সাধারণ জ্ঞানঃ যুক্তরাষ্ট্র ব্যবস্থা, একজাতিক ও বহুজাতিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র

১। যুক্তরাষ্ট্রীয় সরকার কাকে বলে?

উত্তর: যখন দুই বা ততোধিক প্রদেশ নিজেদের স্বার্থ রক্ষার্থে বা অন্য কোনো উদ্দেশ্য সাধনের জন্য মিলিত হয়ে নিজস্ব সত্তা বজায় রেখে জাতীয় সরকার গঠন করে, তখনই তাকে যুক্তরাষ্ট্রীয় সরকার বলা হয়।

২। ইংরেজি কোন শব্দ থেকে যুক্তরাষ্ট্রীয় সরকারের উৎপত্তি?

উত্তর: ইংরেজি Federation শব্দ থেকে।

৩। ইংরেজি Federation শব্দটি ল্যাটিন কোন শব্দ থেকে এসেছে?

উত্তর: ল্যাটিন শব্দ Feodus থেকে এসেছে।

৪। ল্যাটিন শব্দ Feodus-এর অর্থ কি?

উত্তর: সন্ধি বা মিলন।

৫। যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় কয় ধরনের সরকার থাকে ও কি কি?

উত্তর: দুই ধরনের। যথা-

(ক) কেন্দ্রীয় সরকার ও

(খ) প্রাদেশিক বা আঞ্চলিক সরকার।

General Knowledge: United States system, uninational and multinational states, and the United States within the United States
সাধারণ জ্ঞানঃ যুক্তরাষ্ট্র ব্যবস্থা, একজাতিক ও বহুজাতিক রাষ্ট্র এবং যুক্তরাষ্ট্রের মধ্যে যুক্তরাষ্ট্র

৬। যুক্তরাষ্ট্রীয় সরকারের সফলতার অন্যতম শর্ত কি?

উত্তর: ভৌগোলিক নৈকট্য।

৭। যুক্তরাষ্ট্রীয় সরকারের সাফল্যের ৪টি শর্ত উল্লেখ কর।

উত্তর: (ক) যুক্তরাষ্ট্রীয় মনোভাব (খ) ভৌগোলিক ঐক্য (গ) অঙ্গ রাষ্ট্রসমূহের সমতা ও (ঘ) আর্থিক সামর্থ্য।

৮। যুক্তরাষ্ট্রীয় সরকারের তিনটি সুবিধা লিখ। 

উত্তর: (ক) আমলাতন্ত্রের প্রতিরোধ (খ) কেন্দ্রের স্বেচ্ছাচারিতা রোধ। (গ) বৈচিত্র্যের মাঝে ঐক্য স্থাপন।

৯। যুক্তরাষ্ট্রীয় সরকারের তিনটি অসুবিধা লিখ।

উত্তর: (ক) ব্যয়বহুল শাসনব্যবস্থা। (খ) জরুরি অবস্থা মোকাবেলায় ব্যর্থ (গ) কেন্দ্র ও রাজ্যে বিরোধের আশঙ্কা। 

১০। যুক্তরাষ্ট্রীয় সরকার বিদ্যমান আছে এমন ৪টি দেশের নাম লিখ।

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত।

১১। "যুক্তরাষ্ট্রীয় শাসনব্যবস্থায় সরকারি ক্ষমতা কেন্দ্রীয় সরকার এবং দেশের অঞ্চলসমূহের সরকারগুলোর মধ্যে এমনভাবে বণ্টন করা হয়, যাতে উভয় ধরনের সরকার নিজ নিজ ক্ষেত্রে আইনগতভাবে স্বাধীন থাকতে পারে।"-উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক কে. সি. হুইয়ার।

১২। "যুক্তরাষ্ট্র তাকেই বলে যে ব্যবস্থায় কর্তৃত্ব ও ক্ষমতার কিছু অংশ আঞ্চলিক ক্ষেত্রে ন্যস্ত হয় এবং অন্যান্য অংশ ঐসব আঞ্চলিক ক্ষেত্রের সমন্বয়ে গঠিত কেন্দ্রীয় সংস্থায় ন্যস্ত থাকে।" -উক্তিটি কার?

উত্তর: ফাইনার (Finer)-এর।

১৩। "যুক্তরাষ্ট্র হলো এমন এক রাজনৈতিক ব্যবস্থা যার উদ্দেশ্য হলো জাতীয় ঐক্য ও শক্তির সঙ্গে অঙ্গরাজ্যের অধিকারসমূহের সমন্বয় সাধন। এ হলো ঐক্য ছাড়াই মিলন।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক এ. ডি. ডাইসি।

১৪। "যুক্তরাষ্ট্র হলো এমন এক শাসনব্যবস্থা যেখানে একটি সাধারণ সরকার ও কতকগুলো আঞ্চলিক সরকারের মধ্যে ক্ষমতা এমনভাবে বণ্টন করা হয় যে, তারা প্রত্যেকে নিজ নিজ ক্ষেত্রে পরিপুরক হিসেবে কাজ করে এবং প্রশাসনিক প্রতিনিধির মাধ্যমে প্রত্যক্ষভাবে জনগণকে শাসন করে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী বার্জেস।

১৫। "পরিপূর্ণ যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থায় অন্যান্য রাষ্ট্রের সাথে সম্বন্ধ নির্ণয়ের সময় একটি রাষ্ট্র বলে মনে হয়। কিন্তু অভ্যন্তরীণ ব্যাপারে এটি বহু রাষ্ট্রের মতোই।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: ঐতিহাসিক ফ্রিম্যান।

১৬। যুক্তরাষ্ট্রীয় সরকার হলো এমন একটি সরকারি ব্যবস্থা যেখানে সংবিধান অথবা পার্লামেন্ট প্রণীত আইনের মাধ্যমে প্রতিষ্ঠিত কেন্দ্রীয় ও অঙ্গরাজ্যের সরকারের মধ্যে ক্ষমতা বণ্টিত হয়।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক গার্নার।

১৭। "যুক্তরাষ্ট্রীয় সরকার কতকগুলো রাষ্ট্রের সমন্বয়ে গঠিত একটি নতুন রাষ্ট্র।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: হ্যামিলটন।

১৮। "যুক্তরাষ্ট্রীয় সরকারের কাঠামো এমন যেখানে একটি কেন্দ্রীয় সরকার এর যুক্তরাষ্ট্রীয় ঐক্য গড়ে তোলার অংশ হিসেবে কিছু অঙ্গরাজ্য বা প্রদেশের মধ্যে রাজনৈতিক ক্ষমতা বিভক্ত করে।"-উক্তিটি কার?

উত্তর: এ্যালাম আর, বল এর।

১৯। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা কিভাবে বণ্টিত হয়?

উত্তর: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায় কেন্দ্র ও প্রদেশের ক্ষমতা সংবিধান দ্বারা বণ্টিত হয়।

২০। আধুনিক যুক্তরাষ্ট্রীয় সরকারের ধারণা নির্ধারিত হয়েছে কোন রাষ্ট্র কর্তৃক?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞানঃ জাতীয় ও ভাষাগত, ধর্মীয়, সাংস্কৃতিক বিকেন্দ্রীকরণের সমস্যাবলি

২১। যুক্তরাষ্ট্রীয় সরকারের প্রকৃষ্ট উদাহরণ কোন দেশ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

২২। "Federation is the central territorial fabric of the state"-উক্তিটি কার?

উত্তর: Prof Finer-এর।

২৩। "Federation is a dual form of government calculated to reconcile unity with diversity."-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক কোরি।

২৪। "Federation is an association state that form new one."-উক্তিটি কে করেছেন?

উত্তর: হ্যামিলটন।

২৫। জাতি শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Nation

২৬। প্রথম কত শতাব্দীতে Nation ধারণাটি ব্যবহৃত হয়?

উত্তর: উনিশ শতকে।

২৭। Nation বা জাতি ধারণা প্রথম কোথায় দেখা যায়?

উত্তর: ইউরোপে।

২৮। Adam Smith তার Wealth of Nation গ্রন্থে Nation শব্দটি কোন অর্থে ব্যবহার করেছেন?

উত্তর: রাষ্ট্র অর্থে ব্যবহার করেছেন।

২৯। জনসমাজের চূড়ান্ত রূপ কি?

উত্তর: জাতি।

৩০। কিভাবে জাতি পূর্ণতা লাভ করে?

উত্তর: নিজ রাষ্ট্রব্যবস্থা গঠনের মাধ্যমে জাতি পূর্ণতা লাভ করে।

৩১। কিসের ভিত্তিতে জাতীয় রাষ্ট্র গড়ে উঠে?

উত্তর: জাতীয়তার মাধ্যমে জাতীয় রাষ্ট্র গড়ে উঠে।

৩২। একজাতিক রাষ্ট্র কি?

উত্তর: যখন কোনো নিপীড়িত জাতি সচেতনভাবে নিজেদের অন্য জাতির শাসন থেকে মুক্ত করে স্বাধীন ও নিয়ন্ত্রিত সরকার গঠন করে স্বশাসিত ব্যবস্থা গ্রহণ করতে চায় এবং আত্মনিয়ন্ত্রণের অধিকার প্রতিষ্ঠা করে, তখন তাকে একজাতিক রাষ্ট্র বলে।

৩৩। "যে রাষ্ট্রে বিভিন্ন জাতীয় জনসমাজ বাস করে, সেখানে স্বাধীন রাজনৈতিক প্রতিষ্ঠানের অস্তিত্ব সম্ভবপর হয় না এবং তার জন্য জাতীয় জনসমাজের সীমারেখা রাষ্ট্রের সীমারেখার সমানুপাতিক হওয়া উচিত।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: জে. এস. মিল-(J. S. Mill)।

৩৪। 'On Representative Government.' গ্রন্থের লেখক কে?

উত্তর: জে. এস. মিল (J. S. Mill)।

৩৫। "একটি জাতীয় জনসমাজকে জাতীয় সরকার গঠন করতে না দিয়ে অন্য জাতির অধীনে থাকতে বাধ্য করা আর কোনো নারীকে সে যাকে ঘৃণা করে এমন পুরুষকে বিবাহ করতে বাধ্য করা একই কথা।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: বাট্রান্ড রাসেল উক্তিটি করেছেন।

৩৬। একজাতিক রাষ্ট্রের দুটি উদাহরণ দাও।

উত্তর: (ক) জার্মানি (খ) জাপান।

৩৭। একজাতিক রাষ্ট্রের ধারণার বিকল্প ঘটে কিসের মাধ্যমে?

উত্তর: আত্মনিয়ন্ত্রণের অধিকারের মাধ্যমে।

৩৮। জাতিভিত্তিক রাষ্ট্রসমূহকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর: দুই ভাগে ভাগ করা যায়। যথা- (ক) একজাতিক রাষ্ট্র ও (খ) বহুজাতিক রাষ্ট্র।

৩৯। বাংলাদেশ কেমন রাষ্ট্র?

উত্তর: বাংলাদেশ একজাতিক রাষ্ট্র।

৪০। কখন একজাতিক রাষ্ট্রের বিকাশ ঘটতে থাকে?

উত্তর: উনিশ শতকের মধ্য ভাগ থেকে একজাতিক রাষ্ট্রের বিকাশ ঘটতে থাকে।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞানঃ সম্পত্তি, সরকার ও পরিকল্পনার প্রভাব

৪১। প্রথম বিশ্বযুদ্ধের পর 'একজাতি' রাষ্ট্রের আদর্শের মধ্যে সংখ্যালঘু সম্প্রদায়ের সমস্যার চিরন্তন সমাধানের সন্ধান পেয়েছিলেন কে?

উত্তর: মার্কিন প্রেসিডেন্ট উইলসন।

৪২। প্রত্যেক রাষ্ট্রে একটি মাত্র জাতীয় জনসমাজ বা জাতি নিয়ে গঠিত হওয়ায় যে আদর্শ তৈরি হয় তাকে কি বলে?

উত্তর: একজাতিক রাষ্ট্রের আদর্শ বলে।

৪৩। কোন জাতিক রাষ্ট্র বিচ্ছিন্নতাকে প্রশ্রয় দেয়?

উত্তর: একজাতিক রাষ্ট্র বিচ্ছিন্নতাকে প্রশ্রয় দেয়।

৪৪। একজাতিক রাষ্ট্রের দুটি সুবিধা লিখ।

উত্তর: (ক) সর্বপ্রকার উন্নয়ন সাধন (খ) জাতিগত দ্বন্যের অনুপস্থিতি।

৪৫। একজাতিক রাষ্ট্রের দুটি সমস্যা লিখ।

উত্তর: (ক) বিচ্ছিন্নতাবাদের জন্ম দেয়। (খ) রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো দুর্বল থাকে।

৪৬। এককেন্দ্রিক সরকার কাকে বলে?

উত্তর: যে শাসনব্যবস্থায় সংবিধানের মাধ্যমে সকল ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে, তাকে এককেন্দ্রিক সরকার বলে।

৪৭। এককেন্দ্রিক সরকারে কার প্রাধান্য থাকে?

উত্তর: এককেন্দ্রিক সরকারে কেন্দ্রীয় সরকারের প্রাধান্য থাকে।

৪৮। এককেন্দ্রিক সরকারের যাবতীয় ক্ষমতা কার হাতে অর্পিত হয়?

উত্তর: কেন্দ্রীয় সরকারের হাতে যাবতীয় ক্ষমতা অর্পিত হয়।

৪৯। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় প্রাদেশিক বা আঞ্চলিক সরকারসমূহকে ক্ষমতা অর্পণ করেন কে?

উত্তর: কেন্দ্রীয় সরকার।

৫০। রাষ্ট্রপতি শাসিত সরকারের দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি জনগণের সরাসরি ভোটের মাধ্যমে নির্বাচিত হন (খ) রাষ্ট্রপতি শাসিত সরকারে রাষ্ট্রপতি রাষ্ট্র ও সরকারপ্রধান থাকেন।

৫১। "কেন্দ্রীয় সরকার কর্তৃক চূড়ান্ত আইন প্রণয়নের ক্ষমতা লাভ করাকে এককেন্দ্রিক সরকার বলে।"-উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক ডাইসি-এর।

৫২। "এককেন্দ্রিক সরকার হলো এমন একটি রাষ্ট্র, যা একটিমাত্র কেন্দ্রীয় সরকারের অধীনে সংগঠিত।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: সি. এফ. স্ট্রং।

৫৩। এককেন্দ্রিক সরকার ব্যবস্থা চালু আছে এমন ৫টি দেশের নাম লিখ।

উত্তর: যুক্তরাজ্য, ফ্রান্স, জাপান, বাংলাদেশ, নরওয়ে।

৫৪। "France is the classic house of centralization of power." -উক্তিটি কে করেছেন?

উত্তর: Prof. Finer

৫৫। বহুজাতিক রাষ্ট্র কাকে বলে?

উত্তর: বহুজাতির সমন্বয়ে গঠিত রাষ্ট্রকে বহু জাতিক রাষ্ট্র বলে।

৫৬। "একই রাষ্ট্রের মধ্যে একাধিক জাতিসত্তার অস্তিত্ব থাকলে তাতে বরং সুবিধাই হয়। তাতে পারস্পরিক যোগাযোগ ও মিশ্রণের সুযোগ ঘটে। একদিকে যেমন রাষ্ট্রের শক্তি বৃদ্ধি পায় অন্যদিকে প্রতিটি জাতির বিভিন্ন গুণের বিকাশের সুযোগও ঘটে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: বুন্ট মলি।

৫৭। "মানুষ যেমন সমাজবদ্ধ, তেমনি একটি রাষ্ট্রের মধ্যে বিভিন্ন জাতির ঐক্যবদ্ধ সভ্য সমাজজীবনের স্বার্থে দরকার।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: লর্ড অ্যাকশন।

৫৮। ৪টি বহুজাতিক রাষ্ট্রের নাম লিখ।

উত্তর: কানাডা, মালয়েশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত।

৫৯। সরকারের শ্রেণীবিন্যাসকরণের পূর্বে এরিস্টটল বিশ্বের কতটি দেশের সংবিধান পর্যালোচনা করেছেন?

উত্তর: ১৫৮টি দেশের সংবিধান পর্যালোচনা করেছেন।

৬০। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ কি বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত?

উত্তর: না, এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বৈজ্ঞানিক ভিত্তির উপর প্রতিষ্ঠিত নয়।

আরও পড়ুনঃ সাধারন জ্ঞানঃ ইউরোপীয় এবং ভারতীয় উপমহাদেশের ইতিহাস

৬১। এরিস্টটল কোন ধরনের সরকারকে সর্বনিকৃষ্ট মনে করেন?

উত্তর: এরিস্টটল গণতান্ত্রিক সরকারকে সর্বনিকৃষ্ট মনে করেন।

৬২। এরিস্টটল কোন ধরনের সরকার ব্যবস্থাকে ঘৃণা করতেন?

উত্তর: এরিস্টটল গণতান্ত্রিক সরকারকে ঘৃণা করতেন।

৬৩। 'A History of Political Thought' গ্রন্থের লেখক কে?

উত্তর: J. P. Suda.

৬৪। "পলিটি এমন এক ধরনের শাসনব্যবস্থা যেখানে এককভাবে শুধু ধনীরা নয় কিংবা এককভাবে শুধু দরিদ্ররা নয়। বরং ধনিকতন্ত্র ও গণতন্ত্রের উপাদানসমূহের সুসমন্বিত অংশের প্রাধান্য বিরাজ করে।" -উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক সেবাইন-এর।

৬৫। নাৎসিবাদের জনক কে?

উত্তর: এডলফ হিটলার।

৬৬। ফ্যাসিবাদের জনক কে?

উত্তর: বেনিটো মুসোলিনী।

৬৭। "A more rewarding approach to the problems of classification would be to classify types o political system rather than to concentrated one types of government."-উক্তিটি কে করেছেন?

উত্তর: A. R. Ball.

৬৮। গণতন্ত্রকে 'Great discovery of modern times' বলে অভিহিত করেছেন কে?

উত্তর: জে. এস. মিল।

৬৯। আধুনিক গণতন্ত্রের জনক কে?

উত্তর: জন লক।

৭০। কাকে সংসদীয় গণতন্ত্রের জনক বলা হয়?

উত্তর: জন লককে।

৭১। আধুনিককালে সবচেয়ে বেশি জনপ্রিয় সরকার ব্যবস্থা কোনটি?

উত্তর: গণতন্ত্র।

৭২। গণতন্ত্রের মূলভিত্তি কি?

উত্তর: সংবিধান ও নিয়মিত নির্বাচন।

৭৩। 'Demos' শব্দটির অর্থ কি?

উত্তর: জনগণ।

৭৪। গণতন্ত্রকে সফল করার তিনটি শর্তের নাম লিখ।

উত্তর: (ক) যোগ্য নেতৃত্ব, (খ) সৎ ও যোগ্য কর্মচারী ও (গ) আইনের শাসন।

৭৫। "Democracy is a Government of the people, by the people and for the people"-উক্তিটি কে করেছেন?

উত্তর: সাবেক মার্কিন প্রেসিডেন্ট আব্রাহাম লিংকন।

৭৬। প্রত্যক্ষ গণতন্ত্র কাকে বলে?

উত্তর। রাষ্ট্রীয় কার্যাবলিতে জনগণের সরাসরি অংশগ্রহণকে প্রত্যক্ষ গণতন্ত্র বলে।

৭৭। আধুনিক তথা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের জনক বলা হয় কাকে?

উত্তর: জন স্টুয়ার্ট মিলকে।

৭৮। জন স্টুয়ার্ট মিল কোন দেশের রাষ্ট্রচিন্তাবিদ ছিলেন?

উত্তর: ইংল্যান্ডের।

৭৯। বাংলাদেশ কি একটি গণতান্ত্রিক রাষ্ট্র?

উত্তর: হ্যাঁ, বাংলাদেশ একটি গণতান্ত্রিক রাষ্ট্র।

৮০। "এক দেশ, এক জাতি, এক নেতা।'-এটি কোন সরকারের আদর্শ?

উত্তর: একনায়কতন্ত্রের আদর্শ।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বাংলাদেশের রাজনীতি ও অর্থনীতি 

৮১। একনায়কতন্ত্রের ৪টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) এক ব্যক্তির শাসন (খ) নামসর্বস্ব আইনসভা (গ) উগ্র জাতীয়তাবাদ (ঘ) রাষ্ট্রীয় কর্তৃত্বের প্রাধান্য।

৮২। কোন শাসনব্যবস্থায় ক্ষমতা কেন্দ্রের হাতে ন্যস্ত থাকে?

উত্তর: এককেন্দ্রিক শাসনব্যবস্থায়।

৮৩। এককেন্দ্রিক সরকার ব্যবস্থায় সরকারের সকল ক্ষমতা কার হাতে ন্যস্ত থাকে?

উত্তর: কেন্দ্রীয় সরকারের হাতে।

৮৪। এককেন্দ্রিক সরকারের তিনটি গুণাবলি বা সুবিধা লিখ।

উত্তর: (ক) কেন্দ্রীয় সরকারের প্রাধান্য, (খ) নমনীয় প্রকৃতির সরকার, (গ) জরুরি অবস্থায় অধিক কার্যকরী।

৮৫। বাংলাদেশের সরকার এককেন্দ্রিক না যুক্তরাষ্ট্রীয়?

উত্তর: এককেন্দ্রিক সরকার।

৮৬। 'Consent is the basis of modern democracy' -উক্তিটি কে করেছেন?

উত্তর: জন লক।

৮৭। 'Democracy is a form of government in which everyone has a share." উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক সিলি।

৮৮। বর্তমান বিশ্বের সবচেয়ে জনপ্রিয় শাসনব্যবস্থা কোনটি?

উত্তর: গণতন্ত্র।

৮৯। "Popular sovereignty has become the basis and watch of democracy" -উক্তিটি কে করেছেন?

উত্তর: লর্ড ব্রাইস।

৯০। "স্বাধীনতার মূল্য জনগণের সজাগ দৃষ্টি" উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক লাস্কি।

৯১। জে. এস. মিল গণতন্ত্রের সফলতার জন্য কয়টি শর্তের কথা বলেছেন?

উত্তর: ৩টি।

৯২। পরোক্ষ গণতন্ত্রে প্রত্যক্ষ গণতান্ত্রিক পদ্ধতিগুলো কি কি?

উত্তর: (ক) গণভোট (খ) গণউদ্যোগ (গ) পদচ্যুতি (ঘ) গণনির্দেশ।

৯৩। গণভোট কাকে বলে?

উত্তর: গণভোট বলতে আইন প্রণয়ন কিংবা সংবিধানের সংশোধন সংক্রান্ত বিষয়ে জনগণের মতামত গ্রহণ করাকে বুঝায়।

১৪ । কোন দেশের সংবিধানের কোনো অংশ পরিবর্তন কিংবা সংশোধনের জন্য অবশ্যই গণভোট গ্রহণ করতে হয়?

উত্তর: সুইজারল্যান্ডের।

৯৫। গণভোট প্রচলিত রয়েছে এরূপ চারটি দেশের নাম লিখ।

উত্তর: সুইডেন, ফ্রান্স, সুইজারল্যান্ড, বাংলাদেশ।

৯৬। বাংলাদেশের কোন কোন সালে গণভোট অনুষ্ঠিত হয়?

উত্তর: বাংলাদেশে ১৯৭৭, ১৯৮৫ ও ১৯৯৫ সালে গণভোট অনুষ্ঠিত হয়।

৯৭। গণউদ্যোগ কি?

উত্তর: জনসাধারণ কর্তৃক আইন প্রণয়ন করাকে গণউদ্যোগ বলে।

১৮। কোন কোন দেশে গণউদ্যোগ পদ্ধতি প্রয়োগ করা হয়?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্রের পশ্চিমাঞ্চলের ১৯টি অঙ্গরাজ্যে ও সুইজারল্যান্ডে গণউদ্যোগ পদ্ধতি প্রয়োগ করা হয়।

১৯। পদচ্যুতি কাকে বলে?

উত্তর: কোনো জনপ্রতিনিধিকে তার নিজস্ব মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বে জনসাধারণের আস্থা ভঙ্গের দায়ে অভিযুক্ত করার মাধ্যমে অপসারণ করার প্রক্রিয়াকে পদচ্যুতি বলে।

১০০। কোথায় পদচ্যুতির ব্যবস্থা প্রচলিত আছে?

উত্তর: দক্ষিণ আমেরিকায় পদচ্যুতির ব্যবস্থা প্রচলিত আছে।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞানঃ ক্রিয়াকর্মের জবাবদিহিতা, স্বচ্ছতা, উন্নয়নের সমস্যা ও দুর্নীতি সম্পর্কে 

১০১। গণনির্দেশ কাকে বলে?

উত্তর: যখন কোনো রাজনৈতিক সমস্যা সম্পর্কে জনসাধারণের মতামত ও সিদ্ধান্ত গ্রহণের জন্য গণভোটের আয়োজন করা হয়, তখন এরূপ গণভোটকে গণনির্দেশ বলা হয়।

১০২। গণভোটের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Referendum.

১০৩। "Democracy is a System of government by discussion" -উক্তিটি কে করেছেন? 

উত্তর: অধ্যাপক বার্কার।

১০৪। Democracy is the system that is the best able to produce justice." উক্তিটি কে করেছেন? 

উত্তর: হেনরি বি. মোয়ার।

১০৫। Democracy promotes a better and higher form of national character than any other policy." -উক্তিটি কে করেছেন?

উত্তর: J. S. Mill.

১০৬। "The civilization which democracy produces is said to be banal mediocre or dull." -উক্তিটি কার? 

উত্তর: C. D. Burns-এর।

১০৭। আব্রাহাম লিংকনের গণতন্ত্রের সংজ্ঞাটি সমালোচনা করে কি বলা হয়েছে?

উত্তর: Democracy is a government of the people, for the people, not by the people.

১০৮। 'Democracy is a government of the people, for the people, not by the people.' -উক্তিটির সমর্থক কারা?

উত্তর: লর্ড ব্রাইস, জে. এস. মিল, অধ্যাপক লাস্কি প্রমুখ।

১০৯। পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক রাষ্ট্রের নাম কি?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।

১১০। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার উচ্চকক্ষের নাম কি?

উত্তর: সিনেট।

১১১। মার্কিন যুক্তরাষ্ট্রের আইনসভার নিম্নকক্ষের নাম কি?

উত্তর: প্রতিনিধি সভা।

১১২। গণতন্ত্রের বিপরীতধর্মী শাসনব্যবস্থার নাম কি?

উত্তর: একনায়কতন্ত্র।

১১৩। সামরিক একনায়কতন্ত্র কাকে বলে?

উত্তর: সামরিক বাহিনীর সহায়তায় শাসনক্ষমতা দখল করলে তাকে সামরিক একনায়কতন্ত্র বলে।

১১৪। 'All within the state none outside the state' উক্তিটি কার?

উত্তর: বেনিটো মুসোলিনীর।

১১৫। জার্মান জাতিকে শ্রেষ্ঠ জাতি হিসেবে ঘোষণা করেন কে?

উত্তর: এডলফ হিটলার।

১১৬। 'A man is what he is because of The State and he is not what he is without the state' উক্তিটি কে করেছেন?

উত্তর: হেগেল।

১১৭। 'My objective is simple, I want to make Italy great, respected and fearful.'-উক্তিটি কে করেছেন?

উত্তর: বেনিটো মুসোলিনী।

১১৮। সংসদীয় সরকার ব্যবস্থা বিদ্যমান রয়েছে এমন দুটি রাষ্ট্রের নাম লিখ।

উত্তর: বাংলাদেশ, ভারত।

১১৯। বাংলাদেশে কোন ধরনের সরকার ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: সংসদীয় বা মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা।

১২০। সংসদীয় সরকারের মূল ক্ষমতার কেন্দ্রবিন্দু কি?

উত্তর: পার্লামেন্ট।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা সম্পর্কে 

১২১। সংসদীয় সরকার ও রাষ্ট্রপতি শাসিত সরকারের ২টি পার্থক্য লিখ।

উত্তর: (ক) সংসদীয় শাসনব্যবস্থায় রাষ্ট্রপতি নিয়মতান্ত্রিক প্রধান। পক্ষান্তরে রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় রাষ্ট্রপতি প্রকৃত শাসক। (খ) সংসদীয় শাসনব্যবস্থায় আইনসভা সার্বভৌম কিন্তু রাষ্ট্রপতি শাসিত সরকার ব্যবস্থায় আইনসভা সার্বভৌম নয়।

১২২। সংসদীয় সরকার ব্যবস্থার অপর নাম কি?

উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকার।

১২৩। সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধান কে?

উত্তর: রাষ্ট্রপতি।

১২৪। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকারপ্রধান কে?

উত্তর: প্রধানমন্ত্রী।

১২৫। কোন ধরনের সরকারে বিরোধী দলকে ছায়া সরকার বলা হয়?

উত্তর: সংসদীয় সরকারে।

১২৬। কোন দেশের শাসনব্যবস্থায় রাজতন্ত্রের পাশাপাশি সংসদীয় গণতন্ত্র বিদ্যমান?

উত্তর: ব্রিটেনের শাসনব্যবস্থায়।

১২৭। ব্রিটেনের আইনসভার নাম কি?

উত্তর: পার্লামেন্ট।

১২৮। সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলকে কি বলা হয়?

উত্তর: সংসদীয় সরকার ব্যবস্থায় বিরোধী দলকে বিকল্প সরকার বা ছায়া সরকার বলা হয়।

১২৯। 'Primeninister is the Keystone of the Cabinet arch' উক্তিটি কার?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী লর্ড মোরলির।

১৩০। 'বর্তমানে বাংলাদেশে কোন ধরনের সরকার বিদ্যমান রয়েছে?

উত্তর: সংসদীয় সরকার।

১৩১ । মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রীরা কি প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ?

উত্তর: মন্ত্রিপরিষদ শাসিত সরকারের মন্ত্রীরা প্রধানমন্ত্রীর আজ্ঞাবহ হিসেবে দায়িত্ব পালন করেন। প্রধানমন্ত্রীর সন্তোষের উপর মন্ত্রিত্ব টিকে থাকে।

১৩২। টেকনোক্রোট মন্ত্রী কাকে বলে?

উত্তর: সংসদ সদস্য ব্যতীত মন্ত্রিপরিষদের সদস্যদের টেকনোক্রোট মন্ত্রী বলে।

১৩৩। বাংলাদেশে কতজন সদস্য টেকনোক্রোট মন্ত্রী হিসেবে নিয়োগপ্রাপ্ত হতে পারেন?

উত্তর: এক দশমাংশ।

১৩৪। রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা কি?

উত্তর: রাষ্ট্রপতি আইনসভার গৃহীত বিলে ভেটোদানের ক্ষমতা ভোগ করেন যা, রাষ্ট্রপতির ভেটো ক্ষমতা নামে পরিচিত।

১৩৫। ক্ষমতার কেন্দ্রীকরণ কি?

উত্তর: যেখানে ক্ষমতাকে বিভক্তিকরণ না করে একই কেন্দ্রীভূত রাখা হয় তাকে ক্ষমতার কেন্দ্রীকরণ বলে।

১৩৬। এককেন্দ্রিক সরকারের দুটি অসুবিধা লিখ।

উত্তর: (ক) সুশাসনের প্রতিবন্ধক (খ) স্বায়ত্তশাসনের অবমাননা।

১৩৭। 'The Theory and Practice of Modern Government'-গ্রন্থের লেখক কে?

উত্তর: অধ্যাপক ফাইনার।

১৩৮। 'Federal Government' গ্রন্থের লেখক কে?

উত্তর: Prof. K. C. Where.

১৩৯। 'A federal state in which a number of Co-ordinated states anited for certain Common Purpose.'-উক্তিটি কে করেছেন?

উত্তর: সি. এফ. স্ট্রং।

১৪০। 'Federal Government is a convention by which several similar states agree to become in members of a large one.'-উক্তিটি কার?

উত্তর: মন্টেস্কুর।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে আমলাতন্ত্রের ভূমিকা

১৪১। কোন ধরনের সরকার ব্যবস্থায় দ্বৈত আইন বিদ্যমান?

উত্তর: যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থায়।

১৪২। সর্বাধুনিক দৃষ্টিভঙ্গিতে যুক্তরাষ্ট্রীয় সরকারের সংজ্ঞা দিয়েছেন কে?

উত্তর: এ. এইচ, ব্রিক।

১৪৩। 'যুক্তরাষ্ট্র বাহ্যিক দিক থেকে একটি রাষ্ট্র, কিন্তু অভ্যন্তরে অনেক রাষ্ট্র' উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক কে. সি. হুইয়ার।

১৪৪। 'Federalism must be based on some deeper emotion than more geographic contiguity with cultural diversity'-উক্তিটি কে করেছেন?

উত্তর: W. H. Riker

১৪৫। "যুক্তরাষ্ট্রীয় সরকারকে টিকে থাকতে হলে নিজ নিজ এলাকার অঞ্চলসমূহের স্বাধীন সত্তা অপরিহার্য-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক কে. সি. হুইয়ার।

১৪৬। "যোগ্য নেতৃত্ব যুক্তরাষ্ট্রীয় ব্যবস্থার সাফল্যের জন্য অপরিহার্য।" উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক কে. সি. হুইয়ার।

১৪৭। "যুক্তরাষ্ট্রীয় সরকার বিরল, যেহেতু এর পূর্বশর্ত অনেক" উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক কে. সি. হুইয়ার।

১৪৮। কত সালে ডারহার রিপোর্ট প্রকাশিত হয়?

উত্তর: ১৯৩৯ সালে।

১৪৯। কত সালে কানাডার আইনসভা ও প্রকাশনের ক্ষেত্রে অচলাবস্থার সৃষ্টি হয়?

উত্তর: ১৯৫৮ সালে।

১৫০। কত সালে কানাডাস্থ উপনিবেশগুলোর বিরূপ মনোভাব সত্ত্বেও ব্রিটিশ সরকার লন্ডনে সম্মেলন আহ্বান করে?

উত্তর: ১৮৬৭ সালে।

১৫১। কত সালে ইউনিয়ন অব দি সোভিয়েত সোসালিস্ট রিপাবলিকান (U.S.S.R) গঠিত হয়?

উত্তর: ১৯২২ সালে।

১৫২। কত সালে সোভিয়েত রাশিয়ার বহুজাতিক রাষ্ট্র ভেঙে টুকরো টুকরো হয়ে যায়?

উত্তর: ১৯৯১ সালের ২১ ডিসেম্বর।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url