মাস্টার্স শেষ পর্ব- রাষ্ট্রবিজ্ঞান। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: প্রশাসন এবং আইনগত আদেশ
মাস্টার্স শেষ পর্ব/মাস্টার্স ফাইনাল
রাষ্ট্র বিজ্ঞান বিভাগ
শাসনের সমস্যাবলি বই
বিষয় কোড: ৩১১৯০৭
অধ্যায়: প্রশাসন এবং আইনগত আদেশ
(অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর)
____________________°___________________
প্রিয় পাঠক এবং মাস্টার্স শেষ পর্বের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী বন্ধুরা, আজকের আর্টিকেলের মাধ্যমে আমি আপনাদের সাথে শেয়ার করবো মাস্টার্স শেষ পর্ব, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের, শাসনের সমস্যাবলি বইয়ের "প্রশাসন এবং আইনগত আদেশ" এই অধ্যায় থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। আমি মনেকরি আপনারা সবাই জানেন যে, মাস্টার্স ফাইনাল পরীক্ষায় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাসনের সমস্যাবলি বইয়ের (ক- বিভাগ) থেকে ১০ নম্বরের অতিসংক্ষিপ্ত প্রশ্ন বা সাধারন জ্ঞান থাকে। তাই আজ আমি আপনাদের কাছে উক্ত বিষয়ের প্রশাসন এবং আইনগত আদেশ অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো তুলে ধরলাম। আশাকরি আপনারা সবাই মনোযোগ দিয়ে পড়বেন। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
মাস্টার্স শেষ পর্ব- রাষ্ট্রবিজ্ঞান। অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: প্রশাসন এবং আইনগত আদে |
১. প্রশাসন কি?
উত্তরঃ রাষ্ট্রব্যবস্থার চালিকাশক্তি হচ্ছে প্রশাসন।
২. কিসের মাধ্যমে প্রশাসনকে অধিকতর গতিশীল ও কর্মমুখী করা সম্ভব?
উত্তরঃ স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতকরণের মাধ্যমে।
৩. প্রশাসনের অন্যতম উপশাখার নাম কি?
উত্তরঃ উন্নয়নমুখী প্রশাসন।
৪. সরকারের এক অবিচ্ছেদ্য সংস্থা কি?
উত্তরঃ প্রশাসন।
৫. প্রশাসনের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ Administration.
৬. মানুষের সকল কাজের সুষ্ঠু ব্যবস্থাপনা এবং তার সুশৃঙ্খলকে কি বলা হয়?
উত্তরঃ প্রশাসন।
৭. প্রশাসন কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা- সরকারি প্রশাসন ও বেসরকারি প্রশাসন।
৮. সরকারি প্রশাসন কাকে বলে?
উত্তরঃ রাষ্ট্রের কর্মতৎপরতা ও রাজনৈতিক ক্ষমতা প্রয়োগের জন্য রাষ্ট্র যে কর্মকাণ্ড পরিচালনা করে তাকে সরকারি প্রশাসন বলে।
৯. গণতান্ত্রিক শাসনব্যবস্থায় আদর্শ ও নাগরিক স্বাধীনতা রক্ষার স্বার্থে কোনটির উপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়?
উত্তরঃ প্রশাসনিক স্বচ্ছতা ও জবাবদিহিতার উপর।
১০. বাংলাদেশের প্রশাসন কোন ধরনের?
উত্তরঃ কেন্দ্রীভূত প্রশাসন।
১১. বাংলাদেশের প্রশাসনিক কাঠামো কিরূপ?
উত্তরঃ পিরামিডের ন্যায়।
১২. বাংলাদেশের প্রশাসন ব্যবস্থার প্রধান কে?
উত্তরঃ রাষ্ট্রপতি।
১৩. বাংলাদেশের সকল প্রকার নীতিনির্ধারণের প্রধান কেন্দ্র কোনটি?
উত্তরঃ সচিবালয়।
১৪. বাংলাদেশ সচিবালয়ের কাঠামো কিরূপ?
উত্তরঃ পদসোপানভিত্তিক।
১৫. "আধুনিক সভ্যতার ক্রমবিকাশে প্রশাসনিক মানসিকতার প্রয়োজন সর্বাধিক।"-উক্তিটি কার?
উত্তরঃ ব্রুকস অ্যাডামস-এর।
১৬. প্রশাসনের অন্যতম প্রধান উদ্দেশ্য কি?
উত্তরঃ সরকারি নীতিমালা বাস্তবায়ন।
১৭. কোন সংস্থার মাধ্যমে সরকারের যাবতীয় নীতি বাস্তব রূপ লাভ করে?
উত্তরঃ প্রশাসনিক সংস্থার মাধ্যমে।
১৮. "ব্যাপকতর অর্থে প্রশাসনের সংজ্ঞা হলো অভিন্ন লক্ষ্য অর্জনের উদ্দেশ্যে সহযোগিতাকারী জনসমষ্টির কর্মতৎপরতা।" -উক্তিটি কারা করেছেন?
উত্তরঃ সাইমন, স্মিথবার্গ ও থম্পসন।
১৯. "প্রশাসনিক সংগঠন কোনো অভিন্ন উদ্দেশ্য সাধনের জন্য গঠিত একটি মানবীয় প্রতিষ্ঠান।" উক্তিটি কার?
উত্তরঃ জেমস ডিমুন-এর।
২০. উন্নয়ন প্রশাসন কাকে বলে?
অথবা, উন্নয়ন প্রশাসন কি?
উত্তরঃ পরিবর্তনের লক্ষ্যে সংগঠনের কাঠামো, কার্যাবলি এবং আচরণের বিকাশকে উন্নয়ন প্রশাসন বলে।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: দলীয় ব্যবস্থার তুলনামূলক অধ্যায়ন
২১. উন্নয়ন প্রশাসনের মূলকথা কি?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের মূলকথা হলো প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি।
২২. কোন প্রশাসন উদ্ভাবনী প্রকৃতির?
উত্তরঃ উন্নয়ন প্রশাসন।
২৩. উন্নয়ন প্রশাসনের লোক বা Public অর্থ কি?
উত্তরঃ সেবা।
২৪. উন্নয়ন প্রশাসনের উদ্দেশ্য কি?
উত্তরঃ প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা।
২৫. উন্নয়ন প্রশাসনের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তরঃ পরিবর্তনমুখী, পরিকল্পনা মাফিক ও সেবাদানকারী।
২৬. উন্নয়ন প্রশাসনের উপাদান কয়টি?
অথবা, উন্নয়নমুখী প্রশাসনের উপাদান কয়টি?
অথবা, উন্নয়নশীল প্রশাসনের উপাদান কয়টি?
উত্তরঃ ৪টি। যথা- (ক) মৌলিক উপাদান, (খ) পরিচালনামূলক উপাদান, (গ) সামাজিক পরিবর্তনগত উপাদান এবং (ঘ) রাজনৈতিক উপাদান।
২৭. মিলটন এসম্যান উন্নয়ন প্রশাসনের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ ৪টি।
২৮. উন্নয়ন প্রশাসনের পথিকৃৎ কে?
অথবা, কে উন্নয়ন প্রশাসন সম্পর্কে প্রথম ধারণা দেন?
অথবা, উন্নয়ন প্রশাসনের প্রবর্তক কে?
উত্তরঃ পণ্ডিত গোস্বামী।
২৯. কখন থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা পাওয়া যায়?
উত্তরঃ ১৯৫৫ সাল থেকে।
৩০. ১৯৫৫ সালে উন্নয়ন প্রশাসন ধারণাটি কোন ভারতীয় গবেষক প্রথম প্রবর্তন করেন?
অথবা, কে প্রথম 'উন্নয়ন প্রশাসন' শব্দটি ব্যবহার করেন?
অথবা, উন্নয়ন প্রশাসন শব্দটি কে প্রথম ব্যবহার করেন?
উত্তরঃ ভারতীয় প্রশাসক পণ্ডিত গোস্বামী।
৩১. উন্নয়ন প্রশাসন ধারণাটি কত সালে পণ্ডিত গোস্বামী প্রথম প্রবর্তন করেন?
অথবা, কত সাল থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা লাভ করে?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৩২. কত সালে সর্বপ্রথম "উন্নয়ন প্রশাসন" শব্দটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
৩৩. উন্নয়ন প্রশাসন শব্দটি সর্বপ্রথম কে, কত সালে ব্যবহার করেন?
অথবা, উন্নয়ন প্রশাসনের ধারণাটি কে, কত সালে প্রচার করেন?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের ধারণাটি ১৯৫৫ সালে ভারতীয় পণ্ডিত গোস্বামী প্রচার করেন।
৩৪. উন্নয়ন প্রশাসনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানে অগ্রগামী কারা?
উত্তরঃ আমেরিকান বিজ্ঞানীরা।
৩৫. উন্নয়ন প্রশাসন সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
উত্তরঃ আমেরিকায়।
৩৬. উন্নয়ন কি?
উত্তরঃ অব্যাহত মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধিই হলো উন্নয়ন।
৩৭. উন্নয়ন প্রশাসনে '৪-পি' তত্ত্ব কে ব্যাখ্যা করেছেন?
অথবা, কে উন্নয়ন প্রশাসনকে চারটি 'P' দ্বারা চিহ্নিত করেছেন?
অথবা, উন্নয়নমুখী প্রশাসনে কে ৪টি পি এর ধারণা দেন?
উত্তরঃ ডোনাল্ড সি. স্টোনস (Donald C. Stones)
৩৮. ডোনাল্ড সি. স্টোনস প্রবর্তিত 4PS এর বিস্তারিত রূপ লিখ।
অথবা, উন্নয়ন প্রশাসনে 4Ps কি?
অথবা, উন্নয়ন প্রশাসনে 4Ps দ্বারা কি বুঝায়?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের 4Ps দ্বারা বুঝায়- 1. Planning, 2. Policies, 3. Programmes এবং 4. Projects.
৩৯. উন্নয়ন প্রশাসনের সমীকরণটি কি?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের সমীকরণটি হলো প্রবৃদ্ধি পরিবর্তন প্রশাসন সমতাভিত্তিক বণ্টন + পরিকল্পনা + প্রশাসন।
৪০. Development Administration অর্থ কি?
উত্তরঃ Development Administration অর্থ হলো উন্নয়ন প্রশাসন।
আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর
৪১. প্রশাসনিক সংগঠনের কর্মপরিচালনায় তিনটি স্তর সৃষ্টি হয়, স্তরগুলো কি কি?
উত্তরঃ শীর্ষ ব্যবস্থাপনা, মধ্য ব্যবস্থাপনা ও নিম্ন ব্যবস্থাপনা।
৪২. রাষ্ট্রীয় সংগঠনের জন্য কোন জিনিসটি বিশেষ গুরুত্বপূর্ণ?
উত্তরঃ আইন ও নীতিমালা বিশেষ গুরুত্বপূর্ণ।
৪৩. প্রশাসনে কয়টি শ্রেণী বিদ্যমান?
অথবা, প্রশাসনে কয়টি শ্রেণী বিদ্যমান ও কি কি?
উত্তরঃ ২টি। যথা- সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ।
৪৪. সাধারণজ্ঞ কারা?
অথবা, সাধারণজ্ঞ কে?
উত্তরঃ যে সকল প্রশাসক অন্যান্য প্রশাসকদের তুলনায় বিশেষ যোগ্যতাসম্পন্ন তারাই সাধারণজ্ঞ।
৪৫. বিশেষজ্ঞ কারা?
অথবা, বিশেষজ্ঞ কে?
উত্তরঃ প্রশাসনিক কাজে নিয়োজিত বিজ্ঞানী, ডাক্তার, প্রকৌশলী, কৃষিবিদ অথবা কোনো বিশেষ জ্ঞানের অধিকারী ব্যক্তিই হচ্ছে বিশেষজ্ঞ।
৪৬. সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞ বলতে কী বুঝায়?
উত্তরঃ সাধারণ কাজের জন্য যেসকল প্রশাসক অন্যান্য প্রশাসকদের তুলনায় বিশেষ যোগ্যতাসম্পন্ন, তাদেরকে সাধারণজ্ঞ বলা হয় এবং কোনো বিশেষ বিষয়ে অভিজ্ঞতাসম্পন্ন ব্যক্তিই হলো বিশেষজ্ঞ।
৪৭. সাধারণজ্ঞ ও বিশেষজ্ঞের ইংরেজি প্রতিশব্দ কি?
উত্তরঃ Generalist এবং Specialist.
৪৮. প্রশাসনিক সাধারণজ্ঞ কারা?
অথবা, প্রশাসনে সাধারণজ্ঞ কে?
উত্তরঃ যে সকল প্রশাসক অন্যান্য প্রশাসক থেকে বিশেষ যোগ্যতাসম্পন্ন তারাই সাধারণজ্ঞ।
৫০. ক্ষমতার বণ্টন ও বিভক্তিকরণের নীতিকে কি বলে?
উত্তরঃ বিকেন্দ্রীকরণ।
৫০. ক্ষমতা কি?
অথবা, ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ অভিন্ন বৈশিষ্ট্যের উপর ভিত্তি করে যখন বিভিন্ন প্রশাসনিক ব্যবস্থা, তাদের প্রশাসনিক কাঠামো, প্রশাসনিক সংস্থা ইত্যাদির তুলনামূলক আলোচনা করা হয়, তখন তাকে তুলনামূলক প্রশাসন বলে।
৫১. প্রশাসনিক ক্ষমতা কি?
অথবা, প্রশাসনিক ক্ষমতা কাকে বলে?
উত্তরঃ প্রশাসনিক ক্ষমতা বলতে সরকারি নীতি বাস্তবায়নের লক্ষ্যে প্রশাসনিক সংস্থার নিকট অর্পিত ক্ষমতাকে বুঝায়।
৫২. L. D. White-এর মতে প্রশাসনিক ক্ষমতা কত প্রকার ও কি কি?
অথবা, এল. ডি. হোয়াইট প্রশাসনিক ক্ষমতাকে কয়ভাগে ভাগ করেছেন ও কি কি?
উত্তরঃ দুই ভাগে। যথা- অভ্যন্তরীণ ক্ষমতা ও বাহ্যিক ক্ষমতা।
৫৩. প্রয়োগের ক্ষেত্রে ক্ষমতাকে কয় ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ ২ ভাগে (অভ্যন্তরীণ ক্ষমতা ও বাহ্যিক ক্ষমতা)।
৫৪. "Power corrupts absolute power corrupts absolutely." উক্তিটি কার?
উত্তরঃ লর্ড এ্যাকটন (Lord Acton)-এর।
৫৫. ক্ষমতা অর্পণ কি?
অথবা, কর্তৃত্ব অর্পণ নীতি কি?
উত্তরঃ ক্ষমতা অর্পণ বলতে সাধারণত কোনো কার্যসম্পাদনে ঊর্ধ্বতন ব্যক্তি বা সংগঠন কর্তৃক অধস্তন ব্যক্তি বা সংগঠনকে আদেশ দানের অধিকার ও কর্তৃত্ব অর্পণকে বুঝায়।
৫৬. ক্ষমতা প্রয়োগের ভিত্তি কত প্রকার ও কি কি?
অথবা, ক্ষমতাকে কি কি ভাগে ভাগ করা যায়?
উত্তরঃ দুটি ভাগে ভাগ করা যায়। যথা- অভ্যন্তরীণ ক্ষমতা এবং বাহ্যিক ক্ষমতা।
৫৭. ক্ষমতার উৎস কি কি?
উত্তরঃ (ক) প্রচলিত আইন, (খ) সংবিধান, (গ) সংসদ প্রণীত আইন, (ঘ) প্রধান নির্বাহী, (ঙ) বিভাগীয় প্রধান এবং (চ) বিচার বিভাগীয় সিদ্ধান্ত।
৫৮. ক্ষমতাকে বিভক্তি করে বণ্টন করাকে কি বলে?
অথবা, ক্ষমতাকে বিভক্তি করে বণ্টন করার নীতিকে কোন নীতি বলা হয়?
উত্তরঃ ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি।
৫৯. প্রশাসনিক সংস্থার ক্ষমতার উৎস কয়টি? কি কি?
অথবা, ক্ষমতার ধারণাকে কয়টি অর্থে ভাগ করা যায়?
উত্তরঃ ২টি। যথা- ১. অভ্যন্তরীণ, ২. বাহ্যিক।
৬০. ক্ষমতার ধরনকে কয়টি অর্থে ভাগ করা যায়?
অথবা, প্রশাসনিক সংস্থার ক্ষমতার উৎসগুলো কি কি?
উত্তরঃ ২টি অর্থে ভাগ করা যায়। যথা- অভ্যন্তরীণ ক্ষমতা এবং বাহ্যিক ক্ষমতা।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা কি?
৬১. প্রশাসনিক ক্ষমতা ও দায়িত্ব কত প্রকার হতে পারে?
উত্তর: দুই প্রকার। যথা- এককেন্দ্রিক এবং বিকেন্দ্রিক।
৬২. প্রশাসনিক কর্তৃত্বের উৎস কি?
উত্তরঃ প্রশাসনিক কর্তৃত্বের উৎস সংসদ প্রণীত আইন।
৬৩. প্রশাসনিক কর্তৃত্ব নিম্নতম পর্যায় থেকে ঊর্ধ্বতন পর্যায়ে হস্তান্তর করার পদ্ধতিকে কি বলে?
উত্তরঃ কেন্দ্রীকরণ।
৬৪. প্রশাসনিক কেন্দ্রীকরণ কি?
উত্তরঃ যে প্রশাসন ব্যবস্থার সকল ক্ষমতা, দায়-দায়িত্ব শুধু কেন্দ্রীয় কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকে, সেটিকে বলা হয় প্রশাসনিক কেন্দ্রীকরণ।
৬৫. প্রশাসনিক সংগঠন বা সংস্থার কেন্দ্রে ক্ষমতা বা কর্তৃত্ব এককভাবে সংরক্ষিত বা ন্যস্ত হলে তাকে কি বলে?
উত্তরঃ প্রশাসনিক কেন্দ্রীকরণ।
৬৬. প্রশাসনিক কেন্দ্রীকরণের দুটি সুবিধার কথা উল্লেখ কর।
অথবা, কেন্দ্রীকরণের দুটি সুবিধা কি?
উত্তরঃ (ক) সংকটকালে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায় ও (খ) ব্যক্তি নেতৃত্বের বিকাশ ঘটে।
৬৭. প্রশাসনিক কেন্দ্রীকরণের দুটি অসুবিধার কথা উল্লেখ কর।
উত্তরঃ (ক) স্বেচ্ছাচারিতা ও (খ) সিদ্ধান্ত গ্রহণে বিলম্ব।
৬৮. প্রশাসনের বিভাগীয়করণ বলতে কি বুঝায়?
উত্তরঃ প্রশাসনে সংস্থার বিভিন্নমুখী কার্যপরিচালনার জন্য এদের কতকগুলো বিভাগে ভাগ করার নীতিকে প্রশাসনের বিভাগীয়করণ বলা হয়।
৬৯. এককেন্দ্রিক প্রশাসনের প্রধান সুবিধা কি?
উত্তরঃ প্রশাসনিক ব্যয় হ্রাস পায় এবং সমন্বয়ের সমস্যা থাকে না।
৭০. কোনো নির্দিষ্ট ভৌগোলিক সীমারেখার মধ্যে কেন্দ্রীয় সরকার আঞ্চলিক ও স্থানীয় সংস্থাকে নির্দিষ্ট পরিমাণ দায়িত্ব ও কর্তৃত্ব অর্পণ করলে তাকে কি বলা যায়?
উত্তরঃ অঞ্চলভিত্তিক প্রশাসন।
৭১. বাংলাদেশের প্রশাসন কোন প্রকৃতির?
উত্তরঃ কেন্দ্রীকরণ প্রকৃতির।
৭২. বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?
অথবা, বিকেন্দ্রীকরণ কি?
অথবা, বিকেন্দ্রীকরণ কাকে বলে?
উত্তরঃ প্রশাসনিক সংস্থার কাজ ও কর্তৃত্ব কোনো কেন্দ্র বা কেন্দ্রীয় সংস্থায় নিয়োজিত না রেখে বিভিন্ন অধস্তন সংস্থাসমূহের বা কেন্দ্র থেকে প্রদেশ অথবা স্থানীয় বা আঞ্চলিক কর্তৃপক্ষের নিকট হস্তান্তর করাকে বিকেন্দ্রীকরণ বলে।
৭৩. প্রশাসনের উচ্চতম স্থান থেকে নিম্নতম স্থানে ক্ষমতা হস্তান্তর প্রক্রিয়াকে কি বলা হয়?
উত্তরঃ বিকেন্দ্রীকরণ।
৭৪. শাব্দিক অর্থে বিকেন্দ্রীকরণ কি?
অথবা, বিকেন্দ্রীকরণের অর্থ কি?
উত্তরঃ ক্ষমতার বিভাজন।
৭৫. বিকেন্দ্রীকরণের মূল অর্থ কি?
উত্তরঃ কেন্দ্র থেকে বিশ্লিষ্ট হওয়া।
৭৬. ক্ষমতা বিকেন্দ্রীকরণের কারণ কতটি ও কি কি?
উত্তরঃ তিনটি। যথা- ১. প্রশাসনিক কারণ, ২ ক্রিয়ামূলক কারণ ও ৩. বাহ্যিক কারণ।
৭৭. প্রশাসনিক বিকেন্দ্রীকরণের রূপ বা ধরন কয়টি ও কি কি?
অথবা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কয় প্রকার ও কি কি?
অথবা, প্রশাসন বিজ্ঞানীগণ প্রশাসনের বিকেন্দ্রীকরণের কয়টি পদ্ধতির কথা বলেছেন?
উত্তর: ২টি। যথা- ১. অঞ্চলভিত্তিক প্রশাসন ও ২. অঙ্গরাজ্য ও স্থানীয় সরকারের নিকট ক্ষমতা হস্তান্তর।
৭৮. ইউনিয়ন পরিষদকে কোন ধরনের বিকেন্দ্রীকরণ বলে?
উত্তরঃ ইউনিয়ন পরিষদকে উল্লম্ব বা আঞ্চলিক বিকেন্দ্রীকরণ বলে।
৭৯. "ইউনিয়ন পরিষদ" বিকেন্দ্রীকরণে কোন শ্রেণীর উদাহরণ?
অথবা, ইউনিয়ন পরিষদ কোন বিকেন্দ্রীকরণের উদাহরণ?
উত্তরঃ উল্লম্ব (Vertical) ও আঞ্চলিক বিকেন্দ্রীকরণ।
৮০. প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলতে কি বুঝ?
অথবা, প্রশাসনিক বিকেন্দ্রীকরণ কি?
উত্তরঃ প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব যখন বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া হয় তখন তাকে প্রশাসনিক বিকেন্দ্রীকরণ বলে।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান। মাস্টার্স ফাইনাল: শাসনের সমস্যাবলি বই
৮১. প্রশাসনিক বিকেন্দ্রীকরণের মূল অর্থ কি?
উত্তরঃ প্রশাসনিক ক্ষমতা ও কর্তৃত্ব বিভিন্ন স্তরে ভাগ করে দেওয়া।
৮২. প্রশাসনিক বিকেন্দ্রীকরণের দুটি অসুবিধা উল্লেখ কর।
উত্তরঃ (ক) নীতিনির্ধারণ ও ঐক্যে বাধার সৃষ্টি করে এবং (খ) প্রশাসনের ব্যয়ভার বৃদ্ধি পায়।
৮৩ প্রশাসন বিজ্ঞানীগণ প্রশাসনের বিকেন্দ্রীকরণের কয়টি পদ্ধতির কথা বলেছেন?
উত্তরঃ ২টি।
৮৪. "কেন্দ্র থেকে প্রয়োগ করা সম্ভব এমন কর্তৃত্ব ব্যতীত আর সকল কর্তৃত্বের সর্বনিম্ন স্তরে ভারার্পণের নিয়মতান্ত্রিক প্রক্রিয়াকে বিকেন্দ্রীকরণ বলা হয়।" -উক্তিটি কে করেছেন?
উত্তরঃ অধ্যাপক অ্যালান আর. বল।
৮৫. কেন্দ্রীয় সংস্থা যখন প্রায়োগিক বিষয়ে বিশেষজ্ঞ ও পেশাগত সংস্থার হাতে সিদ্ধান্ত প্রণয়নের কিছু ক্ষমতা হস্তান্তর করে তখন তাকে কি বলে?
উত্তরঃ কার্যগত বিকেন্দ্রীকরণ।
৮৬. বাংলাদেশের সাংবিধানিক পদবির একজন কর্মকর্তার নাম উল্লেখ কর।
উত্তরঃ অ্যাটর্নি জেনারেল।
৮৭. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন গঠিত হয় সংবিধানের কোন অনুচ্ছেদ বলে?
অথবা, পিএসসি সংবিধানের কত নং অনুচ্ছেদ দ্বারা গঠিত?
উত্তরঃ বাংলাদেশ সংবিধানের ১৩৭ নং অনুচ্ছেদ অনুযায়ী।
৮৮. BCS-এর পূর্ণরূপ কি?
উত্তরঃ Bangladesh Civil Service.
৮৯. বাংলাদেশ সিভিল সার্ভিসে ক্যাডার সংখ্যা কয়টি?
অথবা, বর্তমানে সিভিল সার্ভিসে কতটি ক্যাডার আছে?
উত্তরঃ ২৮টি।
৯০. কত সালে সিভিল সার্ভিস অ্যাক্ট পাস হয়?
উত্তরঃ ১৮৮৩ সালে।
৯১. BPATC-এর পুরোনাম কি?
অথবা, BPATC-এর পূর্ণরূপ কি?
অথবা, BPATC শব্দটির অর্থ কি?
উত্তরঃ Bangladesh Public Administration Training Centre.
৯২. বাংলাদেশের লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্র কোথায় অবস্থিত?
উত্তরঃ সাভারে।
৯৩. বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশনের দুটি কাজ লিখ।
উত্তরঃ (ক) নিরপেক্ষ ও কর্তব্যনিষ্ঠার সঙ্গে বাংলাদেশের শাসনকার্য পরিচালনার জন্য উপযুক্ত কর্মচারী মনোনীত ও নিয়োগ করা এবং (খ) রাষ্ট্রপতি নিয়োগ সংক্রান্ত বিষয়ে কোনো পরামর্শ চাইলে কমিশন সেই বিষয়ে রাষ্ট্রপতিকে পরামর্শ বা উপদেশ দেওয়া।
৯৪. সচিবালয় কি?
অথবা, সচিবালয় কাকে বলে?
উত্তরঃ সরকারের বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগসমূহের অফিসগুলোকে একত্রে সচিবালয় বলে।
৯৫. সচিবালয়ের প্রশাসনিক প্রধান কে?
উত্তরঃ সচিবালয়ের প্রশাসনিক প্রধান প্রধানমন্ত্রী।
৯৬. সচিবালয়ের সংযুক্তি দপ্তরগুলোর প্রধানগণকে কি বলা হয়?
উত্তরঃ পরিচালক।
৯৭. উন্নয়ন প্রশাসন কাকে বলে?
অথবা, উন্নয়ন প্রশাসন কি?
উত্তরঃ পরিবর্তনের লক্ষ্যে সংগঠনের কাঠামো, কার্যাবলি এবং আচরণের বিকাশকে উন্নয়ন প্রশাসন বলে।
৯৮. উন্নয়ন প্রশাসনের মূলকথা কি?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের মূলকথা হলো প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি।
৯৯. কোন প্রশাসন উদ্ভাবনী প্রকৃতির?
উত্তরঃ উন্নয়ন প্রশাসন।
১০০. উন্নয়ন প্রশাসনের লোক বা Public অর্থ কি?
উত্তরঃ সেবা।
আরও পড়ুনঃ উইলিয়াম শেক্সপিয়ারের লেখা রম্য নাটক দ্যা টেমিং অফ দ্যা শ্রু
১০১. উন্নয়ন প্রশাসনের উদ্দেশ্য কি?
উত্তরঃ প্রশাসন যন্ত্রের কর্মদক্ষতা বৃদ্ধি করা।
১০২. উন্নয়ন প্রশাসনের তিনটি বৈশিষ্ট্য আলোচনা কর।
উত্তরঃ পরিবর্তনমুখী, পরিকল্পনা মাফিক ও সেবাদানকারী।
১০৩. উন্নয়ন প্রশাসনের উপাদান কয়টি?
অথবা, উন্নয়নমুখী প্রশাসনের উপাদান কয়টি?
অথবা, উন্নয়নশীল প্রশাসনের উপাদান কয়টি?
উত্তরঃ ৪টি। যথা- (ক) মৌলিক উপাদান, (খ) পরিচালনামূলক উপাদান, (গ) সামাজিক পরিবর্তনগত উপাদান এবং (ঘ) রাজনৈতিক উপাদান।
১০৪. মিলটন এসম্যান উন্নয়ন প্রশাসনের কয়টি উপাদানের কথা উল্লেখ করেছেন?
উত্তরঃ ৪টি।
১০৫. উন্নয়ন প্রশাসনের পথিকৃৎ কে?
অথবা, কে উন্নয়ন প্রশাসন সম্পর্কে প্রথম ধারণা দেন?
অথবা, উন্নয়ন প্রশাসনের প্রবর্তক কে?
উত্তরঃ পণ্ডিত গোস্বামী।
১০৬. কখন থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা পাওয়া যায়?
উত্তরঃ ১৯৫৫ সাল থেকে।
১০৭. ১৯৫৫ সালে উন্নয়ন প্রশাসন ধারণাটি কোন ভারতীয় গবেষক প্রথম প্রবর্তন করেন?
অথবা, কে প্রথম 'উন্নয়ন প্রশাসন' শব্দটি ব্যবহার করেন?
উত্তরঃ ভারতীয় প্রশাসক পণ্ডিত গোস্বামী।
১০৮. উন্নয়ন প্রশাসন ধারণাটি কত সালে পণ্ডিত গোস্বামী প্রথম প্রবর্তন করেন?
অথবা, কত সাল থেকে উন্নয়ন প্রশাসনের ধারণা লাভ করে?
উত্তরঃ ১৯৫৫ সালে।
১০৯. কত সালে সর্বপ্রথম "উন্নয়ন প্রশাসন" শব্দটি ব্যবহৃত হয়?
উত্তরঃ ১৯৫৫ সালে।
১১০. উন্নয়ন প্রশাসন শব্দটি সর্বপ্রথম কে, কত সালে ব্যবহার করেন?
অথবা, উন্নয়ন প্রশাসনের ধারণাটি কে, কত সালে প্রচার করেন?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের ধারণাটি ১৯৫৫ সালে ভারতীয় পণ্ডিত গোস্বামী প্রচার করেন।
১১১. উন্নয়ন প্রশাসনের তাত্ত্বিক ব্যাখ্যা প্রদানে অগ্রগামী কারা?
উত্তরঃ আমেরিকান বিজ্ঞানীরা।
১১২. উন্নয়ন প্রশাসন সর্বপ্রথম প্রচলিত হয় কোথায়?
উত্তরঃ আমেরিকায়।
১১৩. উন্নয়ন কি?
উত্তরঃ অব্যাহত মাথাপিছু আয় ও জীবনযাত্রার মান বৃদ্ধিই হলো উন্নয়ন।
১১৪. উন্নয়ন প্রশাসনে '৪-পি' তত্ত্ব কে ব্যাখ্যা করেছেন?
অথবা, কে উন্নয়ন প্রশাসনকে চারটি '' দ্বারা চিহ্নিত করেছেন?
অথবা, উন্নয়নমুখী প্রশাসনে কে ৪টি পি এর ধারণা দেন?
উত্তরঃ ডোনাল্ড সি. স্টোনস (Donald C. Stones)
১১৫. ডোনাল্ড সি. স্টোনস প্রবর্তিত 4Ps এর বিস্তারিত রূপ লিখ।
অথবা, উন্নয়ন প্রশাসনে 4Ps কি?
অথবা, উন্নয়ন, প্রশাসনে 4Ps দ্বারা কি বুঝায়?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের 4Ps দ্বারা বুঝায়- 1. Planning, 2. Policies, 3. Programmes এবং 4. Projects.
১১৬. উন্নয়ন প্রশাসনের সমীকরণটি কি?
উত্তরঃ উন্নয়ন প্রশাসনের সমীকরণটি হলো: প্রবৃদ্ধি পরিবর্তন প্রশাসন সমতাভিত্তিক বণ্টন + পরিকল্পনা + প্রশাসন।
১১৭. বাংলাদেশে প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা গ্রহণ করা হয় কবে?
উত্তরঃ ১৯৭৩ সালে।
১১৮. Development Administration অর্থ কি?
উত্তরঃ Development Administration অর্থ হলো উন্নয়ন প্রশাসন।
১১৯. প্রশাসনের অন্যতম উপ-শাখার নাম কি?
উত্তরঃ উন্নয়নমুখী প্রশাসন।
১২০. কত সালে উন্নয়ন প্রশাসনের পূর্ণাঙ্গ অর্থ পাওয়া যায়?
উত্তরঃ ১৯৬০-১৯৬১ সালে।
আরও পড়ুনঃ রোমিও জুলিয়েট প্রেমের উপন্যাস (বাংলা ভার্ষণ)
১২১. উন্নয়ন প্রশাসনের পূর্ণাঙ্গ অর্থ প্রদান করেন কারা?
উত্তরঃ Fairsod, Montgomery, Weidner প্রমুখ।
১২২. উন্নয়নের প্রকৃত অর্থ কি?
উত্তরঃ পরিপূর্ণতা।
১২৩. সরকারের এক অবিচ্ছেদ্য সংস্থা কি?
উত্তরঃ প্রশাসন।
১২৪. কোন প্রশাসন Feild Oriented!
উত্তরঃ উন্নয়ন প্রশাসন।
১২৫. কোনটি গতিশীল প্রশাসন ব্যবস্থা?
উত্তরঃ উন্নয়নমুখী প্রশাসন।
১২৬. উন্নয়নমুখী প্রশাসনের মূল উদ্দেশ্য কি?
উত্তরঃ ক্ষমতার সুষ্ঠু বিকাশ।
১২৭. উন্নয়নমুখী প্রশাসনের মূলকথা কি?
উত্তরঃ পরিবর্তন মুখিতা।
১২৮. উন্নয়নমুখী প্রশাসনের প্রধান বৈশিষ্ট্য কি?
উত্তরঃ পরিবর্তন মুখিতা।
১২৯. উন্নয়নমুখী প্রশাসনের কয় ধরনের বাজেট অনুমোদন করা হয়?
উত্তরঃ দুই ধরনের।
১৩০. "উন্নয়নশীল দেশে জনগণের জন্যই উন্নয়নমূলক কার্যকলাপ।" -উক্তিটি কার?
উত্তরঃ পল মিডোস (Paul Meadows) এর।
১৩১. নব লোক প্রশাসন কি?
উত্তরঃ উন্নয়নমূলক প্রশাসন।
১৩২. সনাতন প্রশাসন বলতে কি বুঝ?
উত্তরঃ যে প্রশাসন কোনো ইতিবাচক চিন্তাধারায় সংশ্লিষ্ট না থেকে প্রশাসনের গতানুগতিক দায়িত্ব পালন করে তাকে সনাতন প্রশাসন বলে।
১৩৩. উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের ২টি পার্থক্য লিখ।
উত্তরঃ ১. উন্নয়ন প্রশাসন পরিকল্পিতভাবে কার্যকরী পদক্ষেপ নিয়ে দেশের আর্থ-সামাজিক ও রাজনৈতিক পরিবর্তনে আগ্রহী। অপরদিকে সনাতন প্রশাসনে মন্থরতা বিরাজমান ও ২. সনাতন প্রশাসনে পরিবেশ মানুষকে তেমন প্রভাবিত করে না। কিন্তু উন্নয়নমুখী প্রশাসনে পরিবেশ ও মানুষ একে অপরের দ্বারা প্রভাবিত হয়, যা অগ্রগতিকে ত্বরান্বিত হবে।
১৩৪. উন্নয়ন প্রশাসন ও সনাতন প্রশাসনের প্রধান পার্থক্য কোনটি?
উত্তরঃ কার্যগত পার্থক্য।
সবশেষেঃ
প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা, উপরোক্ত বিষয়ের উপর আলোচনা সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে কমেন্ট করতে পারেন। আমাদের সাথে ইউটিউব চ্যানেলে যুক্ত হতে পারেন এবং আমাদের ফেইসবুক পেইজেও যুক্ত হতে পারন। পরবর্তীতে সাধারণ জ্ঞান এবং একাডেমিক শিক্ষামূলক তথ্য সম্পর্কে আপডেট পেতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন।