অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ নিরাপত্তার শ্রেণীবিভাগ (মাস্টার্স শেষ পর্ব)

জাতীয় বিশ্ববিদ্যালয় 
মাস্টার্স শেষ পর্ব
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড : ৩১১৯০৯ 

নিরাপত্তা অধ্যয়ন (Security Studies)



অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ নিরাপত্তার শ্রেণীবিভাগ

১। সমকালীন নিরাপত্তা কাকে বলে?

উত্তর: প্রচলিত নিরাপত্তা ধারণা থেকে বেরিয়ে সামগ্রিকভাবে মানব নিরাপত্তা নিশ্চিতকরণের জন্য নিরাপত্তা বেষ্টনীর মাধ্যমে মানবজীবন পূর্ণাঙ্গভাবে নিরাপদ করার সাম্প্রতিক প্রয়াসই সমকালীন নিরাপত্তা নামে পরিচিত।

২। সমকালীন নিরাপত্তায় কোনটি প্রাধান্য দেওয়া হয়?

উত্তর: মানব নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়।

৩। সমকালীন নিরাপত্তায় কোনটির প্রাধান্য দেওয়া হয়?

উত্তর: মানব নিরাপত্তা।

৪। প্রচলিত নিরাপত্তায় কোনটিকে প্রাধান্য দেওয়া হয়?

উত্তর: সামরিক শক্তিকে প্রাধান্য দেওয়া হয়।

৫। মানবজীবনের সবচেয়ে বড় নিরাপত্তা হুমকি কি?

উত্তর: দারিদ্র্য।

৬। মানব নিরাপত্তার তিনটি উপাদান লিখ।

উত্তর: অর্থনৈতিক নিরাপত্তা, পরিবেশগত নিরাপত্তা এবং খাদ্য নিরাপত্তা।

৭। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে কতটি ধারা আছে?

উত্তর: ১১টি ধারা।

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ নিরাপত্তার শ্রেণীবিভাগ

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ নিরাপত্তার শ্রেণীবিভাগ


৮। IAEA-এর পূর্ণরূপ কি?

উত্তর: International Atomic Energy Agency

৯। IAEA কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৫৭ সালের ২৯ জুলাই।

১০। নিরস্ত্রীকরণ কাকে বলে?

উত্তর: নিরস্ত্রীকরণ বলতে সাধারণভাবে মারণাস্ত্রের প্রতিযোগিতা বন্ধের জন্য কোনো নির্দিষ্ট ধরনের বা সকল প্রকার অস্ত্রের পরিমাণ হ্রাস এবং উৎপাদিত অস্ত্র ধ্বংস বা বর্জন করাকে বুঝায়।

১১। কয়টি দেশ নিয়ে নিরস্ত্রীকরণ কমিশন গঠিত হয়?

উত্তর: ৫টি।

১২। স্নায়ুযুদ্ধ সংগঠিত হয় কাদের মধ্যে?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত রাশিয়ার মধ্যে।

১৩। বর্তমান বিশ্ব কত মেরুকেন্দ্রিক?

উত্তর: একমেরুকেন্দ্রিক।

১৪। NPT বা পারমাণবিক অস্ত্রবিস্তার রোধ চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়?

অথবা, এনপিটি কত সালে স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৬৮ সালের ১ জুলাই।

১৫। NPT-এর পূর্ণরূপ কি?

উত্তর: Nuclear Non-proliferation Treaty.

১৬। কত সালে এনপিটি কার্যকরি হয়?

উত্তর: ১৯৭০ সালের ৫ মার্চ।

১৭। এনপিটিতে কয়টি ধারা আছে?

উত্তর: ১১টি ধারা আছে।

১৮। বর্তমানে কতটি দেশ এনপিটি স্বাক্ষর করেছে?

উত্তর: ১৯১টি।

১৯। LAEA কি?

উত্তর: International Atomic Energy Agency.

২০। 'IAEA'-এর পূর্ণরূপ কি?

উত্তর: 'IAEA'-এর পূর্ণরূপ হলো: International Atomic Energy Agency

২১। LAEA কত সালে প্রতিষ্ঠিত হয়?

উত্তর: ১৯৫৭ সালের ২৯ জুলাই।

২২। IAEA-এর সদর দপ্তর কোথায়?

উত্তর: অস্ট্রিয়ার ভিয়েনায়।

২৩। IAEA কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়?

উত্তর: ২০০৫ সালে।

২৪। IAEA-এর বর্তমান মহাপরিচালক কে?

উত্তর: জাপানের অধিবাসী ইউকিয়া আমানো।

২৫। IAEA প্রতিষ্ঠার প্রথমদিকে জাতিসংঘের কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার কারণ কি?

উত্তর: স্নায়ুযুদ্ধ।

২৬। Prevent Diplomacy অর্থ কি?

উত্তর: নিরোধক কূটনীতি।

২৭। Peace-making অর্থ কি?

উত্তর: শান্তি আলোচনা।

২৮। Peace-keeping অর্থ কি?

উত্তর: শান্তি রক্ষা।

২৯। Peace Building-এর অর্থ কি?

উত্তর: শান্তি স্থাপন।

৩০। Peace-enforcement অর্থ কি?

উত্তর: শান্তি প্রতিস্থাপন।

৩১। Securitization শব্দের অর্থ কি?

উত্তর: সুরক্ষাকরণ।

৩২। লীগ অব নেশনন্স কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯১৯ সালের ২৮ এপ্রিল।

৩৩। লীগ অব নেশনন্স কত সালে অস্ত্র হ্রাসের জন্য কমিটি গঠন করে?

উত্তর: ১৯২০ সালে।

৩৪। কত সালে প্রথম অনাক্রমণ চুক্তি স্বাক্ষরিত হয়?

উত্তর: ১৯৩৭ সালে।

৩৫। প্রথম অনাক্রমণ চুক্তিতে কোন দেশ স্বাক্ষর করে?

উত্তর: আফগানিস্তান, ইরান, ইরাক ও তুরস্ক।

৩৬। কয়টি দেশ নিয়ে নিরস্ত্রীকরণ কমিশন গঠিত হয়?

উত্তর: ৫টি দেশ নিয়ে।

৩৭। কোন পাঁচটি দেশ নিয়ে নিরস্ত্রীকরণ কমিশন গঠিত হয়?

উত্তর: ব্রিটেন, ফ্রান্স, কানাডা, রাশিয়া ও যুক্তরাষ্ট্র।

৩৮। SALT-এর পূর্ণ রূপ কি? 

উত্তর: Strategic Arms Limitation Talks

৩৯। 'SALT'-এর অর্থ কি?

উত্তর: অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি।

৪০। SALT কোন ধরনের চুক্তি?

উত্তর: অস্ত্র নিরস্ত্রীকরণ চুক্তি।

৪১। Just War অর্থ কি?

উত্তর: ন্যায়যুদ্ধ।

৪২। সর্বপ্রথম কোথায় ন্যায়যুদ্ধের উল্লেখ পাওয়া যায়?

উত্তর: প্রাচীন পুরাণ মহাভারতে।

৪৩। ন্যায়যুদ্ধ কখন ঠিক?

উত্তর: সৎ উদ্দেশ্যে পরিচালিত হলে।

৪৪। খ্রিস্ট ধর্মে ন্যায়যুদ্ধকে কি বলা হয়?

উত্তর: ক্রুসেড।

৪৫। মুসলিম ধর্ম অনুসারে কখন যুদ্ধ করা অন্যায় নয়?

উত্তর: আত্মরক্ষার জন্য বাধ্য হলে।

৪৬। জাতিসংঘ কত সালে ভারত পাকিস্তানে পর্যবেক্ষক প্রেরণ করে?

উত্তর: ১৯৪৯।

৪৭। ডাম্পিং কি?

উত্তর: আন্তর্জাতিক বাণিজ্যের ক্ষেত্রে অবলম্বনকৃত মুদ্রানীতি (Price-Policy)।


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url