সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি

হেলো ভিউয়ার'স, কেমন আছেন সবাই? 'এডুকেশন বিডি ব্লগ' এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর "বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি" সম্পর্কে।  এছাড়াও আরও আরও আলোচনা করবো সাধারণ জ্ঞান কুইজ আধুনিক অর্থনৈতিক সংগঠনের প্রকৃতি, বেসরকারিকরণ, রাষ্ট্রীয় বৈশ্বিক উদ্যোগ বনাম বেসরকারিকরণ এবং রাজনৈতিক সংগঠন ও কর্মতৎপরতার সম্পর্ক। তাহলে চলুন শুরু করা যাক-

General Knowledge Politics and Economy of Bangladesh
সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি 

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি

১। রাজনীতি বলতে কি বুঝ?

অথবা, রাজনীতি কি?

উত্তর: যে প্রক্রিয়ার মাধ্যমে কতিপয় আদর্শের ভিত্তিতে জনগণকে প্রভাবিত করে ক্ষমতা অর্জনের চেষ্টা করা হয় তাকে রাজনীতি বলে।

২। এরিস্টটলের মতে রাজনীতির মূল লক্ষ্য কি?

অথবা, রাজনীতির লক্ষ্য কি?

উত্তর: কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনের জন্য নীতি বা সিদ্ধান্ত গ্রহণ করা।

৩। রাজনীতির প্রাতিষ্ঠানিক ভিত্তি কি?

উত্তর: রাজনীতির প্রাতিষ্ঠানিক ভিত্তি হচ্ছে সংসদ, রাজনৈতিক দল এবং চাপসৃষ্টিকারী গোষ্ঠী।

৪। 'উত্তম জীবন প্রতিষ্ঠা করাই রাজনীতির লক্ষ্য' কে বলেছেন?

উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল। 

৫। শাসক ও শাসিতের মধ্যে সম্পর্ক স্থাপিত হয় কিসের মাধ্যমে?

উত্তর: রাজনীতির মাধ্যমে।

৬। রাজনীতির আওতাভুক্ত কোন বিষয়গুলো?

উত্তর: কোনো সুসংগঠিত ও স্বয়ংসম্পূর্ণ সমাজের উত্তম জীবনযাত্রার সাথে সম্পর্কযুক্ত সকল কিছুই রাজনীতির আওতাভুক্ত। 

৭। রাজনীতির মূলকথা কি?

উত্তর: উৎকৃষ্ট জীবনের প্রকৃতি সম্পর্কে মতবিরোধ এবং এর সাথে গোষ্ঠীস্বার্থের সম্পর্কই রাজনীতির মূলকথা।

৮। Economy শব্দটির উৎপত্তি কোন শব্দ থেকে? 

উত্তর: প্রাচীন গ্রিক শব্দ oikonomia থেকে।

৯। এরিস্টটলের মতে রাজনীতি কি? 

উত্তর: রাজনীতি হলো জনসেবা।

১০। এরিস্টটলের মতে রাজনীতির সারবস্তু কি? 

উত্তর: জনজীবনের বিষয়বস্তু ও গতিপথ সংক্রান্ত যৌথ সিদ্ধান্ত গ্রহণে সর্বসাধারণের অংশগ্রহণই রাজনীতির সারবস্তু।

১১। অর্থনীতি কি?

উত্তর: অর্থনীতি এমন একটি পরিবর্তনশীল সামাজিক বিজ্ঞান, মানুষের অসীম অভাব এবং বিকল্প ব্যবহারযোগ্য সীমিত সম্পদের মধ্যে সমন্বয় সাধনকারী কার্যাবলি পর্যালোচনা করে।

১২। অর্থনীতি কোন ধরনের বিজ্ঞান?

উত্তর: সামাজিক বিজ্ঞান।

১৩। অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Economics.

১৪। Economics শব্দটি কোন শব্দ হতে এসেছে?

উত্তর: গ্রিক।

১৫। Economics শব্দটি গ্রিক কোন শব্দ হতে এসেছে?

উত্তর: Oikonomia.

১৬। Oikonomia শব্দটির বাংলা প্রতিশব্দ কি?

উত্তর: গার্হস্থ্য পরিচালনা।

১৭। অর্থনীতির সংজ্ঞাকে কয়টি দৃষ্টিকোণ হতে বিবেচনা করা হয়?

উত্তর: চারটি।

১৮। "সম্পদের উৎপাদন ও তা বণ্টনের ব্যবহারিক বিজ্ঞানই হলো অর্থনীতি" সংজ্ঞাটি কার?

উত্তর: জে. এস. মিলের।

১৯। "অর্থনীতির মূল উদ্দেশ্য সম্পদ নিয়ে আলোচনা নয়, বরং মানবকল্যাণ নিয়ে আলোচনাই মুখ্য"-সংজ্ঞাটি কার?

উত্তর: অধ্যাপক মার্শালের।

২০। "অর্থনীতি হচ্ছে এমন একটি বিষয়, যা জাতিসমূহের সম্পদের প্রকৃতি ও কারণ অনুসন্ধান করে" সংজ্ঞাটি কার?

উত্তর: এডাম স্মিথের।

২১। অর্থনীতির জনক কে?

অথবা, অর্থনীতির জনক কাকে বলা হয়?

অথবা, রাজনৈতিক অর্থনীতির প্রবক্তা কে?

উত্তর: এডাম স্মিথ।

২২। কোন দেশে সর্বপ্রথম অর্থশাস্ত্রের সূচনা হয়?

উত্তর: প্রাচীন গ্রিসে।

২৩। আধুনিক অর্থশাস্ত্রের কয়টি গুরুত্বপূর্ণ শাখা রয়েছে?

উত্তর: দুটি।

২৪। আধুনিক অর্থশাস্ত্রের শাখা দুটি কি কি?

উত্তর: ব্যষ্টিক অর্থনীতি ও সামষ্টিক অর্থনীতি।

২৫। আধুনিককালে আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে কয়টি ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর: আধুনিককালে আলোচনার সুবিধার্থে অর্থনীতিকে দুটি ভাগে ভাগ করা যায়। যথা- ব্যষ্টিক অর্থনীতি এবং সামষ্টিক অর্থনীতি।

২৬। ব্যষ্টিক অর্থনীতির ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Micro Economics.

২৭। ব্যষ্টিক অর্থনীতি কাকে বলে?

উত্তর। অর্থনীতির যে শাখায় বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান বা সংস্থা সম্পর্কে পৃথক পৃথকভাবে আলোচনা করা হয় তাকে ব্যষ্টিক অর্থনীতি বলে।

২৮। রাষ্ট্রীয় অর্থনীতি কি?

উত্তর: অর্থনীতির যে শাখায় রাষ্ট্রের অর্থনৈতিক কার্যাবলি আলোচিত হয়।

২৯। রাষ্ট্রীয় অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর। (ক) উৎপাদন শক্তি ও উৎপাদন সম্পর্ক, (খ) উৎপাদন প্রণালি এবং (গ) অর্থনৈতিক নিয়ম বা নীতি।

৩০। অর্থনীতির জনক 'Adam Smith'-এর বিখ্যাত গ্রন্থের নাম কি?

উত্তর: 'The Wealth of Nation'

৩১। 'An Enquiry into the Nature and the Causes of the Wealth of Nations'-বইটির লেখক কে?

অথবা, 'The Wealth of Nations' গ্রন্থটির রচয়িতা কে?

অথবা, 'Wealth of Nation' গ্রন্থের লেখক কে?

উত্তর: অর্থনীতির জনক এডাম স্মিথ (Adam Smith).

৩২। অর্থনীতিকে "সম্পদের বিজ্ঞান" বলেছেন কে?

অথবা, "অর্থনীতি সম্পদের বিজ্ঞান" উক্তিটি কার?

অথবা, অর্থনীতিকে সম্পদের বিজ্ঞান কে বলেছেন?

উত্তর: অর্থনীতিবিদ এডাম স্মিথ (Adam Smith)।

৩৩। অধ্যাপক চার্লস এ. বিয়ার্ড রাজনীতি ও অর্থনীতির সম্পর্ক আলোচনা করতে গিয়ে সমাজ বিকাশের কয়টি পর্যায়ের কথা বলেছেন?

অথবা, অধ্যাপক চার্লস এ. বিয়ার্ড সমাজ বিকাশের কয়টি স্তরের কথা উল্লেখ করেছেন?

অথবা, চার্লস ও বিয়ার্ড সমাজ বিকাশের কয়টি পর্যায়ের কথা বলেছেন?

উত্তর: ৫টি।

৩৪। 'The Economic Basic of Politics' নামক গ্রন্থের রচয়িতা কে?

অথবা, "The Economic Basis of Politics" গ্রন্থের রচয়িতার নাম লিখ।

অথবা, "The Economic Basis of Politics" গ্রন্থের লেখক কে?

উত্তর: চার্লস এ. বিয়ার্ড (Charles Austin Beard)।

৩৫. A Treatise on Political Economy-গ্রন্থটির রচয়িতা কে?

উত্তর: Jean-Baptiste Say.

৩৬। 'The Political Basis of Economic Development.' গ্রন্থটির রচয়িতার নাম লিখ।

উত্তর: রবার্ট হোল্ট ও জন টার্নার।

৩৭। 'Political Economy deals with the nature and causes of wealth of states.'-উক্তিটি কার?

উত্তর: অ্যাডাম স্মিথের।

৩৮। "অর্থনীতি মূলত স্বল্পতা ও স্বল্পতার কারণে যে যে সমস্যার সৃষ্টি হয় তাই আলোচনা করে।"-উক্তিটি কার?

উত্তর: স্টোনিয়ার এবং হেগের।

৩৯। "অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে"-এ ধারণায় বিশ্বাসী কারা?

অথবা, "অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে"-এ মতবাদের সমর্থক কারা?

উত্তর: চার্লস এ. বিয়ার্ড, হারম্যান ফাইনার, এমিল বার্নস, লাস্কি প্রমুখ।

৪০। "রাজনীতি অর্থনীতিকে নিয়ন্ত্রণ করে"-কে বলেছেন?

অথবা, "অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে।"-এ মতের সমর্থক কারা?

উত্তর: চার্লস এ. বিয়ার্ড, হারম্যান ফাইনার এবং এমিল বার্নস।

৪১। "Political economy deals the nature and causes of wealth of states," -উক্তিটি কার?

উত্তর: উক্তিটি রিকার্ডের।

৪২। আধুনিক রাষ্ট্র কি ধরনের রাষ্ট্র?

অথবা, আধুনিক রাষ্ট্র কেমন রাষ্ট্র?

উত্তর: কল্যাণমূলক রাষ্ট্র।

৪৩। কল্যাণমূলক রাষ্ট্রের মূলকথা কি?

উত্তর: জনগণের সর্বাঙ্গীণ কল্যাণ সাধন করা।

৪৪। কল্যাণমূলক রাষ্ট্রের একটি বৈশিষ্ট্য উল্লেখ কর।

উত্তর: জনকল্যাণ সাধন।

৪৫। সমাজ বিকাশের কোন পর্যায়ে পুঁজিবাদী ব্যবস্থার বিকাশ ঘটে?

উত্তর: চতুর্থ পর্যায়ে।

৪৬। সমাজ বিকাশের আধুনিক রূপ কি?

উত্তর: পুঁজিবাদ ১৮১৮ সন্ত্যজ

৪৭। পুঁজিবাদ কি?

উত্তর: যে অর্থব্যবস্থায় সম্পত্তির উপর ব্যক্তিমালিকানা স্বীকৃত, উৎপাদন ও বণ্টনের ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ অনুপস্থিত এবং যেখানে অবাধ প্রতিযোগিতা ও শ্রেণীশোষণ বিদ্যমান; তাকে পুঁজিবাদ বলা হয়।

৪৮। এককথায় পুঁজিবাদের সংজ্ঞা দাও। 

উত্তর: পুঁজিবাদ হলো এমন একটি ব্যবস্থা যেখানে উৎপাদনকার্য ব্যক্তিমালিকানা কর্তৃক নিয়ন্ত্রিত ও পরিচালিত হয়।

৪৯। পুঁজিবাদী সমাজে কয় ধরনের শ্রেণী বিদ্যমান?

উত্তর: ২ ধরনের। যথা- পুঁজিপতি ও শ্রমিক।

৫০। মার্কসীয় ধারণায় পুঁজিবাদী সমাজে বিদ্যমান শ্রেণী দুটির নাম লিখ?

উত্তর: পুঁজিবাদী সমাজে বিদ্যমান শ্রেণী দুটি হলো ১. বুর্জোয়া শ্রেণী এবং ২. প্রলেতারিয়েত শ্রেণী

৫১। পুঁজিবাদী সমাজে কোন শ্রেণীর প্রাধান্য লাক্ষণীয়? 

উত্তর: পুঁজিপতি বা বুর্জোয়া শ্রেণীর।

৫২। কোন অর্থব্যবস্থায় মুনাফার উদ্দেশ্যে উৎপাদন পরিচালিত হয়? 

উত্তর: পুঁজিবাদী অর্থব্যবস্থায়।

৫৩। সমাজতন্ত্র কি?

উত্তর: যে অর্থনৈতিক ব্যবস্থায় উৎপাদনযন্ত্র, উৎপাদন ব্যবস্থা ও বণ্টন প্রণালির উপর রাষ্ট্রীয় মালিকানা প্রতিষ্ঠিত হয় তাকে সমাজতন্ত্র বলে।

৫৪। সমাজতন্ত্রের ২টি প্রকারভেদ লিখ।

উত্তর: দুটি প্রকারভেদ হলো:

(ক) কাল্পনিক সমাজতন্ত্র এবং

(খ) বৈজ্ঞানিক সমাজতন্ত্র। 

৫৫। সমাজতন্ত্রের ৩টি প্রকারভেদ উল্লেখ কর।

উত্তর: তিনটি প্রকারভেদ হলো:

(ক) কাল্পনিক সমাজতন্ত্র,

(খ) সংঘমূলক সমাজতন্ত্র ও

(গ) গণতান্ত্রিক সমাজতন্ত্র।

৫৬। সমাজতান্ত্রিক অর্থব্যবস্থার মূল উদ্দেশ্য কি?

উত্তর: রাষ্ট্রীয় সম্পদের সুসম বণ্টন নিশ্চিত করে শ্রেণীবৈষম্যের অবসান ঘটানো এবং শোষণহীন সমাজ গড়ে তোলা।

৫৭। সমাজতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: ব্যক্তিগত মালিকানার অবসান।

৫৮। শোষণহীন সমাজব্যবস্থা কোন অর্থনৈতিক ব্যবস্থার বৈশিষ্ট্য?

উত্তর: সমাজতন্ত্রের।

৫৯। সমাজতন্ত্রে কোন ধরনের মালিকানা স্বীকৃত?

উত্তর: রাষ্ট্রীয় মালিকানা স্বীকৃত।

৬০। রাষ্ট্রীয় মালিকানা বিদ্যমান কোন অর্থনৈতিক ব্যবস্থায়?

উত্তর: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়।

৬১। সমাজতন্ত্রের বিপক্ষে তিনটি যুক্তি দাও।

উত্তর: (ক) ব্যক্তির অধিক রাষ্ট্রের প্রাধান্য, (খ) উৎপাদন হ্রাস ও (গ) ব্যক্তি উদ্যোগের অস্বীকৃতি।

৬২। কোন ব্যবস্থায় গণতন্ত্রের রীতিনীতিকে অস্বীকার করা হয়?

উত্তর: সমাজতান্ত্রিক ব্যবস্থায়।

৬৩। শ্রেণী শোষণ অনুপস্থিত কোন ব্যবস্থায়?

উত্তর: সমাজতান্ত্রিক ব্যবস্থায়।

৬৪। Socialism is a advocacy of communal ownership of land and capital-উক্তিটি কার?

উত্তর: উক্তিটি বাট্রান্ড রাসেলের।

৬৫। "সমাজতন্ত্র হলো ভূমি এবং পুঁজির যৌথ মালিকানা।"-কে বলেছেন?

উত্তর: বার্ট্রান্ড রাসেল।

৬৬। 'সমাজতন্ত্র হলো ভূমি ও পুঁজির সম্পদশীল সমর্থন।"-উক্তিটি কার?

উত্তর: বার্ট্রান্ড রাসেলের।

৬৭। শ্রেণীহীন ও শোষণহীন সমাজ প্রতিষ্ঠার জন্য উৎপাদনের উপকরণের উপর সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা হয় কোন অর্থনৈতিক ব্যবস্থায়?

উত্তর: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়।

৬৮। সমাজের সকল ক্ষেত্রে রাষ্ট্রীয় নিয়ন্ত্রণ লাভ করে কোন অর্থনৈতিক ব্যবস্থায়?

উত্তর: সমাজতান্ত্রিক অর্থনৈতিক ব্যবস্থায়।

৬৯। কোনটি সমাজতান্ত্রিক অর্থনীতির একটি অপরিহার্য দিক?

উত্তর: শিল্পের জাতীয়করণ।

৭০। বৈজ্ঞানিক সমাজতন্ত্রের জনক কে?

অথবা, বৈজ্ঞানিক সমাজতন্ত্রের প্রবর্তক কে?

উত্তর: কার্ল মার্কস।

৭১। মিশ্র অর্থনীতিতে মালিকানা কি ধরনের হয়?

অথবা, মিশ্র অর্থনীতির মালিকানা কিরূপ?

উত্তর: ব্যক্তি মালিকানা ও রাষ্ট্রীয় মালিকানা।

৭২। "আধুনিক রাষ্ট্রের সর্বাপেক্ষা কঠিন সমস্যা হলো অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্ক নিরূপণ"- উক্তিটি কে করেছেন?

উত্তর: উক্তিটি হারম্যান হেলার করেছেন।

৭৩। ক্ষমতা কি?

উত্তর: ক্ষমতা হলো এক রকম শক্তি, সামর্থ্য বা দক্ষতা প্রভৃতি প্রভাব।

৭৪। Power and Society গ্রন্থটি কে লিখেছেন?

উত্তর: H. D. Laswell and A. Kaplana.

৭৫। অর্থনৈতিক ক্ষমতা ও রাজনৈতিক ক্ষমতার মধ্যে সম্পর্কের দুটি কারণ উল্লেখ কর।

উত্তর: দুটি কারণ (ক) ঐতিহাসিক সম্পর্ক, (খ) নির্ভরশীলতার সম্পর্ক।

৭৬। "ক্ষমতা সম্পর্কিত আত্মচরিত হলো সংবিধান"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক ফাইনার।

৭৭। অর্থনৈতিক সংগঠন কি?

উত্তর: যে সংগঠন রাষ্ট্রীয় নীতিমালার মাধ্যমে জনগোষ্ঠীর জন্য সুপরিকল্পিত অর্থনৈতিক নীতিমাল্লা ও পরিকল্পন গ্রহণ এবং বাস্তবায়ন করে থাকে তাকে অর্থনৈতিক সংগঠন বলে।

৭৮। "অর্থনীতি রাজনীতিকে নিয়ন্ত্রণ করে। রাষ্ট্রের অর্থনৈতিক সংগঠনগুলো সকল রাজনৈতিক সংগঠনকে নিয়ন্ত্রণ করে"-উক্তিটি কারা করেছেন?

উত্তর: ম্যাকাইভার, এমিল, বার্নস প্রমুখ।

৭৯। সম্পত্তি নিয়ন্ত্রণ করার চূড়ান্ত ক্ষমতা রয়েছে কার?

উত্তর: সরকারের।

৮০। সাম্প্রতিক বিশ্বে কয় ধরনের অর্থনৈতিক ব্যবস্থা দেখা যায়?

উত্তর: ৪ ধরনের।

৮১। সাম্প্রতিক বিশ্বে কোন কোন অর্থনৈতিক ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: (ক) পুঁজিবাদ (খ) সমাজতন্ত্র (গ) মিশ্র অর্থনীতি ও (ঘ) ইসলামি অর্থনীতি।

৮২। আধুনিক রাষ্ট্রসমূহে রাজনীতির প্রধান নিয়ামক কি?

উত্তর: অর্থনীতি।

৮৩। "সম্পত্তি সাম্রাজ্যবাদের গোড়াপত্তন করে" -উক্তিটি কে করেছেন?

উত্তর। উক্তিটি হান্টিংটন-এর।

৮৪। প্রথম দাস সমাজ প্রতিষ্ঠিত হয় কোথায়?

উত্তর: প্রাচীন গ্রিসে ও রোমে।

৮৫। কোন সমাজের পতনের মধ্য দিয়ে পুঁজিবাদী সমাজ প্রতিষ্ঠা লাভ করে?

উত্তর: সামন্ত সমাজের পতনের মধ্য দিয়ে।

৮৬। পুঁজিবাদী ব্যবস্থার শোষণ ও শাসনের বিরুদ্ধে প্রতিবাদস্বরূপ কোন সমাজ প্রতিষ্ঠিত হয়?

উত্তর: সমাজতান্ত্রিক সমাজ।

৮৭। ১৯৬৬ সালে আওয়ামী লীগ কর্তৃক প্রস্তাবিত ছয় দফা কর্মসূচির মূল প্রাণকেন্দ্র ছিল কি?

উত্তর: অর্থনৈতিক মুক্তি।

৮৮। কত সালে আওয়ামী লীগ 'Why Autonomy' নামে একটি ম্যাগাজিন প্রকাশ করে?

উত্তর: ১৯৫৬ সালে।

৮৯। Why Autonomy ম্যাগাজিনে পূর্ব ও পশ্চিম পাকিস্তানের কোন অসমতাকে তুলে ধরা হয়?

উত্তর: অর্থনৈতিক অসমতাকে তুলে ধরা হয়।

১০। রাজনৈতিক উন্নয়নের প্রধান ও অন্যতম শর্ত কি?

উত্তর: অর্থনৈতিক উন্নয়ন।

৯১। "অর্থনৈতিক ক্ষমতার বণ্টনই কোনো সমাজের রাজনৈতিক কাঠামো নির্ধারণ করে।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: জি. সি. ফিল্ড-এর।

১২। "অর্থনৈতিক ক্ষেত্রে যারা শীর্ষস্থানে অধিষ্ঠিত শেষ পর্যন্ত তারাই রাজনৈতিক ক্ষমতা ভোগ দখল করে।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: Harold J. Laski.

৯৩। "শাস্তির ভয়ভীতি প্রদর্শনের মধ্য দিয়ে অন্যের আচরণকে প্রভাবিত করার সামর্থ্যই হলো রাজনৈতিক ক্ষমতা।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: Alan R. Ball-এর।

৯৪। 'Number one Super Power' বলা হয় কাকে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রকে।

১৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পৃথিবীর কয়টি জাতি স্বাধীনতা লাভ করে?

উত্তর: পৃথিবীর প্রায় অর্ধশত জাতি স্বাধীনতা লাভ করে।

৯৬। রাজনীতির চূড়ান্ত লক্ষ্য কি?

উত্তর: রাজনীতির চূড়ান্ত লক্ষ্য হচ্ছে মানবকল্যাণ সাধন করা।

১৭। রাজনীতির মূলকথা কি?

উত্তর: রাজনীতির মূলকথা হলো ত্যাগ ও পরার্থপরতা।

১৮। সমাজ ও রাষ্ট্র পরিচালনার মূল নিয়ামক কি?

উত্তর: রাজনীতি।

৯৯। শিল্পের বেসরকারিকরণ কি?

উত্তর: মুনাফা বৃদ্ধির লক্ষ্যে রাষ্ট্রায়ত্ত শিল্প প্রতিষ্ঠানকে ব্যক্তিমালিকানায় ছেড়ে দেওয়াই হলো শিল্পের বেসরকারিকরণ।

১০০। "সরকারের মূলধন পুনরুদ্ধারের জন্য সরকারি শিল্প প্রতিষ্ঠান বেসরকারি মালিকানায় হস্তান্তর করাই হলো বিজাতীয়করণ।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: অর্থনীতিবিদ এম, সাইফুর রহমান।

১০১। কত তারিখে বাংলাদেশ সরকার নয়া শিল্পনীতি ঘোষণা করে?

উত্তর: ১৯৮২ সালের ১ জানুয়ারি।

১০২। "মানুষ পরস্পর পরস্পরকে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিকভাবে শাসিত করবে এবং সমবেতভাবে এগিয়ে যাবে। এটাই উন্নয়ন।"-উক্তিটি কে করেন?

উত্তর: উক্তিটি করেন অধ্যাপক সেলিম জাহান।

১০৩। "দীর্ঘমেয়াদি মাথাপিছু আয় বৃদ্ধির প্রক্রিয়াকেই অর্থনৈতিক উন্নয়ন বলে।"-উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক সুইজারের। তমা

১০৪। "যে প্রক্রিয়ার মাধ্যমে কোনো দেশের জনগণ প্রাপ্ত সম্পদের যথোপযুক্ত ব্যবহারের মাধ্যমে দ্রব্য ও সেবাকর্মের মাথাপিছু উৎপাদন স্থায়ীভাবে বৃদ্ধি করে তাকে অর্থনৈতিক উন্নয়ন বলে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক উইলিয়াম ও বাট্রিক।

১০৫। EPZ-এর পূর্ণরূপ কি?

উত্তর: Export Processing Zone.

১০৬। বাংলাদেশের অর্থনীতির তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) অনুন্নত কৃষি ব্যবস্থা, (খ) শিল্পের অনগ্রসরতা ও (গ) প্রাকৃতিক সম্পদের স্বল্পতা।

১০৭। বর্তমানে বাংলাদেশে কয়টি মোবাইল কোম্পানি তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে?

উত্তর: ৬টি।


পরিশেষেঃ 

প্রিয় পাঠক, আজ আমি মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্র বিজ্ঞান) বই থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: "সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি" সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও নতুন কোন তথ্যের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url