সাধারণ জ্ঞানঃ সম্পত্তি, সরকার ও পরিকল্পনার প্রভাব
প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স শেষ পর্ব, রাষ্ট্র বিজ্ঞান বিভাগ, থেকে শাসনের সমস্যাবলি বইয়ের, "সম্পত্তি এবং সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে পরিকল্পনার প্রভাব" অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর সম্পর্কে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা নিশ্চয়ই জানেন যে, উপরোক্ত এই অধ্যায়ের প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং বিভিন্ন ধরনের পরীক্ষায় অধিক সংখ্যকবার আসতে দেখা গিয়েছে। তাই আজকের আর্টিকেলটি বিশেষ করে মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য অতীত জরুরী। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
| সম্পত্তি এবং সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে পরিকল্পনার প্রভাব |
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: সম্পত্তি এবং সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে পরিকল্পনার প্রভাব
১ । সম্পত্তি কাকে বলে?
উত্তর: কোনো বস্তুর উপর ব্যক্তির দখল ও নিয়ন্ত্রণ অধিকার সামাজিকভাবে স্বীকৃত হলে তাকে সম্পত্তি বলে।
২ । সম্পত্তি সাধারণত কত প্রকার ও কি কি?
উত্তর: ২ প্রকার। যথা- (ক) অস্থাবর সম্পত্তি ও (খ) স্থাবর সম্পত্তি।
৩। সম্পত্তির তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: সম্পত্তির তিনটি বৈশিষ্ট্য হলো- (ক) মালিকানা (খ) সঠিক ও সংযত ব্যবহার ও (গ) স্থায়িত্ব।
৪। সম্পত্তির উপাদান কয়টি ও কি কি?
উত্তর: সম্পত্তির উপাদান তিনটি। যথা- (ক) কোনো বিষয়বস্তু (খ) চূড়ান্ত মালিকানা এবং (গ) সামাজিক অনুমোদন।
৫। সম্পত্তির অধিকার কি কর্তৃক অনুমোদিত ও স্বীকৃত?
উত্তর: সমাজ কর্তৃক।
৬। "জড় বস্তুর নিয়ন্ত্রণের ক্ষেত্রে কতিপয় অধিকার ও দায়িত্বের সমষ্টি হচ্ছে সম্পক্তি।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: মরিস জিন্সবার্গ।
৭। সম্পত্তিকে ব্যক্তির পূর্ণতার জন্য অত্যাবশ্যক বলে উল্লেখ করেছেন কে?
উত্তর: গ্রিক দার্শনিক এরিস্টটল।
৮। "সম্পত্তি সাম্রাজ্য সৃষ্টি করে"-উক্তিটি কার?
উত্তর: হ্যারিংটন-এর।
৯। "মানুষের শ্রম সম্পত্তি সৃষ্টি করে" উক্তিটি কার?
উত্তর: জন লকের।
১০। "প্রত্যেক সরকার পদ্ধতিই স্বার্থোপযোগী এক ধরনের সম্পত্তি ব্যবস্থা সংরক্ষণ করে"-উক্তিটি কে করেছেন?
উত্তর: ম্যাকাইভার।
১১। "ব্যক্তির সম্মতি ব্যতীত তার সম্পত্তি ছিনিয়ে নেওয়া যাবে না।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: জন লক।
১২। "খোদা দুনিয়ার সকল মানুষের ভোগের জন্য সম্পত্তি দান করেছেন এবং মানুষ তা প্রয়োজনমতো ভোগ করবে।-উক্তিটি কে করেছেন?
উত্তর: সেন্ট অগাস্টিন।
১৩। "সম্পত্তি হলো পরিবার বা রাষ্ট্রের কাজে ব্যবহারের নিমিত্ত গচ্ছিত কতকগুলি হাতিয়ার"-উক্তিটি কে করেছেন?
উত্তর: এরিস্টটল।
১৪। "রাষ্ট্রের প্রকৃতি ও সম্পত্তির প্রকৃতি একরূপ হওয়া বাঞ্ছনীয়" -উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক ম্যাকাইভার।
১৫। কোন রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির উপস্থিতি বিদ্যমান?
উত্তর: সমাজতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থায়।
১৬। কোন রাষ্ট্রব্যবস্থায় ব্যক্তিগত সম্পত্তির উপস্থিতি বিদ্যমান থাকে?
উত্তর: পুঁজিবাদী রাষ্ট্রব্যবস্থায়।
১৭। সম্পত্তি তত্ত্বের প্রবক্তা কে?
উত্তর: জন লক।
১৮। সরকার কাকে বলে?
উত্তর: সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে।
১৯। সরকারের বিভাগ কয়টি ও কি কি?
অথবা, সরকারের অঙ্গ কয়টি?
উত্তর: সরকারের অঙ্গ বা বিভাগ তিনটি। যথা- (ক) আইন বিভাগ; (খ) শাসন বিভাগ ও (গ) বিচার বিভাগ।
২০। সরকারের কোন বিভাগের উপর আইন প্রণয়নের দায়িত্ব ন্যস্ত?
উত্তর: আইন বিভাগের উপর।
আরও পড়ুনঃ সাধারন জ্ঞানঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস
২১। কে সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন?
উত্তর: অধ্যাপক লিকক।
২২। "প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যত সরকারই রাষ্ট্র।"-উক্তি কে করেছেন?
উত্তর: অধ্যাপক লাস্কি।
২৩। আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর: গণতন্ত্র।
২৪। এককেন্দ্রিক সরকার কাকে বলে?
উত্তর: যে শাসনব্যবস্থায় সংবিধানের মাধ্যমে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে এবং কেন্দ্র থেকে সকল ক্ষমতা পরিচালিত হয় তাকে এককেন্দ্রিক সরকার বলে।
২৫। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?
উত্তর: কেন্দ্রীয় সরকারের হাতে।
২৬। এককেন্দ্রিক সরকারের তিনটি গুণাবলি বা সুবিধা উল্লেখ কর।
উত্তর: (ক) কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, (খ) নমনীয় প্রকৃতির সরকার, (গ) জরুরি অবস্থায় অধিক কার্যকরী।
২৭। এককেন্দ্রিক সরকারের তিনটি অসুবিধা লিখ।
উত্তর: (ক) আমলাতন্ত্রের প্রাধান্য, (খ) কেন্দ্রের আধিপত্য, (গ) স্বৈরাচারের আশঙ্কা।
২৮। কোন সরকার ব্যবস্থা জরুরি অবস্থায় অধিক কার্যকরী?
উত্তর: এককেন্দ্রিক সরকারব্যবস্থা।
২৯। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা বিদ্যমান আছে এমন ৫টি দেশের নাম লিখ।
উত্তর: গ্রেট ব্রিটেন, ফ্রান্স, বাংলাদেশ, স্পেন ও পর্তুগাল।
৩০। বাংলাদেশের সরকার এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়?
উত্তর: এককেন্দ্রিক সরকার।
৩১। জটিল ধরনের সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় সরকার।
৩২। কোন শাসনব্যবস্থায় ক্ষমতার আঞ্চলিক বণ্টন করা হয়?
উত্তর: যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায়।
৩৩। যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?
উত্তর: যখন দুই বা ততোধিক প্রদেশ নিজেদের স্বার্থ রক্ষার্থে বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়ে নিজস্ব সত্তা বজায় রেখে জাতীয় সরকার গঠন করে তখন তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলে।
৩৪। ইংরেজি কোন শব্দ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারের উৎপত্তি?
উত্তর: ইংরেজি Federation শব্দ থেকে।
৩৫। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কয় ধরনের সরকার থাকে?
উত্তর: দুই ধরনের। যথা। কেন্দ্রীয় সরকার এবং প্রাদেশিক বা আঞ্চলিক সরকার।
৩৬। কেন্দ্রীয় সরকারের কাজ কি?
উত্তর: সমগ্র দেশের সাধারণ স্বার্থ সংক্রান্ত বিষয়ে শাসনকার্য পরিচালনা করা।
৩৭। প্রাদেশিক বা আঞ্চলিক সরকারের কাজ কি?
উত্তর: আঞ্চলিক স্বার্থ সম্পর্কিত বিষয়ক শাসনকার্য পরিচালনা করা।
৩৮। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত কি?
উত্তর: ভৌগোলিক নৈকট্য।
৩৯। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের শর্তাবলি উল্লেখ কর।
উত্তর: যুক্তরাষ্ট্রীয় মনোভাব, ভৌগোলিক ঐক্য, অঙ্গরাষ্ট্রসমূহের সমতা, আর্থিক সামর্থ্য, লিখিত সংবিধান, দুষ্পরিবর্তনীয় সংবিধান, সংবিধানের প্রাধান্য, গণতান্ত্রিক শাসনব্যবস্থা, যৌথ নেতৃত্ব, প্রাদেশিক স্বায়ত্তশাসন ইত্যাদি।
৪০। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের তিনটি শর্ত লিখ।
উত্তর: (ক) ভৌগোলিক সংলগ্নতা, (খ) জনগণের মধ্যে গভীর ঐক্যবোধ, (গ) আর্থিক সচ্ছলতা, (ঘ) যুক্তরাষ্ট্রীয় মনোভাব।
আরও পড়ুনঃ ডিগ্রি ৩য় বর্ষের সাজেশন ২০২৫ (সকল বিষয় একসাথে PDF)
৪১। যুক্তরাষ্ট্রীয় সরকারের ৩টি সুবিধা লিখ।
উত্তর: (ক) আমলাতন্ত্রের প্রতিরোধ, (খ) কেন্দ্রের স্বেচ্ছাচারিতা রোধ, (গ) বৈচিত্র্যের মাঝে ঐক্য স্থাপন।
৪২। যুক্তরাষ্ট্রীয় সরকারের ৩টি অসুবিধা লিখ।
উত্তর: (ক) ব্যয়বহুল শাসনব্যবস্থা, (খ) জরুরি অবস্থা মোকাবিলায় ব্যর্থতা, (গ) কেন্দ্র ও রাজ্যের বিরোধের আশঙ্কা।
৪৩। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা বিদ্যমান এমন ৪টি দেশের নাম লিখ।
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা ও ভারত।
৪৪। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ।
উত্তর: বাংলাদেশ ও ভারত।
৪৫। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?
উত্তর: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।
৪৬। সংসদীয় সরকারের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কে?
উত্তর: পার্লামেন্ট।
৪৭। সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের ৩টি পার্থক্য উল্লেখ কর।
উত্তর: ১. সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। ২. সংসদীয় সরকারের রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান ভিন্ন ভিন্ন ব্যক্তি। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান ও সরকারপ্রধান একই ব্যক্তি। ৩. সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভা সার্বভৌম। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা সার্বভৌম নয়।
৪৮। কোন কোন বিভাগ নিয়ে সরকার গঠিত হয়?
উত্তর: শাসন বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগ নিয়ে।
৪৯। "শাসনতন্ত্র এমন একটি জীবন পদ্ধতি, যা রাষ্ট্র স্বয়ং বেছে নিয়েছে।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: এরিস্টটল।
৫০। "মৌলিক রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোর সুষম ব্যবস্থাই সংবিধান।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক ফাইনার।
৫১। "সাংবিধান হলো এমন কতকগুলো নিয়মের সমষ্টি, যা দ্বারা শাসকের ক্ষমতা ও শাসিতের অধিকার এবং উভয়ের মধ্যে সম্পর্কের ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করা হয়।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: সি. এফ. স্ট্রং।
৫২। সাংবিধানিক সরকার কাকে বলে?
উত্তর: সংবিধানের প্রতি অনুগত বা সংবিধান অনুযায়ী পরিচালিত সরকারকে সাংবিধানিক সরকার বলে।
৫৩। রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ কি?
উত্তর: রাজনৈতিক দল, আইনসভা, নির্বাচন ব্যবস্থা, সংবিধান প্রভৃতি প্রতিষ্ঠানের নিজস্ব নীতি ও কর্মসূচি প্রণয়ন ও বাস্তবায়ন করার ক্ষেত্রে ব্যক্তির প্রভাব ও হস্তক্ষেপমুক্ত থেকে স্বাধীনভাবে কাজ করার ক্ষমতাই হলো রাজনৈতিক প্রাতিষ্ঠানিকীকরণ।
৫৪। "কোনো সরকারি কর্তৃপক্ষ কর্তৃক সুচিন্তিত ও সুবিবেচিত অর্থনৈতিক গুরুত্বাবলি নির্বাচনকে অর্থনৈতিক পরিকল্পনা বলে।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: প্রখ্যাত রাশিয়ান অর্থনীতিবিদ বারবারা উটন।
৫৫। অর্থনৈতিক পরিকল্পনা দুটির বৈশিষ্ট্য লিখ।
উত্তর: (ক) অর্থনৈতিক পরিকল্পনা সুচিন্তিতভাবে প্রণীত একটি কর্মসূচি। (খ) অর্থনৈতিক পরিকল্পনা কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক প্রণীত ও বাস্তবায়িত হয়।
৫৬। অর্থনৈতিক কর্মকাণ্ডের উপর রাষ্ট্রীয় নিয়ন্ত্রণের প্রকৃতির ভিত্তিতে পরিকল্পনাকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?
উত্তর: ২ ভাগে ভাগ করা যায়। যথা- ১. নির্দেশনাত্মক পরিকল্পনা। ২. প্রণোদনামূলক পরিকল্পনা।
৫৭। জাতীয় পরিকল্পনা কি?
উত্তর: একটি দেশের কেন্দ্রীয় কর্তৃপক্ষ কর্তৃক সমগ্র জাতির কল্যাণের জন্য যে পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে জাতীয় পরিকল্পনা বলে।
৫৮। স্থানীয় পরিকল্পনা কাকে বলে?
উত্তর: যখন কোনো ক্ষুদ্র এলাকার স্থানীয় জনগণের অভাব-অভিযোগ দূর করার লক্ষ্যে স্থানীয় সম্পদের সাহায্যে স্থানীয় কর্তৃপক্ষ কর্তৃক পরিকল্পনা প্রণীত ও বাস্তবায়িত হয়, তখন তাকে স্থানীয় পরিকল্পনা বলে।
৫৯। কার্যভিত্তিক পরিকল্পনা কাকে বলে?
উত্তর: পুঁজিবাদী বা মিশ্র অর্থনীতিতে প্রণীত ও বাস্তবায়িত পরিকল্পনাকে কার্যভিত্তিক পরিকল্পনা বলে।
৬০। বিকেন্দ্রীকৃত পরিকল্পনা কাকে বলে?
উত্তর: যে পরিকল্পনায় দেশের ক্ষুদ্র ক্ষুদ্র অংশের অংশগ্রহণ ও প্রাধান্য পরিলক্ষিত হয়, তাকে বিকেন্দ্রীকৃত পরিকল্পনা বলে।
৬১। বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ১৯৭৩-১৯৭৮ সাল পর্যন্ত।
৬২। বাংলাদেশে পঞ্চম পঞ্চবার্ষিকী পরিকল্পনার মেয়াদ কত?
উত্তর: ১৯৯৭-২০০২ সাল পর্যন্ত।
৬৩। নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক অমর্ত্য সেন অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে কয়টি আবশ্যিক শর্তের কথা বলেছেন?
উত্তর: ৫টি শর্তের কথা বলেছেন।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, আজ আমি মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্র বিজ্ঞান বিভাগ) "শাসনের সমস্যাবলি" বই থেকে "অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলীঃ সম্পত্তি এবং সরকার, রাজনৈতিক প্রতিষ্ঠানসমূহের সামাজিক এবং অর্থনৈতিক অবস্থার ক্ষেত্রে পরিকল্পনার প্রভাব" সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও নতুন কোন তথ্যের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন।
