সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: মানবীয় নিরাপত্তা

জাতীয় বিশ্ববিদ্যালয় 
মাস্টার্স শেষ পর্ব
রাষ্ট্রবিজ্ঞান
বিষয় কোড : ৩১১৯০৯ 

নিরাপত্তা অধ্যয়ন (Security Studies)



অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: মানবীয় নিরাপত্তা

১। মানব নিরাপত্তা ধারণাটি সর্বপ্রথম কবে কোথায় ব্যবহৃত হয়?

উত্তর: মানব নিরাপত্তা ধারণটির সর্বপ্রথম ইউএনডিপি-এর Human Development Report-1994-2 ব্যবহৃত হয়েছে।

২। কত সালে মানব নিরাপত্তার উপর স্বাধীন কমিশন গঠিত হয়?

উত্তর: ২০০১ সালে।

৩। আন্তর্জাতিক মানব নিরাপত্তা কমিশনের সংজ্ঞায় মানব নিরাপত্তা কি?

উত্তর: Human security is to protect the vital core values of all human lives in ways that enhances human freedoms and human fulfillment

৪। মানব নিরাপত্তার দুটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) মানব নিরাপত্তা একটি সর্বজনীন বিষয় (খ) ধনী-গরিব সব দেশের সব জনগণের জন্য এই নিরাপত্তাগত ধারণাটি প্রযোজ্য।

৫। মানব নিরাপত্তার তিনটি উপাদান লিখ।

উত্তর: (ক) অর্থনৈতিক নিরাপত্তা, (খ) পরিবেশগত নিরাপত্তা ও (গ) খাদ্য নিরাপত্তা।
সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর: মানবীয় নিরাপত্তা
সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন ও উত্তর: মানবীয় নিরাপত্তা

৬। মানব নিরাপত্তার তিনটি চ্যালেঞ্জ বা হুমকি উল্লেখ কর।

উত্তর: জলবায়ু পরিবর্তনের প্রভাব, দারিদ্র্য, ধনী-গরিব বৈষম্য।

৭। পরিবেশ নিরাপত্তা বলতে কি বুঝ?

অথবা, পরিবেশগত নিরাপত্তা কাকে বলে?

উত্তর: পরিবেশ নিরাপত্তা বলতে ভারসাম্যপূর্ণ একটি প্রাকৃতিক পরিবেশ বজায় থাকাকে বুঝায়।

৮। জীবনের নিরাপত্তার উপাদানসমূহ কি কি?

উত্তর: পুষ্টিকর খাদ্য গ্রহণ, চলাফেরার স্বাধীনতা, মত প্রকাশের স্বাধীনতা, ভীতি থেকে মুক্তি ইত্যাদি।

৯। রাজনৈতিক নিরাপত্তা কাকে বলে?

উত্তর: রাজনৈতিক নিরাপত্তা বলতে অন্যায়ভাবে রাজনৈতিক প্রতিহিংসার শিকার না হওয়াকে বুঝায়।

১০। বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় অবদান রাখে কারা?

উত্তর: বাংলাদেশের খাদ্য নিরাপত্তা সবচেয়ে বড় অবদান রাখে পারিবারিক খামার।

১১। বিশ্ব খাদ্য দিবস কবে পালিত হয়?

উত্তর: ১৬ অক্টোরব।

১২। বিশ্ব খাদ্য নিয়ে গঠিত সংস্থার নাম কি?

উত্তর: FAO

১৩। কোপ-১৫ কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ডেনমার্কের কোপেনহেগেনে।

১৪। মানবসৃষ্ট একটি দুর্যোগের কথা উল্লেখ কর।

উত্তর: নির্বনায়ন।

১৫। দুর্যোগ ব্যবস্থাপনার কাজ কি?

উত্তর: ত্রাণ ও পুনর্বাসন নিশ্চিত করা।

১৬। কয়েকটি গ্রিন হাউস গ্যাসের নাম লিখ।

উত্তর: কার্বন ডাই-অক্সাইড, ক্লোরোফ্লোরো কার্বন, মিথেন ইত্যাদি।

১৭। Club of Rome' কি?

উত্তর: জাতিসংঘ পরিবেশ বিষয়ক একটি প্রকল্প।

১৮। আগামী প্রজন্মের জন্য নিরাপদ প্রকৃতি ধরে রাখতে হলে সকল উন্নয়ন হতে হবে-

উত্তর: টেকসই উন্নয়ন (Sustainalbe Development)

১৯। মন্ট্রিল প্রটোকল কি?

উত্তর: বায়ুমণ্ডলের স্ট্রাটোস্ফিয়ারে অবস্থিত ওজোন স্তরকে রক্ষায় গৃহীত প্রটোকল।

২০। CHG কি?

উত্তর: CHG হলো Green House Gas

২১। Environmental politics' গ্রন্থটির লেখক কে?

উত্তর: Walter A. Rosenbaum

২২। পরিবেশের প্রধান ৪টি উপাদান কি কি?

উত্তর: পরিবেশের চারটি উপাদান হলো। (ক) পানি, (খ) মাটি, (গ) বায়ু ও (ঘ) বৃষ্টিপাত।

২৩। জলবায়ু কি?

উত্তর: পরিবর্তনশীল আবহাওয়ার উপর নির্ভর করে কোনো স্থানের বায়ুর তাপ, চাপ, বৃষ্টিপাত, বায়ুপ্রবাহ ইত্যাদির ৩০-৩৫ বছরের বা তার চেয়েও বেশি সময়ের গড় অবস্থাকে জলবায়ু বলে।

২৪। জাতিসংঘের কোন জলবায়ু সম্মেলনে Green Fund গঠিত হয়?

উত্তর: ২০১০ সালের কানকুন সম্মেলনে।

২৫। SDG-এর পূর্ণরূপ কি?

উত্তর: Sustainable Development Goals.

২৬। F40-এর পূর্ণরূপ কি?

উত্তর: Food and Agricultural Organization

২৭। FAO কত সালে গঠিত হয়?

উত্তর: ১৯৪৫ সালে।

২৮। FAO-এর সদর দপ্তর কোথায়?

অথবা, Food and Agricultural Ogranization (FAO)-এর সদর দপ্তর কোথায়?

উত্তর: ইতালির রোমে।

২৯। FAO-এর কার্য তালিকায় কোন বিষয় প্রাধান্য পায়?

উত্তর: দারিদ্র্য দূরীকরণ, খাদ্য নিরাপত্তা ও অপুষ্টি।

৩০। FAO-এর মতে বর্তমান বিশ্বে প্রায় কতসংখ্যক লোকের খাদ্য নিশ্চয়তা নেই?

উত্তর: প্রায় ৯২৫ মিলিয়ন মানুষের।

৩১। বিশ্বে প্রতি কত জনে কত ক্ষুধার্ত?

উত্তর: প্রতি আটজনের একজন অর্থাৎ শতকরা প্রায় ১৩%।

৩২। কোন মহাদেশে ক্ষুধা ও দারিদ্র্যের হার বেশি?

উত্তর: আফ্রিকা মহাদেশে।

৩৩। FAO-এর মতে বিশ্বে কতটি দেশ বর্তমানে অত্যধিক খাদ্য ঝুঁকিতে আছে?

উত্তর: ২২টি দেশ।

৩৪। বাংলাদেশের খাদ্য নিরাপত্তায় প্রধান অবদান রাখে কোনটি?

উত্তর: পারিবারিক খামার।

৩৫। বিশ্ব খাদ্য দিবস কোনটি?

অথবা, 'বিশ্ব খাদ্য দিবস' কবে পালিত হয়?

উত্তর: ১৬ অক্টোবর।

৩৬। বিশ্ব খাদ্য দিবস পালনের প্রধান উদ্দেশ্য কি?

উত্তর: বিশ্বখাদ্য নিরাপত্তা নিশ্চিত করা।

৩৭। বাংলাদেশে খাদ্য নিরাপত্তা ঝুঁকির অন্যতম কারণ কি?

উত্তর: অধিকহারে জনসংখ্যা বৃদ্ধি।

৩৮। বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার চ্যাম্পিয়ন অব দ্য আর্থ পুরস্কার পাওয়ার কারণ কি?

উত্তর: জলবায়ুর প্রভাব মোকাবেলায় বিভিন্ন পদক্ষেপ গ্রহণ।

৩৯। খাদ্য নিরাপত্তা অর্জনে বাংলাদেশের তিনটি চ্যালেঞ্জ উল্লেখ কর।

উত্তর: উৎপাদন ও চাহিদার সামঞ্জস্য বিধান, পারিবারিক খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ, প্রান্তিক জনগণের খাদ্যনিরাপত্তা বিধান।

৪০। AIDS-এর পূর্ণরূপ কি?

উত্তর: Acquired Immune Deficiency Syndrome.

৪১। বিশ্বে প্রথম কত সালে, কোথায় এইডস-এর রোগী শনাক্ত হয়?

উত্তর: ১৯৮১ সালে, যুক্তরাষ্ট্রের লস এসেঞ্জলসে।

৪২। কত সালে এইডস-এর ভাইরাস হিসেবে এইচআইভি শনাক্ত করা হয়?

উত্তর: ১৯৮৩ সালে।

৪৩। HIV-এর পূর্ণরূপ কি?

উত্তর: Human Immuno-deficiency Virus

৪৪। HIV-এর অর্থ কি?

উত্তর: একটি বিশেষ ভাইরাস, যা মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতাকে ধ্বংস করে।

৪৫। এইচআইভি সংক্রমণের লক্ষণ প্রকাশ পেতে কত বছর পর্যন্ত সময় লাগে?

উত্তর: ৭-১০ বছর পর্যন্ত এমনকি ১৫ বছর পর্যন্তও লেগে যেতে পারে।

৪৬। বাংলাদেশ পরিবেশ নীতি কবে প্রণীত হয়?

উত্তর: ১৯৯২ সালে।

৪৭। UNEP কি?

উত্তর: United Nations Environment Program

৪৮। টেকসই উন্নয়ন কি?

উত্তর: পরিবেশের সাথে ভারসাম্য বজায় রেখে ভবিষ্যৎ প্রজন্মের ভোগের জন্য যে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করা হয় তাকে টেকসই উন্নয়ন বলে।

৪৯। আর্সেনিক কি?

উত্তর: আর্সেনিক এক ধরনের বিষ।

৫০। পরিবেশ নিরাপত্তা কাকে বলে?

উত্তর: বিপর্যয়ের হাত থেকে পরিবেশকে রক্ষা করে পৃথিবীর প্রাণিকুল, পরিবেশমণ্ডল ও মানব জাতিকে ধ্বংসের হাত থেকে রক্ষা করাই হলো পরিবেশ নিরাপত্তা।

৫১। কোন মহাদেশে এইডস সংক্রমণের হার বেশি?

উত্তর: আফ্রিকা মহাদেশে।

৫২। এইচআইভি সংক্রমণের প্রধান দুটি কারণ কি?

উত্তর: (ক) অনিয়ন্ত্রিত যৌনমিলন, (খ) অন্যের ব্যবহার করা সিরিঞ্জ ব্যবহার করা।

৫৩। বাংলাদেশে সর্বপ্রথম কত সালে এইডস রোগী শনাক্ত করা হয়?

উত্তর: ১৮৮৯ সালে।

৫৪। ক্যান্সার কি?

উত্তর: আমাদের দেহ যে অসংখ্য কোষ দিয়ে তৈরি সেই কোষগুলোর অনিয়মিত এবং অনিয়ন্ত্রিত বৃদ্ধি হচ্ছে ক্যান্সার।

৫৫। ক্যান্সারের কারণ উল্লেখ কর।

উত্তর: বয়স, খাবার, জীবনধারা, পারিবারিক ইতিহাস, পরিবেশ, পেশাগত ইত্যাদি।

৫৬। ক্যান্সারের সাধারণত তিনটি লক্ষণ উল্লেখ কর।

উত্তর: খুব ক্লান্ত বোধ করা, ক্ষুধা কমে যাওয়া, শরীরের যেকোনো জায়গায় চাকা বা দলা দেখা দেওয়া।

৫৭। ক্যান্সার প্রতিরোধে ব্যবহৃত তিনটি চিকিৎসা পদ্ধতির নাম উল্লেখ কর।

উত্তর: (ক) অস্ত্রোপচার, (ক) রেডিওথেরাপি ও (গ) কেমোথেরাপি।

৫৮। স্বাভাবিকভাবে ক্যান্সার প্রতিরোধের তিনটি উপায় লিখ।

উত্তর: নিয়মিত ব্যায়াম করা, খাদ্যাভাস নিয়ন্ত্রণ করা ও সচেতনতা বৃদ্ধি করা।

৫৯। কয়েকটি মানসিক রোগের নাম উল্লেখ কর।

উত্তর: সিজোফ্রেনিয়া, মৃগীরোগ, ইসটেরিয়া, বিষণ্ণতা, মাদকাসক্তি ইত্যাদি।

৬০। জলবায়ু পরিবর্তন সংক্রান্ত কি কি রোগের প্রকোপ দেখা দিতে পারে?

উত্তর: (ক) সংক্রমণ ও কীটপতঙ্গ-বাহিত নানান রোগ, (খ) তাপপ্রবাহে মৃত্যুর সংখ্যা বৃদ্ধি, (গ) নতুন নতুন 
অজানা রোগ।

৬১। জাতিসংঘের স্বাস্থ্য সংক্রান্ত সহযোগী সংস্থা কোনটি?

উত্তর: WHO

৬২। WHO-এর পূর্ণরূপ কি?

উত্তর: World Health Organization.

৬৩। কত সালে বিশ্ব স্বাস্থ্য বা WHO গঠিত হয়?

উত্তর: ১৯৪৮ সালের ৭ এপ্রিল।

৬৪। TO-এর প্রতিষ্ঠা সাল কত?

উত্তর: ১৯৯৫ সাল।

৬৫। বিশ্ব স্বাস্থ্য দিবস কোনটি?

উত্তর: ৭ এপ্রিল।

৬৬। অর্থনৈতিক নিরাপত্তা কত ধরনের হতে পারে ও কি কি?

উত্তর: দুই ধরনের। যথা- ব্যক্তিগত অর্থনৈতিক নিরাপত্তা ও রাষ্ট্রীয় অর্থনৈতিক নিরাপত্তা।

৬৭। অর্থনৈতিক নিরাপত্তার তিনটি উপাদানের নাম লিখ।

উত্তর: আয়ের নিরাপত্তা, শ্রমবাজারের নিশ্চয়তা ও চাকরির নিরাপত্তা।

৬৮। বিশ্বায়নের ফলে তিনটি অর্থনৈতিক চ্যালেঞ্জ উল্লেখ কর।

উত্তর: দরিদ্র রাষ্ট্রের টিকে থাকা, দরিদ্র শ্রমিকের মানন্নয়ন করা ও ধনী-গরিব বৈষম্য নিয়ন্ত্রণে রাখা।

৬৯। দুর্যোগ কাকে বলে?

উত্তর: পরিবেশের ব্যাপক ধ্বংস সাধন ও মানবের জীবনযাত্রার ভারসাম্যহীনতা হলো দুর্যোগ।

৭০। প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে?

উত্তর: মানুষের আর্থ-সামাজিক অবস্থার উপর প্রতিকূল প্রভাব বিস্তারকারী যেকোনো প্রাকৃতিক ঘটনাই প্রাকৃতিক দুর্যোগ। যেমন- বন্যা, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প ইত্যাদি।

৭১। প্রাকৃতিক দুর্যোগ কত প্রকার ও কি কি?

উত্তর: তিন প্রকার। যথা- (ক) বায়ুমণ্ডলীয় প্রক্রিয়া সৃষ্ট, (খ) ভূ-পৃষ্ঠের প্রক্রিয়া সৃষ্ট এবং (গ) পৃথিবীপৃষ্ঠের অভ্যন্তরস্থ প্রক্রিয়া সৃষ্ট।

৭২। বাংলাদেশে সংঘটিত তিনটি প্রাকৃতিক দুর্যোগের নাম উল্লেখ কর।

উত্তর: (ক) ঘূর্ণিঝড়, (খ) জলোচ্ছ্বাস ও (গ) নদীভাঙন।

৭৩। পরিবেশ বলতে কি বুঝ?

উত্তর: যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে মানুষ তার জীবনযাত্রা নির্বাহ করে তাকে পরিবেশ বলে।

৭৪। পরিবেশ কত প্রকার ও কি কি?

উত্তর: দুই প্রকার। যথা- (ক) সামাজিক পরিবেশ ও (খ) প্রাকৃতিক পরিবেশ।

৭৫। প্রতিবেশ প্রাকৃতিক বিজ্ঞানের একজন বিখ্যাত বিজ্ঞানীর নাম লিখ।

উত্তর: বিখ্যাত প্রতিবেশ প্রাকৃতিক বিজ্ঞানী চার্লস ফেল্টন।

৭৬। CFC শব্দের পূর্ণরূপ কি?

উত্তর: CFC শব্দের পূর্ণরূপ Chioro Floro Carbon

৭৭। "Ecology" শব্দের আভিধানিক অর্থ কি?

উত্তর: "Ecology" শব্দের আভিধানিক অর্থ প্রতিবেশ।

৭৮। "Ecology" কোন শব্দ থেকে উদ্ভূত হয়েছে?

উত্তর: "Ecology" শব্দটি গ্রিক শব্দ 'Olkos' থেকে উদ্ভূত হয়েছে।

৭৯। গ্রিক 'Olkos' শব্দের বিশ্লেষণাত্মক অর্থ কি?

উত্তর: গ্রিক 'Olkos' শব্দের বিশ্লেষণাত্মক অর্থ গৃহ বা বসতি।

৮০। গ্রিন পিস (Green Peace) কি?

উত্তর: গ্রিন পিস হলো নেদারল্যান্ডসভিত্তিক পরিবেশবাদী আন্দোলন।

৮১। WHO কি?

অথবা, WHO-এর অর্থ কি?

উত্তর: WHO অর্থ World Health Organization

৮২। গ্রিন হাউস (Green house) কি?

উত্তর: মেরু অঞ্চলের শীতপ্রবণ এলাকায় তীব্র শীতের কারণে শাকসবজি উৎপাদন ব্যাহত হওয়ায় বিজ্ঞানীগণ এক বিশেষ ধরনের কাচের ঘর তৈরি করেছেন, যেখানে প্রচণ্ড শীতার্থ পরিবেশেও শাকসবজি উৎপাদন করা যায়। শীতপ্রধান অঞ্চলের এ বিশেষ ধরনের ঘরকে গ্রিন হাউস বলে।

৮৩। পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য কতটুকু বনভূমি থাকা প্রয়োজন?

উত্তর: পরিবেশের ভারসাম্য বজায় রাখার জন্য ২৫% বনভূমি থাকা প্রয়োজন।

৮৪। অতি বেগুনি রশ্মি কি?

উত্তর: সূর্য থেকে আসা ক্ষতিকর আলোকশক্তি।

৮৫। 'বাপা'-এর পূর্ণরূপ কি?

উত্তর: 'বাপা'-এর পূর্ণরূপ বাংলাদেশ পরিবেশ আন্দোলন।

৮৬। বেলা (BELA) কি?

উত্তর: বেলা (BELA) হলো বাংলাদেশের পরিবেশ আইনজীবী সমিটি (Bangladesh Environmental Wayers Association).

৮৭। BELA-এর পূর্ণরূপ কি?

উত্তর: Bangladesh Environmental Lawyers Association.

৮৮। পরিবেশ শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: পরিবেশ বাংলা শব্দ যার ইংরেজি প্রতিশব্দ 'Environment

৮৯। 'Environment' শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর: 'Environment' শব্দটি ফরাসি শব্দ Environer থেকে উৎপত্তি হয়েছে।

৯০। ফরাসি শব্দ 'Environer' শব্দের অর্থ কি?

উত্তর: ফরাসি শব্দ 'Environer' শব্দের অর্থ ঘেরা।

৯১। 'ইকোলজি' শব্দটি সর্বপ্রথম কে ব্যবহার করেন?

উত্তর: জার্মান বিজ্ঞানী আর্নেস্ট হেকেল (Ernest Haeckel) ১৮৬৬ সালে সর্বপ্রথম ইকোলজি শব্দটি ব্যবহার করেন।

৯২। সিএফসি গ্যাস কেন ক্ষতিকর?

উত্তর: সিএফসি গ্যাস ওজোন স্তরে ছিদ্রের সৃষ্টি করে।

৯৩। পৃথিবীর তাপমাত্রা বৃদ্ধির জন্য দায়ী কোনটি?

উত্তর: কার্বন ডাই-অক্সাইড (Carbon-Di-oxide)।

৯৪। পরিবেশ অধ্যয়নে অর্থনৈতিক পদ্ধতি কি?

উত্তর: অর্থনীতিকে যখন পরিবেশে মাধ্যমে প্রকাশ করা হয় তখন সেটিকে অর্থনৈতিক পদ্ধতি বলে।

৯৫। পরিবেশ অধ্যয়নে অর্থনীতির ব্যবহার কখন থেকে শুরু হয়?

উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কিন্তু গুরুত্ব পায় ৭০-এর দশকের পর থেকে।

৯৬। পরিবেশের সাথে অর্থনীতির সম্পর্ক কিরূপ?

উত্তর: পরিবেশের সাথে অর্থনীতি অঙ্গাঙ্গীভাবে সম্পর্কযুক্ত।

৯৭। Political শব্দটির অর্থ কি?

উত্তর: Political শব্দটির অর্থ রাজনৈতিক।

৯৮। পরিবেশ অধ্যয়নে রাজনৈতিক পদ্ধতির ব্যবহার শুরু হয় কখন?

উত্তর: ১৯৮০ সালের পর থেকে রাজনৈতিক পদ্ধতির ব্যবহার শুরু হয়।

৯৯। পরিবেশের সাথে রাজনীতির সম্পর্ক কি?

উত্তর: পরিবেশের সাথে রাজনীতির সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ এবং একে অন্যের পরিপূরক।

১০০। পরিবেশ অধ্যয়নে রাজনৈতিক পদ্ধতি কি?

উত্তর: পরিবেশের বিভিন্ন বিষয় যখন রাজনীতিতে গুরুত্ব পায় এবং রাজনৈতিক বিভিন্ন নীতিমালা প্রণয়ন করা হয় তখন তাকে রাজনৈতিক পদ্ধতি বলে।

১০১। ইংরেজ Cultural শব্দটির বাংলা আভিধানিক অর্থ কি?

উত্তর: ইংরেজ Cultural শব্দটির বাংলা আভিধানিক অর্থ সংস্কৃতি।

১০২। পরিবেশ অধ্যয়নে সাংস্কৃতিক পদ্ধতি কি?

উত্তর: সংস্কৃতির মাধ্যমে যখন পরিবেশের বিভিন্ন উপাদান আলোচনা করা হয় তখন তাকে সাংস্কৃতিক পদ্ধতি বলে।

১০৩। পরিবেশ অধ্যয়নে সাংস্কৃতিক পদ্ধতির ব্যবহার শুরু হয় কোথায়?

উত্তর: পরিবেশ অধ্যয়নে সাংস্কৃতিক পদ্ধতির ব্যবহার শুরু হয় ইউরোপ।

১০৪। পরিবেশের সাথে সংস্কৃতির সম্পর্ক কেমন?

উত্তর: পরিবেশের সাথে সংস্কৃতির খুবই ঘনিষ্ঠ সম্পর্ক বিদ্যমান।

১০৫। বর্তমান সময়কালকে কি বলা হয়?

উত্তর: বর্তমান সময়কালকে বৈশ্বিক সংস্কৃতির যুগ বলা হয়।

১০৬। কিয়াটো প্রটোকল স্বাক্ষরিত হয় কত সালে?

উত্তর: ১৬ ডিসেম্বর, ১৯৭১ সালে।

১০৭। ধরিত্রী সম্মেলন কোথায় হয়েছে?

উত্তর: রিও ডি জেনিরোতে।

১০৮। প্রথম ধরিত্রী সম্মেলন কত সালে হয়?

উত্তর: ১৯৯২ সালে।

১০৯। "Environment" শব্দটি কোন শব্দ থেকে উৎপত্তি হয়েছে?

উত্তর: ফরাসি শব্দ থেকে।

১১০। বিশ্বে তাপমাত্রা বেড়ে যাওয়ার মূল কারণ কি?

উত্তর: গ্রিন হাউস ইফেক্ট।

১১১। বিশ্ব উষ্ণায়নের জন্য কোন গ্যাস বেশি দায়ী?

উত্তর: ক্লোরোফ্লোরো কার্বন (CFC)।

১১২। বায়ুমণ্ডলের কয়টি স্তর রয়েছে?

উত্তর: ৪টি।

১১৩। IPCC-এর পূর্ণরূপ কি?

উত্তর: Intergovernmental Panel on Climate Change

১১৪। বনাঞ্চল ধ্বংস কোন ধরনের সমস্যা?

উত্তর: পরিবেশগত সমস্যা।

১১৫। The Earth Conference' কোথায় হয়েছিল?

উত্তর: রিও ডি জেনিরোতে (১৯২১ সালে)।

১১৬। CFC শব্দের অর্থ কি?

উত্তর: Cloro Floro Carbon

১১৭। 'বাপা' এর পূর্ণরূপ কি?

উত্তর: বাংলাদেশ পরিবেশ আন্দোলন।

১১৮। 'বেলা' কি?

উত্তর: বাংলাদেশ পরিবেশ আইনজীবী সমিতি।

১১৯। ১৯৫০ হতে ১৯৮০ সাল পর্যন্ত পৃথিবীর কত ভাগ বনভূমি ধ্বংসপ্রাপ্ত হয়েছে?

উত্তর: ১৫% বনভূমি।

১২০। বন শূন্যতার ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য উন্নয়নশীল দেশসমূহ তাদের GNP থেকে কত ভাগ অর্থ ব্যয় করে?

উত্তর: ৪-৬%।

১২১। দুর্যোগ কি?

উত্তর: যেসব বাধাবিপত্তি মানুষের স্বাভাবিক জীবন ও অগ্রগতির পথকে ক্ষতিগ্রস্ত করে, মানুষ হয়ে পড়ে অসহায়, বিচ্ছিন্ন ও সম্বলহীন; এরূপ পরিস্থিতিকে দুর্যোগ বলা হয়।

১২২। পরিবেশ সুরক্ষায় জাতিসংঘের আন্তর্জাতিক সংগঠনের নাম কি?

উত্তর: IPCC

১২৩। IPCC কত সালে কোথায় গঠিত হয়?

উত্তর: IPCC ১৯৮৮ সালে জেনেবা ও টরেন্টোতে অনুষ্ঠিত সম্মেলনের মধ্য দিয়ে গঠিত হয়।

১২৪। জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?

উত্তর: ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে।

১২৫। জলবায়ু পরিবর্তনের কারণে সৃষ্ট উদ্বাস্তুর সংখ্যা কত?

উত্তর: প্রায় ২৫ থেকে ৫০ মিলিয়ন।

১২৬। ক্রমবর্ধমান বিশ্বায়ন ও নগরায়ণের ফলে কি ঘটছে?
উত্তর: প্রতিনিয়ত পৃথিবীর জলবায়ুর স্বাভাবিক আচরণ ও প্রাকৃতিক ভারসাম্য বিনষ্ট হচ্ছে।

১২৭। পরিবেশবাদীদের মতে বর্তমান বিশ্বে কোন সমস্যাটি তীব্র আকার ধারণ করেছে? 
উত্তর: জলবায়ু পরিবর্তন ও বৈশ্বিক উষ্ণায়ন।

১২৮। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির কারণে-
উত্তর: সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পাচ্ছে।

১২৯। ২০০৯ সালে জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়?
উত্তর: ডেনমার্কে।

১৩০। বিজ্ঞানীদের মতে, জলবায়ু পরিবর্তনে ২০৫০ সালের মধ্যে বাংলাদেশের কত শতাংশ এলাকা সমুদ্রে তলিয়ে যাবে?
উত্তর: ১৮ শতাংশ।

১৩১। জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে কোন কোন প্রাকৃতিক পরিবেশের উপর প্রভাব পড়ছে?
উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলশ্রুতিতে শুদ্ধ এবং প্রায় শুষ্কভূমি, সামুদ্রিক ও উপকূলীয় এলাকা, কৃষি ও বন পরিবেশ, দ্বীপ, পর্বত ও মেরু পরিবেশের উপর ব্যাপক প্রভাব পড়ছে।

১৩২। ১৯৯৭ সালে জাপানের কিয়োটোতে অনুষ্ঠিত জলবায়ু পরিবর্তন প্রোটোকলে কোন কোন দেশ স্বাক্ষর করে নি?

উত্তর: যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়া স্বাক্ষর করে নি।

১৩৩। IPCC-এর মতে জলবায়ু পরিবর্তনের ফলে কি ঘটবে?

উত্তর: আগামী ৩০ বছরের মধ্যে হিমালয়ের সিংহভাগ (৫ ভাগের ৪ ভাগ) বরফ গলে যাবে।

১৩৪। জলবায়ু পরিবর্তনের ফলে বিশ্বে কোন কোন রোগের বিস্তার বাড়ছে?

উত্তর: ম্যালেরিয়া, এ্যাজমা, এলার্জি ও বিভিন্ন সংক্রামক রোগের বিস্তার ঘটছে।

১৩৫। বিজ্ঞান সাময়িকীর নাম কি?

উত্তর: বিজ্ঞান সাময়িকীর নাম 'Nature'।

১৩৬। Extinction Risk From Climate Change রিপোর্ট থেকে কি জানা যায়?

উত্তর: বিশ্বের ৩৫ থেকে ৩৭ শতাংশ জীব প্রজাতি জলবায়ু পরিবর্তনজনিত কারণে ২০৫০ সালের মধ্যে বিলুপ্ত হয়ে যাবে।

১৩৭। জলবায়ু পরিবর্তনের ফলে সুন্দরবনের কোন কোন প্রাণী বিপন্ন হয়ে পড়বে বলে ধারণা করা হচ্ছে?

উত্তর: রয়েল বেঙ্গল টাইগার, ভোদড়, হরিণ, বুনো শূকরসহ বিভিন্ন প্রাণী বিপন্ন হয়ে পড়বে।

১৩৮। 'দুর্যোগ' শব্দটির উৎপত্তিগত অর্থ কি?

উত্তর: 'দুর্যোগ' শব্দটির উৎপত্তিগত অর্থ হচ্ছে মন্দ বা খারাপ তারা। এটি French' শব্দ 'Desaster থেকে নেওয়া হয়েছে। 'des' অর্থ 'খারাপ' বা 'মন্দ' এবং 'aster' অর্থ 'তারা'। অর্থাৎ যা কিছু অশুভ ও অকল্যাণকর তাই দুর্যোগ।

১৩৯। Quarantelli এবং Dynes দুর্যোগকে কি হিসেবে চিহ্নিত করেছেন?

উত্তর: দুর্যোগকে একটি সামাজিক চাপ হিসেবে অভিহিত করেছেন।

১৪০। দুর্যোগ কত প্রকার?

উত্তর: দুর্যোগ দু প্রকার। যথা প্রাকৃতিক দুর্যোগ ও মানবসৃষ্ট দুর্যোগ।

১৪১। মানব সৃষ্ট দুর্যোগ কাকে বলে?

উত্তর: মানুষের অবহেলা, ভুলভ্রান্তি অথবা ইচ্ছাকৃত কর্মকাণ্ডের ফলে যে দুর্যোগের সৃষ্টি হয় তাকে মানবসৃষ্ট দুর্যোগ বলে। যেমন- যুদ্ধ, দাঙ্গা, রাসায়নিক দূষণ, অগ্নিকাণ্ড ইত্যাদি।

১৪২। বিশ্বের ইতিহাসে সবচেয়ে বেশিসংখ্যক মানুষের প্রাণহাণি ঘটে কোন ঘূর্ণিঝড়ে?

উত্তর: বাংলাদেশে ১৯৭০ সালে সংঘটিত ঘূর্ণিঝড়ে।

১৪৩। ভূমিকম্প মাপার স্কেলের নাম কি?

উত্তর: রিখটার স্কেল।

১৪৪। কোন বিষকে 'বিষের রাজা' বলা হয়?

উত্তর: আর্সেনিক বিষকে 'বিষের রাজা' বলা হয়।

১৪৫। বাংলাদেশের কতটি জেলায় পানিতে আর্সেনিক পাওয়া গেছে?

উত্তর: বাংলাদেশের ৬১টি জেলায় পানিতে আর্সেনিক পাওয়া গেছে।

১৪৬। Arsenic অর্থ কি?

উত্তর: তীব্র বিষ।

১৪৭। 'আর্সেনিক' কি একটি প্রাকৃতিক দুর্যোগ?

উত্তর: হ্যাঁ, 'আর্সেনিক' একটি প্রাকৃতিক দুর্যোগ।

১৪৮। আর্সেনিকের পারমাণবিক সংখ্যা কত?

উত্তর: আর্সেনিকের পারমাণবিক সংখ্যা ৩৩।

১৪৯ । বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা কত?

উত্তর: বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে মানবদেহে আর্সেনিকের সহনীয় মাত্রা ০.০১ পিপিএম পর্যন্ত।

১৫০। ভূমিধস কি?

উত্তর: সাধারণত উচ্চভূমি নিম্নভূমির দিকে ধসে পড়ে যে দুর্যোগের সৃষ্টি হয় তাকে ভূমিধস বলে।

১৫১। জলবায়ু পরির্তনের ফলে বিশ্বের কোন দেশ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে ধারণা করা হচ্ছে?

উত্তর: সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে বাংলাদেশে। এছাড়া অন্যান্য উপকূলীয় ও ক্ষুদ্র দ্বীপ রাষ্ট্রসমূহ ক্ষতিগ্রস্ত হবে।

১৫২। দুর্যোগ সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা কি?

উত্তর: দুর্যোগ সম্পর্কে আমাদের দেশের সাধারণ মানুষের ধারণা অদৃষ্টবাদী প্রকৃতির। তারা মনে করে, দুর্যোগ প্রকৃতি প্রদত্ত। এর ক্ষয়ক্ষতি আমাদের মেনে নিতে হবে। এর থেকে পরিত্রাণের কোনো উপায়।

১৫৩। সাধারণভাবে কোন প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস জানা যায় না?

উত্তর: সাধারণভাবে ভূমিকম্পের পূর্বাভাস জানা যায় না।

১৫৪। কোন প্রাকৃতিক দুর্যোগ বাংলাদেশের জন্য বেশি ক্ষয়ক্ষতি বয়ে এনেছে?

উত্তর: বন্যা ও ঘূর্ণিঝঢ় বাংলাদেশের জন্য বেশি ক্ষয়ক্ষতি বয়ে এনেছে।

১৫৫। জলবায়ু পরিবর্তনের প্রভাব কি আমাদের দেশে লক্ষ করা যাচ্ছে?

উত্তর: হ্যাঁ, জলবায়ু পরিবর্তনের প্রভাবে অনিয়মিত ও অস্বাভাবিক বন্যা বেড়েছে, সমুদ্রের লবণাক্ত পানি অভ্যন্তরে প্রবেশ করছে এবং অনিয়মিত বৃষ্টিপাত লক্ষ করা যাচ্ছে।

১৫৬। দুর্যোগ মোকাবিলায় কোন দিকটির প্রতি গুরুত্ব পূর্বে তেমনটি দেওয়া হতো না?

উত্তর: দুর্যোগ মোকাবিলায় কমিউনিটির সক্ষমতা বৃদ্ধির উপর পূর্বে তেমন গুরুত্ব দেওয়া হতো না।

১৫৭। দুর্যোগ মোকাবিলায় আমাদের দেশের মানুষের জনসচেতনতার মাত্রা কেমন?

উত্তর: দুর্যোগের মোকাবিলায় আমাদের দেশের মানুষের জনসচেতনতার মাত্রা অনেকটা কম। দুর্যোগ কিভাবে মোকাবিলা করতে হবে তা তারা জানে না।

১৫৮। সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ দুটি ঘূর্ণিঝড়ের নাম কি?

উত্তর: সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ দুটি ঘূর্ণিঝড়ের নাম সিডর ও আইলা।

১৫৯। COP 15/16 কি?

উত্তর: বিশ্ব জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

১৬০। জলবায়ু পরিবর্তনের ফলে বাংলাদেশের কত অংশ তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে?

উত্তর: বাংলাদেশের উপকূলীয় জেলাগুলো অর্থাৎ বাংলাদেশের এক-তৃতীয়াংশ সমুদ্রে তলিয়ে যাবার আশঙ্কা করা হচ্ছে।

১৬১। জলবায়ু পরিবর্তনের ফলে সামাজিক কি চাপ দেখা দিবে?

উত্তর: জলবায়ু পরিবর্তনের ফলে ভূমিহীন ও উদ্বাস্তুর সংখ্যা বৃদ্ধি পাবে, কর্মসংস্থান সংকুচিত হবে এবং ব্যাপক দারিদ্রদ্র্য ও বেকারত্ব দেখা দিবে।

১৬২। 'সুনামি' শব্দের ইংরেজি প্রতিশব্দ কি?

উত্তর: Tsunami

১৬৩। 'সুনামি' Tsunami শব্দের অর্থ কি?

উত্তর: জলোচ্ছ্বাস আকৃতির বৃহৎ সামুদ্রিক ঢেউ।

১৬৪। 'সুনামি' কোন ভাষার শব্দ?

উত্তর: জাপানি ভাষা ভাষার শব্দ।

১৬৫। পরিবেশগত সমস্যা সৃষ্টির জন্য দায়ী প্রধান উপাদান কোনটি?

উত্তর: বৈশ্বিক উষ্ণায়ন (Global Warming)

১৬৬। জীববৈচিত্র্য কি?

উত্তর: Bio-diversity is the variety of life

১৬৭। জলবায়ু পরিবর্তন সৃষ্টিকারী গ্রিন হাউস গ্যাস নিঃসরণকারী কারা?

উত্তর: উন্নত বিশ্বের দেশগুলো।

১৬৮। কোপ ১৫ কি?

উত্তর: জলবায়ু পরিবর্তন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন।

১৬৯। পৃথিবীর অন্যতম প্রাকৃতিক দুর্যোগের দেশ কোনটি?

উত্তর: বাংলাদেশ।

১৭০। বাংলাদেশে প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় 'সিডর' কত সালে আঘাত হানে?

উত্তর: ২০০৭ সালে।

১৭১। বাংলাদেশে ভয়াবহ বন্যা দেখা দেয় কবে?

উত্তর: ১৯৮৮ সালে।

১৭২। সাধারণত কত সময়ের আবহাওয়ার গড়কে জলবায়ু বলে?

উত্তর: ২৫/৩০ বছরের।

১৭৩। MD-এর পূর্ণরূপ কি?

উত্তর: IWMD-এর পূর্ণরূপ হলো Weapon of Mass Destruction.


Previous Post
No Comment
Add Comment
comment url