অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: বাংলাদেশের রাজনৈতিক দল, স্বার্থগোষ্ঠী ও সুশীল সমাজ
মানুষ সামাজিক জীব। আদিম যুগ থেকেই মানুষ নিজেদের প্রয়োজনে সংঘটিত হয়ে বসবাস করছে। ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক সংগঠনের সমন্বিত রূপই হচ্ছে সমাজ। নানা সংগঠন ও সংস্থার সাথে বিভিন্ন জন বিভিন্নভাবে বিভিন্ন উদ্দেশ্যে জড়িত। এসব ক্ষুদ্র ক্ষুদ্র সামাজিক সংগঠনগুলোই মূলত সামাজিক গোষ্ঠী।
প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বাংলাদেশের রাজনৈতিক দল, বাংলাদেশের স্বার্থগোষ্ঠী এবং বাংলাদেশের সুশীল সমাজ সম্পর্কে অতি সংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আপনাদের মধ্যে যারা রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পড়াশোনা করছেন তাদের জন্য আজকের এই আর্টিকেলটি অত্যন্ত চমৎকারভাবে কাজে দিবে। এছাড়াও পাশাপাশি যারা রাজনীতির সাথে জড়িত আছেন তারা রাজনীতির বিভিন্ন তথ্য এই আর্টিকেল থেকে পেয়ে যাবেন। তাছাড়া বিশেষভাবে কুইজ পরীক্ষা, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান পরীক্ষা, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা, বিসিএস প্রিলিমিনারি, বিসিএস ভাইভা, বিসিএস লিখিত, পরীক্ষা, ব্যাংক জব এছাড়াও আরো অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষা সমূহে আজকের উত্তর গুলো খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
![]() |
Political parties, interest groups and civil society in Bangladesh |
১. গোষ্ঠী কি?
উত্তরঃ গোষ্ঠী হলো পারস্পরিক চেতনাসমৃদ্ধ এবং একই উদ্দেশ্য নিয়ে গঠিত ব্যক্তিবর্গের সমষ্টি।
২. চাপসৃষ্টিকারী গোষ্ঠী কি?
উত্তরঃ যে গোষ্ঠী সরকারি নীতিকে প্রভাবিত করে কোনো কিছু লাভ করতে চায়।
৩. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও?
অথবা, বাংলাদেশের কয়েকটি Interest Group-এর উদাহরণ দাও?
উত্তরঃ বণিক সমিতি, শিক্ষক সমিতি, শ্রমিক ইউনিয়ন, ছাত্র সংসদ।
৪. চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে আর কি নামে ডাকা যায়?
উত্তরঃ স্বার্থান্বেষী গোষ্ঠী, স্বার্থকামী গোষ্ঠী, সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী, সংগঠিত গোষ্ঠী প্রভৃতি।
৫. "মৌলিকভাবে চাপ গোষ্ঠী হল সমজাতীয় স্বার্থের প্রতিনিধিত্বকারী influence."-কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক নিউম্যান।
৬. "সুদ গ্রুপ শক্তিশালী এবং কার্যকর যখন এটির একটি নির্দিষ্ট উদ্দেশ্য থাকে।" -কে লেখক?
উত্তরঃ অ্যালান আর বল।
৭. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর তিনটি ভূমিকা লিখ?
উত্তরঃ সাধারণ নির্বাচনে সহায়তা প্রদান, আইনসভার উপর সার্বক্ষণিক প্রভাব বিস্তার, রাজনৈতিক প্রচার।
৮. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর লক্ষ্য কি?
উত্তরঃ সরকারি সিদ্ধান্তকে নিজেদের অনুকূলে প্রভাবিত করা।
৯. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কর্মপদ্ধতি কিরূপ?
উত্তরঃ গোপন বা অপ্রকাশ্য।
১০. চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উৎপত্তি হয় কাকে কেন্দ্র করে?
উত্তরঃ সংকীর্ণ ও সমজাতীয় বিশেষ গোষ্ঠীগত স্বার্থকে কেন্দ্র করে।
১১. ট্রুম্যান স্বার্থান্বেষী গোষ্ঠীকে কয়ভাগে বিভক্ত করেছেন?
উত্তরঃ দু'ভাগে (রাজনৈতিক ও অ-রাজনৈতিক স্বার্থান্বেষী গোষ্ঠী)।
১২. প্রাতিষ্ঠানিক স্বার্থগোষ্ঠী কি?
উত্তরঃ কোনো পেশা বা বৃত্তিভুক্ত ব্যক্তিদের নিয়ে গঠিত গোষ্ঠী।
১৩. অধ্যাপক অ্যালমন্ড স্বার্থান্বেষী গোষ্ঠীকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তরঃ চার শ্রেণীতে। যথা- স্বতঃস্ফূর্ত স্বার্থান্বেষী গোষ্ঠী, সংগঠনভিত্তিক স্বার্থান্বেষী গোষ্ঠী, সংগঠনহীন স্বার্থান্বেষী গোষ্ঠী এবং প্রাতিষ্ঠানিক স্বার্থান্বেষী গোষ্ঠী।
১৪. স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী কি?
উত্তরঃ বিশেষ কোনো স্বার্থ বা ঘটনাকে কেন্দ্র করে স্বতঃস্ফূর্তভাবে গড়ে উঠা গোষ্ঠীকে বলে স্বতঃস্ফূর্ত স্বার্থগোষ্ঠী।
১৫. সংগঠনভিত্তিক স্বার্থান্বেষী গোষ্ঠী কি?
উত্তরঃ এটি হলো নিজেদের স্বার্থসংশ্লিষ্ট দাবিদাওয়া পেশ করার জন্য এক বিশেষজ্ঞ গোষ্ঠী।
১৬. সংগঠনহীন স্বার্থান্বেষী গোষ্ঠী কি?
উত্তরঃ জাতিগত, বংশগত, শ্রেণীগত, ভাষাগত প্রভৃতির ভিত্তিতে যেসব গোষ্ঠী দেখা যায়।
১৭. স্বতঃস্ফূর্ত স্বার্থান্বেষী গোষ্ঠী কি?
উত্তরঃ যে গোষ্ঠী বিক্ষোভ, দাঙ্গা-হাঙ্গামার মাধ্যমে দেশের রাজনৈতিক ব্যবস্থার উপর চাপসৃষ্টি করে, তাই স্বতঃস্ফূর্ত স্বার্থান্বেষী গোষ্ঠী।
১৮. হারভে ও ব্যাসার স্বার্থান্বেষী গোষ্ঠীকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তরঃ দু'শ্রেণীতে। যথা- ১. অর্থনৈতিক গোষ্ঠী এবং ২. অনর্থনৈতিক গোষ্ঠী।
১৯. স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বিস্তারের চারটি বৈধ মাধ্যমের নাম লিখ?
উত্তরঃ ব্যক্তিগত যোগাযোগ, এলিট প্রতিনিধিত্ব, লবিং এবং রাজনৈতিক দল।
২০. স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বিস্তারের বল প্রয়োগমূলক মাধ্যম কি কি?
উত্তরঃ হরতাল, অবরোধ, ধর্মঘট, দাঙ্গা, সহিংসতা ইত্যাদি।
আরও পড়ুনঃ দলীয় ব্যবস্থা কাকে বলে? দলীয় ব্যবস্থার সুবিধা ও অসুবিধা আলোচনা
২১. স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব বিস্তারের নির্ধারকসমূহ কি কি?
উত্তরঃ রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো, দলীয় ব্যবস্থা, রাজনৈতিক সংস্কৃতি এবং গোষ্ঠীর প্রতি জনগণের মনোভাব।
২২. স্বার্থান্বেষী গোষ্ঠীর কার্যাবলির কৌশলসমূহ কি কি?
উত্তরঃ নির্বাচনি প্রচারকার্য, লবিং, প্রচারকার্য ইত্যাদি।
২৩. বাংলাদেশের ২টি সংগঠিত স্বার্থবাদী গোষ্ঠীর নাম লিখ?
উত্তরঃ শ্রমিক ইউনিয়ন এবং শিল্প ও বণিক সমিতি।
২৪. সুশীল সমাজ কি?
উত্তরঃ সুশীল সমাজ বলতে রাষ্ট্রের সে বৃহত্তর অংশকে বুঝায়, যাদের হাতে কোনো সামরিক কর্তৃত্ব নেই, যারা গণতান্ত্রিক শাসনের সাথে সম্পৃক্ত।
২৫. সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয় কারা?
উত্তরঃ রাজনৈতিক দল, সরকার, আমলা, সৈনিক।
২৬. সুশীল সমাজ মূলত কোন ধরনের প্রতিষ্ঠান?
উত্তরঃ সরকারের প্রতিনিধিত্বশীল প্রতিষ্ঠান।
২৭. সিভিল সমাজের ধারণা এসেছে কোন মতবাদ থেকে?
উত্তরঃ সামাজিক চুক্তি মতবাদ থেকে।
২৮. "Civil Society"-এর উৎপত্তিগত অর্থ কি?
উত্তরঃ নাগরিক সমাজ।
২৯. কোন গ্রন্থে Civil Society প্রত্যয়টি সর্বপ্রথম ব্যবহার করেন?
উত্তরঃ The Social Contract গ্রন্থে।
৩০. সুশীল সমাজের অপর নাম কি?
উত্তরঃ গণতান্ত্রিক চেতনা সমৃদ্ধ সমাজ।
৩২. সুশীল সমাজের উপরে কার অবস্থান?
উত্তরঃ রাষ্ট্রের অবস্থান।
৩৩. অ্যারোমা গুম রচিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ সুশীল সমাজ এবং সামাজিক ক্ষমতায়ন বাংলাদেশে নাগরিক সমাজ এবং গণতন্ত্র।
৩৪. সুশীল সমাজের মূল আদর্শ কি?
উত্তরঃ গণতান্ত্রিকতা।
৩৫. কি ব্যতীত গণতন্ত্রের প্রাতিষ্ঠানিকীকরণ সম্ভব নয়?
উত্তরঃ সুশীল সমাজের মজবুত ভিত্তি ব্যতীত।
৩৬. Civil Society in Bangladesh' গ্রন্থের লেখক কে?
উত্তরঃ মুনতাসির মামুন ও জয়ন্ত কুমার রায়।
৩৭. ব্ল্যানি ও পাশা রচিত গ্রন্থের নাম কি?
উত্তরঃ 'তৃতীয় বিশ্বের নাগরিক সমাজ এবং গণতন্ত্র।
৩৮. অস্পষ্টতা এবং ঐতিহাসিক সম্ভাবনা রাষ্ট্রে সুশাসন প্রতিষ্ঠার গুরুত্বপূর্ণ উপাদান কি?
উত্তরঃ সুশীল সমাজ।
৩৯. সুশীল সমাজকে কয়ভাগে বিভক্ত করা যায়?
উত্তরঃ তিন ভাগে। যথা- রাজনৈতিক সুবিধাভোগী শ্রেণী, শিক্ষিত পেশাজীবী শ্রেণী এবং প্রান্তিক শ্রেণী।
৪০. সুশীল সমাজে অন্তর্ভুক্ত গোষ্ঠী বা শ্রেণীর নাম লিখ?
উত্তরঃ বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, শিক্ষক, বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, সাংবাদিক ইত্যাদি।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: দলীয় ব্যবস্থা
৪১. সুশীল সমাজের তিনটি বৈশিষ্ট্য লিখ?
অথবা, সুশীল সমাজের ২টি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ বেসামরিক ও পেশাজীবী সংগঠন, গণতন্ত্রমনা সমাজ, সরকারের নিয়ন্ত্রণ।
৪২. কোন শাসনের বিপরীতে সুশীল সমাজ সোচ্চার?
উত্তরঃ সামরিক শাসন।
৪৩. কার্ল মার্কস সুশীল সমাজকে কি সমাজ বলে আখ্যায়িত করেন?
উত্তরঃ বুর্জোয়া সমাজ।
৪৪. কোন বিষয় দুটি একে অপরের পরিপূরক?
উত্তরঃ গণতন্ত্র ও সুশীল সমাজ।
৪৫. গ্রামসি 'সুশীল সমাজের' অবস্থানকে নির্ণয় করেছেন কিভাবে?
উত্তরঃ রাষ্ট্র = রাজনৈতিক সমাজ সুশীল সমাজ।
৪৬. সুশীল সমাজকে সভ্য সমাজের সমার্থক বলে উল্লেখ করেছেন কারা?
উত্তরঃ মুনতাসির মামুন ও জয়ন্ত কুমার রায়।
৪৭. বিশ্বে কত সুশীল সমাজ সংঘ বা গোষ্ঠী রয়েছে?
উত্তরঃ প্রায় ৩ মিলিয়নের উপর।
৪৮. সুশীল সমাজের তিনটি কার্যাবলি লিখ?
উত্তরঃ সরকারের জবাবদিহিতা নিশ্চিতকরণ, আইনের শাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা, গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতির বিকাশ সাধন।
৪৯. পৌর বা নাগরিক গোষ্ঠী কি?
উত্তরঃ পৌর বা নাগরিক গোষ্ঠী হলো এমন এক অলাভজনক সংগঠন, যেটি নাগরিক উন্নয়নের জন্য গঠিত হয়।
৫০. গোষ্ঠী কাকে বলে?
উত্তরঃ গোষ্ঠী হলো সমাজবদ্ধ মানুষের বা ব্যক্তিবর্গের সমষ্টি, যারা একটি কাঠামো ও সংগঠনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের নিমিত্তে পারস্পরিক সম্পর্কের ভিত্তিতে ঐক্যবদ্ধ থাকে।
৫১. Social Psychologist, Ellwood কয় ধরনের গোষ্ঠীর শ্রেণীবিভাজন করেছেন?
উত্তরঃ তিন ধরনের। যথা- (ক) প্রথমত- ১. ঐচ্ছিক গোষ্ঠী, ২. অনৈচ্ছিক গোষ্ঠী। (খ) দ্বিতীয়ত- ১. প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, ২. অপ্রাতিষ্ঠানিক গোষ্ঠী। (গ) তৃতীয়ত- ১. স্থায়ী গোষ্ঠী, ২. অস্থায়ী গোষ্ঠী।
৫২. ঐচ্ছিক গোষ্ঠী কাকে বলে?
উত্তরঃ যেসব গোষ্ঠী সদস্যদের ইচ্ছায় গড়ে উঠে অর্থাৎ যার সদস্যপদ ব্যক্তির ইচ্ছার উপর নির্ভর করে তাদেরকে ঐচ্ছিক গোষ্ঠী বলে।
৫৩. ঐচ্ছিক গোষ্ঠী কারা?
উত্তরঃ ধর্মীয় গোষ্ঠী, রাজনৈতিক দল, সাংস্কৃতিক গোষ্ঠী ইত্যাদি।
৫৪. সমাজবিজ্ঞানী Charles H. Cooley সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ দুই ভাগে। যথা- ১. মুখ্য গোষ্ঠী (Primary Group) ও ২. অন্যান্য বা গৌণ গোতী (Other/Secondary Group)
৫৫. মুখ্য গোষ্ঠীর তিনটি বৈশিষ্ট্য কি?
উত্তরঃ ১. ঘনিষ্ঠতা বা নৈকট্য, ২. ক্ষুদ্র আয়তন এবং ৩. স্থায়ী সম্পর্ক।
৫৬. গৌণ গোষ্ঠী কাকে বলে?
উত্তরঃ সদস্যদের পরোক্ষ এবং নৈর্ব্যক্তিক সম্পর্কের উপর ভিত্তি করে যে গোষ্ঠী গড়ে উঠে তাকে গৌণ গোষ্ঠী বলে।
৫৭. G. A. Almond সামাজিক গোষ্ঠীকে কয় ভাগে ভাগ করেছেন?
উত্তরঃ G. A. Almond সামাজিক গোষ্ঠীকে তাদের সংগঠন, কাজ ও স্থায়িত্বের উপর ভিত্তি করে চার ভাগে ভাগ করেছেন। যথা- ১. সংঘমূলক গোষ্ঠী, ২. প্রাতিষ্ঠানিক গোষ্ঠী, ৩. অসংঘমূলক গোষ্ঠী, ৪. ক্ষণস্থায়ী গোষ্ঠী।
৫৮. আন্তঃগোষ্ঠী কি?
উত্তরঃ যে গোষ্ঠী গড়ে উঠে পারস্পরিক সাহায্য, সহযোগিতা, শ্রদ্ধাবোধ ও সংহতির ভিত্তিতে।
৫৯. সামাজিক গোষ্ঠীগুলোর নাম লিখ?
অথবা, চারটি সামাজিক গোষ্ঠীর নাম লিখ?
উত্তরঃ পরিবার, বিদ্যালয়, সঙ্গীদল, জেলাগত গোষ্ঠী, বুদ্ধিজীবী, রাজনৈতিক দল, আমলাতন্ত্র, সামরিক বাহিনী, ধর্মীয় প্রতিষ্ঠান প্রভৃতি।
৬০. আদি সামাজিক গোষ্ঠী কোনটি?
উত্তরঃ পরিবার।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (রাজনৈতিক দলের তত্ত্বসমূহ)
৬১. সঙ্গীদলের মাধ্যমে ব্যক্তি কি শিক্ষা অর্জন করে?
উত্তরঃ সংকীর্ণ স্বার্থ ত্যাগের ও গোষ্ঠী আচরণের শিক্ষা।
৬২. পেশাগত গোষ্ঠীর উদাহরণ দাও?
উত্তরঃ শ্রমিক ইউনিয়ন, মালিক সমিতি প্রভৃতি।
৬৩. নতুন ধ্যান-ধারণার বাহক কারা?
উত্তরঃ বুদ্ধিজীবী শ্রেণী।
৬৪. উন্নয়নশীল দেশে পরিবর্তন প্রক্রিয়ার নেতৃত্বে থাকে কারা?
উত্তরঃ বুদ্ধিজীবী শ্রেণী।
৬৫. "সমগ্র মানব ইতিহাসে বিংশ শতকের মতো এত বেশি ভূমিকা বুদ্ধিজীবীগণ আর কখনও পালন করেন নি-কে বলেছেন?
উত্তরঃ এডওয়ার্ড শীলস (Edward shils)।
৬৬. ধর্মীয় প্রতিষ্ঠানের উদাহরণ দাও?
উত্তরঃ মসজিদ, মন্দির, গির্জা প্রভৃতি।
৬৭. জনমত গঠনের দুটি মাধ্যমের নাম লিখ?
উত্তরঃ রাজনৈতিক দল ও গণমাধ্যম।
৬৮. "জনমত জনগণের নয় এবং মতও নয়" উক্তিটি কার?
উত্তরঃ অধ্যাপক গেটেল।
পরিশেষে
প্রিয় পাঠক, উপরোক্ত আলোচনায় আমি যে সকল তথ্যগুলো উপস্থাপন করেছি। তা যদি আপনারা মনোযোগ সহকারে আয়ত্ত করেন তাহলে অবশ্যই উপকৃত হবেন। আমার লেখাগুলো ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ।।