অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: দলীয় ব্যবস্থার তুলনামূলক অধ্যায়ন

প্রিয় পাঠক, আজ আমি আপনাদের সাথে আলোচনা করবো রাষ্ট্রবিজ্ঞান বিভাগের মাস্টার্স শেষ পর্বের বই শাসনের সমস্যাবলি থেকে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর সম্পর্কে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজ যে অধ্যায়ের সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তরগুলো নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে "দলীয় ব্যবস্থার তুলনামূলক অধ্যায়ন" থেকে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই অবগত আছো যে, পরীক্ষার প্রশ্নপত্রে অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর এই বিভাগ থেকে ১০ মার্কের প্রশ্ন থাকে। একটু মনোযোগ দিয়ে পড়লে প্রশ্নগুলোর উত্তর করা খুবই সহজ। প্রশ্ন উত্তর গুলো অনেকটা সাধারণ জ্ঞান প্রশ্ন উত্তর এর মতো এবং মার্কটাও খুব একটা খারাপ না। তাই পরীক্ষায় ভালো ফলাফল লাভের জন্য অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর গুলো জানা খুবই জরুরী। 

অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: দলীয় ব্যবস্থার তুলনামূলক অধ্যায়ন
অতিসংক্ষিপ্ত প্রশ্নোত্তর: দলীয় ব্যবস্থার তুলনামূলক অধ্যায়ন

১। রাজনৈতিক দল কাকে বলে?

উত্তর: রাজনৈতিক দল হলো নির্দিষ্ট আদর্শের ভিত্তিতে গঠিত এমন একদল জনসমষ্টি, যারা কোনো নির্দিষ্ট নীতির দ্বারা ঐক্যবদ্ধ হয়ে যৌথ প্রচেষ্টা দ্বারা জাতীয় স্বার্থ রক্ষা করে।

২। আধুনিক গণতন্ত্রের জন্য কোনটি আবশ্যক?

উত্তর: রাজনৈতিক দল।

৩। গণতান্ত্রিক শাসনকে কোন ধরনের শাসন বলা হয়?

উত্তর: দলীয় শাসন।

৪। "রাজনৈতিক দল হলো একটি সংগঠিত লোক সমষ্টি, যারা কোনো নির্দিষ্ট নীতির দ্বারা ঐক্যবদ্ধ হয়ে যৌথ প্রচেষ্টার দ্বারা জাতীয় স্বার্থরক্ষা করে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: Almond.

৫। "রাজনৈতিক দল কমবেশি সংগঠিত এক নাগরিক গোষ্ঠী, যারা রাজনৈতিক একক হিসেবে কাজ করে এবং যারা ভোট ক্ষমতা প্রয়োগ করে সরকার নিয়ন্ত্রণের মাধ্যমে তাদের সাধারণ উদ্দেশ্য বাস্তবায়িত করতে চায়।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: R.G. Gettle

৬। "রাজনৈতিক দল হলো বিশেষ একটি মতাদর্শের দ্বারা পরিচালিত এমন একটি দল; যা জাতীয় চেতনায় উদ্বুদ্ধ হয়ে দেশের সাধারণ স্বার্থ সম্পর্কিত বিষয়ে ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীর সমর্থন লাভ করার চেষ্টা করে।" -উক্তিটি কার?

উত্তর: আর্নেস্ট বার্কারের।

৭। বাংলাদেশের দুটি ধর্মভিত্তিক রাজনৈতিক দলের নাম লিখ।

উত্তর: (ক) জামায়াতে ইসলামি বাংলাদেশ (খ) ইসলামি ঐক্যজোট।

৮। বাংলাদেশের রাজনৈতিক দল ব্যবস্থায় গণতন্ত্রের চর্চা কম হওয়ার তিনটি কারণ লিখ।

উত্তর: (ক) নিম্নমানের রাজনৈতিক সংস্কৃতি (খ) ধর্মীয় প্রভাব (গ) গঠনতন্ত্রের অকার্যকারিতা।

৯। বাংলাদেশের তিনটি বামপন্থি রাজনৈতিক দলের নাম লিখ।

উত্তর: (ক) বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি (খ) জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) (গ) বাংলাদেশ কমিউনিস্ট পার্টি।

১০। "রাজনৈতিক দল জাতীয় স্বার্থের দ্বারা উদ্বুদ্ধ হয় এবং জাতীয় স্বার্থের সাথে সামঞ্জস্যপূর্ণ ব্যাপক কর্মসূচি গ্রহণ করে নির্বাচকমণ্ডলীর সমর্থন লাভে সচেষ্ট হয়।" -উক্তিটি কার?

উত্তর: Prof Laski-এর।

১১। "ব্যক্তিবর্গের বা নির্দিষ্ট স্বার্থগোষ্ঠীর একটি স্থায়ী বা সুসংহত সংগঠনই হলো রাজনৈতিক দল যার, লক্ষ্য হলো সদস্যদের সরকারি ক্ষমতায় আসীন করে বাঞ্ছিত নীতি প্রণয়ন ও বাস্তবে রূপায়ণ।" -উক্তিটি কার?

উত্তর: E. B. Schul) (সুলজ)-এর।

১২। "কোনো জনসংগঠন এককভাবে বা অন্যান্য দলের সঙ্গে একত্রে রাজনৈতিক ক্ষমতা দখল করতে এবং তা বজায় রাখতে সচেষ্ট হলে তাকে রাজনৈতিক দল বলে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: A. R. Ball.

১৩। "রাজনৈতিক দল এমন একটি মাধ্যম, যা রাজনৈতিক ক্ষমতা লাভের জন্য কাজ করে এবং সাফল্য অর্জন করলে ঐ ক্ষমতা প্রয়োগ করে।"-উক্তিটি কারা করেছেন?

উত্তর: জি. এম. কার্টার এবং জে এইচ হার্জ।

১৪। "সামাজিক ক্ষমতাকে রাজনৈতিক ক্ষমতায় পরিণত করার সর্বাপেক্ষা গুরুত্বপূর্ণ একক অস্ত্র হলো রাজনৈতিক দল।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: নিউম্যান।

১৫। ঔপনিবেশিক শাসনামলে ভারতবর্ষের কোন কোন নেতার নেতৃত্বকে কেন্দ্র করে কর্মসূচি পালিত হতো?

উত্তর: ভারতের মহাত্মা গান্ধী, পাকিস্তানের মুহাম্মদ আলী জিন্নাহ, বাংলার এ. কে ফজলুল হক প্রমুখ।

১৬। বাংলাদেশে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: বাংলাদেশে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

১৭। "আধুনিক গণতান্ত্রিক শাসনের প্রধানতম উন্নয়নই হলো রাজনৈতিক দলের উদ্ভব।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: গিলক্রিস্ট।

১৮। 'The Politics of Developing Areas' -গ্রন্থের লেখক কে?

উত্তর: Almond.

১৯। Almond-এর মতে রাজনৈতিক দল কত প্রকার ও কি কি?

উত্তর: চার প্রকার। যথা- (ক) কর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থা, (খ) প্রাধান্যশালী অকর্তৃত্ববাদী দলীয় ব্যবস্থা, (গ) প্রতিযোগিতামূলক দ্বিদলীয় ব্যবস্থা, (ঘ) প্রতিযোগিতামূলক বহুদলীয় ব্যবস্থা।

২০। Voice of God বলা হয় কাকে?

উত্তর: Public opinion কে Voice of God বলা হয়।

আরও পড়ুনঃ মাস্টার্স ফাইনাল রাষ্ট্রবিজ্ঞান: সংক্ষিপ্ত প্রশ্ন ও উত্তর  

২১। গণতন্ত্রের মূল চালিকাশক্তি বলা হয় কোনটিকে?

উত্তর: জনমতকে।

২২। প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রের মূলভিত্তি কি?

উত্তর: রাজনৈতিক দল।

২৩। "A party is a community with a particular structure." -উক্তিটি কার?

উত্তর: মুরিস দ্যুভারজারের।

২৪। রাজনৈতিক দলের তিনটি কাজ উল্লেখ কর।

উত্তর: (ক) সমস্যা নির্ধারণ (খ) নীতিনির্ধারণ ও (গ) প্রার্থী মনোনয়ন।

২৫। রাজনৈতিক দলের তিনটি গুরুত্ব 'লিখ।

উত্তর: ১. জনমত গঠন, ২. সরকার গঠন ও ৩. বিকল্প বা ছায়া সরকারের ভূমিকা পালন।

২৬। রাজনৈতিক দলকে কয়টি ভাগে ভাগ করা যায়?

উত্তর: তিন ভাগে ভাগ করা যায়।

২৭। রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ উল্লেখ কর।

উত্তর: (ক) একদলীয় ব্যবস্থা, (খ) দ্বিদলীয় ব্যবস্থা ও (গ) বহুদলীয় ব্যবস্থা।

২৮। গণতন্ত্রে বিরোধী দলের তিনটি কাজ লিখ।

উত্তর: (ক) সরকারের নিয়ন্ত্রণকারী, (খ) সরকারের পরামর্শদাতা ও (গ) বিকল্প সরকার।

২৯। গণতান্ত্রিক সরকার ব্যবস্থায় রাজনৈতিক দলের সাফল্যের তিনটি শর্ত লিখ।

উত্তর: (ক) সহনশীলতা, (খ) পারস্পরিক শ্রদ্ধাবোধ ও (গ) গতিশীল নেতৃত্ব।

৩০। বাংলাদেশের রাজনৈতিক দলের তিনটি সমস্যা লিখ।

উত্তর: (ক) ব্যক্তিস্বার্থের প্রাধান্য, (খ) অসংগঠিত দল ব্যবস্থা এবং (গ) বহুদলীয় ব্যবস্থা।

৩১। বাংলাদেশের বর্তমান দুটি রাজনৈতিক জোটের নাম লিখ।

উত্তর: (ক) ২০ দলীয় ঐক্যজোট (খ) ১৪ দলীয় মহাজোট।

৩২। "To find out whether people is free it is necessary only to ask if there is on opposition" -উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক জেনিংস।

৩৩। কোথায় সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব হয়?

উত্তর: ইংল্যান্ডে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব হয়।

৩৪। কত শতাব্দীতে সর্বপ্রথম রাজনৈতিক দলের উদ্ভব এবং বিকাশ ঘটে?

উত্তর: উনবিংশ শতাব্দীতে।

৩৫। কখন বিশ্বের প্রায় সর্বত্রই রাজনৈতিক দলের প্রসার ঘটে?

উত্তর: বিশ শতকে।

৩৬। রাজনৈতিক দলের উৎপত্তি সম্পর্কে কয় ধরনের মতবাদ প্রচলিত রয়েছে ও কি কি?

উত্তর: তিন ধরনের মতবাদ প্রচলিত রয়েছে। যথা- (ক) প্রতিষ্ঠানগত মতবাদ (খ) ঐতিহাসিক পরিস্থিতিগত মতবাদ এবং (গ) আধুনিকীকরণভিত্তিক মতবাদ।

৩৭। রাজনৈতিক দলকে জয়েন্ট স্টক কোম্পানির সাথে তুলনা করেছেন কে?

উত্তর: অধ্যাপক লিকক।

৩৮। কোনটি একে অপরের সাথে ওতপ্রোতভাবে জড়িত?

উত্তর: দলীয় ব্যবস্থা ও শ্রেণী সংগঠন।

৩৯। "রাজনৈতিক দল হলো নীতি ও আদর্শের ভিত্তিতে কোনো সংঘবদ্ধ জনসমাজ, যারা বৈধ উপায়ে শাসন ক্ষমতা দখলের চেষ্টা করে।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: ম্যাকাইভার।

৪০। কোনটি সরকার ও জনগণের মধ্যে সেতুবন্ধ হিসেবে কাজ করে?

উত্তর: রাজনৈতিক দল।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান: আধুনিক রাষ্ট্রসমূহে সেনাবাহিনীর ভূমিকা

৪১। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি?

উত্তর: রাজনৈতিক দলের প্রধান কাজ হচ্ছে নির্বাচনকে প্রভাবিত করা।

৪২। বাংলাদেশের দুটি বৃহৎ রাজনৈতিক দলের নাম লিখ।

উত্তর: (ক) বাংলাদেশ আওয়ামী লীগ ও (খ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

৪৩। রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য কি?

উত্তর: রাষ্ট্রীয় ক্ষমতা দখল।

৪৪। "Party is king"-উক্তিটি কার?

উত্তর: ফাইনারের।

৪৫। "দেশে একনায়কতন্ত্র প্রতিষ্ঠায় সবচেয়ে বড় প্রতিরোধই হচ্ছে রাজনৈতিক দল।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক লাঙ্কি।

৪৬। "Parties act is broken of ideas"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক লাসওয়েল।

৪৭। "আইনসভা ও রাজনৈতিক দল পরস্পর সম্পর্কযুক্ত।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: বার্কার।

৪৮। "দল হচ্ছে মুষ্টিমেয় কয়েকজন লোকের লাভের জন্য বহু লোকের পাগলামি।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: আলেকজান্ডার পোপ।

৪৯। কে কে বিরোধী দলকে ছায়া সরকার হিসেবে অভিহিত করেছেন?

উত্তর: ফাইনার, লাস্কি ও জেনিংস প্রমুখ।

৫০। একদলীয় ব্যবস্থা কাকে বলে?

উত্তর: একদলীয় ব্যবস্থা বলতে এমন ব্যবস্থাকে বুঝায়, যেখানে একটি মাত্র স্বীকৃত দল থাকে। তাদের কর্মসূচি অনুযায়ী সরকার এবং রাষ্ট্রীয় জীবন পরিচালিত হয়। অন্য কোনো দলকে স্বীকার করা হয় না।

৫১। কবে, কোথায় একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে?

উত্তর: ১৯১৭ সালে রাশিয়ায় প্রথম একদলীয় ব্যবস্থার উদ্ভব ঘটে।

৫২। কোন কোন দেশে একদলীয় ব্যবস্থা চালু হয়েছে?

উত্তর: মিসর, স্পেন, কেনিয়া, তানজানিয়া প্রভৃতি দেশে একদলীয় ব্যবস্থা চালু রয়েছে।

৫৩। একদলীয় ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দল থাকে?

উত্তর: একটিমাত্র রাজনৈতিক দল থাকে।

৫৪। কি কারণে একদলীয় ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়?

উত্তর: রাজনৈতিক জটিলতা না থাকার কারণে একদলীয় ব্যবস্থায় দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা যায়।

৫৫। কোন দলীয় ব্যবস্থায় শাসকদল নিজেদের বিবেচনা অনুসারে জাতীয় স্বার্থরক্ষা করতে পারে?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৫৬। কোন ব্যবস্থায় পরস্পরবিরোধী স্বার্থের অস্তিত্ব থাকে না?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৫৭। কোন ব্যবস্থায় জনমতের সঠিক প্রতিফলন ঘটে না?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৫৮। কোন ব্যবস্থায় রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী থাকে না?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৫৯। কোন ব্যবস্থায় জনগণের মধ্যে ঔদাসীন্য ও নিষ্ক্রিয়তা সৃষ্টি হয়?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৬০। কোনটি একচ্ছত্র আধিপত্য ও স্বৈরাচার সৃষ্টি করে?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

আরও পড়ুনঃ সাধারণ জ্ঞান। মাস্টার্স ফাইনাল: শাসনের সমস্যাবলী বই

৬১। কোনটি ব্যক্তিস্বাধীনতার পরিপন্থী?

উত্তর: একদলীয় ব্যবস্থা।

৬২। কোনটি ব্যবস্থায় ব্যক্তিকে রাষ্ট্রের বেদীমূলে বিসর্জন দিয়ে ব্যক্তিত্বের বিকাশের পথ রুদ্ধ করা হয়?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৬৩। কোনটি গণতন্ত্রের বিরোধী?

উত্তর: একদলীয় ব্যবস্থা।

৬৪। কোন ব্যবস্থায় রাজনৈতিক বিরোধিতাকে সহ্য করা হয় না?

উত্তর: একদলীয় ব্যবস্থায়।

৬৫। কোনটি একটি দল একটি ধারণার প্রতীক?

উত্তর: একদলীয় ব্যবস্থা।

৬৬। সাধারণ একদলীয় ব্যবস্থা কি?

উত্তর: যে রাজনৈতিক দল ব্যবস্থায় একটি রাজনৈতিক দলের সর্বময় কর্তৃত্ব স্বীকৃত এবং অন্যদলের অস্তিত্ব স্বীকার করা হয় না, নির্বাচনের সময় একটি দলের প্রার্থীরাই পরস্পরের সাথে প্রতিদ্বন্দ্বিতা করে তাকে সাধারণ একদলীয় ব্যবস্থা বলে।

৬৭। বিশ্বের কোন কোন দেশে সাধারণ একদলীয় ব্যবস্থা বিদ্যমান রয়েছে?

উত্তর: মিসর, স্পেন, তানজানিয়া, কেনিয়া প্রভৃতি দেশে।

৬৮। সর্বাত্মক একদলীয় ব্যবস্থা-কি?

উত্তর: যেখানে একটি রাজনৈতিক দলের অস্তিত্ব স্বীকৃত এবং এই একমাত্র দলটির নীতি ও মতাদর্শ চরম অভ্রান্ত এবং শ্রেষ্ঠ বলে প্রচার করা হয় তাকে সর্বাত্মক একদলীয় ব্যবস্থা বলে।

৬৯। সর্বাত্মক এদলীয় ব্যবস্থার দুটি উদাহরণ দাও।

উত্তর: এডলফ হিটলারের নেতৃত্বে জার্মানির নাৎসি পার্টি এবং বেনিটো মুসোলিনীর নেতৃত্বে ইতালির ফ্যাসিস্ট পার্টি।

৭০। দ্বি-দলীয় ব্যবস্থা কাকে বলে?

উত্তর: দ্বি-দলীয় ব্যবস্থা বলতে এমন দলীয় ব্যবস্থাকে বুঝায়, যেখানে রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতা মূলত দুটি দলের মধ্যে সীমাবদ্ধ থাকে। এখানে অনেক দল থাকলেও প্রধানত দুটি দল ছাড়া অন্যান্য দলের ভূমিকা ও প্রভাব অত্যন্ত গৌণ ও উল্লেখযোগ্য থাকে না।

৭১। দ্বি-দলীয় ব্যবস্থার সমর্থক কারা?

উত্তর: অধ্যাপক লাস্কি, বার্কার প্রমুখ।

৭২। দ্বিদলীয় ব্যবস্থার প্রকৃষ্ট উদাহরণ কোন দুটি দেশ?

উত্তর: মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্য।

৭৩। "এক দল হলে সঠিক মতামত প্রদান করা যায় না। আবার বহু দল হলে মতামত স্থির করা অসুবিধাজনক।" -উক্তিটি কে করেছেন?

উত্তর: জে. এ. কেরি।

৭৪। কোন ব্যবস্থা স্বেচ্ছাচার ও স্বৈরতন্ত্র প্রতিরোধে সহায়ক?

উত্তর: দ্বিদলীয় ব্যবস্থা।

৭৫। কোন ব্যবস্থায় শক্তিশালী বিরোধী দল গঠনের সম্ভাবনা সৃষ্টি হয়?

উত্তর: দ্বিদলীয় ব্যবস্থায়।

৭৬। কোন ব্যবস্থায় সরকারের স্থায়িত্ব বৃদ্ধি পায়?

উত্তর: দ্বি-দলীয় ব্যবস্থায়।

৭৭। কোন ব্যবস্থায় প্রতিটি রাজনৈতিক দলই জনগণের কল্যাণ সাধনের জন্য জনসমর্থন লাভে চেষ্টা চালায়?

উত্তর: দ্বি-দলীয় ব্যবস্থায়।

৭৮। কোন ব্যবস্থায় ক্ষমতাসীন দল এবং বিরোধী দল নিজেদের স্বতন্ত্র দায়িত্বের ব্যাপারে জনগণের কাছে দায়িত্বশীল থাকে?

উত্তর: দ্বি-দলীয় ব্যবস্থায়।

৭৯। দ্বি-দলীয় ব্যবস্থায় কয়টি রাজনৈতিক দলের মধ্যে থেকে একটি দলের প্রতি সমর্থন স্থাপন করতে হয়?

উত্তর: ২টি।

৮০। বহুদলীয় ব্যবস্থা কাকে বলে?

উত্তর: যখন দুইয়ের অধিক রাজনৈতিক দল ক্ষমতা লাভের জন্য প্রতিদ্বন্দ্বিতা করে তখন তাকে বহুদলীয় ব্যবস্থা বলে।

আরও পড়ুনঃ Natok: The Taming of the shrew  |  Williams Shakespeare | Translate In Bangla 

৮১। বাংলাদেশের তিনটি ডানপন্থি দলের নাম লিখ।

উত্তর: (ক) বাংলাদেশ আওয়ামী লীগ (খ) বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ও (গ) জাতীয় পার্টি।

৮২। বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান আছে এমন ৫টি দেশের নাম লিখ।

উত্তর: বাংলাদেশ, ভারত, পাকিস্তান, ফ্রান্স এবং অস্ট্রেলিয়া।

৮৩। Almond তার কোন গ্রন্থে রাজনৈতিক দলের শ্রেণীবিভাগ করেছেন?

উত্তর: 'The Politics of Developing' গ্রন্থে।

৮৪। কোন দলীয় ব্যবস্থা গণতন্ত্রের জন্য অপরিহার্য।

উত্তর: বহুদলীয় ব্যবস্থা।

৮৫। "আধুনিক গণতান্ত্রিক শাসনের প্রধানতম উন্নয়নই হলো রাজনৈতিক দলের উদ্ভব।" -উক্তিটি কার?

উত্তর: উক্তিটি গিলক্রিস্ট-এর।

৮৬। গণতান্ত্রিক শাসনকে কোন ধরনের শাসন বলা হয়?

উত্তর: গণতান্ত্রিক শাসনকে দলীয় শাসন বলা হয়।

৮৭। "আমরা যদি গণতান্ত্রিক ব্যবস্থাকে যথাযর্থ বলে গ্রহণ করি, তাহলে দলীয় ব্যবস্থাকেও আমাদের স্বীকার করতে হবে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: অধ্যাপক বার্কার।

৮৮। চাপসৃষ্টিকারী গোষ্ঠী কাকে বলে?

অথবা, চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে কি বুঝ?

উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলতে এমন একটি সংগঠিত ব্যক্তি সমষ্টিকে বুঝায়, যার সদস্যবর্গ সরকার পরিচালনায় অংশগ্রহণ না করেও স. সিদ্ধান্তকে প্রভাবিত করার জন্য সচেষ্ট হন।

৮৯। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর মূল উদ্দেশ্য কি?

উত্তর: নিজেদের সুযোগ-সুবিধা আদায় করা।

৯০। অধ্যাপক ফাইনার চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কি নামে অভিহিত করেছে?

উত্তর: 'Libby' যার অর্থ বারান্দা।

৯১। Alan Potter চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কি নামে আখ্যা দিয়েছে?

উত্তর: Organized Groups বা সুসংগঠিত গোষ্ঠী।

৯২। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ভূমিকার ধারণা দেয় কে সর্বপ্রথম?

অথবা, চাপসৃষ্টিকারী ভূমিকার ধারণা সর্বপ্রথম কোন চিন্তাবিদ তার লেখনীর মাধ্যমে প্রকাশ করেন?

অথবা, 'চাপসৃষ্টিকারী গোষ্ঠীর' ধারণাটি প্রথম কোন চিন্তাবিদের লেখনিতে প্রকাশ পায়?

উত্তর: আর্থার এফ, বেন্টলে।

৯৩। আলমন্ড ও পাওয়েল চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয় ভাগে বিভক্ত করেছেন?

অথবা, অ্যালমন্ড ও পাওয়েল-এর মতে, চাপসৃষ্টিকারী গোষ্ঠীর শ্রেণীবিভাগ লিখ।

উত্তর: অ্যালমন্ড ও পাওয়েল চাপ সৃষ্টিকারী গোষ্ঠীতে চার ভাগে ভাগ করেছেন। যথা- 

১. প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Institutional Interest group), 

২. অসংঘমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Non-associational Interest group), 

৩. বিশৃঙ্খল চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Anemic Interest group) 

৪. সংঘমূলক চাপসৃষ্টিকারী গোষ্ঠী (Associational Interest group)।

৯৪। ডেভিড ট্রুম্যান চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর: ২ ভাগে।

৯৫। কয়েকটি চাপসৃষ্টিকারী গোষ্ঠীর উদাহরণ দাও।

উত্তর: বণিক সমিতি, ট্রেড ইউনিয়ন, শিক্ষক সমিতি, ছাত্র ইউনিয়ন, ছাত্র সংসদ, ধর্মীয় প্রতিষ্ঠান, নাগরিক গোষ্ঠী প্রভৃতি।

৯৬। চাপসৃষ্টিকারী গোষ্ঠী আর কি কি নামে পরিচিত?

উত্তর: স্বার্থান্বেষী গোষ্ঠী, স্বার্থকামী গোষ্ঠী, সমদৃষ্টিসম্পন্ন গোষ্ঠী, সংগঠিত গোষ্ঠীলবি ইত্যাদি।

৯৭। "সমভাবাপন্ন সদস্যবিশিষ্ট গোষ্ঠীকে চাপসৃষ্টিকারী গোষ্ঠী বলে।"-উক্তিটি কার?

উত্তর: Alan R. Ball-এর।

৯৮। স্টিফেন ওয়াসবি চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কয়ভাগে ভাগ করেছেন?

উত্তর: পাঁচ ভাগে।

৯৯। ভারতের রাজনৈতিক দলগুলোর তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) বহুদলীয় ব্যবস্থা (খ) ব্যক্তির প্রাধান্য ও (গ) ভাষাভিত্তিক ও জাতিভিত্তিক দল।

১০০। প্রাতিষ্ঠানিক চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ৪টি উদাহরণ দাও।

উত্তর: রাজনৈতিক দল, সেনাবাহিনী, আমলাতন্ত্র এবং আইনসভা।

আরও পড়ুনঃ নাটক: দি টেমিং অফ দি শ্রু।  উইলিয়াম শেক্সপিয়ার 

১০১। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর ২টি ভূমিকা কি কি?

উত্তর: সাধারণ নির্বাচনে সহায়তা করা এবং আইনসভার উপর সার্বক্ষণিক প্রভাব বিস্তার।

১০২। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য কি?

উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর প্রধান লক্ষ্য হলো সরকার গঠন না করে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সরকারি নীতিকে প্রভাবিত করা।

১০৩। "The group and the interest are not separated" -উক্তিটি কার?

উত্তর: বেন্টলির।

১০৪। "স্বার্থগোষ্ঠীর মূল লক্ষ্য থাকে নিজেদের স্বার্থ উদ্ধার করা।" -উক্তিটি কার?

উত্তর: Carr-এর।

১০৫। সংগঠনভিত্তিক স্বার্থগোষ্ঠীর ২টি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) বিশেষ একটি স্বার্থগোষ্ঠীর প্রতিনিধিত্ব করা, (খ) সার্বক্ষণিক পেশাদার কর্মী নিয়োগ।

১০৬। বোন ও রেনি চাপসৃষ্টিকারী গোষ্ঠীকে কি নামে অভিহিত করেছেন?

উত্তর: রাজনৈতিক স্বার্থগোষ্ঠী।

১০৭। "চাপসৃষ্টিকারী গোষ্ঠী হলো এমন একটি বেসরকারি সংস্থা যারা জননীতি প্রভাবিত করে।"-উক্তিটি কে করেছেন?

উত্তর: D. Key.

১০৮। রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী কি?

উত্তর: যে গোষ্ঠী তাদের স্বার্থ সম্পর্কিত অভাব-অভিযোগ সরকারের নিকট পেশ করে তাকে রাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী বলে।

১০৯। অরাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী কাকে বলে?

উত্তর: যে গোষ্ঠী রাজনৈতিক কর্মকাণ্ডের সাথে জড়িত নয় তাকে অরাজনৈতিক স্বার্থকামী গোষ্ঠী বলে।

১১০। চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে কোনটি?

উত্তর: চাপসৃষ্টিকারী গোষ্ঠীর কার্যাবলিকে প্রভাবিত করে রাজনৈতিক প্রতিষ্ঠানের কাঠামো।

১১১। "Far form weaken democratic government, they play an essential part in ir"--উক্তিটি কারা করেছেন।

উত্তর: Harvey and Bather

১১২। মার্কিন যুক্তরাষ্ট্রের দলীয় ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) দ্বি-দলীয় ব্যবস্থা, (খ) আঞ্চলিক দলীয় ব্যবস্থা ও (গ) স্বার্থান্বেষী গোষ্ঠীর প্রভাব।

১১৩। গ্রেট ব্রিটেনে কোন ধরনের গণতন্ত্র বিদ্যমান?

উত্তর: সংসদীয় গণতন্ত্র বিদ্যমান।

১১৪। গ্রেট ব্রিটেনের দলীয় ব্যবস্থার তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) দ্বি-দলীয় ব্যবস্থা। (খ) দলীয় কর্মসূচি ও (গ) নির্বাচনের মাধ্যমে সরকারি ক্ষমতা লাভে বিশ্বাসী

১১৫। ফ্রান্সে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: ফ্রান্সে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।

১১৬। ফ্রান্সের রাজনৈতিক দলগুলোর তিনটি বৈশিষ্ট্য লিখ।

উত্তর: (ক) বহুদলীয় ব্যবস্থা। (খ) মতাদর্শগত পার্থক্য ও (গ) দলীয় শৃঙ্খলা ও সংহতির অভাব।

১১৭। ভারতে কোন ধরনের দলীয় ব্যবস্থা বিদ্যমান?

উত্তর: ভারতে বহুদলীয় ব্যবস্থা বিদ্যমান।


সবশেষেঃ

Previous Post
No Comment
Add Comment
comment url