সাধারণ জ্ঞানঃ ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স শেষ পর্বের 'শাসনের সমস্যাবলি বই' থেকে "ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি" অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সাধারণ জ্ঞান সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাধারণ জ্ঞান কুইজ, সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর প্রতিযোগিতা, প্রাথমিক শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিশ্ব বিদ্যালয় ভর্তি পরীক্ষা, অনলাইন কুইজ প্রতিযোগিতা, সরকারি চাকুরীর জন্য ইন্টারভিউ, একাডেমিক ভাইভা পরীক্ষা ইত্যাদি ক্ষেত্রে আজকের আর্টিকেলে প্রকাশিত সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাহলে চলুন শুরু করা যাক-

ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তরঃ ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে 

১। প্রশাসন কি?

উত্তর: রাষ্ট্রব্যবস্থার চালিকাশক্তি হচ্ছে প্রশাসন।

২। কিসের মাধ্যমে প্রশাসনকে অধিকতর গতিশীল ও কর্মমুখী করা সম্ভব?

উত্তর: স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে।

৩। প্রশাসনের অন্যতম উপশাখার নাম কি?

উত্তর: উন্নয়নমুখী প্রশাসন।

৪। সরকারের এক অবিচ্ছেদ্য সংস্থা কি?

উত্তর: প্রশাসন।

৫। প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Administration.

৬। মানুষের সকল কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং তার সুশৃঙ্খলকে কি বলা হয়?

উত্তর: প্রশাসন।

৭। প্রশাসন কত প্রকার ও কি কি?

উত্তর: দুই প্রকার। যথা- সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসন।

৮। সরকারি প্রশাসন কাকে বলে?

উত্তর: রাষ্ট্রের কর্মতৎপরতা ও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্র যে কর্মকাণ্ড পরিচালনা করে তাকে সরকারি প্রশাসন বলে।

৯। গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আদর্শ ও নাগরিক স্বাধীনতা রক্ষার স্বার্থে কোনটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়?

উত্তর: প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর।

১০। বাংলাদেশের প্রশাসন কোন ধরনের?

উত্তর: কেন্দ্রীভূত প্রশাসন।

১১। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কিরূপ?

উত্তর: পিরামিডের ন্যায়।

১২। বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রধান কে?

উত্তর: রাষ্ট্রপতি।

১৩। বাংলাদেশের সকল প্রকার নীতিনির্ধারণের প্রধান কেন্দ্র কোনটি?

উত্তর: সচিবালয়।

১৪। মন্ত্রণালয়ের নির্বাহী প্রধান কে?

উত্তর: সংশ্লিষ্ট মন্ত্রী।

১৫। বাংলাদেশ সচিবালয়ের কাঠামো কিরূপ?

উত্তর: পদসোপানভিত্তিক।

১৬। মন্ত্রণালয়ের প্রধান হিসাব নিরীক্ষক কে?

উত্তর: সচিব।

১৭। "আধুনিক সভ্যতার ক্রমবিকাশে প্রশাসনিক মানসিকতার প্রয়োজন সর্বাধিক।" -উক্তিটি কার?

উত্তর: ব্রুকস অ্যাডামস-এর।

১৮। প্রশাসনের অন্যতম প্রধান উদ্দেশ্য কি?

উত্তর: সরকারি নীতিমালা বাস্তবায়ন।

১৯। কোন সংস্থার মাধ্যমে সরকারের যাবতীয় নীতি বাস্তব রূপ লাভ করে?

উত্তর: প্রশাসনিক সংস্থার মাধ্যমে।

২০। "ব্যাপকতর অর্থে প্রশাসনের সংজ্ঞা হলো অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সহযোগিতাকারী জনসমষ্টির কর্মতৎপরতা।" -উক্তিটি কারা করেছেন?

উত্তর: সাইমন, স্মিথবার্গ ও থম্পসন।

২১। "প্রশাসনিক সংগঠন কোনো অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য গঠিত একটি মানবীয় প্রতিষ্ঠান।" উক্তিটি কার?

উত্তর: জেমস ডিমুন-এর।

২২। উন্নয়ন প্রশাসন কাকে বলে?

অথবা, উন্নয়ন প্রশাসন কি?

উত্তর: পরিবর্তনের লক্ষ্যে সংগঠনের কাঠামো, কার্যাবলি এবং আচরণের বিকাশকে উন্নয়ন প্রশাসন বলে।

২৩। উন্নয়ন প্রশাসনের মূলকথা কি?

উত্তর: উন্নয়ন প্রশাসনের মূলকথা হলো প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি।

২৪। কোন প্রশাসন উদ্ভাবনী প্রকৃতির?

উত্তর: উন্নয়ন প্রশাসন।

২৫। উন্নয়ন প্রশাসনের লোক বা Public অর্থ কি?

উত্তর: সেবা।

২৬। উন্নয়ন প্রশাসনের উদ্দেশ্য কি?

উত্তর: প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা।

২৭। উন্নয়ন প্রশাসনের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর?

উত্তর: পরিবর্তনমুখী, পরিকল্পনা মাফিক ও সেবাদানকারী।

২৮। উন্নয়ন প্রশাসনের উপাদান কয়টি?

অথবা, উন্নয়নমুখী প্রশাসনের উপাদান কয়টি?

অথবা, উন্নয়নশীল প্রশাসনের উপাদান কয়টি?

উত্তর: ৪টি। যথা- (ক) মৌলিক উপাদান, (খ) পরিচালনামূলক উপাদান, (গ) সামাজিক পরিবর্তনগত উপাদান এবং (ঘ) রাজনৈতিক উপাদান।

২৯। মিলটন এসম্যান উন্নয়ন প্রশাসনের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?

উত্তর: ৪টি।

৩০। উন্নয়ন প্রশাসনের পথিকৃৎ কে?

অথবা, কে উন্নয়ন প্রশাসন সম্পর্কে প্রথম ধারণা দেন?

অথবা, উন্নয়ন প্রশাসনের প্রবর্তক কে?

উত্তর: পণ্ডিত গোস্বামী।

৩১। কখন থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা পাওয়া যায়?

উত্তর: ১৯৫৫ সাল থেকে।

৩২। ১৯৫৫ সালে উন্নয়ন প্রশাসন ধারণাটি কোন ভারতীয় গবেষক প্রথম প্রবর্তন করেন?

অথবা, কে প্রথম 'উন্নয়ন প্রশাসন' শব্দটি ব্যবহার করেন?

অথবা, উন্নয়ন প্রশাসন শব্দটি কে প্রথম ব্যবহার করেন?

উত্তর: ভারতীয় প্রশাসক পণ্ডিত গোস্বামী।

৩৩। উন্নয়ন প্রশাসন ধারণাটি কত সালে পণ্ডিত গোস্বামী প্রথম প্রবর্তন করেন?

অথবা, কত সাল থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা লাভ করে?

উত্তর: ১৯৫৫ সালে।

৩৪। কত সালে সর্বপ্রথম "উন্নয়ন প্রশাসন" শব্দটি ব্যবহৃত হয়?

উত্তর: ১৯৫৫ সালে।

৩৫। উন্নয়ন প্রশাসন শব্দটি সর্বপ্রথম কে, কত সালে ব্যবহার করেন?

অথবা, উন্নয়ন প্রশাসনের ধারণাটি কে, কত সালে প্রচার করেন?

উত্তর: উন্নয়ন প্রশাসনের ধারণাটি ১৯৫৫ সালে ভারতীয় পণ্ডিত গোস্বামী প্রচার করেন।

৩৬। উন্নয়ন প্রশাসনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানে অগ্রগামী কারা?

উত্তর: আমেরিকান বিজ্ঞানীরা।

৩৭। উন্নয়ন প্রশাসন সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?

উত্তর: আমেরিকায়।

৩৮। উন্নয়ন কি?

উত্তর: অব্যাহত মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধিই হলো উন্নয়ন।

৩৯। উন্নয়ন প্রশাসনে '৪-পি' তত্ত্ব কে ব্যাখ্যা করেছেন?

অথবা, কে উন্নয়ন প্রশাসনকে চারটি 'P' দ্বারা চিহ্নিত করেছেন?

অথবা, উন্নয়নমুখী প্রশাসনে কে ৪টি পি এর ধারণা দেন?

উত্তর: ডোনাল্ড সি. স্টোনস (Donald C. Stones)

৪০। ডোনাল্ড সি. স্টোনস প্রবর্তিত 4PS এর বিস্তারিত রূপ লিখ?

অথবা, উন্নয়ন প্রশাসনে 4Ps কি?

অথবা, উন্নয়ন, প্রশাসনে 4Ps দ্বারা কি বুঝায়?

উত্তর: উন্নয়ন প্রশাসনের 4Ps দ্বারা বুঝায়- 1. Planning, 2. Policies, 3. Programmes এবং 4. Projects.

৪১। উন্নয়ন প্রশাসনের সমীকরণটি কি?

উত্তর: উন্নয়ন প্রশাসনের সমীকরণটি হলো প্রবৃদ্ধি পরিবর্তন প্রশাসন সমতাভিত্তিক বণ্টন +পরিকল্পনা + প্রশাসন।

৪২। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কবে?

উত্তর: ১৯৭৩ সালে।

৪৩। Development Administration অর্থ কি?

উত্তর: Development Administration অর্থ হলো উন্নয়ন প্রশাসন।

৪৪। জবাবদিহিতা কি?

উত্তর: জবাবদিহিতা হচ্ছে সম্পাদিত কর্ম সম্পর্কে একজন ব্যক্তির ব্যাখ্যাদানের বাধ্যবাধকতা।

৪৫। প্রশাসনিক জবাবদিহিতা কি?

উত্তর: আমলাদের নির্ধারিত সম্পদ এবং কর্তৃত্ব সীমার মধ্যে থেকে অর্জিত ও স্বীকৃত দায়িত্ব পালন সম্পর্কিত বাধ্যবাধকতাই হলো প্রশাসনিক জবাবদিহিতা।

৪৬। "প্রশাসনিক জবাবদিহিতা গণতান্ত্রিক সরকারের একটি প্রধান বৈশিষ্ট্য। একজন প্রশাসনিক কর্মকর্তার উপর আরোপিত ক্ষমতার সুষ্ঠু লিখিত জবাবই হলো প্রশাসনিক জবাবদিহিতা।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক এল. ডি. হোয়াইট।

৪৭। প্রশাসনিক স্বচ্ছতা কাকে বলে?

উত্তর: সরকার ও জনগণের মধ্যে পারস্পরিক সমঝোতাই হলো প্রশাসনিক স্বচ্ছতা।

৪৮। প্রশাসনিক জবাবদিহিতা অর্জনের ৪টি মাধ্যমের নাম লিখ?

উত্তর: (ক) প্রশাসনিক কর্তৃপক্ষের মাধ্যমে, (খ) অডিটের মাধ্যমে, (গ) বিচার বিভাগের মাধ্যমে ও (ঘ) প্রশাসনিক ট্রাইব্যুনাল গঠনের মাধ্যমে।

৪৯। বাংলাদেশ সংবিধানের কত নং অনুচ্ছেদে প্রশাসনিক ট্রাইব্যুনালের কথা উল্লেখ আছে?

উত্তর: ১১৭নং অনুচ্ছেদে।

৫০। প্রশাসনিক জবাবদিহি করার দুটি অনানুষ্ঠানিক কাঠামোর নাম লিখ?

উত্তর: (ক) নৈতিকতা (খ) গণতান্ত্রিক মূল্যবোধ।

৫১। আনুষ্ঠানিক জবাবদিহিতা নিশ্চিতকরণের দুটি মাধ্যমের নাম লিখ।

উত্তর: (ক) রুলস অব বিজনেস বা চাকরির বিধিমালা এবং (খ) উর্ধ্বতন দপ্তরের নিকট অধঃস্তন দপ্তরের কার্যক্রম সম্পর্কিত লিখিত প্রতিবেদন প্রেরণ।

৫২। প্রশাসনের জবাবদিহি করার পদ্ধতি কয়টি?

উত্তর: দুইটি।

৫৩। প্রশাসনে জবাবদিহি করার দুটি পদ্ধতির নাম লিখ?

উত্তর: পদ্ধতি দুটি হলো: (ক) আনুষ্ঠানিক কাঠামো ও (খ) অনানুষ্ঠানিক কাঠামো।

৫৪। বাংলাদেশে প্রশাসনিক জবাবদিহিতার জন্য দুটি প্রতিষ্ঠানের নাম লিখ?

উত্তর: (ক) প্রশাসনিক কর্তৃপক্ষ ও (খ) আইনসভা।

৫৫। প্রশাসনে কোন ধারণাটি খুবই জটিল?

উত্তর: স্বচ্ছতার ধারণা।

৫৬। জবাবদিহিতার কয়টি উপাদান রয়েছে?

উত্তর: তিনটি।

৫৭। জবাবদিহিতার তিনটি উপাদান কি কি?

উত্তর: জবাবদিহিতার তিনটি উপাদান হচ্ছে- (ক) অর্পিত দায়িত্ব সঠিকভাবে পালন করা (খ) প্রদত্ত ক্ষমতার অনুশীলন করা (গ) প্রদত্ত সম্পদের সঠিক ব্যবহার।

৫৮। বাংলাদেশ সরকারের কোন বিভাগ রাষ্ট্রীয় প্রশাসনিক কার্য পরিচালনা করে থাকে?

উত্তর: শাসন বিভাগ।

৫৯। বাংলাদেশ সচিবালয়ের প্রশাসনিক কাঠামোর সর্বোচ্চ স্তরে অবস্থান করেন কারা?

উত্তর: মন্ত্রীমগুলী।

৬০। মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মসূচি প্রণয়ন করেন কে?

উত্তর: সচিব।

৬১। রাজনৈতিক উন্নয়ন কি?

উত্তর: রাজনৈতিক ব্যবস্থার কাঠামো ও কার্যাবলির গুণগত ও পরিমাণগত পরিবর্তন হচ্ছে রাজনৈতিক উন্নয়ন।

৬২। SSRC-এর পূর্ণরূপ কি?

উত্তর: SSRC-এর পূর্ণরূপ হলো- Social Science Research Council.

৬৩। 'Aspects of Political Development'-গ্রন্থের লেখক কে?

উত্তর: লুসিয়ান ডব্লিউ পাই (Lucian. W. Pye).

৬৪। 'The Politics of Developing Areas' গ্রন্থের লেখক কারা?

উত্তর: জি. এ অ্যালমন্ড ও জে. এস. কোলম্যান (G. A. Almond and J. S. Coleman) ।

৬৫। 'The Origins of Political Order'-গ্রন্থের লেখক কে?

উত্তর: ফ্রান্সিস ফুকুইয়ামা (Francis Fukuyama)

৬৬। উন্নয়নের সমস্যা কাকে বলে?

উত্তর: সমতা, দক্ষতা ও পৃথকীকরণের তিনটি লক্ষণ একত্রে সমাবেশের পথে সবসময়ই কোনো না কোনো বাধা এসে উন্নয়নের পথে বাধা সৃষ্টি করে তাকে উন্নয়নের সমস্যা বলে।

৬৭। উন্নয়ন সমস্যার দুটি কারণ উল্লেখ কর?

উত্তর: একাত্মতার সমস্যা ও বৈধতার সংকট।

৬৮। উন্নয়নের দুটি সংকটের নাম লিখ?

উত্তর: উন্নয়নের দুটি সংকটের নাম হলো: (ক) সংহতির সংকট ও (খ) অংশগ্রহণের সংকট।

৬৯। 'Indian Social Problems' -গ্রন্থের লেখক কে?

উত্তর: Ram Nath Sharma.

৭০। "অবৈধ সুবিধা লাভের জন্য কোনো ব্যক্তির সুনির্দিষ্ট দায়িত্ব পালনে ইচ্ছাকৃত অবহেলাই হলো দুর্নীতি।" -উক্তিটি কার?

উত্তর: Ram Nath Sharma-এর।

৭১। 'The Social Work Dictionary' গ্রন্থের লেখক কে?

উত্তর: Robert L. Barker.

৭২। দুর্নীতির কয়েকটি উদাহরণ দাও।

উত্তর: ঘুষ, স্বজনপ্রীতি, ভয় প্রদর্শন, ক্ষমতার অপহরণ, দায়িত্বে অবহেলা, অবৈধ সুযোগ-সুবিধা গ্রহণ প্রভৃতি।

৭৩। দুর্নীতির প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: আদর্শ ও মূল্যবোধ পরিপন্থী আচরণ এবং সমাজের জন্য ক্ষতিকর।

৭৪। দুর্নীতির ৪টি ধরন আলোচনা কর।

উত্তর: দুর্নীতির চারটি ধরন নিম্নরূপ: (ক) ব্যক্তিগত দুর্নীতি (খ) প্রশাসনিক দুর্নীতি (গ) অর্থনৈতিক দুর্নীতি ও (ঘ) রাজনৈতিক দুর্নীতি।

৭৫। কারা বাংলাদেশে বেশি দুর্নীতি করে?

উত্তর: রাজনীতিবিদ ও আমলারা বাংলাদেশে বেশি দুর্নীতি করে।

৭৬। ৪টি সামাজিক দুর্নীতির নাম লিখ।

উত্তর: (ক) পরীক্ষায় নকলের প্রবণতা, (খ) ভুল সনদপত্র প্রদান, (গ) অবৈধভাবে চাঁদা আদায় করা ও (ঘ) ভুয়া প্রতিষ্ঠান।

৭৭। প্রশাসনিক দুর্নীতি কাকে বলে?

উত্তর: ঘুষ গ্রহণ, সরকারি দায়িত্বে অবহেলা, অফিসের জিনিসপত্র নিজের কাজে ব্যবহার করা, অসম বণ্টন প্রভৃতিকে প্রশাসনিক দুর্নীতি বলে।

৭৮। রাজনৈতিক দুর্নীতি কাকে বলে?

উত্তর: রাজনৈতিক ক্ষমতাকে দলীয়করণ, সরকারি কর্মচারীদেরকে রাজনৈতিক কাজে ব্যবহার এবং জনগণকে মিথ্যা আশ্বাস প্রদান প্রভৃতিকে রাজনৈতিক দুর্নীতি বলে।

৭৯। আইনগত দুর্নীতি কি কি?

উত্তর: আয়কর ফাঁকি, আমদানি-রপ্তানির মিথ্যা বিবরণ, সরকারি তহবিল তছরূপ প্রভৃতি আইনগত দুর্নীতি।

৮০ । আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থার নাম কি?

উত্তর: আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী সংস্থার নাম হলো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল (71)।

৮১। সমগ্র বিশ্বে দুর্নীতিতে বাংলাদেশ কতবার চ্যাম্পিয়ন হয়েছে?

উত্তর: ৫ বার।

৮২। লন্ডনের কোন পত্রিকা বাংলাদেশের দুর্নীতির সার্বিক চিত্র তুলে ধরেছে?

উত্তর: 'The Economist' পত্রিকা।

৮৩। দুর্নীতির প্রভাবে সৃষ্ট সমস্যাসমূহ কি কি?

উত্তর: সম্পদের অসমবণ্টন, দারিদ্র্য, হতাশা ও বঞ্চনা, প্রতিভার বিকাশ ব্যাহত, মাথাপিছু নিম্ন আয়, নৈতিক অবক্ষয়, অপরাধ প্রবণতা প্রভৃতি।

৮৪। বাংলাদেশে দুর্নীতির প্রধান প্রধান কারণগুলো কি কি?

উত্তর: বেকারত্ব, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ও মুদ্রাস্ফীতি, পারিবারিক ও আর্থিক সমস্যা, রাজনৈতিক অস্থিতিশীলতা, আইনের শিথিলতা প্রভৃতি।

৮৫। বাংলাদেশের দুর্নীতি দমনের কয়েকটি উপায় লিখ?

উত্তর: আইনের কঠোর প্রয়োগ, কর্মসংস্থান সৃষ্টি, সামাজিক আন্দোলন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি হ্রাস, প্রশাসনিক পদক্ষেপ, দারিদ্র্য দূরীকরণ প্রভৃতি।

৮৬। বাংলাদেশে দুর্নীতিবিরোধী আইন প্রথম কত সালে পাস হয়?

উত্তর: ১৯৭৪ সালে।

৮৭। বাংলাদেশের দুর্নীতি দমনের জন্য গঠিত সর্বশেষ কমিশনের নাম লিখ?

উত্তর: 'স্বাধীন দুর্নীতি দমন কমিশন'।

৮৮। বাংলাদেশে 'স্বাধীন দুর্নীতি দমন কমিশন কত সাল থেকে কাজ করে আসছে?

উত্তর: ২০০৭ সাল থেকে।

৮৯। 'স্বাধীন দুর্নীতি দমন কমিশনের পূর্ব নাম কি ছিল?

উত্তর: 'দুর্নীতি দমন ব্যুরো।

৯০। বাংলাদেশে দুর্নীতি দমনে বর্তমানে কোন সংস্থা কাজ করে যাচ্ছে?

উত্তর: দুর্নীতি দমন কমিশন।

৯১। কোনটি একটি দেশের উন্নয়নের সকল সেক্টরকে বাধাগ্রস্ত করে?

উত্তর: দুর্নীতি।

৯২। কোন কারণে সমাজে ভিক্ষাবৃত্তি, পতিতাবৃত্তি, অপরাধ ও কিশোর অপরাধের মাত্রা বেড়ে যায়?

উত্তর: দুর্নীতির কারণে।

৯৩। দুর্নীতি অর্থনীতিতে কেমন প্রভাব বিস্তার করে?

উত্তর: দুর্নীতির প্রভাবে সাধারণ মানুষ অর্থনৈতিক নিরাপত্তাহীনতায় ভোগে এবং অর্থনৈতিক মন্দা ও দুরবস্থা পরিলক্ষিত হয়।

৯৪। কোনটির কারণে দারিদ্র্য বিমোচন কর্মসূচি সুফল বয়ে আনতে পারে না?

উত্তর: দুর্নীতির কারণে।


পরিশেষেঃ 

প্রিয় পাঠক আজ আমি মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্র বিজ্ঞান) বই থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: "ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি" সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও নতুন কোন তথ্যের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন। 

Previous Post
No Comment
Add Comment
comment url