বিসিএস সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। তো প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো বিসিএস সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী) সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ ৬০টি বিসিএস পরীক্ষা প্রস্তুতিমুলক সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে। আমার আজকের আর্টিকেলে যারা নতুন আসছেন তাদের অবগতির জন্য বলছি- ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে পর্বভিত্তিক সিরিজ আর্টিকেলে এটা আমার  দ্বিতীয় টিউটোরিয়াল। আপনাদের মধ্যে যারা আমার ১ম আর্টিকেলটি পড়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর আজ যারা নতুন তাদেরকে বলবো আপনারা চাইলে আমার আগের আর্টিকেলটি পড়ে আসতে পারেন। এছাড়াও বিসিএস সম্পর্কে আরও নতুন নতুন তথ্যের জন্য আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল ভিজিট করতে পারেন। তাহলে চলুন আজকের টিউটোরিয়াল শুরু করা যাক-

বিসিএস সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)
বিসিএস সাধারণ জ্ঞান (বাংলাদেশ বিষয়াবলী)

৬১. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুর চণ্ডীদাসকে কী নামে অভিহিত করেছেন? 

উত্তর: দুঃখের কবি

৬২. প্রশ্ন: রবীন্দ্রনাথ ঠাকুরের মতে চণ্ডীদাসের বিশেষ গুণ কী?

উত্তর: সহজ ভাষায় সহজ ভাবের কবি হওয়া

৬৩. প্রশ্ন: গৌড়ী প্রাকৃত কী?

উত্তর: গৌড় অঞ্চলের সাধারণ মানুষের মুখের ভাষা

৬৪. প্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে?

উত্তর: গৌড়ীয় প্রাকৃত

৬৫. প্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষা কবে জন্ম নেয়?

উত্তর: ৬৫০ খ্রিষ্টাব্দের কাছাকাছি

৬৬. প্রশ্ন: গৌড়ীয় প্রাকৃত থেকে বাংলা ভাষা কোন ধাপে আসে?

উত্তর: গৌড়ী অপভ্রংশ বঙ্গকামরূপী ভাষা বাংলা সমস্যা।

৬৭. প্রশ্ন: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়র মতে বাংলা ভাষার উৎপত্তি কোথা থেকে?

উত্তর: মাগধী প্রাকৃত

৬৮. প্রশ্ন: ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়র মতে বাংলা ভাষা কবে জন্ম নেয়?

উত্তর: ১০০-৯৫০ খ্রিষ্টাব্দের মধ্যে/ খ্রিষ্টীয় দশম শতকে।

৬৯. প্রশ্ন: ড. মুহম্মদ শহীদুল্লাহর মতে বাংলা ভাষার উৎপত্তি কত শতকে?

উত্তর: সপ্তম শতকে। 

৭০. প্রশ্ন: বাংলা ভাষার প্রাচীন যুগের কালসীমা?

উত্তর: ৬৫০ (মতান্তরে ১৫০) থেকে ১২০০ সাল

৭১. প্রশ্ন: বাংলা ভাষার মধ্যযুগের কালসীমা কত?

উত্তর: ১২০০-১৮০০ সাল

৭২. প্রশ্ন: বাংলা ভাষার আধুনিক যুগের কালসীমা কত?

উত্তর: ১৮০০-বর্তমান।

৭৩. প্রশ্ন: বাংলা ভাষার সন্ধিযুগের কালসীমা কত?

উত্তর: ১২০১-১৩৫০ সাল।

৭৪. প্রশ্ন: সন্ধিযুগকে আর কী নামে বলা হয়?

উত্তর: “অন্ধকার যুগ” বা “বন্ধ্যা যুগ” বলা হয়।

৭৫. প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি সরাসরি কোন ভাষা থেকে হয়নি?

উত্তর: সংস্কৃত

৭৬. প্রশ্ন: বাংলা ভাষার উৎপত্তি বিষয়ক দুটি প্রধান মতবাদ কারা দিয়েছেন?

উত্তর: ড. মুহম্মদ শহীদুল্লাহ ও ড. সুনীতিকুমার চট্টোপাধ্যায়

৭৭. প্রশ্ন: গৌড়ী প্রাকৃত ও মাগধী প্রাকৃত কোন বিষয়ে বিতর্ক সৃষ্টি করেছে?

উত্তর: বাংলা ভাষার উৎপত্তি।

৭৮. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যকে বাংলা সাহিত্যে কেন বিশেষ গুরুত্ব দেওয়া হয়?

উত্তর: এটি বাংলা সাহিত্যের মধ্যযুগের প্রথম কাব্য হিসেবে স্বীকৃত।

৭৯. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" পুঁথিটি প্রথম কোথায় আবিষ্কার হয় এবং কোন বছর?

উত্তর: ১৯০৯ সালে পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার কাকিল্যা গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের বাড়ির গোয়ালঘর থেকে আবিষ্কার হয়।

৮০. প্রশ্ন: বর্ণপরিচয়' কার রচনা?

উত্তর: ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান ৫০তম বিসিএস প্রস্তুতি 

৮১. প্রশ্ন: 'সহজ পাঠ' কার লেখা?

উত্তর: রবীন্দ্রনাথ ঠাকুর।

৮২. প্রশ্ন: বন্দে আলী মিয়ার শিশুসাহিত্যের কিছু রচনা কী কী?

উত্তর: চোর জামাই, মেঘকুমারী, বাঘের ঘরে ঘোগের বাসা, সোনার হরিণ, শিয়াল পন্ডিতের পাঠশালা, কুঁচবরণ কন্যা, সাত রাজ্যের গল্প।

৮৩. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" পুথি গ্রন্থাকারে প্রথম প্রকাশিত হয় কখন এবং কার সম্পাদনায়?

উত্তর: ১৯১৬ সালে বঙ্গীয় সাহিত্য পরিষৎ থেকে বসন্তরঞ্জন রায়ের সম্পাদনায় প্রকাশিত হয়।

৮৪. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের কবি হিসেবে কোন ব্যক্তিকে গ্রহণ করা হয়?

উত্তর: বড়ু চণ্ডীদাসকে কবি হিসেবে গ্রহণ করা হয়।

৮৫. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের বিষয়বস্তু কী?

উত্তর: রাধা-কৃষ্ণের প্রণয়লীলা।

৮৬. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যের প্রধান তিনটি চরিত্র কী কী?

উত্তর: কৃষ্ণ, রাধা, বড়ায়ি।

৮৭. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে কয়টি খণ্ড আছে এবং সেগুলো কী কী?

উত্তর: মোট ১৩টি খণ্ড জন্মখণ্ড, তাম্বুলখণ্ড, দানখণ্ড, নৌকাখণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবনখণ্ড, কালিয়দমনখণ্ড, যমুনাখণ্ড, হারখণ্ড, বাণখণ্ড, বংশীখণ্ড ও রাধাবিরহ।

৮৮. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" কাব্যে কোন খণ্ড নেই?

উত্তর: প্রণয় খণ্ড।

৮৯. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" পুথিতে কতটি পদ এবং সংস্কৃত শ্লোক আছে?

উত্তর: মোট ৪১৮টি পদ ও ১৬১টি সংস্কৃত শ্লোক।

৯০. প্রশ্ন: "শ্রীকৃষ্ণকীর্তন" পুথির মোট পৃষ্ঠার সংখ্যা কত?

উত্তর: ৪৫২টি পৃষ্ঠা, যার মধ্যে ৪৫টি নষ্ট হওয়ায় প্রাপ্ত পৃষ্ঠার সংখ্যা ৪০৭।

৯১. প্রশ্ন: কাব্যের প্রধান ঘাত-প্রতিঘাত ও বৈশিষ্ট্য কী কী?

উত্তর: বাক-বিতণ্ডা, রাগ-দ্বেষ, গীতিরস, গতিশীলতা ও নাট্যরস।

৯২. প্রশ্ন: "লুই ভণই গুরু পূছিঅ জাণ"-এর রচয়িতা কে?

উত্তর: লুইপা।

৯৩. প্রশ্ন: এই পঙ্ক্তিটির আধুনিক অর্থ কী?

উত্তর: গুরুকে জিজ্ঞাসা করে জানো।

৯৪. প্রশ্ন: লুইপা কোন যুগে জীবন যাপন করেছিলেন?

উত্তর: ৭৩০-৮১০ খ্রিষ্টাব্দে, রাজা ধর্মপালের সময়কাল।

৯৫. প্রশ্ন: লুইপাকে আদি সিদ্ধাচার্য বলা হয় কেন?

উত্তর: অনেক পণ্ডিত ও সংস্কৃত টীকাকার মুনি দত্ত লুইপাকে আদি সিদ্ধাচার্য মনে করেন; তবে তারানাথের মতে তিনি চতুর্থ সিদ্ধাচার্য।

৯৬. প্রশ্ন: লুইপা কোন ধর্মীয় গোষ্ঠীর অন্তর্ভুক্ত ছিলেন বলে কিছু পণ্ডিত মনে করেন?

উত্তর: শবরপা ও ধীবর সম্প্রদায়ের।

৯৭. প্রশ্ন: লুইপাকে আদি সিদ্ধাচার্য বলা হয় কেন?

উত্তর: অনেক পণ্ডিত ও মুনি দত্ত তাকে আদি সিদ্ধাচার্য মনে করেন।

৯৮. প্রশ্ন: তারানাথের মতে লুইপা কোন সিদ্ধাচার্য ছিলেন?

উত্তর: চতুর্থ সিদ্ধাচার্য।

৯৯. প্রশ্ন: লুইপা কোন রাজ্যের সচিব ছিলেন বলে রাহুল সাংস্কৃত্যায়ন মনে করেন?

উত্তর: রাজা ধর্মপালের সচিব।

১০০. প্রশ্ন: লুইপাকে বাঙালি মনে করেন কারা?

উত্তর: হরপ্রসাদ শাস্ত্রী।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান বিসিএস বাছাই পরীক্ষা

১০১. প্রশ্ন: তন্ত্রশাস্ত্রে লুইপার অন্য নাম কী?

উত্তর: মীননাথ বা মৎস্যেন্দ্রনাথ।

১০২. প্রশ্ন: লুইপা কোন সম্প্রদায়ের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন বলে মনে করা হয়?

উত্তর: শবরপা।

১০৩. প্রশ্ন: লুইপা কোন রাজ্যের অধিবাসী বলে দাবী করা হয় হিন্দিভাষীদের দ্বারা?

উত্তর: মগধ বা বিহার।

১০৪. প্রশ্ন: 'আলালের ঘরের দুলাল' রচয়িতা?

উত্তর: প্যারীচাঁদ মিত্র

১০৫. প্রশ্ন: 'আলালের ঘরের দুলাল' প্রকাশিত সাল?

উত্তর: ১৮৫৮

১০৬. প্রশ্ন: 'আলালীর ভাষা' অর্থ?

উত্তর: কথ্যভঙ্গির গদ্য

১০৭. প্রশ্ন: প্যারীচাঁদ মিত্রের জন্ম সাল?

উত্তর: ১৮১৪

১০৮. প্রশ্ন: প্যারীচাঁদ মিত্রের শিক্ষার সূত্রপাত?

উত্তর: পারিবারিক পরিমণ্ডল

১০৯. প্রশ্ন: বাংলা গদ্যের নতুন ভঙ্গি প্রবর্তক?

উত্তর: প্যারীচাঁদ মিত্র

১১০. প্রশ্ন: প্যারীচাঁদ মিত্রের দ্বিতীয় গ্রন্থ?

উত্তর: মদ খাওয়া বড় দায়, জাত থাকার কি উপায়

১১১. প্রশ্ন: প্যারীচাঁদ মিত্রের সাহিত্য ক্ষেত্র?

উত্তর: উপন্যাস, প্রবন্ধ, নাটক, নারীশিক্ষা

১১২. প্রশ্ন: 'সকলের তরে সকলে আমরা...' পঙক্তি কোন কবিতার?

উত্তর: সুখ

১১৩. প্রশ্ন: 'সুখ' কবিতার রচয়িতা?

উত্তর: কামিনী রায়।

১১৪. প্রশ্ন: 'সুখ' কবিতা অন্তর্ভুক্ত কাব্যগ্রন্থের নাম?

উত্তর: আলো ও ছায়া

১১৫. প্রশ্ন: আলো ও ছায়া' প্রকাশ সাল?

উত্তর: ১৮৮৯।

১১৬. প্রশ্ন: কামিনী রায়ের জন্ম সাল?

উত্তর: ১৮৬৪

১১৭. প্রশ্ন: কামিনী রায়ের ছদ্মনাম?

উত্তর: জনৈক বঙ্গমহিলা

১১৮. প্রশ্ন: কলকাতা বিশ্ববিদ্যালয়ের কোন পদকে সম্মানিত করেন?

উত্তর: জগত্তারিণী পদক

১১৯. প্রশ্ন: 'সুখ' কবিতায় প্রধান বিষয়?

উত্তর: পরার্থপরতা ও সামাজিক সম্প্রীতি

১২০. প্রশ্ন: 'আলো ও ছায়া' গ্রন্থের ভূমিকা লেখেন?

উত্তর: হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়।


শেষ কথাঃ 

প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে বলা যায় যে, ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতির পাশাপাশি যারা বিভিন্ন ধরনের বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার প্রস্তুতি, শিক্ষক নিবন্ধন পরীক্ষার প্রস্তুতি, কুইজ পরীক্ষার প্রস্তুতি, কুইজ প্রতিযোগিতা প্রস্তুতি এবং ব্যাংক জব এর জন্য প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের আর্টিকেল খুবই গুরুত্বপূর্ণ। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। 


Next Post Previous Post
No Comment
Add Comment
comment url