বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)

হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য) সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ২৫১ থেকে ৩২০ পর্যন্ত সর্বমোট ৭০টি বিসিএস পরীক্ষা প্রস্তুতিমুলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। আমার আজকের আর্টিকেলে যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য বলছি- ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্বভিত্তিক সিরিজ আর্টিকেলে এটা আমার ৫ম টিউটোরিয়াল। আপনাদের মধ্যে যারা আমার আগের আর্টিকেলটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার ৪র্থ আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এছাড়াও বিসিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক-

বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)
বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)

৫০তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য) সম্পর্কে ৫ম পর্ব

২৫১. প্রশ্ন: জীবনানন্দ দাশ কখন মৃত্যু বরণ করেন?

উত্তর: ১৯৫৪ সালের ২২ অক্টোবর।

২৫২. প্রশ্ন: 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থের প্রধান বৈশিষ্ট্য কি?

উত্তর: কবিতাগুলি সনেট আকারে রচিত, বাংলার গ্রাম-প্রকৃতি, নদীনালা, পশু-পাখি, উৎসব ও অনুষ্ঠানের চিত্রায়ণ।

২৫৩. প্রশ্ন: 'রূপসী বাংলা' কাব্যের একটি বিখ্যাত কবিতা কী নামে পরিচিত?

উত্তর: 'আবার আসিব ফিরে'।

২৫৪. প্রশ্ন: জীবনানন্দ দাশের প্রথম কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: ঝরা পালক।

২৫৫. প্রশ্ন: 'ঝরা পালক' কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯২৭ সালে।

২৫৬. প্রশ্ন: 'বনলতা সেন' কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯৪২ সালে।

২৫৭. প্রশ্ন: 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়?

উত্তর: ৯৪৮ সালে।

২৫৮. প্রশ্ন: 'সাতটি তারার তিমির' কাব্যগ্রন্থের প্রথম কবিতার নাম কী?

উত্তর: আকাশনীলা।

২৫৯. প্রশ্ন: কপালকুণ্ডলা' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়।

২৬০. প্রশ্ন: 'কপালকুণ্ডলা' কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৮৬৬ সালে।

২৬১. প্রশ্ন: 'কপালকুণ্ডলা' উপন্যাসের প্রধান চরিত্রগুলি কী কী?

উত্তর: কপালকুণ্ডলা, নবকুমার, কাপালিক।

২৬২. প্রশ্ন: 'কপালকুণ্ডলা' উপন্যাসের একটি বিখ্যাত সংলাপ কী?

উত্তর: "পথিক তুমি পথ হারাইয়াছ।"

২৬৩. প্রশ্ন: 'কপালকুণ্ডলা' উপন্যাসটির প্রধান বিষয়বস্তু কী?

উত্তর: এক কাপালিক পালিতা নারী কপালকুণ্ডলার জীবনের কাহিনি ও অরণ্যে তাঁর জীবন।

২৬৪. প্রশ্ন: 'গোরা' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

২৬৫. প্রশ্ন: 'গোরা' উপন্যাসটি কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯১০ সালে।

২৬৬. প্রশ্ন: 'গোরা' উপন্যাসের প্রধান বিষয় কী?

উত্তর: ধর্মান্দোলন, স্বদেশপ্রেম, নারীমুক্তি চিন্তা।

২৬৭. প্রশ্ন: 'চরিত্রহীন' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়।

২৬৮. প্রশ্ন: 'চরিত্রহীন' উপন্যাস কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯১৭ সালে।

২৬৯. প্রশ্ন: 'আরণ্যক' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়।

২৭০. প্রশ্ন: 'আরণ্যক' উপন্যাসে প্রধান বিষয় কী?

উত্তর: মানুষ ও প্রকৃতির সম্পর্ক, অরণ্যবাসীর জীবন, আর্য ও অনার্য সভ্যতার দ্বন্দ্ব।

২৭১.প্রশ্ন: 'আরণ্যক' উপন্যাসে উল্লেখযোগ্য চরিত্র কারা?

উত্তর: ভানুমতী, বনোয়ারী, দোবরু পান্না, বুদ্ধ সিংহ, খাম্বা।

২৭২. প্রশ্ন: ফররুখ আহমদের জন্ম কোথায় ও কবে?

উত্তর: ১৯১৮ সালের ১০ জুন, মাগুরা জেলার শ্রীপুর থানার মাঝাইল গ্রামে।

২৭৩. প্রশ্ন: ফররুখ আহমদ কোন ধারার কবি ছিলেন?

উত্তর: মুসলিম পুনর্জাগরণবাদী কবি।

২৭৪. প্রশ্ন: ফররুখ আহমদের প্রথম প্রকাশিত কাব্যগ্রন্থ কোনটি?

উত্তর: সাত সাগরের মাঝি।

২৭৫. প্রশ্ন: 'লাশ' কবিতা কোন ঘটনার পটভূমিতে লেখা?

উত্তর: ১৯৪৪ সালের কলকাতার দুর্ভিক্ষ।

২৭৬. প্রশ্ন: 'হাতেমতায়ী' কাহিনী কাব্যের জন্য কোন পুরস্কার পান?

উত্তর: ১৯৬৬ সালে আদমজি পুরস্কার।

২৭৭. প্রশ্ন: 'পাখির বাসা' গ্রন্থের জন্য কোন পুরস্কার পান?

উত্তর: ১৯৬৬ সালে ইউনেস্কো পুরস্কার।

২৭৮. প্রশ্ন: 'মুহূর্তের কবিতা' কোন ধরনের সংকলন?

উত্তর: সনেট সংকলন।

২৭৯. প্রশ্ন: শিশুদের জন্য ফররুখ আহমদের গ্রন্থ কোনগুলো?

উত্তর: পাখির বাসা, হরফের ছড়া, নতুন লেখা, ছড়ার আসর, চিড়িয়াখানা, কিস্সা কাহিনী, মাহফিল (১ম ও ২য় খণ্ড), ফুলের জলসা।

২৮০. প্রশ্ন: 'হরফের ছড়া' গ্রন্থের উদ্দেশ্য কী? 

উত্তর: ছড়ার মাধ্যমে বাংলা বর্ণমালা শেখানো।

২৮১. প্রশ্ন: 'হরফের ছড়া' কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯৭০ সালে।

২৮২. প্রশ্ন: বাংলা গদ্যরচনা কখন আরম্ভ হয়?

উত্তর: উনিশ শতকের গোড়া

২৮৩. প্রশ্ন: বাংলা বানানে বিশৃঙ্খলা কখন শুরু হয়?

উত্তর: উনিশ শতকের গোড়া থেকে

২৮৪. প্রশ্ন: বাংলা বানান-রীতি প্রণয়ের জন্য কে কলকাতা বিশ্ববিদ্যালয়কে অনুরোধ করেন?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

২৮৫. প্রশ্ন: বাংলা বানান-রীতি প্রস্তাবের বছর?

উত্তর: ১৯৩৫

২৮৬. প্রশ্ন: এই প্রস্তাবকে কে সমর্থন দেন?

উত্তর: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

২৮৭. প্রশ্ন: বাংলা বানানের নিয়ম প্রথম প্রকাশিত সাল?

উত্তর: ১৯৩৬

২৮৮. প্রশ্ন: বাংলা বানানের নিয়ম প্রথম প্রকাশের তারিখ?

উত্তর: ৮ মে, ১৯৩৬

২৮৯. প্রশ্ন: বাংলা বানানের নিয়ম প্রকাশের উদ্যোগ নেয় কে?

উত্তর: কলকাতা বিশ্ববিদ্যালয়

২৯০. প্রশ্ন: বাংলা বানানের নিয়ম প্রবর্তনের জন্য গঠিত কমিটির নাম?

উত্তর: কলিকাতা বিশ্ববিদ্যালয় বানান সংস্কার সমিতি

২৯১. প্রশ্ন: কতজন অভিমত প্রদানকারী ছিল নিয়ম সংকলনে?

উত্তর: প্রায় দুইশ

২৯২. প্রশ্ন: বাংলা বানানের নিয়মে সময়ের সঙ্গে কী পরিবর্তন এসেছে?

উত্তর: বানানে পরিবর্তন

২৯৩. প্রশ্ন: বাংলা বানানের পরিবর্তনে কোন বিষয়টি গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে?

উত্তর: বিতর্ক ও আলোচনা।

২৯৪. প্রশ্ন: বিবৃত স্বরধ্বনি বলতে কী বোঝায়?

উত্তর: উচ্চারণের সময়ে ঠোঁট বেশি খোলা স্বরধ্বনি।

২৯৫. প্রশ্ন: স্বরধ্বনি শ্রেণীবিন্যাস কত ভাগে করা হয় ঠোঁট খোলার মাত্রা অনুযায়ী?

উত্তর: চার ভাগে।

২৯৬. প্রশ্ন: স্বরধ্বনি শ্রেণীবিন্যাসে চার ভাগের নাম কী কী?

উত্তর: সংবৃত, অর্ধ-সংবৃত, অর্ধ-বিবৃত, বিবৃত।

২৯৭. প্রশ্ন: সংবৃত স্বরধ্বনি সংবৃত স্বরধ্বনি কী কী?

উত্তর: [ই], [উ]।

২৯৮. প্রশ্ন: সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতখানি খোলা থাকে?

উত্তর: কম খোলা।

২৯৯. প্রশ্ন: অর্ধ-সংবৃত স্বরধ্বনি অর্ধ-সংবৃত স্বরধ্বনি কী কী?

উত্তর: [এ], [৫]।

৩০০. প্রশ্ন: অর্ধ-সংবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কীভাবে থাকে?

উত্তর: কিছুটা খোলা।

৩০১. প্রশ্ন: অর্ধ-বিবৃত স্বরধ্বনি অর্ধ-বিবৃত স্বরধ্বনি কী কী?

উত্তর: [অ্যা], [অ]।

৩০২. প্রশ্ন: অর্ধ-বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতখানি খোলা থাকে?

উত্তর: আরও বেশি খোলা।

৩০৩. প্রশ্ন: বিবৃত স্বরধ্বনি কী কী?

উত্তর: [আ]।

৩০৪. প্রশ্ন: বিবৃত স্বরধ্বনি উচ্চারণের সময়ে ঠোঁট কতখানি খোলা থাকে?

উত্তর: সবচেয়ে বেশি খোলা।

৩০৫. প্রশ্ন: জিভের অবস্থান অনুযায়ী শ্রেণীবিন্যাস উচ্চ স্বরধ্বনি কী কী?

উত্তর: [ই], [উ]।

৩০৬. প্রশ্ন: উচ্চ স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ কীভাবে অবস্থান করে?

উত্তর: জিভ উপরে ওঠে।

৩০৭. প্রশ্ন: উচ্চ-মধ্য স্বরধ্বনি কী কী?

উত্তর: [এ], [৩]।

৩০৮. প্রশ্ন: উচ্চ-মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ কীভাবে অবস্থান করে?

উত্তর: কিছুটা উপরে ওঠে।

৩০৯. প্রশ্ন: নিম্ন-মধ্য স্বরধ্বনি কী কী?

উত্তর: [অ্যা], [অ]।

৩১০. প্রশ্ন: নিম্ন-মধ্য স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ কীভাবে অবস্থান করে?

উত্তর: কিছুটা নিচে নামে।

৩১১. প্রশ্ন: নিম্ন স্বরধ্বনি কী কী?

উত্তর: [আ]।

৩১২. প্রশ্ন: নিম্ন স্বরধ্বনি উচ্চারণের সময়ে জিভ কীভাবে অবস্থান করে?

উত্তর: জিভ নিচে নামে।

৩১৩. প্রশ্ন: [ই], [উ] স্বরধ্বনি কোন শ্রেণীতে পড়ে?

উত্তর: সংবৃত ও উচ্চ স্বরধ্বনি।

৩১৪. প্রশ্ন: [এ], [৩] স্বরধ্বনি কোন শ্রেণীতে পড়ে?

উত্তর: অর্ধ-সংবৃত ও উচ্চ-মধ্য স্বরধ্বনি।

৩১৫. প্রশ্ন: [অ্যা], [অ] স্বরধ্বনি কোন শ্রেণীতে পড়ে?

উত্তর: অর্ধ-বিবৃত ও নিম্ন-মধ্য স্বরধ্বনি।

৩১৬. প্রশ্ন: [আ] স্বরধ্বনি কোন শ্রেণীতে পড়ে?

উত্তর: বিবৃত ও নিম্ন স্বরধ্বনি।

৩১৭. প্রশ্ন: স্বরধ্বনি উচ্চারণের সময় ঠোঁট ও জিভের অবস্থান কোন বিষয় নির্ধারণ করে?

উত্তর: স্বরধ্বনি শ্রেণীবিন্যাস।

৩১৮. প্রশ্ন: বাংলা ভাষায় কোন স্বরধ্বনি উচ্চারণকালে জিহ্বা উচ্চ অবস্থানে থাকে?

উত্তর: উ। 

৩১৯. প্রশ্ন: দেশি শব্দ বলতে কী বোঝায়?

উত্তর: বাংলার অনার্য অধিবাসীদের ভাষা থেকে আগত শব্দ।

৩২০. প্রশ্ন: দেশি শব্দ বাংলায় কারা এনেছে?

উত্তর: অনার্য বা আদিম অধিবাসীরা।


শেষ কথাঃ

প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিশিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিকুইজ পরীক্ষার প্রস্তুতিকুইজ প্রতিযোগিতা প্রস্তুতি এবং ব্যাংক জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url