সাধারন জ্ঞানঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস
ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের যুদ্ধ-সংঘাত পরিলক্ষিত হয়েছে। তাদের মধ্যে বিভিন্ন সময়ে নানার ধরনের কর্মতৎপরতা এবং মত পার্থ্যের দেখা দিয়েছে। সেগুলো আবার কালক্রমে যুদ্ধ কিংবা কোন আলোচনা ও সমযোতার মাধ্যমে সমাধানও হয়েছে।
প্রিয় পাঠক, আজ আমরা জানবো 'ইউরোপ এবং ভারতীয় উপমহাদেশের রাষ্ট্রসমূহের মধ্যাকার কর্মতৎপরতা, মত পার্থক্য এবং যুদ্ধ বিগ্রহ সম্পর্কে'। আজকের আলোচিত বিষয়টিকে আমি এক কথায় উত্তর বা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এর মতো করে তুলে ধরেছি। আজকের আর্টিকেলটিতে আরও আলোচনা করেছি সাধারন জ্ঞান ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস সম্পর্কে। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
| সাধারন জ্ঞানঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস |
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশীয় রাষ্ট্রসমূহের কর্মতৎপরতার তুলনা এবং বৈসাদৃশ্য
১। বর্তমান বিশ্বের সবচেয়ে অগ্রগতিসম্পন্ন মহাদেশ কোনটি?
উত্তর: ইউরোপ মহাদেশ।
২। ইউরোপ মহাদেশের আয়তন কত?
উত্তর: ৯৯ লক্ষ ৩৮ হাজার বর্গকিলো মিটার।
৩। পৃথিবীর মোট আয়তনের কত শতাংশ ইউরোপ?
উত্তর: ৬.৮ শতাংশ।
৪। ইউরোপ মহাদেশের সর্বোচ্চ বিন্দু কোনটি?
উত্তর: মাউন্ট এলব্রাম।
৫। ইউরোপ মহাদেশের সর্বনিম্ন বিন্দু কোনটি?
উত্তর: ক্যাম্পিয়ান সাগর।
৬। ইউরোপ মহাদেশের বৃহত্তম উপদ্বীপ কোনটি?
উত্তর: স্ক্যান্ডিনেভিয়া।
৭। ইউরোপ মহাদেশের বৃহত্তম দ্বীপ কোনটি?
উত্তর: গ্রিনল্যান্ড।
৮। ইউরোপ মহাদেশের বৃহত্তম সাগরের নাম কি?
উত্তর: ভূমধ্যসাগর।
৯। ইউরোপ মহাদেশের বৃহত্তম হ্রদ কোনটি?
উত্তর: লাডোগা হ্রদ।
১০। ইউরোপ মহাদেশের দীর্ঘতম পর্বতমালা কোনটি?
উত্তর: আল্পস।
১১। ইউরোপ মহাদেশের দীর্ঘতম নদীর নাম কি?
উত্তর: ভলগা।
১২। ইউরোপ মহাদেশের বৃহত্তম সমভূমি কোনটি?
উত্তর: মধ্য ইউরোপের বিস্তীর্ণ সমভূমি।
১৩। আয়তনে ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশের নাম কি?
উত্তর: রাশিয়া।
১৪। জনসংখ্যায় ইউরোপ মহাদেশের বৃহত্তম দেশ কোনটি?
উত্তর: রাশিয়া।
১৫। আয়তনে ইউরোপ মহাদেশের ক্ষুদ্রতম দেশ কোনটি?
উত্তর: ভ্যাটিকান সিটি।
১৬। ইউরোপের দ্বার বলা হয় কোন শহরকে?
উত্তর: ভিয়েনা শহরকে।
১৭। ইউরোপের বৃহত্তম সুড়ঙ্গপথের নাম কি?
উত্তর: চ্যানেল টানেল।
১৮। ইউরোপের ককপিট বলা হয় কোন দেশকে?
উত্তর: বেলজিয়ামকে।
১৯। ইউরোপ "মহাদেশের স্বাধীন দেশ কয়টি?
উত্তর: ৪৮টি।
২০। কোন সম্প্রদায় ফরাসি বিপ্লবের প্রাক্কালে রাজনৈতিক ক্ষেত্রে প্রাধান্য বিস্তার করে?
উত্তর: যাজক সম্প্রদায়।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি
২১। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সবচেয়ে ক্ষমতাশালী পার্লামেন্টের নাম কি ছিল?
উত্তর: পার্লামেন্ট অব প্যারিস।
২২। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে যাজকের সংখ্যা কত ছিল?
উত্তর: ১ লক্ষ বিশ হাজার।
২৩। কোন সনদ ঘোষণার মাধ্যমে যাজক সম্প্রদায় রাজনৈতিক কর্তৃত্ব হারায়?
উত্তর: ১৬৮২ সালে ফরাসি চার্চের মুক্তি সনদ ঘোষণার মাধ্যমে যাজক সম্প্রদায় রাজনৈতিক কর্তৃত্ব হারায়।
২৪। 'গির্জার বার্ষিক আয়ের পরিমাণ ছিল আনুমানিক ১৩ কোটি ডলার।'-উক্তিটি কে করেন?
উত্তর: ফরাসি মন্ত্রী নেকার।
২৫। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি যাজক সম্প্রদায় কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?
উত্তর: ২টি শ্রেণীতে। যথা- (ক) উচ্চ যাজক শ্রেণী ও (খ) নিম্ন যাজক শ্রেণী।
২৬। কারা উচ্চ যাজক শ্রেণীভুক্ত ছিল?
উত্তর: কার্ডিনাল, আর্চবিশপ ও বিশপরা।
২৭। 'ফরাসি রাজতন্ত্র ছিল মূলত সামন্ত রাজতন্ত্র।'-উক্তিটি কে করেছেন?
উত্তর: ঐতিহাসিক ডেভিড টমসন।
২৮। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফরাসি সমাজ কয়টি শ্রেণীতে বিভক্ত ছিল?
উত্তর: তিনটি শ্রেণীতে বিভক্ত ছিল। যথা- (ক) যাজক শ্রেণী (খ) অভিজাত শ্রেণী ও (গ) সাধারণ শ্রেণী।
২৯। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের সামাজিক কাঠামোতে প্রথম শ্রেণীভুক্ত ছিল কারা?
উত্তর: বিশেষ অধিকারপ্রাপ্ত যাজক শ্রেণী।
৩০। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে অভিজাতদের সংখ্যা কত ছিল?
উত্তর: প্রায় ৩ লক্ষ ৫০ হাজার।
৩১। প্রাক-বিপ্লবকালে অভিজাতদের সম্পদের উৎস কি ছিল?
উত্তর: জমির আয়, সরকারি চাকরি এবং বিচার বিভাগের উচ্চপদ।
৩২। মন্টেস্কুর মতে উচ্চ অভিজাত কারা?
উত্তর: যারা রাজার সাথে সাক্ষাৎ করতে পারে, মন্ত্রীর সাথে বাক্যালাপ করতে পারে, যাদের বংশ কৌলীন্য আছে এবং ঋণ ও পেনশন সুবিধা ভোগ করে তারাই মন্টেঙ্কুর মতে উচ্চ অভিজাত।
৩৩। পোশাকি অভিজাতগণের পেশা কি ছিল?
উত্তর: পোশাকি অভিজাতগণ পেশায় প্রশাসক, আইনবিদ এবং বিচারক ছিল।
৩৪। "তৃতীয় সম্প্রদায় হলো ফরাসি জাতির অপরিহার্য মৌলিক উপাদান।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন এ্যাবসিয়েস।
৩৫। ফরাসি বিপ্লবের প্রাক্কালে কারা তৃতীয় শ্রেণীর অন্তর্ভুক্ত ছিল?
উত্তর: বুর্জোয়া, কৃষক, শ্রমিক, দিনমজুর প্রভৃতি।
৩৬। কারা তৃতীয় শ্রেণীর মুখপাত্র ছিল?
উত্তর: বুর্জোয়া শ্রেণী।
৩৭। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের অর্থনীতি কিসের উপর নির্ভরশীল ছিল?
উত্তর: কৃষির উপর নির্ভরশীল ছিল।
৩৮। ১৭৮৯ সালে ফ্রান্সে কৃষকের সংখ্যা কত ছিল?
উত্তর: প্রায় দুই কোটি।
৩৯। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সে কয় ধরনের কর প্রচলিত ছিল ও কি কি?
উত্তর: তিন ধরনের কর প্রচলিত ছিল। যথা- (ক) টেইলি (খ) ক্যাপিটেশন এবং (গ) ভিংটিয়েম।
৪০। টেইলি কাকে বলে?
উত্তর: মোট আয়ের উপর ধার্যকৃত করকে টেইলি বলে।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে
৪১। ক্যাপিটেশন কাকে বলে?
উত্তর: উৎপাদনভিত্তিক আয়করকে ক্যাপিটেশন বলে।
৪২। ডিংটিয়েম কাকে বলে?
উত্তর: জমি, শিল্প, ব্যবসা-বাণিজ্যের উপর ধার্যকৃত করকে ভিংটিয়েম বলে।
৪৩। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের তিনটি পরোক্ষ করের নাম লিখ।
উত্তর: গাবেলা বা লবণ কর, আবগারি কর, নগর শুল্ক ও আন্তঃপ্রাদেশিক শুল্ক।
৪৪। "লবণ করের বিরুদ্ধে দেশব্যাপী ফরাসি জনগণ সোচ্চার হয়ে উঠেছিল।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: উক্তিটি করেছেন নেকার।
৪৫। ফরাসি বিপ্লবের প্রাক্কালে ফ্রান্সের কোন কোন শহরে বেকারত্ব বৃদ্ধি পায়?
উত্তর: প্যারিস, লিয়, ত্রোরাইয়ে, সেদা, রুয়া র্যাস প্রভৃতি শহরে বেকারত্ব বৃদ্ধি পায়।
৪৬। কে ফরাসি বিপ্লবের শ্লোগানের প্রবক্তা ছিলেন?
উত্তর: দার্শনিক রুশো।
৪৭। ফরাসি বিপ্লবের শ্লোগান কি ছিল?
উত্তর: সাম্য, স্বাধীনতা ও ভ্রাতৃত্ব ছিল ফরাসি বিপ্লবের মূল শ্লোগান।
৪৮। ফরাসি বিপ্লব কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৭৮৯ সালের ১৪ জুলাই ফরাসি বিপ্লব সংঘটিত হয়।
৪৯। ফরাসি বিপ্লবের দার্শনিক চিন্তাধারার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ ব্যক্তি কে ছিলেন?
উত্তর: দার্শনিক রুশো।
৫০। দার্শনিক রুশো ফ্রান্সে কি প্রচার করতেন?
উত্তর: দার্শনিক রুশো ফ্রান্সে সাম্য, মৈত্রী ও স্বাধীনতার বাণী প্রচার করতেন।
৫১। কাকে ফরাসি বিপ্লবের মন্ত্র শুরু বলা হয়?
উত্তর: দার্শনিক রুশোকে।
৫২। ফরাসি বিপ্লবের গতি কেমন ছিল?
উত্তর: ফরাসি বিপ্লবের গতি ছিল বৈচিত্র্যময় ও ব্যাপক।
৫৩। কত সালে ফরাসি জনগণ রাজার বিরুদ্ধে বিজয় লাভ করে?
উত্তর: ১৭৮৯ সালে।
৫৪। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়?
উত্তর: ১৯১৪ সালে।
৫৫। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়?
উত্তর: ১৯১৮ সালে।
৫৬। প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল কত?
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধের ব্যাপ্তিকাল ১৯১৪-'১৮ সাল পর্যন্ত।
৫৭। প্রথম বিশ্বযুদ্ধ কয়টি পক্ষ ছিল ও কি কি?
উত্তর। প্রথম বিশ্বযুদ্ধে দুটি পক্ষ ছিল। যথা- (ক) অক্ষশক্তি ও (খ) মিত্রশক্তি।
৫৮। প্রথম বিশ্বযুদ্ধে অক্ষশক্তিভুক্ত দেশগুলোর নাম লিখ।
উত্তর: জার্মান, অস্ট্রিয়া, হাঙ্গেরি, বুলগেরিয়া, তুরস্ক প্রভৃতি।
৫৯। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিভুক্ত দেশগুলোর নাম লিখ।
উত্তর: ইংল্যান্ড, ফ্রান্স, ইতালি, রাশিয়া, বেলজিয়াম, সার্বিয়া প্রভৃতি।
৬০। প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয় কোন ঘটনাকে কেন্দ্র করে?
উত্তর: অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ডকে হত্যার ঘটনাকে কেন্দ্র করে প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা।
৬১। অস্ট্রিয়ার যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড কখন নিহত হন?
উত্তর: ১৯১৪ সালের ২৮ জুন।
৬২। যুবরাজ ফ্রান্সিস ফার্ডিনান্ড কোথায় নিহত হন?
উত্তর: বসনিয়ার রাজধানী সারায়েভোতে।
৬৩। প্রথম বিশ্বযুদ্ধে নিহতের সংখ্যা কত?
উত্তর: ১ কোটি ৮০ লক্ষ।
৬৪। প্রথম বিশ্বযুদ্ধে কত লোক আহত হয়?
উত্তর: ১ কোটি ২০ লক্ষ লোক।
৬৫। প্রথম বিশ্বযুদ্ধে কত লোক শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে?
উত্তর: ৬০ লক্ষ লোক শারীরিকভাবে অক্ষম হয়ে পড়ে।
৬৬। আলসাস ও লোরেন প্রদেশ দুটি কোন দেশে অবস্থিত?
উত্তর: ফ্রান্সে অবস্থিত।
৬৭। ১৮৭০-৭১ সালের ফ্রাঙ্কো-প্রাশিয়ান যুদ্ধে জয়লাভ করে জার্মানি ফ্রান্সের কোন দুটি শহর দখল করে নেয়?
উত্তর: আলসাস ও লোরেন।
৬৮। জার্মানি কোন যুদ্ধে জয়লাভ করে আলসাস ও লোরেন প্রদেশ দুটি দখল করে?
উত্তর: ১৮৭০-৭১ সালের ফ্রাঙ্কো-প্রাশিয়ান যুদ্ধে।
৬৯। বিসমার্ক লৌহ শোনিত নীতি পরিত্যাগ করে কোন নীতি গ্রহণ করেন?
উত্তর: প্রতিরক্ষামূলক নীতি।
৭০। জার্মানকে 'পরিতুষ্ট শক্তি' (Satiated Power) হিসেবে ঘোষণা করেন কে?
উত্তর: জার্মান চ্যান্সেলর বিসমার্ক।
৭১। ত্রিশক্তি চুক্তি (Tripple Alliance) কি?
উত্তর: জার্মানির নিরাপত্তা অক্ষুন্ন রাখার এবং ফ্রান্সকে ইউরোপীয় রাজনীতি থেকে বিচ্ছিন্ন করার জন্য জার্মান চ্যান্সেলর বিসমার্ক ১৮৮২ সালে ইতালি ও অস্ট্রিয়ার সাথে যে চুক্তি সম্পাদন করেন, তা ত্রিশক্তি চুক্তি (Tripple Alliance) নামে পরিচিত।
৭২। ত্রিশক্তি চুক্তি (Tripple Alliance) কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৮৮২ সালে।
৭৩। ত্রিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: জার্মানি, ইতালি ও অস্ট্রিয়ার মধ্যে।
৭৪। 'ট্রিপল এলায়েন্স' এ স্বাক্ষরকারী দেশগুলোর নাম লিখ।
উত্তর: জার্মানি, অস্ট্রিয়া ও ইতালি।
৭৫। ত্রিশক্তি চুক্তির একটি শর্ত লিখ।
উত্তর: ত্রিশক্তি চুক্তির একটি শর্ত হলো: ফ্রান্স জার্মানি আক্রমণ করলে ইতালি তাকে সাহায্য করবে।
৭৬। দ্বিশক্তি চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়?
উত্তর: ফ্রান্স ও রাশিয়ার মধ্যে।
৭৭। যুবরাজ ফার্ডিনান্ডের হত্যাকাণ্ডের জন্য অস্ট্রিয়ান সরকার কাকে দায়ী করেন?
উত্তর: সার্বিয়ানদের।
৭৮। অস্ট্রিয়ার সরকার কাদেরকে 'গুপ্তঘাতকের জাতি' (Race of Assassins) বলে অভিহিত করেন?
উত্তর: সার্বিয়ানদেরকে।
৭৯। অস্ট্রিয়া সার্বিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
উত্তর: ১৯১৪ সালের ২৮ জুলাই।
৮০। সার্বিয়ার রাজধানীর নাম কি?
উত্তর: বেলগ্রেড।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে আমলাতন্ত্রের ভূমিকা
৮১। অস্ট্রিয়া বেলগ্রেড আক্রমণ করে কবে?
উত্তর: ১৯১৪ সালের ২৯ জুলাই।
৮২। রাশিয়া অস্ট্রিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কত তারিখে?
উত্তর: ১৯১৪ সালের ২৯ জুলাই।
৮৩। অস্ট্রিয়া প্রথম বিশ্বযুদ্ধে কার পক্ষে ছিল?
উত্তর: জার্মানির পক্ষে।
৮৪। জার্মানি কত সালে রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: ১৯১৪ সালের ১ আগস্ট।
৮৫। জার্মানি ফ্রান্সের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কবে?
উত্তর: ১৯১৪ সালের ৩ আগস্ট।
৮৬। জার্মানি কবে বেলজিয়াম আক্রমণ করে?
উত্তর: ১৯১৪ সালের ৪ আগস্ট।
৮৭। ব্রিটেন কত সালে প্রথম বিশ্বযুদ্ধে যোগদান করে?
উত্তর: ১৯১৪ সালে।
৮৮। ইংল্যান্ড কত সালে জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: ১৯১৪ সালের ৪ আগস্ট।
৮৯। প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের যোগদানের কয়েকটি কারণ লিখ।
উত্তর: প্রথম বিশ্বযুদ্ধে ইংল্যান্ডের যোগদানের কয়েকটি কারণ হলো: (ক) জার্মানির নৌশক্তি বৃদ্ধি, (খ) জার্মান কর্তৃক মৈত্রী প্রস্তাব প্রত্যাখ্যান, (গ) জার্মান কর্তৃক বেলজিয়াম আক্রমণ এবং (ঘ) উপকূলীয় রাজ্যগুলোর অখণ্ডতা রক্ষা করার প্রয়াস।
৯০। ইংল্যান্ড কোন কোন সালে জার্মানির সাথে মৈত্রী স্থাপনের পদক্ষেপ নেয়?
উত্তর: ১৮৯১, ১৯০১ ও ১৯১২ সালে।
৯১। জেনারেল ফচ (Foch) কে ছিলেন?
উত্তর: মিত্রপক্ষের সেনাপতি ছিলেন।
৯২। জেনারেল ফচকে মিত্রপক্ষের সেনাপতি নিযুক্ত করা হয় কত সালে?
উত্তর: ১৯১৮ সালে।
৯৩। মার্নের যুদ্ধে জার্মান বাহিনীকে বাধা প্রদান করেন কে?
উত্তর: মিত্রপক্ষের সেনাপতি জেনারেল ফচ।
৯৪। জাপান প্রথম যুদ্ধে কার পক্ষে যোগদান করে?
উত্তর: মিত্রপক্ষের।
৯৫। জাপান জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে কোন বন্দর দখল করে নেয়?
উত্তর: কিয়াউ-চাউ (Kiau-Chau) বন্দর।
৯৬। প্রথম বিশ্বযুদ্ধের সময় জাপানের প্রধানমন্ত্রী কে ছিলেন?
উত্তর: ওকুমা।
৯৭। প্রথম বিশ্বযুদ্ধে ইতালি মিত্রপক্ষে যোগদান করে কত সালে?
উত্তর: ১৯১৫ সালে।
৯৮। বুলগেরিয়া প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয় কবে?
উত্তর: ১৯১৫ সালে।
৯৯। প্রথম বিশ্বযুদ্ধে বুলগেরিয়া কার পক্ষে যোগ দেয়?
উত্তর: অক্ষশক্তির পক্ষে।
১০০। প্রথম বিশ্বযুদ্ধের সময় জার্মানি যুক্তরাষ্ট্রের কোন জাহাজটি ডুবিয়ে দেয়?
উত্তর: লুসিতানিয়া।
আরও পড়ুনঃ সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর: মাস্টার্স ফাইনাল, রাষ্ট্রবিজ্ঞান (শাসনের সমস্যাবলি)
১০১। মার্কিন যুক্তরাষ্ট্র কবে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?
অথবা, প্রথম বিশ্বযুদ্ধে আমেরিকা কবে যোগদান করে?
অথবা, মার্কিন যুক্তরাষ্ট্র কত তারিখে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দিয়েছিল?
উত্তর: ১৯১৭ সালের ৬ এপ্রিল।
১০২। মার্কিন যুক্তরাষ্ট্র কার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার মাধ্যমে প্রথম বিশ্বযুদ্ধে যোগ দেয়?
উত্তর: জার্মানির বিরুদ্ধে।
১০৩। প্রথম বিশ্বযুদ্ধ থেকে রাশিয়া বিদায় নেয় কত সালে?
উত্তর: ১৯১৮ সালে।
১০৪। প্রথম বিশ্বযুদ্ধে জার্মানি আত্মসমর্পণ করে কত সালে?
উত্তর: ১৯১৮ সালের ১১ নভেম্বর।
১০৫। প্রথম বিশ্বযুদ্ধে মিত্রশক্তিভুক্ত দেশগুলোর মধ্যে বেশি ক্ষতিগ্রস্ত হয় কোন দেশ?
উত্তর: ফ্রান্স।
১০৬। প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভ করে কারা?
উত্তর: মিত্রপক্ষ।
১০৭। দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় কত সালে?
অথবা, কত খ্রিস্টাব্দে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়?
অথবা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
১০৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?
উত্তর: অক্ষশক্তি ও মিত্রশক্তির মধ্যে।
১০৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধের অক্ষশক্তি কারা ছিল?
উত্তর: জার্মানি, ইতালি ও জাপান।
১১০। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি কোন পক্ষে ছিল?
উত্তর: অক্ষশক্তির পক্ষে।
১১১। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি কারা ছিল?
উত্তর: ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া, যুক্তরাষ্ট্র ও পোল্যান্ড।
১১২। দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রধান কারণ কি ছিল?
উত্তর: জার্মানির নাৎসিবাদ ও সাম্রাজ্যবাদী মনোভাব।
১১৩। হিটলার অস্ট্রিয়া দখল করেন কবে?
অথবা, হিটলার কত সাল অস্ট্রিয়া দখল করেন?
উত্তর: ১৯৩৮ সালে।
১১৪। কত খ্রিস্টাব্দে হিটলার পোল্যান্ড আক্রমণ করেন?
অথবা, হিটলার কত সালে পোল্যান্ড আক্রমণ করেন?
উত্তর: ১৯৩৯ সালের ১ সেপ্টেম্বর।
১১৫। জার্মানির বিরুদ্ধে ব্রিটেন ও ফ্রান্স যুদ্ধ ঘোষণা করে কত সালে?
উত্তর: ১৯৩৯ সালের ১৩ সেপ্টেম্বর।
১১৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধে অক্ষশক্তির প্রধান কে কে ছিলেন?
উত্তর: জার্মানির এডলফ হিটলার, জাপানের সম্রাট হিরোহিতা, ইতালির বেনিটো মুসোলিনি।
১১৭। হিটলার কত সালে ডেনমার্ক ও নরওয়ে দখল করেন?
উত্তর: ১৯৪০ সাঁলে।
১১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পিতৃভূমি বলা হয় কোন দেশকে?
উত্তর: রাশিয়াকে।
১১৯। দ্বিতীয় বিশ্বযুদ্ধে আমেরিকার অংশগ্রহণের প্রত্যক্ষ কারণ কি?
উত্তর: পার্ল হারবারে বোমাবর্ষণ।
১২০। যুক্তরাষ্ট্রের নৌবাহিনী কবে, কোথায় জাপানকে পরাজিত করে?
উত্তর: ১৯৪২ সালে, নতুন গায়ানায় প্রবাল দ্বীপে।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান কুইজ মাস্টার্স প্রিলিমিনারি (রাষ্ট্রবিজ্ঞান)
১২১। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রপক্ষে সিসিলি দখল করে কত সালে?
উত্তর: ১৯৪৩ সালে।
১২২। দ্বিতীয় বিশ্বযুদ্ধে মিত্রশক্তি ইতালি আক্রমণ করে কত সালে?
উত্তর: ১৯৪৩ সালের ৩ নভেম্বর।
১২৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইতালি আত্মসমর্পণ করে কত সালে?
উত্তর: ১৯৪৩ সালের ৮ সেপ্টেম্বর।
১২৪। জার্মানির নিকট থেকে মিত্রশক্তি কবে নরম্যান্ডি দখল করে?
উত্তর: ১৯৪৪ সালের ৬ জুন।
১২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মরুভূমিতে যুদ্ধ করে 'ডেজার্ট ব্যাট' উপাধি পান কে?
উত্তর: ব্রিটিশ জেনারেল মন্টেগোমারি।
১২৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জার্মানি মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করে কবে?
অথবা, জার্মানি ২য় বিশ্বযুদ্ধে কবে মিত্রবাহিনীর নিকট আত্মসমর্পণ করেন?
উত্তর: ১৯৪৫ সালের ৯ মে।
১২৭। 'যুদ্ধই জীবন, যুদ্ধই সর্বজনীন।'-উক্তিটি কার?
উত্তর: এডলফ হিটলারের।
১২৮। এডলফ হিটলারের গোপন পুলিশ বাহিনীর নাম কি ছিল?
উত্তর: গেস্টাপো।
১২৯। এডলফ হিটলার রচিত আত্মজীবনীমূলক গ্রন্থের নাম কি?
উত্তর: মেইন ক্যাম্প (Mein Kamf) বা আমার সংগ্রাম (My Struggle)\
১৩০। এডলফ হিটলার আত্মহত্যা করেন কবে?
উত্তর: ১৯৪৫ সালের ৩০ এপ্রিল।
১৩১। আমেরিকা হিরোশিমায় এটম বোমা নিক্ষেপ করে কবে?
উত্তর: ১৯৪৫ সালের ৬ আগস্ট।
১৩২। রাশিয়া কবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে?
উত্তর: ১৯৪৫ সালের ৮ আগস্ট।
১৩৩। মার্কিন যুক্তরাষ্ট্র জাপানের 'নাগাসাকিতে' এটম বোমা ফেলে কবে?
উত্তর: ১৯৪৫ সালের ৯ আগস্ট।
১৩৪। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আত্মসমর্পণের ঘোষণা দেয় কবে?
উত্তর: ১৯৪৫ সালের ১৪ আগস্ট।
১৩৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান আনুষ্ঠানিক আত্মসমর্পণ করে কত তারিখে?
উত্তর: ১৯৪৫ সালের ২ সেপ্টেম্বর।
১৩৬। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনটি সম্মেলনের নাম লিখ।
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন তিনটি সম্মেলন হলো- (ক) তেহরান সম্মেলন, (খ) ইয়াল্টা সম্মেলন, (গ) পটসড্যাম সম্মেলন।
১৩৭। বাংলার শেষ স্বাধীন নবাব কে?
অথবা, বাংলার শেষ স্বাধীন নবাব কে ছিলেন?
উত্তর: নবাব সিরাজ-উদ-দৌলা।
১৩৮। সিরাজ-উদ-দৌলা কে ছিলেন?
উত্তর: বাংলার শেষ স্বাধীন নবাব ও নবাব আলীবর্দী খানের দৌহিত্র।
১৩৯। সিরাজউদ্দৌলা কার দৌহিত্র ছিলেন?
উত্তর: নবাব আলীবর্দী খানের।
১৪০। সিরাজ-উদ-দৌলার প্রকৃত নাম কি?
উত্তর: মির্জা মুহম্মদ।
আরও পড়ুনঃ প্রবন্ধ রচনা: শ্রমের মর্যাদা (The Dignity of Labor)
১৪১। সিরাজ-উদ-দৌলা জন্মগ্রহণ করেন কখন?
উত্তর: ১৭৩৩ সালে।
১৪২। নবাব সিরাজ-উদ-দৌলার পিতা-মাতার নাম কি?
অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার পিতা ও মাতার নাম কি?
উত্তর: নবাব সিরাজ-উদ-দোলার পিতার নাম মির্জা মুহম্মদ হাশিম জয়নুদ্দিন আহমেদ এবং মাতার নাম আমেনা খাতুন।
১৪৩। সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি?
অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি ছিল?
অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার পিতার নাম কি?
উত্তর: মির্জা মুহম্মদ হাশিম জয়নুদ্দিন আহমেদ।
১৪৪। সিরাজ-উদ-দৌলার মাতার নাম কি?
অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার মাতার নাম কি ছিল?
উত্তর: আমেনা বেগম।
১৪৫। সিরাজ-উদ-দৌলার পিতা কোন অঞ্চলের নায়েব নাজিম ছিলেন?
উত্তর: বিহারের।
১৪৬। সিরাজ-উদ-দৌলার পিতা কখন, কাদের হাতে প্রাণ হারান?
উত্তর: ১৭৪৮ সালে আফগান বিদ্রোহীদের হাতে।
১৪৭। সিরাজ-উদ-দৌলা মারাঠাদের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণ করেন কখন?
উত্তর: ১৭৪৯ সালে।
১৪৮। নবাব আলীবর্দী খান কাকে তার উত্তরাধিকারী মনোনীত করেন?
উত্তর: সিরাজ-উদ-দৌলাকে।
১৪৯। ঘসেটি বেগম সিরাজ-উদ-দৌলার সম্পর্কে কি হন?
উত্তর: খালা।
১৫০। কে নবাবের রাজকোষাগার থেকে অর্থ আত্মসাৎ করে ইংরেজদের কাছে আশ্রয় গ্রহণ করেন?
উত্তর: রাজবল্লভের পুত্র কৃষ্ণ দাস।
১৫১। ফোর্ট উইলিয়াম দুর্গের প্রথম প্রেসিডেন্ট কে ছিলেন?
উত্তর: স্যার চার্লস আয়ার।
১৫২। নবাব সিরাজ-উদ-দৌলা কখন কলকাতা নগরী দখল করেন?
অথবা, সিরাজ-উদ-দৌলা কখন কলকাতা দখল করেছিলেন?
উত্তর: ১৭৫৬ সালের ২০ জুন।
১৫৩। কলকাতা দখলের পর এই শহরের নাম কি রাখা হয়?
অথবা, সিরাজ-উদ-দৌলা কলকাতা দখলের পর কলকাতার কি নামকরণ করেন?
অথবা, সিরাজ-উদ-দৌলা কলকাতা দখলের পর কলকাতাকে কি নাম দেন?
উত্তর: আলীনগর (১৭৫৬ সালে)।
১৫৪। হলওয়েল রচিত কাল্পনিক কাহিনীটির নাম কি?
উত্তর: অন্ধকূপ হত্যা।
১৫৫। অন্ধকূপ হত্যা কাহিনীর রচয়িতা কে?
অথবা, অন্ধকূপ হত্যার প্রবক্তা কে?
অথবা, 'অন্ধকূপ হত্যা কাহিনী' কে রচনা করেন?
উত্তর: ইংরেজ কর্মচারী হলওয়েল।
১৫৬। মীরজাফর কিসের জন্য কুখ্যাত ছিলেন?
উত্তর: অকৃতজ্ঞতা ও বিশ্বাসঘাতকতার জন্য।
১৫৭। পলাশির যুদ্ধ কত সালে, কোন মাসে এবং কত তারিখে হয়?
উত্তর: ১৭৫৭ সালের জুন মাসের ২৩ তারিখে।
১৫৮। কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়?
অথবা, কোন নদীর তীরে পলাশির যুদ্ধ সংঘটিত হয়েছিল?
অথবা, পলাশির যুদ্ধ কোন নদীর তীরে সংঘটিত হয়?
উত্তর: ভাগীরথী নদীর তীরে।
১৫৯। পলাশি কোথায় অবস্থিত?
উত্তর: পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার ৩৬ কি.মি. দক্ষিণে ভাগীরথী নদীর তীরে অবস্থিত।
১৬০। পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার সৈন্য সংখ্যা ছিল কত?
উত্তর: পঞ্চাশ হাজার।
আরও পড়ুনঃ বাংলা প্রবাদ বাক্য: প্রবাদ বাক্য কি? প্রবাদ বাক্যের উদ্ভব ও ব্যবহার
১৬১। পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার বাহিনীতে কয়টি কামান ছিল?
উত্তর: ৪০টি।
১৬২। পলাশি যুদ্ধের প্রধান সেনাপতি কে ছিলেন?
উত্তর: মীরজাফর।
১৬৩। পলাশির যুদ্ধে কে পরাজয়বরণ করেন?
উত্তর: নবাব সিরাজ-উদ-দৌলা।
১৬৪। পলাশির যুদ্ধে নবাব সিরাজ-উদ-দৌলার পরাজয়ের মূল কারণ কি?
উত্তর: প্রধান সেনাপতি মীরজাফরের বিশ্বাসঘাতকতা।
১৬৫। সিরাজ-উদ-দৌলার প্রধান সেনাপতির নাম কি?
অথবা, নবাব সিরাজ-উদ-দৌলার প্রধান সেনাপতির নাম কি ছিল?
উত্তর: মীরজাফর আলী খান।
১৬৬। কাকে "ক্লাইভের গর্দভ" বলা হতো?
উত্তর: মীরজাফরকে।
১৬৭। কোন যুদ্ধে বাংলার স্বাধীনতার সূর্য অন্তর্মিত হয়?
উত্তর: পলাশির যুদ্ধে।
১৬৮। ভারতবর্ষে বাণিজ্য করার জন্য ইংরেজগণ কি সংঘ প্রতিষ্ঠা করেন?
উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠন করেন।
১৬৯। কতজন কর্মী নিয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি গঠিত হয়?
উত্তর: ২১৮ জন।
১৭০। কোন সম্রাটের রাজত্বকালে ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আগমন করে?
উত্তর: সম্রাট জাহাঙ্গীরের রাজত্বকালে।
১৭১। ভারতীয় উপমহাদেশে ইংরেজদের আগমনের প্রধান উদ্দেশ্য কি ছিল?
উত্তর: ব্যবসা-বাণিজ্যের সম্প্রসারণ।
১৭২। সুবেদার শাহজাদা সুজা কার চিকিৎসায় সন্তুষ্ট হয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বিনা শুল্কে বাণিজ্য করার অনুমতি দেন?
উত্তর: ইংরেজ চিকিৎসক ব্রাউডন এর চিকিৎসায় সন্তুষ্ট হয়ে।
১৭৩। কত সালে সিপাহি বিদ্রোহ সংঘটিত হয়?
উত্তর: ১৮৫৭ সালে।
১৭৪। ভারতের শাসন ক্ষমতা কোম্পানির কাছ থেকে ব্রিটিশ সরকারের কাছে হস্তান্তরিত হয় কখন?
উত্তর: ১৮৫৮ সালে।
১৭৫। আধুনিক কল্যাণমূলক রাষ্ট্রের ধারণার উদ্ভব হয় কোথায়?
উত্তর: ইউরোপে।
১৭৬। ভারত-উপমহাদেশের কোন দেশে উন্নত রাজনৈতিক সংস্কৃতির চর্চা শুরু হয়েছে?
উত্তর: ভারতে।
১৭৭। দক্ষিণ এশিয়ার কোন দেশে রাষ্ট্র পরিচালনায় গণঅভিব্যক্তি গুরুত্ব পায়?
উত্তর: ভারতে।
১৭৮। ইউরোপের গণতন্ত্রের সূতিকাগার বলা হয় কাকে?
উত্তর: গ্রিস ও গ্রেট ব্রিটেনকে।
১৭৯। আধুনিক সভ্যতার বিভিন্ন অত্যাবশ্যকীয় উপাদান প্রথম কোথায় আবিষ্কৃত হয়?
উত্তর: ইউরোপে।
১৮০। কোন দেশসমূহে গণতন্ত্রের নামে স্বৈরতন্ত্র বিকশিত হচ্ছে?
উত্তর: তৃতীয় বিশ্বের দেশসমূহে।
আরও পড়ুনঃ Composition: Your favourite Game | My Daily Life | My Aim in life, for Class 6/7/8
১৮১। স্বাধীনতার সময় বাংলাদেশের মাথাপিছু আয় কত ছিল?
উত্তর: ২০০ মার্কিন ডলারের কম।
১৮২। কোন দেশকে 'তলাবিহীন ঝুড়ির' সাথে তুলনা করা হতো?
উত্তর: বাংলাদেশকে।
১৮৩। বাংলাদেশের বর্তমান মাথাপিছু আয় কত?
উত্তর: ১৩১৬ মার্কিন ডলার।
১৮৪। বাংলাদেশের পোশাক শিল্পের কত শতাংশ শ্রমিক নারী?
উত্তর: ৯৫ শতাংশ।
১৮৫। কত সালে ভারত স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৪৭ সালের ১৫ আগস্ট।
১৮৬। কত সালে পাকিস্তান স্বাধীনতা লাভ করে?
উত্তর: ১৯৪৭ সালের ১৪ আগস্ট।
১৮৭। ভারতে কখন মৌলবাদের যাত্রা শুরু হয়?
উত্তর: ব্রিটিশদের Divided Rule Policy গ্রহণের মধ্য দিয়ে।
১৮৮। কত সালে পাক-ভারত যুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৯৬৫ সালে।
১৮৯। কখন থেকে কাশ্মীর সমস্যা শুরু হয়?
উত্তর: ১৯৪৭ সালে ভারত-পাকিস্তান বিভক্তির পর থেকে।
১৯০। দক্ষিণ এশিয়ার শান্তি ও নিরাপত্তার ক্ষেত্রে কোনটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে?
উত্তর: কাশ্মীর সমস্যা।
১৯১। ভারত-পাকিস্তান সম্পর্কের অবনতির মূল কারণ কি?
উত্তর: কাশ্মীর সমস্যা।
১৯২। কত সালে ভারতীয় জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৮৮৫ সালে।
১৯৩। কার নেতৃত্বে আলীগড় আন্দোলন পরিচালিত হয়?
উত্তর: সৈয়দ আহমদ খানের নেতৃত্বে।
১৯৪। কত সালে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: ১৯০৫ সালে।
১৯৫। কার শাসনামলে বঙ্গভঙ্গ হয়?
উত্তর: লর্ড কার্জনের শাসনামলে।
১৯৬। কত সালে মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯০৬ সালে।
১৯৭। মুসলিম লীগের প্রথম সভাপতি কে?
উত্তর: মোহম্মদ আগা খান।
১৯৮। বঙ্গভঙ্গের ফলে কোন আন্দোলনের সূত্রপাত হয়?
উত্তর: স্বদেশি আন্দোলন।
১৯৯। মর্লি মিন্টো সংস্কার আইন কত সালে পাস হয়?
উত্তর: ১৯০৯ সালে।
২০০। দ্বিজাতিতত্ত্ব কে উপস্থাপন করেন?
উত্তর: মোহাম্মদ আলী জিন্নাহ।
আরও পড়ুনঃ পর্দা: ইসলামি শরীয়া মোতাবেক নারীরা কার কার সাথে দেখা করতে পারবে? এবং কার কার সাথে দেখা করতে পারবেনা? বিস্তারিত আলোচনা
২০১। কে ৩রা জুন পরিকল্পনা প্রণয়ন করেন?
উত্তর: লর্ড মাউন্টব্যাটেন।
২০২। কত সালে লাহোর প্রস্তাব উত্থাপন করা হয়?
উত্তর: ১৯৪০ সালে।
২০৩। কত সালে পাকিস্তানে প্রথম সামরিক শাসন জারি করা হয়?
উত্তর: ১৯৫৮ সালের ৭ অক্টোবর।
২০৪। কত সালে বাংলাদেশে মুক্তিযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৯৭১ সালে।
২০৫। বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনে কোন দেশ গুরুত্বপূর্ণ অবদান রেখেছিল?
উত্তর: ভারত।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, আজ আমি মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ) "শাসনের সমস্যাবলি" বই থেকে "অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশীয় রাষ্ট্রসমূহের কর্মতৎপরতার তুলনা এবং বৈসাদৃশ্য" সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও নতুন কোন তথ্যের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন।
