সাজেশন: রাষ্ট্রবিজ্ঞান ৫ম পত্র, ডিগ্রি তৃতীয় বর্ষ; পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিত-২০২৫)

জাতীয় বিশ্ববিদ্যালয়
বিএ/বিএসএস ডিগ্রি (পাস) তৃতীয় বর্ষ: পরীক্ষা-২০২৩ (অনুষ্ঠিতব্য-২০২৫/২৬)
বিষয়: রাষ্ট্রবিজ্ঞান-পঞ্চম পত্র
(বাংলাদেশের স্থানীয় সরকার ও গ্রামীণ রাজনীতি)
বিষয় কোড: ১৩১৯০১
_______০_______


ক-বিভাগ
(যেকোনো ১০ টি প্রশ্নের উত্তর দাও)

অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি:

১. স্থানীয় সরকার বলতে কী বুঝ?

উত্তর: স্থানীয় সরকার জাতীয় সরকারের একটি অংশ যা বিশেষ কোনো স্থানীয় প্রশাসনের সাথে জড়িত, যা সরকারি কর্মকর্তাদের দ্বারা পরিচালিত হয় এবং কার্যাবলি সম্পাদনের জন্য কেন্দ্রীয় সরকারের কাছে দায়বদ্ধ থাকে।

২. জেলার প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে?

উত্তর: জেলা প্রশাসক।

৩. NGO এর পূর্ণরূপ কী?

উত্তর: Non-Government Organization.

৪. CARE এর পূর্ণরূপ লিখ?

উত্তর: Co-operative for Assistance and Relief Everywhere.

৫. NICAR এর পূর্ণরূপ লিখ?

উত্তর: The National Implementation Committee for Administrative Reorganization.

৬. BARD এর পূর্ণরূপ কী?

উত্তর: Bangladesh Academy for Rural Development.

৭. The Mind and Society গ্রন্থটির রচয়িতা কে? 

উত্তর: ডিলফ্রেডো প্যারেটোর লেখা।

৮. Ancient Society গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: দুইস হেনরি মর্গান।

৯. স্থানীয় সরকার অধ্যয়নের একটি পদ্ধতির নাম লেখ?

উত্তর: ঐতিহাসিক পদ্ধতি ও দার্শনিক পদ্ধতি।

১০. স্থানীয় স্বায়ত্ত্বশাসিত সরকার কী?

উত্তর: একটি ক্ষুদ্র এলাকার জনগণ দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের সমন্বয়ে গঠিত এবং নিজস্ব প্রক্রিয়ায় পরিচালিত সরকারই স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার।

১১. ইউনিয়ন পরিষদের মোট নির্বাচিত সদস্য কতজন?

উত্তর: ১৩ জন। (১জন চেয়ারম্যান, ৯টি ওয়ার্ড জন সদস্য এবং ৩টি সংরক্ষিত আসনে ৩জন নির্বাচিত নারী সদস্য)।

১২. Little Republic কাকে বলা হয়?

উত্তর: প্রাচীন ভারতবর্ষের গ্রামগুলোকে Little Republic বলা হতো।

১৩. ইউনিয়ন পরিষদ কতটি ওয়ার্ড নিয়ে গঠিত?

উত্তর: ৯টি ওয়ার্ড।

১৪. পৌরসভার প্রধানকে কি বলা হয়?

উত্তর: মেয়র।

১৫. বাংলাদেশের স্থানীয় সরকারের দুইটি উন্নয়নমূলক কাজ উল্লেখ কর?

উত্তর: কর ব্যবস্থা।

১৬. Father of Green Revolution বলা হয় কাকে?

উত্তর: নরম্যান বোরলগকে।

১৭. বাংলাদেশে বর্তমানে কয়টি উপজেলা পরিষদ রয়েছে?

উত্তর: ৪৯৫টি।

১৮. বাংলাদেশে বর্তমানে সিটি কর্পোরেশনের সংখ্যা কতটি?

উত্তর: ১২টি।

১৯. উপজেলা পরিষদের উপদেষ্টা কে?

উত্তর। উপজেলা এলাকার সংশ্লিষ্ট সংসদ সদস্য।

২০. ইউনিয়ন পরিষদে কতটি পদ নারী সদস্যদের জন্য সংরক্ষিত? 

উত্তরঃ ৩টি।

২১. জেলা পরিষদের মোট নির্বাচিত সদস্য কত জন?

উত্তর: ২১ জন।

২২. পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর: ১৯৯৭ সালের ২ ডিসেম্বর।

২৩. বাংলাদেশের প্রশাসনিক কেন্দ্রবিন্দু কোনটি?

উত্তর: বাংলাদেশ সচিবালয়।

২৪ জাতীয় অর্থনৈতিক পরিষদ (ECNEC) কী?

উত্তর দেশের যেকোনো ধরনের পরিকল্পনা প্রণয়ন ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার সর্বোচ্চ কর্তৃপক্ষই হলো জাতীয় অর্থনৈতিক পরিষদ। প্রধামন্ত্রী এ সংস্থার প্রধান এবং মন্ত্রীপরিষদের সদস্যবৃন্দ এর সদস্য।

২৫ আধুনিক উন্নয়ন পরিকল্পনার ধারণা সর্বপ্রথম "কোন দেশে পাওয়া যায়?

উত্তর। সোভিয়েত রাশিয়ায়।

২৬. সিদ্ধান্তগ্রহণ প্রক্রিয়া কী?

উত্তর: কোনো লক্ষ্য অর্জনের জন্য প্রাপ্ত বিকল্পগুলোর মধ্যে থেকে উত্তম বিকল্প বাছাই ৩৮ করার প্রক্রিয়াকেই সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বলে।

২৭. গ্রামীন রাজনীতি কী? 

উত্তর। গ্রামীণ মানুষের রাজনৈতিক কর্মকাণ্ড ও আচার অনুষ্ঠানকে গ্রামীণ রাজনীতি বলে।

২৮. গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: গ্রামীণ সমাজের প্রধান বৈশিষ্ট্য হলো- এ সমাজ কৃষিনির্ভর।

২৯. গ্রাম্য আদালত কী?

উত্তর: ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বার বা পরিষদ কর্তৃক প্রদত্ত বিচার ক্ষমতা প্রয়োগ করে গ্রামীণ সমাজে যে বিচারকার্য পরিচালনা করা হয় তাকেই গ্রাম্য আদালত বলে।

৩০. সমন্বয় বলতে কী বুঝ?

উত্তর: প্রশাসনিক বিকেন্দ্রীকরণ সুবিধার্থে এক বিভাগ অন্য বিভাগের সাথে মিলেমিশে কাজ করাই হলো সমন্বয়।

৩১. বাংলাদেশের একটি স্থানীয় স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের নাম উল্লেখ কর।

উত্তর। ইউনিয়ন পরিষদ, উপজেলা পরিষদ, জেলা পরিষদ, সিটি কর্পোরেশন ও পৌরসভা এবং পাবর্ত্য আঞ্চলিক পরিষদ।

৩২. ১৮৭৩ সালে চিরস্থায়ী বন্দোবস্ত কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড কর্নওয়ালিস।

৩৩ চিরস্থায়ী বন্দোবস্ত কত সালে পাস করা হয়?

উত্তর: ১৭৯৩ সালে।

৩৪. মৌলিক গণতন্ত্র আদেশ কত সালে জারি করা হয়েছিল? 

উত্তর। ২৭ অক্টোবর ১৯৫৯ সালে।

৩৫. মৌলিক গনতন্ত্র অধ্যাদেশ কে জারি করেন? 

উত্তর: আইয়ুব খান।

৩৬. মৌলিক গণতন্ত্রের আদেশে দু'প্রদেশের মোট কতটি নির্বাচনি একক সৃষ্টি করা হয়?

উত্তর: ৮০,০০০।

৩৭. গ্রাম চৌকিদারি আইন কত সালে প্রণীয় হয়?

উত্তর: ২২ জানুয়ারি ১৮৭০ সালে।

৩৮. ব্রিটিশ ভারতে ১৮৭০ সালের চৌকিদার পঞ্চয়েত আইন কে প্রবর্তন করেন?

উত্তর: লর্ড মেয়ো।

৩৯. বাংলাদেশে বর্তমানে কতটি ইউনিয়ন পরিষদ রয়েছে? 

উত্তর ৪.৫৭৮টি।

৪০. পোষক কী?

উত্তর: পোষক বলতে এমন এক ধরনের পদস্থ ব্যক্তি বা ব্যক্তিবর্গকে নির্দেশ করে যারা, মনিবের ভূমিকায় অবতীর্ণ হয়। যেমন গ্রামা মহাজন বা ধনী ব্যক্তি।

৪১. Leadership শব্দটি কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: Load শব্দ থেকে।

৪২. গ্রামীণ সমাজের জ্ঞাতি সম্পর্কের ভিত্তি কী?

উত্তর: রক্তসম্পর্কীয় আত্মীয়তা।

৪৩. বিকেন্দ্রীকরণ কী?

উত্তর: বিকেন্দ্রীকরণ বলতে সরকারের উচ্চ পর্যায় থেকে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে জনস্বার্থে পরিকল্পনা প্রণয়ন, সিদ্ধান্ত গ্রহণ ও ব্যবস্থাপনার কর্তৃত্ব স্থানীয় বা নিম্নপর্যায়ে স্থানান্তরকে বোঝায়।

৪৪. Cultural Change কার লেখা?

উত্তর: টয়েনবি চ্যাপিন-এর।

৪৫. কুমিল্লা মডেল কে কত সালে প্রতিষ্ঠিত করেন?

উত্তর: বিখ্যাত সমাজসেবক ও শিক্ষাবিদ আখতার হামিদ খান ১৯৫৯ সালে কুমিল্লা মডেল বা BARD প্রতিষ্ঠা করেন।

৪৬. পরিকল্পনা কমিশনের চেয়ারম্যান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।

৪৭. বাংলাদেশের পল্লী উন্নয়নে জড়িত দুটি NGO এর নাম লিখ।

উত্তর: ব্র্যাক, আশা, কেয়ার ও নিজেরা করি।

৪৮. বাংলাদেশের স্থানীয় সরকারের সর্বনিম্ন স্তর কোনটি?

উত্তর: ইউনিয়ন পরিষদ।


খ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)


সংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ

১. গ্রামীণ ক্ষমতা কাঠামো বলতে কী বুঝ?

২. পরিকল্পনা কী? পরিকল্পনার বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর?

৩. পৌরসভা গঠন বর্ণনা কর?

৪. স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকারের মধ্যে পার্থক্য উল্লেখ কর?

৫. পার্বত্য আঞ্চলিক পরিষদের চারটি কাজ উল্লেখ কর?

৬. গ্রামীণ কোন্দল বলতে কী বুঝ?

৭. বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ড কী?

৮. স্থানীয় শাসন কী? স্থানীয় স্বায়ত্তশাসনের সংজ্ঞা দাও?

৯. বঙ্গীয় গ্রামীণ স্বায়ত্তশাসন আইন, ১৯১৯ এর প্রকৃতি উল্লেখ কর?

১০. পার্বত্য চট্টগ্রাম জেলা স্থানীয় সরকার পরিষদের গঠন আলোচনা কর?


গ-বিভাগ
(যেকোনো ৫টি প্রশ্নের উত্তর দাও)

রচনামূলক প্রশ্নাবলিঃ

১. পল্লি উন্নয়ন বলতে কী বুঝ? পল্লি উন্নয়নে এনজিওর কর্মসূচি আলোচনা কর।

২. প্রশাসনিক বিকেন্দ্রীকরণের সুবিধা-অসুবিধাসমূহ আলোচনা কর।

৩. স্থানীয় সরকার পরিকল্পনা কী?

৪. জাতীয় রাজনীতি বলতে কী বুঝ? বাংলাদেশের জাতীয় রাজনীতিতে স্থানীয় রাজনীতির প্রভাব আলোচনা কর।

৫. বাংলাদেশের স্থানীয় সরকারের সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া বর্ণনা কর।

৬. বাংলাদেশের স্থানীয় সরকারের প্রধান সমস্যাগুলো চিহ্নিত কর এবং সমাধানের পরামর্শ দ

৭. ইউনিয়ন পরিষদের গঠন, ক্ষমতা ও কার্যাবলি আলোচনা কর।

৮. বাংলাদেশের স্থানীয় সংস্থাগুলোর আয়ের উৎসসমূহ ও ব্যয়ের খাতসমূহ সম্পর্কে আলোচনা কর।

৯. স্থানীয় সরকার অধ্যয়নের পদ্ধতিসমূহ আলোচনা কর।

১০. বাংলাদেশের স্থানীয় সরকারের উপর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণ ব্যাখ্যা কর।

১১. বাংলাদেশে স্থানীয় সরকারের সমস্যা আলোচনা কর।


বিশেষ দ্রষ্টব্যঃ "প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুগণ, আপনাদের সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, উক্ত সাজেশনটি আমরা বিগত বোর্ড পরীক্ষায় আসা প্রশ্নাবলি,অনলাইলাইন প্লাটফর্মের বিভিন্ন ওয়েবসাইট,বর্তমান শিক্ষাক্রম ব্যবস্থা, মেধাবী ছাত্রাছাত্রীদের সাজেস্টকৃত তথ্য এবং বিভিন্ন মাধ্যমে প্রকাশিত অন্যান্য সাজেশন সমূহ থেকে এই সাজেশনটিকে একটু ভিন্নভাবে ১০০% কমনের নিশ্চয়তায় তৈরি করা হয়েছে। তাই উক্ত সাজেশনটির কোন লেখা বা তথ্য যদি আপনাদের বিভিন্ন মাধ্যমে প্রকাশিত কোন লেখা বা কনন্টেটের সাথে মিলে যায় এবং সেটা নিয়ে যদি আপনাদের কোন আপত্তি থাকে, তাহলে অনুগ্রহ করে আমাদের যোগাযোগ ফর্মের মাধ্যমে আমাদেরকে জানাবেন। আমরা আপনার কন্টেন্ট সাথে সাথে আমাদের ওয়েবসাইট হতে মুছে ফেলার চেষ্টা করবো। (তবে আমাদের ধারনা আপনি/আপনারা শিক্ষার্থীদের সুবিধা এবং ভালো ফলাফল লাভের প্রত্যাশায় আপনার লেখাটি প্রকাশ করেছেন, আমরাও ঠিক একই উদেশ্যে উক্ত লেখাটি প্রকাশ করেছি। ধন্যবাদ।।"


Previous Post
No Comment
Add Comment
comment url