অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: সামাজিক পরিবর্তন ও পরিবর্তনশীল সমাজ
১. সামাজিক পরিবর্তন কী?
উত্তরঃ সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামো, সংস্কৃতি, রীতিনীতি ও সামাজিক সম্পর্কের পরিবর্তন।
২. "সামাজিক পরিবর্তন হচ্ছে সমাজ কর্তৃক বা সমাজের গুরুত্বপূর্ণ উপাদান কর্তৃক পোষণকৃত চিন্তাচেতনা ও মূল্যবোধের পরিবর্তন।"-উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি এ. এম. রোজ এর।
৩. প্রাচীন সমাজ থেকে আধুনিক সমাজের মধ্যে কেমন ব্যবধান পরিলক্ষিত হয়?
উত্তরঃ বিরাট ব্যবধান পরিলক্ষিত হয়।
৪. পরিকল্পিত পরিবর্তন কাকে বলে?
উত্তরঃ পরিকল্পিত শিল্পায়ন, শহরায়ন, শিক্ষাব্যবস্থার সংস্কারকে পরিকল্পিত পরিবর্তন বলে।
৫. অপরিকল্পিত সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তরঃ প্রকৃতিতে স্বাভাবিক নিয়মে আপনা-আপনি-যে পরিবর্তন ঘটে তাকে অপরিকল্পিত সামাজিক পরিবর্তন'বলে।
![]() |
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: সামাজিক পরিবর্তন ও পরিবর্তনশীল সমাজ |
৬. বাঞ্ছিত সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তরঃ যে পরিবর্তন সমাজস্থ মানুষের কল্যাণ বয়ে আনে তাকে বাঞ্ছিত সামাজিক পরিবর্তন বলে।
৭. অবাঞ্ছিত সামাজিক পরিবর্তন কাকে বলে?
উত্তরঃ যে পরিবর্তন সমাজের উন্নয়নকে ব্যাহত করে তাকে অবাঞ্ছিত সামাজিক পরিবর্তন বলে।
৮. সমাজের প্রধান চালিকাশক্তি কি?
উত্তরঃ ব্যক্তিসমষ্টি।
৯. কোনটি সমাজজীবনের গতি প্রকৃতি নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তরঃ ব্যক্তিবর্গের আশা-আকাঙ্ক্ষা ও কর্মকাণ্ড।
১০. সামাজিক পরিবর্তনে অন্যতম উপাদান হিসেবে কাজ করে কোনটি?
উত্তরঃ ব্যক্তিবর্গের আশা-আকাঙ্ক্ষা, সিদ্ধান্ত ও কর্মকাণ্ড।
১১. কোনটি সমাজে বৃহৎ পরিবর্তন সাধন করে?
উত্তরঃ ক্ষুদ্র ক্ষুদ্র ব্যক্তির কর্মের সমষ্টি।
১২. কোনটির পরিবর্তন সামাজিক জীবনে ব্যাপক পরিবর্তনের সূচনা করে?
উত্তরঃ কৃষিব্যবস্থার পরিবর্তন।
১৩. সাম্প্রতিক সময় কৃষিতে কোন উদ্যোগ গ্রহণের ফলে ব্যাপক সামাজিক পরিবর্তন সাধিত হয়েছে?
উত্তরঃ গভীর নলকূপের মাধ্যমে জলসেচ এবং এলক্ষ্যে সমবায়িক উদ্যোগ গ্রহণের ফলে।
১৪. মার্কসীয় দৃষ্টিভঙ্গিতে সামাজিক পরিবর্তনের মূল কারণ কি?
উত্তরঃ শ্রেণীবিরোধ।
১৫. মার্কসবাদীদের মতে, সমাজের ঐতিহাসিক বিকাশের মূলে রয়েছে কি?
উত্তরঃ দ্বন্দ্বরত শ্রেণীগুলোর অব্যাহত সংগ্রাম।
১৬. বহিস্থ শক্তি সামাজিক পরিবর্তনে কেমন ভূমিকা পালন করে?
উত্তরঃ বহিস্থ শক্তি সামাজিক পরিবর্তনে তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে।
১৭. কলোনি সরকার দুর্বল জাতিগুলোর উপর কি চাপিয়ে দিয়েছে?
উত্তরঃ নিজস্ব রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতি।
১৮. কোন কোন ধর্মগুরু সমাজ পরিবর্তনে ব্যাপক ভূমিকা পালন করেছেন?
উত্তরঃ হযরত মুহাম্মদ (সা.) যিশুখ্রিস্ট, গৌতম বুদ্ধ প্রমুখ।
১৯. কারা সমাজতান্ত্রিক বিপ্লবের মাধ্যমে সামাজিক পরিবর্তনে ভূমিকা পালন করেছেন?
উত্তরঃ কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিন, মাও সেতুং প্রমুখ ব্যক্তিবর্গ।
২০. কারা ভারতীয় সমাজ পরিবর্তনে ভূমিকা পালন করেছেন?
উত্তরঃ রাজা রামমোহন রায়, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মহাত্মা গান্ধী, রবীন্দ্রনাথ ঠাকুর প্রমুখ।
২১. কোনটি বিশ্বের বিভিন্ন জনগোষ্ঠীকে পরস্পরের খুব কাছে নিয়ে এসেছে?
উত্তরঃ যোগাযোগের মাধ্যম।
২২. কোন বিপ্লবের ফলে ফ্রান্সে ব্যাপক পরিবর্তন সাধিত হয়?
উত্তরঃ ১৭৮৯ সালের ফরাসি বিপ্লবের ফলে।
২৩. কোন বিপ্লবের ফলে রাশিয়ায় ব্যাপক পরিবর্তন সাধিত হয়?
উত্তরঃ ১৯১৭ সালের রুশ বিপ্লবের ফলে।
২৪. কোন বিপ্লবের ফলে চীনে ব্যাপক পরিবর্তন সাধিত হয়?
উত্তরঃ ১৯৪৯ সালের বিপ্লবের ফলে।
২৫. দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর সকল জনপদে কেমন পরিবর্তন এনেছে?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পৃথিবীর সকল জনপদে ব্যাপক পরিবর্তন এনেছে।
২৬. মানুষের জীবনধারণ পদ্ধতি, পেশা, রুচিবোধ, চিন্তা-চেতনায় ব্যাপক পবির্তন সূচিত হয় কেন?
উত্তরঃ বিজ্ঞান ও আধুনিক প্রযুক্তি বিকাশের ফলে।
২৭. প্রাচীনকালে কোন শ্রেণী সামাজিক পরিবর্তনের হাতিয়ার ছিল?
উত্তরঃ অভিজাত শ্রেণী।
২৮. সামন্ত সমাজের পরিবর্তনে ইতিবাচক ভূমিকা পালন করেছিল কোন শ্রেণী?
উত্তরঃ বণিক শ্রেণী।
২৯. কোনটি মানুষের আয়, পেশা, বাসস্থান, রুচিবোধ, জীবনপদ্ধতি ও সংস্কৃতিতে ব্যাপক পরিবর্তন আনে?
উত্তরঃ শিল্পায়ন।
৩০. উন্নয়নশীল সমাজগুলো কোনটিকে উন্নয়নের কৌশল হিসেবে ব্যবহার করে?
উত্তরঃ শিল্পায়নকে।
৩১. কোনটির প্রভাব কৃষিভিত্তিক সমাজব্যবস্থা থেকে মানুষ ক্রমেই নগরজীবনের দিকে ধাবিত হচ্ছে?
উত্তরঃ নগরায়ণের প্রভাবে।
৩২. প্রাচীন ও মধ্যযুগে কোনটি সমাজে ব্যাপক পরিবর্তন সাধন করেছে?
উত্তরঃ ধর্মীয় আদর্শসমূহের প্রচার ও প্রসার।
৩৩. মহাত্মা গান্ধীর কোন আন্দোলন ভারতীয় সমাজে ব্যাপক পরিবর্তন সাধন করে?
উত্তরঃ অহিংস আন্দোলন।
৩৪. গতানুগতিক কৃষিভিত্তিক সমাজে জীবন-জীবিকার প্রধান উপাদান কোনটি?
উত্তরঃ ভূমি।
৩৫. কত সালে এদেশ থেকে জমিদারি প্রথা উচ্ছেদ করা হয়?
উত্তরঃ ১৯৫০ সালে।
৩৬. কোনটির দ্বারা সমাজের অর্থনীতি, মূল্যবোধ, আচার-আচরণ, প্রথা, সামাজিক সম্পর্ক গভীরভাবে প্রভাবিত ও পরিবর্তিত হয়?
উত্তরঃ জনসংখ্যার প্রকৃতি ধারা।
৩৭. কোন সমাজে মানুষের মানসিকতা দ্রুত পরিবর্তনশীল?
উত্তরঃ উন্নয়নশীল সমাজে।
৩৮. কোন সমাজে সামাজিক পরিবর্তনের প্রভাব বেশি?
উত্তরঃ গতানুগতিক সমাজে।
৩৯. কি কারণে সমাজে বিভিন্ন শ্রেণী ও গোষ্ঠীর সামাজিক অবস্থান বদলে যায়?
উত্তরঃ সামাজিক পরিবর্তনের ফলে।
৪০. কোনটি বিদ্যমান সামাজিক সংহতি বিনষ্ট করে দ্বন্দ্ব সৃষ্টি করে?
উত্তরঃ সামাজিক পরিবর্তন।
৪১. কোনটির পরিবর্তনের ফলে দীর্ঘদিন যাবৎ পরাধীন থাকা শক্তিগুলো জেগে উঠে?
উত্তরঃ সামাজিক পরিবর্তনের ফলে।
৪২. কখন উন্নয়নশীল দেশগুলোতে দ্বন্দ্ব, জাতীয় সংহতির সংকট বৃদ্ধি পায়?
উত্তরঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে।
৪৩. কি কারণে, মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পায় এবং জাতীয় অর্থনীতির উন্নয়ন ঘটে?
উত্তরঃ সামাজিক পরিবর্তনের ফলে।
৪৪. নগরায়ণের ফলে মানুষ কোথায় অভিবাসন করতে থাকে?
উত্তরঃ শহরে।
৪৫. অভিবাসনকৃত দরিদ্র মানুষগুলো শহরে কিভাবে বসবাস করতে থাকে?
উত্তরঃ অপরিকল্পিতভাবে।
৪৬. অভিবাসনকৃত মানুষের অপরিকল্পিতভাবে বসবাসের ফলে শহরে কি গড়ে উঠে?
উত্তরঃ বস্তি এলাকা।
৪৭. সামাজিক পরিবর্তনের ফলে সরকারকে কি ধরনের কর্মসূচি গ্রহণ করতে হয়?
উত্তরঃ জনকল্যাণমুখী কর্মসূচি।
৪৮. সামাজিক পরিবর্তনের ফলে কৃষির পরিবর্তে কোন খাত বিকশিত হতে থাকে?
উত্তরঃ অকৃষিখাত।
৪৯. কোনটির পরিবর্তন ব্যতীত প্রত্যাশিত উন্নয়ন সম্ভব নয়?
উত্তরঃ সামাজিক পরিবর্তন।
৫০. যারা সামাজিক পরিবর্তনে ভীতু তাদেরকে অর্থনীতিবিদ অরস্টিন ভেবলেন কি বলে অভিহিত করেছেন?
উত্তরঃ কায়েমি স্বার্থবাদী।
৫১. কারা সামাজিক পরিবর্তনে ক্ষতিগ্রস্ত হয়?
উত্তরঃ কায়েমি স্বার্থবাদী গ্রুপ।
৫২. কারা সামাজিক পরিবর্তনে বাধা প্রদান করে?
উত্তরঃ কায়েমি স্বার্থবাদী গ্রুপ।
৫৩. কোন সমাজবিজ্ঞানী বস্তুগত সংস্কৃতি ও অবস্তুগত সংস্কৃতির উপাদানের মধ্যে পার্থক্য করেছেন?
উত্তরঃ সমাজবিজ্ঞানী উইলিয়াম অগবার্ন।
৫৪. আঠারো ও উনিশ শতকে ইউরোপের শিল্প বিপ্লবে প্রযুক্তির ব্যবহার শ্রমিকের চাহিদা ও মজুরির ক্ষেত্রে কি প্রভাব ফেলেছিল?
উত্তরঃ শ্রমিকের চাহিদা ও মজুরি উভয়ই হ্রাস পেয়েছিল।
৫৫. কর্মক্ষেতে কোনগুলো বহু মানুষকে বেকার করেছে?
উত্তরঃ কম্পিউটার, রোবট, উন্নত যন্ত্রপাতি।
৫৬. পরিবর্তনশীল সমাজে মানুষ পরিবর্তনের আশা করলেও কোন সমাজের প্রতি আকর্ষণ রয়ে যায়?
উত্তরঃ সনাতন সমাজের প্রতি।
৫৭. শ্রীলঙ্কা, ভারত, পাকিস্তান, বাংলাদেশসহ আফ্রিকার অনেক দেশে বিভিন্ন উপজাতির কারণে কিসের সংকট দেখা যায়?
উত্তরঃ সংহতির সংকট।
৫৮. পরিবর্তনশীল সমাজে কোন ক্ষেত্রে পিছুটান পরিলক্ষিত হয়?
উত্তরঃ সনাতনী ধ্যান-ধারণার বন্ধন ছিঁড়ে আধুনিকতা অর্জনের ক্ষেত্রে পিছুটান পরিলক্ষিত হয়।
৫৯. কোন সমাজে সাম্রাজ্যবাদী ধারণার উপস্থিতি লক্ষ করা যায়?
উত্তরঃ পরিবর্তনশীল সমাজে।
৬০. পরিবর্তনশীল সমাজে কৃষিভিত্তিক অর্থনৈতিক কাঠামোর পরিবর্তে কোন সমাজ কাঠামো গড়ে উঠে?
উত্তরঃ শিল্পভিত্তিক সমাজ কাঠামো।
৬১. কোন সমাজে জনগণ স্বাধীনভাবে কাজ করতে পারে?
উত্তরঃ পরিবর্তনশীল সমাজে।
৬২. বাংলাদেশে কোন ধরনের সমাজব্যবস্থা বিদ্যমান?
উত্তরঃ পরিবর্তনশীল বা ক্রান্তিকালীন সমাজব্যবস্থা।
৬৩. সামাজিক পরিবর্তনের তিনটি কারণ লিখ।
উত্তরঃ (ক) কৃষি ব্যবস্থার পরিবর্তন, (খ) শিল্পায়ন এবং (গ) নগরায়ণ।
৬৪. সামাজিক পরিবর্তনের ৩টি বাহনের নাম লিখ?
উত্তরঃ (ক) রাজনৈতিক দল, (খ) আমলাতন্ত্র এবং (গ) বুদ্ধিজীবী।
৬৫. এলিট কারা?
উত্তরঃ সাধারণ অর্থে এলিট হলো সমাজের উৎকৃষ্ট শ্রেণীর ব্যক্তিবর্গ, যারা সমাজের একটি বিশেষ সম্মানের আসনে অধিষ্ঠিত এবং প্রভাব-প্রতিপত্তি নিয়ে বসবাস করে।
৬৬. আধুনিক কালে এলিট সম্পর্কে প্রথম কোন লেখক দৃষ্টিপাত করেন?
উত্তরঃ Harold D. Lasswell.
৬৭. প্যারেটো কোন তত্ত্বের জন্য বিখ্যাত?
উত্তরঃ এলিটের আবর্তন তত্ত্বের জন্য।
৬৮. আমলা কারা?
উত্তরঃ সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারীগণই আমলা নামে অভিহিত।
৬৯. নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত প্রণয়ন করার ক্ষেত্রে কাদের ভূমিকা অগ্রণী?
উত্তরঃ আমলাদের।
৭০. আমলাতন্ত্র বলতে কি বুঝ?
উত্তরঃ আমলাতন্ত্র বলতে সরকারি স্থায়ী বেতনভুক্ত কর্মচারীর সমষ্টিকে বুঝায়, যারা উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত এবং যারা নীতি নির্ধারণ থেকে শুরু করে নীতিমালা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করে।
৭১. আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ Bureaucracy.
৭২. আমলাতন্ত্রের জনক.কে?
উত্তরঃ প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।
৭৩. কারা সরকারি নীতি নির্ধারণ ও নীতি প্রণয়ন করে?
উত্তরঃ আমলাগণ।
৭৪. বুদ্ধিজীবী কারা?
উত্তরঃ তৃতীয় বিশ্বের উন্নয়নশীল গতানুগতিক সমাজব্যবস্থা থেকে আধুনিক সমাজে রূপান্তরের পিছনে যারা চালিকাশক্তি হিসেবে কাজ করেছেন তারা হচ্ছেন বুদ্ধিজীবী।
৭৫. সমাজে গোঁড়ামি ও কুসংস্কার দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে কে?
উত্তরঃ বুদ্ধিজীবীগণ।
৭৬. জাতীয় সংহতি অর্জনের জন্য জাতীয় ঐক্যবোধ সুদৃঢ় করে কে?
উত্তরঃ বুদ্ধিজীবীগণ।
৭৭. কারা জনগণকে জাতীয়বাদী চেতনায় উদ্বুদ্ধ করে?
উত্তরঃ বুদ্ধিজীবীগণ
৭৮. গণমাধ্যম কী?
উত্তরঃ গণমাধ্যম হলো তথ্য সঞ্চালনের অনন্য বাহন।
৭৯. সামাজিক পরিবর্তনে গণমাধ্যম কেমন ভূমিকা পালন করে?
উত্তরঃ সামাজিক পরিবর্তনে গণমাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৮০. ৪টি গণমাধ্যমের নাম লিখ?
উত্তরঃ ৪টি গণমাধ্যম হলো- (ক) সংবাদপত্র ও ম্যাগাজিন; (খ) বেতার, (গ) টেলিভিশন, (ঘ) চলচ্চিত্র।
৮১. সামাজিক গতিশীলতা বলতে কি বুঝায়?
উত্তরঃ সাধারণ অর্থে সামাজিক গতিশীলতা বলতে কোনো ব্যক্তি বা জনসমষ্টির এক সামাজিক অবস্থান থেকে অন্য অবস্থানে পরিবর্তিত হওয়াকে বুঝায়।
৮২. "সামাজিক গতিশীলতা হচ্ছে সামাজিক স্তরবিন্যাসে সামাজিক মর্যাদা গ্রহণের প্রক্রিয়া।"- উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি সমাজবিজ্ঞানী স্প্রেডলি ও ম্যাকার্ডির।
৮৩. সামাজিক গতিশীলতার প্রধান মাধ্যম কি?
উত্তরঃ শিক্ষা ও প্রযুক্তিগত পরিবর্তন।
৮৪. সামাজিক গতিশীলতা কয় প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা-
(ক) আনুভূমিক গতিশীলতা,
(খ) উল্লমী গতিশীলতা।
৮৫. গণতন্ত্র থেকে রাজতন্ত্র বা স্বৈরতন্ত্র অথবা স্বৈরতন্ত্র ও রাজতন্ত্র থেকে গণতন্ত্রে উত্তরণ কিসের লক্ষণ?
উত্তরঃ সামাজিক গতিশীলতার লক্ষণ।
৮৬. সাম্প্রতিককালে কোন ক্ষেত্রে ব্যাপক উন্নতি হওয়ায় সামাজিক গতিশীলতা বৃদ্ধি পাচ্ছে?
উত্তরঃ বিজ্ঞান ও প্রযুক্তিমূলক শিক্ষার ক্ষেত্রে।
৮৭. কোন সমাজে সামাজিক গতিশীলতা বেশি?
উত্তরঃ মুক্ত ও প্রতিযোগিতাপূর্ণ সমাজে।
৮৮. কি কারণে বর্তমানে পেশায় বৈচিত্র্য সৃষ্টি হচ্ছে?
উত্তরঃ শিল্পায়ন ও নগরায়ণের কারণে।
৮৯. সামাজিক গতিশীলতার প্রধান নির্দেশক কি?
উত্তরঃ জনসংখ্যার আধিক্য বা জনসংখ্যার কম চাপ।
৯০. প্রাক-ইসলামি যুগে আরবের সমাজব্যবস্থায় কিসের আগমনে বিরাট পরিবর্তন সূচিত হয়?
উত্তরঃ ইসলামের আগমনে।
৯১. ব্যক্তির নিরলস পরিশ্রম ও কর্মচাঞ্চল্য সমাজে কি প্রভাব বিস্তার করতে পারে?
উত্তরঃ সমাজকে গতিশীল করে উন্নতির দিকে এগিয়ে নিয়ে যেতে পারে।
৯২. সাংস্কৃতিক আদান প্রদান বা দেশ জয়ের ফলে কি হয়?
উত্তরঃ সামাজিক পরিবর্তন সাধিত হয়।
৯৩. সামাজিক বিবর্তন কি?
উত্তরঃ সামাজিক পরিবর্তন ও স্থায়িত্বের সংযুক্ত অবস্থা হলো ধারাবাহিকতা। এই সংযুক্তিমূলক অবস্থা থেকে সামাজিক পৃথকীকরণের দিকে অগ্রগমনই হলো বিবর্তন।
৯৪. কি কারণে যৌথ পরিবারে বহুবিধ সমস্যা দেখা দিচ্ছে?
উত্তরঃ শিল্পায়ন ও নগরায়ণের ফলে।
৯৫. কি কারণে মানুষ একক পরিবারের প্রতি বিশেষ আগ্রহী হয়ে উঠছে?
উত্তরঃ ব্যক্তিস্বাতন্ত্র্যবাদের বিকাশ ঘটায়।
৯৬. "শান্ত সমাহিত আত্মনির্ভরশীল গ্রাম ব্যবস্থা। যার ঘুম কেউ ভাঙাতে পারে নাই।" উক্তিটি কার?
উত্তরঃ উক্তিটি সমাজবিজ্ঞানী বার্নিয়ারের।
৯৭. কোনটি ব্যতীত রাজনৈতিক উন্নয়ন সম্ভব নয়?
উত্তরঃ সমাজজীবনে পরিবর্তন ব্যতীত রাজনৈতিক উন্নয়ন সম্ভব নয়।
৯৮. কোন সমাজে প্রত্যাশিত রাজনৈতিক উন্নয়ন অর্জিত হয় না?
উত্তরঃ গতানুগতিক ও স্থবির সমাজে প্রত্যাশিত রাজনৈতিক উন্নয়ন অর্জিত হয় না।
৯৯. কোনটি রাজনৈতিক উন্নয়নের সহায়ক সংস্কৃতি তৈরি করে?
উত্তরঃ সামাজিক পরিবর্তন।
১০০. কারা রাজনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তরঃ উদার বুর্জোয়া শ্রেণী, জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ, যৌক্তিক আমলা, আধুনিক সামরিক বাহিনী, বুদ্ধিজীবী শ্রেণী, প্রযুক্তিবিদ্যায় পারদর্শী যুবসমাজ প্রভৃতি।