সাধারণ জ্ঞান MCQ (বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু)
১. প্রশ্নঃ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁয়ে।
২. প্রশ্নঃ বাংলাদেশের আবহাওয়া অধিদপ্তর কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।
৩. প্রশ্নঃ বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টি ও কোথায় অবস্থিত?
উঃ ৪টি। ঢাকা, পতেঙ্গা, কক্সবাজার ও পটুয়াখালীর খেপুপাড়ায় অবস্থিত।
৪. প্রশ্ন: বাংলাদেশের আবহাওয়া অফিস কতটি?
উঃ ৩৫টি।
৫. প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ু কেমন?
উঃ সমভাবাপন্ন।
৬. প্রশ্নঃ বাংলাদেশের জলবায়ুর প্রধান বৈশিষ্ট্য কী?
উঃ মৌসুমী বায়ু।
৭. প্রশ্ন: বাংলাদেশে বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় কেন?
উঃ দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ুর জন্য।
৮. প্রশ্নঃ বাংলাদেশের বার্ষিক গড় তাপমাত্রা কত?
উঃ ২৫.৭০° সেলসিয়াস।
৯. প্রশ্নঃ বাংলাদেশে শীতকালের গড় তাপমাত্রা কত?
উঃ ২০.১০ সেলসিয়াস।
১০. প্রশ্নঃ বাংলাদেশে গ্রীষ্মকালের গড় তাপমাত্রা কত?
উঃ ২৭.৮০ সেলসিয়াস।
![]() |
বাংলাদেশের আবহাওয়া ও জলবায়ু সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন উত্তর |
১১. প্রশ্নঃ বাংলাদেশে সর্বোচ্চ ও সর্বনিম্ন আর্দ্রতা কখন কত থাকে? |
উঃ সর্বোচ্চ জুলাই মাসে ৯৯% সর্বনিম্ন ডিসেম্বর মাসে ৩৬%।
১২. প্রশ্নঃ গ্রীনিচমান সময় অপেক্ষা বাংলাদেশের সময় কত?
উঃ ৬ ঘণ্টা আগে।
১৩. প্রশ্নঃ বাংলাদেশে মোট কয়টি ঋতু?
উঃ ৬টি।
১৪. প্রশ্নঃ বাংলাদেশে কোন কোন ঋতুর প্রভাব বেশি?
উঃ গ্রীষ্ম, শীত ও বর্ষা।
১৫. প্রশ্ন: বাংলাদেশের কোন ঋতুকে 'স্বতন্ত্র ঋতু' বলা হয়?
উঃ বর্ষা ঋতুকে।
১৬. প্রশ্ন: ঢাকায় আজ পর্যন্ত সর্বোচ্চ তাপমাত্রার রেকর্ড কত?
উঃ ৪২.৩০ সেলসিয়াস (১৯৬০ সালে)।
১৭. প্রশ্ন: বাংলাদেশে শীতকালে বৃষ্টিপাত হয় না কেন?
উঃ ভূমির ওপর দিয়ে আসা বাতাস শুষ্ক থাকে বলে।
১৮. প্রশ্ন: ভৌগোলিকভাবে বাংলাদেশ কোন জলবায়ু অঞ্চলের অন্তর্গত?
উঃ ক্রান্তীয় জলবায়ু অঞ্চল।
১৯. প্রশ্নঃ বাংলাদেশে আজ পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড কত?
উঃ ১.৬০ সেলসিয়াস। (১৯০৫ সালের ৩ ফেব্রুয়ারি দিনাজপুরে)।
২০. প্রশ্ন: ঢাকার প্রতিপাদ স্থান কোথায়?
উঃ চিলির নিকট প্রশান্ত মহাসাগরে।
২১. প্রশ্নঃ বাংলাদেশে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় কোথায়?
উঃ সিলেটের লালখানে।
২২. প্রশ্নঃ স্বাধীনতার পরে বাংলাদেশ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় কবে, কোথায়?
উঃ ১০ জানুয়ারি ২০১৩, নীলফামারির সৈয়দপুর (৩ ডিগ্রি সেলসিয়াস)।
২৩. প্রশ্নঃ বাংলাদেশের সর্বনিম্ন বৃষ্টিপাত হয় কোথায়?
উঃ নাটোরের লালপুরে।
২৪. প্রশ্ন: বাংলাদেশের বার্ষিক গড় বৃষ্টিপাত কত?
উঃ ২০৩ সে. মি.।
২৫. প্রশ্নঃ বাংলাদেশের সর্বোচ্চ গড় বৃষ্টিপাত কত?
উঃ ৩৮৮ সে. মি. (সিলেটের লালখানে)।
২৬. প্রশ্নঃ বাংলাদেশের সর্বনিম্ন গড় বৃষ্টিপাত কত?
উঃ ১৫৪ সে. মি. (নাটোরের লালপুরে)।
২৭. প্রশ্নঃ বাংলাদেশে বর্ষাকালে গড় বৃষ্টিপাত কত?
উঃ ৩০৯ সে. মি.।
২৮. প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম স্থান কোনটি?
উঃ নাটোরের লালপুর।
২৯. প্রশ্ন: বাংলাদেশের উষ্ণতম জেলা কোনটি?
উঃ রাজশাহী।
৩০. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম স্থান কোনটি?
উঃ শ্রীমঙ্গল।
৩১. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম জেলা কোনটি?
উঃ সিলেট।
৩২. প্রশ্নঃ বাংলাদেশের উষ্ণতম মাস কোনটি?
উঃ এপ্রিল।
৩৩. প্রশ্ন: বাংলাদেশের শীতলতম মাস কোনটি?
উঃ জানুয়ারি।
৩৪. প্রশ্ন: SPARRSO কী?
উঃ মহাকাশ গবেষণা এবং দূর অনুধাবন কেন্দ্র।
৩৫. প্রশ্ন: SPARRSO-এর পূর্ণরূপ কী?
উঃ মহাকাশ গবেষণা ও রিমোট সেন্সিং অর্গানাইজেশন।
৩৬. প্রশ্নঃ ঘূর্ণিঝড় ও দুর্যোগের ক্ষেত্রে বাংলাদেশের একমাত্র পূর্বাভাস কেন্দ্র কোনটি?
উঃ SPARRSO।
৩৭. প্রশ্ন: SPARRSO কোথায় অবস্থিত?
উঃ ঢাকার আগারগাঁয়ে।
৩৮. প্রশ্ন: SPARRSO কোন মন্ত্রণালয়ের অধীন?
উঃ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীন।
৩৯. প্রশ্ন: SPARRSO কত সালে প্রতিষ্ঠিত হয়?
উঃ ১৯৮০ সালে।
৪০. প্রশ্নঃ বাংলাদেশ পরিবেশ বিষয়ক সংগঠনের নাম কি?
উঃ BEMF (Bangladesh Envir-onment Management Foram)
৪১. প্রশ্নঃ 'ল্যান্ড স্যাট ও নোয়া' কী?
উঃ কৃত্রিম উপগ্রহ ভূমি জরিপ কাজে নিয়োজিত স্পারসোর প্রকল্প।
৪২. প্রশ্নঃ গ্রিন পিস কী?
উঃ নেদারল্যান্ড ভিত্তিক আন্তর্জাতিক পরিবেশ আন্দোলনের নাম।
৪৩. প্রশ্নঃ গ্রিন হাউজ প্রতিক্রিয়ায় বায়ুমণ্ডলের কী ধরনের পরিবর্তন হয়?
উঃ তাপমাত্রা বেড়ে যায়।
৪৪. প্রশ্ন: গ্রিন-হাউজের ক্ষতির কারণ কী?
উঃ CFC গ্যাস।
৪৫. প্রশ্ন: পরিবেশ আন্দোলনের সূচনাকারী কে?
উঃ হেনরী ডেভিড হ্যারো (ইংল্যান্ড)।
৪৬. প্রশ্নঃ বায়ুমণ্ডলের কোন স্তরে ওজনের বিপুল উপস্থিতি লক্ষ্য করা যায়?
উঃ স্ট্যাটোস্ফিয়ার।
৪৭. প্রশ্নঃ স্যাটেলাইট গ্রাউন্ড রিসিভিং স্টেশনের কাজ কী?
উঃ খরা ও বন্যার ক্ষতির পরিমাপ, ভূমি জরিপ, ভূমি ক্ষয়, মাটির লবণাক্ততা নির্ণয়, সমুদ্র পানির উচ্চতা, চিংড়ি চাষ, ম্যানগ্রোভ বন পরিমাপ করা।
৪৮. প্রশ্নঃ বর্তমানে অকার্যকর স্যাটেলাইট গ্রাউন্ড রিসিভিং স্টেশন কোথায় অবস্থিত?
উঃ ঢাকার অদূরে সাভারে।
৪৯. প্রশ্ন: ম্যাট্রোলজিক্যাল স্যাটেলাইটের কাজ কী?
উঃ দু-ঘণ্টা পর পর মেঘ-বৃষ্টি, ঝড়, সাইক্লোন ইত্যাদি আবহাওয়ার পূর্বাভাস করা।
৫০. প্রশ্নঃ সম্প্রতি জাপানের আর্থিক সহযোগিতায় দেশের রাডার কেন্দ্র স্থাপন করা হয় কোথায়?
উঃ কক্সবাজারে।
৫১. প্রশ্নঃ ১৫ নভেম্বর-২০০৭ বাংলাদেশের মধ্যদিয়ে প্রবাহিত হয়ে যাওয়া ঘূর্ণিঝড়টির নাম কী?
উঃ সিডর।
৫২. প্রশ্নঃ সিডর কোন শব্দ?
উঃ সিংহলী (এর অর্থ-চোখ)।
৫৩. প্রশ্ন: বাংলাদেশের উপকূলে ঘূর্ণিঝড় 'আইলা' কবে আঘাত হানে?
উঃ ২৫ মে, ২০০৯।
৫৪. প্রশ্নঃ 'আইলা' শব্দের অর্থ কী?
উঃ ডলফিন বা শুশুক জাতীয় এক ধরনের প্রাণী।
৫৫. প্রশ্নঃ বাংলাদেশ কবে সাবমেরিন ক্যাবল সংযুক্তিবিষয়ক সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করে?
উঃ ৪ সেপ্টেম্বর ২০০২, ইন্দোনেশিয়ার বালিতে।
৫৬. প্রশ্নঃ সাবমেরিন ক্যাবলে যুক্ত হওয়ার জন্য বাংলাদেশের ল্যান্ডিং স্টেশন স্থাপন করা হয়েছে কোথায়?
উঃ কক্সবাজারের ঝিলংজায়।
৫৭. প্রশ্নঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবলের সাথে যুক্ত হয় কবে?
উঃ ২১ মে, ২০০৬ কক্সবাজারের ঝিলংজায় ল্যান্ডিং স্টেশন উদ্বোধনের মধ্য দিয়ে বাংলাদেশ তথ্য প্রযুক্তির মহাসড়ক বা SEA-ME-WE-4 নামক সাবমেরিন ক্যাবলে যুক্ত হয়।
৫৮. প্রশ্নঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোন মন্ত্রণালয়ের অধীনে?
উঃ ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের অধীনে।
৫৯. প্রশ্নঃ বাংলাদেশের স্থলপথের ক্যাবল ল্যান্ডিং স্টেশন কোথায় অবস্থিত?
উঃ যশোরের বেনাপোলে।
নদ-নদী
৬০. প্রশ্নঃ বাংলাদেশের প্রধান প্রধান নদ-নদীর নাম কী কী?উঃ পদ্মা, মেঘনা, যমুনা, ব্রহ্মপুত্র, কর্ণফুলী, সুরমা, মধুমতি।
৬১. প্রশ্ন: শাখা-প্রশাখাসহ বাংলাদেশের নদ-নদীর সংখ্যা কত?
উঃ ২৩০টি।
৬২. প্রশ্ন: বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি?
উঃ সুরমা (দৈর্ঘ্য ৩৯৯ কি. মি.)।
৬৩. প্রশ্নঃ বাংলাদেশের দ্বিতীয় দীর্ঘতম নদী কোনটি?
উঃ ব্রহ্মপুত্র (বাংলাদেশে একটি মাত্র নদ)।
৬৪. প্রশ্নঃ বাংলাদেশের দীর্ঘতম নদ কোনটি?
উঃ পদ্মা (দৈর্ঘ্য ৩৬৬ কি. মি.)।
[বিঃদ্রঃ যে কোন পরীক্ষায় বাংলাদেশের দীর্ঘতম নদী আসলে উত্তর করতে হবে ব্রহ্মপুত্র।
৬৫. প্রশ্ন: বাংলাদেশের প্রশস্ত নদী কোনটি?
উঃ যমুনা।
৬৬. প্রশ্ন: বাংলাদেশের খরস্রোতা নদী কোনটি?
উঃ কর্ণফুলী।
৬৭. প্রশ্নঃ বাংলাদেশ ও মায়ানমারকে বিভক্তকারী নদী কোনটি?
উঃ নাফ।
৬৮. প্রশ্নঃ নাফ নদীর দৈর্ঘ্য কত?
উঃ ৫৬ কি. মি.।
৬৯. প্রশ্ন: বাংলাদেশ ও ভারতকে বিভক্তকারী নদী কোনটি?
উঃ হাড়িয়াভাঙ্গা।
৭০. প্রশ্নঃ দক্ষিণ তালপট্টি দ্বীপটি কোন নদীর মোহনায় অবস্থিত?
উঃ সাতক্ষীরা জেলার হাড়িয়াভাঙ্গা নদীর।
৭১. প্রশ্নঃ ভারত কোন নদীর ওপর ফারাক্কা বাঁধ তৈরি করেছে?
উঃ গঙ্গা।
৭২. প্রশ্নঃ মেঘনা নদীর উৎপত্তিস্থল কোথায়?
উঃ আসামের লুসাই পাহাড়ে।
৭৩. প্রশ্নঃ বাংলাদেশ সাবমেরিন ক্যাবল পরীক্ষামূলক চালু করে কবে?
উঃ ২৩ এপ্রিল, ২০০৬ সালে।
৭৪. প্রশ্ন: উৎপত্তিস্থলে মেঘনার নাম কী?
উঃ বরাক নদী।
৭৫. প্রশ্ন: SEA-ME-WE-4 সাবমেরিন ক্যাবল লাইনটির দৈর্ঘ্য কত?
উঃ ২২ হাজার কিলোমিটার বিস্তৃত।
৭৬. প্রশ্নঃ কোন নদী বাংলাদেশের ভেতরে দুই ভাগ হয়ে কিছু দূর প্রবাহিত হয়ে পুনরায় মিলিত হয়?
উঃ মেঘনা।
৭৭. প্রশ্নঃ দুই ভাগ হয়ে মেঘনা কী কী নামে প্রবাহিত হয়?
উঃ সুরমা ও কুশিয়ারা।
৭৮. প্রশ্নঃ সুরমা ও কুশিয়ারা নদী কোথায় মিলিত হয়ে মেঘনা নদী নাম ধারণ করে?
উঃ ভৈরব বাজারের নিকট (পরীক্ষায় আসলে আজমেরীগঞ্জ উত্তর দিতে হবে)।
৭৯. প্রশ্নঃ সুরমা ও কুশিয়ারা পুনরায় মিলিত হয়ে কী নাম ধারণ করে?
উঃ কালনি।
৮০. প্রশ্নঃ কালনি কোথায় পুনরায় মেঘনা নাম ধারণ করে?
উঃ ভৈরব বাজারের নিকট (বিঃদ্রঃ যে কোন পরীক্ষায় আসলে আজমিরিগঞ্জ দিতে হবে।)
৮১. প্রশ্নঃ মেঘনা নদী কোথায় পতিত হয়েছে?
উঃ বঙ্গোপসাগরে।
৮২. প্রশ্নঃ বাকল্যান্ড বাঁধ কোন নদীর তীরে অবস্থিত?
উঃ বুড়িগঙ্গা (১৮৬৪ সালে)।
৮৩. প্রশ্নঃ পদ্মা নদী মেঘনার সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ চাঁদপুর।
৮৪. প্রশ্নঃ যমুনা নদী পদ্মার সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ গোয়ালন্দ।
৮৫. প্রশ্নঃ পুরাতন ব্রহ্মপুত্র নদী মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ ভৈরব বাজার।
৮৬. প্রশ্নঃ বাঙালী নদী যমুনা নদীর সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ বগুড়া।
৮৭. প্রশ্নঃ রূপসা নদীর সাথে ভৈরব নদী মিলিত হয়েছে কোথায়?
উঃ খুলনা।
৮৮. প্রশ্নঃ তিস্তা নদী ব্রহ্মপুত্র নদীর সাথে মিলিত হয়েছে কোথায়?
উঃ কুড়িগ্রামের চিলমারীতে।
৮৯. প্রশ্নঃ বাংলাদেশের মোট অভিন্ন বা আন্তঃসীমান্ত নদী কতটি?
উঃ ৫৮টি।
৯০. প্রশ্নঃ ভারত-বাংলাদেশের মধ্যে অভিন্ন নদী কতটি?
উঃ ৫৫টি।
৯১. প্রশ্নঃ ভারত হতে বাংলাদেশে আসা নদী কতটি?
উঃ ৫৫টি
৯২. প্রশ্নঃ মায়ানমার থেকে আসা অভিন্ন নদী কতটি?
উঃ ৩টি। যথাঃ নাফ, সাঙ্গু ও মাতামুহুরী।
৯৩. প্রশ্নঃ বাংলাদেশের আন্তর্জাতিক নদীর সংখ্যা কতটি?
উঃ ১টি (পদ্মা/গঙ্গা)।
৯৪. প্রশ্নঃ বাংলাদেশ হতে ভারতে প্রবেশকারী নদী কতটি?
উঃ ১টি (কুলিখ)।
৯৫. প্রশ্নঃ কোন নদীটি একজন ব্যক্তির নামে নামকরণ করা হয়?
উঃ রূপসা (রূপ লাল সাহার নামে)।
৯৬. প্রশ্নঃ যমুনা নদীর পূর্ব নাম কী?
উঃ জোনাই নদী।
৯৭. প্রশ্ন: বুড়িগঙ্গা নদীর পূর্বনাম কী?
উঃ দোলাই নদী (দোলাই খাল)।
৯৮. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদীর পূর্বনাম কী?
উঃ লৌহিত্য।
৯৯. প্রশ্নঃ পদ্মা নদীর পূর্বনাম কী?
উঃ কীর্তিনাশা।
১০০. প্রশ্নঃ পদ্মা নদীর শাখা নদী কোনটি?
উঃ মধুমতি, আড়িয়াল খাঁ, ভৈরব, কপোতাক্ষ, গড়াই, বড়াল, ইছামতি, কুমার, মাথাভাঙ্গা।
১০১. প্রশ্নঃ পদ্মার উপ-নদী কী কী?
উঃ মহাগঙ্গা, টাঙ্গন, পুনর্ভবা, নগর, কুলিক।
১০২. প্রশ্নঃ যমুনা নদীর শাখা নদী কী কী?
উঃ ধলেশ্বরী, বুড়িগঙ্গা।
১০৩. প্রশ্নঃ বাংলাদেশের জলসীমার উৎপত্তি ও সমাপ্তি নদী কোনটি?
উঃ হালদা।
১০৪. প্রশ্নঃ যমুনা নদীর উপ-নদী কী কী?
উঃ হালদা ও সাঙ্গু।
১০৫. প্রশ্নঃ হালদা নদীর উৎপত্তি স্থল কোথায়?
উঃ খাগড়াছড়ির বাদনাতলী পর্বত শৃঙ্গ থেকে।
১০৬. প্রশ্নঃ বাংলাদেশ হতে ভারতে গিয়ে পুনরায় বাংলাদেশে প্রবেশকারী নদীগুলো কী কী?
উঃ আত্রাই, মহানন্দা (পুনর্ভরা, টাঙ্গন)।
১০৭. প্রশ্নঃ কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র কোথায় অবস্থিত?
উঃ কর্ণফুলী নদীর ওপর।
১০৮. প্রশ্ন: কাপ্তাই জলবিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হয় কবে?
উঃ ১৯৬২ সালে।
১০৯. প্রশ্নঃ কোন নদীতে বাঁধ দিয়ে কৃত্রিম হ্রদ তৈরি করা হয়েছে?
উঃ কর্ণফুলী নদীতে।
১১০. প্রশ্ন: জোয়ার ভাটা হয় না কোন নদীতে?
উঃ গোমতী।
১১১. প্রশ্নঃ গোমতী নদীকে কি বলা হয়?
উঃ কুমিল্লার দুঃখ।
১১২. প্রশ্নঃ মেঘনা নদীর উপনদী কী কী?
উঃ শীতলক্ষ্যা, গোমতি, ডাকাতিয়া।
১১৩. প্রশ্নঃ কর্ণফুলী নদীর উপনদী কী কী?
উঃ চেঙ্গী, মাসলং, সাইনী, হালদা, কাপ্তাই রাথিয়ং, গোয়ালখালী।
১১৪. প্রশ্নঃ মায়ানমার হতে বাংলাদেশে আসা নদী কতটি ও কী কী?
উঃ তিনটি। নাফ, মাতামুহুরী ও সাঙ্গু।
১১৫. প্রশ্ন: বুড়িগঙ্গা কোন নদীর শাখা নদী?
উঃ ধলেশ্বরী।
১১৬. প্রশ্নঃ পদ্মা নদী কোন জেলার মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ নবাবগঞ্জ (বৃহত্তর রাজশাহী)।
১১৭. প্রশ্নঃ মেঘনা নদী কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে?
উঃ সিলেট।
১১৮. প্রশ্ন: ব্রহ্মপুত্র নদ কোন জেলার মধ্যদিয়ে প্রবেশ করেছে?
উঃ কুড়িগ্রাম।
১১৯. প্রশ্নঃ তিস্তা নদী বাংলাদেশে প্রবেশ করেছে কোন জেলার মধ্যদিয়ে?
উঃ লালমনিরহাট জেলা।
১২০. প্রশ্নঃ তিস্তা নদীর দৈর্ঘ্য কত?
উঃ ৪১৪ কিঃমিঃ (সিকিমের অংশের দৈর্ঘ্য ১৫১ কিঃ মিঃ, সিকিম পশ্চিমবঙ্গের সীমানা বরাবর ১৯ কিঃ মিঃ, পশ্চিমবঙ্গের ভিতরে ১২৩ কিঃমিঃ, বাংলাদেশের ভিতরে ১২১ কিঃ মিঃ)।
১২১. প্রশ্নঃ তিস্তা নদী উপর ভারতের জলপাইগুড়ির গজলডোবা নামক স্থানে ভারত ব্যারেজ নির্মাণ করে কবে?
উঃ ১৯৮৫ সালে।
১২২. প্রশ্নঃ বাংলাদেশের সীমা থেকে কত কিঃমিঃ উজানে ভারত তিস্তা নদীর উপর ব্যারেজ নির্মাণ করেন?
উঃ ৬৫ কিঃমিঃ।
১২৩. প্রশ্নঃ বাংলাদেশের উত্তরাঞ্চলের 'লাইফ লাইন' বা 'জীবনরেখা' বলা হয় কোন নদীকে?
উঃ তিস্তা নদীকে।
১২৪. প্রশ্নঃ কর্ণফুলী নদী কোন জেলার মধ্যদিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে?
উঃ পার্বত্য চট্টগ্রাম ও রাঙামাটি মধ্যদিয়ে।
১২৫. প্রশ্নঃ নদী সিকস্তি কারা?
উঃ নদীর ভাঙনে সর্বস্বান্ত জনগণ।
১২৬. প্রশ্নঃ নদী পয়ন্তী কারা?
উঃ নদীর চর জাগলে যারা চাষাবাদ করতে যায়।
১২৭. প্রশ্নঃ কোন নদীর মোহনায় নিঝুম দ্বীপ অবস্থিত?
উঃ মেঘনা।
১২৮. প্রশ্নঃ ব্রহ্মপুত্র নদীর প্রধান শাখার নাম কি?
উঃ যমুনা।
১২৯. প্রশ্নঃ শীতলক্ষ্যা নদীর উৎপত্তি হয়েছে কোথায় থেকে?
উঃ পুরাতন ব্রহ্মপুত্র নদী থেকে।
১৩০. প্রশ্নঃ বাংলাদেশের প্রধান নদী বন্দর কোনটি?
উঃ নারায়ণগঞ্জ।
১৩১. প্রশ্নঃ বাংলাদেশের নদী গবেষণা ইনষ্টিটিউট কোথায় অবস্থিত?
উঃ ফরিদপুরে।
১৩২. প্রশ্নঃ বাংলাদেশের কোন জেলাটির নামকরণ করা হয়েছে একটি নদীর নামানুসারে?
উঃ ফেনী।
১৩৩. প্রশ্নঃ মাওয়া ফেরীঘাট কোন নদীর তীরে অবস্থিত?
উঃ পদ্মা নদীর তীরে।
১৩৪. প্রশ্নঃ মাওয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ মুন্সিগঞ্জ জেলায়।
১৩৫. প্রশ্নঃ কাওরাকান্দি ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ শিবচরের মাদারীপুরে।
১৩৬. প্রশ্নঃ দৌলতদিয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ রাজবাড়ি জেলায়।
১৩৭. প্রশ্ন: পাটুরিয়া ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ মানিকগঞ্জ জেলায়।
১৩৮. প্রশ্ন: আরিচা ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ মানিকগঞ্জ জেলায়।
১৩৯. প্রশ্নঃ নগরবাড়ি ফেরীঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ পাবনা জেলায়।
১৪৯. প্রশ্ন: বাহাদুরাবাদ ঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ জামালপুর জেলার দেওয়ানগঞ্জে।
১৫০. প্রশ্নঃ জগন্নাথগঞ্জ ঘাট কোন জেলায় অবস্থিত?
উঃ জামালপুর জেলার সরিষাবাড়িতে।
১৫১. প্রশ্নঃ টিপাইমুখ কোথায় অবস্থিত?
উঃ টিপাইমুখ নামক স্থানে বরাক নদীতে (সুরমা যা পরবর্তীতে মেঘনা নদী নামকরণ করে)।
১৫২. প্রশ্নঃ ভারত সম্প্রতি কোন নদীতে বাঁধ দেয়ার পরিকল্পনা গ্রহণ করেছে?
উঃ ভারতের মণিপুর রাজ্যের চুরাচাঁদপুর জেলায় (বাংলাদেশের সিলেটের জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা থেকে ১০০ কি. মি.)।
১৫৩. প্রশ্নঃ তুইভাই ও তুইরয়ং নদীদ্বয়ের মিলিত স্রোতধারার সৃষ্টি হয়েছে কোন নদী?
উঃ বরাক নদী।
১৫৪. প্রশ্ন: তুইভাই ও তুইরয়ং নদীদ্বয়ের সঙ্গমস্থল থেকে কত মিটার দূরে বরাক নদী অবস্থিত?
উঃ প্রায় ৫০০ মিটার।
১৫৫. প্রশ্নঃ ভারত টিপাইমুখ বাঁধ কোন নদীর ওপর নির্মাণ করছে?
উঃ বরাক নদী।
১৫৬. প্রশ্নঃ টিপাইমুখ বাঁধ ভারতের কোন রাজ্যে অবস্থিত?
উঃ মণিপুর রাজ্যে।
১৫৭. প্রশ্নঃ টিপাইমুখ বাঁধ সিলেট জেলার অমলসীদ থেকে কত কিমি দূরে?
উঃ ১০০ কি.মি.।
১৫৮. প্রশ্ন: টিপাইমুখ বাঁধ সমুদ্র সমতল থেকে কত মিটার উঁচুতে?
উঃ প্রায় ৫৯০ ফুট বা ১৮০ মিটার।
১৫৯. প্রশ্নঃ টিপাইমুখ বাঁধের দৈর্ঘ্য কত?
উঃ ১৫০০ ফুট বা ৫০০ মিটার।
১৬০. প্রশ্নঃ টিপাইমুখ বাঁধের নির্মাণ কাজ উদ্বোধন করা হয় কবে?
উঃ ২৪ নভেম্বর, ২০০৫।