বিসিএস সাধারণ জ্ঞান। BCS General Knowledge

হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো ৫০তম বিসিএস পরীক্ষার সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো। বিসিএস সাধারণ জ্ঞান এই টপিকের উপর আমি বেশ কিছু BCS সাধারণ জ্ঞান প্রশ্নোত্তরের আলোকে একটি সিরিজ আর্টিকেল লিখেছি। আজকের আর্টিকেলটি হচ্ছে তার প্রথম টিউটোরিয়াল। আপনি বা আপনার ভাই ভাতিজা অথবা আপনার ছেলে-মেয়েদের মধ্যে যারা ৫০তম বিসিএস প্রস্তুতি নিচ্ছেন তাদের জন্য আজকের টিউটোরিয়াল খুবই গুরুত্বপূর্ণ। আমি পর্বভিত্তিক নিয়মিতভাবে বিসিএস পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সকল বিষয়ে ক্রমান্বয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। তাহলে চলুন শুরু করা যাক-

বিসিএস পরীক্ষার প্রস্তুতি: সাধারণ জ্ঞান বাংলাদেশ বিষয়াবলী
সাধারণ জ্ঞানঃ ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

সাধারণ জ্ঞানঃ ৫০তম বিসিএস পরীক্ষার প্রস্তুতি

১. প্রশ্ন: বাংলা সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কোনটি?

উত্তর: চর্যাপদ।

২. প্রশ্ন: চর্যাপদের বিষয়বস্তু কী?

উত্তর: বৌদ্ধ ধর্মমতের সাধন ভজনের তত্ত্বপ্রকাশ।

৩. প্রশ্ন: চর্যাপদের কবিরা কারা ছিলেন?

উত্তর: সহজঘানী বৌদ্ধ।

৪. প্রশ্ন: চর্যাপদে প্রধানত কী প্রকাশ পেয়েছে?

উত্তর: ধর্ম, তত্ত্ব, সাধনা ও ভক্তি।

৫. প্রশ্ন: শূন্যপুরাণ কী?

উত্তর: বাংলা সাহিত্যের অন্ধকার যুগের সাহিত্যকর্ম।

৬. প্রশ্ন: শূন্যপুরাণের রচয়িতা কে?

উত্তর: রামাই পন্ডিত।

৭. প্রশ্ন: শূন্যপুরাণের ধরণ কী?

উত্তর: পদ্য মিশ্রিত চম্পুকাব্য।

৮. প্রশ্ন: শূন্যপুরাণ বাংলা সাহিত্যের কোন যুগের সাহিত্য?

উত্তর: অন্ধকার যুগ।

৯. প্রশ্ন: শূন্যপুরাণে কোন সাহিত্যের ধারা প্রতিফলিত?

উত্তর: পদ্য ও গদ্য মিশ্রিত চম্পুকাব্য ধারা।

১০. প্রশ্ন: সপ্তদশ শতকের মুসলিম কবি আবদুল হাকিমের কতটি কাব্যগ্রন্থ আছে?

উত্তর: পাঁচটি।

১১. প্রশ্ন: আবদুল হাকিমের কোন কাব্যগ্রন্থের মধ্যে 'বঙ্গবাণী' কবিতা আছে?

উত্তর: নূরনামা।

১২. প্রশ্ন: 'যে সব বঙ্গেত জন্মি হিংসে বঙ্গবাণী সে সব কাহার জন্ম নির্ণয় ন জানি' এই কবিতাংশটি কোন কাব্যগ্রন্থ থেকে নেওয়া?

উত্তর: নূরনামা।

১৩. প্রশ্ন: আবদুল হাকিম কোন শতকে সক্রিয় ছিলেন?

উত্তর: সপ্তদশ শতকে।

১৪. প্রশ্ন: নূরনামা কোন ধরণের সাহিত্যকর্ম?

উত্তর: ইসলামি ধর্মমতে রচিত কাব্যগ্রন্থ।

১৫. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের রচয়িতা কে?

উত্তর: আলাওল।

১৬. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্য কবে রচিত হয়?

উত্তর: ১৬৫১ সালে।

১৭. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্য কিসের অনুবাদ?

উত্তর: মালিক মুহাম্মদ জায়সীর 'পদুমাবত' কাব্য।

১৮. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের রচনার নির্দেশ কে দিয়েছিলেন?

উত্তর: আরাকান রাজ সাদ থদোমিস্তা।

১৯. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যে আলাওল কী ধরনের জীবনের বিবরণ দিয়েছেন?

উত্তর: ব্যক্তিগত জীবন ও অভিজ্ঞতার প্রতিফলন।

২০. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যে কতটি পর্ব আছে?

উত্তর: দুটি পর্ব।

আরও পড়ুনঃ বিসিএস বাছাই পরীক্ষার প্রস্তুতি সম্পর্কে সাধারণ জ্ঞান 

২১. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের প্রথম পর্বে কী ঘটনা বর্ণিত?

উত্তর: চিতোররাজ রত্নসেনের পদ্মাবতী লাভের অভিযান।

২২. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের দ্বিতীয় পর্বে কী ঘটনা বর্ণিত?

উত্তর: দিল্লির সুলতান আলাউদ্দিন খিলজির ব্যর্থ অভিযান।

২৩. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যে আলাওল কী ভাষায় লিখেছেন?

উত্তর: মধ্যযুগীয় বাংলা ভাষায়।

২৪. প্রশ্ন: আলাওলের বিখ্যাত গ্রন্থের একটি নাম বলুন।

উত্তর: পদ্মাবতী (অন্যান্য: তোহফা, সপ্তপয়কার, সিকান্দরনামা)।

২৫. প্রশ্ন: আলাওল কোন যুগের বাংলা সাহিত্যের প্রধান কবি?

উত্তর: মধ্যযুগীয় বাংলা সাহিত্যের।

২৬. প্রশ্ন: 'পদ্মাবতী' কাব্যের একটি প্রসিদ্ধ পঙ্ক্তি বলুন।

উত্তর: "মুলুক ফতেয়াবাদ গৌড়েতে প্রধান।"

২৭. প্রশ্ন: আলাওলের 'পদ্মাবতী' নাটকের আধুনিক রূপ রচনা করেন কে?

উত্তর: মাইকেল মধুসূদন দত্ত।

২৮. প্রশ্ন: 'হপ্তপয়কর' কাব্যের রচয়িতা কে?

উত্তর: আলাওল।

২৯. প্রশ্ন: 'সিকান্দরনামা' কাব্যটি কোন বছরের?

উত্তর: ১৬৭৩ সালে।

৩০. প্রশ্ন: 'তোহফা' কাব্যের প্রকৃতি কী?

উত্তর: ধর্মীয় ও নৈতিক কাব্য।

৩১. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের রচয়িতা কে?

উত্তর: ভারতচন্দ্র রায়গুণাকর।

৩২. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্য কখন রচিত হয়?

উত্তর: ১৭৫২-৫৩ সালে।

৩৩. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের প্রধান ঐতিহাসিক চরিত্র দু'টি কী কী?

উত্তর: মানসিংহ ও ভবানন্দ।

৩৪. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের কতটি খণ্ড আছে?

উত্তর: তিনটি খণ্ড।

৩৫. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের খণ্ডগুলোর নাম কী কী?

উত্তর: শিবনারায়ণ, কালিকামঙ্গল, মানসিংহ-ভবানন্দ খণ্ড।

৩৬. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের প্রধান চরিত্রদের মধ্যে একটি চরিত্রের নাম বলুন।

উত্তর: বিদ্যাসুন্দর (অন্যভাবে: মালিনী, ঈশ্বরী পাটনী)।

৩৭. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের বিশেষ বৈশিষ্ট্য কী?

উত্তর: ছন্দ ও অলঙ্কারের সুদক্ষ প্রয়োগ।

৩৮. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যে ঐতিহাসিক প্রেক্ষাপটে মানসিংহের ভূমিকা কী?

উত্তর: মুঘল সম্রাট আকবরের সেনাপতি হিসেবে বাংলায় অভিযান পরিচালনা করা।

৩৯. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের প্রসিদ্ধ একটি পঙ্ক্তিক্ত বলুন।

উত্তর: "আমার সন্তান যেন থাকে দুধে ভাতে।"

৪০. প্রশ্ন: 'অন্নদামঙ্গল' কাব্যের সমালোচক অধ্যাপক অসিতকুমার বন্দ্যোপাধ্যায়ের মতে এর গুরুত্ব কী?

উত্তর: অষ্টদশ শতাব্দীর সর্বশ্রেষ্ঠ কাব্য এবং বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য গ্রন্থ।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতার প্রশ্ন ও উত্তর

৪১. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজ কত সালে প্রতিষ্ঠিত হয়েছিল?

উত্তর: ১৮০০ সালে।

৪২. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা বিভাগ কত সালে প্রবর্তিত হয়?

উত্তর: ১৮০১ সালে।

৪৩. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের অধিকাংশ গ্রন্থ কী ধরনের ছিল?

উত্তর: সংস্কৃত বইয়ের অনুবাদ।

৪৪. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য রচনার নেতৃত্বে ছিলেন কে?

উত্তর: উইলিয়াম কেরি।

৪৫. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্যের জন্য প্রধান উৎস কোন ভাষা ছিল?

উত্তর: সংস্কৃত

৪৬. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে রচিত বাংলা গ্রন্থগুলোর প্রধান বৈশিষ্ট্য কী?

উত্তর: সংস্কৃত শৈলী ও গাম্ভীর্য

৪৭. প্রশ্ন: 'হিতোপদেশ' (১৮০২) কে রচনা করেছিলেন?

উত্তর: গোলকনাথ শর্মা

৪৮. প্রশ্ন: 'বত্রিশ সিংহাসন' কে রচনা করেছিলেন?

উত্তর: মৃত্যুঞ্জয় বিদ্যালঙ্কার

৪৯. প্রশ্ন: 'রাজা প্রতাপাদিত্য চরিত্র' কে রচনা করেছিলেন?

উত্তর: রামরাম বসু। 

৫০. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজে বাংলা গদ্য রচনায় কোন ভাষার প্রভাব দেখা যায়?

উত্তর: সংস্কৃত

৫১. প্রশ্ন: ফোর্ট উইলিয়াম কলেজের প্রবর্তনের উদ্দেশ্য কী ছিল?

উত্তর: ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্মচারীদের দেশীয় ভাষায় শিক্ষা দেওয়া

৫২. প্রশ্ন: 'এমন পিরীতি কভু নাহি দেখি শুনি...' পঙ্ক্তি কার রচনা? 

উত্তর: চণ্ডীদাস

৫৩. প্রশ্ন: চণ্ডীদাস কোন ধরনের কবি ছিলেন?

উত্তর: বৈষ্ণব কবি

৫৪. প্রশ্ন: চণ্ডীদাসের পদাবলি থেকে শিক্ষিত বাঙালি কী পেয়েছে?

উত্তর: বৈষ্ণব সাহিত্যের রস ও আনন্দ

৫৫. প্রশ্ন: চণ্ডীদাস রাধাকে কেমন চরিত্রে উপস্থাপন করেছেন?

উত্তর: কৃষ্ণপ্রেমে আত্মহারারূপে

৫৬. প্রশ্ন: রাধার চরিত্রে কোন অনুভূতি প্রধান?

উত্তর: বিচ্ছেদের বেদনা

৫৭. প্রশ্ন: চণ্ডীদাস রাধার প্রেমকে কীভাবে বর্ণনা করেছেন?

উত্তর: কামগন্ধহীন, সহজ সরল ভাষায়, ছন্দে ও অলঙ্কারে

৫৮. প্রশ্ন: চণ্ডীদাস বাংলা সাহিত্যে কোন যুগের কবি?

উত্তর: চৈতন্যপূর্ব যুগ

৫৯. প্রশ্ন: চণ্ডীদাসকে বাংলা ভাষায় কী বলা হয়?

উত্তর: প্রথম মানবতাবাদী কবি

৬০. প্রশ্ন: চণ্ডীদাস কী বাণী কাব্যে প্রকাশ করেছেন?

উত্তর: "শুনহ মানুষ ভাই/ সবার উপরে মানুষ সত্য তাহার উপর নাই"


শেষ কথাঃ

প্রিয় পাঠক, আলোচনার পরিশেষে এসে বলা যায় যে, উপরোক্ত আলোচনায় আমি BCS প্রস্তুতি বাংলা সম্পর্কে ৬০টি bcs সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর আলোচনা করেছি। ইনশাআল্লাহ আগামী টিউটোরিয়ালে আবার bcs sadharon ggan দ্বিতীয় পর্ব নিয়ে কথা বলবো। বিসিএস পরীক্ষা সংক্রান্ত বিষয়ে জানতে 'এডুকেশন বিডি ব্লগ' এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।। 

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url