাতিসংঘ কোন সময়কে 'দ্বিতীয় জাতিসংঘ উন্নয়ন দশক' হিসেবে ঘোষণা করে?

উত্তরঃ ১৯৭০-এর দশককে।

৬৫। উন্নয়নের তিনটি মডেলের নাম লিখ।

উত্তরঃ ক্ল‍্যাসিকল মডেল, বেসিক নীডস অ্যাপ্রোচ এবং রাইট বেইসড অ্যাপ্রোচ।

৬৬। ক্ল্যাসিকল মডেলে উন্নয়নের প্রধান সূচক কি ছিল?

উত্তরঃ মোট জাতীয় উৎপাদন।

৬৭। ক্ল্যাসিকল মডেলে উন্নয়নের প্রধান কৌশল কী ছিল?

উত্তরঃ 'চুঁইয়ে পড়া' বা 'উপচে পড়া' (Trickle down) নীতি।

৬৮। বেসিক নীডস অ্যাপ্রোচে স্থিতিশীল অর্থনৈতিক উন্নয়নের পূর্বশর্ত কী?

উত্তরঃ সাধারণ মানুষের উন্নয়ন।

৬৯। জি. এ অ্যালমন্ড (G.A. Almond) রাজনৈতিক উন্নয়নের কয়টি কৌশলের কথা বলেছেন?

উত্তরঃ তিনটি কৌশলের কথা বলেছেন। যথা- পৃথকীকরণ, সাম্য স্থাপন এবং সামর্থ্য অর্জন।

৭০। উন্নয়ন ও আধুনিকীকরণের কয়েকটি কৌশল উল্লেখ কর?

উত্তরঃ বিপ্লব, সংস্কার, আমলাতন্ত্র, রাজনৈতিক দল, সামরিক বাহিনী, বুদ্ধিজীবী শ্রেণী প্রভৃতি।

৭১। উন্নয়নশীল দেশগুলোতে উন্নয়নের কয়েকটি সমস্যা উল্লেখ কর।

উত্তরঃ সমস্যা চিহ্নিত করার ক্ষেত্রে জবাবদিহিতা ও স্বচ্ছতার অভাব, আধুনিক ও গতানুগতিক পরিস্থিতির বিরোধ প্রভৃতি

৭২। "সরকার বা সংবিধানের যেকোনো পরিবর্তন হলো বিপ্লব" -উক্তিটি কার?

উত্তরঃ এরিস্টটলের।

৭৩। "বিপ্লব হচ্ছে এমন এক হাতিয়ার, যার সাহায্যে সামাজিক আন্দোলন সহজ সরল পথে এগিয়ে চলে।" উক্তিটি কার?

উত্তরঃ ফ্রেডরিক এঙ্গেলসের।

৭৪। "বিদ্যমান বুর্জোয়া সমাজব্যবস্থার উচ্ছেদ করে এক শোষণহীন সমাজ প্রতিষ্ঠা করার পথই হচ্ছে বিপ্লব।"-উক্তিটি কার?

উত্তরঃ উক্তিটি মাও সেতুং-এর।

৭৫। আধুনিক অর্থে বিপ্লব বলতে কি বুঝায়?

উত্তরঃ আধুনিক অর্থে বিপ্লব বলতে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও মনস্তাত্ত্বিক উপাদানসূহের ক্রমবর্ধিষ্ণু কালকে বুঝায়।

৭৬। ইংল্যান্ডের বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তরঃ ১৬৮৮ সালে।

৭৭। আমেরিকার বিপ্লব কত সালে সংঘটিত হয়?

উত্তরঃ ১৭৭৬ সালে।

৭৮। কত সালে ফরাসি বিপ্লব সংঘটিত হয়?

উত্তরঃ ১৭৮৯ সালে।

৭৯। কত সালে রুশ বিপ্লব সংঘটিত হয়?

উত্তরঃ ১৯১৭ সাল।

৮০। কত সালে চীনের বিপ্লব সংঘটিত হয়?

উত্তরঃ ১৯৪৯ সালে।

৮১। কিসের মাধ্যমে সমাজের আমূল পরিবর্তন করা সম্ভব?

উত্তরঃ বিপ্লবের মাধ্যমে।

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Next Post Previous Post