সাধারণ জ্ঞান। মাস্টার্স ফাইনাল: শাসনের সমস্যাবলী বই
প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের শিক্ষার্থীদের জন্য শাসনের সমস্যাবলি বই থেকে সাধারণ জ্ঞান বা অতিসংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশাকরি তোমরা সকলেই জানো, তোমাদের পরীক্ষার প্রশ্নে শাসনের সমস্যাবলি (problem of governance) বই থেকে (ক-বিভাগে) সর্বমোট ১২ টি সাধারণ জ্ঞান বা অতি সংক্ষিপ্ত প্রশ্ন দেওয়া থাকে। সেখান থেকে ১০ টি প্রশ্নের উত্তর খাতা লিখতে হয়। যেখানে প্রতিটি প্রশ্নের জন্য মান থাকে ০১ নম্বর করে ১০ টি প্রশ্নের জন্য সর্বমোট ১০ নম্বর। তাই শিক্ষার্থী বন্ধুরা তোমরা যদি আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড় তাহলে এই সহজ সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তরগুলো পরীক্ষার খাতায় লিখতে পারবে বলে আশাবাদী। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
রাষ্ট্রবিজ্ঞান: মাস্টার্স ফাইনাল (,শাসনের সমস্যাবলি) |
মৌলিক সাধারণ জ্ঞান: শাসনের সমস্যাবলি
১। সরকার কাকে বলে?
উত্তর: সরকার হলো এমন একটি প্রতিষ্ঠান বা যন্ত্র, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছাকে গঠন ও কার্যকর করে।
২। সকল মানবিক সংগঠনের মধ্যে কোনটি সর্ববৃহৎ?
উত্তর: সরকার।
২৩। যেকোনো বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের তুলনায় কোনটির কার্যাবলির পরিমাণ অনেক বেশি?
উত্তর: সরকারের।
৪। কার মাধ্যমে রা'ষ্ট্রের ইচ্ছা প্রকাশিত হয়?
উত্তর: সরকারের মাধ্যমে।
৫। সরকার কিভাবে ক্ষমতা লাভ করে?
উত্তর: রাষ্ট্রের নিকট থেকে সরকার ক্ষমতা লাভ করে।
৬। রাষ্ট্রের মুখপাত্র হিসেবে কে রাষ্ট্র পরিচালনা করেন?
উত্তর: সরকার।
৭। সরকারের বিভাগ কয়টি ও কি কি?
উত্তর: সরকারের বিভাগ তিনটি। যথা- (ক) আইন বিভাগ, (খ) শাসন বিভাগ ও (গ) বিচার বিভাগ।
৮। কে সরকারের আধুনিক শ্রেণীবিভাগ করেছেন?
উত্তর: অধ্যাপক লিকক।
৯। "প্রশাসনিক দৃষ্টিকোণ থেকে কার্যত সরকারই রাষ্ট্র।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক লাস্কি।
১০। আধুনিক কালে সবচেয়ে বেশি জনপ্রিয় সরকার ব্যবস্থা কোনটি?
উত্তর: গণতন্ত্র।
১১। "মধ্যবিত্ত দ্বারা পরিচালিত সরকারই সর্বশ্রেষ্ঠ সরকার।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: এরিস্টটল।
১২। "সরকার হলো রাষ্ট্রের একটি সংস্থা বা যন্ত্র।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক গেটেল।
১৩। সরকারকে রাষ্ট্রের কি বলা হয়?
উত্তর: অভিভাবক বলা হয়।
১৪। সরকারের ২টি কাজ লিখ।
উত্তর: সরকারের ২টি কাজ হলো: (ক) রাষ্ট্রের সামাজিক কার্যক্রম পরিচালনা করা। এবং (খ) রাষ্ট্রের অভ্যন্তরে শান্তি, শৃঙ্খলা ও নিরাপত্তা বজায় রাখা।
১৫। সরকারের ৫টি রূপ উল্লেখ কর।
উত্তর: সরকারের ৫টি রূপ হচ্ছে- গণতন্ত্র, রাজতান্ত্রিক, স্বৈরতান্ত্রিক এককেন্দ্রিক, যুক্তরাষ্ট্রীয়।
১৬। সরকারের সর্বাপেক্ষা মর্যাদাসম্পন্ন বিভাগ কোনটি?
উত্তর: আইন বিভাগ।
১৭। "সরকার হলো একটি কার্যনির্বাহী মাধ্যম, যার দ্বারা নীতিনির্ধারিত হয় ও সরকারের কাজকর্ম নিয়ন্ত্রিত হয়।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক গার্নার।
১৮। "সরকার হলো একটি প্রতিষ্ঠান, যার মাধ্যমে রাষ্ট্র তার ইচ্ছার বাস্তবায়ন করে।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: Willoughby.
১৯। "রাষ্ট্র ব্যবস্থায় কতিপয় ব্যক্তি মনোনীত বা নির্বাচিত হয়ে জনগণের মুখমাত্র হিসেবে দায়িত্ব পালন করার নাম সরকার।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক লাস্কি।
২০। "জনগণের স্বার্থে জনগণের অর্পিত ক্ষমতা প্রয়োগকারী সংঘকে সরকার বলে।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: অধ্যাপক বার্কার।
২১। সরকারের সমস্যা বলতে কি বুঝ?
উত্তর: জনগণের জীবিকা, স্বাস্থ্য, চিকিৎসা, যুদ্ধ, মহামারী, অর্থনৈতিক সংকট, ক্ষুধা ইত্যাদি কারণে সরকারকে যে সমস্যায় পড়তে হয় তাকে সরকারের সমস্যা বলে।
২২। Modern State গ্রন্থের লেখক কে?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী Maclver.
২৩। "Govt is the vastest of all human enterprises." -উক্তিটি কার?
উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী Maclver-এর।
২৪। সরকারের স্থিতিশীলতা নির্ভর করে কিসের উপর?
উত্তর: অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষার উপর সরকারের স্থিতিশীলতা নির্ভর করে।
২৫। রাজনৈতিক স্থিতিশীলতা বিদ্যমান থাকার কারণে বিভিন্ন ক্ষেত্রে ব্যাপক উন্নতি সাধিত হয়েছে এমন তিনটি দেশের নাম লিখ।
উত্তর: আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স।
২৬। কোনটি যেকোনো দেশের অর্থনৈতিক অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি করে?
উত্তর: রাজনৈতিক অস্থিরতা।
২৭। সরকারের সমস্যাবলি সমাধানের জন্য কোনটি অপরিহার্য?
উত্তর: সরকারের সমস্যাবলি সমাধানের জন্য বৈদেশিক সহযোগিতা ও সাহায্য অপরিহার্য।
২৮। 'Government in the Modern Society'-গ্রন্থের লেখক কে?
উত্তর: R. Wavlace Brewster.
২৯। 'The Theory and Practice of Modern Government'-গ্রন্থের লেখক কে?
উত্তর: Prof. Herman Finer.
৩০। 'Government by the People' গ্রন্থের লেখক কে?
উত্তর: Buran and Peltason.
৩১। Buran and Peltason তাদের 'Government by the People' গ্রন্থে সরকারের কয়টি গুরুত্বপূর্ণ কাজের কথা উল্লেখ করেছেন?
উত্তর: ৫টি।
৩২। 'Communication and Political Development'-গ্রন্থের লেখক কে?
উত্তর: L. W. Pye.
৩৩। "Communication is the wave of human civilization."-উক্তিটি কার?
উত্তর: L. W. Pye-এর।
৩৪। সুশাসন কি?
উত্তর: সুশাসন বলতে এমন একটি ব্যবস্থাকে বুঝায়, যে ব্যবস্থায় দেশের সীমিত সম্পদকে কার্যকরীভাবে ব্যবহার করে জনগণকে অধিক সুযোগ-সুবিধা প্রদানের মাধ্যমে অধিক কল্যাণ নিশ্চিত করা যায়।
৩৫। কত সালে UNDP. সুশাসন প্রতিষ্ঠায় পূর্বশর্ত সম্পর্কে মতামত দেয়?
উত্তর: ১৯৯৮ সালে।
৩৬। UNDP-এর শর্ত মোতাবেক সুশাসন প্রতিষ্ঠার ৪টি পূর্বশর্ত উল্লেখ কর।
উত্তর: (ক) সকলের অংশগ্রহণ (খ) আইনের শাসন, (গ) প্রধার মাধ্যমে স্বাধীনতা ও (ঘ) সুশীল সমাজের স্বাধীনতা।
৩৭। Civil Society-এর বাংলা প্রতিশব্দ কি?
উত্তর: নাগরিক সমাজ বা সুশীল সমাজ।
৩৮। কখন সুশীল সমাজের ধারণার উদ্ভব, হয়?
উত্তর: সতেরো শতকে
৩৯। মেলা Society-এর উৎপত্তিগত অর্থ কি?
উত্তর: নাগরিক সমাজ।
৪০। কার লেখায় সুশীল সমাজের ধারণাটি ব্যাপক বিস্তৃতি লাভ করে?
উত্তর: স্কটল্যান্ডের দার্শনিক এডাম ফার্গুসন এর লেখায় সুশীল সমাজের ধারণাটি ব্যাপক বিস্তৃতি লাভ করে।
৪১। সুশীল সমাজ গঠনের পূর্বশর্ত কয়টি ও কি কি?
উত্তর: তিনটি। যথা- (ক) গণতান্ত্রিক ব্যবস্থা সংরক্ষণ, (খ) যথাযথ উন্নয়ন সাধন (গ) সামাজিক সচেতনতা ও শিক্ষার প্রসার।
৪২। কে সুশীল সমাজ গঠনের সূচনা করেন?
উত্তর: আলেকসিম ডি টকভিল।
৪৩। সুশীল সমাজের দুটি লক্ষণ লিখ।
উত্তর: (ক) সহনশীলতা (খ) আপসকামিতা।
৪৪। সুশীল সমাজ কাকে বলে?
উত্তর: যারা নিরস্ত্র এবং স্বেচ্ছায় একত্রিত হয়ে রাষ্ট্র বা সমাজের দুঃশাসন থেকে সাধারণ মানুষকে রক্ষা করার চেষ্টা করে তাদেরকে সুশীল সমাজ বলে।
৪৫। কারা সুশীল সমাজের অংশ?
উত্তর: বুদ্ধিজীবী, শিল্পী, সাহিত্যিক, কবি, ডাক্তার, প্রকৌশলী, শিক্ষক যারা নিরপেক্ষ তারাই সুশীল সমাজের অংশ।
৪৬। কারা সুশীল সমাজের অন্তর্ভুক্ত নয়?
উত্তর: রাজনৈতিক দলের সদস্য, সরকারি কর্মকর্তা, সরকারের মন্ত্রী, সশস্ত্র বাহিনীর সদস্য সুশীল সমাজের অংশ নয়।
৪৭। সুশীল সমাজের তিনটি বৈশিষ্ট্য লিখ।
উত্তর: (ক) বেসামরিক ও নিরস্ত্র, (খ) সমাজের অগ্রগামী অংশ ও (গ) জনমতের প্রতি শ্রদ্ধাশীল।
৪৮। সুশীল সমাজের লক্ষ্য কি?
উত্তর: মানবতাবাদকে প্রচার করা, মানবিক বিষয়গুলোর প্রাধান্য, মৌল মানবিক চাহিদা পূরণের ভূমিকা, সুশাসন প্রতিষ্ঠায় সহায়তা প্রভৃতি।
৪৯। সুশীল সমাজের প্রকৃতিতে কয়টি ক্যাটাগরি লক্ষ করা যায় ও কি কি?
উত্তর: তিনটি। যথা- (ক) প্রাথমিক ক্যাটাগরি, (খ) মাধ্যমিক ক্যাটাগরি ও (গ) প্রান্তিক ক্যাটাগরি।
৫০। কোন ধরনের রাষ্ট্রে সুশীল সমাজকে রাষ্ট্রের মস্তিষ্ক বলে অভিহিত করা হয়?
উত্তর: গণতান্ত্রিক রাষ্ট্রে।
৫১। ল্যারি ডায়মন্ড সুশীল সমাজকে কয় শ্রেণীতে বিভক্ত করেছেন?
উত্তর: সাত শ্রেণীতে বিভক্ত করেছেন।
সবশেষেঃ
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আলোচনার পরিশেষে এসে বলা যায় যে, তোমরা যদি মনোযোগ দিয়ে আজকের আর্টিকেলটি সম্পুর্ন পড়ে থাকো তাহলে আশাকরি মাস্টার্স ফাইনাল পরীক্ষায় অবশ্যই ভালো ফলাফল করতে পারবে। একাডেমিক শিক্ষা এবং সাধারণ জ্ঞান সম্পর্কে আরও তথ্যের জন্য ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকুন।