অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলি: দলীয় ব্যবস্থা
প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো- রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে মাস্টার্স শেষ বর্ষের দলীয় রাজনীতি বই এর তৃতীয় অধ্যায় দলীয় ব্যবস্থা সম্পর্কে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর নিয়ে। আজ আমি আপনাদের সাথে আরও আলোচনা করবো দলীয় ব্যবস্থা অধ্যায় এর খুঁটিনাটি সকল বিষয় সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর নিয়ে। আপনাদের মধ্যে যারা বিভিন্ন বিষয়ে সাধারণ জ্ঞান কিংবা সাধারণ জ্ঞান কুইজ সম্পর্কে পড়াশোনা করতেছেন তাদের জন্য আজকের আর্টিকেলটি খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
অতি সংক্ষিপ্ত প্রশ্নাবলি: দলীয় ব্যবস্থা |
অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর "দলীয় ব্যবস্থা" সম্পর্কে
১. দলীয় ব্যবস্থা কাকে বলে?
অথবা,
দলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ সরকার গঠনের জন্য কোনো রাষ্ট্রের যে রাজনৈতিক ব্যবস্থা তাকে দলীয় ব্যবস্থা বলে।
২. রাজনৈতিক দল ব্যবস্থা কত প্রকার ও কি কি?
অথবা,
রাজনৈতিক দল ব্যবস্থা সাধারণত কয় ধরনের?
উত্তরঃ তিন প্রকার। যথা-
(ক) একদলীয় ব্যবস্থা
(খ) দ্বি-দলীয় ব্যবস্থা ও
(গ) বহুদলীয় ব্যবস্থা।
৩. একদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ যে রাজনৈতিক ব্যবস্থায় একটি মাত্র স্বীকৃত দল থাকে তাকে একদলীয় ব্যবস্থা বলা হয়।
৪. একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে কখন কোথায়?
উত্তরঃ ১৯১৭ সালে রাশিয়ায়।
৫. কিভাবে একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে?
উত্তরঃ লেনিন যখন রাশিয়ায় সাম্যবাদী ব্যবস্থা প্রবর্তন করেন তখন থেকে একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে।
৬. রাশিয়ার পর একদলীয় ব্যবস্থা কোথায় চালু হয়?
উত্তরঃ মুসোলিনি ইতালিতে এবং হিটলার জার্মানিতে একদলীয় ব্যবস্থা প্রবর্তন করেন।
৭. পৃথিবীর অন্য কোন কোন দেশে একদলীয় ব্যবস্থা বিদ্যমান আছে?
অথবা,
একদলীয় ব্যবস্থা বিদ্যমান এমন ৩টি দেশের নাম লিখ?
উত্তরঃ স্পেন, পর্তুগাল, মেক্সিকো, মিসর, কেনিয়া, তাঞ্জানিয়া, আলবেনিয়া, মায়ানমার, ইন্দোনেশিয়া প্রভৃতি দেশে।
৮. একদলীয় ব্যবস্থার প্রকৃতি কি ধরনের হয়?
উত্তরঃ এটি হয় সর্বাত্মকবাদী নয় কর্তৃত্ববাদী।
৯. একদলীয় ব্যবস্থার মূলমন্ত্র কি?
উত্তরঃ এক দেশ, এক নেতা, এক জাতি।
১০. 'Party is King'-উক্তিটি কার?
অথবা,
"Party is king" কে বলেছেন?
উত্তরঃ অধ্যাপক ফাইনারের।
১১. একদলীয় ব্যবস্থায় কিভাবে রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা করা হয়?
উত্তরঃ একদলীয় ব্যবস্থায় শীর্ষ নেতা কতিপয় সহযোগী সহকারে রাষ্ট্রীয় ক্ষমতা চর্চা করে।
১২. একদলীয় ব্যবস্থায় শীর্ষ নেতা কি নামে পরিচিত হয়?
উত্তরঃ একনায়ক হিসেবে।
১৩. অধ্যাপক এলমন্ড একদলীয় ব্যবস্থাকে কয়ভাবে ভাগ করেছেন?
উত্তরঃ দু'ভাগে। যথা: সাধারণ একদলীয় ব্যবস্থা ও সর্বাত্মক একদলীয় ব্যবস্থা।
১৪. সাধারণ একদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ সাধারণ একদলীয় ব্যবস্থায় একটি মাত্র রাজনৈতিক দলের সর্বময় কর্তৃত্ব থাকে এবং এ দলটিই দেশ শাসন করে।
১৫. সাধারণত একদলীয় ব্যবস্থায় কি নির্বাচন অনুষ্ঠিত হয়?
উত্তরঃ এ ব্যবস্থায় নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে নির্বাচনে ঐ একটি মাত্র দলের প্রার্থীরাই পরস্পর প্রতিদ্বন্দ্বিতা করে।
১৬. তাঞ্জানিয়ার একমাত্র স্বীকৃত রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ তাঞ্জানীয় আফ্রিকান জাতীয় ইউনিয়ন।
১৭. সর্বাত্মক একদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ সর্বাত্মক একদলীয় ব্যবস্থা হচ্ছে এমন একটি শাসনব্যবস্থা যেখানে একটি মাত্র রাজনৈতিক দলের অস্তিত্ব থাকে এবং একটি রাজনৈতিক মতাদর্শকেই চরম বলে স্বীকার করা হয়।
১৮. সর্বাত্মক একদলীয় ব্যবস্থার উদাহরণ দাও?
উত্তরঃ জার্মানির নাৎসি দল ও ইতালির ফ্যাসিস্ট দল, সোভিয়েত কমিউনিস্ট পার্টি, চীনের কমিউনিস্ট পার্টি।
১৯. কোন অবস্থায় একদলীয় ব্যবস্থা অধিক কার্যকর?
উত্তরঃ যেকোনো জরুরি অবস্থায় একদলীয় ব্যবস্থা অন্যান্য যেকোনো ব্যবস্থার তুলনায় অধিক কার্যকর।
২০. একদলীয় শাসনব্যবস্থা কি স্বৈরতান্ত্রিক?
উত্তরঃ একদলীয় শাসনব্যবস্থায় শাসক যা ইচ্ছা তাই করতে পারেন। কারো নিকট জবাবদিহি করতে হয় না। জবাবদিহিবিহীন শাসনব্যবস্থা স্বৈরতন্ত্রের পথ প্রশস্ত করে।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (রাজনৈতিক দলের তত্ত্বসমূহ)
২১. দ্বিদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ যে রাষ্ট্রে দুটি প্রধান রাজনৈতিক দলের মধ্যে ক্ষমতার পালাবদল চলে তাকে দ্বিদলীয় ব্যবস্থা বলে।
২২. দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ দাও।
অথবা,
দ্বি-দলীয় ব্যবস্থা বিদ্যমান এমন ২টি দেশের নাম লিখ?
উত্তরঃ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্র।
২৩. দ্বিদলীয় ব্যবস্থার সমর্থক কারা?
উত্তরঃ অধ্যাপক লাস্কি, বার্কার প্রমুখ।
২৪. দ্বিদলীয় ব্যবস্থায় কি একাধিক দল থাকে?
উত্তরঃ দ্বিদলীয় ব্যবস্থায় দুটির বেশি রাজনৈতিক দল থাকলেও সুসংবদ্ধ দল থাকে মাত্র দুটি। দুটি দলের মধ্যেই ক্ষমতার লড়াই চলে।
২৫. অধ্যাপক এলমন্ডের মতে দ্বিদলীয় ব্যবস্থা কত প্রকার ও কি কি?
উত্তরঃ দুই প্রকার। যথা- সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা ও অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা।
২৬. অস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ দাও।
উত্তরঃ মার্কিন যুক্তরাষ্ট্র, আয়ারল্যান্ড।
২৭. সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা?
উত্তরঃ যে দ্বিদলীয় ব্যবস্থায় প্রধান দুটি দলের মতাদর্শগত পার্থক্য স্পষ্ট থাকে তাকে সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থা বলে।
২৮. সুস্পষ্ট দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ দাও?
উত্তরঃ গ্রেট ব্রিটেন, জার্মানি, অস্ট্রেলিয়া
২৯. যুক্তরাজ্যের প্রধান দুটি রাজনৈতিক দলের নাম কি?
উত্তরঃ রক্ষণশীল দল ও লেবার পার্টি।
৩০. কার্যকরী বিদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ এ ব্যবস্থায় অনেকগুলো রাজনৈতিক দল থাকলেও দুটি রাজনৈতিক দলই প্রাধান্য অর্জন করে। তাদের মধ্যেই রাজনৈতিক প্রতিযোগিতা সীমিত থাকে।
৩১. কার্যকরী দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ দাও।
উত্তরঃ গ্রেট ব্রিটেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থা হলো কার্যকরী দ্বিদলীয় ব্যবস্থার উদাহরণ।
৩২. বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?
অথবা,
বহুদলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ যে রাষ্ট্রে বহু রাজনৈতিক দলের অস্তিত্ব বিদ্যমান থাকে তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।
৩৩. বহুদলীয় ব্যবস্থার ৩টি সুবিধা লিখ?
উত্তরঃ বহুদলীয় ব্যবস্থার ৩টি সুবিধা হলো-
(ক) জনমতের প্রতিফলন,
(খ) সমস্যার সহজ সমাধান,
(গ) স্বেচ্ছাচারিতা রোধ।
৩৪. বহুদলীয় ব্যবস্থা কোন কোন দেশে প্রচলিত?
অথবা,
কোন কোন দেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান?
অথবা,
বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান এমন ৪টি দেশের নাম লিখ?
উত্তরঃ বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও শ্রীলঙ্কা প্রভৃতি দেশে।
৩৫. বহুদলীয় ব্যবস্থার দুটি গুণ উল্লেখ কর?
উত্তরঃ জনমতের প্রকৃত প্রকাশ এবং বহুজাতিক রাষ্ট্রের পক্ষে উপযোগী।
৩৬. বাংলাদেশে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?
অথবা,
বাংলাদেশে বিদ্যমান দল ব্যবস্থার রূপ কি?
উত্তরঃ বহুদলীয় ব্যবস্থা।
৩৭. বাংলাদেশে কি ধরনের সরকার বিরাজমান?
উত্তরঃ সংসদীয় পদ্ধতির।
৩৮. প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা কি?
উত্তরঃ যেখানে অনেকগুলো রাজনৈতিক দলের প্রাধান্য সমবেতভাবে অন্যান্য রাজনৈতিক দলের তুলনায় বেশি তাকে প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা বলে।
৩৯. প্রভুত্বকারী দলীয় ব্যবস্থা কোন দেশে প্রচলিত?
উত্তরঃ ভারত, মালয়েশিয়া প্রভৃতি দেশে।
৪০. 'ভারতীয় জাতীয় কংগ্রেস' কোন সময় পর্যন্ত প্রভুত্বকারী দল ছিল?
উত্তরঃ ১৯৪৭ থেকে ১৯৭৭ সাল পর্যন্ত।
আরও পড়ুনঃ স্বাধীনতা সংগ্রামে ডানপন্থি রাজনৈতিক দলের ভূমিকা
৪১. রাজনৈতিক ব্যবস্থায় বহুদলীয় ব্যবস্থার উদ্ভবের কারণ কি কি?
উত্তরঃ বিভিন্ন অর্থনৈতিক স্বার্থের ভিত্তি, কর্মপদ্ধতিগত পার্থক্য, ধর্মের ভিত্তি, জাতিগত বিচার।
৪২. ব্রিটিশ দলীয় ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ দ্বি-দলীয় ব্যবস্থা, দলীয় শৃঙ্খলা ও পারস্পারিক সহযোগিতা।
৪৩. কে ব্রিটিশ দলীয় ব্যবস্থাকে 'সুস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা' বলেছেন?
উত্তরঃ জি. এ. অ্যালমন্ড।
৪৪. ব্রিটেন দ্বি-দলীয় ব্যবস্থার তিনটি কারণ লিখ।
উত্তরঃ কমন্সসভার কার্য পদ্ধতি, আঞ্চলিক দলের সুযোগ নেই, দুটি দলের পারস্পরিক ঐক্য ও সংহতি।
৪৫. ব্রিটেনের রাজনৈতিক দলের তিনটি কার্যাবলি লিখ?
উত্তরঃ নির্বাচনমূলক, জাতীয় সমস্যা নির্ধারণ, জনমত গঠন।
৪৬. ব্রিটেনের কয়েকটি রাজনৈতিক দলের নাম লিখ?
অথবা,
গ্রেট ব্রিটেনের দুটি রাজনৈতিক দলের নাম লিখ?
উত্তরঃ শ্রমিক দল, রক্ষণশীল দল, কমিউনিস্ট দল, সামাজিক গণতন্ত্রী দল, ন্যাশনাল ফ্রন্ট প্রভৃতি।
৪৭. রক্ষণশীল দলের জাতীয় সংস্থার নাম কি?
উত্তরঃ 'রক্ষণশীল ও ইউনিয়নিস্ট সমিতির জাতীয় সংঘ'।
৪৮. উদারনৈতিক দলের জাতীয় সংস্থার নাম কি?
উত্তরঃ জাতীয় উদারনৈতিক সংঘ।
৪৯. শ্রমিক দলের জাতীয় সংস্থার নাম কি?
উত্তরঃ জাতীয় কার্যনির্বাহক কমিটি।
৫০. রক্ষণশীল দল কিসের ধারক ও বাহক?
উত্তরঃ ধনতান্ত্রিক সমাজ ও রাষ্ট্রব্যবস্থার।
৫১. শ্রমিক দল কোন মতবাদে বিশ্বাসী?
উত্তরঃ সমাজতন্ত্রে।
৫২. উদারনৈতিক দল কোন মতবাদে বিশ্বাসী?
উত্তরঃ মিশ্র অর্থনীতি।
৫৩. মার্কিন দলীয় ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ দ্বি-দলীয় ব্যবস্থা, আঞ্চলিকতা, বিকেন্দ্রিক দলীয় ব্যবস্থা, স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব।
৫৪. মার্কিন যুক্তরাষ্ট্রের রাজনৈতিক দলের চারটি কার্যাবলি লিখ?
উত্তরঃ নির্বাচনমূলক কার্যকলাপ, সরকার গঠন, সরকারের বিভিন্ন বিভাগের মধ্যে যোগাযোগ রক্ষা, সরকার ও জনগণের মধ্যে সংযোগ সাধন।
৫৫. কোন দেশের নিম্নকক্ষে বিরোধীদল কম মর্যাদা ভোগ করে?
উত্তরঃ মার্কিন প্রতিনিধিসভায়।
৫৬. গণতন্ত্রী ও সাধারণতন্ত্রী দল দুটি মূলত কি দল?
উত্তরঃ আঞ্চলিক ও রাজ্য দল।
৫৭. কখন দল দুটি জাতীয় দলে পরিণত হয়?
উত্তরঃ রাষ্ট্রপতি নির্বাচনের সময়।
৫৮. ডেমোক্র্যাটিক দল কোন অংশের দলরূপে পরিগণিত?
উত্তরঃ দক্ষিণের।
৫৯. রিপাবলিকান দল কোন অংশের দলরূপে পরিচিত?
উত্তরঃ উত্তর ও পশ্চিমাংশের।
৬০. "আমেরিকান রাজনৈতিক ব্যবস্থা হল দুই দলীয় ব্যবস্থার একটি ধ্রুপদী উদাহরণ।"-কে লেখক?
উত্তরঃ ই. ই. স্ক্যাটস্নেইডার।
আরও পড়ুনঃ বাংলাদেশ আওয়ামী লীগ, জাতীয়তাবাদী দল এবং জাতীয় পার্টির ভাঙন প্রক্রিয়া আলোচনা
৬১. মার্কিন দ্বি-দলীয় ব্যবস্থার প্রকৃতি কি?
উত্তরঃ অস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা।
৬২. কে মার্কিন দ্বি-দলীয় ব্যবস্থাকে 'অস্পষ্ট দ্বি-দলীয় ব্যবস্থা' বলে বর্ণনা করেছেন?
উত্তরঃ জি. এ. অ্যালমন্ড।
৬৩. কে মার্কিন রাজনৈতিক দলসমূহকে 'একটা চমকপ্রদ ঘটনা' রূপে চিহ্নিত করেছেন?
উত্তরঃ এস. এ. ফাইনার।
৬৪. ফ্রান্সের দলীয় ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ বহুদলীয় ব্যবস্থা, সংসদীয় ঐতিহ্যের অভাব, দলীয় শৃঙ্খলার অভাব, স্থায়িত্বের অভাব।
৬৫. "ফ্রেন্স রাজনৈতিক দলের বহুগুণ থাকার জন্য কুখ্যাতভাবে পরিচিত।" - কে লেখক?
উত্তরঃ জোহারি।
৬৬. কে ফ্রান্সের দলীয় ব্যবস্থাকে 'অদ্বিতীয় দলীয় ব্যবস্থা' বলে উল্লেখ করেছেন?
উত্তরঃ ব্লনডেল ও গডফ্রে।
৬৭. "ফ্রেন্স সরকার অনেক দলের অস্তিত্ব এবং আবেগ দ্বারা বিভ্রান্ত।" -কে লেখক?
উত্তরঃ ফাইনার।
৬৮. "ফরাসি পার্টি সিস্টেম পশ্চিমা বিশ্বে অনন্য, এবং সম্ভবত বিশ্বেও।" - কে লেখক?
উত্তরঃ ব্লনডেল এবং গডফ্রে।
৬৯. ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থার উদ্ভবের চারটি কারণ লিখ?
উত্তরঃ রাজনৈতিক ক্ষেত্রে ধারাবাহিকতার অভাব, ব্যক্তিস্বাতন্ত্র্যবোধ, প্রচলিত সংসদীয় রীতিনীতি, ক্ষুদ্রায়তন প্রকৃতির অর্থনীতি।
৭০. "ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা ছিল ফ্রান্সের জনগণের রাজনৈতিক অপরিপক্কতার কারণে।"- কে লেখক?
উত্তরঃ লাওয়েল।
৭১. ফ্রান্সের প্রধান প্রধান কয়েকটি বামপন্থি দলের নাম লিখ?
উত্তরঃ কমিউনিস্ট পার্টি, সমাজতান্ত্রিক দল, র্যাডিক্যাল দল, ঐক্যবদ্ধ সমাজতান্ত্রিক দল প্রভৃতি।
৭২. ফ্রান্সে 'দ্য গলপন্থি দল'গুলো কি কি?
উত্তরঃ ফরাসি জনগণের সমাবেশ, নতুন প্রজাতন্ত্রের জন্য সংঘ, প্রজাতন্ত্রের জন্য গণতন্ত্রীদের দল।
৭৩. কত সালে সমাজতান্ত্রিক দল প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৮৭৯ সালে।
৭৪. কত সালে 'র্যাডিক্যাল দল' গঠন করা হয়?
উত্তরঃ ১৯০১ সালে।
৭৫. ফ্রান্সে বামপন্থি দলগুলোর মধ্যে সর্বাপেক্ষা সংগঠিত দল কোনটি?
উত্তরঃ কমিউনিস্ট পার্টি।
৭৬. কত সালে স্বতন্ত্র্য প্রজাতন্ত্রী দল প্রতিষ্ঠিত হয়?
উত্তরঃ ১৯৬২ সালে।
৭৭. ফ্রান্সের দক্ষিণপন্থি দলগুলোর মধ্যে সর্বাপেক্ষা শক্তিশালী দল কোনটি?
উত্তরঃ 'প্রজাতন্ত্রের জন্য সমাবেশ'।
৭৮. গণপ্রজাতন্ত্রী চীনে কোন দলীয় ব্যবস্থা বিদ্যমান?
উত্তরঃ একদলীয় ব্যবস্থা।
৭৯. চীনে কমিউনিস্ট পার্টির নেতৃত্বে কোন বিপ্লব সংঘটিত হয়েছে?
উত্তরঃ নয়া-গণতান্ত্রিক বিপ্লব।
৮০. চীনা কমিউনিস্ট পার্টি কত সালে গঠন করা হয়?
উত্তরঃ ১৯২১ সালের ১ জুলাই।
আরও পড়ুনঃ অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: (নির্বাচন কমিশন কর্তৃক রাজনৈতিক দলের নিবন্ধন, অর্থায়ন, প্রতিনিধি নির্বাচন প্রক্রিয়া এবং নির্বাচনী আচরণ)
৮১. চীনে কবে, কোথায় কমিউনিস্ট পার্টি গঠিত হয়?
উত্তরঃ ১৯২১ সালের ১ জুলাই, সাংহাই শহরে।
৮২. চীনের কমিউনিস্ট পার্টি কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তরঃ ৭০ জন সদস্য।
৮২. বর্তমানে কমিউনিস্ট পার্টির কতজন সদস্য নিয়ে গঠিত হয়?
উত্তরঃ ৮৬.৭ মিলিয়ন (২০১৪)।
৮৩. কোন সংবিধানে কমিউনিস্ট পার্টির ক্ষমতাকে হ্রাস করা হয়?
উত্তরঃ ১৯৮২ সালে।
৮৪. কমিউনিস্ট পার্টির তাত্ত্বিক ভিত্তি কি?
উত্তরঃ মার্কসবাদ, লেনিনবাদ ও মাও সে-তুং-এর চিন্তাধারা।
৮৫. কমিউনিস্ট পার্টির মূলনীতি কয়টি?
উত্তরঃ সদস্যপদ অর্জনের যোগ্যতা, সদস্যপদের কর্তব্য, অধিকার ও অর্জনের পদ্ধতি।
৮৬. কমিউনিস্ট পার্টির সদস্য হতে হলে কত বছর বয়স্ক হতে হয়?
উত্তরঃ ১৮ বছর বয়স্ক।
৮৭. গঠনতন্ত্রের কত নং ধারায় পার্টি শৃঙ্খলার কথা বলা হয়েছে?
উত্তরঃ ৩৮নং ধারা।
৮৮. গঠনতন্ত্রের কত নং ধারায় কমিউনিস্ট পার্টির সাংগঠনিক ব্যবস্থার উল্লেখ আছে?
উত্তরঃ দ্বিতীয় অধ্যায়ের ১০-১৭ নং ধারায়।
৮৯. কমিউনিস্ট পার্টির দলীয় সংগঠনের ভিত্তি কি?
উত্তরঃ গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি।
৯০. পার্টি সংবিধানের ১০ নং ধারায় কি বলা হয়েছে?
উত্তরঃ "কমিউনিস্ট পার্টি হলো গণতান্ত্রিক কেন্দ্রিকতায় নীতির উপর প্রতিষ্ঠিত এবং নিজ কর্মসূচি ও গণতন্ত্রের ভিত্তিতে গঠিত একটি ঐক্যবদ্ধ সংস্থা"।
৯১. গণতান্ত্রিক কেন্দ্রিকতার নীতি কি?
উত্তরঃ ব্যক্তি সংগঠনের কাছে, সংখ্যালঘু সংখ্যাগুরুর কাছে, নিম্নস্তরের সংগঠন উচ্চস্তরের সংগঠনের কাছে দায়িত্বশীল।
৯২. কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ কেন্দ্রীয় সংগঠন কোনটি?
উত্তরঃ জাতীয় গণ-কংগ্রেস।
৯৩. ভারতের দলব্যবস্থার প্রকৃতি কিরূপ?
উত্তরঃ বহুদলীয়।
৯৪. ১৯৮৫ সালে সংবিধানের ৫২তম সংশোধনীতে কি বলা হয়েছে?
উত্তরঃ ভারতের দলীয় ব্যবস্থা সাংবিধানিক স্বীকৃতি লাভ করেছে।
৯৫. ভারতীয় দলীয় ব্যবস্থার অন্যতম উল্লেখযোগ্য বৈশিষ্ট্য কি?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস থেকেই গুরুত্বপূর্ণ রাজনৈতিক দলগুলোর উৎপত্তি ঘটেছে।
৯৬. ভারতের দলীয় ব্যবস্থার চারটি বৈশিষ্ট্য লিখ?
উত্তরঃ সংবিধান বহির্ভূতভাবে উৎপত্তি, ভাঙা গড়ার রাজনীতি, মতাদর্শগত ভিন্নতা, শক্তিশালী বিরোধী দলের অভাব।
৯৭. ভারতের রাজনৈতিক দল প্রধানত কয়ভাগে বিভক্ত?
উত্তরঃ দুইভাগে। যথা- জাতীয় দল ও আঞ্চলিক দল।
৯৮. বর্তমান ভারতে জাতীয় দল কয়টি?
উত্তরঃ ৬টি।
৯৯. কয়েকটি আঞ্চলিক দলের নাম লিখ?
উত্তরঃ ফরওয়ার্ড ব্লক, বিপ্লবী সমাজতন্ত্রী দল, নাগা জাতীয় সম্মেলন, আকালী দল, ডি.এম.কে।
১০০. নির্বাচন কমিশন কয়টি দলকে আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি দিয়েছে?
উত্তরঃ ৪৯টি দলকে।
আরও পড়ুনঃ বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে সুশীল সমাজের ভূমিকা
১০১. ভারতের কয়েকটি সাম্প্রদায়িক দলের নাম লিখ?
উত্তরঃ বিজেপি, হিন্দু মহাসভা, মুসলিম লীগ, শিবসেনা, ইত্তেহাদুল মুসলেমিন।
১০২. ভারতে রাজনৈতিক দলের সংখ্যা কত?
উত্তরঃ সাতশত এর উপরে।
১০৩. ভারতের ভাষাভিত্তিক দলের উদাহরণ দাও?
উত্তরঃ ডি.এম.কে (তামিলনাডু), এ.আই.এ.ডি.এম.কে (তামিলনাডু), তেলেঙ্গানা প্রজা সমিতি (অস্ত্র প্রদেশ), গোগা লীগ (পশ্চিম বঙ্গ)।
১০৪. ভারতের কয়েকটি মৌলবাদী দলের নাম লিখ?
উত্তরঃ ভারতীয় জনতা পার্টি, আকালি দল, বিশ্ব হিন্দু পরিষদ, রাষ্ট্রীয় স্বয়ং সেবক সংঘ, শিবসেনা, রাম রাজ্য পরিষদ।
১০৫. ভারতে জাতীয় দল হিসেবে স্বীকৃতি পায় নি কোন দলগুলো?
উত্তরঃ তৃণমূল কংগ্রেস, ফরওয়ার্ড ব্লক, সমাজবাদী দল।
১০৬. ভারতে ধর্মনিরপেক্ষ জাতীয় দল কোনগুলো?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস (ই), সি.পি.আই, সি.পি.আই (এম)।
১০৭. কোন দলগুলো জাতীয় দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
উত্তরঃ যারা বিগত নির্বাচনে অন্তত ৪টি অঙ্গরাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলের মোট বৈধ ভোটের ৪ শতাংশ বা তার অধিক লাভ করেছে।
১০৮. কোন দলগুলো আঞ্চলিক দল হিসেবে স্বীকৃতি লাভ করেছে?
উত্তরঃ যারা বিগত নির্বাচনে ৪টির ক্ষেত্রে কম রাজ্যে বা কেন্দ্রশাসিত অঞ্চলে মোট বৈধ ভোটের ৪ শতাংশ বা তার অধিক ভোট লাভ করেছে।
১০৯. সাম্প্রদায়িক দল কাকে বলে?
উত্তরঃ ধর্মের ভিত্তিতে কিংবা ধর্মকে হাতিয়ার করে রাজনৈতিক ক্ষেত্রে মুনাফা লাভের জন্য যেসব দল গড়ে উঠেছে, সেগুলোকে সাম্প্রদায়িক দল বলা হয়।
১১০. কে ভারতের দলীয় ব্যবস্থাকে 'প্রাধান্যকারী দলীয় ব্যবস্থা' বলে বর্ণনা করেছেন?
উত্তরঃ মরিস জোন্স।
১১১. ভারতের জাতীয় ৬টি দলের নাম লিখ?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস (ই), ভারতীয় জনতা পার্টি (বিজেপি), ভারতের কমিউনিস্ট পার্টি (সিপিআই), ভারতের কমিউনিস্ট পার্টি, মার্কসবাদী (সিপিআইএম), বহুজন সমাজ পার্টি (বিএসবি) এবং সমাজবাদী পার্টি।
১১২. ভারতের সাম্প্রদায়িক জাতীয় দলের প্রকৃষ্ট উদাহরণ কোন দল?
উত্তরঃ ভারতীয় জনতা পার্টি (বিজেপি)।
১১৩. ভারতের সাম্প্রদায়িক আঞ্চলিক দল কোনগুলো?
উত্তরঃ আকালি দল, মুসলিম লীগ।
১১৪. ভারতের অসাম্প্রদায়িক আঞ্চলিক দল কোনগুলো?
উত্তরঃ ফরওয়ার্ড ব্লক, বিপ্লবী সমাজতন্ত্রী দল, কৃষক ও শ্রমিক দল, এস.ইউ.সি.।
১১৫. ভারতের স্থানীয় দল কোনগুলো?
উত্তরঃ ঝাড়খণ্ড, নাগা জাতীয় সম্মেলন, মনিপুর জাতীয় পরিষদ ইত্যাদি।
১১৬. ভারতের অস্থায়ী রাজনৈতিক দল কি কি?
উত্তরঃ কেরালা কংগ্রেস, সি.এফ.ডি, বিপ্লবী বাংলা কংগ্রেস।
১১৭. ভারতের সর্বাপেক্ষা পুরাতন ও ঐতিহ্যমণ্ডিত দল কোনটি?
উত্তরঃ ভারতীয় জাতীয় কংগ্রেস।
আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: বাংলাদেশের খনিজ সম্পদ
পরিশেষে
প্রিয় পাঠক, পরিশেষে বলা যায় যে, উপরোক্ত আলোচনার মাধ্যমে আশাকরি আপনারা দলীয় ব্যবস্থা সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ প্রশ্নোত্তর বিষয়ে ভালোভাবে জ্ঞান অর্জন করতে পেরেছেন। এরপরেও যদি আরও গুরুত্বপূর্ণ তথ্যের প্রয়োজন হয়, নিচে আমাদের ফেসবুক পেজ এবং youtube চ্যানেল এর লিংক দেওয়া আছে ফলো এবং সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন এবং গুরুত্বপূর্ণ তথ্যের আপডেট নিতে পারেন। ধন্যবাদ।।