বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)

হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বিসিএস সাধারণ জ্ঞান (বাংলা সাহিত্য) সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ১৮১ থেকে ২৫০ পর্যন্ত সর্বমোট ৬৯টি বিসিএস পরীক্ষা প্রস্তুতিমুলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। আমার আজকের আর্টিকেলে যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য বলছি- ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্বভিত্তিক সিরিজ আর্টিকেলে এটা আমার ৪র্থ টিউটোরিয়াল। আপনাদের মধ্যে যারা আমার আগের আর্টিকেলটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার ৩য় আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এছাড়াও বিসিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক-

বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)
বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য)

৫০তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান (বাংলা ভাষা ও সাহিত্য) ৪র্থ পর্ব

১৮১. প্রশ্ন: 'তুরস্ক ভ্রমণ' গ্রন্থের রচয়িতা কে?

উত্তর: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী।

১৮২. প্রশ্ন: 'তুরস্ক ভ্রমণ' গ্রন্থটি কী ধরনের রচনা?

উত্তর: ভ্রমণকাহিনি।

১৮৩. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কখন তুরস্ক ভ্রমণ করেন?

উত্তর: ১৯১০ সালে।

১৮৪. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কেন তুরস্ক ভ্রমণে যান?

উত্তর: বঙ্গীয় প্রতিনিধি হিসেবে।

১৮৬. প্রশ্ন: 'তুরস্ক ভ্রমণ' গ্রন্থে কি বিষয়গুলো উঠে এসেছে?

উত্তর: তৎকালীন তুরস্কের সংস্কৃতি, সমাজ ও ঐতিহাসিক প্রেক্ষাপট।

১৮৭. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর জন্ম সাল ও স্থান?

 উত্তর: ১৮৮০ সালের ১৩ জুলাই, সিরাজগঞ্জ জেলা।

১৮৮. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর মৃত্যু কবে ঘটেছিল? 

উত্তর: ১৯৩১ সালের ১৭ জুলাই।

১৮৯. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর সাহিত্যিক পরিচয় কী?

উত্তর: লেখক, বাগ্মী ও কৃষক নেতা।

১৯০. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী কেন 'সিরাজী' উপাধি পেয়েছিলেন?

উত্তর: সিরাজগঞ্জে জন্ম হওয়ায়।

১৯১. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর রচিত একটি উপন্যাসের নাম বলুন।

উত্তর: রায়নন্দিনী (অন্যান্য; তারা-বাঈ, ফিরোজা বেগম, নূরুদ্দীন)।

১৯২. প্রশ্ন: সৈয়দ ইসমাইল হোসেন সিরাজীর একটি কাব্যগ্রন্থের নাম বলুন।

উত্তর: অনল প্রবাহ (অন্যান্য: আকাঙ্ক্ষা, উচ্ছ্বাস, উদ্বোধন, নব উদ্দীপনা, স্পেন বিজয় কাব্য)।

১৯৩. প্রশ্ন: 'তুরস্ক ভ্রমণ' কোন সাহিত্যের অংশ?

উত্তর: বাংলা ভ্রমণ সাহিত্যের।

১৯৪. প্রশ্ন: সৈয়দ মুজতবা আলীর বিখ্যাত ভ্রমণকাহিনী কোনটি?

উত্তর: দেশে বিদেশে।

১৯৫. প্রশ্ন: আবু জাফর শামসুদ্দীনের ছদ্মনাম কী ছিল?

উত্তর: অল্পদর্শী।

১৯৬. প্রশ্ন: শামসুদ্দীন আবুল কালামের একজন প্রধান পরিচয় কী?

উত্তর: কথাশিল্পী।

১৯৭. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের রচয়িতা কে?

উত্তর: সৈয়দ ওয়ালীউল্লাহ।

১৯৮. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' প্রকাশিত হয় কোন সালে?

উত্তর: ১৯৬৪ সালে।

১৯৯. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' কোন দর্শনের প্রতিফলন ঘটায়?

উত্তর: অস্তিত্ববাদী জীবনদর্শন।

২০০. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক কে?

উত্তর: আরেফ আলী।

২০১. প্রশ্ন: আরেফ আলীর পেশা কী ছিল?

উত্তর: স্কুল মাস্টার।

২০২. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের মূল প্রতিপাদ্য বিষয় কী?

উত্তর: ব্যক্তির অস্তিত্ব সংকট, নৈতিক দ্বন্দ্ব, একাকীত্ব ও জীবনের অর্থহীনতার অনুসন্ধান।

২০৩. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কোন শৈলী প্রধানভাবে ব্যবহৃত হয়েছে?

উত্তর: চেতনাপ্রবাহ শৈলী।

২০৪. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' কোন সমাজ ও জীবনের অসঙ্গতিকে তুলে ধরে?

উত্তর: সামন্ত-সমাজ প্রভাবিত গ্রামীণ জীবনের অসঙ্গতি ও মানুষের অন্তর্জীবনের জটিলতা।

২০৫. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসের নায়ক আরেফ আলীর প্রধান মানসিক অবস্থা কী?

উত্তর: মানসিক দ্বন্দ্ব ও অস্তিত্ব সংকট।

২০৬. প্রশ্ন: কোন সমালোচক 'চাঁদের অমাবস্যা' কে অস্তিত্ববাদী উপন্যাস হিসেবে চিহ্নিত করেছেন?

উত্তর: ড. আহমেদ মাওলা।

২০৭. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' কি মার্কসবাদী উপন্যাস?

উত্তর: না, এটি অস্তিত্ববাদী।

২০৮. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' কি পরাবাস্তববাদী উপন্যাস?

উত্তর: না, মূল দর্শন অস্তিত্ববাদী।

২০৯. প্রশ্ন: অস্তিত্ববাদী জীবনদর্শন কী বোঝায়?

উত্তর: ব্যক্তির স্বাধীনতা, অস্তিত্ব সংকট, নৈতিক দ্বন্দ্ব ও জীবনের অর্থ অনুসন্ধান।

২১০. প্রশ্ন: 'চাঁদের অমাবস্যা' উপন্যাসে কীভাবে অস্তিত্ববাদী দর্শন প্রকাশ পেয়েছে?

উত্তর: নায়ক আরেফ আলীর মানসিক যাত্রার মাধ্যমে সমাজের বাইরে নিজের অস্তিত্বের স্বাধীনতা ও সংকট অনুসন্ধানে।

২১১. প্রশ্ন: আল মাহমুদের প্রকৃত নাম কী?

উত্তর: মীর আবদুস শুকুর আল মাহমুদ।

২১২. প্রশ্ন: আল মাহমুদ কোথায় জন্মগ্রহণ করেন?

উত্তর: ব্রাহ্মণবাড়ীয়া জেলার মোড়াইল গ্রামে।

২১৩. প্রশ্ন: আল মাহমুদ কখন জন্মগ্রহণ করেন?

উত্তর: ১১ জুলাই ১৯৩৬।

২১৪. প্রশ্ন: আল মাহমুদ কোন পত্রিকার সম্পাদক ছিলেন? 

উত্তর: দৈনিক গণকণ্ঠ।

২১৫. প্রশ্ন: আল মাহমুদ প্রধানত কোন ধরনের কবিতা রচনা করেন?

উত্তর: নগরকেন্দ্রিক, ভাটি বাংলার জনজীবন ও চরাঞ্চলের জীবনচিত্র।

২১৬. প্রশ্ন: আল মাহমুদ রচিত শ্রেষ্ঠ কাব্যগ্রন্থের নাম কী?

উত্তর: সোনালী কাবিন (১৯৭৩)।

২১৭. প্রশ্ন: আল মাহমুদ কতজন কাব্যগ্রন্থ রচনা করেছেন?

উত্তর: অন্তত সাতটি গুরুত্বপূর্ণ কাব্যগ্রন্থ।

২১৮. প্রশ্ন: 'সোনালী কাবিন' কোন বছর প্রকাশিত হয়?

উত্তর: ১৯৭৩ সালে।

২১৯. প্রশ্ন: 'একুশের কবিতা' কোন কবির রচনা?

উত্তর: আল মাহমুদ।

২২০. প্রশ্ন: 'একুশের কবিতা' কোন দিবসকে স্মরণ করে লেখা?

উত্তর: ২১ ফেব্রুয়ারি, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস।

২২১. প্রশ্ন: 'একুশের কবিতা' কোন আবহে লেখা?

উত্তর: বৃষ্টি, বেদনা ও বলিদানের আবহে।

২২২. প্রশ্ন: আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থের মধ্যে একটি নাম বলুন।

উত্তর: কালের কলস।

২২৩. প্রশ্ন: আল মাহমুদ রচিত উপন্যাসের একটি নাম বলুন।

উত্তর: কাবিলের বোন।

২২৪. প্রশ্ন: আল মাহমুদ রচিত গল্পগ্রন্থের একটি নাম বলুন।

উত্তর: পানকৌড়ির রক্ত।

২২৫. প্রশ্ন: 'আল মাহমুদ' কবি কোন শতাব্দীর একজন প্রধান কবি? 

উত্তর: বিশ শতকের।

২২৬. প্রশ্ন: আল মাহমুদ কোন জেলার কবি হিসেবে সুপরিচিত?

উত্তর: ব্রাহ্মণবাড়ীয়া জেলার।

২২৭. প্রশ্ন: আল মাহমুদ রচিত কাব্যগ্রন্থ 'আরব্য রজনীর রাজহাঁস' কোন ধরনের কবিতা?

উত্তর: নৈরাশ্য ও প্রেমমিশ্র কবিতা।

২২৮. প্রশ্ন: আল মাহমুদ কাব্যের মূল উপাদান কী?

উত্তর: নদীনির্ভর জীবন, চরাঞ্চল, গ্রামীণ আবহ ও প্রেম-বিরহ।

২২৯. প্রশ্ন: আল মাহমুদ রচিত 'বখতিয়ারের ঘোড়া' কোন ধরনের গ্রন্থ? 

উত্তর: কাব্যগ্রন্থ।

২৩০. প্রশ্ন: আল মাহমুদ কাব্যের প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: ভাটি বাংলার জীবন ও চরাঞ্চলের সৌন্দর্য ও বেদনা প্রকাশ।

২৩১. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকের লেখক কে?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

২৩২. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকের মূল বিষয় কি?

উত্তর: অর্থলোভ ও প্রজাশোষণ বনাম প্রেম ও মানবিকতার যাত্রা।

২৩৩. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকের প্রধান দুটি চরিত্র?

উত্তর: নন্দিনী ও রঞ্জন।

২৩৪. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকে নন্দিনী কার প্রতীক?

উত্তর: প্রেম ও জীবনের প্রতীক।

২৩৫. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকের প্রাথমিক নাম কি ছিল?

উত্তর: যক্ষপুরী।

২৩৬. প্রশ্ন: 'রক্তকরবী' নাটক রচনা ও প্রকাশের সাল কী?

উত্তর: রচনা: বাংলা ১৩৩০ সন, প্রকাশ: আশ্বিন ১৩৩০ সন।

২৩৭. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকে শেষ পর্যন্ত কোন শক্তি জয়ী হয়?

উত্তর: মানুষের প্রাণশক্তি ও প্রেমের শক্তি।

২৩৮. প্রশ্ন: 'রক্তকরবী' নাটকের রচনার স্থান কোথায়?

উত্তর: শিলং-এর শৈলবাসে।

২৩৯. প্রশ্ন: বিষাদ-সিন্ধু' উপন্যাসের লেখক কে?

উত্তর: মীর মশাররফ হোসেন।

২৪০. প্রশ্ন: 'বিষাদ-সিন্ধু' উপন্যাস রচনার সময়কাল কত?

উত্তর: ১৮৮৫-১৮৯১ সাল।

২৪১. প্রশ্ন: 'বিষাদ-সিন্ধু' উপন্যাসের প্রধান বিষয় কি?

উত্তর: ইমাম হাসান-হোসেনের করুণ মৃত্যুকাহিনী ও কারবালার রক্তক্ষয়ী যুদ্ধ।

২৪২. প্রশ্ন: 'বিষাদ-সিন্ধু' উপন্যাসের কতটি পর্ব আছে?

উত্তর: তিনটি পর্ব মহরম পর্ব্ব, উদ্ধার পর্ব্ব, এজিদ বধ পর্ব্ব।

২৪৩. প্রশ্ন: মীর মশাররফ হোসেনের আত্মজীবনীমূলক রচনার একটি উদাহরণ বলুন।

উত্তর: উদাসীন পথিকের মনের কথা।

২৪৪. প্রশ্ন: 'উদাসীন পথিকের মনের কথা' গ্রন্থটি কোন রকম রচনা?

উত্তর: আত্মজীবনীমূলক ও উপন্যাসসুলভ সাহিত্যিক রচনা।

২৪৫. প্রশ্ন: মীর মশাররফ হোসেনের দ্বিতীয় স্ত্রীর নাম কী?

উত্তর: বিবি কুলসুম।

২৪৬. প্রশ্ন: মীর মশাররফ হোসেনের প্রথম স্ত্রীর নাম কী?

উত্তর: আজিজননেহার।

২৪৭. প্রশ্ন: 'কুলসুম জীবনী' গ্রন্থটি কোন বিষয়ে রচিত?

উত্তর: বিবি কুলসুমের জীবন ও চরিত্রের বর্ণনা।

২৪৮. প্রশ্ন: মীর মশাররফ হোসেনের 'গাজী মিয়াঁর বস্তানী' গ্রন্থের বিষয় কী?

উত্তর: সমাজের অন্যায়, দুর্নীতি ও মানুষের নৈতিক অবক্ষয়।

২৪৯. প্রশ্ন: রূপসী বাংলা' কাব্যগ্রন্থের লেখক কে?

উত্তর: জীবনানন্দ দাশ।

২৫০. প্রশ্ন: 'রূপসী বাংলা' কাব্যগ্রন্থটি কখন প্রকাশিত হয়?

উত্তর: ১৯৫৭ সালে, জীবনানন্দ দাশের মৃত্যুর তিন বছর পরে।


শেষ কথাঃ 

প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতিশিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতিকুইজ পরীক্ষার প্রস্তুতিকুইজ প্রতিযোগিতা প্রস্তুতি এবং ব্যাংক জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url