অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ আইনসভায় রাজনৈতিক দল

সরকারের উদ্দেশ্য ও লক্ষ্যকে বাস্তবায়িত করার তিনটি বিভাগের মধ্যে আইন বিভাগ বা আইনসভা অন্যতম। সাধারণত আইনসভা বলতে পার্লামেন্টকে বুঝায়। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানে এর অর্থ ব্যাপক। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় যে বিভাগ দেশ পরিচালনার জন্য আইন প্রণয়ন করে তাকে আইন বিভাগ বলে। আইনসভার প্রধান কাজ হলো আইন প্রণয়ন করা। আইনসভা দেশের চলমান পরিবেশ, পরিস্থিতি বিবেচনা করে এবং জনগণের আশা-আকাঙ্ক্ষার সাথে সামঞ্জস্য রেখে আইন তৈরি করে পুরাতন আইনের সংশোধন, সংযোজন, পরিবর্তন, পরিবর্ধন ও পরিমার্জন করে থাকে। কোন দেশের আইনসভা এককক্ষবিশিষ্ট আবার কোনো দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট। এককক্ষ এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার নির্বাচন পদ্ধতি ভিন্ন প্রকৃতির। আইন বিভাগ কর্তৃক প্রণীত আইন দ্বারা শাসন বিভাগ এবং বিচার বিভাগ তাদের কাজ পরিচালনা করে থাকে।


সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আইনসভায় রাজনৈতিক দল
সংক্ষিপ্ত প্রশ্নোত্তর আইনসভায় রাজনৈতিক দল

সাধারণ জ্ঞান আইনসভায় রাজনৈতিক দল

১. সরকারের অঙ্গ বা বিভাগ কয়টি?

উত্তরঃ তিনটি। যথা- ১. আইন বিভাগ, ২. শাসন বিভাগ ও ৩. বিচার বিভাগ।

২. সরকারের সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন বিভাগ কোনটি?

উত্তরঃ আইন বিভাগ।

৩. আইন বিভাগ কি?

উত্তরঃ সরকারের যে বিভাগ রাষ্ট্রের শাসন কাজ পরিচালনার জন্য প্রয়োজনীয় আইন প্রণয়নের দায়িত্ব পালন করে এবং সমাজ ও রাষ্ট্রের চাহিদা অনুযায়ী প্রচলিত আইনের সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে।

৪. গঠন কাঠামোর দিক থেকে আইনসভা কত প্রকার?

উত্তরঃ দু'প্রকার। যথা- ১. এক-কক্ষবিশিষ্ট আইনসভা ও ২. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা।

৫. কোন কোন দেশের আইনসভা এককক্ষবিশিষ্ট?

উত্তরঃ বাংলাদেশ, চীন, নিউজিল্যান্ড, গ্রিস, তুরস্ক, বুলগেরিয়া, সুইডেন প্রভৃতি।

৬. বাংলাদেশের আইনসভার নাম কি?

উত্তরঃ জাতীয় সংসদ।

৭. বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট?

উত্তরঃ এক কক্ষবিশিষ্ট।

৮. যুগোশ্লাভিয়ার আইনসভার নাম কি?

উত্তরঃ কপচিনা।

৯. কোন কোন দেশের আইনসভা দ্বিকক্ষবিশিষ্ট?

উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারত, রাশিয়া, ফ্রান্স, কানাডা প্রভৃতি।

১০. দ্বিকক্ষবিশিষ্ট আইনসভার দুটি কক্ষের নাম লিখ?

উত্তরঃ নিম্নকক্ষ এবং উচ্চকক্ষ।

১১. জনপ্রতিনিধি সভা কোন কক্ষ?

উত্তরঃ নিম্নকক্ষ।

১২. কোন কক্ষ তুলনামূলকভাবে অধিক ক্ষমতার অধিকারী?

উত্তরঃ নিম্নকক্ষ।

১৩. কিসের ভিত্তিতে উচ্চকক্ষ সংগঠিত হয়ে থাকে?

উত্তরঃ উত্তরাধিকার সূত্রে, আংশিক মনোনয়নের ভিত্তিতে।

১৪. মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নাম কি?

অথবা, মার্কিন আইনসভার নাম কি?

উত্তরঃ কংগ্রেস।

১৫. ব্রিটেনের আইনসভার নাম কি?

উত্তরঃ পার্লামেন্ট।

১৬. মার্কিন আইনসভা কংগ্রেসের কক্ষ দুটির নাম কি?

উত্তরঃ নিম্নকক্ষ প্রতিনিধিসভা এবং উচ্চকক্ষ সিনেট। 

১৭. ব্রিটেনের আইনসভার নিম্নকক্ষের নাম কি?

উত্তরঃ কমন্সসভা।

১৮. ব্রিটিশ আইনসভা পার্লামেন্টের কক্ষ দুটির নাম লিখ?

উত্তরঃ নিম্নকক্ষ কমন্সসভা এবং উচ্চকক্ষ লর্ডসভা।

১৯. ভারতের আইনসভা 'পার্লামেন্ট'-এর কক্ষ দুটির নাম লিখ?

উত্তরঃ নিম্নকক্ষ লোকসভা এবং উচ্চকক্ষ রাজ্যসভা। 

২০. এক কক্ষবিশিষ্ট আইনসভার পক্ষে যুক্তি দিয়েছেন কারা?

উত্তরঃ অধ্যাপক লাস্কি, ম্যাকাইভার, বেস্থাম, ফ্রাঙ্কলিন, আবে সিয়ে প্রমুখ।

আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: বাংলাদেশের রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী ও সুশীল সমাজ 

২১. "একক কক্ষ এবং বিশাল আইনসভা আধুনিক রাষ্ট্রের চাহিদার উত্তর দিতে সর্বোত্তম বলে মনে হয়।" - কে লেখক?

উত্তরঃ অধ্যাপক লাঙ্কি।

২২. "If the second chamber agrees with the first, it is superfluous; if disagrees, it is pernicious."-কে বলেছেন? 

উত্তরঃ আবে সিঁয়ে।

২৩. কোন কোন চিন্তাবিদ এক কক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন?

উত্তরঃ লর্ড ব্রাইস, জেমস মিল, হেনরি মেইন, উইলোবি, অ্যাকটন, গেটেল, দ্যুগুই প্রমুখ।

২৪. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার সপক্ষে যুক্তি দিয়েছেন কোন কোন দার্শনিক?

উত্তরঃ লর্ড ব্রাইস, জে. এস. মিল, লেকি, হেনরি মেইন, লর্ড অ্যাকটন, গেটেল প্রমুখ।

২৫. দ্বি-কক্ষবিশিষ্ট আইনসভার বিপক্ষে যুক্তি দিয়েছেন কারা?

উত্তরঃ জেরেমি বেস্থাম, আবে সিঁয়ে, হ্যারল্ড লাস্কি, ম্যাকাইভার প্রমুখ।

২৬. "দ্বিতীয় চেম্বারের অস্তিত্ব স্বাধীনতার অভিভাবক এবং একই পরিমাণে অত্যাচারের বিরুদ্ধে রক্ষাকবচ।" - কে লেখক?

উত্তরঃ অধ্যাপক গেটেল।

২৭. "দ্বি-ক্যামেরাল সিস্টেম ফেডারেশন গঠনকারী রাজনৈতিক ইউনিটগুলিকে প্রতিনিধিত্ব করার সুযোগ দেয়।" কে লেখক?

উত্তরঃ অধ্যাপক গেটেল।

২৮. আইনসভার কোন কক্ষ 'জনপ্রিয় কক্ষ' নামে পরিচিত?

উত্তরঃ নিম্নকক্ষ।

২৯. আইনসভার প্রধান তিনটি কার্যাবলি কি কি?

উত্তরঃ আইন প্রণয়ন সংক্রান্ত, সংবিধান প্রণয়ন ও সংশোধন এবং শাসন সংক্রান্ত।

৩০. আইনসভা কি কি উপায়ে শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করে?

উত্তরঃ প্রশ্ন জিজ্ঞাসা, বিতর্ক ও আলাপ-আলোচনা, নিন্দা প্রস্তাব, মুলতবি প্রস্তাব, অনাস্থা প্রস্তাব প্রভৃতি।

৩১. আইনসভাকে কি নামে আখ্যায়িত করা যায়?

উত্তরঃ 'জাতির প্রধান অনুসন্ধান কক্ষ'।

৩২. "Parliament and parties are essentially connected"- কে বলেছেন?

উত্তরঃ আর্নেস্ট বার্কার-এর।

৩৩. আইনসভার অভ্যন্তরে সৃষ্ট রাজনৈতিক দল কি?

উত্তরঃ এ ধরনের দলগুলো আইনসভার সদস্যদের কার্যকলাপ হতে সৃষ্ট হয়।

৩৪. আইনসভার অভ্যন্তরে সৃষ্টি রাজনৈতিক দলের উদাহরণ দাও?

উত্তরঃ মার্কিন ডেমোক্র্যাটিক ও রিপাবলিকান পার্টি এবং ব্রিটিশ রক্ষণশীল ও উদারনৈতিক দল।

৩৫. আইনসভার বাইরে সৃষ্ট রাজনৈতিক দল কি?

উত্তরঃ এ ধরনের দলগুলো সরকারের প্রতি কোনো না কোনো বিষয়ে চাপ সৃষ্টি করে চ্যালেঞ্জ প্রদান করে এবং আইন সভার প্রতিনিধিত্ব লাভের জন্য দাবি করে।

৩৬. কোন দেশের অধিকাংশ দলই আইনসভার বাইরে সৃষ্ট?

উত্তরঃ এশিয়া ও আফ্রিকার বিভিন্ন দেশের।

৩৭. সরকারি বা ক্ষমতাসীন দল কি?

উত্তরঃ সরকার গঠনকারী দল হচ্ছে সরকারি বা ক্ষমতাসীন দল।

৩৮. বিরোধী দল কি?

উত্তরঃ সরকারবিরোধী সকল দল নিয়ে আইনসভার বিরোধী দল গঠিত হয়।

৩৯. 'Official Opposition' কাকে বলে?

উত্তরঃ বিরোধী দলগুলোর মধ্যে যে দল সবচেয়ে বেশিসংখ্যক আসন লাভ করে, তাকে বলা হয় 'Official Opposition'।

৪০. কে বিরোধী দলকে 'Safety Value of Political Science" বলেছেন?

উত্তরঃ আর্নেস্ট বার্কার।

আরও পড়ুনঃ অনুচ্ছেদঃ দুর্নীতি। মূল্যবৃদ্ধি। একটি বৃষ্টির দিন 

৪১. সংসদীয় কমিটিগুলো কোন দলের নিয়ন্ত্রণে থাকে?

উত্তরঃ ক্ষমতাসীন দলের।

৪২. বাংলাদেশে আইনসভায় কোন কোন পদে সরকারি দলের সদস্যরা আসীন হন?

উত্তরঃ স্পিকার, সংসদ নেতা, ডেপুটি স্পিকার, চীফ হুইপ।

৪৩. 'Opposition Days'-এর বাংলা কি?

উত্তরঃ 'বিরোধী দলের দিন'।

৪৪. সংসদীয় শিষ্টাচার কি?

উত্তরঃ আইনসভায় সরকারি ও বিরোধী দলকে পরিচালনা বিধি, সংশ্লিষ্ট আইন ও প্রতিষ্ঠিত রীতিনীতি মেনে চলতে হয়। এটাই সংসদীয় শিষ্টাচার।

৪৫. "ফ্লোর ক্রসিং” কি?

উত্তরঃ ফ্লোর ক্রসিং হলো দলের বিপক্ষে ভোটদান করা বা দলীয় প্রতিবাদস্বরূপ আইনসভায় উপস্থিত না থাকা।

৪৬. আইনসভার কার্য পরিচালনায় কোন দলের প্রাধান্য বেশি থাকে?

উত্তরঃ সরকারি দলের।

৪৭. আইনসভায় বিরোধী দল সরকারকে নিয়ন্ত্রণের ক্ষেত্রে কি কি কৌশল অবলম্বন করে?

উত্তরঃ রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা, উত্থাপিত বিল বা বাজেটের উপর আলোচনা, বিরোধী দলের দিবস, মন্ত্রীদের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব, পক্ষে-বিপক্ষে ভোট প্রদান, ওয়াক-আউট ইত্যাদি।

৪৮. সংসদীয় দল কী?

উত্তরঃ একটি রাজনৈতিক দলের সকল সংসদ সদস্যকে নিয়ে সে দলের 'সংসদীয় দল' গঠিত হয়।

৪৯. "MPs as a collective body"-কাকে বলা হয়?

উত্তরঃ সংসদীয় দলকে।

৫০. সংসদীয় দলের বৈঠকে কাদের নির্বাচন করা হয়?

উত্তরঃ সংসদীয় নেতা, উপনেতা ও অন্য কর্মকর্তাদের।

৫১. সংসদীয় কমিটি কি?

উত্তরঃ পার্লামেন্টে যে ব্যবস্থার মাধ্যমে প্রস্তাবিত আইনকানুনের বিচার-বিবেচনা এবং বিভিন্ন বিষয়ের পর্যালোচনা ও রিপোর্ট প্রদানের ব্যবস্থা করে পার্লামেন্টে সদস্যদের সময় সংক্ষেপ করা হয়, তাই সংসদীয় কমিটি।

৫২. আইনসভার 'সংক্ষিপ্ত সংস্করণ' বলা হয় কাকে?

উত্তরঃ কমিটি ব্যবস্থাকে।

৫৩. আইনসভার শ্রম বণ্টনের একটি প্রাতিষ্ঠানিক ব্যবস্থা কি?

উত্তরঃ কমিটি গঠন।

৫৪. কয়েকটি কমিটির নাম লিখ?

উত্তরঃ সংসদীয় স্থায়ী কমিটি, মন্ত্রণালয় কার্য পর্যবেক্ষণ কমিটি, অনুসন্ধান কমিটি।

৫৫. বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে বিভিন্ন কমিটির উল্লেখ রয়েছে?

উত্তরঃ ৭৬ নং অনুচ্ছেদ।

৫৬. আইনসভায় রাজনৈতিক দলের চারটি ভূমিকা লিখ?

উত্তরঃ আইনসভার নির্বাচনে অংশগ্রহণ, আইনসভার কার্যাবলি নিয়ন্ত্রণ, আইনসভার আলোচ্য বিষয়াদি নির্ধারণ এবং আইনসভায় ভাষণ দান।

৫৭. আইনসভার সদস্যরা কি হিসেবে ভূমিকা পালন করেন?

উত্তরঃ সংসদ নেতা হিসেবে, বিরোধী দলের নেতা হিসেবে, স্পিকার হিসেবে, হুইপ হিসেবে, কমিটি ব্যবস্থার সদস্য হিসেবে।

৫৮. বিল কি?

উত্তরঃ বিল হলো আইন প্রণয়নের উদ্দেশ্যে আনীত প্রস্তাব।

৫৯. বিল সাধারণত কত প্রকার ও কি কি?

উত্তরঃ ২ প্রকার। যথা- ১. সরকারি বিল এবং ২. বেসরকারি বিল।

৬০. সংসদ সদস্যগণ সরকারকে নিয়ন্ত্রণের জন্য কি কি পদ্ধতি আনয়ন করে থাকেন?

উত্তরঃ প্রশ্নোত্তর পর্ব, মুলতবি প্রস্তাব, দৃষ্টি আকর্ষণ, প্রধানমন্ত্রীর প্রতি প্রশ্ন, অনাস্থা প্রস্তাব ইত্যাদি।

আরও পড়ুনঃ অনুচ্ছেদ: শিশুশ্রম। শিশু অপহরণ। ছাত্র রাজনীতির প্রয়োজনীয়তা  

৬১. সংসদ সদস্যগণ কি কি দায়িত্ব পালন করেন?

উত্তরঃ সংসদ অধিবেশনে যোগদান, বিল উত্থাপন, সংসদ কার্যক্রমে অংশগ্রহণ, নির্বাচনি প্রতিশ্রুতি পূরণ সেবামূলক দায়িত্ব।

৬২. ব্যক্তিগতভাবে সংসদ সদস্যদের প্রধান কাজ কি?

উত্তরঃ আইন প্রণয়নে অংশ নেয় এবং সরকারি কাজ তদারকি করা।

৬৩. বাংলাদেশের জাতীয় সংসদের কোরাম হয় কতজনে? 

উত্তরঃ ৬০ জনে।

৬৪. 'MP' শব্দের পূর্ণরূপ কি?

অথবা, MP-এর পূর্ণরূপ কি?

উত্তরঃ "Member of Parliament"।

৬৫. সংদের কার্যপ্রণালি বিধি কি?

উত্তরঃ সংসদের কার্যক্রম পরিচালনার জন্য লিখিত বিধান।

৬৬.বাংলাদেশের জাতীয় সংসদে সংরক্ষিত মহিলা সদস্য কতজন?

উত্তরঃ ৫০ জন।


পরিশেষে

পরিশেষে বলা যায়, সরকারের অঙ্গসমূহের মধ্যে আইনসভা বিশেষ গুরুত্বের দাবিদার। গঠন কাঠামো ও প্রকৃতিগত বিচারে আইনসভা দু'ধরনের হতে পারে। এককক্ষবিশিষ্ট আইনসভা এবং দ্বিকক্ষবিশিষ্ট আইনসভা। দেশ-কাল ও রাজনৈতিক সংস্কৃতিভেদে ভিন্ন ভিন্ন দেশে ভিন্ন ভিন্ন প্রকৃতির আইনসভা পরিলক্ষিত হয়।


এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

Previous Post