সাধারণ জ্ঞানঃ জাতীয় ও ভাষাগত, ধর্মীয়, সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণের সমস্যাবলি
১। জাতি কি?
উত্তর: জাতি হলো এমন এক জনসমাজ, যা ক্রমবিকাশের পথে সর্বোচ্চ পর্যায়ে উপনীত হয়েছে।
২। জাতীয়তাবাদ কাকে বলে?
উত্তর: একটি নির্দিষ্ট জনসমষ্টির মানসিক ঐক্যানুভূতি বা একাত্মবোধের প্রকাশকেই জাতীয়তাবাদ বলে।
৩। জাতীয়তাবাদের মূলমন্ত্র কি?
উত্তর: জাতীয়তাবাদের মূলমন্ত্র হলো নিজে বাঁচ এবং অপরকে বাঁচতে দাও।
৪। একটি পরাধীন দেশের জাতীয়তাবাদের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: দেশের স্বাধীনতা, স্বাতন্ত্র্য ও সার্বভৌমত্ব অর্জন করা।
৫। "Nationalism is the Religion of the Modern World"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক লয়েড।
![]() |
| সাধারণ জ্ঞানঃ জাতীয় ও ভাষাগত, ধর্মীয়, সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণের সমস্যাবলি |
৬। সর্বপ্রথম কত শতাব্দীতে জাতীয়তাবাদের ধারণা আসে?
উত্তর: পঞ্চদশ শতাব্দীতে।
৭। জাতীয়তাবাদ কখন পরিপূর্ণভাবে বিকশিত হয়?
উত্তর: উনিশ শতকের শেষভাগে এবং বিশ শতকের প্রথম ভাগে জাতীয়তাবাদ পরিপূর্ণভাবে বিকশিত হয়।
৮। সর্বপ্রথম কোথায় জাতীয়তাবাদের ধারণা গড়ে উঠে?
উত্তর: হিব্রু ও গ্রিক সভ্যতায় সর্বপ্রথম জাতীয়তাবাদের ধারণা গড়ে উঠে।
৯। বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব কিসের ভিত্তিতে সৃষ্টি হয়?
উত্তর: বাঙালি জাতীয়তাবাদের উদ্ভব ধর্মের ভিত্তিতে সৃষ্টি হয়।
১০। বাঙালি জাতীয়তাবাদের মূলভিত্তি কি?
উত্তর: ভাষা।
১১। জাতীয়তার জন্ম হয় কিভাবে?
উত্তর: একই ভাষা, সাহিত্য, ইতিহাস, সংস্কৃতি, ধর্ম ইত্যাদিতে উদ্বেলিত হয়ে যখন কোনো জনসমষ্টি ঐক্যবদ্ধ হয় তখন জাতীয়তার জন্ম হয়।
১২। জাতীয়তা কখন জাতিতে পরিণত হয়?
উত্তর: জাতীয়তা তখনই জাতিতে পরিণত হয়, যখন এটি রাজনৈতিক দিক হতে সংগঠিত হয়ে স্বাধীনতা লাভ করে বা স্বাধীনতা লাভে আগ্রহী হয়।
১৩। জাতি ও জাতীয়তা কি?
উত্তর: জাতি একটি জনগোষ্ঠী যারা একত্রে বাস করে। আর জাতীয়তা একটি চেতনা। জাতি হলো জাতীয়তার চূড়ান্ত ও পরিস্ফুটিত রূপ। আর জাতীয়তা হলো এর প্রাথমিক রূপ।
১৪। জাতীয়তাবাদের ৪টি উপাদানের নাম লিখ।
উত্তর: (ক) ভৌগোলিক নৈকট্য (খ) ধর্মীয় ঐক্য (গ) ভাষা ও সাহিত্যিক সান্নিধ্য (ঘ) পেশাগত ঐক্য।
১৫। জাতীয়তাবাদের সবচেয়ে শক্তিশালী উপাদান কোনটি?
উত্তর: ধর্মীয় ঐক্য।
১৬। "জাতীয়তাবাদ জাতীয়তা ও স্বদেশপ্রেম এ দুটি অনাসক্ত বিষয়ের এক আবেগমণ্ডিত সমন্বয় ও অতিরঞ্জন। -উক্তিটি কার?
উত্তর: J. H Hayex-এর।
১৭। "জাতীয়তাবাদ সর্বাগ্রে মানসিক অবস্থা এবং একটি বিশেষ চেতনার সৃষ্টিবিশেষ।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: Hans Kohn
১৮। "জাতীয়তাবাদ হচ্ছে একটি বিশ্বাস, যা একটি জাতির মধ্যে পরিস্ফুটিত হয়, যে জাতি স্বাধীনভাবে নিজের সবকিছুকেই গৌরবের সাথে গ্রহণ করে।"-উক্তিটি কার?
উত্তর: রিচার্ড ডব্লিউ কোটাম-এর।
১৯। "কোনো নির্দিষ্ট আবাসভূমির সাথে সংশ্লিষ্ট, সংঘবদ্ধভাবে বিশেষ অন্তরঙ্গ গুরুত্বপূর্ণ ও মর্যাদাভুক্ত অনুভূতির প্রকাশই জাতীয়তাবোধ।" উক্তিটি কার?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী জিম্মার্ন এর।
২০। নতুন ও পরিপূর্ণ ধারণারূপে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে কবে ও কিসের মাধ্যমে?
উত্তর: নতুন ও পরিপূর্ণ ধারণারূপে জাতীয়তাবাদের স্ফুরণ ঘটে ১৭৮৯ সালে ফরাসি বিপ্লবের মাধ্যমে।
২১। "Religion is a great source of strength for Nationalism"-উক্তিটি কে করেছেন?
উত্তর: রিচার্ড ডব্লিউ কোটাম।
২২। প্রকৃতপক্ষে জাতীয়তাবাদ কি?
উত্তর: প্রকৃতপক্ষে জাতীয়তাবাদ একটি ভাবগত ধারণা, মানসিক অনুভূতি, একটি বিশেষ মনোবৃত্তি।
২৩ । জাতীয়তাবাদের মূল উদ্দেশ্য কি?
উত্তর: সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক সকল ক্ষেত্রেই দেশ ও জনগণের উন্নতি এবং অগ্রগতি সাধনই জাতীয়তাবাদের মূল উদ্দেশ্য।
২৪। কোন ধরনের জাতীয়তাবাদ সভ্যতার জন্য হুমকিস্বরূপ?
উত্তর: উগ্র জাতীয়তাবাদ।
২৫। দ্বিতীয় বিশ্বযুদ্ধের জন্য কি দায়ী ছিল?
উত্তর: জার্মানির উগ্র জাতীয়তাবাদ।
২৬। জাতীয় রাষ্ট্রের মূল প্রবক্তা কে?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলি।
২৭। কাকে জাতীয়তাবাদের জনক বলা হয়?
উত্তর: নিকোলো ম্যাকিয়াভেলিকে।
২৮। "জাতীয়তাবাদ সংগঠনের ক্ষেত্রে ভাষাগত ঐক্য বংশগত ঐক্য অপেক্ষা অধিক সহায়ক"-উক্তিটি কে করেছেন?
উত্তর: রামকে ম্যুর।
২৯। "জাতীয় ঐক্য উদ্ভবের অন্যতম প্রধান উপাদান হলো ভাষা"-উক্তিটি কে করেছেন?
উত্তর: জার্মান দার্শনিক ফিক্টে।
৩০। কোনো জাতির সাহিত্য-সংস্কৃতির ধারক ও বাহক কি?
উত্তর: ভাষা।
৩১। উগ্র জাতীয়তাবাদের দুটি সমস্যা লিখ।
উত্তর: ১. সভ্যতার সংকট সৃষ্টি করে, ২. বিশ্বশান্তির পরিপন্থী।
৩২। উগ্র জাতীয়তাবাদের পরিণাম কি?
উত্তর: সাম্রাজ্যবাদ।
৩৩। সংঘর্ষের অন্যতম কারণ কি?
উত্তর: জাতিগত সংঘাত।
৩৪। "বিখণ্ড চিন্তাধারাকে উচ্ছেদ করে জাতীয়ভিত্তিক সম্পর্ক সৃষ্টি করাই জাতীয় সংহতি।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক মাইরন ওয়েনার-এর।
৩৫। 'জনসাধারণ যখন নিজের সকল সংকীর্ণতা দূর করে সমাজের বৃহত্তর স্বার্থে জাতি, ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে ঐক্যবদ্ধভাবে কাজ করে জাতীয় উন্নয়ন ও সমৃদ্ধি অর্জনের জন্য চেষ্টা করে তখন তাকে জাতীয় সংহতি বলে।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: এস. পি. হান্টিংটন।
৩৬। "ব্যাপকভাবে জাতীয় সংহতি বলতে সেই প্রক্রিয়াকে বুঝানো হয়, যা দ্বারা এমন একটি জাতীয় রাজনৈতিক ব্যবস্থা সৃষ্টি করা হয় যা সকল আঞ্চলিক উপ-ব্যবস্থাকে অধীন অথবা অঙ্গীভূত করে ফেলে।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: রওনক জাহান।
৩৭। জাতীয় ঐক্য রক্ষা করা কোন দেশগুলোর সর্বাপেক্ষা তীব্র রাজনৈতিক সমস্যা?
উত্তর: জাতীয় ঐক্য রক্ষা করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তীব্র রাজনৈতিক সমস্যা।
৩৮। 'Political Order in Changing Societies'-গ্রন্থের লেখক কে?
উত্তর: S. P. Huntington.
৩৯। জাতিগত সংঘাতের দুটি কারণ লিখ।
উত্তর: ২. সামাজিক বৈষম্য ও ১. জাতিগত বিরোধ।
৪০। জাতিগত বিরোধ কাকে বলে?
উত্তর: যখন দুটি জাতি গোষ্ঠীর মধ্যে নিজেদের দাবিদাওয়া নিয়ে মতপার্থক্য সৃষ্টি হয় তখন তাকে জাতিগত বিরোধ বলে।
৪১। জাতিগত সংঘাত বিদ্যমান এমন দুটি দেশের নাম লিখ।
উত্তর: (ক) শ্রীলঙ্কা ও (খ) পাকিস্তান।
৪২। উন্নয়নশীল দেশের অন্যতম সমস্যা কি?
উত্তর: রাজনৈতিক সমস্যা।
৪৩। বাংলাদেশের জাতীয় সংহতির তিনটি দিক উল্লেখ কর।
উত্তর: (ক) মূল্যবোধজনিত সংহতি (খ) ভূখণ্ডগত সংহতির অভাব ও (গ) আচরমূলক সংহতির সমস্যা।
৪৪। দক্ষিণ এশিয়ায় ধর্মের ভিত্তিতে কোন রাষ্ট্র গড়ে উঠে?
উত্তর: পাকিস্তান।
৪৫। কিসের ভিত্তিতে ধর্মভিত্তিক পাকিস্তান রাষ্ট্রের জন্ম হয়?
উত্তর: দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে।
৪৬। কিসের প্রশ্নে পশ্চিমা শাসকগোষ্ঠীর সাথে পূর্ব-বাংলার জনসাধারণের প্রথম সংঘাত হয়?
উত্তর: ভাষার প্রশ্নে।
৪৭। পাকিস্তানের কেন্দ্রীয় রাজনীতির নেপথ্যে কাদের প্রচণ্ড আধিপত্য ছিল?
উত্তর: সামরিক-বেসামরিক আমলাতন্ত্রের।
৪৮ । পাকিস্তানের রাজনৈতিক নেতৃবৃন্দ কাদের দ্বারা পরিচালিত হতেন?
উত্তর: উচ্চপদস্ত সামরিক-বেসামরিক আমলা কর্তৃক পরিচালিত হতেন।
৪৯। বাঙালি জাতীয়তাবাদের বিকাশ ঘটে কিসের মাধ্যমে?
উত্তর: ১৯৫২ সালের ভাষা আন্দোলনের মাধ্যমে।
৫০। বাংলাদেশের দুটি ক্ষুদ্র জাতি গোষ্ঠীর নাম লিখ।
উত্তর: (ক) চাকমা ও (খ) ত্রিপুরা।
৫১। পশ্চিম পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে কয়টি স্তরবিন্যাস ছিল ও কি কি?
উত্তর: ২টি। যথা- (ক) উচ্চবিত্ত ধনিক শ্রেণী ও (খ) বিত্তহীন দরিদ্র শ্রেণী।
৫২। পূর্ব পাকিস্তানের জনগোষ্ঠীর মধ্যে কয়টি স্তরবিন্যাস ছিল ও কি কি?
উত্তর: ৪টি। যথা- (ক) উচ্চ মধ্যবিত্ত, (খ) মধ্যবিত্ত, (গ) নিম্নবিত্ত ও (ঘ) বিত্তহীন শ্রেণী।
৫৩। পূর্ব পাকিস্তানের অর্থনীতি কি নির্ভরশীল ছিল?
উত্তর: প্রাচীন কৃষি নির্ভরশীল।
৫৪। পশ্চিম পাকিস্তানের অর্থনীতি কি নির্ভর ছিল?
উত্তর: শিল্প বাণিজ্য নির্ভর।
৫৫। বৈধতা কাকে বলে?
উত্তর: নাগরিকের মূল্যবোধের সাথে সঙ্গতি রক্ষা করে ক্ষমতা প্রয়োগের স্বীকৃতিকে বৈধতা বলে।
৫৬। সরকারের বৈধতার ভিত্তি কি?
উত্তর: সরকারের প্রতি জনগণের আস্থা, সরকারের জনকল্যাণমূলক কর্মকাণ্ড সম্পাদনের দক্ষতা প্রভৃতি হচ্ছে সরকারের বৈধতার ভিত্তি।
৫৭। সরকারের গ্রহণযোগ্যতার একমাত্র উপায় কি?
উত্তর: সরকারের গ্রহণযোগ্যতার একমাত্র উপায় হলো বৈধতা।
৫৮। বৈধতার সংকট কাকে বলে?
উত্তর: কোনো রাষ্ট্রে ক্ষমতা গ্রহণের প্রক্রিয়া অসাংবিধানিক উপায়ে হলে যে সংকটের সৃষ্টি হয় তাকে বৈধতার সংকট বলে।
৫৯। বৈধতার দুটি সমস্যা উল্লেখ কর।
উত্তর: (ক) সাংবিধানিক সমস্যা ও (খ) রাজনৈতিক সচেতনতার অভাব।
৬০। কর্তৃত্ব কি?
উত্তর: আইনানুগ আদেশ প্রদান এবং উক্ত আদেশের প্রতি আনুগত্য আদায় করার ক্ষমতা বা অধিকারই কর্তৃত্ব।
৬১। কর্তৃত্ব অর্জন কি?
উত্তর: সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বা কোনো সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় প্রভাব বিস্তার করার বৈধ ক্ষমতা অর্জনই কর্তৃত্ব অর্জন।
৬২ । কর্তৃত্ব একত্রীকরণ কি?
উত্তর: সকল ক্ষমতা একত্র করাকে কর্তৃত্ব একত্রীকরণ বলে।
৬৩। "কর্তৃত্ব প্রতিষ্ঠার পেছনে ব্যক্তি সমর্থন থাকতে হবে।" -উক্তিটি কার?
উত্তর: চেস্টার আই, বার্নার্ড-এর।
৬৪। যুক্তিসংগত আইনানুগ কর্তৃত্বের বৈধতার ভিত্তি কি?
উত্তর: আইনানুগ কাঠামো।
৬৫। সাবেকি কর্তৃত্বের উৎস কি?
উত্তর: দীর্ঘকালীন ঐতিহ্য।
৬৬। কর্তৃত্বের অন্যতম উপাদান কি?
উত্তর: বৈধতা।
৬৭। "সরকারি কর্তৃত্বের বৈধ প্রকৃতি এবং সরকারের যথাযথ দায়িত্ব সম্পর্কে ঐকমত্য অর্জনজনিত সমস্যাই বৈধতার সমস্যা।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: লুসিয়ান পাই।
৬৮। বাংলাদেশে কখন বৈধতার সংকট দেখা দেয়?
উত্তর: ১৯৭৫ সালে।
৬৯। সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণ কি?
উত্তর: জনসমাজের চাহিদা ও পারিপার্শ্বিকতার ভিত্তিতে কোনো বিশেষ অঞ্চলে বিশেষ সাংস্কৃতিক রীতিনীতি গণ্ডিবদ্ধ হওয়ার নামই সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণ।
৭০। সাংস্কৃতিক আগ্রাসন কি?
উত্তর: একটি সংস্কৃতিকে বল প্রয়োগের মাধ্যমে অন্য সংস্কৃতির ধারকদের উপর চাপিয়ে দেওয়ার নামই সাংস্কৃতিক আগ্রাসন।
৭১। জাতীয় সংহতি কি?
উত্তর: কোনো নির্দিষ্ট ভূখণ্ডের জনগণের একাত্মতাকে জাতীয় সংহতি বলে।
৭২। জাতীয় সংহতির ধারণা কিরূপ?
উত্তর: ব্যাপক ও বিস্তৃত।
৭৩। জাতীয় সংহতি শব্দের অর্থ কি?
উত্তর: জাতীয় সংহতি শব্দের অর্থ হলো জাতীয় ঐক্য প্রচেষ্টা।
৭৪। 'সংহতি' শব্দটি কিরূপ?
উত্তর: সংহতি শব্দটি অতিমাত্রার অর্থবহ।
৭৫। জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে কোনটি শুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে?
উত্তর: যোগ্য ও বলিষ্ঠ নেতৃত্ব জাতীয় সংহতি রক্ষার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
৭৬। দক্ষিণ এশিয়ার জাতীয় সংহতির ক্ষেত্রে অন্যতম প্রতিবন্ধকতা কি?
উত্তর: বিচ্ছিন্নতাবাদী আন্দোলন।
৭৭। জাতীয় সংহতির গুরুত্বপূর্ণ দিক কোনটি?
উত্তর: রাজনৈতিক সংহতি।
৭৮। রাজনৈতিক সংহতি কি?
উত্তর: যখন কোনো রাজনৈতিক ব্যবস্থার স্থিতিশীলতা বজায় থাকে এবং বিরোধী দল ও চাপসৃষ্টিকারী দল সকলেই জাতীয় স্বার্থকে অক্ষুন্ন রেখে সরকারকে জনকল্যাণমূলক কাজে সহায়তা করে তাকে রাজনৈতিক সংহতি বলে।
৭৯। কিসের মাধ্যমে সাংস্কৃতিক সংহতি গড়ে উঠে?
উত্তর: বর্ণগত, গোষ্ঠীগত ও ভাষাগত সংহতি ও ঐক্যের মাধ্যমে সাংস্কৃতিক সংহতি গড়ে উঠে।
৮০। কিভাবে অর্থনৈতিক সংস্কৃতি গড় উঠে?
উত্তর: জনসাধারণ স্বতঃস্ফূর্তভাবে অর্থনৈতিক প্রক্রিয়ায় অংশ নিতে পারলেই অর্থনৈতিক সংহতি গড়ে উঠে।
৮১ । "বিখণ্ড চিন্তাধারাকে উচ্ছেদ করে একটি জাতীয়ভিত্তিক সম্পর্ক প্রতিষ্ঠা করাকেই জাতীয় সংহতি বলে।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: মাইনর উইনার।
৮২। "সংহতি হচ্ছে সেসব পদ্ধতি যেখানে দুই বা ততোধিক বিষয় একত্রিত হয়ে একটি বিষয় গঠন করে। যখনই বিষয়গুলো একত্রিত হবে, তখনই তাদের মধ্যে সংহতি স্থাপিত হবে।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: John Gattury.
৮৩। "সংহতি হচ্ছে এমন একটি পদ্ধতি যেখানে বিভিন্ন দেশের রাজনৈতিক বিশেষজ্ঞরা ইচ্ছে করবে তাদের আনুগত্য, আশা ও রাজনৈতিক কর্মকাণ্ড একটি নতুন ক্ষেত্রের দিকে চালিত করতে, যার সাংগঠনিক কর্তৃত্ব থাকবে রাষ্ট্রের উপর।" -উক্তিটি কার?
উত্তর: Ernest B. Hass-এর।
৮৪। "জাতীয় সংহতির দিকে যেকোনো পদক্ষেপ রাজনৈতিক উন্নয়নসূচক এবং রাজনৈতিক উন্নয়ন ও জাতীয় সংহতি হচ্ছে যুগপৎ সংযুক্ত বিষয়।"-উক্তিটি কারা করেছেন?
উত্তর: এডওয়ার্ড মিলস এবং লিওনার্দ বাইন্ডার।
৮৫। সংহতি শব্দের অর্থ কি?
উত্তর: সংহতি শব্দের অর্থ হলো একাগ্রতা ও ঐক্যবদ্ধতা।
৮৬। জাতীয় ঐক্য রক্ষা করা কোন দেশগুলোর সর্বাপেক্ষা তীব্র রাজনৈতিক সমস্যা?
উত্তর: জাতীয় ঐক্য রক্ষা করা দক্ষিণ এশিয়ার দেশগুলোর তীব্র রাজনৈতিক সমস্যা।
৮৭। দক্ষিণ এশিয়ার দেশসমূহের জাতীয় সংহতির তিনটি সমস্যা উল্লেখ কর।
উত্তর: (ক) সহনশীলতার অভাব, (খ) ঔপনিবেশিক শাসন ও (গ) বর্ণগত বিরোধ।
৮৮। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা কেমন?
উত্তর: দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক অবস্থা অত্যন্ত দুর্বল।
৮৯। দক্ষিণ এশিয়ার দুর্বল অর্থনীতির কারণে কোন সমস্যা প্রকট আকার ধারণ করে?
উত্তর: জাতীয় সংহতির সমস্যা।
৯০। দক্ষিণ এশিয়ার জাতীয় সংহতির বড় সংকট কোনটি?
উত্তর: অর্থনৈতিক সংকট।
৯১। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে কোন গোষ্ঠী কোণঠাসা হয়ে থাকে?
উত্তর: সংখ্যালঘু গোষ্ঠী।
৯২। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অবস্থা কেমন?
উত্তর: কোন্দলপূর্ণ।
৯৩। দক্ষিণ এশিয়ার রাজনৈতিক অস্থিতিশীলতার সুযোগে কারা রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে?
উত্তর: সামরিক বাহিনী।
৯৪। সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হলে কোন সংকট প্রকট আকার ধারণ করে?
উত্তর: জাতীয় সংহতির সংকট।
৯৫। দক্ষিণ এশিয়ার দেশগুলোর কেন্দ্রে শক্তিশালী সরকার গড়ে উঠতে পারে নি কেন?
উত্তর: ঔপনিবেশিক শাসন বলবৎ থাকার কারণে।
৯৬। "জাতীয় ঐক্য বজায় রাখাই দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশসমূহের সর্বাপেক্ষা কঠিন রাজনৈতিক সমস্যা।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: Prof. Mynor Weiner উক্তিটি করেছেন?
৯৭। জাতীয় সংহতির তিনটি দিক আলোচনা কর।
উত্তর: (ক) অর্থনৈতিক সংহতি, (খ) সাংস্কৃতিক সংহতি এবং (গ) সামাজিক সংহতি।
৯৮। রাষ্ট্রীয় ব্যবস্থার প্রথম ধাপ কোনটি?
উত্তর: সমাজ।
৯৯। সামাজিক সংহতির উপর ভিত্তি করে কোনটি গড়ে উঠে?
উত্তর: জাতীয় সংহতি।
১০০। কখন থেকে পাকিস্তানে জাতীয় সংহতির সমস্যা মারাত্মক রূপ ধারণ করে?
উত্তর: স্বাধীনতা লাভের পর থেকেই পাকিস্তানে জাতীয় সংহতির সমস্যা মারাত্মক রূপ ধারণ করে।
১০১। কোন সমস্যার দরুন পাকিস্তান ভেঙে স্বাধীন সার্বভৌম বাংলাদেশ নামক রাষ্ট্রের অভ্যুদয় ঘটে?
উত্তর: জাতীয় সংহতির সমস্যার দরুন।
১০২। শতাব্দীর পর শতাব্দী দক্ষিণ এশিয়ার অধিকাংশ দেশ কোন শাসকের শৃঙ্খলে আবদ্ধ ছিল?
উত্তর: ঔপনিবেশিক শাসকের শৃঙ্খলে আবদ্ধ ছিল।
১০৩। পাকিস্তানের জাতীয় সংহতির প্রধান সমস্যা কি ছিল?
উত্তর: ভৌগোলিক অসংলগ্নতা।
১০৪। পূর্ব ও পশ্চিম পাকিস্তানের মধ্যে দূরত্ব কত ছিল?
উত্তর: ১২০০ মাইল।
১০৫। ভারতের জাতীয় সংহতির তিনটি সমস্যার নাম লিখ।
উত্তর: (ক) ভৌগোলিক সীমানাগত সমস্যা (খ) সাম্প্রদায়িক রাজনীতির উত্থান (গ) ভাষাগত সমস্যা।
১০৬। কোন রাজনৈতিক দলের উত্থান ভারতের রাষ্ট্রীয় মূলনীতি ধর্মনিরপেক্ষতা ও অহিংসার বেদীমূলে কুঠারাঘাত হেনেছে?
উত্তর: মৌলবাদী দল বিজেপির উত্থান।
১০৭। ভারতের ৭টি অঙ্গরাজ্যের বিচ্ছিন্নতাবাদী আন্দোলন কি নামে পরিচিত?
উত্তর: 7-Sister-এর আন্দোলন নামে পরিচিত।
১০৮। ভারতের গণতান্ত্রিক শাসন কাঠামো কোন মডেলের?
উত্তর: পাশ্চাত্য মডেলের।
১০৯। বাংলাদেশের জাতীয় সংহতির তিনটি সমস্যার নাম লিখ।
উত্তর: (ক) পার্বত্য চট্টগ্রাম অঞ্চলের সমস্যা (খ) ক্ষমতাসীন এলিট ও জনগণের মধ্যে ঐক্যের অভাব। (গ) ঘন ঘন সামরিক হস্তক্ষেপ।
১১০। বাংলাদেশে কোনটির অভাবে সামরিক বাহিনী বার বার রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয়?
উত্তর: জাতীয় সংহতির অভাবে।
