সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে আমলাতন্ত্রের ভূমিকা

১। আমলা কারা?

অথবা, 

আমলা বলতে কি বুঝ?

উত্তর: সরকারের সিদ্ধান্ত ও নীতিমালা নির্ধারণে এবং সাধারণভাবে সরকার পরিচালনায় নিয়োজিত কর্মচারীগণই আমলা নামে অভিহিত।

২। নীতি নির্ধারণ ও সিদ্ধান্ত প্রণয়ন করার ক্ষেত্রে কাদের ভূমিকা অগ্রণী?

উত্তর: আমলাদের।

৩। আমলাগণ রাষ্ট্রের কোন ধরনের প্রশাসক?

উত্তর: অরাজনৈতিক প্রশাসক।

৪। আমলাতন্ত্র বলতে কি বুঝ?

অথবা, 

Bureaucracy কি?

উত্তর: Bureaucracy বলতে সরকারি স্থায়ী বেতনভুক্ত কর্মচারীর সমষ্টিকে বুঝায়, যারা উন্মুক্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার মাধ্যমে নিযুক্ত এবং যারা নীতি নির্ধারণ থেকে শুরু করে নীতিমালা বাস্তবায়নে কার্যকরী ভূমিকা পালন করে।

General Knowledge: The Role of Bureaucracy in Modern States
সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে আমলাতন্ত্রের ভূমিকা

৫। 'Merit Bureaucracy' কি?

উত্তর: মেধা ও বুদ্ধিমত্তা যাচাই বাছাই করে সর্বোত্তম প্রতিভাবান ব্যক্তিকে সরকারি কাজে নিয়োগ দানকে মেধাবী আমলাতন্ত্র বা Merit Bureaueraey বলে।

৬। আমলাতন্ত্রের ইংরেজি প্রতিশব্দ কি?

অথবা, 

আমলাতন্ত্রের ইংরেজি শব্দটি লিখ।

উত্তর: Bureaucracy.

৭। Bureaucracy শব্দটি কোন কোন শব্দ থেকে এসেছে?

অথবা, আমলাতন্ত্রের ব্যুৎপত্তি কোন শব্দ থেকে?

উত্তর: ফরাসি শব্দ Bureau এবং গ্রিক শব্দ Kratia বা Kratein থেকে।

৮। Bureau অর্থ কি?

উত্তর: টেবিল বা দফতর।

৯। 'Bureau' শব্দটি কোন দেশি শব্দ?

উত্তর: ফরাসি শব্দ।

১০। 'Kratein' শব্দের অর্থ কি?

উত্তর: শাসনব্যবস্থা।

১১। 'Bureau' এবং 'Kratein' শব্দ দুটির অর্থ লিখ।

অথবা, Bureau ও Kratein শব্দের অর্থ কি?

উত্তর: যথাক্রমে 'টেবিল বা দফতর' এবং 'শাসনব্যবস্থা'।

১২। সাধারণ অর্থে Bureacuracy শব্দের অর্থ কি?

উত্তর: দফতর সরকার বা Desk Government.

১৩। 'Bureaucracy'-এর ব্যুৎপত্তিগত অর্থ কি?

অথবা, আমলাতন্ত্রের শব্দগত অর্থ কি?

উত্তর: টেবিল বা দফতরনির্ভর শাসনব্যবস্থা।

১৪। আমলাতন্ত্রের জনক কে?

অথবা, আমলাতন্ত্র সম্পর্কিত আধুনিক ধারণার প্রথম ও প্রধান প্রবক্তা কে?

উত্তর: প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার।

১৫। Max Weber-এর জন্ম কত সালে?

উত্তর: ১৮৬৪ সালে।

১৬। আমলাতন্ত্রের জনক বলা হয় কাকে?

উত্তর: জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবারকে।

১৭। ম্যাক্স ওয়েবার কে?

উত্তর: প্রখ্যাত জার্মান সমাজবিজ্ঞানী ম্যাক্স ওয়েবার হচ্ছেন একজন দার্শনিক এবং আমলাতন্ত্রের জনক।

১৮। Max Waber-এর পুরো নাম কি?

উত্তর: ম্যাক্স মিলান ওয়েবার

১৯। ম্যাক্স ওয়েবার কোন দেশের নাগরিক?

অথবা, Max weaber কোন দেশের সমাজবিজ্ঞানী?

উত্তর: জার্মানির।

২০। ম্যাক্স ওয়েবারের কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কিত বর্ণনা লিপিবদ্ধ করা হয়েছে?

অথবা, ম্যাক্স ওয়েবারের কোন গ্রন্থে আমলাতন্ত্র সম্পর্কিত বর্ণনা লিপিবদ্ধ রয়েছে?

উত্তর: 'Essays in Sociology' নামক গ্রন্থে।

২১। 'Essays in Sociology' গ্রন্থটির লেখক কে?

অথবা, Essays in Sociology কার লেখা?

উত্তর: ম্যাক্স ওয়েবারের।

২২। 'Essays in Sociology' গ্রন্থটির রচয়িতা ও জন্মস্থানের নাম কি?

উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber); জার্মানি।

২৩। ম্যাক্স ওয়েবার বিখ্যাত গ্রন্থের নাম লিখ।

অথবা, ম্যাক্স ওয়েবারের বইটির নাম কি?

উত্তর: Essays in Sociology

২৪। আমলাতন্ত্রের ধারণাটির উৎপত্তি ঘটেছিল কোথায়?

অথবা, আমলাতন্ত্রের উদ্ভব হয়েছে কোন দেশে?

উত্তর: ফ্রান্সে (১৭৪৫ সালে)।

২৫। আমলাতন্ত্রের ৩টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: ১. পদসোপান, ২. স্থায়িত্ব ও ৩. শ্রমবিভাগ।

২৬। আমলাতন্ত্রের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: পদসোপান নীতি।

২৭। আমলাতন্ত্রের দুটি কার্যাবলি লিখ।

উত্তর: আমলাতন্ত্রের দুটি কাজ হলো- ১. সরকারি নীতি নির্ধারণ ও ২. সরকারকে পরামর্শ প্রদান।

২৮। আমলাতন্ত্রের প্রধান কাজ কি?

উত্তর: নীতি নির্ধারণ ও বাস্তবায়ন।

২৯। 'আমলাতন্ত্র স্বৈরাচারের পথ উন্মুক্ত করে' উক্তিটি কার?

উত্তর: Lord Hewart-এর।

৩০। R. N. Marx "The Administrative State" গ্রন্থে কত ধরনের আমলাতন্ত্রের উল্লেখ করেছেন?

উত্তর: ৪ ধরনের।

৩১। "আমলাতন্ত্র বৃহদায়তন সংস্থার একটি অন্যতম বৈশিষ্ট্য।" -এই বক্তব্যটি কার?

উত্তর: Herbert A. Simon-এর।

৩২। আমলাতন্ত্রের ত্রুটিগুলো কি কি?

অথবা, আমলাতন্ত্রের একটি ত্রুটি উল্লেখ কর।

উত্তর: লালফিতার দৌরাত্ম্য, দায়িত্বহীনতা, অতিরিক্ত আনুষ্ঠানিকতা, আমলাদের ক্ষমতালিন্দা, শোষণ, স্বেচ্ছাচারিতা ইত্যাদি।

৩৩। কিভাবে আমলাতন্ত্রের ত্রুটিগুলো দূর করা যায়?

উত্তর: শক্তিশালী রাজনৈতিক নিয়ন্ত্রণ, উপযুক্ত নেতৃত্ব, বিকেন্দ্রীকরণ, গবেষণা ও পর্যবেক্ষণের মাধ্যমে আমলাতন্ত্রের ত্রুটিগুলো দূর করা যায়।

৩৪। কে সর্বপ্রথম আধুনিককালে আমলাতন্ত্র শব্দটি ব্যবহার করেন?

অথবা, আমলাতন্ত্রকে "একটি আইনগত ও যুক্তিসংগত মডেল" হিসেবে কে প্রথম উপস্থাপন করেন?

উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)।

৩৫। ম্যাক্স ওয়েবারের আমলাতন্ত্রকে কিসের সাথে তুলনা করা হয়েছে?

উত্তর: যান্ত্রিক মডেলের সাথে।

৩৬। কে বলেছেন, "আমলাতন্ত্র হলো সংসদীয় গণতন্ত্রের উপহারস্বরূপ"?

অথবা, "আমলাতন্ত্র হলো সংসদীয় গণতন্ত্রের উপহারস্বরূপ।"-উক্তিটি কার?

উত্তর: হার্বার্ট মরিসন (Herbert Morrison)-এর।

৩৭। মার্লি ফেনসড (Merli Fainsod) আমলাতন্ত্রকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর। পাঁচ ভাগে।

৩৮। প্রতিনিধিত্বমূলক আমলাতন্ত্র দেখতে পাওয়া যায় এমন দুটি দেশের নাম লিখ।

উত্তর: ফ্রান্স ও ইতালি।

৩৯। ম্যাক্স ওয়েবার (Max Weber) আমলাতন্ত্রের কয়টি গুণের কথা বলেছেন এবং সেগুলো কি কি?

অথবা, ম্যাক্স ওয়েবার আমলাতন্ত্রের কয়টি গুণের কথা বলেছেন?

উত্তর: ৪টি। যথা- (ক) সুনির্দিষ্টতা, (খ) স্থায়িত্ব, (গ) কঠোর নিয়মানুবর্তিতা ও (ঘ) বিশ্বাসযোগ্যতা।

৪০। নীতি নির্ধারণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ আর নীতি বাস্তবায়ন করেন কারা?

অথবা, গণতন্ত্রের নীতি নির্ধারণ করেন রাজনৈতিক নেতৃবৃন্দ, আর নীতি বাস্তবায়ন করেন কারা?

উত্তর: আমলারা।

৪১। Red Tapism অর্থ কি?

অথবা, 'Red Tepism' কথাটির অর্থ কি?

উত্তর: লালফিতার দৌরাত্ম্য।

৪২। Red Tapism বা লালফিতার দৌরাত্ম্য কি?

অথবা, লালফিতার দৌরাত্ম্য কি?

উত্তর: লালফিতার দৌরাত্ম্য বলতে পূর্ব নজিরকে অন্ধভাবে অনুসরণ ও মেনে চলা তথা আমলাদের কাজের দীর্ঘসূত্রিতাকে বুঝায়।

৪৩। প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বলতে কি বুঝ?

উত্তর: প্রশাসনিক কর্মকাণ্ডে আমলাতান্ত্রিক জটিলতার কারণে যে দীর্ঘসময় অতিবাহিত হয় তাকেই প্রশাসনিক দীর্ঘসূত্রিতা বলে।

 ৪৪। "An uncontrolled bureaucracy is a threat to democracy." -উক্তিটি কার?

অথবা, 'অনিয়ন্ত্রিত আমলাতন্ত্র গণতন্ত্রের জন্য হুমকিস্বরূপ'-উক্তিটি কার?

উত্তর: রিচার্ড ক্রসম্যান (Richard Crossman)।

৪৫। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের দুটি উপায় লিখ।

উত্তর: আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের দুটি উপায় হলো: (ক) প্রশাসনিক নিয়ন্ত্রণ এবং (খ) রাজনৈতিক নিয়ন্ত্রণ।

৪৬। আমলাতন্ত্র নিয়ন্ত্রণের ৩টি পদ্ধতির নাম লিখ।

উত্তর: ১. রাজনৈতিক নিয়ন্ত্রণ, ২. বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ ও ৩. আইন বিভাগ কর্তৃক নিয়ন্ত্রণ।

৪৭। আমলাতন্ত্রকে নিয়ন্ত্রণের সর্বোত্তম উপায় কোনটি?

অথবা, আমলাতন্ত্রের নিয়ন্ত্রণ এর সর্বোত্তম উপায় কোনটি?

উত্তর: প্রশাসনিক আত্মনিয়ন্ত্রণ।

৪৮। আমলাতন্ত্রের রাজনৈতিক নিয়ন্ত্রণের দুইটি উপায় উল্লেখ কর।

উত্তর: আইনসভার মাধ্যমে নিয়ন্ত্রণ ও অনুসন্ধান কমিটির মাধ্যমে নিয়ন্ত্রণ।

৪৯। বিচার বিভাগের মাধ্যমে আমলাতন্ত্র নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো কি কি?

উত্তর: বিচার বিভাগের মাধ্যমে আমলাতন্ত্র নিয়ন্ত্রণের পদ্ধতিগুলো হলো: (ক) কো-ওয়ারেন্টো রিট, (খ) হেবিয়াস কপার্স রিট, (গ) সার্টিওয়ারি-রিট, (ঘ) ম্যানডেমাস রিট, (ঙ) ইনজাংশন রিট এবং (চ) প্রোহিবিশন।

৫০। "Power corrupts absolute Power tends to corrupts absolutely." উক্তিটি কার?

উত্তর: লর্ড অ্যাকটন (Lord Acton)-এর।

৫১। Allan Ball-আমলাতন্ত্র নিয়ন্ত্রণের কয়টি পদ্ধতির কথা বলেছেন?

অথবা, Professor Alan Ball-এর মতে আমলাতন্ত্রের নিয়ন্ত্রণের উপায়গুলো কি কি?

উত্তর: ৩টি (অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ, রাজনৈতিক নিয়ন্ত্রণ এবং আইনগত ও বিচার বিভাগীয় নিয়ন্ত্রণ)।

৫২। "আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং চাকরিজীবী শ্রেণী।" কথাটি কে বলেছেন?

অথবা, 'The civil service is a body of officials-permanent, paid and skilled' কে বলেছেন?

উত্তর: অধ্যাপক ফাইনার।

৫৩। ফাইনার প্রদত্ত আমলাতন্ত্রের সংজ্ঞা দাও।

উত্তর: 'আমলাতন্ত্র একটি স্থায়ী বেতনভুক্ত এবং দক্ষ চাকরিজীবী শ্রেণী'।

৫৪। "স্থায়ী কর্মচারীগণের সাহায্য ব্যতীত আধুনিক সরকারের অস্তিত্ব রক্ষা করা অসম্ভব" -উক্তিটি কার?

উত্তর: অধ্যাপক ফাইনার (Finer)-এর।

৫৫। "কম বেশি প্রত্যেকটি সংগঠনই আমলাতন্ত্রের নামান্তর" উক্তিটি কে করেছেন?

উত্তর: ম্যাক্স ওয়েবার (Max Weber)।

৫৬। কোন দর্শন আমলাতন্ত্র বিরোধী?

উত্তর: মার্কসীয় দর্শন।

৫৭। আধুনিক আমলাতন্ত্রের সূত্রপাত ঘটে কোথায়?

উত্তর: সেনাবাহিনীতে।

৫৮। Max Weber কত ধরনের কর্তৃত্বের কথা বলেছেন?

উত্তর: তিন ধরনের।

৫৯। ম্যাক্স ওয়েবারের মতে কর্তৃত্ব কত প্রকার ও কি কি?

উত্তর: তিন প্রকার। যথা- ১. যুক্তিসম্মত/আইনগত কর্তৃত্ব, ২. সাবেকী/সনাতন কর্তৃত্ব ও ৩. সম্মোহনী কর্তৃত্ব।

৬০। 'Robert F. Merton' কোন দেশের সমাজবিজ্ঞানী?

উত্তর: মার্কিন সমাজবিজ্ঞানী।

৬১। আধুনিক রাষ্ট্র কোন প্রকৃতির রাষ্ট্র?

উত্তর: কল্যাণমূলক রাষ্ট্র।

৬২। বর্তমানে রাষ্ট্রগুলো কোন ধরনের রাষ্ট্র?

উত্তর: জনকল্যাণমূলক।

৬৩। বাংলাদেশে আমলাতান্ত্রিক ধারণার প্রধান ত্রুটি কি?

উত্তর: দায়িত্বহীনতা।

৬৪। কোন শাসনব্যবস্থাকে 'জনগণের শাসন' বলে অভিহিত করা হয়?

উত্তর। গণতান্ত্রিক শাসনব্যবস্থাকে।

৬৫। 'Elements of Public Administration' গ্রন্থের প্রণেতা কে?

উত্তর: E. N. Gladen.

৬৬। 'Bureaucracy in a Democracy' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: অধ্যাপক হাইনিম্যান।

৬৭। আদর্শ প্রকৃতির আমলাতন্ত্রের জনক কে?

উত্তর: ম্যাক্স ওয়েবার।

৬৮। আদর্শ আমলাতান্ত্রিক সংগঠনের বর্ণনা কোন চিন্তাবিদ দিয়েছেন?

উত্তর: প্রখ্যাত জার্মান সমাজ তাত্ত্বিক ম্যাক্স ওয়েবার (Max Weber)।

৬৯। আদর্শ আমলাতান্ত্রিক সংগঠন কিসের উপর প্রতিষ্ঠিত?

উত্তর: শ্রমবিভাগ ও কর্ম বিশেষীকরণের উপর প্রতিষ্ঠিত।

৭০। কোথায় পদসোপন নীতি অনুসরণ করা হয়?

উত্তর: আমলাতন্ত্রে।

৭১। ওয়ারেন বেনিস আমলাতন্ত্র ধ্বংসের কয়টি কারণের কথা উল্লেখ করেছেন?

উত্তর: দুটি কারণের কথা উল্লেখ করেছেন।

Previous Post
No Comment
Add Comment
comment url