সাধারণ জ্ঞানঃ নিরাপত্তা অধ্যয়নের প্রাথমিক ধারণা
হেলো ভিউয়ার'স কেমন আছেন সবাই? আশাকরি সবাই ভালো আছেন। প্রিয় পাঠক এবং শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি মাস্টার্স শেষ পর্বের প্রতিটি বইয়েই অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সাধারণ জ্ঞান কুইজ প্রশ্ন উত্তর থাকে। যাহা কেবলমাত্র ঐ অধ্যায় সম্পর্কে একটি সমসাময়িক ধারণা প্রকাশ করে থাকে। পরীক্ষার প্রশ্নে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর থেকে ১০ টি প্রশ্ন থাকে এবং মান থাকে ১০ নম্বর। তাই আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো মাস্টার্স শেষ পর্ব রাষ্ট্রবিজ্ঞান বিভাগের নিরাপত্তা অধ্যয়ন বা Security Studies বই থেকে 'নিরাপত্তা অধ্যয়নের প্রাথমিক ধারণা' অধ্যায়ের অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর বা সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর সম্পর্কে।
এছাড়াও বিভিন্ন ধরনের কুইজ প্রতিযোগিতা, বিসিএস পরীক্ষা, এডমিশন পরীক্ষা, ভাইবা পরীক্ষাসহ আরও অন্যান্য সাধারণ জ্ঞান কুইজ প্রতিযোগিতা গুলোতেও এই ধরনের প্রশ্নগুলোকে আসতে দেখা যায়। কাজেই আজকের আর্টিকেলটি মনযোগ সহকারে অধ্যয়নের গুরুত্ব অত্যাধিক। তাহলে চলুন শুরু করা যাক-
![]() |
| সাধারণ জ্ঞানঃ নিরাপত্তা অধ্যয়নের প্রাথমিক ধারণা |
অতিসংক্ষিপ্ত প্রশ্নাবলিঃ নিরাপত্তা অধ্যয়নের প্রাথমিক ধারণা সম্পর্কে সাধারণ জ্ঞান
১। নিরাপত্তা কি?
উত্তর: কোনো কিছু সুরক্ষিত রাখার ব্যবস্থাই হলো নিরাপত্তা।
২। মানব নিরাপত্তা কি?
উত্তর: মানব নিরাপত্তা বলতে ক্ষুধা ও দারিদ্রতা নিরসন, রোগব্যাধি দমন এবং মানুষের জীবন-জীবিকার নিশ্চয়তা বিধানকে বুঝায়।
৩। বর্তমানে কোন ধরনের নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়?
উত্তর: মানব নিরাপত্তাকে প্রাধান্য দেওয়া হয়।
৪। খাদ্য নিরাপত্তা কাকে বলে?
উত্তর: খাদ্যের সহজলভ্যতা এবং মানুষের সুষম ও ভেজালমুক্ত নিশ্চয়তা বিধানকে খাদ্য গ্রহণের অধিকারকে খাদ্য নিরাপত্তা বলে।
৫। স্বাস্থ্য নিরাপত্তা কাকে বলে?
উত্তর: মানুষের শারীরিক ও মানসিকভাবে সুস্থ এবং নিরাপদ জীবনযাপনের নিশ্চয়তা হলো স্বাস্থ্য নিরাপত্তা।
৬। জ্বালানি নিরাপত্তা কি?
উত্তর: জ্বালানি নিরাপত্তা বলতে শক্তি সম্পদের নিরাপত্তাকে বুঝায়।
৭। নিরাপত্তা গবেষণা কি?
উত্তর: মানব সমাজ ও জাতি রাষ্ট্রকে নিরাপদ রাখার জন্য যে গবেষণাকার্য পরিচালিত হয় তাকে নিরাপত্তা গবেষণা বলে।
৮। নিরাপত্তা গবেষণার প্রধান ক্ষেত্র কোনটি?
উত্তর: মানব নিরাপত্তা।
৯। নিরাপত্তা গবেষণায় কোন তিনটি বিষয় সর্বোচ্চ প্রাধান্য পায়?
উত্তর: মানব নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা ও স্বাস্থ্য নিরাপত্তা।
১০। নিরাপত্তা অধ্যয়ন কি?
উত্তর: নিরাপত্তা অধ্যয়ন হলো বিজ্ঞানের এমন একটি শাখা, যেখানে প্রচলিত ও অপ্রচলিত নিরাপত্তা, তাদের প্রকৃতি ও পরিধি তাত্ত্বিক ও ব্যবহারিকভাবে ব্যাখ্যা করা হয়।
১১। Security Studies কোর্সটি কোন বিষয় থেকে উদ্ভূত?
উত্তর: আন্তর্জাতিক সম্পর্ক থেকে উদ্ভূত।
১২। Security Studies অর্থ কি?
উত্তর: নিরাপত্তা অধ্যয়ন।
১৩। Security Studies এর প্রধান উদ্দেশ্য কি?
অথবা, নিরাপত্তা অধ্যয়নের প্রধান উদ্দেশ্য কি?
উত্তর: Security Studies সমাজের যেসব ক্ষেত্রে নিরাপত্তাহীনতা বিদ্যমান তা তুলে ধরা এবং তা দূরীকরণের জন্য প্রয়োজনীয় সুপারিশ করা।
১৪। কখন নিরাপত্তার বিষয়টি বিশ্ব নেতাদের মাথায় আসে?
উত্তর: দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে।
১৫। কোন সময়কে নিরাপত্তা অধ্যয়নের স্বর্ণ যুগ বলা হয়?
উত্তর: স্নায়ুযুদ্ধের শেষ পর্যায়কে।
১৬। কখন ভারত ও পাকিস্তান পারমাণবিক শক্তির অধিকারী হয়?
উত্তর: বিশ শতকের শেষের দিকে।
১৭। কখন উত্তর কোরিয়া পারমাণবিক শক্তির অধিকারী হয়?
উত্তর: ২০০৫ সালে।
১৮। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কোন দেশ Soft power-এর মর্যাদা লাভ করে?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র।
১৯। প্রযুক্তিগত শিল্পায়ন, অর্থনৈতিক উন্নয়ন, ব্যবসায়িক দৃষ্টিভঙ্গি জাপানকে কোন মর্যাদা এনে দেয়?
উত্তর: Soft power-এর।
২০। "অধিক ক্ষমতাই হচ্ছে অধিক নিরাপত্তা, স্বল্প ক্ষমতা স্বল্প নিরাপত্তা।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: হ্যানরেইডার।
আরও পড়ুনঃ মানবীয় নিরাপত্তা সম্পর্কে সাধারণ জ্ঞান প্রশ্ন ও উত্তর
২১। "একটি জাতির হুমকি বা হুমকি প্রতিহত করার সামর্থ্যই হচ্ছে নিরাপত্তা।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: ওয়াল্টার লিপম্যান।
২২। "নিরাপত্তা বলতে রাজনৈতিক, অর্থনৈতিক ও সামরিক নিরাপত্তা বিধান করা অথবা চাপের মধ্যে শক্তির ভারসাম্য রক্ষা করা।" -উক্তিটি কে করেছেন?
উত্তর: আর ভিং ক্রিস্টল।
২৩। "পৃথিবীর সকল স্বাধীন দেশের মূলভিত্তি হওয়া উচিত যৌথ প্রতিরক্ষা ব্যবস্থা।" -উক্তিটি কার?
উত্তর: জন কোস্টার ডালস এর।
২৪। "নিরাপত্তা হচ্ছে ন্যূনতম কোনো জাতির প্রকৃত মূল্যবোধের রক্ষা করা ও সংরক্ষণ করা।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: তালুকদার মনিরুজ্জামান।
২৫। "বাস্তবিক পক্ষে সব ধরনের দৃশ্যমান ও কল্পনাপ্রসূত হুমকির পরিমাণ কমিয়ে আনাই হলো নিরাপত্তা।"-উক্তিটি কে করেছেন?
উত্তর: বার্লচ লার্চ।
২৬। Changing Pamerns of Millary Societies' গ্রন্থের লেখক কে?
উত্তর: SP Huntingna
২৭। "The connotation of the security studies is to protect the nation and the state from the cleavages উক্তিটি কে করেছেন?
উত্তর: সামির আমিন (Samir Amin)
২৮। "The denotation of security studies is to make the nation free from the concept of insecurity. -উক্তিটি কে করেছেন।
উত্তর: Talcott Person
২৯। 'গ্রাসনস্ত ও পেরেস্ত্রোইকা' নীতি দুটির প্রণেতা কে?
উত্তর: মিখাইল গর্বাচেভ।
৩০। নিরাপত্তা গবেষণার প্রধান ক্ষেত্র কোনটি?
অথবা, Security Studies-এর প্রধান গবেষণার ক্ষেত্র কোনটি?
উত্তর: মানব নিরাপত্তা।
৩১। নিরাপত্তা গবেষণায় কোন তিনটি বিষয় সর্বোচ্চ প্রাধান্য পায়?
উত্তর: মানব নিরাপত্তা, খাদ্য নিরাপত্তা, স্বাস্থ্য নিরাপত্তা।
৩২। নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়ন বলতে কি বুঝ?
উত্তর: যে বিদ্যা বিশ্ব থেকে সংঘর্ষের মূলোৎপাটন করে নিরাপত্তা স্থাপনের কৌশল শিক্ষা দেয় তাই নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়ন।
৩৩। নিরাপত্তা ও সংঘর্ষের সম্পর্ক কেমন?
উত্তর: নিরাপত্তা ও সংঘর্ষের সম্পর্ক অবিচ্ছেদ্য।
৩৪। নিরাপত্তা ও সংঘর্ষের উদ্দেশ্য কি?
উত্তর: নিরাপত্তা ও সংঘর্ষ বিষয়টির অন্যতম উদ্দেশ্য হচ্ছে পাঠককে সঠিক তথ্য প্রদান এবং উক্ত বিষয়ে তাদেরকে উদ্বুদ্ধ করা।
৩৫। নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়নের পরিধি কি?
উত্তর: নিরাপত্তার শর্তাবলি নির্ধারণ, যুদ্ধের কারণ অভান্তরীণ ও বহির্বিভাগীয় সহিংসতার রূপ নিরূপণ ইত্যাদি।
৩৬। নিরাপত্তা ও সংঘর্ষ অধ্যয়নের গুরুত্ব কি?
উত্তর: নিরাপত্তা ও সংঘর্ষ বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এখানে লক্ষ লক্ষ লোকের প্রাণহানির পরিবর্তে কিভাবে টিকে থাকা যায় এবং দুঃখ দুর্দশার পরিবর্তে কিভাবে নিরাপত্তা প্রতিষ্ঠা করা সম্ভব তা আলোচনা করা হয়।
৩৭। নিরাপত্তা ও সংঘর্ষ সম্পর্কে সচেতন করে তুলছে এমন দুটি প্রতিষ্ঠানের নাম লিখ।
উত্তর) Peace Research Centre, Canberra, Australia (University Centre for Peace Research, Viema)
৩৮। 'নিরাপত্তা ও সংঘর্ষ' অধ্যয়নের বিষয় হিসেবে রয়েছে- এমন দুটি বিশ্ববিদ্যালয়ের নাম লিখ।
উত্তর: (1) Oregon State University of USA (2) Bradford University of England
৩৯। নিরাপত্তাহীনতা কি?
উত্তর: নিরাপত্তাহীনতা একটি বহুমুখী সামাজিক প্রপঞ্চ, যার সাথে সামাজিক, সামরিক, ভৌগোলিক, রাজনৈতিক, প্রতিবেশ ও পরিবেশগত বিষয়াদি জড়িত।
৪০। নিরাপত্তাহীনতার ৫টি কারণ লিখ।
উত্তর: (ক) পরিবেশ বিপর্যয় (খ) দুর্বল প্রতিরক্ষা ব্যবস্থা (গ) দুর্বল গোয়েন্দা পলিসি। (ঘ) দুর্বল উন্নয়ন পলিসি। (ঙ) অর্থনৈতিক অপর্যাপ্ততা।
আরও পড়ুনঃ স্নায়ুযুদ্ধ পরবর্তী নিরাপত্তা ইস্যু সম্পর্কে সাধারণ জ্ঞান কুইজ
৪১। নিরাপত্তাহীনতা দূর করার ৪টি উপায় লিখ।
উত্তর: (ক) সহযোগিতামূলক নিরাপত্তা বৃদ্ধি (খ) আঞ্চলিক সহযোগিতা (গ) বৈশ্বিক নিরাপত্তা বৃদ্ধি (ঘ) জাতীয় পর্যায়ে নিরাপত্তা বৃদ্ধি।
৪২। সর্বপ্রথম কবে, কোথায় সুরক্ষাকরণ বিষয়ে আলোচনা হয়?
উত্তর: ১৯৯৫ সালে, কোপেনহেগেন স্কুলে।
৪৩। কে প্রথম সুরক্ষাকরণ বিষয়ে আলোচনা উত্থাপন করেন?
অথবা, কে প্রথম Securitization বিষয়ে আলোচনা উপস্থাপন করেন?
উত্তর: Barry Buzan.
৪৪। সুরক্ষাকরণের প্রধান দিক কোনটি?
উত্তর: প্রচলিত নিরাপত্তা ধারণার জায়গায় উপযোগী একটি সামষ্টিক নিরাপত্তা ধারণা সৃষ্টি করা হয়।
৪৫। সুরক্ষাকরণে কিভাবে নিরাপত্তা অর্জনের কথা বলা হয়েছে?
উত্তর: পদ্ধতিগত ও গবেষণালব্ধ উপায়ে।
৪৬। Peace of Paris কত সালে গঠিত হয়?
উত্তর: ১৯১৯ সালে।
৪৭। The Journal of Peace Research কাদের উদ্যোগে প্রকাশিত হয়?
উত্তর: জোহান গালতুং এবং জন বার্টেন এর উদ্যোগে।
৪৮। The Society without conflict is a dead society- উক্তিটি কার?
উত্তর: কুইন্সি রাই এর।
৪৯। Peace without conflict stagnation and conflict without peace is chaos-উক্তিটি কার?
উত্তর: M Rabie-এর।
৫০। বিশ্ব নিরাপত্তা দিবস কবে পালিত হয়?
উত্তর: ৫ জুন।
৫১। সমাজতন্ত্রীদের মতে সংঘর্ষ কেন হয়?
উত্তর: সমাজতন্ত্রীদের মতে, রাষ্ট্রের পক্ষে যখন মৌলিক চাহিদা পূরণ করা সম্ভব হয় না, তখনই সংঘর্ষ হয়।
৫২। কবে নাগাদ নিরাপত্তা গবেষণার উদ্ভব হয়?
উত্তর: ১৯৫০-এর দশকে আমেরিকা ও ইউরোপে এবং পরবর্তীতে ব্রিটেন ও স্ক্যান্ডেনেভিয়ান দেশসমূত্রে নিরাপত্তা গবেষণার উদ্ভব হয়।
৫৩। বিষয় হিসেবে 'নিরাপত্তা গবেষণা' প্রথম কোথায় চালু হয়?
উত্তর: নরওয়েতে।
৫৪। PRIO-কে নিরাপত্তা ও সংঘর্ষ হিসেবে উন্নীতকরণে কার ভূমিকা রয়েছে?
উত্তর: জোহান গালতুং ও মহাত্মাগান্ধীর।
৫৫। জোহান গালতুং সম্পাদিত একটি জার্নালের নাম লিখ।
উত্তর: Journal of Peace Research
৫৬। জোহান গালতুং কোন দেশের অধিবাসী?
উত্তর: নরওয়ের।
৫৭। নিরাপত্তা সংক্রান্ত জ্ঞান কি?
উত্তর: নিরাপত্তা সংক্রান্ত জ্ঞান হচ্ছে অধ্যয়নযোগ্য পরিবেশ পরিস্থিতি ও প্রক্রিয়া সম্পর্কিত জ্ঞান।
৫৮। ইউনেস্কোর শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক কনফারেন্স প্যারিসে হয় কবে?
উত্তর: ১৯৭৪ সালে।
৫৯। গালতুং কি কি অর্থে নিরাপত্তাকে প্রকাশ করেন?
উত্তর: ইতিবাচক ও নেতিবাচক অর্থে।
৬০। নিরাপত্তার জন্য অহিংসার নীতির কথা কে বলেছেন?
উত্তর: মহাত্মাগান্ধী।
আরও পড়ুনঃ নিরাপত্তা ব্যবস্থাপনা সম্পর্কে সাধারণ জ্ঞান
৬১। কিউবার মিসরাইল সংকট কত সালে হয়?
উত্তর: ১৯৬১ সালে।
৬২। কত সাল নাগাদ বিশ্বে মানবিক অস্ত্রবিরোধী আন্দোলনের জোয়ার দেখা যায়?
উত্তর: ১৯৮০-এর দশকে।
৬৩। নারীবাদী নিরাপত্তা গবেষকরা সহিংসতা সম্পর্কে কি বলেছেন?
উত্তর: পুরুষতন্ত্র কর্তৃক সৃষ্ট অসম ও কর্তৃত্ববাদী ব্যবস্থাকে সহিংসতার জন্য দায়ী করেছেন।
৬৪। সন্ত্রাসবাদ কি?
উত্তর: ধর্মীয় বা রাজনৈতিক লক্ষ্য পূরণের জন্য সুপরিকল্পিতভাবে ভীতি প্রদর্শন বা হিংসাত্মক কার্যকলাপে যুক্ত থাকাকে সন্ত্রাসবাদ বলে।
৬৫। বর্তমানে বাংলাদেশে নিরাপত্তার প্রধান ঝুঁকি কোনটি?
উত্তর: সন্ত্রাসবাদ।
৬৬। সন্ত্রাসের বিরুদ্ধে যুদ্ধ শুরু হয় মূলত কখন থেকে?
উত্তর: ১৯৯০ সাল থেকে।
৬৭। বিচ্ছিন্নতাবাদ বা স্বাতন্ত্র্যবাদ কি?
উত্তর: অন্য কোনো দেশের অভ্যন্তরীণ ব্যাপারে বা অন্যান্য দেশের স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্ব বা যুদ্ধবিগ্রহে না জড়িয়ে সম্পূর্ণ স্বতন্ত্র থাকার নীতিই হলো বিচ্ছিন্নতাবাদ বা স্বাতন্ত্র্যবাদ।
৬৮। 'Fundamentalism'-এর অর্থ কি?
উত্তর: মৌলবাদ।
৬৯। মৌলবাদের যাত্রা শুরু হয় কখন?
উত্তর: ১৮৭৬ সালে।
৭০। ইতালি ও মার্কিন যুক্তরাষ্ট্রের অপরাধীচক্র কি নামে পরিচিত?
উত্তর: ম্যাফিয়া।
৭১। কে প্রথম শক্তি সাম্যতত্ত্বের বিজ্ঞানসম্মত বিশ্লেষণ করেন?
উত্তর: ব্রিটিশ পদার্থবিজ্ঞানী এল, এফ, রিচার্ডসন।
৭২। আল কায়েদা কি?
উত্তর: বিশ্বব্যাপী সন্ত্রাসী তৎপরতার অভিযোগে অভিযুক্ত ওসামা বিন লাদেন-এর সংগঠন।
৭৩। কত সালে আল কায়েদা আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করে?
উত্তর: ১৯৮৮ সালে।
৭৪। বিশ্বের সর্ববৃহৎ আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোনটি?
উত্তর: জাতিসংঘ (Un-United Nation).
৭৫। জাতিসংঘ কবে প্রতিষ্ঠিত হয়?
উত্তর: ১৯৪৫ সালে।
৭৬। জাতিসংঘের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যগুলোর নাম লিখ?
উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, রাশিয়া ও চীন)।
৭৭। অভিবাসন কি?
উত্তর: বসবাসের উদ্দেশ্যে এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়াকে অভিবাসন বলে।
৭৮। দেশান্তর কি?
উত্তর: স্বদেশ ছেড়ে অন্য দেশে বসবাসের অভিগমনকে প্রবেশন বা দেশান্তর বলা হয়।
পরিশেষেঃ
প্রিয় পাঠক, উপরোক্ত আলোচনার মাধ্যমে নিরাপত্তা অধ্যয়নের প্রাথমিক ধারণা সম্পর্কে বেশকিছু সাধারণ জ্ঞান প্রশ্নউত্তর তুলে ধরা হয়েছে। আমি আশাবাদী আপনি যদি একটু মনযোগ সহকারে উপরোক্ত আর্টিকেলটি পড়ে থাকেন তাহলে আপনি নিরাপত্তা অধ্যয়ন সম্পর্কে একটি প্রাথমিক জ্ঞান অর্জন করতে পেরেছেন।
প্রিয় পাঠক, আমার আজকের আর্টিকেলে যদি কোন ভুল-ভ্রান্তি চোখে পড়ে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন। আমি সেটা কারেকশন করার চেষ্টা করবো। সবশেষে "এডুকেশন বিডি ব্লগ" এর সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।
