প্রশ্নব্যাংক-প্রিলিমিনারি টু মাস্টার্স-পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
আসসালামু আলাইকুম, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স প্রিলিমিনারি- রাষ্ট্রবিজ্ঞান- চূড়ান্ত সাজেশন্স। [পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা] উক্ত বিষয়ের বিগত ১০ বছরের পরীক্ষার প্রশ্নপত্র সম্পর্কে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা এখন ভাবছেন বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্র দিয়ে কি করবো? হ্যাঁ আমি বুঝিয়ে বলছি- আপনি যদি একটু ভালোভাবে নিচের প্রশ্নগুলোর দিকে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন এখানে জোড় সালের প্রশ্নগুলো প্রায় একই রকম এবং বিজোড় সালের প্রশ্নগুলোও মুটামুটি একই ধরনের বা তার আশেপাশের প্রশ্ন। তাছাড়া যখন একটা সাজেশন তৈরি করা হয় তখন বিগত সালের পরীক্ষার প্রশ্নপত্রগুলোর উপর নির্ভর করেই চুড়ান্ত সাজেশন তৈরি করতে হয়। তাই আজ আমি এমএসএস প্রথম পর্ব-রাষ্ট্রবিজ্ঞান-পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা বিষয়ের বিগত দশ বছরের প্রশ্নপত্র তুলে ধরলাম এবং প্রতি বছর এই আর্টিকেলটি নতুন বছরের প্রশ্নপত্র সংযুক্তসহ আপডেট করা হবে। তাহলে চলুন শুরু করা যাক-

প্রশ্নব্যাংক প্রিলিমিনারি টু মাস্টার্স। রাষ্ট্রবিজ্ঞান প্রাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা কর।
২। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব বিশ্লেষণ কর। আধুনিক সাম্যবাদের সাথে এর পার্থক্য দেখাও।
৩। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বর্ণনা কর। মধ্যবিত্ত শ্রেণীর শাসন কেন তাঁর মতে বাস্তবধর্মী উত্তম সরকার ছিল?
৪। এরিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কি? বিপ্লব প্রতিকারের জন্য তিনি কি কি প্রতিবিধান সুপারিশ করেছিলেন?
৫। সেস্ট থমাস এ্যাকুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর। তাঁকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৬। মেকিয়াভেলীবাদ কি? জাতীয়তাবাদী হিসেবে মেকিয়াভেলীকে মূল্যায়ন কর।
৭। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবসের ধারণা আলোচনা কর।
৮। জন লকের সম্পত্তি তত্ত্বের বর্ণনা দাও।
৯। মন্টেন্ডুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা কর।
১০। 'রুশো একাধারে গণতন্ত্রী ও সর্বাত্মকবাদী।' তুমি কি এ বক্তব্যের সাথে একমত? আলোচনা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০০৬
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। তুমি কি আদর্শ রাষ্ট্রের ধারণাকে কাল্পনিক বলে মনে কর?
২। প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা কর। এই তত্ত্ব আধুনিক রাষ্ট্রে কতটুকু প্রযোজ্য?
৩। কোন্ কোন্ যুক্তিতে এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলে আখ্যায়িত করা হয়? আলোচনা কর।
৪। এরিস্টটলের 'দাসতত্ত্ব' আলোচনা কর।
৫। সেন্ট অগাস্টিনের রাজনৈতিক দর্শন সম্পর্কে আলোচনা কর।
৬। সেন্ট টমাস একুইনাসের আইনের প্রকৃতি ও শ্রেণীবিভাগ আলোচনা কর।
৭। ম্যাকিয়াভেলীবাদ কি? ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলীর ধারণা বর্ণনা কর।
৮। টমাস হবসের সার্বভৌমত্ব তত্ত্ব পর্যালোচনা কর।
৯। তুমি কি মনে কর জন লক আধুনিক সংসদীয় গণতন্ত্রের জনক? আলোচনা কর।
১০। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্ব আলোচনা কর। তিনি কিভাবে সাধারণ ইচ্ছা ও সকলের ইচ্ছার মধ্যে পার্থক্য নিরূপণ করেছেন?
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০০৭
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
(দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা কর।
২। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব বিশ্লেষণ কর। আধুনিক সাম্যবাদের সাথে এর পার্থক্য দেখাও।
৩। এরিস্টটলের মতে বিপ্লবের কারণগুলি কি? বিপ্লব প্রতিকারের জন্য তিনি কি কি প্রতিবিধান সুপারিশ করেছিলেন?
৪। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বর্ণনা কর। মধ্যবিত্ত শ্রেণীর শাসন কেন তাঁর মতে বাস্তধর্মী উত্তম সরকার ছিল?
৫। ইউরোপের মধ্যযুগের রাষ্ট্রচিন্তার বৈশিষ্ট্যগুলি আলোচনা কর। তুমি কি মধ্যযুগকে অরাজনৈতিক ছিল বলে মনে কর?
৬। সেন্ট থমাস এ্যাকুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর। তাঁর মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৭। আধুনিক রাষ্ট্রচিন্তায় নিকোলো ম্যাকিয়াভেলির অবদান আলোচনা কর।
৮। সামাজিক চুক্তি মতবাদ সম্পর্কে হক্স, লক ও রুশোর ধারণার তুলনামূলক আলোচনা কর।
৯। "হক্স একই সাথে কর্তৃত্ববাদী এবং ব্যক্তিস্বাতন্ত্র্যবাদী" -তুমি কি এ উক্তির সাথে একমত? যুক্তি দাও।
১০। সমালোচনাসহকারে মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি আলোচনা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০০৮
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা কর। এই তত্ত্ব আধুনিক রাষ্ট্রে কতটুকু প্রযোজ্য?
২। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। তুমি কি আদর্শ রাষ্ট্রের ধারণাকে কাল্পনিক মনে কর?
৩। এ্যারিস্টটল কেন দাস প্রথা সমর্থন করেন? তুমি কি তার সাথে একমত পোষণ কর?
৪। রাষ্ট্রবিজ্ঞানে এ্যারিস্টটলের অবদানসমূহ আলোচনা কর।
৫। সমালোচনাসহ সেন্ট টমাস এ্যাকুইনাসের আইনতত্ত্ব আলোচনা কর।
৬। ম্যাকিয়াভেলীবাদ কি? রাজনীতি, নৈতিকতা ও ধর্ম সম্বন্ধে ম্যাকিয়াভেলীর ধারণা আলোচনা কর।
৭। সমালোচনাসহ প্রকৃতির রাজ্য সম্পর্কে হক্স ও লকের ধারণা আলোচনা কর।
৮। জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
৯। রুশোর সাধারণ ইচ্ছা তত্ত্বটি ব্যাখ্যা কর। সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে রুশো কিভাবে পার্থক্য নিরূপণ করেছেন? আলোচনা কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্ক্স এর শ্রেণীসংগ্রাম তত্ত্ব ব্যাখ্যা কর।
[দ্রষ্টব্য। সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্বটি আলোচনা কর।
২। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব ব্যাখ্যা কর। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩। এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি কি? বিপ্লব প্রতিরোধের জন্য তিনি কি কি প্রতিবিধান সুপারিশ করেছেন?
৪। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বর্ণনা কর। মধ্যবিত্ত শ্রেণীর শাসন কেন তার মতে বাস্তবধর্মী ও উত্তম সরকার ছিল?
৫। "সমগ্র মধ্যযুগ অরাজনৈতিক ও অসৃজনশীল।" -তুমি কি এ বক্তব্যের সাথে একমত? যুক্তিসহকারে তোমার মন্তব্য পেশ কর।
৬। সেন্ট টমাস একুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর। তাকে মধ্যযুগীয় এরিস্টটল বলা হয় কেন?
৭। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন- আলোচনা কর।
৮। সমালোচনাসহ টমাস হক্সের সামাজিক চুক্তি মতবাদ আলোচনা কর।
৯। মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটি আলোচনা কর।
১০। সমালোচনাসহ মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণা আলোচনা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০১০
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। একে কাল্পনিক বলার কারণ কি?
২ । প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা কর। এই তত্ত্ব আধুনিক রাষ্ট্রে কতটুকু প্রযোজ্য?
৩। দাস প্রথা সম্পর্কে এরিস্টটলের মতবাদ আলোচনা কর। তুমি কি তার মতবাদ সমর্থন কর?
৪। রাষ্ট্রবিজ্ঞানে এরিস্টটলের অবদান মূল্যায়ন কর।
৫। সেন্ট অগাস্টিনের রাজনৈতিক দর্শন আলোচনা কর।
৬। সমালোচনাসহ সেন্ট টমাস একুইনাসের আইনতত্ত্ব আলোচনা কর।
৭। ম্যাকিয়াভেলিবাদ কি? ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর।
৮। মানব প্রকৃতি এবং প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবস ও জন লকের ধারণার তুলনামূলক আলোচনা কর।
৯। 'জন লক আধুনিক গণতন্ত্রের পথিকৃৎ।'-বক্তব্যটির যথার্থতা নিরূপণ কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের শ্রেণীসংগ্রাম তত্ত্ব আলোচনা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০১১
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর।
২। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব ব্যাখ্যা কর। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ তত্ত্বটি আলোচনা কর। তিনি গণতন্ত্র সম্পর্কে কি ধরনের মনোভাব পোষণ করেছেন?
৪। "সমগ্র মধ্যযুগ ছিল অরাজনৈতিক ও অসৃজনশীল" -বক্তব্যটি ব্যাখ্যা কর।
৫। সেন্ট টমাস একুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর। তাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৬। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? আলোচনা কর।
৭। সমালোচনাসহ সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
৮। রুশোর 'সাধারণ ইচ্ছা' তত্ত্বটি ব্যাখ্যা কর। সাধারণ ইচ্ছা এবং সকলের ইচ্ছার মধ্যে তিনি কিভাবে পার্থক্য নিরূপণ করেছেন।
৯। মন্টেন্ডুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আলোচনা কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের রাষ্ট্র সম্পার্কিত ধারণা ব্যাখ্যা কর।
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। তুমি কী আদর্শ রাষ্ট্রের ধারণাকে কাল্পনিক মনে কর?
২। প্লেটোর শিক্ষাতত্ত্ব আলোচনা কর। এই তত্ত্ব আধুনিক রাষ্ট্রে কতটুকু প্রযোজ্য?
৩। এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কী? বিপ্লব প্রতিকারের জন্য তিনি কী কী সুপারিশ করেছিলেন?
৪। রাষ্ট্রবিজ্ঞানে এরিস্টটলের অবদানসমূহ আলোচনা কর।
৫। সমালোচনাসহ সেন্ট টমাস একুইনাসের আইন তত্ত্ব আলোচনা কর।
৬। ম্যাকিয়াভেলিবাদ কী? ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর।
৭। সমালোচনাসহ প্রকৃতির রাজ্য সম্পর্কে হবস ও লকের ধারণা আলোচনা কর।
৮। জন লককে আধুনিক গণতন্ত্রের জনক বলা হয় কেন? আলোচনা কর।
৯। রুশোর "সাধারণ ইচ্ছা" বর্ণনা কর। 'সাধারণ ইচ্ছা' এবং 'সকলের ইচ্ছার' মধ্যে পার্থক্য নির্ণয় কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের শ্রেণি সংগ্রাম তত্ত্ব ব্যাখ্যা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০১৩
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর।
২। প্লেটোর সাম্যবাদ কি? প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে একটি তুলনামূলক আলোচনা কর।
৩। সমালোচনাসহ এরিস্টটলের দাস তত্ত্ব আলোচনা কর।
৪। এরিস্টটলকৃত সরকারের শ্রেণীবিভাগ আলোচনা কর। এরিস্টটলের মতে উত্তম সরকার কোনটি এবং কেন?
৫। সেন্ট টমাস একুইনাসের রাষ্ট্রদর্শন আলোচনা কর। তাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৬। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? আলোচনা কর।
৭। সেন্ট অগাস্টিনের রাষ্ট্রদর্শন আলোচনা কর।
৮। সমালোচনাসহ সামাজিক চুক্তি মতবাদটি আলোচনা কর।
৯। মন্টেঙ্কু প্রদত্ত ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতিটি আলোচনা কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণা ব্যাখ্যা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০১৪
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। প্লেটোর আদর্শ রাষ্ট্রের বৈশিষ্ট্যসমূহ আলোচনা কর। তুমি কি আদর্শ রাষ্ট্রের ধারণাকে কাল্পনিক মনে কর? ।
২। প্লেটোর শিক্ষাব্যবস্থা সমালোচনাসহ আলোচনা কর
৩। এরিস্টটলের মতে বিপ্লবের কারণসমূহ কি কি? বিপ্লব প্রতিকারের জন্য তিনি কি কি সুপারিশ করেছিলেন?
৪। এরিস্টটলকে রাষ্ট্রবিজ্ঞানের জনক বলা হয় কেন? যুক্তিসহ আলোচনা কর।
৫। ম্যাকিয়াভেলিবাদ কি? ধর্ম, নৈতিকতা ও রাজনীতি সম্পর্কে ম্যাকিয়াভেলির ধারণা ব্যাখ্যা কর।
৬। মার্সিলিও অব পাড়য়ার রাষ্ট্রদর্শন সম্পর্কে কি জান? আলোচনা কর।
৭। জন লকের সম্পত্তি তত্ত্বের বর্ণনা দাও।
৮। মানব প্রকৃতি ও প্রকৃতির রাজ্য সম্পর্কে টমাস হবস্-এর ধারণা আলোচনা কর।
৯। 'সাধারণ ইচ্ছা' এবং 'সকলের ইচ্ছার' মধ্যে রুশো কিভাবে পার্থক্য নিরূপণ করেছেন?-আলোচনা কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের শ্রেণী সংগ্রাম ব্যাখ্যা কর।
এম.এস.এস প্রথম পর্ব, পরীক্ষা-২০১৫
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড: ১৯০১ [প্রথম পত্র]
পাশ্চাত্য রাষ্ট্রচিন্তা
সময়-৪ ঘণ্টা
পূর্ণমান-১০০
[দ্রষ্টব্য: সকল প্রশ্নের মান সমান। যে-কোনো পাঁচটি প্রশ্নের উত্তর দাও।।
১। সমালোচনাসহ প্লেটোর ন্যায়বিচার তত্ত্ব আলোচনা কর। ২
২। প্লেটোর সাম্যবাদ তত্ত্ব ব্যাখ্যা কর। প্লেটোর সাম্যবাদ ও আধুনিক সাম্যবাদের মধ্যে পার্থক্য নির্ণয় কর।
৩। এরিস্টটল দাস প্রথাকে সমর্থন করেন কেন? তুমি কি তার বক্তব্যের সাথে একমত? আলোচনা কর।
৪। এরিস্টটলের সরকারের শ্রেণীবিভাগ বর্ণনা কর। মধ্যবিত্ত শ্রেণীর শাসন কেন তার মতে বাস্তবধর্মী ও উত্তম সরকার ছিল?
৫। সেন্ট টমাস একুইনাসের রাজনৈতিক দর্শন আলোচনা কর। তাকে মধ্যযুগের এরিস্টটল বলা হয় কেন?
৬। ম্যাকিয়াভেলিকে আধুনিক রাষ্ট্রচিন্তার জনক বলা হয় কেন? আলোচনা কর।
৭। মধ্যযুগীয় রাষ্ট্রচিন্তায় গির্জা ও রাষ্ট্রের দ্বন্দ্ব সম্পর্কে আলোচনা কর।
৮। হবস, লক, রুশোর সামাজিক চুক্তি মতবাদের তুলনামূলক আলোচনা কর।
৯। মন্টেস্কুর ক্ষমতা স্বতন্ত্রীকরণ মতবাদটি আলোচনা কর।
১০। সমালোচনাসহ কার্ল মার্কসের রাষ্ট্র সম্পর্কিত ধারণা আলোচনা কর।