সাধারণ জ্ঞান কুইজ। ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা।

হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন।বরাবরের মতোই আবারো আমি আজ আপনাদের সাথে আছি সাধারণ জ্ঞান কুইজ বা সাধারণ জ্ঞান MCQ প্রশ্ন উত্তর আর্টিকেল নিয়ে। আশা করি আপনারা সকলে জানেন আমি বেশ কিছুদিন ধরে পর্বভিত্তিক ভাবে আলোচনা করে যাচ্ছি প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে। আজ এই আলোচনার চতুর্থ পর্ব চলমান। এর আগে এই পর্বের আরো তিনটি পর্ব আলোচনা করা হয়েছে।

প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে আগের পর্ব গুলো আমি এই ওয়েবসাইটে এবং এই পোস্টের মধ্যেই লিংকগুলো দিয়ে দেবো আপনারা যারা পূর্বের পর্ব গুলো পড়তে পারেন নাই বা জানা নাই তারা এই লিংক থেকে পড়ে নিতে পারবেন। এছাড়াও সাধারণ জ্ঞান কুইজ সম্পর্কে আরো নতুন নতুন তথ্য পাওয়ার জন্যআমার ফেসবুকপেজ এবং ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। 


সাধারণ জ্ঞান কুইজ
ভারতীয় উপমহাদেশে ইসলাম শাসন প্রতিষ্ঠা


ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা 

১. ইসলাম ধর্মের প্রবর্তক কে?

উত্তরঃ হযরত মুহাম্মদ (স)

২. হাজ্জাজ বিন ইউসুফ কে ছিলেন? 

উত্তরঃ ইরাকের শাসনকর্তা। 

৩. মুহাম্মদ বিন কাসিম সিন্ধু জয় করেন কত সালে?

উত্তরঃ ৭১২ সালে।

৪. হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাই সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? 

উত্তরঃ আরবের বিখ্যাত কুরাইশ বংশ (৫৭০ খ্রিস্টাব্দের ২৯ শে আগস্ট, সোমবার)। 

৫. সত্যবাদিতার কারণে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম কে মক্কাবাসী কি নামে ডাকতেন?

উত্তরঃ আল-আমিন। 

৬. হযরত মুহাম্মদ (স) কত বছর বয়সে হযরত খাদিজাকে বিয়ে করেন?

উত্তরঃ ২৫ বছর।

৭. বিবাহের সময় হযরত খাদিজার বয়স কত ছিল?

উত্তরঃ ৪০ বছর।

৮. বিশ্ব ইতিহাসে অন্ধকার যুগ বলা হয় কোন যুগকে?

উত্তরঃ মধ্যযুগকে। 

৯. কত শতকে ভারতবর্ষে মুসলিম শাসন প্রতিষ্ঠিত হয়?

উত্তরঃ ত্রয়োদশ শতকে।

১০. ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত হওয়ার পূর্বে কাবাঘরে কি করা হতো?

উত্তরঃ মূর্তি পূজা।

১১. আইয়ামে জাহেলিয়া কি?

উত্তরঃ অন্ধকার যুগ। 

১২. হযরত মুহাম্মদ (স) কোন পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন?

উত্তরঃ হেরা পর্বতের গুহায়। 

১৩. হযরত মুহাম্মদ (স) কত সালে মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ৬৩২ খ্রিস্টাব্দের জুন মাসে।

১৪. হযরত মুহাম্মদ (স) কত সালে হিজরত বা দেশ ত্যাগ করেন?

উত্তরঃ ৬২২ খ্রিস্টাব্দে (মক্কা হতে মদিনায় যান)।

১৫. তিনি কত সালে আবার মক্কায় ফিরে আসেন?

উত্তরঃ ৬৩০ খ্রিস্টাব্দে। 

১৬. বেদুইন বলা হতো কাদের?

উত্তরঃ মরুভূমিতে বসবাসকারী আরবদের।

খোলাফায়ে রাশেদীনের শাসনামল 

১৭. কতজন সাহাবী আরবের মুসলিম রাজ্য শাসক হন? 

উত্তরঃ চারজন। 

১৮. কতজন খলিফার শাসনকালকে বলা হয় খোলাফায়ে রাশেদীন?

উত্তরঃ চারজন। 

১৯. চারজন খলিফা কারা এবং তাদের শাসনকাল কি?

উত্তরঃ 

ক) হযরত আবু বক্কর (রা) ৬৩২-৬৩৪ খ্রিঃ

খ) হযরত ওমর (রা) ৬৩৪-৬৪৪ খ্রিঃ

গ) হযরত ওসমান (রা) ৬৪৪-৬৫৬ খ্রিঃ 

ঘ) হযরত আলী (রা) ৬৫৬-৬৬১ খ্রিঃ 

২০. হযরত মুহাম্মদ এর বিশিষ্ট সাহাবীদের নিয়ে রাষ্ট্রের যাবতীয় কাজ পরিচালনায় গঠিত সভ্যকে কি বলা হত?

উত্তরঃ মজলিস-উশ-শুরা।

 ২১. খোলাফায়ে রাশিদিনের পর আরবের মুসলিম রাষ্ট্রের দায়িত্ব নেন কারা?

উত্তরঃ উমাইয়া খলিফাগণ।

২২. রাষ্ট্রীয় কোষাগার কে কি বলা হত?

উত্তরঃ বায়তুল মাল। 

উপমহাদেশে ইসলামের অভ্যুদয় 

২৩. স্থায়ীভাবে উপমহাদেশে ইসলামের সূত্রপাত হয় কখন?

উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে। 

২৪. কোন মুসলিম সেনাপতি স্পেন দখল করেন?

উত্তরঃ মুসা ও তারিক।

২৫. আরবদের সিন্ধু বিজয়ের প্রাক্কালে সিন্ধুর রাজা ছিলেন কে?

উত্তরঃ রাজা দাহির। 

২৬. মুসলমানরা স্পেন বিজয় কালে ইরাকের শাসনকর্তা কে ছিলেন?

উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ।

২৭. কার নির্দেশে মুহাম্মদ বিন কাসিম ভারতের দিকে অগ্রসর হন?

উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ। 

২৮. সিন্ধু অভিযানে মুসলিম সেনাপতি ছিলেন কে?

উত্তরঃ মুহম্মদ বিন কাশিম।

২৯. মুহম্মদ বিন কাশিম সিন্ধু জয় করেন কবে?

উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে। 

৩০. সিন্ধু দেশ মুহম্মদ বিন কাশিমের দখলে আসে কবে? 

উত্তরঃ ৭১২ খ্রিস্টাব্দে। 

৩১. সিন্ধু অভিযান প্রেরণ করেন কে?

উত্তরঃ হাজ্জাজ বিন ইউসুফ। 

গজনী বংশ 

৩২. সুলতান মাহমুদ কখন সিংহাসনে আরোহন করেন?

উত্তরঃ ৯৯৭ খ্রিস্টাব্দে। 

৩৩. অভিযান সমূহের মূল কারণ কি ছিল?

উত্তরঃ ধর্ম প্রচার এবং প্রচুর সম্পদ সংগ্রহ। 

৩৪. কত বছর বয়সে তিনি গজনীর শাসনকর হন?

উত্তরঃ ২৭ বছর বয়সে। 

৩৫. সুলতান মাহমুদ কতবার ভারত আক্রমণ করেন?

উত্তরঃ ১৭ বার। (১০০০-১০২৭ সাল পর্যন্ত)

৩৬. সুলতান মাহমুদ কোথাকার শাসনকর্তা ছিলেন?

উত্তরঃ গজনীর (আফগানিস্তান)

৩৭. সুলতান মাহমুদ কত সালে 'সোমনাথ মন্দির' আক্রমণ করেন?

উত্তরঃ ১০২৬ সালে।

৩৮. সোমনাথ মন্দির কোথায় অবস্থিত?

উত্তরঃ ভারতের গুজরাটের কাথিয়াবাড়ের সমুদ্র তীরে। 

৩৯. সুলতান মাহমুদের ভারত আক্রমণের উদ্দেশ্য কি ছিল?

উত্তরঃ ভারতের প্রচুর ধন সম্পদ। 

৪০. সুলতান মাহমুদ এর প্রথম অভিযান কি ছিল?

উত্তরঃ ১০০০ খ্রিস্টাব্দে সীমান্তবর্তী দুর্গ দখল। 

৪১. সুলতান মাহমুদ থানেশ্বর অভিযান করেন কখন?

উত্তরঃ ১০১৪ খ্রিস্টাব্দ। 

৪২. সুলতান মাহমুদ কখন সোমনাথ মন্দির আক্রমণ করেন?

উত্তরঃ ১০২৬ সালের ৬ জানুয়ারি। 

৪৩. সুলতান মাহমুদ এর মৃত্যু হয় কখন?

উত্তরঃ ১০৩০ খ্রিস্টাব্দে গজনীতে। 

৪৪. ফেরদৌসী রচিত অমর কাব্যগ্রন্থের নাম কি? 

উত্তরঃ শাহনামা 

৪৫. সুলতান মাহমুদের সভাকবি ছিলেন কে?

উত্তরঃ ফেরদৌসী। 

৪৬. ফেরদৌসী কে কি বলা হয়?

উত্তরঃ প্রাচ্যর হোমার। 

৪৭. সুলতান মাহমুদের রাজ্যসভায় নামকরণ দার্শনিক ও জ্যোতির্বিদ হিসেবে কর্মরত ছিলেন কে?

উত্তরঃ আল বেরুনী।

ঘোরী বংশ 

৪৮. মোহাম্মদ ঘুরি কখন গজনীর শাসনভার গ্রহণ করেন?

উত্তরঃ ১১৭৩ খ্রিস্টাব্দে। 

৪৯. তরাইনের প্রথম যুদ্ধ কাদের মধ্যে সংঘটিত হয়?

উত্তরঃ মুহাম্মদ ঘুরী ও দিল্লির চৌহান রাজা পৃথ্বীরাজ চৌহানের মধ্যে। 

৫০. তরাইনের দ্বিতীয় যুদ্ধে জয়লাভ করেন কে?

উত্তরঃ মুহাম্মদ ঘোরী।

৫১. তরাইনের প্রথম যুদ্ধ সংঘটিত হয় কত সালে?

উত্তরঃ ১১৯১ সালে (জয় হয় পৃথ্বীরাজ চৌহান) 

৫২. তরাইনের দ্বিতীয় যুদ্ধ ঘোরী ও পৃথ্বীরাজের মধ্যে কবে সংঘটিত হয়?

উত্তরঃ ১১৯২ সালে।

৫৩. ভারতে আফগান রাষ্ট্র প্রতিষ্ঠার পথ সুগম করেন কে?

উত্তরঃ মুহাম্মদ ঘোরী।

৫৪. ভারতীয় উপমহাদেশে মুসলিম সাম্রাজ্য স্থাপন করেন কে?

উত্তরঃ মুহাম্মদ ঘোরী।

৫৫. মুহাম্মদ ঘুরীর শাসনকালে বাংলার শাসনকর্তা ছিলেন কে?

উত্তরঃ লক্ষণ সেন। 

৫৬. মুহাম্মদ ঘুরি কার হাতে ক্ষমতা ছেড়ে দিয়ে আফগানিস্তানে ফিরে যান?

উত্তরঃ তুর্কি সেনাপতি কুতুবউদ্দিন আইবেক।

৫৭. মুহাম্মদ ঘুরীর প্রধান সেনাপতি কে ছিল?

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক। 

৫৮. বক্তিয়ার খিলজী কখন মৃত্যুবরণ করেন?

উত্তরঃ ১২০৬ খ্রিস্টাব্দে। 

৫৯. কাকে পরাজিত করে ইখতিয়ার উদ্দিন মুহাম্মদ বিন বখতিয়ার খিলজী বাংলায় মুসলিম শাসনের সূচনা করেন?

উত্তরঃ রাজা লক্ষণ সেন কে। 

৬০. ভারতে কে তুর্কি সাম্রাজ্যের প্রতিষ্ঠা করেন?

উত্তরঃ মুহাম্মদ ঘুরী।

দিল্লি সালতানাত

৬১. কত সালে দিল্লি সালতানাতের প্রতিষ্ঠা হয়?

উত্তরঃ ১২০৬ খ্রিস্টাব্দে। 

৬২. দাস বংশের স্থায়িত্ব কাল কত?

উত্তরঃ ১২০৬ খ্রিস্টাব্দ হতে ১২৯০ খ্রিস্টাব্দ পর্যন্ত।

৬৩. দিল্লি সালতানাতের প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক। 

৬৪. ইলতুতমিশ কত সালে দিল্লির সিংহাসনে অধিষ্ঠিত হন?

উত্তরঃ ১২১১ সালে।

৬৫. দিল্লি সালতানাতের প্রকৃত প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ সুলতান ইলতুতমিশ। 

৬৭. ইলতুৎমিসের রাজত্বকাল কত বছর?

উত্তরঃ ১২১১ থেকে ১২৩৬ খ্রিস্টাব্দ পর্যন্ত। 

৬৮. ইলতুৎমিশের উপাধি কি ছিল?

উত্তরঃ সুলতান ই আজম। 

৬৯. দিল্লির প্রথম স্বাধীন সুলতান হলেন কে?

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক। 

৭০. কুতুবউদ্দিন আইবক মৃত্যুবরণ করেন কবে?

উত্তরঃ ১২১১ সালে।

৭১. দিল্লির সিংহাসনে প্রথম মুসলিম নারী কে?

উত্তরঃ সুলতানা রাজিয়া।

৭২. সুলতানা রাজিয়ার পর কে দিল্লির শাসনভার গ্রহণ করেন?

উত্তরঃ বাহরাম শাহ। 

৭৩. বাহরাম সাহের পর কে দিল্লির শাসনভার গ্রহণ করেন?

উত্তরঃ নাসির উদ্দিন মাহমুদ। 

৭৪. সুলতানা রাজিয়া কে ছিলেন?

উত্তরঃ সুলতানা ইলতুৎমিশের কন্যা। 

৭৫. সুলতানা রাজিয়া কখন সিংহাসনে আরোহন করেন?

উত্তরঃ ১২৩৬ সালে (স্থায়িত্বকাল ১২৩৬ থেকে ১২৪০ খ্রিস্টাব্দ পর্যন্ত)। 

৭৬. নাসির উদ্দিনের প্রধানমন্ত্রী কে ছিলেন?

উত্তরঃ গিয়াসউদ্দিন বলবন।

৭৭. গিয়াসউদ্দিন বলবান ক্ষমতা লাভ করেন কবে?

উত্তরঃ ১২৬৬ সালে। 

৭৮. গিয়াসউদ্দিন বলবনের মৃত্যু হয় কবে?

উত্তরঃ ১২৮৭ খ্রিস্টাব্দে। 

৭৯. নাসির উদ্দিনের মৃত্যু হয় কবে?

উত্তরঃ ১২৬৬ খ্রিস্টাব্দে। 

৮০. ভারতের তুর্কি সাম্রাজ্যের প্রকৃত প্রতিষ্ঠাতা কে? 

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক।

৮১. 'কুতুব মিনার' কে নির্মাণ করেন?

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক। 

৮২. 'কুতুব মিনার' কোথায় অবস্থিত? 

উত্তরঃ দিল্লিতে।

৮৩. 'লাখ বাক্স' বলা হতো কাকে? 

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেককে।

৮৪. ভারতে দাস বংশের প্রতিষ্ঠাতা কে?

উত্তরঃ কুতুবউদ্দিন আইবেক।


পরিশেষেঃ আজকের আলোচনার শেষ প্রান্তে এসে আমার প্রিয় পাঠক বন্ধুদেরকে আবারো স্মরণ করিয়ে দিতেছি যে- চলতেছে সাধারণ জ্ঞান কুইজ (প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে) পর্ব ভিত্তিক আলোচনা। আজকের পর্বটি হচ্ছে চতুর্থতম পর্ব। আজকের আগে আরো তিনটি পর্ব পোস্ট করা হয়েছে। কাজেই সাধারণ জ্ঞান MCQ (প্রাচীন বাংলা হতে বর্তমান বাংলার ইতিহাস সম্পর্কে) আপনারা যদি বিস্তারিত তথ্য শুরু থেকে জানতে চান তাহলে এখানে ক্লিক করে এর আগের পর্বটি পরে আসতে পারেন। সম্পূর্ণ তথ্যটি নিজের কাছে সংগ্রহে রাখার জন্য নিচের ফেসবুক অপশনে ক্লিক করে শেয়ার করে রাখতে পারেন। 

Galib Hasan
Galib Hasan I am a skilled blogger. I have been involved in blogging on various topics for 5 years. "Education BD Blog" is one of my educational websites. One day, people of Bangladesh and all over the world will gain knowledge from my "Education BD Blog" website. And I am moving towards that goal. I hope you all will support me.

Post a Comment for "সাধারণ জ্ঞান কুইজ। ইসলামের অভ্যুদয় ও ভারতীয় উপমহাদেশের মুসলিম শাসন প্রতিষ্ঠা।"