General Knowledge about Oxford University
Oxford University is located in Oxford, England. It is a world-renowned educational institution. It is one of the oldest universities in the English-speaking world. It is the second oldest continuously operating university in the world. Dear readers, today I will discuss with you - for those of you who are interested in taking admission in Oxford University for higher education, "General Knowledge Questions and Answers about Oxford University" in English and Bengali. So let's get started-
![]() |
general knowledge questions and answers about Oxford University |
various qualifications required to get admission in Oxford University
1. Where is Oxford University located?
Answer: In Oxford, England.
2. In what year was Oxford University founded?
Answer: In 1096.
3. Who was the first principal of Oxford University?
Answer: John Bailey.
4. How many factors are considered in selecting the best university?
Answer: 5.
5. Which 5 factors are considered in selecting the best university in the world?
Answer: Overall index, research environment, research quality, contribution to industry and international acceptance.
6. How many points did Oxford University get in the "Overall Index" in the 2024-25 survey?
Answer: 98.5 points.
7. How many points did Oxford University get in the "Research Environment" sector in the 2024-25 survey?
Answer: 100 points out of 100.
8. How many points did Oxford University get in the Research Quality Index in the 2024-25 survey?
Answer: 98.8 points.
9. How many points did Oxford University get in the Contribution to Industry in the 2024-25 survey?
Answer: 99.6 points.
10. How many points did Oxford University get in the International Reputation Index in the 2024-25 survey?
Answer: 97.3 points.
11. How many points did Oxford University get in the Teaching Index in the 2024-25 survey?
Answer: 96.8 points.
12. How many British Prime Ministers have studied at Oxford University so far?
Answer: 25.
12. How many Popes have studied at Oxford University so far?
Answer: 01.
13. How many Presidents and Prime Ministers have studied at Oxford University so far?
Answer: 28.
14. How many Nobel Prize winners have graduated from Oxford University so far?
Answer: 47.
15. Which university did former US Prime Minister Bill Clinton graduate from?
Answer: Oxford University.
Read Also: A teenage story about the Liberation War "Waiting"
16. Who is the current Principal of Oxford University?
Answer: Professor Irene Treacy, CBE, FRS, FMDSY. She has been in this position since 1 January 2023.
17. What are the qualifications required to get admitted to Oxford University?
Answer: First class honours from a recognised university, 4.5 out of 5 points, good IELTS marks, etc.
18. How many points are required to get admitted to Oxford University?
Answer: 4.5 out of 5 points.
19. Is Oxford University a government or private university?
Answer: Government university.
20. What subjects are taught at Oxford University?
Answer: Department of Humanities, Department of Social Sciences, Department of Mathematical, Physical and Life Sciences, Department of Medical Sciences.
21. Why is Oxford University the best university in the world?
Answer: Oxford University is one of the oldest universities in the world. It also has the best reputation in teaching and research.
22. How many lecturers are currently teaching at Oxford University?
Answer: Approximately more than 200.
23. How many students are there at Oxford University?
Answer: More than 26,000.
24. How much does it cost to study at Oxford University per month?
Answer: Tuition fees for international students can usually range from £27,840 to £39,010 (approximately Rs. 30.68-43 lakhs in Indian currency). The monthly cost of living can be £1,250 to £1,700 (approximately Rs. 1.38-1.87 lakhs in Indian currency).
25. Oxford University What kind of university is it? Answer: Ancient research university.
Finally:
Dear reader, at the end of the discussion, it can be said that we all know that getting admission in Oxford University is the expectation of all students. However, there are various qualifications required to get admission in Oxford University. Today, through the above discussion, I have discussed with you the qualifications related to admission in Oxford University and some general knowledge questions and answers about Oxford University. InshaAllah, I will update this article with more new information over time.
অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় সম্পর্কে সাধারণ জ্ঞান
১. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় কোথায় অবস্থিত?
উত্তরঃ ইংল্যান্ডের অক্সফোর্ড শহরে।
২. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় কত সালে প্রতিষ্ঠা লাভ করেছে?
উত্তরঃ ১০৯৬ সালে।
৩. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের প্রথম প্রিন্সিপাল কে ছিলেন?
উত্তরঃ জন বেইলি।
৪. সেরা বিশ্ব বিদ্যালয় নির্বাচনের ক্ষেত্রে কয়টি বিষয়ের প্রতি লক্ষ রাখতে হয়?
উত্তরঃ ৫ টি।
৫. কোন ৫ টি বিষয়ের প্রতি লক্ষ রেখে বিশ্বের সেরা বিশ্ব বিদ্যালয় নির্বাচন করা হয়?
উত্তরঃ সামগ্রিক সূচক, গবেষণার পরিবেশ, গবেষণার মান, শিল্পখাতে অবদান এবং আন্তর্জাতিক গ্রহনযোগ্যতা।
৬. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় "সামগ্রিক সূচকে" কত পয়েন্ট পেয়েছে?
উত্তরঃ ৯৮.৫ পয়েন্ট।
৭. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় "গবেষণার পরিবেশ" খাতে কত পয়েন্ট পেয়েছে?
উত্তরঃ ১০০ তে ১০০ পয়েন্ট।
৮. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় গবেষণার মান সূচকে কত পয়েন্ট পেয়েছে?
উত্তর: ৯৮.৮ পয়েন্ট।
৯. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় শিল্পখাতে অবদান এ পেয়েছে কত পয়েন্ট?
উত্তর: ৯৯.৬ পয়েন্ট।
১০. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় আন্তর্জাতিক পরিসরে গ্রহণযোগ্যতায় কত পয়েন্ট পেয়েছে?
উত্তর: ৯৭.৩ পয়েন্ট।
১১. ২০২৪-২৫ এর জরিপে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় শিক্ষাদান সূচকে কত পয়েন্ট পেয়েছে?
উত্তর: ৯৬.৮ পয়েন্ট।
১২. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় হতে এখন পর্যন্ত সর্বমোট কতজন ব্রিটিশ প্রধানমন্ত্রী শিক্ষা লাভ করেছেন?
উত্তর: ২৫ জন।
১২. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় হতে এখন পর্যন্ত সর্বমোট কতজন পোপ শিক্ষা লাভ করেছেন?
উত্তর: ০১ জন।
১৩. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় হতে এখন পর্যন্ত সর্বমোট কতজন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী শিক্ষা লাভ করেছেন?
উত্তর: ২৮ জন।
১৪. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় হতে এখন পর্যন্ত সর্বমোট কতজন নোবেল পুরস্কার বিজয়ী শিক্ষা লাভ করেছেন?
উত্তর: ৪৭ জন।
১৫. যুক্তরাষ্ট্রের সাবেক প্রধানমন্ত্রী বিল ক্লিনটন কোন বিশ্ব বিদ্যালয় থেকে শিক্ষা লাভ করেছেন?
উত্তর: অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় থেকে।
১৬. বর্তমানে অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ের প্রিন্সিপাল কে?
উত্তর: অধ্যাপক আইরিন ট্রেসি, সিবিই, এফআরএস, এফএমডসাই। তিনি ২০২৩ সালের ১লা জানুয়ারি থেকে এই পদে অধিষ্ঠিত আছেন।
১৭. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে কি কি যোগ্যতা লাগে?
উত্তর: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে প্রথম শ্রেণীর সম্মান, ৫ পয়েন্ট এর মধ্যে ৪.৫ পয়েন্ট, IELTS এর ভালো মার্ক ইত্যাদি।
১৮. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে ভর্তি হতে কত পয়েন্ট লাগে?
উত্তর: ৫ পয়েন্ট এর মধ্যে ৪.৫ পয়েন্ট।
১৯. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় এটি কি সরকারি নাকি প্রাইভেট বিশ্ব বিদ্যালয়?
উত্তর: সরকারি বিশ্ববিদ্যালয়।
২০. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে কোন কোন বিষয়ে শিক্ষাদান করা হয়?
উত্তর: মানবিক বিভাগ, সামাজিক বিজ্ঞান বিভাগ, গাণিতিক, শারীরিক এবং জীবন বিজ্ঞান বিভাগ, চিকিৎসা বিজ্ঞান বিভাগ।
২১. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় বিশ্ব সেরা বিশ্ব বিদ্যালয় কেন?
উত্তর: অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় বিশ্বের প্রাচীনতন বিশ্ববিদ্যালয় গুলোর মধ্যে অন্যতম। এছাড়াও শিক্ষাদান এবং গবেষণায় শ্রেষ্ঠত্ব ও পাশাপাশি বিশ্ব সেরা খ্যাতি রয়েছে।
২২. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে বর্তমানে কতজন প্রভাষক দ্বারা শিক্ষাদান করা হয়?
উত্তর: আনুমানিক ২০০ জনের অধিক।
২৩. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে ছাত্রছাত্রী কতজন?
উত্তর: ২৬০০০ জনের বেশি।
২৪. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয়ে পড়তে মাসিক খরচ কত?
উত্তর: আন্তর্জাতিক শিক্ষার্থীদের জন্য টিউশন ফি সাধারণত £২৭,৮৪০ থেকে £৩৯,০১০ (ভারতীয় মুদ্রায় প্রায় ৩০.৬৮-৪৩ লক্ষ রুপি) পর্যন্ত হতে পারে।জীবনযাত্রার খরচ বাবদ মাসিক খরচ হতে পারে £১,২৫০ থেকে £১,৭০০ (ভারতীয় মুদ্রায় প্রায় ১.৩৮-১.৮৭ লক্ষ রুপি)।
২৫. অক্সফোর্ড বিশ্ব বিদ্যালয় এটি মুলত কীন ধরনের বিশ্ব বিদ্যালয়?
উত্তর: প্রাচীন গবেষণা বিশ্ববিদ্যালয়।
সবশেষে:
প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, আমরা সবাই জানি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হওয়া সকল ছাত্রছাত্রীদেরই প্রত্যাশা। তবে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় ভর্তি হতে লাগে নানান ধরনের যোগ্যতা। আজ আমি আপনাদেরকে উপরোক্ত আলোচনার মাধ্যমে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত যোগ্যতা এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় সম্পর্কে অল্পকিছু সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আলোচনা করেছি। ইনশাআল্লাহ পরবর্তীতে আমি সময়ের সাথে সাথে আরও নতুন তথ্য সংযোজন করে এই আর্টিকেলটিকে আপডেট করবো।