Preliminary to Master’s Viva Voice Exam Preparation
মৌখিক পরীক্ষার ধরন:
মৌখিক পরীক্ষার সুনির্দিষ্ট কোনো ধরন, প্রকৃতি বা রূপরেখা নেই। পরীক্ষকের মেজাজ মর্জি, ইচ্ছা-অনিচ্ছা, রীতি-নীতি এবং নিয়ম-কানুনের উপর এ পরীক্ষার যাবতীয় কর্মতৎপরতা নির্ভরশীল। সাধারণত সাক্ষাৎকার বোর্ডে একাধিক পরীক্ষক উপস্থিত থাকেন। বিষয়ের কোন পত্রের প্রশ্ন দিয়ে সাক্ষাৎকারে শুরু হবে তা আগে থেকে অনুমান করা সম্ভব নয়। পরীক্ষার্থীদের আর্থ-সামাজিক ও রাজনৈতিক বা তার নিজ দেশের কোনো গুরুত্বপূর্ণ ঘটনাবলি বা আন্তর্জাতিক কোনো উল্লেখযোগ্য ঘটনাবলির উপর থেকেও প্রশ্ন করা হতে পারে।
মৌখিক পরীক্ষার্থীর কর্তব্য:
মৌখিক পরীক্ষার্থীকে পরীক্ষা বোর্ডে মনোবল ও ধৈর্য ধরে, সতর্ক থাকতে হবে যেন তিনি এমন ভুল উত্তর না দেন এবং ত্রুটিপূর্ণ আচরণ না করেন যাতে পরীক্ষকগণ তার প্রতি বিরূপ ধারণা পোষণ করেন।
![]() |
মৌখিক পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাধারণ ধারণা |
পরীক্ষকের সামনে জবাব দেওয়ার পদ্ধতি:
মৌখিক পরীক্ষা চলাকালীন সময়ে পরীক্ষার্থীকে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। এজন্য তার করণীয় অনেক যুক্তিযুক্ত কার্যাদি রয়েছে। যেমন-
১। কক্ষে প্রবেশ করে পরীক্ষকগণের সালাম দিতে হবে।
২। সালাম দেয়ার পর পরীক্ষকগণ বসতে বললে বসতে হবে। নতুবা খানিকক্ষণ অনুমতি পাওয়ার জন্য দাঁড়িয়ে থেকে অনুমতি না পেলে অনুমতি প্রার্থনা করতে হবে। অনুমতি পাওয়ার আগে কোনক্রমেই চেয়ারে বসা যাবে না।
৩। প্রশ্নের জবাব শান্তভাবে আত্মবিশ্বাসের সাথে দিতে হবে।
৪। যুক্তির সাথে বক্তব্যকে সুপ্রতিষ্ঠিত করা উচিত।
৫। বিনীতভাবে কথোপকথন করতে হবে।
৬। অনেক সময় প্রার্থী জবাব দিতে অপরাগ হলে পরীক্ষক সঠিক জবাবের দিকে ইঙ্গিত করেন এবং প্রার্থীর জানা বিষয়ের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। প্রার্থীকে সতর্ক হয়ে ইঙ্গিতের প্রতি নজর দিয়ে যোগ্যতার প্রমাণ রাখতে সচেষ্ট হতে হবে।
৭। বিদায় নেয়ার সময় সালাম দিতে হবে।
প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের বুঝার সুবিধার জন্য প্রিলিমিনারি টু মাস্টার্স মৌখিক পরীক্ষার কয়েকটি নমুনা প্রশ্নোত্তর নিচে দেওয়া হলো:
নমুনা প্রশ্নোত্তর (০১)
পরীক্ষার্থী: আসসালামু আলাইকুম।
চেয়ারম্যান: ওয়া আলাইকুমুস সালাম। বসেন।
চেয়ারম্যান: আপনার নাম কি?
পরীক্ষার্থী: আমার নাম আশরাফুল আলম।
চেয়ারম্যান: আপনার নামের অর্থ বলতে পারেন কি?
পরীক্ষার্থী: অবশ্যই পারি। (অর্থাৎ নিজ নিজ নামের অর্থ মুখস্ত রাখবেন।)
চেয়ারম্যান: আপনি কিসে পড়েন?
পরীক্ষার্থী: আমি এম, এস, এস প্রথম পর্ব রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে পরীক্ষা দিয়েছি।
চেয়ারম্যান: এম, এস, এর-এর পূর্ণরূপ কি?
পরীক্ষার্থী: মাস্টার্স অব সোসাল সাইন্স।
চেয়ারম্যান: এম, এস, এস প্রথম পর্বে মোট কত নম্বরের পরীক্ষা হয়?
পরীক্ষার্থী: সর্বমোট ৫০০ নম্বরের।
চেয়ারম্যান: আপনাকে ধন্যবাদ।
পরীক্ষার্থী: আপনাকেও ধন্যবাদ।
আরও পড়ুনঃ প্রিলিমিনারি টু মাস্টার্স ভাইভা পরীক্ষার প্রস্তুতি
নমুনা প্রশ্নোত্তর (০২
চেয়ারম্যান: আপনার নাম কি?
পরীক্ষার্থী: আমার নাম আলী হায়দার।
দ্বিতীয় পরীক্ষক: আপনার পরীক্ষা কেমন হয়েছে?
পরীক্ষার্থী: মোটামুটি ভালো হয়েছে।
দ্বিতীয় পরীক্ষক: কোন পেপারটি সবচেয়ে ভালো হয়েছে?
পরীক্ষার্থী: পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস।
দ্বিতীয় পরীক্ষক: রাষ্ট্রচিন্তার ইতিহাসকে কয়ভাগে ভাগ করা হয়েছে?
পরীক্ষার্থী: রাষ্ট্রচিন্তার ইতিহাসকে প্রধানত তিনভাগে ভাগ করা হয়েছে। যথা- (ক) প্রাচীন যুগ, (খ) মা যুগ, (গ) আধুনিক যুগ।
দ্বিতীয় পরীক্ষক: প্রাচীন যুগের কয়েকজন রাষ্ট্রচিন্তাবিদদের নাম বল।
পরীক্ষার্থী: প্রাচীন যুগের কয়েকজন রাষ্ট্রচিন্তাবিদদের মধ্যে অন্যতম ছিলেন, সক্রেটিস, প্লেটো, এরিস্টটল
দ্বিতীয় পরীক্ষক: রাষ্ট্রচিন্তা কি?
পরীক্ষার্থী: রাষ্ট্রচিন্তা হলো কোন কালের বা যুগের রাজনৈতিক ধারণার সমষ্টি।
দ্বিতীয় পরীক্ষক: রাষ্ট্রবিজ্ঞান কি?
পরীক্ষার্থী: রাষ্ট্রবিজ্ঞান রাষ্ট্র সম্পর্কিত একটি সামাজিক বিজ্ঞান। মূলত রাষ্ট্রবিজ্ঞান হল সমাজ বিজ্ঞানের সেই শাখা যা রাষ্ট্রের তত্ত্ব, সংগঠন, শাসন প্রণালি ও তার কার্যাবলির তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ করে। অধ্যাপক গেটেল বলে, রাষ্ট্রবিজ্ঞান হলো সেই বিজ্ঞান যা রাষ্ট্রীয় সংগঠন, প্রতিষ্ঠান ও মতবাদসমূহের অতীত, বর্তমান ও ভবিষ্যৎ সম্পর্কে আলোচনা করে। পল জ্যানেটের মতে, রাষ্ট্রবিজ্ঞান সামাজিক বিজ্ঞানের সেই অংশ যা রাষ্ট্রের ভিত্তি এবং শাসন নীতি সম্পর্কে আলোচনা করে।
দ্বিতীয় পরীক্ষক: রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জন্য কোন কোন পদ্ধতি অনুসরণ করা হয়?
পরীক্ষার্থী: রাষ্ট্রবিজ্ঞান আলোচনার জন্য মোটামুটিভাবে নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করা হয়-
(ক) দার্শনিক পদ্ধতি
(খ) ঐতিহাসিক পদ্ধতি
(গ) আইনগত পদ্ধতি
(ঘ) তুলনামূলক পদ্ধতি
(ঙ) পরীক্ষামূলক পদ্ধতি
(চ) পর্যবেক্ষণমূলক পদ্ধতি
(ছ) মনোবিজ্ঞানমূলক পদ্ধতি
(জ) সমাজতাত্ত্বিক পদ্ধতি
(ঝ) জীববিদ্যামূলক পদ্ধতি
(ঞ) অভিজ্ঞাতবাদী পদ্ধতি।
দ্বিতীয় পরীক্ষক: তোমার পঠিত চারটি পেপারের নাম বল।
পরীক্ষার্থী:
- প্রথম পত্র (১৯০১): পাশ্চাত্য রাষ্ট্রচিন্তার ইতিহাস।
- দ্বিতীয় পত্র (১৯০২): সামাজিক গবেষণা পদ্ধতি ও পরিসংখ্যান।
- তৃতীয় পত্র (১৯০৩): আন্তর্জাতিক রাজনীতি
- চতুর্থ পত্র (১৯০৪): বাংলাদেশের লোকপ্রশাসন
- চতুর্থ পত্র (১৯০৫) [বিকল্প]: দক্ষিণ এশিয়ার সরকার ও রাজনীতি।
দ্বিতীয় পরীক্ষক: আপনার বাড়ি কোন জেলায়?
পরীক্ষার্থী: ফরিদপুর জেলায়।
দ্বিতীয় পরীক্ষক: এ জেলায় একজন মহৎ মনীষী জন্মগ্রহণ করেছেন। আপনি তার নাম জানেন কি? (নিজ নিজ জেলার স্বনামধন্য ব্যক্তি সম্পর্কে জানতে হবে।)
পরীক্ষার্থী: জ্বী, জানি। তিনি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
দ্বিতীয় পরীক্ষক: আপনি কোন পেশায় নিয়োজিত আছেন কি?
পরীক্ষার্থী: জ্বী, হ্যাঁ। আমি বিমান বাহিনীতে চাকরি করি। (আপনাদের মধ্যে যারা যে পেশায় নিয়োজিত আছে তার নিজ নিজ পেশা সম্পর্কে ভালমত জেনে নিবেন।)
দ্বিতীয় পরীক্ষক: আপনার সিলেবাসভুক্ত পত্রের উপর আপনি কি কি বই পড়েছেন?
পরীক্ষার্থী: আমি নিম্নোক্ত বইগুলো পড়েছি-
প্রথম পত্র (১৯০১)
বাংলা বই:
(ক) রাষ্ট্রচিন্তা পরিচিতি- মুহাম্মদ আয়েশ উদ্দিন।
(খ) গ্রিক রাষ্ট্র দর্শন- মুহাম্মদ শাহজাহান কবির।
(গ) রাষ্ট্র তত্ত্ব- মফিজুল হক ও শামীমা ইসলাম।
(ঘ) মধ্য যুগের রাষ্ট্রচিন্তা- এমাজউদ্দিন আহমদ।
আরও পড়ুনঃ ১৯৪৭ সালের আগস্ট মাসে ভারত উপমহাদেশ দ্বিধাবিভক্ত হয়ে দুইটি রাষ্ট্র গঠনের ঐতিহাসিক ও রাজনৈতিক কারণ সম্পর্কে আলোচনা।
ইংরেজি বই:
1. A History of Political Theory- Sbaine. G. H.
2. Greek Political Theory- Ernest Barker.
3. Political Thoughts of Plato and Aristotle- Ernest Barker.
দ্বিতীয় পত্র (১৯০২)
বাংলা বই:
১. মিয়া এন্ড মিয়ান- পরিসংখ্যান পরিচিতি
২. আব্দুল মান্নান- সামাজিক গবেষণা পরিসংখ্যান পরিচিতি
ইংরেজি বই:
1. P. V. Young- Scientific Social Surveys and Research
2. R. Bogden and S. J. Taylor- Introduction to Qualitative research methods.
তৃতীয় পত্র (১৯০৩)
বাংলা বই:
১. ডঃ সৈয়দ সিরাজুল ইসলাম- আন্তর্জাতিক রাজনীতি
২. প্রণব কুমার চট্টোপাধ্যায়- আন্তর্জাতিক সম্পর্কের ইতিহাস
ইংরেজি বই:
1. H.J. Morgenthan- Politics Among Nations.
2. J.N. Rosenan (ed)- International Politics and Foreign Policy
চতুর্থ পত্র (১৯০৪)
বাংলা বই:
১. মোঃ শামসুর রহমান- আধুনিক লোকপ্রশাসন
২. মোঃ মকসুদুর রহমান- বাংলাদেশের স্থানীয় স্বায়ত্ত্বশাসন
ইংরেজি বই:
1. W. F. Willoughby- Principles of Public Adminstration.
2. L. D. White- Introduction to the study of Public Administration.
চতুর্থ পত্র [বিকল্প) (১৯০৫)
বাংলা বই:
১. জহর সেন- দক্ষিণ-পূর্ব এশিয়ার ইতিহাস
২. সিরাজুল ইসলাম- উন্নয়নশীল দেশের রাজনীতি
ইংরেজি বই:
1. M. T. Kahin (ed)- Major Governments in South East Asia.
2. Almond & Coleman (ed)- The politics of the Developing Areas.
চেয়ারম্যান: মুজিবনগর সরকারের অস্থায়ী প্রেসিডেন্ট কে ছিলেন?
পরীক্ষার্থী: সৈয়দ নজরুল ইসলাম।
চেয়ারম্যান: পুশ ইন সম্পর্কে আপনার মন্তব্য কি?
পরীক্ষার্থী: অমানবিক, অবন্ধুসুলভ এবং ক্ষমতার দাপটে প্রতিবেশী দেশকে কাবু করা।
চেয়ারম্যান: আপনি আসুন। আপনাকে ধন্যবাদ।
পরীক্ষার্থী: আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।
সবশেষেঃ
প্রিয় পাঠক আলোচনার পরিশেষে বলা যায় যে, শুধুমাত্র প্রিলিমিনারি এবং মাস্টার্স ভাইভা পরীক্ষা নয়, যেকোন ভাইভা/মৌখিক পরীক্ষার একই নিয়ম। তাই আপনারা যদি আজকের আর্টিকেলটি মনোযোগ দিয়ে পড়ে থাকেন এবং এই গাইড লাইনগুলো অনুসরন করেন তাহলে আশাকরি নিশ্চয়ই আপনি ভাইভা পরিক্ষায় ভালো ফলাফল লাভ করতে পারবেন।