ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কিত ১০০টি MCQ প্রশ্ন ও উত্তর

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের এক অবিস্মরণীয় ঘটনা। ১৯৭১ সালের এই দিনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঢাকার রেসকোর্স ময়দানে (বর্তমানে সোহরাওয়ার্দী উদ্যান) লক্ষাধিক মানুষের সামনে যে ভাষণ দিয়েছিলেন, তা কেবল একটি ভাষণ ছিল না, ছিল বাঙালির মুক্তি ও স্বাধীনতার সনদ। এটি ছিল বাঙালি জাতির দীর্ঘ ২৩ বছরের বঞ্চনা, শোষণ, আর নির্যাতনের ইতিহাসের প্রতিফলন।

এই ভাষণে বঙ্গবন্ধু অত্যন্ত বিচক্ষণতার সাথে একদিকে স্বাধীনতার চূড়ান্ত আহ্বান জানান, অন্যদিকে বিচ্ছিন্নতাবাদী হিসেবে আখ্যায়িত হওয়ার পাকিস্তানি ষড়যন্ত্র থেকে নিজেকে ও জাতিকে রক্ষা করেন। ভাষণের মূল বার্তা ছিল, "এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।"

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ঐতিহাসিক ভাষণ ৭ই মার্চ থেকে বহুল জিজ্ঞাসিত এবং বিভিন্ন সময়ে বিভিন্ন পরীক্ষাতে আসা ১০০টি সাধারণ জ্ঞানের বহু-নির্বাচনী প্রশ্নউত্তর (MCQ) সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক- 

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর
ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে সাধারণ জ্ঞান 

ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ থেকে ১০০টি MCQ প্রশ্ন ও উত্তর

বাঙালি জাতির রক্ত টগবগে ওঠা ঐতিহাসিক ৭ই মার্চের ভাষণ সম্পর্কে অতি গুরুত্বপূর্ণ ১০০ টি সাধারণ জ্ঞান  MCQ প্রশ্ন উত্তর নিম্নে আলোকপাত করা হলো:

১. ঐতিহাসিক ৭ মার্চের ভাষণটি কত মিনিটের ছিল?

ক) ১৮ মিনিট

খ) ১৯ মিনিট

গ) ২০ মিনিট

ঘ) ২২ মিনিট

উত্তর: ক) ১৮ মিনিট।

২. বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ কোথায় দিয়েছিলেন?

ক) পল্টন ময়দান

খ) সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান)

গ) বায়তুল মোকাররম

ঘ) ধানমন্ডি ৩২

উত্তর: খ) সোহরাওয়ার্দী উদ্যান (তৎকালীন রেসকোর্স ময়দান)।

৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন স্লোগানটি ব্যবহার করেছিলেন?

ক) জয় বাংলা

খ) মুক্তি সংগ্রাম

গ) স্বাধীনতা সংগ্রাম

ঘ) ক এবং খ উভয়ই

উত্তর: ক) জয় বাংলা।

৪. ৭ মার্চের ভাষণটি ইউনেস্কো কর্তৃক কোন তারিখে 'ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ' হিসেবে স্বীকৃতি পায়?

ক) ৩০ অক্টোবর ২০১৭

খ) ৩১ অক্টোবর ২০১৭

গ) ১ নভেম্বর ২০১৭

ঘ) ২ নভেম্বর ২০১৭

উত্তর: খ) ৩১ অক্টোবর ২০১৭।

৫. ভাষণের কোন লাইনটি সবচেয়ে বিখ্যাত?

ক) এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

খ) রক্ত যখন দিয়েছি, রক্ত আরো দেবো, তবু এ দেশের মানুষকে মুক্ত করে ছাড়বো।

গ) তোমাদের যা কিছু আছে, তাই নিয়ে প্রস্তুত থেকো।

ঘ) প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো।

উত্তর: ক) এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।

৬. ৭ মার্চের ভাষণের সময়কাল কত ছিল?

ক) দুপুর ২:৩০ থেকে ২:৫৫

খ) দুপুর ২:২০ থেকে ২:৪৫

গ) বিকেল ৩:২০ থেকে ৩:৪৫

ঘ) বিকাল ৩:০৫ থেকে ৩:২৫

উত্তর: গ) বিকেল ৩:২০ থেকে ৩:৪৫।

৭. ভাষণে বঙ্গবন্ধু কত সালের নির্বাচনের কথা উল্লেখ করেছিলেন?

ক) ১৯৬৯ সালের

খ) ১৯৭০ সালের

গ) ১৯৭১ সালের

ঘ) ১৯৬৬ সালের

উত্তর: খ) ১৯৭০ সালের।

৮. ভাষণে '২৩ বছরের ইতিহাস' বলতে কোন সময়কে বোঝানো হয়েছে?

ক) ১৯৪৭ থেকে ১৯৭১

খ) ১৯৫০ থেকে ১৯৭৩

গ) ১৯৫৪ থেকে ১৯৭৭

ঘ) ১৯৪৮ থেকে ১৯৭১

উত্তর: ক) ১৯৪৭ থেকে ১৯৭১।

৯. ভাষণে বঙ্গবন্ধু কোন রাজনৈতিক দলের কথা উল্লেখ করেছিলেন?

ক) মুসলিম লীগ

খ) আওয়ামী লীগ

গ) ন্যাশনাল আওয়ামী পার্টি

ঘ) জামায়াতে ইসলামী

উত্তর: খ) আওয়ামী লীগ।

১০. ৭ মার্চের ভাষণের মূল বিষয়বস্তু কী ছিল?

ক) পাকিস্তানের সঙ্গে আলোচনা

খ) অসহযোগ আন্দোলন

গ) স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধের প্রস্তুতি

ঘ) নতুন নির্বাচন অনুষ্ঠানের দাবি

উত্তর: গ) স্বাধীনতার ঘোষণা ও যুদ্ধের প্রস্তুতি।

১১. ভাষণে বঙ্গবন্ধু কত সালের আন্দোলনের কথা উল্লেখ করেন?

ক) ১৯৫২ সালের ভাষা আন্দোলন

খ) ১৯৫৪ সালের যুক্তফ্রন্ট নির্বাচন

গ) ১৯৬৬ সালের ছয় দফা আন্দোলন

ঘ) সবগুলোই

উত্তর: ঘ) সবগুলোই।

১২. ভাষণের সময় কোন সামরিক শাসকের নাম উল্লেখ করা হয়েছিল?

ক) আইয়ুব খান

খ) ইয়াহিয়া খান

গ) টিক্কা খান

ঘ) জুলফিকার আলী ভুট্টো

উত্তর: খ) ইয়াহিয়া খান।

১৩. ভাষণে বঙ্গবন্ধু কত সালে ৬ দফা আন্দোলনের কথা বলেছেন?

ক) ১৯৬৪

খ) ১৯৬৫

গ) ১৯৬৬

ঘ) ১৯৬৭

উত্তর: গ) ১৯৬৬।

১৪. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু অসহযোগ আন্দোলনের জন্য কোন তারিখের কথা বলেছিলেন?

ক) ২ মার্চ

খ) ৩ মার্চ

গ) ৪ মার্চ

ঘ) ৫ মার্চ

উত্তর: ঘ) ৫ মার্চ।

১৫. বঙ্গবন্ধু তার ভাষণে কোন তারিখে গোলটেবিল বৈঠকে যোগ দিতে অস্বীকৃতি জানান?

ক) ৯ মার্চ

খ) ১০ মার্চ

গ) ১১ মার্চ

ঘ) ১২ মার্চ

উত্তর: খ) ১০ মার্চ।

১৬. ভাষণে বঙ্গবন্ধু সামরিক আইন প্রত্যাহারের পাশাপাশি আর কী দাবি করেছিলেন?

ক) সেনাবাহিনীকে ব্যারাকে ফিরিয়ে নিতে হবে

খ) হত্যাকাণ্ডের তদন্ত করতে হবে

গ) জনগণের প্রতিনিধির হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে

ঘ) সবগুলোই

উত্তর: ঘ) সবগুলোই।

১৭. ভাষণে বঙ্গবন্ধু কোন স্থানগুলোর রাজপথ রক্তে রঞ্জিত হওয়ার কথা বলেছেন?

ক) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, যশোর

খ) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, যশোর

গ) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, বরিশাল

ঘ) ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, কুমিল্লা

উত্তর: ক) ঢাকা, চট্টগ্রাম, খুলনা, রাজশাহী, রংপুর, যশোর।

১৮. ৭ মার্চের ভাষণটি মোট কয়টি ভাষায় অনুবাদ করা হয়েছে?

ক) ১২টি

খ) ১৫টি

গ) ১৬টি

ঘ) ১৭টি

উত্তর: গ) ১৬টি।

১৯. ইউনেস্কো কোন ক্যাটাগরিতে ৭ মার্চের ভাষণকে স্বীকৃতি দিয়েছে?

ক) Memory of the World Register

খ) World Heritage List

গ) Intangible Cultural Heritage

ঘ) World Documentary Heritage

উত্তর: ক) Memory of the World Register.

২০. ৭ মার্চের ভাষণের পর বাঙালিরা কী শুরু করেছিল?

ক) সশস্ত্র সংগ্রাম

খ) অসহযোগ আন্দোলন

গ) গেরিলা যুদ্ধ

ঘ) গণভোট

উত্তর: খ) অসহযোগ আন্দোলন।

২১. ভাষণে বঙ্গবন্ধু কোন শহরের কথা উল্লেখ করে "কসাইখানা" পরিণত হওয়ার হুমকির কথা বলেন?

ক) ঢাকা

খ) চট্টগ্রাম

গ) করাচি

ঘ) লাহোর

উত্তর: ক) ঢাকা।

২২. ৭ মার্চের ভাষণে কোন বিদেশি সাংবাদিক উপস্থিত ছিলেন?

ক) মার্থা গেলহর্ন

খ) মার্ক টালি

গ) সাইমন ড্রিং

ঘ) বিল কেন্ট

উত্তর: গ) সাইমন ড্রিং।

২৩. ভাষণটির শেষ লাইন কী ছিল?

ক) জয় বাংলা

খ) এবার মুক্তি চাই

গ) এদেশ স্বাধীন হবে

ঘ) স্বাধীনতা সংগ্রাম চলবে

উত্তর: ক) জয় বাংলা।

২৪. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন নেতাকে "মেজরিটি পার্টির নেতা" হিসেবে নিজেকে পরিচয় দেন?

ক) সমগ্র পাকিস্তানের

খ) পূর্ব পাকিস্তানের

গ) পশ্চিম পাকিস্তানের

ঘ) বাঙালি জনগণের

উত্তর: ক) সমগ্র পাকিস্তানের।

২৫. ভাষণে বঙ্গবন্ধু কোন কোন পেশার মানুষের জন্য বেতন দিতে বলেছিলেন?

ক) শ্রমিক ও সরকারি কর্মচারী

খ) শিক্ষক ও রিক্সা চালক

গ) সরকারি কর্মচারী ও সাংবাদিক

ঘ) রিক্সা চালক ও ট্রেন চালক

উত্তর: ক) শ্রমিক ও সরকারি কর্মচারী।

২৬. ভাষণে বঙ্গবন্ধু "হুকুম দেবার না পারি" বলে কোন নির্দেশ দিয়েছিলেন?

ক) সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য

খ) বিদেশি দূতাবাসে আশ্রয় নেওয়ার জন্য

গ) আত্মসমর্পণ করার জন্য

ঘ) অস্ত্র সমর্পণ করার জন্য

উত্তর: ক) সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য।

২৭. ৭ মার্চের ভাষণের সময় ঢাকায় কতজন পশ্চিম পাকিস্তানি সদস্য এসেছিলেন?

ক) ৩৫ জন

খ) ৫০ জন

গ) ৬৫ জন

ঘ) ৭২ জন

উত্তর: ক) ৩৫ জন।

২৮. ৭ মার্চের ভাষণটি প্রথম কত সালে ক্যাসেট আকারে প্রকাশিত হয়?

ক) ১৯৭১

খ) ১৯৭২

গ) ১৯৭৩

ঘ) ১৯৭৫

উত্তর: খ) ১৯৭২।

২৯. বঙ্গবন্ধু তার ভাষণে কোন বছরের গণ-আন্দোলনের কথা বলেছেন?

ক) ১৯৬৯ সালের

খ) ১৯৭০ সালের

গ) ১৯৬৮ সালের

ঘ) ১৯৬৬ সালের

উত্তর: ক) ১৯৬৯ সালের।

৩০. ৭ মার্চের ভাষণকে কেন মুক্তির সংগ্রাম এবং স্বাধীনতার সংগ্রাম বলা হয়?

ক) ভাষণে স্বাধীনতার সরাসরি ঘোষণা ছিল

খ) ভাষণে দুটি বিষয়ই উল্লেখ ছিল

গ) ভাষণে কেবল মুক্তির কথা ছিল

ঘ) এটি ছিল মূলত স্বাধীনতার পূর্বপ্রস্তুতি

উত্তর: খ) ভাষণে দুটি বিষয়ই উল্লেখ ছিল।

৩১. ৭ মার্চের ভাষণে "ভাতে মারবো, পানিতে মারবো" বলে কাকে উদ্দেশ্য করে বলা হয়েছিল?

ক) পশ্চিম পাকিস্তানি শাসকগোষ্ঠীকে

খ) পাকিস্তানি সেনাবাহিনীকে

গ) বাঙালি-অবাঙালিদের

ঘ) আন্তর্জাতিক সম্প্রদায়কে

উত্তর: খ) পাকিস্তানি সেনাবাহিনীকে।

৩২. ভাষণে বঙ্গবন্ধু কোন ক্ষেত্রে "অফিস, আদালত, খাজনা-ট্যাক্স বন্ধ" করার নির্দেশ দিয়েছিলেন?

ক) অসহযোগ আন্দোলন

খ) সশস্ত্র সংগ্রাম

গ) গণভোট

ঘ) আইন অমান্য আন্দোলন

উত্তর: ক) অসহযোগ আন্দোলন।

৩৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন কোন সরকারি সংস্থা বন্ধ রাখার নির্দেশ দেন?

ক) সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট

খ) স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়

গ) হাসপাতাল, ব্যাংক

ঘ) সবগুলোই

উত্তর: ক) সেক্রেটারিয়েট, সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, জজকোর্ট।

৩৪. বঙ্গবন্ধু ভাষণে কোন প্রদেশের নেতা ভূট্টোর কথা উল্লেখ করেন?

ক) পশ্চিম পাকিস্তান

খ) পাঞ্জাব

গ) সিন্ধু

ঘ) করাচি

উত্তর: ক) পশ্চিম পাকিস্তান।

৩৫. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের শাসনতন্ত্র তৈরির কথা বলেছিলেন?

ক) পূর্ব পাকিস্তান

খ) পাকিস্তান

গ) বাংলাদেশ

ঘ) ক এবং খ উভয়ই

উত্তর: খ) পাকিস্তান।

৩৬. ভাষণে বঙ্গবন্ধু কত সালে সামরিক শাসন জারির কথা বলেন?

ক) ১৯৫২ সালে

খ) ১৯৫৪ সালে

গ) ১৯৫৮ সালে

ঘ) ১৯৬৬ সালে

উত্তর: গ) ১৯৫৮ সালে।

৩৭. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন সামরিক শাসকের পতনের কথা বলেন?

ক) ইয়াহিয়া খান

খ) আইয়ুব খান

গ) জুলফিকার আলী ভুট্টো

ঘ) টিক্কা খান

উত্তর: খ) আইয়ুব খান।

৩৮. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন কমিটির কথা উল্লেখ করেন?

ক) সংগ্রাম কমিটি

খ) সাহায্য কমিটি

গ) জাতীয় পরিষদ

ঘ) রাজনৈতিক কমিটি

উত্তর: ক) সংগ্রাম কমিটি।

৩৯. ভাষণে কোন সালের নির্বাচনে জয় লাভ করেও গদিতে বসতে পারেননি বলে উল্লেখ করা হয়েছে?

ক) ১৯৫২

খ) ১৯৫৪

গ) ১৯৫৮

ঘ) ১৯৬৬

উত্তর: খ) ১৯৫৪।

৪০. ৭ মার্চের ভাষণকে কোন মহলের "স্বাধীনতার ঘোষণা" হিসেবে গণ্য করা হয়?

ক) আন্তর্জাতিক মহলে

খ) রাজনৈতিক মহলে

গ) শিক্ষাবিদ মহলে

ঘ) আইন প্রণেতা মহলে

উত্তর: ক) আন্তর্জাতিক মহলে।

৪১. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কিসের জন্য জাতীয় পরিষদ বসার আশা করেছিলেন?

ক) পাকিস্তানের স্বাধীনতা

খ) শাসনতন্ত্র রচনা

গ) নতুন নির্বাচন

ঘ) গণভোট

উত্তর: খ) শাসনতন্ত্র রচনা।

৪২. ভাষণে বঙ্গবন্ধু "মাওলানা নূরানী, মাওলানা মুফতী মাহমুদ" সহ কাদের সঙ্গে আলোচনার কথা বলেন?

ক) পশ্চিম পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারি নেতা

খ) পূর্ব পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারি নেতা

গ) আইয়ুব খানের প্রতিনিধি দল

ঘ) ইয়াহিয়া খানের প্রতিনিধি দল

উত্তর: ক) পশ্চিম পাকিস্তানের অন্যান্য পার্লামেন্টারি নেতা।

৪৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু "কিসের গোলটেবিল বৈঠক" বলে প্রশ্ন করেছিলেন?

ক) ইয়াহিয়ার গোলটেবিল বৈঠক

খ) ভূট্টোর গোলটেবিল বৈঠক

গ) সেনাবাহিনীর গোলটেবিল বৈঠক

ঘ) পাকিস্তানি সরকারের গোলটেবিল বৈঠক

উত্তর: ক) ইয়াহিয়ার গোলটেবিল বৈঠক।

৪৪. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কত সাল থেকে কত সাল পর্যন্ত রক্তদানের কথা বলেছেন?

ক) ১৯৪৮ থেকে ১৯৭১

খ) ১৯৫২ থেকে ১৯৭১

গ) ১৯৫৪ থেকে ১৯৭১

ঘ) ১৯৬৬ থেকে ১৯৭১

উত্তর: খ) ১৯৫২ থেকে ১৯৭১।

৪৫. বঙ্গবন্ধু তার ভাষণে কোন তারিখে অসহযোগের আহ্বান জানিয়েছিলেন?

ক) ২ মার্চ

খ) ৩ মার্চ

গ) ৪ মার্চ

ঘ) ৫ মার্চ

উত্তর: খ) ৩ মার্চ।

৪৬. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু "ফাঁসির দড়িতে ঝুলিয়ে" নিতে পারেনি বলে কী বুঝাতে চেয়েছেন?

ক) সামরিক শাসকের ক্ষমতা

খ) তার প্রতি জনগণের বিশ্বাস

গ) তার অনমনীয় রাজনৈতিক অবস্থান

ঘ) তার প্রতি আন্তর্জাতিক সমর্থন

উত্তর: গ) তার অনমনীয় রাজনৈতিক অবস্থান।

৪৭. ৭ মার্চের ভাষণটি কত মিনিটের রেকর্ড করা হয়েছিল?

ক) ১৭ মিনিট

খ) ১৮ মিনিট

গ) ১৯ মিনিট

ঘ) ২০ মিনিট

উত্তর: গ) ১৯ মিনিট।

৪৮. ভাষণে বঙ্গবন্ধু কোন শহরে "ডবল জিম্মি" হওয়ার হুমকির কথা বলেন?

ক) ঢাকা

খ) লাহোর

গ) করাচি

ঘ) পেশোয়ার

উত্তর: ক) ঢাকা।

৪৯. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কত সালের ছয় দফার কথা উল্লেখ করেন?

ক) ১৯৬৪

খ) ১৯৬৬

গ) ১৯৬৯

ঘ) ১৯৭০

উত্তর: খ) ১৯৬৬।

৫০. ভাষণে বঙ্গবন্ধু কোন দলটির 'সংগ্রাম কমিটি' গঠনের কথা বলেছেন?

ক) আওয়ামী লীগ

খ) মুসলিম লীগ

গ) ন্যাপ

ঘ) যুক্তফ্রন্ট

উত্তর: ক) আওয়ামী লীগ।

৫১. বঙ্গবন্ধু তার ভাষণে কোন তারিখে পরিষদের অধিবেশন বন্ধ করে দেওয়ার কথা উল্লেখ করেন?

ক) ১লা মার্চ

খ) ৩রা মার্চ

গ) ৭ই মার্চ

ঘ) ২৫শে মার্চ

উত্তর: ক) ১লা মার্চ।

৫২. ভাষণে বঙ্গবন্ধু কোন জায়গায় 'রক্তের ঋণ রক্ত দিয়ে শোধ' করার কথা বলেন?

ক) রেসকোর্স ময়দান

খ) পল্টন ময়দান

গ) ধানমন্ডি ৩২

ঘ) গণভবন

উত্তর: ক) রেসকোর্স ময়দান।

৫৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন ধরনের সংগ্রাম চালিয়ে যাওয়ার নির্দেশ দেন?

ক) সশস্ত্র সংগ্রাম

খ) শান্তিপূর্ণ সংগ্রাম

গ) আইন অমান্য আন্দোলন

ঘ) গণভোটের মাধ্যমে আন্দোলন

উত্তর: খ) শান্তিপূর্ণ সংগ্রাম।

৫৪. ভাষণে বঙ্গবন্ধু কোন শহরে হরতাল ডাকার কথা বলেছেন?

ক) ঢাকা

খ) সারা বাংলায়

গ) চট্টগ্রাম

ঘ) খুলনা

উত্তর: খ) সারা বাংলায়।

৫৫. ৭ মার্চের ভাষণের সময় ঢাকায় কোন নেতা ৫ ঘন্টা বৈঠক করেছিলেন?

ক) জুলফিকার আলী ভুট্টো

খ) ইয়াহিয়া খান

গ) আইয়ুব খান

ঘ) টিক্কা খান

উত্তর: খ) ইয়াহিয়া খান।

৫৬. ভাষণে বঙ্গবন্ধু "কোর্টের কর্মচারী"দের কী নির্দেশ দেন?

ক) অফিসে না যেতে

খ) অফিস খোলা রাখতে

গ) ধর্মঘট করতে

ঘ) অফিস ত্যাগ করতে

উত্তর: ক) অফিসে না যেতে।

৫৭. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন প্রদেশের জনগণের প্রতি হুমকি দেওয়ার কথা বলেছেন?

ক) পশ্চিম পাকিস্তান

খ) পূর্ব পাকিস্তান

গ) পাঞ্জাব

ঘ) সিন্ধু

উত্তর: ক) পশ্চিম পাকিস্তান।

৫৮. ভাষণে বঙ্গবন্ধু কাদের 'আমাদের ভাই' বলে উল্লেখ করেছেন?

ক) বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান

খ) বাঙালি-অবাঙালি, খ্রিস্টান-বৌদ্ধ

গ) শুধুমাত্র বাঙালি মুসলমান

ঘ) শুধুমাত্র বাঙালি হিন্দু

উত্তর: ক) বাঙালি-অবাঙালি, হিন্দু-মুসলমান।

৫৯. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কত তারিখের পর ইয়াহিয়া খানের দেওয়া ভাষণের কথা বলেছেন?

ক) ১ মার্চ

খ) ২ মার্চ

গ) ৩ মার্চ

ঘ) ৪ মার্চ

উত্তর: গ) ৩ মার্চ।

৬০. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের শাসনতন্ত্রকে 'জনগণের সম্পদ' বলে উল্লেখ করেন?

ক) পূর্ব পাকিস্তান

খ) পাকিস্তান

গ) বাংলাদেশ

ঘ) ক এবং খ উভয়ই

উত্তর: খ) পাকিস্তান।

৬১. ৭ মার্চের ভাষণের সময় কোন মাসে অধিবেশন ডাকার অনুরোধ করা হয়েছিল?

ক) জানুয়ারি

খ) ফেব্রুয়ারি

গ) মার্চ

ঘ) এপ্রিল

উত্তর: খ) ফেব্রুয়ারি।

৬২. ভাষণে বঙ্গবন্ধু "শান্তিপূর্ণভাবে ফয়সালা করতে পারলে" কীসের সম্ভাবনা আছে বলে উল্লেখ করেন?

ক) ভাই-ভাই হিসেবে বাস করার

খ) স্বাধীনতা লাভের

গ) ক্ষমতা হস্তান্তরের

ঘ) নতুন নির্বাচনের

উত্তর: ক) ভাই-ভাই হিসেবে বাস করার।

৬৩. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন কোন পরিবহণ চলবে বলে নির্দেশ দেন?

ক) রিকশা ও ট্রেন

খ) বাস ও লঞ্চ

গ) বিমান ও জাহাজ

ঘ) সাইকেল ও বাইক

উত্তর: ক) রিকশা ও ট্রেন।

৬৪. ভাষণে বঙ্গবন্ধু কোন ধরনের কর্মচারীদের জন্য বেতন দিতে বলেছিলেন?

ক) সরকারি ও আধা-সরকারি

খ) শ্রমিক ও সরকারি

গ) রিক্সা চালক ও ট্রেন চালক

ঘ) কেবল শ্রমিক

উত্তর: খ) শ্রমিক ও সরকারি।

৬৫. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন ক্ষেত্রে 'টাকা যেতে পারবে না' বলে নির্দেশ দেন?

ক) পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে

খ) পশ্চিম পাকিস্তান থেকে পূর্ব বাংলায়

গ) বাংলাদেশ থেকে ভারতে

ঘ) ভারত থেকে বাংলাদেশে

উত্তর: ক) পূর্ব বাংলা থেকে পশ্চিম পাকিস্তানে।

৬৬. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন কোন মিডিয়াকে তাদের আন্দোলন প্রচার না করলে বয়কট করার কথা বলেন?

ক) রেডিও, টেলিভিশন

খ) সংবাদপত্র, টেলিভিশন

গ) রেডিও, সংবাদপত্র

ঘ) রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র

উত্তর: ঘ) রেডিও, টেলিভিশন ও সংবাদপত্র।

৬৭. ভাষণে বঙ্গবন্ধু কোন ক্ষেত্রে 'আন্দোলন ও বিক্ষোভ' চালিয়ে যাওয়ার নির্দেশ দেন?

ক) তারা আমাদের উপর ঝাঁপিয়ে পড়লে

খ) আন্দোলন ঝিমিয়ে পড়লে

গ) সামরিক আইন জারী হলে

ঘ) নতুন নির্বাচন হলে

উত্তর: খ) আন্দোলন ঝিমিয়ে পড়লে।

৬৮. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন ধরনের শৃঙ্খলা বজায় রাখার কথা বলেছেন?

ক) রাজনৈতিক শৃঙ্খলা

খ) সামাজিক শৃঙ্খলা

গ) আর্থিক শৃঙ্খলা

ঘ) জাতিগত শৃঙ্খলা

উত্তর: ক) রাজনৈতিক শৃঙ্খলা।

৬৯. ভাষণে বঙ্গবন্ধু "আমি প্রধানমন্ত্রিত্ব চাইনা; মানুষের অধিকার চাই" বলে কীসের উপর জোর দিয়েছিলেন?

ক) ক্ষমতা

খ) স্বাধীনতা

গ) অধিকার

ঘ) ক্ষমতা ও অধিকার

উত্তর: গ) অধিকার।

৭০. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন মাসের প্রথম সপ্তাহে অধিবেশন ডাকার কথা বলেছিলেন?

ক) জানুয়ারি

খ) ফেব্রুয়ারি

গ) মার্চ

ঘ) এপ্রিল

উত্তর: গ) মার্চ।

৭১. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন সামরিক শাসকের পতনের পর ইয়াহিয়া খানের আগমনের কথা বলেন?

ক) জেনারেল আইয়ুব খান

খ) জেনারেল টিক্কা খান

গ) জেনারেল হামিদ খান

ঘ) জেনারেল ভূট্টো

উত্তর: ক) জেনারেল আইয়ুব খান।

৭২. ৭ মার্চের ভাষণটি কত তারিখে ইউনেস্কোর স্বীকৃতি পায়?

ক) ৩০ অক্টোবর, ২০১৭

খ) ৩১ অক্টোবর, ২০১৭

গ) ১ নভেম্বর, ২০১৭

ঘ) ২ নভেম্বর, ২০১৭

উত্তর: খ) ৩১ অক্টোবর, ২০১৭।

৭৩. ভাষণে বঙ্গবন্ধু ৬ দফার পরিবর্তন না করার কারণ কী ছিল?

ক) এটি তার ব্যক্তিগত দাবি ছিল

খ) এটি জনগণের সম্পদ ছিল

গ) এটি তার দলের সিদ্ধান্ত ছিল

ঘ) এটি আন্তর্জাতিক সমর্থন পেয়েছিল

উত্তর: খ) এটি জনগণের সম্পদ ছিল।

৭৪. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু "বাংলার ঘরে ঘরে দুর্গ গড়ে তোল" বলে কী বোঝাতে চেয়েছেন?

ক) বাড়ি বানানো

খ) আত্মরক্ষার প্রস্তুতি

গ) যুদ্ধ করার প্রস্তুতি

ঘ) অস্ত্র সংগ্রহ

উত্তর: খ) আত্মরক্ষার প্রস্তুতি।

৭৫. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের মানুষকে 'খতম করা হচ্ছে' বলে উল্লেখ করেন?

ক) পূর্ব পাকিস্তান

খ) পশ্চিম পাকিস্তান

গ) ভারত

ঘ) চীন

উত্তর: ক) পূর্ব পাকিস্তান।

৭৬. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন অঞ্চলে 'সমস্ত চাকা বন্ধ করে দেয়া হবে' বলে হুঁশিয়ারি দেন?

ক) পূর্ব বাংলায়

খ) পশ্চিম পাকিস্তানে

গ) সারা পাকিস্তানে

ঘ) শুধুমাত্র ঢাকায়

উত্তর: ক) পূর্ব বাংলায়।

৭৭. ভাষণে বঙ্গবন্ধু কোন ধরনের শ্রমিকদের বেতন দিয়ে দেওয়ার কথা বলেছেন?

ক) হরতাল অংশগ্রহণকারী শ্রমিক

খ) কারখানার শ্রমিক

গ) সরকারি শ্রমিক

ঘ) শুধুমাত্র রিক্সা চালক

উত্তর: ক) হরতাল অংশগ্রহণকারী শ্রমিক।

৭৮. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন সামরিক কর্মকর্তার সঙ্গে আলোচনার কথা বলেন?

ক) ইয়াহিয়া খান

খ) টিক্কা খান

গ) ভূট্টো

ঘ) আইয়ুব খান

উত্তর: ক) ইয়াহিয়া খান।

৭৯. ভাষণে বঙ্গবন্ধু "আন্দোলন কিভাবে করতে হয়, তা' আমি জানি" বলে কীসের উপর ভরসা দিয়েছিলেন?

ক) তার রাজনৈতিক অভিজ্ঞতা

খ) জনগণের সমর্থন

গ) সেনাবাহিনীর সমর্থন

ঘ) আন্তর্জাতিক সমর্থন

উত্তর: ক) তার রাজনৈতিক অভিজ্ঞতা।

৮০. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু "হুঁশিয়ার, একটা কথা মনে রাখবেন" বলে কোন বিষয়ে সতর্ক করেন?

ক) শত্রুর ছদ্মবেশে আত্মকলহ সৃষ্টি

খ) আন্দোলন ঝিমিয়ে পড়া

গ) বিদেশি ষড়যন্ত্র

ঘ) সামরিক বাহিনীর আক্রমণ

উত্তর: ক) শত্রুর ছদ্মবেশে আত্মকলহ সৃষ্টি।

৮১. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের শাসনভার গ্রহণ করতে চেয়েছেন?

ক) পূর্ব পাকিস্তানের

খ) পশ্চিম পাকিস্তানের

গ) পাকিস্তানের

ঘ) ক এবং খ উভয়ই

উত্তর: ক) পূর্ব পাকিস্তানের।

৮২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন তারিখে গোলটেবিল বৈঠকে যোগ দিতে অস্বীকৃতি জানান?

ক) ৯ মার্চ

খ) ১০ মার্চ

গ) ১১ মার্চ

ঘ) ১২ মার্চ

উত্তর: খ) ১০ মার্চ।

৮৩. ৭ মার্চের ভাষণটি কোন ক্যাসেটে প্রথম প্রকাশিত হয়েছিল?

ক) জয় বাংলা ক্যাসেট

খ) স্বাধীনতা ক্যাসেট

গ) মুক্তি ক্যাসেট

ঘ) সংগ্রামের ক্যাসেট

উত্তর: ক) জয় বাংলা ক্যাসেট।

৮৪. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কাদের 'মুক্তি' ও 'অধিকার' পাওয়ার কথা বলেন?

ক) বাংলার মানুষ

খ) পাকিস্তানি মানুষ

গ) সামরিক বাহিনী

ঘ) আন্তর্জাতিক সম্প্রদায়

উত্তর: ক) বাংলার মানুষ।

৮৫. ভাষণে বঙ্গবন্ধু কোন স্থানে 'গণতন্ত্রের' কথা বলেছেন?

ক) শাসনতন্ত্র

খ) জাতীয় পরিষদ

গ) আন্দোলন

ঘ) সবগুলোই

উত্তর: খ) জাতীয় পরিষদ।

৮৬. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু 'জাতীয় পরিষদ বসবে' বলে কী আশা করেছিলেন?

ক) নতুন সরকার গঠন

খ) শাসনতন্ত্র তৈরি

গ) যুদ্ধ ঘোষণা

ঘ) গণভোট

উত্তর: খ) শাসনতন্ত্র তৈরি।

৮৭. ভাষণে বঙ্গবন্ধু কত সালের ইতিহাসকে 'মুমূর্ষু মানুষের আর্তনাদ' ও 'রক্তদানের ইতিহাস' বলে উল্লেখ করেন?

ক) ১৯৪৮ থেকে ১৯৭১

খ) ১৯৫২ থেকে ১৯৭১

গ) ১৯৪৭ থেকে ১৯৭১

ঘ) ১৯৫৪ থেকে ১৯৭১

উত্তর: গ) ১৯৪৭ থেকে ১৯৭১।

৮৮. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু 'একটি গুলি চলে' এই হুমকির পর কী করার কথা বলেন?

ক) শত্রুর মোকাবেলা

খ) দুর্গ গড়ে তোলা

গ) রাস্তাঘাট বন্ধ করে দেওয়া

ঘ) সবগুলোই

উত্তর: ঘ) সবগুলোই।

৮৯. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের মানুষের হাতে ক্ষমতা ফিরিয়ে দেওয়ার কথা বলেন?

ক) পূর্ব বাংলার

খ) পশ্চিম পাকিস্তানের

গ) বাংলাদেশের

ঘ) পাকিস্তানের

উত্তর: ঘ) পাকিস্তানের।

৯০. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কোন মিডিয়াতে বাঙালি কর্মীদের যেতে নিষেধ করেন?

ক) রেডিও

খ) টেলিভিশন

গ) সংবাদপত্র

ঘ) সবগুলোতে

উত্তর: ঘ) সবগুলোতে।

৯১. ভাষণে বঙ্গবন্ধু কোন তারিখের গোলটেবিল বৈঠকে যোগদানের কথা বলেছিলেন?

ক) ১০ মার্চ

খ) ১৩ মার্চ

গ) ১৫ মার্চ

ঘ) ১৮ মার্চ

উত্তর: খ) ১৩ মার্চ।

৯২. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু 'জাতীয় পরিষদ' এর অধিবেশন ডাকার অনুরোধ কোন তারিখে করেছিলেন?

ক) ১০ ফেব্রুয়ারি

খ) ১৫ ফেব্রুয়ারি

গ) ২৫ ফেব্রুয়ারি

ঘ) ৩০ ফেব্রুয়ারি

উত্তর: খ) ১৫ ফেব্রুয়ারি।

৯৩. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের সঙ্গে 'ভাই-ভাই হিসেবে বাস করার' কথা বলেন?

ক) পূর্ব পাকিস্তান

খ) পাকিস্তান

গ) ভারত

ঘ) বাংলাদেশ

উত্তর: খ) পাকিস্তান।

৯৪. ৭ মার্চের ভাষণকে কেন "কবিতা" বলা হয়?

ক) এর সাহিত্যিক মানের কারণে

খ) এতে ছন্দ ও সুর ছিল

গ) এর ঐতিহাসিক গুরুত্বের কারণে

ঘ) এর রাজনৈতিক গুরুত্বের কারণে

উত্তর: ক) এর সাহিত্যিক মানের কারণে।

৯৫. ৭ মার্চের ভাষণে বঙ্গবন্ধু কাদের 'আমার ভাই' বলে উল্লেখ করেন?

ক) সেনাবাহিনীতে কর্মরত বাঙালি

খ) পুলিশে কর্মরত বাঙালি

গ) সামরিক বাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তারা

ঘ) ক এবং খ উভয়ই

উত্তর: ক) সেনাবাহিনীতে কর্মরত বাঙালি।

৯৬. ভাষণে বঙ্গবন্ধু কোন সময়ে 'ব্যাংকগুলো দু'ঘন্টার জন্য খোলা থাকবে' বলে জানান?

ক) অসহযোগ আন্দোলনের সময়

খ) সামরিক শাসনের সময়

গ) নির্বাচনের সময়

ঘ) হরতালের সময়

উত্তর: ক) অসহযোগ আন্দোলনের সময়।

৯৭. ৭ মার্চের ভাষণটি কোন ভাষায় দেওয়া হয়েছিল?

ক) ইংরেজি

খ) উর্দু

গ) বাংলা

ঘ) ক এবং গ উভয়ই

উত্তর: গ) বাংলা।

৯৮. ভাষণে বঙ্গবন্ধু কোন দেশের সৈন্যদের ব্যারাকে থাকার কথা বলেন?

ক) পাকিস্তান

খ) ভারত

গ) বাংলাদেশ

ঘ) সবগুলোই

উত্তর: ক) পাকিস্তান।

৯৯. ৭ মার্চের ভাষণটি কত বছর পর ইউনেস্কো স্বীকৃতি পায়?

ক) ৪২ বছর পর

খ) ৪৪ বছর পর

গ) ৪৬ বছর পর

ঘ) ৪৭ বছর পর

উত্তর: গ) ৪৬ বছর পর।

১০০. ৭ মার্চের ভাষণটি কীসের প্রতি বাঙালির অধিকারের কথা বলেছিল?

ক) অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি

খ) অর্থনীতি, সমাজ ও সংস্কৃতি

গ) রাজনীতি, সমাজ ও অর্থনীতি

ঘ) সংস্কৃতি, ধর্ম ও রাজনীতি

উত্তর: ক) অর্থনীতি, রাজনীতি ও সংস্কৃতি।


সবশেষেঃ 

২০১৭ সালের ৩০শে অক্টোবর, ইউনেস্কো (UNESCO) এই ঐতিহাসিক ভাষণটিকে "বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য" (Memory of the World International Register) হিসেবে স্বীকৃতি দিয়েছে। এটি ছিল কোনো বাংলাদেশি দলিল যা প্রথমবার আনুষ্ঠানিক ও স্থায়ীভাবে ইউনেস্কোর তালিকায় স্থান পেয়েছিল। এটি প্রমাণ করে যে ৭ই মার্চের ভাষণ কেবল বাংলাদেশের জন্যই নয়, বিশ্বজুড়ে সকল মুক্তিকামী মানুষের জন্য এক অনুপ্রেরণার উৎস।


Previous Post
No Comment
Add Comment
comment url