সাধারণ জ্ঞান রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা সম্পর্কে

আসসালামু আলাইকুম প্রিয় পাঠক, কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্রবিজ্ঞান) অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি সম্পর্কে 'রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা' এই অধ্যায় থেকে। আজকের আর্টিকেলের মাধ্যমে প্রকাশিত প্রশ্ন উত্তরগুলো বিভিন্ন সাধারণ জ্ঞান, কুইজ প্রতিযোগিতা, সাধারণ জ্ঞান পরীক্ষা, মৌখিক পরীক্ষা, একাডেমিক ভাইভা পরীক্ষা, শিক্ষক নিবন্ধন পরীক্ষা, বিশ্ব বিদ্যালয় ভর্তি পরীক্ষাসহ আরও অন্যান্য ক্ষেত্রেও আসতে দেখা গিয়েছে। তাই আজকের আর্টিকেলটি মনোযোগ সহকারে পড়ার জন্য আমন্ত্রণ করছি। তাহলে চলুন শুরু করা যাক-

General knowledge about the state, authority, order and legitimacy
সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা সম্পর্কে 

অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা:

১। প্রাচীনকালে গ্রিক দার্শনিকগণ 'রাষ্ট্র' অর্থে কোন শব্দটি ব্যবহার করতেন?

উত্তর: 'Polis' শব্দটি।

২। রোমান দার্শনিকগণ 'রাষ্ট্র' অর্থে কোন শব্দটি ব্যবহার করতেন?

উত্তর: 'Civitas' শব্দটি।

৩। কে সর্বপ্রথম রাষ্ট্র বলতে 'State' শব্দটি ব্যবহার করেন?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকিয়াভেলি।

৪। "রাষ্ট্র হলো কোনো নির্দিষ্ট ভূখণ্ডে আইনের শাসন প্রতিষ্ঠার জন্য সংগঠিত এক জনসমষ্টি।" -উক্তিটি কার?

উত্তর: উক্তিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট উড্রো উইলসনের।

৫। "রাষ্ট্র হলো কয়েকটি পরিবার ও গ্রামের সমষ্টি যার উদ্দেশ্য স্বয়ংসম্পূর্ণ জীবন।" -উক্তিটি কার?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানের জনক এরিস্টটলের।

৬। রাষ্ট্র একটি ভৌগোলিক সমাজ যা সরকার ও জনগণের মধ্যে বিভক্ত এবং যা উক্ত এলাকাধীন সকল সংগঠনের উপর স্বীয় প্রাধান্য দাবি করে।"-উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক লাস্কি (Laski)-এর।

৭। "যদি মানব জাতির কোনো অংশকে সংঘবদ্ধভাবে দেখা যায়, তবে তাই রাষ্ট্র।" উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক বার্জেস (Burgess)।

৮। "কোনো নির্দিষ্ট ভূখণ্ডে রাজনৈতিকভাবে সংগঠিত জাতীয় ব্যক্তিত্বই রাষ্ট্র।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: রাষ্ট্রবিজ্ঞানী বুন্টন্সি (Blunschli)।

৯। "রাষ্ট্র হচ্ছে এমন একটি সংঘ, যা সরকার ঘোষিত আইন অনুযায়ী কাজ করে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক আর, এম. ম্যাকাইভার।

১০। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কয়টি ও কি কি?

উত্তর: ৪টি। যথা- জনসমষ্টি, নির্দিষ্ট ভূখণ্ড, সার্বভৌমত্ব ও সরকার।

১১। রাষ্ট্র পরিচালনা করে কে?

উত্তর: সরকার।

১২। রাষ্ট্র যদি হয় জীবদেহ তবে সরকার হলো এর মস্তিষ্কস্বরূপ।" -উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক গার্নার-এর।

১৩। রাষ্ট্র গঠনের প্রথম উপাদান কোনটি?

উত্তর: জনসমষ্টি।

১৪। রাষ্ট্র গঠনের দ্বিতীয় উপাদান কোনটি?

উত্তর: নির্দিষ্ট ভূখণ্ড।

১৫। রাষ্ট্র গঠনের তৃতীয় উপাদান কোনটি?

উত্তর: সরকার।

১৬। রাষ্ট্র গঠনের চতুর্থ উপাদান কোনটি?

উত্তর: সার্বভৌমত্ব।

১৭। কত সালে চীন আন্তর্জাতিক পর্যায়ে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি লাভ করে?

উত্তর: ১৯৭১ সালে।

১৮। অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা রক্ষা করাসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা কার দায়িত্ব?

উত্তর: রাষ্ট্রের।

১৯। "রাষ্ট্রের উদ্দেশ্য হলো জনগণের কল্যাণ সাধন করা।" উক্তিটি কার?

উত্তর: সেন্ট টমাস একুইনাসের।

২০। "রাষ্ট্রের উদ্দেশ্য হলো শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সম্পত্তি রক্ষণাবেক্ষণ করা।" -উক্তিটি কার?

উত্তর: টমাস হক্সের।

২১। "রাষ্ট্রের অস্তিত্ব মঙ্গলময় জীবন সম্ভব করার জন্য।" -উক্তিটি কার?

উত্তর: জ্যা জ্যাক রুশোর।

২২। আধুনিক রাষ্ট্রের কার্যাবলিকে কয়ভাগে ভাগ করা যায় ও কি কি?

উত্তর: দুই ভাগে ভাগ করা যায়। যথা- (ক) অপরিহার্য কার্যাবলি, (খ) ঐচ্ছিক বা গৌণ কার্যাবলি।

২৩। রাষ্ট্রের অভ্যন্তরীণ শান্তি-শৃঙ্খলা বিধান করাসহ সকল নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা আধুনিক রাষ্ট্রের কোন ধরনের কাজ?

উত্তর: অপরিহার্য কাজ।

২৪। স্কুল, কলেজ, মাদ্রাসা ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা রাষ্ট্রের কোন ধরনের কাজ?

উত্তর: ঐচ্ছিক কাজ।

২৫। কর্তৃত্ব কি?

উত্তর: ক্ষমতার বিধিসম্মত প্রয়োগ হচ্ছে কর্তৃত্ব।

২৬। কর্তৃত্ব কিভাবে সৃষ্টি হয়?

উত্তর: ক্ষমতা ও বৈধতার একত্রিত উপস্থিতির ভিত্তিতে কর্তৃত্ব সৃষ্টি হয়।

২৭। কয়েকজন কর্তৃত্ববাদী লেখকের নাম উল্লেখ কর।

উত্তর: থমাস হবক্স, এরিস্টটল, রুশো ও ম্যাক্সওয়েবার।

২৮। ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার ও কি কি?

উত্তর: ৩ প্রকার। যথা- (ক) যুক্তিসংগত আইনানুগ কর্তৃত্ব, (খ) সাবেকি বা সনাতনি কর্তৃত্ব এবং (গ) সম্মোহনী কর্তৃত্ব।

২৯। রাজনৈতিক কর্তৃত্ব কাকে বলে?

উত্তর: রাজনৈতিক কর্তৃত্ব হচ্ছে বৈধ ক্ষমতা যা শাসন করার ক্ষমতাকে স্বীকৃতি দেয়।

৩০। সাধারণত কর্তৃত্বের উৎস কয়টি ও কি কি?

উত্তর: সাধারণত কর্তৃত্বের উৎস তিনটি। যথা- (ক) সাবেকি, (খ) পরিবর্তনশীল বা উত্তরণশীল ও (গ) আধুনিক রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা।

৩১। যিনি শাসক, তিনিই হলেন সর্বেসর্বা কথাটিকোন রাষ্ট্রের জন্য প্রযোজ্য?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্রের জন্য।

৩২। কর্তৃত্ববাদী রাষ্ট্রের ভিত্তিমূল কি?

উত্তর: হেগেলীয় আদর্শবাদ।

৩৩। কোন রাষ্ট্র ব্যক্তিস্বাধীনতার ঘোর বিরোধী?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্র।

৩৪। কোন রাষ্ট্র বিশ্বশান্তির পরিপন্থী?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্র।

৩৫। কোন রাষ্ট্রে সর্বদা বিপ্লবের আশঙ্কা থাকে?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্রে।

৩৬। দেশে অর্থনৈতিক বৈষম্য সৃষ্টি করে কোন রাষ্ট্র?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্র।

৩৭। কোন রাষ্ট্র ব্যক্তির ব্যক্তিত্ব বিকাশে প্রতিবন্ধকতাস্বরূপ?

উত্তর: কর্তৃত্ববাদী রাষ্ট্র।

৩৮। অকার্যকর রাষ্ট্র কাকে বলে?

উত্তর: যখন একটি সার্বভৌম সরকার তার মৌলিক দায়-দায়িত্ব পালনে ব্যর্থ হয় তখন সেই রাষ্ট্রকে অকার্যকর রাষ্ট্র বলে।

৩৯। "A monopols on the legitimate use of physical force within its borders. "-উক্তিটি কার?

উত্তর: Max Weber-এর।

৪০। "Fund for Peace" এবং "Foreign Policy" অনুযায়ী অকার্যকর রাষ্ট্রের বৈশিষ্ট্য কয়টি?

উত্তর: ১২টি।

৪১। শরণার্থী কারা?

উত্তর: শরণার্থী বলতে ঐ সব জনগণকে বুঝায় যারা যেকোনো যৌক্তিক কারণে (পরিবেশের বিপর্যয় বা যুদ্ধ) নিজ দেশ ত্যাগ করে অন্য একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে আশ্রয় গ্রহণ করে।

৪২। বৈধতা কি?

উত্তর: বৈধতা হলো জনগণের এক প্রকার সমর্থন, যার মাধ্যমে জনগণ রাজনৈতিক কর্তৃত্বকে ক্ষমতা ব্যবহারের অনুমতি প্রদান করে।

৪৩। "জনগণ যখন এই বিশ্বাস পোষণ করে যে সরকারের মধ্যে এমন কতকগুলো গুণের সমাবেশ রয়েছে যার জন্য তাকে গ্রহণ করা যায় তখনই বৈধতার সৃষ্টি হয়।"-উক্তিটি কার?

উত্তর: রবার্ট এ ডাল-এর।

৪৪। ম্যাকরেডিস এন্ড ব্রাউন এর মতে, কয়টি স্তরের মধ্য দিয়ে একটি রাজনৈতিক ব্যবস্থার মূল্যবোধ বৈধতা লাভ করে?

উত্তর: ৩টি।

৪৫। বৈধতার সংকট কি?

উত্তর: সরকারি কর্তৃত্বের বৈধ প্রকৃতি এবং সরকারের যথাযথ দায়িত্ব সম্পর্কে ঐকমত্য অর্জনজনিত সমস্যাই বৈধতার সংকট।

৪৬। উন্নত বিশ্বের সরকারসমূহের প্রধান বৈশিষ্ট্য কোনটি?

উত্তর: বৈধতা।

৪৭। কোন রাষ্ট্রগুলো বৈধতার সমস্যার সম্মুখীন হচ্ছে?

উত্তর: ঔপনিবেশিক শাসন থেকে মুক্তিপ্রাপ্ত নবীন ও আধা নবীন রাষ্ট্রসমূহই বৈধতার সমস্যার সম্মুখীন হচ্ছে।

৪৮। বৈধতার সংকট কত প্রকার ও কি কি?

উত্তর: বৈধতার সংকট ২ প্রকার। যথা-

(ক) রাষ্ট্র পরিচালনা সম্পর্কিত,

(খ) সরকার পরিবর্তন প্রক্রিয়াগত।

৪৯। কোনটির অভাবে অধিকাংশ উন্নয়নশীল দেশগুলোতে মারাত্মক বৈধতার সংকট সৃষ্টি হয়?

উত্তর: সুষ্ঠুভাবে গণতন্ত্র অনুশীলনের অভাবে।

৫০। জিয়াউর রহমান সামরিক শাসনের মাধ্যমে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা দখল করলে কোন সংকট সৃষ্টি হয়?

উত্তর: বৈধতার সংকট।

৫১। কোন ব্যবস্থা গ্রহণের মাধ্যমে জিয়াউর রহমান ক্ষমতাকে বৈধকরণ করেন?

উত্তর: বেসামরিকীকরণের মাধ্যমে।

৫২। বাংলাদেশে কার শাসনামলকে সম্পূর্ণ অবৈধ বলে অভিহিত করা হয়?

উত্তর: জেনারেল এরশাদের শাসনামলকে।

৫৩। কোন অর্থবছরে বাংলাদেশে বিরোধী দলের উপস্থিতি ছাড়াই বাজেট উপস্থাপনা করা হয়?

উত্তর: ১৯৯৪-৯৫ অর্থ বছরে।

৫৪। শাসনতান্ত্রিক সমস্যা থেকে কোন সংকটের সৃষ্টি হয়?

উত্তর: বৈধতার সংকট।


পরিশেষেঃ 

প্রিয় পাঠক আজ আমি মাস্টার্স শেষ পর্ব (রাষ্ট্র বিজ্ঞান) বই থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: "রাষ্ট্র, কর্তৃত্ব, আদেশ এবং বৈধতা" সম্পর্কে বিস্তারিত তথ্য আলোচনা করেছি। এই বিষয়ে আরও জানতে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ঘুরে আসতে পারেন। এছাড়াও নতুন কোন তথ্যের জন্য কমেন্ট বক্সে জানাতে পারেন। 

Previous Post
No Comment
Add Comment
comment url