সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য শাসনের সমস্যাবলি বই থেকে আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা সম্পর্কে সাধারণ জ্ঞান বা অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাকরি তোমরা সকলেই জানো, তোমাদের পরীক্ষার প্রশ্নে শাসনের সমস্যাবলি (problem of governance) বই থেকে (ক-বিভাগে) সর্বমোট ১২ টি সাধারণ জ্ঞান বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে। সেখান থেকে ১০ টি প্রশ্নের উত্তর খাতা লিখতে হয়। যেখানে প্রতিটি প্রশ্নের জন্য মান থাকে ০১ নম্বর করে ১০ টি প্রশ্নের জন্য সর্বমোট ১০ নম্বর। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড় তাহলে এই সহজ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখতে পারবে বলে আশাবাদী। তাহলে চলুন শুরু করা যাক-

আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা
মাস্টার্স ফাইনাল: রাষ্ট্রবিজ্ঞান (আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা)

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা

১। সামরিক বাহিনী কাকে বলে?

উত্তর: যারা একটি সুসংগঠিত গোষ্ঠী হিসেবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অতন্ত্র প্রহরী হিসেবে কাজ করে তাদেরকে সামরিক বাহিনী বলে।

২। সামরিক বাহিনী কোন ধরনের গোষ্ঠী?

উত্তর: সামরিক বাহিনী প্রাতিষ্ঠানিক গোষ্ঠী।

৩। সামরিক বাহিনীর লক্ষ্য কোন ধরনের?

উত্তর: সামরিক বাহিনীর লক্ষ্য সুনির্দিষ্ট ও সুসংহত।

৪। সামরিক বাহিনীর মুখ্য কাজ কি?

উত্তর: দেশের অখণ্ডতা রক্ষা করা।

৫। সংকটকালীন পরিস্থিতিতে সরকারকে কাদের উপর নির্ভরশীল হতে হয়?

উত্তর: সামরিক বাহিনীর উপর।

৬। দীর্ঘকালীন সংকটের ফলে কারা রাজনীতিতে হস্তক্ষেপের সুযোগ পায়?

উত্তর: সামরিক বাহিনী।

৭। রাজনৈতিক শূন্যতায় কারা শাসন ক্ষমতায় হস্তক্ষেপ করে?

উত্তর: সামরিক বাহিনী।

৮। শাসক দলের কোন্দল ও দলাদলির নিরসনকল্পে কারা রাজনীতিতে হস্তক্ষেপ করে?

উত্তর: সামরিক বাহিনী।

৯। বিদেশিরা কাদের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে?

উত্তর: সামরিক বাহিনীর মাধ্যমে।

১০। কোন বাহিনী সামাজিক পরিবর্তনে আধুনিক এজেন্ট হিসেবে গণ্য?

উত্তর: সামরিক বাহিনী।

১১। কোন বাহিনী সমাজের সর্বত্র অবাধে মিশতে পারে না?

উত্তর: সামরিক বাহিনী।

১২। কোন বাহিনী রাষ্ট্রের সার্বভৌমত্বের প্রতীক হিসেবে বিবেচিত?

উত্তর: সামরিক বাহিনী।

১৩। সামরিক হস্তক্ষেপ কাকে বলে?

উত্তর: সামরিক বাহিনী যখন বেসামরিক প্রশাসনকে ক্ষমতা থেকে উৎখাত করে রাষ্ট্রীয় প্রশাসনযন্ত্রের দায়দায়িত্ব নিজেদের হাতে তুলে নেয়, তখন তাকে সামরিক হস্তক্ষেপ বলে।

১৪। "যে শাসনব্যবস্থায় বেসামরিক কর্তৃপক্ষের জায়গায় সামরিক কর্তৃপক্ষ কর্তৃক নীতি গ্রহণ ও বাস্তবায়ন এবং এরই মাধ্যমে বেসামরিক কর্তৃত্বের অবসান ঘটিয়ে সামরিক কর্তৃত্বের শাসন কায়েম হয়, তাকে সামরিক শাসন বলে।" উক্তিটি কার?

উত্তর: এস. ই. ফাইনার (S. E. Finer)-এর।

১৫। "যখন বেসামরিক পরিবেশ থাকে না এবং সামরিক নেতাগণই চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণের অধিকার ভোগ করে, তখন তাকে সামরিক শাসন বলে।" -উক্তিটি কার?

উত্তর: জে. সি. জোহারি (J. C. Johari)-এর।

১৬। "সংসদীয় গণতান্ত্রিক শাসনব্যবস্থার ব্যর্থতার পর আপাতদৃষ্টিতে অনুশীলনযোগ্য বিকল্প ব্যবস্থা হলো সামরিক শাসন।" -উক্তিটি কার?

উত্তর: জে. আই. জনসন (J. I. Johnson)-এর।

১৭। "সামরিক হস্তক্ষেপ হলো এমন একটি অবস্থা যেখানে সামরিক অফিসাররা তাদের প্রকৃত ক্ষমতা প্রয়োগ করে বা কর্তৃত্ব করে।" -উক্তিটি কার?

উত্তর: নর্ডলিংগারের।

১৮। "The most notable feature of modern politics of the developing nations in the questions of military intervention in politics." -উক্তিটি কার?

উত্তর: S. E. Finer-এর।

১৯। 'Soldiers in Politics' গ্রন্থের প্রণেতা কে?

উত্তর: নর্ডলিংগার।

২০। রাজনৈতিক শূন্যতা কাকে বলে?

উত্তর: কোনো দেশে শক্তিশালী রাজনৈতিক দল না থাকলে তাকে রাজনৈতিক শূন্যতা বলে।

২১। ১৯৩৬-১৯৪১ সাল পর্যন্ত ইরাকে কয়বার সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়?

উত্তর: ছয় বার।

২২। কত সালে ইরাকে ব্রিটিশগণ হস্তক্ষেপ করে?

উত্তর: ১৯৪১ সালে।

২৩। রাজনৈতিক স্থিতিহীনতার জন্য কোনটি দায়ী?

উত্তর: রাজনৈতিক দলগুলোর অশোভনীয় কার্যকলাপ।

২৪। উন্নয়নশীল দেশের শাসন সংক্রান্ত সমস্যা কেমন?

উত্তর: অত্যন্ত জটিল প্রকৃতির।

২৫। উন্নয়নশীল দেশে কেন ঘন ঘন সরকার পরিবর্তন হয়?

উত্তর: সংকট নিরসনের উদ্দেশ্যে।

২৬। উন্নয়নশীল দেশে কারা স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়ে থাকে?

উত্তর: জাতীয়তাবাদী দলগুলো।

২৭। বিদেশিরা কাদের মাধ্যমে তৃতীয় বিশ্বের দেশগুলোতে ক্ষমতাসীন সরকারকে উৎখাত করে?

উত্তর: সামরিক বাহিনীর মাধ্যমে।

২৮। Organizational School মতাদর্শের অনুসারী কারা?

উত্তর: মরিচ জেনোইচ, ক্লাউড সি ওয়েলস প্রমুখ।

২৯। উন্নয়শীল দেশের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের কারণগুলোকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর: দুই ভাগে। যথা- (ক) অভ্যন্তরীণ কারণ ও (খ) বহিঃদেশীয় কারণ।

৩০। সামরিক হস্তক্ষেপের কয়েকটি কারণ উল্লেখ কর।

উত্তর: সামরিক বাহিনীর কর্পোরেট স্বার্থ, বেসামরিক সরকারের কৃতিত্ব প্রদর্শনে ব্যর্থতা, আধুনিক অস্ত্রের নিয়ন্ত্রণ, রাজনৈতিক অস্থিতিশীলতা।

৩১। বাংলাদেশে কখন প্রথম সামরিক হস্তক্ষেপ ঘটে?

উত্তর: ১৯৭৫ সালে।

৩২। কত সালে মিসরীয় রাজতন্ত্রকে উচ্ছেদ করে সামরিক বাহিনী রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে?

উত্তর: ১৯৫২ সালে।

৩৩। ল্যাটিন আমেরিকায় ১৯৫১-'৬৩ সময়কালে বিরাজমান অর্থনৈতিক মন্দা অবস্থাকে পুঁজি করে কোন কোন দেশে সামরিক ক্যু সংঘটিত হয়?

উত্তর: ব্রাজিল, আর্জেন্টিনা, ভেনিজুয়েলা প্রভৃতি দেশে সামরিক ক্যু সংঘটিত হয়।

৩৪। কোনগুলো সামরিক বাহিনীর রাজনীতিতে অনুপ্রবেশের ক্ষেত্র তৈরি করে?

উত্তর: বিশৃঙ্খলা, সহিংসতা, আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি প্রভৃতি।

৩৫। ১৯০৭ থেকে ১৯৬৬ সাল পর্যন্ত ল্যাটিন আমেরিকায় কতটি অভ্যুত্থান সংঘটিত হয়?

উত্তর: ১০৫টি।

৩৬। হান্টিংটন প্রোটোরিয়ান সমাজ বলেছেন কাকে?

উত্তর: উন্নয়নশীল দেশে বংশগত রাজতন্ত্র, অভিজাততন্ত্র, ব্যক্তি কেন্দ্রিক স্বৈরাচার, সম্মোহনী নেতৃত্ব, একদলীয় ব্যবস্থা বিদ্যমান থাকায় হান্টিংটন তাকে প্রোটোরিয়ান সমাজ বলে অভিহিত করেছেন।

৩৭। জেনারেল জিয়াউল হক কত সালে পাকিস্তানে জুলফিকার আলী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে রাষ্ট্রীয় ক্ষমতা দখল করেন?

উত্তর: ১৯৭৭ সালে।

৩৮। সামরিক বাহিনীর অস্ত্রভাণ্ডার গড়ে উঠে কিভাবে?

উত্তর: রাষ্ট্রের অর্থ ও সহযোগিতায় বৈধভাবে অস্ত্রভাণ্ডার গড়ে উঠে।

৩৯। সম্পদের অসম বণ্টনজনিত কারণে কত সালে ফিজিতে সামরিক অভ্যুত্থান সংঘটিত হয়?

উত্তর: ২০০১ সালে।

৪০। কি কারণে এশিয়া, আফ্রিকা ও ল্যাটিন আমেরিকার অধিকাংশ দেশে সহজেই সামরিক বাহিনী হস্তক্ষেপ করে?

উত্তর: নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতির কারণে।

৪১। বিভিন্ন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাবাধীনে সামরিক জান্তা কোন কোন দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে?

উত্তর: থাইল্যান্ড, ফিলিপাইন, পাকিস্তান, তুরস্ক, চিলি প্রভৃতি দেশের ক্ষমতা নিয়ন্ত্রণ করে।

৪২। সাম্রাজ্যবাদী বৃহৎ শক্তিসমূহ উন্নয়শীল দেশসমূহে সর্বদাই গণতান্ত্রিক সরকারের পরিবর্তে সামরিক সরকারকে সমর্থন জানায় কেন?

উত্তর: বিপ্লবের ভয়ে।

৪৩। কি কারণে সামরিক অফিসারগণ সাম্রাজ্যবাদীদের ক্রীড়নকে পরিণত হয়?

উত্তর: সাম্রাজ্যবাদী শক্তি কর্তৃক প্রদত্ত অর্থের বিনিময়ে সামরিক অফিসারগণ তাদের ক্রীড়নকে পরিণত হয়।

৪৪। সম্প্রতি তৃতীয় বিশ্বের রাজনীতিতে সামরিক হস্তক্ষেপের ঘটনা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে কেন?

উত্তর: ব্যাপক গণসচেতনতা, দুর্বার ছাত্র আন্দোলন, আন্তর্জাতিক চাপ, বিশ্ব জনমতের প্রভাব প্রভৃতি কারণে।

৪৫। 'The Man on Horseback' গ্রন্থের লেখক কে?

উত্তর: অধ্যাপক এস. ই. ফাইনার।

৪৬। Political Man গ্রন্থের লেখক কে?

উত্তর: S. M. Lipset.

৪৭। কোন কোন তাত্ত্বিক রাজনীতিতে সামরিক বাহিনীর ইতিবাচক ভূমিকার কথা বলেছেন?

উত্তর: Lucian W. Pye, Moris Janwitz, Marrion Ley প্রমুখ।

৪৮। রাজনৈতিক উন্নয়নে সামরিক বাহিনীর তিনটি ইতিবাচক ভূমিকা উল্লেখ কর।

উত্তর: জাতীয় ঐক্য গড়ে তোলা, দেশাত্মবোধ ও প্রতিরক্ষা নিয়ন্ত্রণ এবং রাজনৈতিক সংস্কার সাধন।

৪৯। রাজনৈতিক উন্নয়নে সামরিক বাহিনীর তিনটি নেতিবাচক ভূমিকা উল্লেখ কর।

উত্তর: গণতন্ত্র ধ্বংস, বৈধতার সংকট সৃষ্টি এবং সংকীর্ণ সংস্কৃতির বিকাশ।

৫০। বাংলাদেশে কত সালে এরশাদ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?

উত্তর: ১৯৯০ সালে।

৫১। কত সালে ইন্দোনেশিয়া সামরিক জান্তা সুহার্তোর বিরুদ্ধে গণঅভ্যুত্থান সংঘটিত হয়?

উত্তর: ১৯৯৮ সালে।

৫২। কোন আন্দোলনের ভয়ে উন্নয়নশীল দেশগুলোতে সামরিক বাহিনী ক্ষমতায় আসতে অনীহা প্রকাশ করে?

উত্তর: ছাত্র আন্দোলনের ভয়ে।

৫৩। বাংলাদেশে ৮ দল, ৫ দল ও ৭ দলীয় জোট ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে কোন সামরিক জান্তার পতন ঘটায়?

উত্তর: সামরিক জান্তা এরশাদের পতন ঘটায়।

৫৪। পাকিস্তানের কোন সামরিক জান্তার বিরুদ্ধে আইনজীবীরা আন্দোলনে ঝাঁপিয়ে পড়ে?

উত্তর: জেনারেল পারভেজ মোশারফের বিরুদ্ধে।

৫৫। মায়ানমার, নাইজেরিয়া প্রভৃতি দেশে বৈদেশিক সাহায্য বন্ধ হয়ে যায় কেন?

উত্তর: সামরিক শাসনের কারণে।

৫৬। জাতিসংঘের উদ্যোগে বিভিন্ন শান্তি মিশনে কারা ব্যাপক হারে অংশগ্রহণ করছে?

উত্তর: উন্নয়নশীল দেশের সামরিক সদস্যরা।

৫৭। কোন কোন তাত্ত্বিক রাজনীতিতে সামরিক বাহিনীর নেতিবাচক ভূমিকা কথা বলেছেন?

উত্তর: Robert Jackson, Eric Nordlinger, S. E. Finer প্রমুখ।

৫৮। উন্নয়নশীল দেশের অধিকাংশ সামরিক শাসক কাদের দোসর হিসেবে কাজ করে?

উত্তর: পশ্চিমা সাম্রাজ্যবাদের দোসর হিসেবে কাজ করে।

৫৯। বাংলাদেশে সামরিক শাসনামলে কত জন সামরিক অফিসার হাইকমিশনের পদ দখল করেছিলেন?

উত্তর: ১৬ জন।

৬০। কোন শাসনামলে রেডিও, টেলিভিশন এবং সংবাদ পরিবেশনের উপর বিধিনিষেধ আরোপ করা হয়?

উত্তর: সামরিক শাসনামলে।

৬১। সামরিক বাহিনীর হস্তক্ষেপের ফলে কোন কোন মৌলিক অধিকার বিঘ্নিত হয়?

উত্তর: অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা প্রভৃতি।

৬২। সামরিক সরকার নিজেদের কর্মের যৌক্তিকতা প্রমাণের জন্য কি করে?

উত্তর: মৃত্যুদণ্ড, জেল জরিমানা ইত্যাদি ধরনের শাস্তি দেয়, যা সুস্থ রাজনীতির বিকাশকে বাধাগ্রস্ত করে।

৬৩। কত সালে নাইজেরিয়ার প্রেসিডেন্ট গাওয়ান বিদেশে সফরকালে সেনাবাহিনীর প্রধান মোহাম্মাদ মাতুল তাকে ক্ষমতাচ্যুত করে ক্ষমতায় আসেন?

উত্তর: ১৯৭৫ সালে।

৬৪। সামরিক হস্তক্ষেপের তাৎক্ষণিক ফলাফল কি?

উত্তর: ক্ষমতাসীন সরকারের পতন।

৬৫। সামরিক শাসনামলে দেশে চরম অর্থনৈতিক সংকট দেখা দেয় কেন?

উত্তর: বৈদেশিক সাহায্য বন্ধের কারণে।

৬৬। S. E. Finer সামরিক শাসনকে কয়ভাগে ভাগ করেছেন ও কি কি?

উত্তর: তিন ভাগে। যথা- (ক) প্রত্যক্ষ সামরিক শাসন, (খ) পরোক্ষ সামরিক শাসন ও (গ) দ্বৈত সামরিক শাসন।

৬৭। S. E. Finer প্রত্যক্ষ সামরিক শাসনকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি?

উত্তর: দুই ভাগে। যথা- (ক) প্রত্যক্ষ সামরিক শাসন এবং (খ) সীমিত বেসামরিক শাসন।

৬৮। S. E. Finer পরোক্ষ সামরিক শাসনকে কয় ভাগে ভাগ করেছেন ও কি কি?

উত্তর: দুই ভাগে। যথা- (ক) সীমিত পরোক্ষ শাসন (খ) পূর্ণ পরোক্ষ শাসন।

৬৯। জিয়াউর রহমান কখন গণভোটের ব্যবস্থা গ্রহণ করেন?

উত্তর: ১৯৭৭ সালের ৩০ মে।

৭০। এইচ. এম. এরশাদ কখন গণভোটের ব্যবস্থা গ্রহণ করেন?

উত্তর: ১৯৮৫ সালের ২১ মার্চ।

৭১। ক্ষমতা বৈধকরণের জন্য জিয়াউর রহমান কত দফা কর্মসূচি ঘোষণা করেন?

উত্তর: ১৯ দফা।

৭২। ক্ষমতা বৈধকরণের জন্য এইচ. এম. এরশাদ কত দফা কর্মসূচি ঘোষণা করেন?

উত্তর: ১৮ দফা।

৭৩। ১৯৭৯ সালের সংসদ নির্বাচনে জিয়াউর রহমানের রাজনৈতিক দল BNP কতটি আসন লাভ করে?

উত্তর: ১৯৭৯ সালের সংসদ নির্বাচনের BNP ৩০০ আসনের মধ্যে ২০৭টিতে বিজয় লাভ করে।

৭৪। ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে এইচ. এম. এরশাদের রাজনৈতিক দল জাতীয় পার্টি কতটি আসন লাভ করে?

উত্তর: ১৯৮৬ সালের সংসদ নির্বাচনে জাতীয় পার্টি ৩০০ আসনের মধ্যে ১৫৩টিতে বিজয় লাভ করে।

৭৫। কোন সামরিক শাসক স্বনির্ভর গ্রাম সরকার, গ্রাম প্রতিরক্ষা বাহিনী, খাল খনন কর্মসূচির মাধ্যমে পল্লী এলাকায় ব্যাপক জনসমর্থন গড়ে তোলেন?

উত্তর: জিয়াউর রহমান।

৭৬। কোন সামরিক শাসক গুচ্ছগ্রাম গঠনের মাধ্যমে পল্লী এলাকায় পল্লী বন্ধু হিসেবে পরিচিতি লাভ করেন?

উত্তর: এইচ. এম. এরশাদ।

৭৭। 'The Soldier and State'-গ্রন্থের প্রণেতা কে?

উত্তর: S. P. Hyntington.

৭৮। 'Military Withdrawal from Politics' গ্রন্থের লেখক কে?

উত্তর: তালুকদার মনিরুজ্জামান।


সবশেষেঃ

প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার পরিশেষে এসে বলা যায় যে, তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের আর্টিকেলটি সম্পুর্ন পড়ে থাকো তাহলে আশাকরি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। একাডেমিক শিক্ষা এবং সাধারণ জ্ঞান সম্পর্কে আরও তথ্যের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।

Previous Post
No Comment
Add Comment
comment url