বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য
হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য) সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ৩২১ থেকে ৩৮২ পর্যন্ত সর্বমোট ৬২টি বিসিএস পরীক্ষা প্রস্তুতিমুলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। আমার আজকের আর্টিকেলে যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য বলছি- ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্বভিত্তিক সিরিজ আর্টিকেলে এটা আমার ৬ষ্ঠ টিউটোরিয়াল। আপনাদের মধ্যে যারা আমার আগের আর্টিকেলটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার ৫ম আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এছাড়াও বিসিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক-
![]() |
| বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য |
বিসিএস প্রিলিমিনারি বাংলা ভাষা ও সাহিত্য
৩২১. প্রশ্ন: কুড়ি (বিশ) শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: কোল ভাষা।
৩২২. প্রশ্ন: 'পেট' শব্দটি কোন ভাষা থেকে এসেছে?
উত্তর: তামিল ভাষা।
৩২৩. প্রশ্ন: 'কুলা' শব্দটি কোন শ্রেণির অন্তর্গত?
উত্তর: দেশি শব্দ।
৩২৪. প্রশ্ন: 'গঞ্জ' শব্দটির উৎস কী?
উত্তর: দেশি শব্দ।
৩২৫. প্রশ্ন: 'চোঙ্গা' শব্দটি কোন শ্রেণিতে পড়ে?
উত্তর: দেশি শব্দ।
৩২৬. প্রশ্ন: আর্যভাষা ব্যতীত যে ভাষা থেকে দেশি শব্দ এসেছে, সেই জনগোষ্ঠী কারা?
উত্তর: অনার্য জনগোষ্ঠী।
৩২৭. প্রশ্ন: অনার্য জনগোষ্ঠীর প্রধান শাখা কোনগুলো ছিল?
উত্তর: কোল, মুণ্ডা প্রভৃতি।
৩২৮. প্রশ্ন: বাংলার আদিম অধিবাসীদের ভাষা ও সংস্কৃতির চিহ্ন কোথায় পাওয়া যায়?
উত্তর: দেশি শব্দে।
৩২৯. প্রশ্ন: প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত বছর?
উত্তর: ১৭৪৩।
৩৩০. প্রশ্ন: প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা?
উত্তর: মনোএল দা আসসুম্পসাঁউ
৩৩১. প্রশ্ন: প্রথম বাংলা ব্যাকরণ কোন ভাষায়?
উত্তর: পর্তুগিজ।
৩৩২. প্রশ্ন: নাথানিয়েল ব্রাসি হ্যালহেড-এর ব্যাকরণের নাম?
উত্তর: A Grammar of the Bengal Language
৩৩৩. প্রশ্ন: হ্যালহেড-এর বাংলা ব্যাকরণ প্রকাশিত সাল?
উত্তর: ১৭৭৮।
৩৩৪. প্রশ্ন: উইলিয়াম কেরি'র ব্যাকরণের নাম?
উত্তর: A Grammar of the Bengalee Language.
৩৩৫. প্রশ্ন: কেরি'র ব্যাকরণ প্রকাশিত সাল?
উত্তর: ১৮০১।
৩৩৬. প্রশ্ন: রবিনসনের বঙ্গানুবাদের সাল?
উত্তর: ১৮৪৬।
৩৩৭. প্রশ্ন: রামমোহন রায়ের ব্যাকরণের নাম?
উত্তর: গৌড়ীয় ব্যাকরণ।
৩৩৮. প্রশ্ন: গৌড়ীয় ব্যাকরণ প্রকাশিত সাল?
উত্তর: ১৮৩৩
৩৩৯. প্রশ্ন: Vocabolario প্রকাশিত সাল?
উত্তর: ১৭৪৩।
৩৪০. প্রশ্ন: বাংলা ব্যাকরণের প্রথম ইংরেজি রচয়িতা?
উত্তর: নাথানিয়েল ব্রাসি হ্যালহেড।
৩৪১. প্রশ্ন: বাংলা ব্যাকরণের প্রথম বাংলা রচয়িতা?
উত্তর: রামমোহন রায়।
৩৪২. প্রশ্ন: রামমোহন রায়ের ব্যাকরণ ভাষা?
উত্তর: বাংলা
৩৪৩. প্রশ্ন: Vocabolario-এর ভাষা?
উত্তর: পর্তুগিজ।
৩৪৪. প্রশ্ন: বাংলা ব্যাকরণের প্রথম ইংরেজি রচনা সাল?
উত্তর: ১৭৭৮।
৩৪৫. প্রশ্ন: বাংলা ব্যাকরণের প্রথম বাংলা রচনা সাল?
উত্তর: ১৮৩৩।
৩৪৬. প্রশ্ন: বিভক্তি কাকে বলে?
উত্তর: বাক্যে অন্বয়ের জন্য শব্দের সঙ্গে যুক্ত বর্ণ।
৩৪৭. প্রশ্ন: বাংলায় কত ধরনের বিভক্তি আছে?
উত্তর: ছয় ধরনের।
৩৪৮. প্রশ্ন: বাংলার বিভক্তিগুলো কী কী?
উত্তর: শূন্য (০), এ, তে, কে, রে, র।
৩৪৯. প্রশ্ন: 'সরোবরে' শব্দে কোন বিভক্তি যুক্ত হয়েছে?
উত্তর: এ বিভক্তি।
৩৫০. প্রশ্ন: 'সরোবরে' শব্দটি কেমন শব্দ?
উত্তর: বিভক্তিযুক্ত শব্দ।
৩৫১. প্রশ্ন: শূন্য বিভক্তি বলতে কী বোঝায়?
উত্তর: যখন কোনো বিভক্তি না থাকলেও অন্বয় সাধিত হয়।
৩৫২. প্রশ্ন: প্রত্যয় কাকে বলে?
উত্তর: ক্রিয়ামূল বা নাম প্রকৃতির পরে যুক্ত বর্ণ/বর্ণসমষ্টি।
৩৫৩. প্রশ্ন: প্রত্যয় যুক্ত হয়ে কী গঠিত হয়?
উত্তর: নতুন শব্দ।
৩৫৪. প্রশ্ন: প্রত্যয় সাধারণত কোথায় যুক্ত হয়?
উত্তর: ধাতু বা শব্দের শেষে।
৩৫৫. প্রশ্ন: ডুব অন্ত ডুবন্ত এখানে 'অন্ত' কী?
উত্তর: প্রত্যয়।
৩৫৬. প্রশ্ন: মনু ষ্ণ মানব এখানে 'ষ্ণ' কী?
উত্তর: প্রত্যয়।
৩৫৭. প্রশ্ন: এক ইক ঐকিক এখানে 'ইক' কী?
উত্তর: প্রত্যয়।
৩৫৮. প্রশ্ন: 'ডুবন্ত' শব্দটি কোন প্রক্রিয়ায় গঠিত?
উত্তর: প্রত্যয় যোগে।
৩৫৯. প্রশ্ন: নতুন শব্দ গঠনের একটি প্রধান উপাদান কী?
উত্তর: প্রত্যয়।
৩৬০. প্রশ্ন: বিসর্গের পরে যদি চ, ছ থাকে তবে কী হয়?
উত্তর: বিসর্গের জায়গায় 'শ' হয়।
৩৬১. প্রশ্ন: শিরঃ ছেদ পরিবর্তিত রূপ কী?
উত্তর: শিরশ্ছেদ।
৩৬২. প্রশ্ন: বিসর্গের পরিবর্তে 'শ' হওয়ার একটি উদাহরণ কী?
উত্তর: শিরশ্ছেদ।
৩৬৩. প্রশ্ন: উপপদ তৎপুরুষ সমাস কাকে বলে?
উত্তর: কৃদন্ত পদের সাথে উপপদের সমাস।
৩৬৪. প্রশ্ন: 'পঙ্কজ' কোন সমাসের উদাহরণ?
উত্তর: উপপদ তৎপুরুষ সমাস।
৩৬৫. প্রশ্ন: 'অগ্রগামী' কোন সমাসে গঠিত?
উত্তর: উপপদ তৎপুরুষ সমাস।
৩৬৬. প্রশ্ন: 'নীলকর' শব্দে কোন সমাস আছে?
উত্তর: উপপদ তৎপুরুষ সমাস।
৩৬৭. প্রশ্ন: পঙ্কে জন্মে যা কোন শব্দ?
উত্তর: পঙ্কজ।
৩৬৮. প্রশ্ন: অগ্রে গমন করে যে কোন শব্দ?
উত্তর: অগ্রগামী।
৩৬৯. প্রশ্ন: নীল সংক্রান্ত কর আদায় করে যে কোন শব্দ?
উত্তর: নীলকর।
৩৭০. প্রশ্ন: Co-education এর বাংলা অর্থ কী?
উত্তর: সহশিক্ষা।
৩৭১. প্রশ্ন: Pedagogy এর বাংলা অর্থ কী?
উত্তর: শিক্ষাতত্ত্ব / শিখন বিজ্ঞান / শিক্ষানীতি।
৩৭২. প্রশ্ন: Woman-education এর বাংলা অর্থ কী?
উত্তর: নারীশিক্ষা।
৩৭৩. প্রশ্ন: Pedagogy শব্দটি সাধারণত কোন ক্ষেত্রে ব্যবহৃত হয়?
উত্তর: শিক্ষাতত্ত্বে।
৩৭৪. প্রশ্ন: স্বরাস্ত অক্ষর বা মুক্তাক্ষর কী?
উত্তর: যেসব অক্ষর স্বরধ্বনিজাত বা অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকে।
৩৭৫. প্রশ্ন: 'নদী'-এর সমার্থক শব্দ কী কী?
উত্তর: জলপ্রবাহ, প্রবাহিনী, স্রোতস্বিনী, স্রোতস্বতী, তরঙ্গিনী, তটিনী।
৩৭৬. প্রশ্ন: 'দা' শব্দে স্বরাস্ত অক্ষরের উদাহরণ কী?
উত্তর: দ-আ।
৩৭৭. প্রশ্ন: 'সিন্ধু' শব্দের অর্থ কী?
উত্তর: সাগর।
৩৭৮. প্রশ্ন: 'কা' শব্দে স্বরাস্ত অক্ষরের উদাহরণ কী?
উত্তর: ক-আ।
৩৭৯. প্রশ্ন: 'নির্ঝর' শব্দের অর্থ কী?
উত্তর: ঝরনা।
৩৮০. প্রশ্ন: স্বরাস্ত অক্ষর ও মুক্তাক্ষরের মধ্যে পার্থক্য কী?
উত্তর: দু'টি শব্দ একই অর্থ বহন করে-স্বরধ্বনিজাত অক্ষরকে মুক্তাক্ষরও বলে।
৩৮১. প্রশ্ন: 'হিল্লোল' শব্দের অর্থ কী?
উত্তর: ঢেউ।
৩৮২. প্রশ্ন: মুক্তাক্ষরের প্রধান বৈশিষ্ট্য কী?
উত্তর: অক্ষরের শেষে একটি স্বরধ্বনি থাকা।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, কুইজ পরীক্ষার প্রস্তুতি, কুইজ প্রতিযোগিতা প্রস্তুতি এবং ব্যাংক জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
