বিসিএস সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর ২০২৬
হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। তো প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বিসিএস সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ৬০টি বিসিএস পরীক্ষা প্রস্তুতিমুলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। আমার আজকের আর্টিকেলে যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য বলছি- ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্বভিত্তিক সিরিজ আর্টিকেলে এটা আমার তৃতীয় টিউটোরিয়াল। আপনাদের মধ্যে যারা আমার আগের আর্টিকেলটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার ২য় আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এছাড়াও বিসিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক-
![]() |
| ৫০ তম বিসিএস প্রস্তুতি: সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর (বাংলা ভাষা ও সাহিত্য) |
৫০তম বিসিএস প্রস্তুতি: বাংলা ভাষা ও সাহিত্য সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
১২১. প্রশ্ন: কামিনী রায়ের অন্যান্য কাব্যগ্রন্থে অন্তর্ভুক্ত 'শিশুকাব্য'?
উত্তর: গুঞ্জন।
১২২. প্রশ্ন: কামিনী রায়ের কাব্যধারার ভাষা?
উত্তর: সহজ, সরল, মানবিক, উপদেশমূলক।
১২৩. প্রশ্ন: কবিতায় কামিনী রায়ের প্রধান ভাব?
উত্তর: জীবনের মহৎ আদর্শ।
১২৪. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ গ্রন্থ?
উত্তর: যুগবাণী।
১২৫. প্রশ্ন: 'যুগবাণী' নিষিদ্ধ সাল?
উত্তর: ১৯২২।
১২৬. প্রশ্ন: 'যুগবাণী' নিষিদ্ধ তারিখ?
উত্তর: ২৩ নভেম্বর, ১৯২২।
১২৭. প্রশ্ন: 'যুগবাণী' নিষিদ্ধ প্রত্যাহার সাল?
উত্তর: ১৯৪৭ সালে।
১২৮. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের প্রথম নিষিদ্ধ কাব্যগ্রন্থ?
উত্তর: বিষের বাঁশি।
১২৯. প্রশ্ন: 'বিষের বাঁশি' নিষিদ্ধ তারিখ?
উত্তর: ২২ অক্টোবর, ১৯২৪।
১৩০. প্রশ্ন: 'বিষের বাঁশি' নিষিদ্ধ প্রত্যাহার সাল?
উত্তর: ২৭ এপ্রিল, ১৯৪৫।
১৩১. প্রশ্ন: আরেকটি একই বছরে নিষিদ্ধ কাব্যগ্রন্থ?
উত্তর: ভাঙার গান।
১৩২. প্রশ্ন: 'ভাঙার গান' নিষিদ্ধ তারিখ?
উত্তর: ১১ অক্টোবর, ১৯২৪।
১৩৩. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের চতুর্থ নিষিদ্ধ গ্রন্থ?
উত্তর: প্রলয়শিখা।
১৩৪. প্রশ্ন: 'প্রলয়শিখা' প্রকাশ সাল?
উত্তর: ১৯৩০।
১৩৫. প্রশ্ন: 'প্রলয়শিখা' নিষিদ্ধ তারিখ?
উত্তর: ১৭ সেপ্টেম্বর, ১৯৩০।
১৩৬. প্রশ্ন: 'প্রলয়শিখা'-তে নিষিদ্ধ কবিতার নামের মধ্যে একটি?
উত্তর: যতীন দাশ।
১৩৭. প্রশ্ন: কাজী নজরুল ইসলামের সর্বশেষ নিষিদ্ধ গ্রন্থ?
উত্তর: চন্দ্রবিন্দু।
১৩৮. প্রশ্ন: 'চন্দ্রবিন্দু' নিষিদ্ধ তারিখ?
উত্তর: ১৪ অক্টোবর, ১৯৩১।
১৩৯. প্রশ্ন: 'চন্দ্রবিন্দু' রচনার ধরন?
উত্তর: গীতিগ্রন্থ।
১৪০. প্রশ্ন: 'ধূমকেতু' পত্রিকায় কবিতা 'আনন্দময়ীর আগমনে' প্রকাশ সাল?
উত্তর: ১৯২২।
১৪১. প্রশ্ন: 'আনন্দময়ীর আগমনে' কবিতা প্রকাশের কারণে কারাদণ্ড?
উত্তর: ১ বছর।
১৪২. প্রশ্ন: নিষিদ্ধ হওয়া প্রথম কবিতা গ্রন্থের নাম?
উত্তর: যুগবাণী।
১৪৩. প্রশ্ন: নিষিদ্ধ হওয়ার শেষ গ্রন্থের নাম?
উত্তর: চন্দ্রবিন্দু।
১৪৪. প্রশ্ন: মোট কত গ্রন্থ নিষিদ্ধ হয়েছিল ১৯২২-১৯৩১ সালের মধ্যে?
উত্তর: ৫টি।
১৪৫. প্রশ্ন: 'যুগবাণী'-কে কেন নিষিদ্ধ করা হয়েছিল?
উত্তর: উগ্র জাতীয়তাবাদ প্রচার।
১৪৬. প্রশ্ন: 'রক্তকরবী' কী ধরনের রচনা?
উত্তর: সাংকেতিক নাটক।
১৪৭. প্রশ্ন: 'রক্তকরবী'-র রচয়িতা কে?
উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।
১৪৮. প্রশ্ন: 'রক্তকরবী'-তে কী কী বিষয় প্রতিফলিত হয়েছে?
উত্তর: ধনের উপর ধ্যান, শক্তির উপর প্রেম, মৃত্যুর উপর জীবনের জয়গান।
১৪৯. প্রশ্ন: 'রক্তকরবী'-এর প্রধান চরিত্রগুলো কী কী?
উত্তর: নন্দিনী, কিশোর, রঞ্জন।
১৫০. প্রশ্ন: 'রক্তকরবী' কোন রচনার মাধ্যমে মানুষের জীবন ও মূল্যবোধের কথা প্রকাশ করেছে?
উত্তর: নাটকের মাধ্যমে।
১৫১. প্রশ্ন: সেলিম আল দীন কোন নতুন শিল্পরীতি প্রবর্তন করেন?
উত্তর: দ্বৈতাদ্বৈতবাদী শিল্পরীতি।
১৫২. প্রশ্ন: 'দ্বৈতাদ্বৈতবাদী শিল্পতত্ত্ব' কীভাবে বাঙালির নন্দনতত্ত্বের সাথে যুক্ত?
উত্তর: বাঙালির সহস্র বছরের নন্দনতত্ত্বের আলোকে পাশ্চাত্য শিল্পের বিভাজন অস্বীকার করে।
১৫৩. প্রশ্ন: দ্বৈতাদ্বৈতবাদী রীতিতে লেখা নাটকে কী উঠে আসে?
উত্তর: নিচুতলার মানুষের সামাজিক নৃতাত্ত্বিক পট ও বহুস্তরিক বাস্তবতা।
১৫৪. প্রশ্ন: 'বুদ্ধির মুক্তি' আন্দোলনের অন্যতম পথিকৃৎ কে?
উত্তর: আবুল ফজল।
১৫৫. প্রশ্ন: আবুল ফজলকে কী নামে অভিহিত করা হয়?
উত্তর: মুক্ত বুদ্ধির চির সজাগ প্রহরী।
১৫৬. প্রশ্ন: আবুল ফজল কোন পত্রিকার সম্পাদক ছিলেন?
উত্তর: শিখা পত্রিকা।
১৫৭. প্রশ্ন: আবুল ফজল কোন ধরনের রচনায় পারদর্শী ছিলেন?
উত্তর: প্রবন্ধ রচনায়।
১৫৮. প্রশ্ন: 'একুশ মানে মাথা নত না করা' এই পঙক্তি কী প্রকাশ করে?
উত্তর: বাঙালির প্রকৃত বিদ্রোহী মনোভাব।
১৫৯. প্রশ্ন: আবুল ফজলের বিখ্যাত প্রবন্ধগুলোর মধ্যে কিছু নাম বলুন।
উত্তর: বিচিত্র কথা, বিদ্রোহী কবি নজরুল, মানবতন্ত্র রবীন্দ্র প্রসঙ্গ, একুশ মানে মাথা নত না করা, শেখ মুজিব: তাঁকে যেমন দেখিছি।
১৬০. প্রশ্ন: 'কবর' কবিতার রচয়িতা?
উত্তর: জসীম উদ্দীন
১৬১. প্রশ্ন: 'কবর' কবিতা অন্তর্ভুক্ত কাব্যগ্রন্থ?
উত্তর: রাখালী
১৬২. প্রশ্ন: 'রাখালী' প্রকাশ সাল?
উত্তর: ১৯২৭
১৬৩. প্রশ্ন: 'কবর' কবিতা প্রথম কোথায় প্রকাশিত?
উত্তর: কল্লোল পত্রিকা।
১৬৪. প্রশ্ন: 'কবর' কবিতার প্রধান বিষয়?
উত্তর: প্রিয়জন হারানোর বেদনা
১৬৫. প্রশ্ন: 'কবর' কবিতায় কাহিনীর কেন্দ্রীয় চরিত্র কোন ধরনের ব্যক্তি?
উত্তর: গ্রামীণ বৃদ্ধ
১৬৬. প্রশ্ন: জসীম উদ্দীনের জন্ম সাল?
উত্তর: ১৯০৩।
১৬৭. প্রশ্ন: জসীম উদ্দীনেরজন্মস্থান?
উত্তর: ফরিদপুর, তাম্বুলখানা গ্রাম।
১৬৮. প্রশ্ন: 'রাখালী' গ্রন্থে মোট কত কবিতা আছে?
উত্তর: ১৯টি।
১৬৯. প্রশ্ন: 'রাখালী' গ্রন্থের প্রথম কবিতা?
উত্তর: রাখালী।
১৭০. প্রশ্ন: জসীম উদ্দীনের প্রধান পরিচয়?
উত্তর: কবি, ঔপন্যাসিক, গীতিকার, নাট্যকার, স্মৃতিকথক।
১৭১. প্রশ্ন: জসীম উদ্দীনের বিখ্যাত কাব্যগুলোর মধ্যে একটি?
উত্তর: নকশী কাঁথার মাঠ।
১৭২. প্রশ্ন: জসীম উদ্দীনের অন্যান্য কাব্যগ্রন্থের সংখ্যা?
উত্তর: ১০টি (প্রধান)।
১৭৩. প্রশ্ন: জসীম উদ্দীনের একটি নাটকের নাম?
উত্তর: পদ্মাপার।
১৭৪. প্রশ্ন: জসীম উদ্দীনের একটি ভ্রমণ কাহিনি?
উত্তর: চলে মুসাফির।
১৭৫. প্রশ্ন: 'কবর' কবিতায় ব্যবহৃত ছন্দ?
উত্তর: মাত্রাবৃত্ত।
১৭৬. প্রশ্ন: জসীম উদ্দীনের গান-কাব্যের শ্রেষ্ঠ নিদর্শন?
উত্তর: নকশী কাঁথার মাঠ, সোজন বাদিয়ার ঘাট।
১৭৭. প্রশ্ন: জসীম উদ্দীনের রচিত নাটকের সংখ্যা?
উত্তর: ৩টি (প্রধান)।
১৭৮. প্রশ্ন: সাহিত্যের রূপ ও রীতির বিচারে ব্যতিক্রমী সাহিত্য কী?
উত্তর: বাংলা কাব্য।
১৭৯. প্রশ্ন: 'দিবারাত্রির কাব্য' রচনা করেন কে?
উত্তর: মানিক বন্দ্যোপাধ্যায়।
১৮০. প্রশ্ন: 'দিবারাত্রির কাব্য' উপন্যাস কত সালে প্রকাশিত হয়?
উত্তর: ১৯৩৫।
১৮১. প্রশ্ন: 'দিবারাত্রির কাব্য' উপন্যাসের প্রধান চরিত্র কারা?
উত্তর: হেরম্ব ও আনন্দ।
১৮২. প্রশ্ন: 'শেষের কবিতা' প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯২৯।
১৮৩. প্রশ্ন: 'শেষের কবিতা' কোন ধরনের সাহিত্য?
উত্তর: রোমান্টিক-মনস্তাত্ত্বিক কাব্যোপন্যাস।
১৮৪. প্রশ্ন: 'শেষের কবিতা' কোন শতকের বাংলা সাহিত্যের জীবনকথা তুলে ধরে?
উত্তর: বিংশ শতক।
১৮৫. প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসের লেখক কে?
উত্তর: হুমায়ুন কবির।
১৮৬. প্রশ্ন: 'নদী ও নারী' প্রথম রচনা হয় কোন ভাষায়?
উত্তর: ইংরেজি।
১৮৭. প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসটি প্রথম প্রকাশিত হয় কত সালে?
উত্তর: ১৯৪৫ (ইংরেজিতে), বাংলা সংস্করণ ১৯৫২ সালে।
১৮৮. প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসের মূল বিষয় কী?
উত্তর: বাংলাদেশের বাঙালি মুসলমান কৃষিশ্রমজীবীর জীবনচিত্র।
১৮৯. প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাস কোন অঞ্চলের মানুষের জীবন তুলে ধরে?
উত্তর: পদ্মাবিধৌত ফরিদপুর অঞ্চল।
১৮০. প্রশ্ন: 'নদী ও নারী' উপন্যাসে নদী ও নারীর প্রতীকিকতা কী?
উত্তর: জীবনকে গভীরভাবে আলোড়িত করা।
শেষ কথাঃ
প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, কুইজ পরীক্ষার প্রস্তুতি, কুইজ প্রতিযোগিতা প্রস্তুতি এবং ব্যাংক জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
