সাধারণ জ্ঞান: নিরাপত্তা ব্যবস্থাপনা | General Knowledge: Security Management
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে
১। নিরাপত্তা ব্যবস্থা বলতে কি বুঝায়?
উত্তর: নিরাপত্তা ব্যবস্থাপনা হচ্ছে কোনো প্রতিষ্ঠান বা বৃহৎ অর্থে রাষ্ট্রের সম্পত্তি ও তথ্যের নিরাপত্তা প্রদান করা।
২। কোনটি নিরাপত্তা ব্যবস্থার আলোচ্য বিষয়?
উত্তর: হুমকি চিহ্নিত করে ঝুঁকি বিশ্লেষণ।
৩। নিরাপত্তা ব্যবস্থাপনা কত ধরনের হুমকি নিয়ে আলোচনা করে?
উত্তর: দুই ধরনের।
৪ । কোনটি নিরাপত্তা ব্যবস্থাপনার পলিসি?
উত্তর: প্রবেশাধিকার নিয়ন্ত্রণ।
৫। নিরাপত্তার বৃহৎ পর্যায় কোনটি?
উত্তর: বৈশ্বিক পর্যায়।
৮। নিরাপত্তা চুক্তি প্রণয়ন ও বাস্তবায়ন করে কারা?
উত্তর: জাতিসংঘের সদস্যভুক্ত দেশসমূহ।
![]() |
| সাধারণ জ্ঞান: নিরাপত্তা ব্যবস্থাপনা |
৭। নিরাপত্তা ব্যবস্থাপনা কি কি নিরাপত্তা হুমকি নিয়ে আলোচনা করে?
উত্তর: বর্হিরষ্ট্রে ও রাষ্ট্রের অভ্যন্তরীণ নিরাপত্তার হুমকি।
৮। সমগ্র বিশ্ব নিরাপত্তা পরিচালিত হয় কোন পর্যায়?
উত্তর: বৈশ্বিক নিরাপত্তা পর্যায়।
৯। নিরাপত্তা ব্যবস্থার মধ্য পর্যায় কোনটি?
উত্তর: আঞ্চলিক পর্যায়।
১০। নিরাপত্তা ব্যবস্থাপনার কোন পর্যায়টিকে বলা হয় ক্ষুদ্র পর্যায়ের বৃহৎ স্তর?
উত্তর: জাতীয় নিরাপত্তা পর্যায়।
১১। জাতীয় নিরাপত্তার মধ্যবর্তী নিরাপত্তা স্তর কি?
উত্তর: গোষ্ঠী নিরাপত্তা।
১২। প্রথম বিশ্বযুদ্ধ কত সালে সংঘটিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
১৩। দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে সংঘটিত হয়?
উত্তর: ১ সেপ্টেম্বর ১৯৩৯-২ সেপ্টেম্বর ১৯৪৫।
১৪। আসিয়ান কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৬৭ সালে।
১৫। জেনেভা কনভেনশন কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ১২ আগস্ট।
১৬। আনজুস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫১ সালে।
১৭। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালে।
১৮। অস্ত্র নিয়ন্ত্রণ কাকে বলে?
উত্তর: অস্ত্র নিয়ন্ত্রণ বলতে অস্ত্রশস্ত্রের মজুদকে স্বীকার করে সেগুলোর ব্যবহারের ব্যাপারে কঠোর নিয়ন্ত্র আরোপ করাকে বুঝায়।
১৯। যৌথ নিরাপত্তার ধারণা গড়ে ওঠা একটি সংগঠনের নাম লিখ?
উত্তর: ন্যাটো।
২০। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালে।
২১। ন্যাটোর ধারণা প্রতিরোধে কোন চুক্তি ঘটে?
উত্তর: ওয়ারশ।
২২। শুরুতে ন্যাটোর সদস্যসংখ্যা কত ছিল?
উত্তর: ১২টি।
২৩। কোন আদর্শের বিরুদ্ধে ন্যাটো জোট গঠিত হয়?
উত্তর: সমাজতান্ত্রিক আদর্শের বিরুদ্ধে।
২৪। NATO-এর পূর্ণরূপ কি?
উত্তর: North Atlantic Treaty Organization.
২৫। তিনটি সামরিক জোটের নাম লিখ?
উত্তর: NATO, ANZUS ISAF
২৬। ন্যাটোর সদর দপ্তর কোথায়?
উত্তর: বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসে।
২৭। NATO কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
২৮। বর্তমানে ন্যাটোর সদস্য সংখ্যা কতটি?
উত্তর: ২৮টি।
২৯। কিসের প্রেক্ষিতে NATO গঠিত হয়?
উত্তর: স্নায়ুযুদ্ধের প্রেক্ষিতে।
৩০। সম্প্রতি কোন রাষ্ট্র ন্যাটোর সদস্যপদ পরিত্যাগের সিদ্ধান্ত গ্রহণ করে?
উত্তর: তুরস্ক।
৩১। আসিয়ান কি?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোর সহযোগী সংস্থা।
৩২। ASEAN-এর পূর্ণরূপ কি?
উত্তর: Association of South East Asian Nation
৩৩। আসিয়ান কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৬৮ সালে।
৩৪। আসিয়ানের মূল উদ্দেশ্য/বৈশিষ্ট্য লিখ?
উত্তর: পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতাই এর মূল উদ্দেশ্য।
৩৫। শুরুতে এর সদস্য সংখ্যা ছিল কত?
উত্তর: ৫টি।
৩৬। বর্তমানে আসিয়ানের সদস্য সংখ্যা কত?
উত্তর: ১০টি।
৩৭। আসিয়ান কোন ধরনের সংগঠন?
উত্তর: অর্থনৈতিক সহযোগিতা সংস্থা।
৩৮। আসিয়ানের সদর দপ্তর কোথায়?
অথবা, ASEAN-এর সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায়।
৩৯। ANZUS-এর পূর্ণরূপ কি?
উত্তর: Astralia, Newzeeland and United States.
৪০। আনজুস কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৫১ সালে।
৪১। কতটি দেশ নিয়ে আনজুস গঠিত হয়?
অথবা, ANZUS-এর সদস্য সংখ্যা কয়টি?
উত্তর: ৩টি।
৪২। আনজুস-এর সদস্য দেশগুলোর নাম কি?
উত্তর: Astralia, Newzeeland and United States America.
৪৩। আনজুস কোন ধরনের সংগঠন?
উত্তর: সামরিক সংগঠন।
৪৪। কোন বাস্তবতায় আনজুস ভেঙে যায়?
উত্তর: অস্ত্রবিস্তার রোধ চুক্তি সংগঠনের ফলে।
৪৫। দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য সহযোগী সংগঠন কোনটি?
উত্তর: সার্ক।
৪৬। সার্ক কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৮৫ সালে।
৪৭। সার্কের রাজধানী কোথায়?
অথবা, সার্কের সদর দপ্তর কোথায় অবস্থিত?
উত্তর: কাঠমান্ডু।
৪৮। সার্কের পূর্ণরূপ কি?
উত্তর: South Asian Association for Regional Cooperation (SAARC).
৪৯। সার্কের সদস্য দেশ কতটি?
উত্তর: আটটি।
৫০। বর্তমানে সার্কের পর্যবেক্ষক দেশ কতটি?
উত্তর: ৯টি।
৫১। সার্কের বর্তমান মহাসচিবের নাম কি?
উত্তর: অর্জুন বাহাদুর থাপা।
৫২। সার্কের সবচেয়ে বড় সাফল্য কি?
উত্তর: সাফটা চুক্তি স্বাক্ষর।
৫৩। দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোটের নাম লিখ?
উত্তর: SAPTA
৫৪। Disarmanent-এর বাংলা স্বাক্ষর কি?
উত্তর: নিয়ন্ত্রীকরণ।
৫৫। এনপিটি কত সালে স্বাক্ষরিত হয়?
উত্তর। ১৯৩৮ সালে।
৫৬। NPT-এর পূর্ণরূপ কি?
উত্তর: Nuclear Non Proliferation Treaty.
৫৭। NPT চুক্তি কবে স্বাক্ষরিত হয়?
উত্তর: ১৯৬৮ সালের ১ জুলাই।
৫৮। CTBT-এর পূর্ণরূপ কি?
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty
৫৯। সল্ট-১ কি?
উত্তর: Stategic Arms Limitation Talk
৬০। ASEAN-এর পূর্ণরূপ কি?
উত্তর: ASEAN: Association of South-East Asian Nations.
৬১। আসিয়ানের উদ্ভব কত সালে ও কোথায়?
উত্তর: ১৯৬৭ সালের ৮ আগস্ট ব্যাংককে আসিয়ান প্রতিষ্ঠা পায়।
৬২। ASEAN কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯৬৭ সালের ৪ আগস্ট।
৬৩। আসিয়ান (ASEAN)-এর সংজ্ঞা দাও?
উত্তর: ১৯৬৭ সালে ব্যাংককে দক্ষিণ-পূর্ব এশিয়ার ৫টি দেশ ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া ও সিঙ্গাপুর সম্মিলিতভাবে যে আঞ্চলিক শক্তিশালী অর্থনৈতিক সংস্থা গঠন করে, তাকে আসিয়ান (ASEAN) বলা হয়।
৬৪। আসিয়ান (ASEAN) ঘোষণাকে কি নামে অভিহিত করা হয়?
উত্তর: আসিয়ান ঘোষণাকে Bangkok Declaration নামে অভিহিত করা হয়।
৬৫। আসিয়ানের সদস্য দেশগুলোর নাম উল্লেখ কর?
উত্তর: ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনাই, কম্পোডিয়া, লাওস, মিয়ানমার ও ভিয়েতনাম।
৬৬। ASEAN যুক্ত দুটি দেশের নাম লিখ?
উত্তর: মিয়ানমার ও মালয়েশিয়া।
৬৭। আসিয়ান (ASEAN)-এর ভিত্তি হিসাবে কোন সংঘের নাম উল্লেখ করা হয়?
উত্তর: ১৯৬১ সালে থাইল্যান্ড, মালয়েশিয়া এবং ফিলিপাইন মিলে একটি দক্ষিণ-পূর্ব এশিয়া সংঘ (Association of South East Asia/ASA) গঠিত হয়েছিল। বর্তমান আসিয়ান (ASEAN) হলো সেই সংঘেরই সম্প্রসারিত রূপ।
৬৮। আসিয়ানভুক্ত দেশগুলোর ১ম শীর্ষ সম্মেলন কত সালে কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ১৯৭৬ সালে ইন্দোনেশিয়াতে আসিয়ানভুক্ত দেশগুলোর সরকার প্রধানের প্রথম শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হয়।
৬৯। আসিয়ানের মূল উদ্দেশ্য/বৈশিষ্ট্য কি?
উত্তর: আসিয়ানের মূল উদ্দেশ্য/বৈশিষ্ট্য হলো দক্ষিণ-পূর্ব এশিয়ায় অর্থনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ সাধন এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা অর্জন।
৭০। 'আসিয়ান + ৩' এর অর্থ কি?
উত্তর: ১৯৯৭ সালে 'আসিয়ান ৩' নামে অর্থনৈতিক সংঘের সম্প্রসারণ ঘটে।' ৩' বলতে চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে বুঝানো হয়। মূল আসিয়ানের সম্প্রসারিত রূপ হলো 'আসিয়ান + ৩'।
৭১। SALT কি?
উত্তর: Stragegic Arms Limitation Talk
৭২। আসিয়ানের ভিত্তিতে অবাধ বাণিজ্য এলাকা গঠনের প্রত্যাশা কিরূপ?
উত্তর: আসিয়ানের সদস্য দেশগুলোসহ চীন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভারত, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডকে নিয়ে ২০১৫ সালের মধ্যে অবাধ বাণিজ্য এলাকা গঠনের প্রেক্ষিতে ASEAN Economic Community গঠন করা আসিয়ানের অন্যতম লক্ষ্য হিসাবে বিবেচিত।
৭৩। আসিয়ান পরিচালনার মৌলনীতি কি?
উত্তর: দক্ষিণ-পূর্ব এশিয়ায় আসিয়ানের সদস্য দেশগুলো পরস্পরের মধ্যে স্বাধীনতা, সার্বভৌমত্ব, সমতা, আঞ্চলিক সংহতি এবং জাতীয় পরিচয়ের প্রতি মর্যাদা প্রদর্শন করে আঞ্চলিক সহযোগিতাকে সক্রিয় করাই হলো। আসিয়ানের মৌলনীতি।
৭৪। ASEAN (Association of Southeast Asian Nations) কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ৮ আগস্ট, ১৯৬৭ সালে সদর দপ্তর জাকার্তা, ইন্দোনেশিয়া।
৭৫। আসিয়ানের বর্তমান সদস্য সংখ্যা কয়টি ও কি কি?
উত্তর ১০টি। যথা- মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপাইন, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ব্রুনাই, ভিয়েতনাম, লাওস, মিয়ানমার ও কম্পোডিয়া।
৭৬। ASEAN-এর বর্তমান মহাসচিব কে?
উত্তর: লিং লং মিন, ভিয়েতনাম (১ জানুয়ারি ২০১৩-বর্তমান)।
৭৭। আসিয়ানের সর্বশেষ সদস্য দেশ কোনটি?
উত্তর কম্বোডিয়া (৩০ এপ্রিল ১৯৯)।
৭৮। ASEAN+3 কি?
উত্তর: আসিয়ানভুক্ত দেশসমূহ চীন, জাপান ও দক্ষিণ কোরিয়াকে নিয়ে গঠিত ফোরাম।
৭৯. (ASEAN Regionla Forum)-প্রতিষ্ঠিত হয় কবে?
উত্তর: ২৫ জুলাই ১৯৯৪।
৮০। ARF-এর সদস্য সংখ্যা কত?
উত্তর: ২৭টি। ২৭তম দেশ শ্রীলঙ্কা, ১ আগস্ট ২০০৭)
৮১। CTBT এর পূর্ণরূপ কি?
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty
৮২। CTBT-এর অর্থ কি?
উত্তর: Comprehensive Nuclear Test Ban Treaty
৮৩। অধ্যাপক হার্টম্যানের মতে, শক্তির ধারা কয়টি?
উত্তর: পাঁচটি।
৮৪। কত সালে প্রথম বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?
উত্তর: ১৯১৪ সালে।
৮৫। যৌথ নিরাপত্তা সম্পর্কে বিশ্বে কোন রাজনীতিবিদ সর্বপ্রথম ধারণা প্রদান করেন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি উইলসন, ১৯১৭ সালে।
৮৬। NPT-এর পূর্ণরূপ কি?
উত্তর: Nuclear Non Proliferation Treaty
৮৭। কোন সংগঠনটি আনুষ্ঠানিকভাবে যৌথ নিরাপত্তার উপর গুরুত্ব প্রদান করে?
উত্তর: লীগ অব নেশন্স।
৮৮। লীগ অব নেশন্স-এর কত নং ধারায় যৌথ নিরাপত্তার কথা উল্লেখ আছে?
উত্তর: ১১ ও ১৬ নং ধারায়।
৮৯। যৌথ নিরাপত্তা সম্পর্কে বিশ্বে কোন রাজনীতিবিদ সর্বপ্রথম ধারণা প্রদান করেন?
উত্তর: মার্কিন রাষ্ট্রপতি উড্রো উইলসন।
৯০। যৌথ নিরাপত্তার ধারণায় গড়ে উঠা একটি সংগঠনের নাম লিখ?
উত্তর: ন্যাটো।
৯১। ন্যাটো কত সালে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৯ সালের ৪ এপ্রিল।
৯২। ন্যাটো ধারণা প্রতিরোধে কোন চুক্তি ঘটে?
উত্তর: ওয়ারশ চুক্তি।
৯৩। শুরুতে ন্যাটোর সদস্য সংখ্যা কত ছিল?
উত্তর: ১২টি।
১৪। দক্ষিণ এশিয়ার উল্লেখযোগ্য সহযোগী সংগঠন কোনটি?
উত্তর: সার্ক।
৯৫। কোন সময় থেকে ছোট রাষ্ট্রগুলোর স্বাধীন হওয়ার প্রবণতা দেখা যায়?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর হতে।
৯৬। আন্তর্জাতিক আদালত কোন দেশে অবস্থিত?
উত্তর: নেদারল্যান্ডে।
